ইচ্ছেমতি - Icchemotiッ

ইচ্ছেমতি - Icchemotiッ আসসালামু আলাইকুম
Book, Food, Girls & Boys Dress etc Sellerッ
আমাদের সাথে রিসেলিং করতে মেসেজ করুন।
(23)

আমরা ২ কেজি গোসত কিনে এনেছি।😅নানান সমস্যার কারণে আমার আব্বা এই ৫ বছর হলো কুরবানী দিতে পারে না। প্রথম ২ বছর ২-৩ জন আত্মীয...
17/06/2024

আমরা ২ কেজি গোসত কিনে এনেছি।😅

নানান সমস্যার কারণে আমার আব্বা এই ৫ বছর হলো কুরবানী দিতে পারে না। প্রথম ২ বছর ২-৩ জন আত্মীয় গোসত দিয়ে গেলেও তার পর থেকে আর কেউ দেয় না।
আত্মীয়-স্বজন, প্রতিবেশী অনেকেই কুরবানী দেয়। তবে নিজেথেকে না দিলে তো আর কিছু করার নেই। চাইতে তো আর পারি না।
কুরবানী ঈদের দিন আমরা কেউ বাসা থেকেই বের হই না লজ্জায়, পাছে যদি প্রতিবেশী কেউ ভেবে বসে যে গোসতের জন্য তাদের বাসার সামনে ঘোরাঘুরি করছি কিনা।😄
যাইহোক আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আবারো আমরা কোনো একদিন কুরবানী দিবো ইনশাল্লাহ।💝

আপনার প্রতিবেশীর খোঁজ নিন। যদি ভেবে থাকেন দেখা হলে দিবেন তাহলে ভুল ভাবছেন তারা আজ দেখা দিবে না, আমরা যেই লজ্জা টা পাচ্ছি হয়তো এই কারনেই।
কুরবানীর গোসত সঠিক বন্টন করুন। যারা বাড়ি বাড়ি গিয়ে চায় তারা প্রয়জনের অতিরিক্ত পেয়ে বিক্রিও করে নিউজে দেখি, আর যারা চায় না তারা কিছুই পায় না। এটা তো কোনো নিয়ম হতে পারে না।
অতএব-আপনার প্রতিবেশীর খোঁজ নিন।

✒️Rakib Hasan

টাকার জন্য শেষ মেষ নিজের মাকেই বিক্রি করে দিলি🥴তোর তো নরকেউ ঠাঁই হবে না,ষিহ🫤©®
16/06/2024

টাকার জন্য শেষ মেষ নিজের মাকেই বিক্রি করে দিলি🥴
তোর তো নরকেউ ঠাঁই হবে না,ষিহ🫤

©®

বিয়ের প্রথম এক/দুই বছর আপনি চোখের পানি যা ফেলবেন, সবই অপচয়, মাথাব্যথা হওয়ার কারণ, অসুস্থ হওয়ার কারণ। এরপর আপনি বুঝতে পার...
15/06/2024

বিয়ের প্রথম এক/দুই বছর আপনি চোখের পানি যা ফেলবেন, সবই অপচয়, মাথাব্যথা হওয়ার কারণ, অসুস্থ হওয়ার কারণ। এরপর আপনি বুঝতে পারবেন, পুরুষ আসলে এমনই। তাদের কাছে বউ, বাচ্চা, সংসার জীবনের একটা অংশ, ফার্স্ট প্রায়োরিটি না। গোটা দুনিয়া যখন বিরহে ধ্বংস হয়ে যাবে, তখন তারা মাথা না খাটিয়ে ঘুমিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তারা অন্য সব কাজে, দায়িত্বে বিরক্ত হবে, বিরক্তি প্রকাশ করবে, কিন্তু নিজে যেসব কাজ পছন্দ করে, সেসব সারাদিন করলেও বিরক্ত হবে না। কী শাড়ি পরবেন, কোন খাবার পছন্দ, কী রঙে আপনাকে মানায়, আপনার মনে কখন কী চলে, সেসব তারা খেয়াল করবে বা বুঝবে কতদূর সেটা পরের কথা, তারা আসলে ভাববেই না যে এসব খেয়াল করতে হয়, অপর মানুষকে পড়ার চেষ্টা করতে হয়। বিশ্বাস করেন, যত দিন গড়াবে, এসব আপনার চোখে খুব স্বাভাবিক হয়ে ধরা দেবে। একপর্যায়ে তাকে তার হালতে ছেড়ে দিয়ে আপনি ভাল থাকা শিখে যাবেন, কান্নাকাটির পরিসরও কমে আসবে।

তো, পরামর্শ হলো, দুই তিন বছর পর যেটা অনুভব করবেন, সেটা নতুন বিয়ের পরপরই অনুভব করুন। অহেতুক কান্নাকাটি করে মাথাব্যথাকে সঙ্গী করবেন না, কষ্ট পাবেন না। কষ্ট পাওয়ার দরকারও নাই...

✒️@আজাদী

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেন...
26/05/2024

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা।!🙂🫰

✒️&baby

আমি এত বড় কখনো হতে চাই'নি, যতটা বড় হলে এক বুক হা'হা'কার নিয়েও জোরে কান্না করা যায় না..😅অথচ কেউ টেরই পেলোনা, হাসিমুখ সবাই...
25/05/2024

আমি এত বড় কখনো হতে চাই'নি, যতটা বড় হলে এক বুক হা'হা'কার নিয়েও জোরে কান্না করা যায় না..😅

অথচ কেউ টেরই পেলোনা, হাসিমুখ সবাই দেখে গেলো অথচ হাসির আড়ালের নিরবতা কারোই নজর কাড়লো না। 😅

মানুষ মূলত একা!💔
✒️অজানা

আমার বানানো একটি জিনিস
17/05/2024

আমার বানানো একটি জিনিস

ছি ছি আপুরা ইজ্জতের ফালুদা এমন কাহিনি ঘটাইয়া ফালাইছি।। হাসবো না কাঁদবো বুঝতেছিনা।। আমার বাবুর বাপে আজকে গোসল করে তার বাপ...
16/05/2024

ছি ছি আপুরা ইজ্জতের ফালুদা এমন কাহিনি ঘটাইয়া ফালাইছি।। হাসবো না কাঁদবো বুঝতেছিনা।।
আমার বাবুর বাপে আজকে গোসল করে তার বাপের মানে আমার শশুরের লুংগি পড়ছে ত আমি দেখি নাই একটু ঘুমাইছিলাম।। ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে গেছি সে এমন ভাবে দাড়াইছে শুধু লুংগি দেখা যাচ্ছে।।।ত আমি বাবা বলে ডাক দিছি।। সে তাকাইছে আমিও লজ্জা পাইছি সে ও লজ্জা পাইছে।।লজ্জা পেয়ে আমি হাত মুখ না ধুয়ে ঘরে এসে পড়ছি আইসা ১০মিনিটের মত শুয়ে ছিলাম।। আবার মুখ ধুইতে গিয়া দেখি জামাই বেডা ওইখানেই অবাক হলাম।। ভাবছিলাম হয়ত বাজারে চলে গেছে।। ত জামাইয়ের পাছাতে দিলাম এক চড়।। চড় দিছি দেখি আমার শশুর আল্লাহ গো।। বললাম বাবা আপনি ভাবছি আপনার ছেলে বলেই এক দৌড় মারছি।। শশুরের মুখটা দেখার মত ছিল আর সে শুধু তাকাইয়াই ছিল।।জামাইরে মেসেজ দিছি বললাম কই তুমি সে বললো বাজারে।।তুমি বাবা বলে ডাক দিছো তাই আব্বার লোংগি খুলে নিজেরটা পড়ে আসছি।।আব্বারটা ধুয়ে দিও।বললাম তুমি ত জানোনা কি কান্ড একটা করে ফেলছি বাড়ি আসো।।মজা বুঝামু তোমারে।।ঘরে দরজা দিয়া বসে আছি আপুরা বের হমু কেমনে শশুরের সামনে জামু কেমনে লজ্জায় মরে যাচ্ছি

✒️নাম অজানা

আমি বানাইছি কেমন হইছে😊😊
15/05/2024

আমি বানাইছি কেমন হইছে😊😊

প্রত্যেক স্ত্রীই মনে মনে চায় স্বামী আরেকটা বিয়ে করুক, তাহলেই বুঝবে আমার আর অন্য মেয়ের মধ্যে পার্থক্য। আমি দেখে সংসার করছ...
15/05/2024

প্রত্যেক স্ত্রীই মনে মনে চায় স্বামী আরেকটা বিয়ে করুক, তাহলেই বুঝবে আমার আর অন্য মেয়ের মধ্যে পার্থক্য।

আমি দেখে সংসার করছি, ঐ মেয়ে ২দিনও থাকবে না । আমি দেখে সহ্য করছি, ঐ মেয়ে কখনও সহ্য করবে না, একদম শিক্ষা দিয়ে যাবে।

অতঃপর স্বামী যখন দ্বিতীয় বিবাহ করে, তখন তার দ্বিতীয় সংসার হয় অতি মধুর, রোমান্টিক।

কারণ... পুরুষ, প্রথম স্ত্রীকে দেওয়া কষ্টগুলো আর দ্বিতীয় স্ত্রীকে দেয় না। প্রথম স্ত্রীর রাগ-অভিমান কখনও মূল্যায়ন না করলেও দ্বিতীয় স্ত্রী কিছু চাওয়ার আগেই সবকিছু পেয়ে যায়।

সুতরাং তুমি যদি ভাবো আমি চলে যাবো, তখন সে বুঝবে। আসলে তারা কখনই বুঝবে না। তুমি চলে গেলে অন্য কেউ এসে তোমার শূন্যস্থান পূরণ করে নেবে।

কারণ... প্রকৃতি কখনও শূন্যস্থান পছন্দ করে না...!

✒️নাম অজানা

এ যুগে বেশিরভাগ মানুষই সম্পর্কে Loyal থাকতে পারে না। গোপনে হলেও সে সম্পর্কের অপর মানুষটাকে ঠকিয়ে যায়। শুধু পার্থক্য হচ্ছ...
14/05/2024

এ যুগে বেশিরভাগ মানুষই সম্পর্কে Loyal থাকতে পারে না। গোপনে হলেও সে সম্পর্কের অপর মানুষটাকে ঠকিয়ে যায়। শুধু পার্থক্য হচ্ছে, সত্য বেরিয়ে আসলে বিষয়টি পরিষ্কার হয়। আর বের না হলে তা গোপনই রয়ে যায়।
হুট করে মানুষের বদলে যাওয়া ব্যাপারটা এমনিতেই আসে না সম্পর্কে। সেখানে আড়ালে ঠকিয়ে যাওয়ার ব্যাপারটা ওতপ্রোতভাবেই জড়িত থাকে। আর তা কেউ স্বীকার করুক কিংবা না করুক।🙂

✒️Sinthiya

একবার পড়ুন। একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টন। এবার একজন একজন করে কয়েক জন পুরু...
29/04/2024

একবার পড়ুন।

একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টন।

এবার একজন একজন করে কয়েক জন পুরুষ এনে বলেন তুমি যে কোন একটা কাজ করবা।

হয় একটা একটা করে মার্বেল কুড়াও না হয় পড়ে থাকা তিনটা ভারী কার্টন সরাও।

আমি একজন পুরুষ হিসাবে বলছি। একটা একটা মার্বেল কুড়ানোর চেয়ে ভারী কার্টন সরানো আমার জন্য সহজ কাজ।

না আমরা শুধু সহানুভুতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দেইনি l বরং আমরা জানি আমাদের ধৈর্য কম শক্তি বেশি।

আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু?

পুরুষ শাষিত এ সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। রাত ১২টার পরেও মশারি গুজতে গুজতে মেয়েটা ভাবে সে একটা গৃহিনী !

ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চক চক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাপ !

লবন কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফোস্কাটা পড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে !

যে নারী কিছুই করেনা সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক। আপনি তখন কার্টনও সরাবেন মার্বেলও কুড়াবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না l

আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ। আর দিন ভর যে নারী মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মা !

যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘর বাড়ি সামলাতে !

ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ !

কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না, মমতাও লাগে। আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালবাসা পায় তো?
©️

❝বিয়ের পর নিজের মনের মত বানিয়ে নেওয়া!❞যে ছেলেটা ২৫ বছর ধরে আল্লাহর অ-বাধ্যতা করে আসছে, আল্লাহর কাছে সিজদাবত হয়নি, কখনো র...
28/04/2024

❝বিয়ের পর নিজের মনের মত বানিয়ে নেওয়া!❞
যে ছেলেটা ২৫ বছর ধরে আল্লাহর অ-বাধ্যতা করে আসছে, আল্লাহর কাছে সিজদাবত হয়নি, কখনো রোজা রাখেনি তাকে বিয়ের পর আপনি আল্লাহর একান্ত বাধ্যগত বান্দা বানিয়ে ফেলবেন, নামাজে পা বন্দি করা ফেলবেন, রোজদার বানিয়ে ফেলবেন - এমন ভাবা নিতান্তই আপনার আবেগ।
যে মেয়ে বাইশ বছর ধরে পর্দা করেনি, অসংখ্য ছেলে বন্ধুদের সাথে মেশামেশি করে বড় হয়েছে, মাহরাম নন-মাহরামে যাচাই বাছাই এ তো-য়া-ক্কা করেনি, যার চরিত্রে দ্বীনদারিতার ছিটে ফোটে নেই তাকে বিয়ের পর সাচ্চা পর্দানশীল বানিয়ে ফেলবেন, তার ছেলে বন্ধুদের থেকে দূরে রাখবেন বা দ্বীনদার বানিয়ে ফেলবেন এমন ভাবাও আপনার নিছক কল্পনা। এটাও আবেগ।
বিয়ের পাত্র-পাত্রী এর ক্ষেত্রে একটু ছাড় দিতেই অনেক কিছু হারিয়ে যায় যদি দ্বীনদারিতা/চরিত্রে ছাড় দেওয়া হয়।

তাই বিয়ের আগেই দেখে শুনে ভেবে বিয়ে করুন, বিয়েটা শুধু সারাজীবনের নয়, মরনের পরেরও। আপনার জান্নাতী বা জা/হা/ন্না/মী হবার ব্যাপারগুলোও এটার সাথে রিলেটেড হয়ে যায়৷

অতএব, বিয়ে তো করি, বিয়ের পর নিজের মত বানিয়ে নিবনি - এটা ভুল ধারণা ।
অনেকে বলবে, বিয়ের পর যদি দুয়া করি আল্লাহ তো হেদায়াত দিতেও পারেন?

হ্যাঁ, আল্লাহ তায়ালাই হেদায়াতের মালিক, তিনি হেদায়াত দিলে, অন্তর পরিবর্তন করে দিলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনার জীবনসঙ্গীনির তকদীরে আল্লাহ তায়ালা হেদায়াত না লিখে রাখেন? তাহলে তো আপনার ইহ/কাল-পর/কাল দুইটাই গেল!

বিয়ে করা হয় দ্বীনের অর্ধেক পূরনে, যাকে বিয়ে করলে দ্বীনের অর্ধেক পূরণ হবে না, বরং নিজের যেটুকু দ্বীন ছিল সেটুকুও হুম/কির মুখে পড়তে পারে, কি লাভ তাকে বিয়ে করে? আমরা বাস্তববাদী হই।

    আমাদের বই, প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় (কুরিয়ার ও হোম ডেলিভারি) ৩-৭ দিনের মধ্যেই ক্রেতা তার পণ্য হাতে...
20/04/2024



আমাদের বই, প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় (কুরিয়ার ও হোম ডেলিভারি)
৩-৭ দিনের মধ্যেই ক্রেতা তার পণ্য হাতে পায় কোনো প্রকার ভেজাল নাই।
পাইকারি মূল্যে পণ্য কিনতে পাওয়া যায়।

পেইজ: ইচ্ছেমতি - Icchemotiッ
আমাদের গ্রুপ: "The Halal Business Part" https://facebook.com/groups/824586384894253/


#ইচ্ছেমতি_Icchemotiッ
: .com

14/04/2024

“স্ত্রীর প্রতি বেইনসাফকারী স্বামী কেয়ামতের দিন বিকলাঙ্গ হয়ে উঠবে”

_তিরমিযি ১১৪১

29/03/2024

আমার ভিতর তুই যে আরেক আমি...☺️🫶

বিড়ালকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে কুকুর‌। কুকুরকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে শিয়াল...
17/02/2024

বিড়ালকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে কুকুর‌। কুকুরকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে শিয়াল। হরিণকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে বাঘ। বাঘকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে সিংহ। ঠিক তেমনি,‌ যখন কোনো মানুষকে জিজ্ঞেস করা হয়, তোমার শত্রু কে? সে বলবে—আমার শত্রু অমুক, আমার শত্রু তমুক। আর এভাবেই, সবাই একে-অন্যের নাম উল্লেখ করেই তার শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আজ পর্যন্ত অনেকের কাছেই তাদের শত্রুর কথা জানতে চাইলে— কেউ বলে অমুক, কেউ বলে তমুক। শুধু তাই নয়; কেউ কেউ তো নিজ সহোদর ভাইকেও শত্রু হিসেবে আখ্যায়িত করে। কিন্তু, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, তোমার শত্রু কে? তখন আমি অকপটে, এক বাক্যে বলি—’আমার শত্রু আমি’। আমি আমার শত্রু, তবে কেন অন্যের শত্রুতাকে এত ভয় করি? আমি বোকা, আমি বোকা, আমি বোকা

আমার শত্রু আমি
লেখক : মাহমুদ বিন নূর
প্রকাশনী : রাইয়ান প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অর্ডার করতে ইনবক্স করুন

- অভিশপ্ত রংধনু বইটি কুরিয়ার চার্জ সহ পাচ্ছেন মাত্র  ১৪০ টাকায়📚💴- অর্ডার করতে এখনই ইনবক্স করুন।
07/02/2024

- অভিশপ্ত রংধনু বইটি কুরিয়ার চার্জ সহ পাচ্ছেন মাত্র ১৪০ টাকায়📚💴

- অর্ডার করতে এখনই ইনবক্স করুন।

আসসালামু আলাইকুম-★নারিকেলের নাড়ু★তিলের নাড়ু★শনপাপড়িপাচ্ছেন,,,🌺সারা বাংলাদেশে ক্যাশঅন হোমডেলিভারিতে 🌺🔷 শনপাপড়ি, 32 p*s er...
04/02/2024

আসসালামু আলাইকুম
-
★নারিকেলের নাড়ু
★তিলের নাড়ু
★শনপাপড়ি
পাচ্ছেন,,,
🌺সারা বাংলাদেশে ক্যাশঅন হোমডেলিভারিতে 🌺

🔷 শনপাপড়ি, 32 p*s er বক্স
অর্ডার রাখতে বা বিস্তারিত জানতে
পেইজে মেসেজ করুন❤️

আসসালামু আলাইকুম★সারা বাংলাদেশে ক্যাশঅন হোমডেলিভারি ★🔷 শনপাপড়ি, 32 p*s er বক্সঅর্ডার রাখতে বা বিস্তারিত জানতেআমাদের পেইজ...
03/02/2024

আসসালামু আলাইকুম

★সারা বাংলাদেশে ক্যাশঅন হোমডেলিভারি ★

🔷 শনপাপড়ি, 32 p*s er বক্স
অর্ডার রাখতে বা বিস্তারিত জানতে
আমাদের পেইজে মেসেজ করুন💗

আসসালামু আলাইকুম 😇@🥳এক টাকাও অগ্রিম দিতে হবে না 😎★পটেটো চিপস ★ফুসকা★জিরো চিপস★পাস্তা★নুডলস😱১ কেজি পটেটো চিপস ভাজলে বাজার...
03/02/2024

আসসালামু আলাইকুম 😇
@
🥳এক টাকাও অগ্রিম দিতে হবে না 😎

★পটেটো চিপস
★ফুসকা
★জিরো চিপস
★পাস্তা
★নুডলস

😱১ কেজি পটেটো চিপস ভাজলে বাজারের ১০০+ প্যাকেট এর সমান হবে 🍅🍟🌶️🍿

😋 সাথে থাকছে এর সাথে মজাদার স্পাইসি মসলা ফ্রি ৫০ গ্রাম 😱

🍅 হোম ডেলিভারি
🍅ফুল ক্যাশ অন ডেলিভারি এবং পণ্যের গুনগত মান দেখে টাকা পরিশোধ করার সু্যোগ🍅🌶️🌰
-
ইনবক্স ফর অর্ডার!!!

03/02/2024

এইযুগের মেয়েরা পিঠা বানাতে পারে না কেনো?
এইসব প্রশ্ন করার আগে, মাঠে যেয়ে লুঙ্গিতে কোচ মেরে ধান চাষ করে, বাড়িতে ধান উঠিয়ে,খেজুরগাছে উঠে কলসিটা নামিয়ে এনে পিঠার জিনিস নিয়ে আসেন
জনাব!🌝
এরপর গামছাটা শক্ত করে কোমরে বেধে পুকুরে গিয়ে জাল মেরে একটা রুই ধরে আনেন।আমি ঠিক ই রান্না করে খাওয়াতে পারব।কারন নানি দাদিরা আমাকে শিখিয়ে গিয়েছেন।😏
আর যদি বলেন চালের গুড়া, খেজুরের রস তো বাজারেও পাওয়া যায়।
তোদের জন্য উত্তর, পিঠাও বাজারে পাওয়া যায়, কিনে খা ফকিন্নি ব্যাটা😕

🌿৫৬% ছাড়!!!!🌿শাইখ আতিকউল্লাহর সব বইয়ে পাবেন ৫৬% সরাসরি ছাড়। অফার চলবে ৩১ তারিখ পর্যন্ত।ডেলিভারি শুরু হবে ১ ফেব্রুয়ারি থে...
28/01/2024

🌿৫৬% ছাড়!!!!🌿

শাইখ আতিকউল্লাহর সব বইয়ে পাবেন ৫৬% সরাসরি ছাড়। অফার চলবে ৩১ তারিখ পর্যন্ত।
ডেলিভারি শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।

বুকলিস্ট পেতে ইনবক্স করুন।

অর্ডার করতে ইনবক্স করুন।

📣 ৫০% ছাড় 📣📣রাহনুমা প্রকাশনীর বেস্ট ৩ টা বইয়ে পাচ্ছেন ৫০% ছাড়ে মাত্র ৫২০৳ 📣⚫ আপনি কি ইসলাম ধর্মের বিস্তারিত পরিচয় জানেন?...
28/01/2024

📣 ৫০% ছাড় 📣

📣রাহনুমা প্রকাশনীর বেস্ট ৩ টা বইয়ে পাচ্ছেন ৫০% ছাড়ে মাত্র ৫২০৳ 📣
⚫ আপনি কি ইসলাম ধর্মের বিস্তারিত পরিচয় জানেন? অন্য ধর্মাবলম্বী কেউ যদি আপনার প্রিয় ধর্ম সম্পর্কে জানতে চায়, তাকে বুঝিয়ে ইসলামের মর্ম ও সৌন্দর্য বলতে পারবেন?

⚫ ইসলামি জীবনের সীমারেখা কতটুকু তা সম্পর্কে জানেন! একজন মুসলমানের অধিকার কী, পৃথিবীতে তার ইসলামি জীবনবিধানের রূপরেখা কী?

⚫ একজন মুসলমান হিসেবে আল্লাহর দেওয়া রিজিক ও জীবিকার বিস্তারিত বরকতময় বিধান সম্পর্কে জানেন?

🏵️ মুসলিম জীবনে অপরিহার্য এই ৩টি বিষয় জানতে পড়ুন, বাংলাভাষায় রচিত ও অনূদিত সময়ের সেরা ৩টি বই।

প্রথম দুটো বই লিখেছেন একুশ শতকের পৃথিবীবিখ্যাত আলেম আল্লামা আবুল হাসান আলি নদভি ও অন্য শেষ বইটি লিখেছেন বাংলাদেশের বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আলেম, লেখক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন।

আপনি যদি আপনার দুনিয়া ও আখেরাতের জীবনের জন্য খোরাক পেতে চান, দুনিয়ার জীবনে রিজিক কীভাবে আসে, কীভাবে ইসলাম আপনার জীবিকাকে সহজ ও বরকতময় করে দিতে পারে জানতে চান, তবে সংগ্রহ করুন সময়ের সেরা ৩টি বইয়ের এই প্যাকেজটি।

📌 বইগুলোর নাম :

📕 ইসলামের পরিচয়
📕 ইসলামী জীবনের রূপরেখা
📕 ইসলামের জীবিকার নিরাপত্তা

🔰 ৩টি বইয়ের মোট পৃষ্ঠাসংখ্যা : ৭৪৮
🔰 ৩টি বইয়ের মোট মুদ্রিত মুল্য : ১০৪০ টাকা

✅৫০% ছাড় দিয়ে বর্তমান প্যাকেজ মূল্য : ৫২০ টাকা! (৫০% ছাড়)!

✅অর্ডার করতে ইনবক্স করুন

হে নফস😔তুমি না তওবা করেছিলে,আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছিলে,তুমি তো বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায়,তুমি তো মুমিন হত...
22/01/2024

হে নফস😔

তুমি না তওবা করেছিলে,আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছিলে,তুমি তো বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায়,তুমি তো মুমিন হতে চেয়েছিলে,তুমি তো আল্লাহর প্রিয় বান্দা হতে চেয়েছিলে,তুমি তো ইসলাম মেনে চলতে চেয়েছিলে! ভুলে গেছো?

হে নফস😔

আবার কেন পাপে জড়িয়ে গেছো?বহুবার গুনাহের জন্য তুমি না সিজদায় পড়ে কেঁদেছিলে?তাহলে আবার কেন দুনিয়ার ধোঁকায় পড়ে গেছো?তুমি না আখেরাত চিনেছিলে?তাহলে কেন ভুলে গেলে তোমার আসল ঠিকানা কোথায়?

হে নফস😔

তুমি কি হেরে গেছো?আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে না,বারবার শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছ!
সমস্যা নেই!
এখনো সময় আছে আল্লাহর নিকট ফিরে আসো।🤗

প্রতিনিয়ত আমরা আমাদের নফসের কাছে এভাবে হেরে যাই🥺💔
আল্লাহুম্মাগফিরলি😥

স্ত্রীর জন্য স্বামীর বাড়ির পরিবেশ এমন হওয়া উচিত যে সে তার বাবার বাড়িতেই যেতে চাইবে না। যাবে না, তা না। অবশ্যই যাবে। কিন্...
17/01/2024

স্ত্রীর জন্য স্বামীর বাড়ির পরিবেশ এমন হওয়া উচিত যে সে তার বাবার বাড়িতেই যেতে চাইবে না।

যাবে না, তা না। অবশ্যই যাবে। কিন্তু জলদি ফিরে আসার জন্য সে নিজেই উদগ্রীব থাকবে।

কিন্তু যদি এমন হয়, বাবার বাড়িতে গিয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাহলে ব্যাপারটা খুব প্যাথেটিক। প্যাথেটিক এই সেন্সে যে তাকে আজীবন ঐ স্বামীর সংসার করতে হবে। ঐ বাড়িতেই থাকতে হবে।

Can you imagine?

©

16/01/2024

যে ব্যাক্তি কুদৃষ্টিতে অভ্যস্ত হয়ে যায়,
সে কখনো লজ্জাস্থানের হেফাজত করতে সক্ষম হয় না ।

বই: এখন যৌবন যার

11/01/2024

৮০ বছরের দাদা আর দাদী তাদের যৌবন কালের স্মৃতিতে ফিরে যাওয়ার কথা চিন্তা করলো!🤔

পরের দিন দাদা ফুল হাতে সেখানে" চলে গেল যেখানে তারা প্রথম দেখা করছে!😮

দাড়িয়ে থাকতে থাকতে দাদার পা ব্যাথা হয়ে গেল তবুও দাদী আসলো না!🥹

দাদা রেগে গিয়ে বাড়িতে গিয়ে " বললো তুমি আসলে না কেন!😡

দাদী লজ্জা পেয়ে বললো আম্মু আসতে দেয়নি!🤭

– আপনার রানী'র যত্ন নিন-|🩵🪶
11/01/2024

– আপনার রানী'র যত্ন নিন-|🩵🪶

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছেমতি - Icchemotiッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইচ্ছেমতি - Icchemotiッ:

Videos

Share



You may also like