ইচ্ছেমতি - Icchemotiッ

ইচ্ছেমতি - Icchemotiッ আসসালামু আলাইকুম
যারা ফ্রি তে পেইজ প্রমোট করতে চান তারা এই পেইজে জয়েন হয়ে ইনবক্সে মেসেজ করুন।

08/10/2024

🚫 বিশেষ সতর্কীকরণ 🚫
এক/দুই দিনের মধ্যে পূজা অনুষ্ঠিত হবে,বিধায় হিন্দু ধর্মাবলম্বীদের পাঠা বলি দিতে হবে।
তাই শহর বন্দরে স্বল্প মুল্যে প্রচুর পরিমাণে ছাগলের মাথা বিক্রি হবে।আর এই মাথা আহার করা সম্পূর্ণ হারাম। কারণ তা (গায়রুল্লাহ) তথা আল্লাহর নামে জবাই করা হবে না।
(গায়রুল্লা)তথা আল্লাহর নামে যা জবাই না করা পশু সবই হারাম।
তাই পূজা চলাকালীন দিনগুলোতে এই সব ক্রয় করা থেকে বিরত থাকুন।
নতুবা বিশেষ প্রয়োজনে সতর্কতা অবলম্বন করে ক্রয় করুন।

13/09/2024

❤️ইসলামিক কুইজ❤️

কুর’আনে কোন সূরার প্রত্যেক আয়াতেই ‘আল্লাহ’র নাম বর্ণিত আছে?🍀

11/09/2024

দুটো বাচ্চার আশায় লুকিয়ে লুকিয়ে
জমজ কলা খায়,🥱
তোমার ট‍্যাগ লিস্টের ২য় ব‍্যাক্তি..!🙂

10/09/2024

*ইসলামিক কুইজ:-
আল্লাহ সর্ব প্রথম কী সৃষ্টি করেছেন?

27/08/2024

কোটি টাকার ত্রাণ সংগ্রহকারী ব্যক্তি টা যদি আমি আর আপনি হলে টয়োটা এলিয়েন অথবা হেলিকপ্টারে চড়ে বন্যার্ত এলাকায় যেতাম।

এদিকে ট্রাকের চিপায় বসে বন্যার্ত এলাকায় যাচ্ছেন
শাইখ Ahmadullah হাফি.

এই কি তবে অস্তিত্ব?  খারাতাইয়া, বুড়িচং থেকে এই ফুটফুটে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে।একজনের পাঠানো লোকেশন অনুযায়ী একটা পরি...
23/08/2024

এই কি তবে অস্তিত্ব?
খারাতাইয়া, বুড়িচং থেকে এই ফুটফুটে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে।
একজনের পাঠানো লোকেশন অনুযায়ী একটা পরিবারকে উদ্ধার করতে গিয়ে টিম দেখতে পায় - পরিবারের সব সদস্য মৃত। শুধুমাত্র একটা দেড় বছরের বাচ্চা আধমরা অবস্থায় পাতিলের মধ্যে কাপড় দিয়ে পেচানো অবস্থায় গুটিসুটি মেরে শুয়ে আছে।টিমের লোকজন বাচ্চাটাকে নিয়েই আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্য রওনা দিয়েছে

আসসালামু আলাইকুম। আমরা যে যার অবস্থান থেকে কিছু সাহায্য করতে পারিকি বলেন আপনারা?? ডোনেশন করুন 'আস-সুন্নাহ ফাউন্ডেশনে' যে...
22/08/2024

আসসালামু আলাইকুম।
আমরা যে যার অবস্থান থেকে কিছু সাহায্য করতে পারি
কি বলেন আপনারা??
ডোনেশন করুন 'আস-সুন্নাহ ফাউন্ডেশনে' যে যা পারেন বিকাশ করুন
আমরাও সাহায্য করি যে যা পারি।
আজেবাজে জায়গায় কারো পারসোনাল নাম্বারে টাকা দেওয়া থেকে বিরত থাকুন, কেউ ধোঁকায় পরবেন না।
কেউ কেউ দুর্যোগে সময় বুঝে ধোঁকা দিতে ব্যস্ত থাকবে
জেনে রাখুন, সব মানুষ মানুষ না কিছু মানুষ অমানুষ।
As sunnah Foundation

✒️

22/08/2024

একটি ভুল প্রশ্ন: ভারত কেন ৩১ বছর পর বাধের গেট খুলে দিল?

এর জবাব খুবিই সিম্পল। ধারন ক্ষমতার বাইরে পানি জমে যাওয়ায় খুলতে বাধ্য হয়েছে। এক জায়গায় দেখলাম ধারন ক্ষমতা ৯৪। রাতে ৯৩+ হওয়ায় খুলে দিতে বাধ্য হয়েছে।কারন, না খুললে ভারত তলিয়ে যাবে, বাধ ভেঙে যাবে। তাই দাদাদের কেন খুলে দিল এই প্রশ্ন করে লাভ নাই।

প্রশ্ন করুন :দাদারা গেট কেন খুলে দিলেন না?

প্রত্যেক নদীর একটা ধারন ক্ষমতা আছে। আছে একটা প্রবাহ ক্ষমতা। এর বেশি পানি প্রবাহ হলে সেই নদীর পানি বাইরে গিয়ে আশেপাশের এলাকা প্লাবিত করবে। ১০ মিনিটের বৃষ্টিতে এই বন্যা হয় নাই। যদি বৃষ্টি শুরুর টাইমে বাধের গেট খুলে দেওয়া হত তাহলে বেশির ভাগ পানিই নদী দিয়ে প্রবাহ হয়ে সাগরে গিয়ে পরত। অতিরিক্ত বৃষ্টির কারনে আশেপাশের কিছু এলাকা অল্প পানির নিচে প্লাবিত হত(কারন ভারি বর্ষন) কিন্তু সেটা এত বড় বিপদের কারন হতো না। দাদারা সেটা জানে। তাই তারা গেট আটকে পানি জমাতে শুরু করে। যাতে করে পানির উচ্চতা বাড়তে থাকে। বাড়তে থাকে বাধের গেটে চাপের পরিমান। এর পর সুন্দর সময় দেখে খুলে দেওয়া হয় গেট। যাতে করে এই উচ্চ চাপের পানি নদীর ধারন ক্ষমতার বেশি পানি ফ্লো করে আর আশের পাশে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি করে। এর থেকেও বেশি বৃষ্টি এদেশ দেখেছে। কিন্তু এই রকম বন্যা না দেখার কারন এটাই। এই বন্যা যতটা না প্রাকৃতিক তার থেকে বেশি রাজনৈতিক। জিওলজিকাল কারনে আমরা ভুক্তভুগি। এই জিওলজিকাল কারনেই একদিন আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না।


22/08/2024

✨জরুরী......!

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী কিছুক্ষণ আগে নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে হালদার পাড় ভেঙ্গে গেছে। রাতের মাঝে পানিতে তলিয়ে যেতে পারে ফরহাদাবাদের ৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড।
যাদের পক্ষে সম্ভব অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যান।
এ ব্যাপারে অবহেলা করবেন না। উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা বা স্পিড বোট খুবই অপ্রতুল। রাতের বেলায় উদ্ধার কাজ চালানোও অনেকটা অসম্ভব। যারা আশংকায় আছেন, দ্রুত নিরাপদ স্থানে কিংবা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।

ফটিকছড়ির আশ্রয়কেন্দ্রসমূহের তালিকা পোস্টে যুক্ত করে দেয়া হলো।
ফরহাদাবাদের আশ্রয়কেন্দ্র- ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়

ধলই ফরহাদাবাদ এলাকার বন্যা কবলিত এলাকার বাসিন্দারা
ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়
কাটিরহাট উচ্চ বিদ্যালয়
কাটিরহাট মাদ্রাসা
আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে।
দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে আসুন।

22/08/2024

বন্যা কবলিত মানুষদের জন্য ফ্রী ইন্টারনেট ও মিনিট!

গ্রামীণফোন

অফার : ১০ মিনিট + ৫০০ এমবি
কোড : *121*5050 #

রবি

অফার : ২০ মিনিট + ২৫০ এমবি
কোড : *212*1 #

এয়ারটেল

অফার : ২০ মিনিট + ২৫০ এমবি
কোড : *212*1 #

বাংলালিংক

অফার : ১০ মিনিট + ৫০০ এমবি
কোড : *121*900*3 #

[সকল অফারের মেয়াদ ৩ দিন]

শুধুমাত্র ফেনী,নোয়াখালী, কুমিল্লা পাবে

©

22/08/2024

বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:

১। নোয়াখালী
০১৭৬৯-৩৩১৫১৯
০১৭৬৯-৩৩১৫২০
২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬
৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪
৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০
৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০

17/08/2024

এটা যতবার দেখি ততবারই হাসি আটকে রাখতে পারি না।😂😂😂

16/08/2024

🔥দ'শের লাঠি একের বোঝা, 🔥
🔥Follow বাড়ানো একদম সোজা🔥
🔥–follow to follow –🔥
#প্রমোট
রকমারি - Super Shop এই পেইজে লাইক ফলো দিয়ে কমেন্টে স্ক্রিনশট দিন এবং আপনার পেইজ লিংক কমেন্টে দিন। ব্যাক করবে Fahiya Mun আইডি থেকে।❤️
আপনার পেইজ ফ্রি তে প্রমোট করতে চাইলে মেসেজ করুন এখনই।


আসসালামু আলাইকুম। ফ্রি পেইজ প্রমোট লাগবে কার কার?? ইনবক্সে মেসেজ করুন।  যারা ফ্রি তে পেইজ প্রমোট চান তাদের জন্য এই রুলস ...
15/08/2024

আসসালামু আলাইকুম। ফ্রি পেইজ প্রমোট লাগবে কার কার?? ইনবক্সে মেসেজ করুন।
যারা ফ্রি তে পেইজ প্রমোট চান তাদের জন্য এই রুলস গুলো মানার অনুরোধ জানানো হলো।

📌১.নিজের টাইম লাইনে এই পোস্টটা শেয়ার করবেন। ( শেয়ার পোস্টে ক্যাপশন দিবেন যে ❝যারা ফ্রী তে পেইজ প্রমোট করাতে চান ইচ্ছেমতি - Icchemotiッ পেইজে জয়েন করেন❞)। পোস্ট করে এটা স্ক্রিনশট দিতে হবে পেইজে।

📌২.পেইজে ৫ জনকে ইনভাইট করে স্ক্রিনশট দিবেন।
📌৩. যারা আপনার পেইজে লাইক ফলো দিবে তাদের পেইজ লিংক কমেন্টে দিবে, সবাইকে সততার সঙ্গে বেক দিবেন আইডি থেকে।
❌অবশ্যই কমেন্টে একে অপরের সাথে বেক টু চাইবেন না।
❌পেইজে হারাম মিউজিক এবং মানুষের ছবি বিশেষ করে নারীদের বেপর্দা ছবি থাকলে প্রমোট করা হবে নাহ
📢বিঃদ্রঃপ্রতি শুক্র,শনি,সোম,এবং মঙ্গল বার প্রমোট করা হবে।
( যারা উপরোক্ত রুলগুলো সততার সঙ্গে মেনে চলবে। তাদেরকে পরবর্তীতে আবার প্রমোট দেওয়া হবে।)
আরো বিস্তারিত জানতে ইনবক্স করুন।
#প্রমোট #প্রমোটপোস্ট

12/08/2024

আলহামদুলিল্লাহ!
হজের খরচ দুই থেকে আড়াই লাখের মধ্যে আর ওমরাহর খরচ ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যেই সম্ভব।
—ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন দা:বা:
আল্লাহ তায়ালা আমাদের সকলকে নবীর দেশে যাওয়ার জন্য সহজ করুন
কবুল করুন😭🤲
সুম্মা আমিন

12/08/2024

কুড়িগ্রামের রাজারহাটে মন্দিরে হা'মলা করতে এসে,
হাতেনাতে আ'টক ১০ জনেরো বেশি হিন্দু ।
মূল পরিকল্পনায় ৬৮ হিন্দু।
লিংক কমেন্ট বক্সে

10/08/2024

শুনুন আমাদের গণতান্ত্রিক দেশ কেমন ভয়ংকর ছিল!
কিভাবে শায়েখকে হেনস্তা করা হয়েছে।💔

ওনাদের স্থায়ী ভাবে ট্রাফিকের দায়িত্ব দেয়া হোক ,তাহলে ওনাদের একটি সুন্দর কর্মসংস্থান হবে❤️আপনার মতামত জানাবেন।
09/08/2024

ওনাদের স্থায়ী ভাবে ট্রাফিকের দায়িত্ব দেয়া হোক ,তাহলে ওনাদের একটি সুন্দর কর্মসংস্থান হবে❤️
আপনার মতামত জানাবেন।

Address

Shahzadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছেমতি - Icchemotiッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইচ্ছেমতি - Icchemotiッ:

Videos

Share