Bankers And Banking

Bankers And Banking Banking for all people.
(3)

10/04/2023

ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিল সরকার। এবার ঈদের ছুটি এক দিন বাড়ছে। এ জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর ফলে ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। কারণ, ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচ দিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও এক দিন বাড়বে।

31/03/2023
IFIC ব্যাংকের নতুন নাম IFIC Bank PLC
31/03/2023

IFIC ব্যাংকের নতুন নাম IFIC Bank PLC

01/06/2022

যদি তুমি টাকা ধার করো তাহলে ব্যাংকের কাছে দায়ী, আর যদি সঞ্চয় করো তাহলে ব্যাংক তোমার কাছে দায়ী৷

13/04/2022

নিহ নিনা
দিহ দিদা

৬০৯ ছাড়া অন্য নাম্বার খুজে বল।
01/04/2022

৬০৯ ছাড়া অন্য নাম্বার খুজে বল।

22/03/2022

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ

26/11/2021

মাত্র ১২ বছরেই খেলাপি ঋণ ৫ গুণ বৃদ্ধির আরেক ‘সাফল্য’

Pi Network নিয়ে একটা টিম গঠন করতে চাই। যেখানে সবাইকে সাহায্য করা হবে।  Pi Network লিস্টেড হতে চলেছে। 1 pi = 1$-100$  পর্...
16/11/2021

Pi Network নিয়ে একটা টিম গঠন করতে চাই। যেখানে সবাইকে সাহায্য করা হবে।

Pi Network লিস্টেড হতে চলেছে।
1 pi = 1$-100$ পর্যন্ত হতে পারে। তাই এখন ফ্রিতে কয়েন নিয়ে নিন।
ইনবক্স মি, কোনো ইনভেস্ট দরকার নাই।

👉Invitation code = mamun0719

আর্থিক স্বচ্ছলতা সবাই চায়, যদি সুযোগ দেয় কাজে লাগাতে পারবেন?
হাস্যকর মনে হয়? তাহলে শুনুন 😊

২০০৯ সালে যখন Bitcoin প্রথম আসে তখন প্রতি ঘন্টায় ৫০ টা bitcoin মাইনিং করে ইনকাম করা যেতো, তখন সবাই ওটাকে ফেক মনে করছিলো,,, বর্তমানে ১ টা bitcoin এর দাম কত যানেন? ৪০ হাজার ডলার, কিছুদিন আগে ৬৩ হাজার ডলার ছিলো মাত্র ১ টা বিটকয়েন, অথচ ২০০৯ সালে প্রতি ঘন্টায় মানুষ ৫ টা বিটলয়েন ইনকাম করতো,, যারা কাজ করছিলো তারা এখন কোন পর্যায়ে গেছে একটু ভেবে দেখেন কোটিপতি ২০১১ সালে Litcoin যখন মাইনিং করা যেতো প্রতিদিন ৫০ টা কয়েন ইনকাম করা যেতো বর্তমানে প্রতি কয়েনের দাম ৩০০ ডলার

২০১৪ সালে ইথারিয়াম প্রতিদিন ৩০ টা ইনকাম করা যেতো বর্তমানে ১ টা ইথারিয়েমের মূল্য ৪০০০ ডলার ১ ডলার ৮৭ টাকা হলে ক্যালকুলেটর এ হিসাব করে দেখেন কত মূল্য হতে পারে ?

এখন আসি.
Pi network ☺️
২০১৯ সালে থেকে এই কয়েনটি সবাই মাইনিং করে ইনকাম করেতেছে,,, তার মধ্যে আমিও একজন,, পুরো পৃথিবী থেকে ২১ মিলিয়ন মানুষ এই pi network এর সাথে কাজ করতেছে 🙂 ধারনা করা হয়ে এটার শুরু প্রাইস ১০০-১০০০ ডলারের কাছাকাছি হবে এবং ভবিষ্যতে bitcoin কেউ ছাড়িয়ে যাবে, অভিজ্ঞরা এটাই বলছেন।

আবার অনেকেই এটাকে ফেক মনে করতেছেন যেমনটি bitcoin, litcoin, ethereum এর ক্ষেত্রেও ঘটেছিলো।

তবে যাইহোক প্রতি 24 ঘন্টা পরপর ২-৩ সেকেন্ডের সামান্য কাজ করে কারোর টাইম নষ্ট হবে না এটা স্বাভাবিক 🙂
Play store এ গিয়ে pi network নামের apps টি ডাউনলোড করুন এবং মোবাইল নাম্বার দিয়ে লগিন করুন, মনে রাখবেন আপনার NID Card না থাকলে পিতা মাতার টা ব্যবহার করতে পারবেন তবে, 1st name and last name a NID CARD এর নাম একদম র্নিভূল ভাবে দিতে হবে (English)যদি কোন ভুল হয় তাহলে ১৪ দিন এর মধ্যে Change করতে পারবেন, আর নাম্বার টা ভেরিফাই করতে হবে এই জন্য আপনার সিম থেকে তাদের কে একটা কোড SMS করে পাঠাতে হবে
আর কোনো কিছু না বুঝলে ইনবক্স করবেন।
অবশ্যই Invitation code = mamun0719 দিবেন, রেফার কোড ছাড়া কোন আইডি খুলতে পারবেন না।

08/11/2021

ব্যাংকারদের বেতন বৃদ্ধি করা হোক।

৫% সুদে ঋণ পাবেন নারী উদ্যোক্তারানারী উদ্যোক্তারা যাতে কম সুদে ঋণ নিয়ে ব্যবসা করতে পারেন, সে জন্য ঋণের সুদহার কমিয়েছে ...
04/08/2021

৫% সুদে ঋণ পাবেন নারী উদ্যোক্তারা

নারী উদ্যোক্তারা যাতে কম সুদে ঋণ নিয়ে ব্যবসা করতে পারেন, সে জন্য ঋণের সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু নারী উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক থেকে দশমিক ৫ শতাংশ সুদে টাকা নিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর সেই টাকা গ্রাহকদের দিতে হবে ৫ শতাংশ সুদে। বাংলাদেশ ব্যাংকের ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃ অর্থায়ন স্কিম’–এর আওতায় এ সুবিধা চালু করা হয়েছে।

আগামী ২০২৪ সালের মধ্যে এসএমই খাতের ঋণের কমপক্ষে ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য দফায় দফায় এ স্কিমের সুদহার কমানো হয়েছে। আজ বুধবার ব্যাংক বন্ধের দিনে আবারও এই স্কিমের সুদহার কমিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

https://www.bb.org.bd/openpdf.php

কোন কাজ নেই তাই বসে বসে বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। লালাখালের পানির রঙ দেখে অন্য নদির পানির রঙ ভাল লাগছে না।
31/07/2021

কোন কাজ নেই তাই বসে বসে বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। লালাখালের পানির রঙ দেখে অন্য নদির পানির রঙ ভাল লাগছে না।

Lalkhal, another beauty of green water in spring season. Lalakhal, which is another top tourist attraction in Jaintapur Upazilla, is covered with hills, natu...

ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়, সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি=> সিআইডির প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক তার মতামত জ...
27/07/2021

ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়, সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

=> সিআইডির প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক তার মতামত জানায়

=> সাত মামলা, পাঁচটিই র‌্যাবের

=> ক্রিপ্টোকারেন্সি বিশ্বের বিভিন্ন দেশে অনুমোদন পেয়েছে

=> বাংলাদেশের উচিত দ্রুত এ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া

25/07/2021

নারায়ণগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে মারধর, সার্জেন্টকে প্রত্যাহার

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ব্যাংক কর্মকর্তা আবু সালেহকে রোববার সকালে মারধর করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সার্জেন্ট মো. শফিককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

21/07/2021

ঈদ মোবারক

19/07/2021

SIBL এবং Bank Asia, Western Union এর মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর লাইসেন্স পেয়েছে।

দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে করোনায় মৃত্যু এটাই সবচেয়ে বেশি। গত ২...
11/07/2021

দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে করোনায় মৃত্যু এটাই সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জনের।

করোনায় যখন মৃত্যুর সংখ্যা বাড়ছে তখন ব্যাংকের সময়সূচি বড়ানো হলো। কি বিচিত্র এই স্যালুকাস!!!
07/07/2021

করোনায় যখন মৃত্যুর সংখ্যা বাড়ছে তখন ব্যাংকের সময়সূচি বড়ানো হলো। কি বিচিত্র এই স্যালুকাস!!!

করোনা মহামারি শুরুর পর গত মে পর্যন্ত ১৫ মাসে মারা গেছেন দেশের ব্যাংকের ১৩৩ কর্মকর্তা-কর্মচারী। আর আক্রান্ত হয়েছেন ২৫ হাজ...
01/07/2021

করোনা মহামারি শুরুর পর গত মে পর্যন্ত ১৫ মাসে মারা গেছেন দেশের ব্যাংকের ১৩৩ কর্মকর্তা-কর্মচারী। আর আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৩৯৯ জন। চলতি জুনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে।

29/06/2021
24/06/2021

ইভ্যালিসহ দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এখন থেকে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পর টাকা পাবে। পাশাপাশি তাদের লেনদেন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডাব্লিউটিও সেল) হাফিজুর রহমান।

18/06/2021

বংশালে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও

ঢাকার বংশালে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনায় দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পারেন, ভল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে।

এ ঘটনায় ব্যাংকের যে দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে, তাঁরা হলেন ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। গতকালই তাঁদের বংশাল থানা-পুলিশে সোপর্দ করা হয়।

ব্যাংকটির বংশাল শাখার ব্যবস্থাপক আবু বকর এখনই এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, যেহেতু মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল হক, এমরান আহমেদকে কোর্টে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় বিস্তারিত জানানো যায়নি।

18/06/2021

সাইবার ক্রাইম: নয় ধাপে ব্যাংক একাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করতো চক্রটি।

ঢাকা থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে যে, একটি বেসরকারি ব্যাংকের প্রযুক্তিতে পরিবর্তন করে এরা অভিনব পদ্ধতিতে আড়াই কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাচ-বাংলা ব্যাংকের ৬৩৭টি একাউন্টে ১৩৬৩টি লেনদেন করিয়ে এই টাকা আত্মসাৎ করেছে।

বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এই প্রতারণার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ. কে. এম. হাফিজ আক্তার।

যে পদ্ধতিতে টাকা আত্মসাৎ

পুলিশ জানিয়েছে, টাকা আত্মসাৎ করা হতো মূলত নয়টি ধাপ অবলম্বন করে। এর সঙ্গে জড়িত ছিলেন ব্যাংকের আইটি শাখার একজন সিনিয়র অফিসার।

১.প্রথমে ডাচ বাংলা ব্যাংকের কোন অনুমোদিত এজেন্টের মাধ্যমে অনেক শ্রমিক রয়েছে, এমন একটি ব্যাংকে যোগাযোগ করে স্যালারি অ্যাকাউন্ট খোলা হয়।

২. এরপর হিসাব তৈরি হয়ে যাওয়ার পর ব্যাংক ওই অ্যাকাউন্টগুলোর এটিএম কার্ড এজেন্টের কাছে হস্তান্তর করে বিতরণ করার জন্য। কয়েকজন এজেন্ট সেই এটিএম কার্ডগুলো টাকার বিনিময়ে এই অপরাধী চক্রের কাছে হস্তান্তর করে।

৩. অপরাধী চক্রের সদস্যরা ওই একাউন্টে প্রথমে ১০ বা ২০ হাজার করে টাকা জমা করতো।

৪. অপরাধী চক্রের সদস্যরা এটিএম বুথ থেকে টাকা তোলার সময় প্রথমে ব্যাংকের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা আইটি অফিসারের সঙ্গে যোগাযোগ করতো। তিনি ব্যাংকের সফটওয়্যারে পরিবর্তন করার ফলে এটিএম বুথ থেকে টাকা তুলে নিলেও সেটা ব্যাংকের সার্ভারে নথিভুক্ত হতো না। কারণ আইটি অফিসার সার্ভারে যাওয়ার আগেই সেই তথ্য পরিবর্তন করে দিতেন।

৫. টাকা উত্তোলনের ঠিক আগে ব্যাংকের যে সংরক্ষণ সার্ভারের সঙ্গে থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে এটিএম বুথ পরিচালিত হয়, আইটি অফিসার সেটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন।

৬. যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে বুথ থেকে টাকা তুলে নেয়া হলেও ব্যাংকের প্রধান সার্ভারে টাকার লেনদেনের তথ্য যোগ হতো না। টাকা ক্রেডিট হলেও সেই তথ্য সার্ভারে থাকত না। আইটি অফিসার জার্নালে বিভিন্ন পরিবর্তন করার ফলে টাকা তোলা হওয়ার পরেও সাকসেসফুল মেসেজকে আনসাকসেসফুল মেসেজে রূপান্তরিত হয়ে যেতো।

৭. এরপর টাকা উত্তোলনকারী ব্যক্তি ডাচ-বাংলা ব্যাংকের হটলাইনে ফোন করে অভিযোগ করতেন যে, তার একাউন্ট থেকে টাকা কেটে নেয়া হলেও তিনি কোন টাকা পাননি।

৮. পরবর্তীতে ব্যাংকের আইটি অফিসার সেই অভিযোগের সত্যতা যাচাই করেন। প্রাথমিকভাবে আইটি অফিসার যাচাই করে দেখেন যে, বুথে এটিএম কার্ড প্রবেশ করানো হয়েছিল কিনা এবং লেনদেনটি সফল হয়েছিল কিনা। যখন তিনি আনসাকসেসফুল ম্যাসেজ দেখতে পান, তখন অভিযোগের প্রেক্ষিতে আবার ওই অ্যাকাউন্টের ব্যালেন্স সমন্বয় করে দেন।

৯. তখন প্রতারকরা আবার সেই অ্যাকাউন্ট থেকে টাকাটি তুলে নেয়।

এইভাবে ডাচ-বাংলা ব্যাংকের ৬৩৭টি অ্যাকাউন্ট ব্যবহার করে ১৩৬৩টি লেনদেনের মাধ্যমে দুই কোটি ৫৭ লাখ এক হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ব্যাংকের কর্মকর্তারা এই বিষয়টি টের পেয়ে পুলিশে অভিযোগ করেন। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত করে এই অপরাধ উদঘাটন করে।

পুলিশ জানিয়েছে, তারা চারজনকে গ্রেপ্তার করেছে, যারা এই অপরাধী চক্রের সদস্য। প্রতারণায় তাদের একেকজন একেকরকম কাজ করতেন।

তবে মূল অভিযুক্ত আইটি অফিসার মীর মোঃ শাহারুজ্জামান ওরফে রনি বিদেশে পালিয়ে থাকায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্তের স্ত্রী রয়েছেন, যার হিসাবের মাধ্যমেও আত্মসাৎ করা অর্থের লেনদেন হয়েছে। এছাড়া একজন ব্যাংকিং এজেন্ট রয়েছেন, যিনি এটিএম কার্ড সরবরাহ করতেন। তার কাছ থেকে যে ব্যক্তি এটিএম কার্ড নিয়ে প্রতারণায় ব্যবহার করতেন এবং যিনি এটিএম বুথ থেকে টাকা তুলতেন, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র: বিবিসি।

16/06/2021

ইসলামী ব্যাংকে প্রমোশন প্রাপ্ত সকলকে Bankers And Banking এর পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

13/06/2021

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল ফেসবুক

টেক জায়ান্ট গুগল ও আমাজনের পর এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে। আজ রোববার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

09/06/2021

নো ইন্টারেস্ট-নো ফি সুবিধা চালু করল ব্র্যাক ব্যাংক

অ্যাকাউন্ট থেকে সুদ নিতে চান না এমন গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংক নিয়ে এলো নতুন ডিপোজিট প্রোডাক্ট ‘মুক্তি অ্যাকাউন্ট’। ‘মুক্তি অ্যাকাউন্ট’-এর পাশাপাশি শুধুমাত্র নারীদের জন্য থাকছে ‘তারা মুক্তি অ্যাকাউন্ট’। এই অ্যাকাউন্টের মাধ্যমে যেসব গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে সুদ নিতে চান না, তাদের বিনা খরচে ব্যাংকিং সেবা দেওয়া হবে।

মঙ্গলবার (৮ জুন) একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ব্যাংকটি।

‌মুক্তি অ্যাকাউন্টের গ্রাহকরা ছয় মাসে গড়ে এক লাখ টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স রাখলে তাদের আর অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি দিতে হবে না। ষাণ্মাসিক এই গড় ব্যালেন্সের জন্য গ্রাহকরা বিনামূল্যে একটি ডেবিট কার্ডও নিতে পারবেন।

পাঁচ হাজার টাকা ওপেনিং ব্যালেন্স রেখে মুক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন ঢাকার বাইরের গ্রাহকরা। এছাড়াও মুক্তি অ্যাকাউন্টের গ্রাহকদের টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো ইন্টারসিটি চার্জ দিতে হবে না। আর সব গ্রাহকই ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bankers And Banking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bankers And Banking:

Videos

Share

Category

Nearby media companies