Videodrive

Videodrive ভিডিও এবং মুভি
(4)

25/09/2022

নিত্যদিনের চিত্র এই গানটির প্রত্যেকটি কলি,বাস্তবধর্মী কথা গুলো ভালো লাগলো।

24/09/2022
10/09/2022

Heart Love

07/09/2022

Mujeeb Trailer

07/09/2022

Terminator 7 End of War 22

07/09/2022

BLACK_ADAM Movie Trailer.

‘লাইক’ বাটন থাকছে না টুইটারেমাইক্রো ব্লগিং সাইট টুইটার তাদের পোস্ট থেকে ‘লাইক’ বাটন উঠিয়ে নিচ্ছে। এর ফলে টুইটার পোস্ট থে...
31/10/2018

‘লাইক’ বাটন থাকছে না টুইটারে
মাইক্রো ব্লগিং সাইট টুইটার তাদের পোস্ট থেকে ‘লাইক’ বাটন উঠিয়ে নিচ্ছে। এর ফলে টুইটার পোস্ট থেকে হৃদয় আকৃতির ‘লাইক’ বাটন আর থাকছে না। টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি এ ঘোষণা দিয়েছেন।

জ্যাক ডোরসির উদ্ধৃতি দিয়ে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ডোরসি লাইক ফিচারটি নিয়ে মোটেও সন্তুষ্ট নন। এটা থেকে শিগগিরই মুক্তি চান তিনি। সম্প্রতি তিনি মার্কিন কংগ্রেসের মুখোমুখি হন। সেখানেই তিনি এসব কথা বলেন।

তিনি এ-ও বলেছেন, শীঘ্রই নয়, তবে কোনো একসময় ‘লাইক’ বাটনটি সরে যাবে।

টুইটারের যোগাযোগ দল লাইক বাটনের ভবিষ্যৎ সম্পর্কে সোমবার এক পোস্টে জানিয়েছে, আমরা বলতে চাই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে যাতে সুস্থ পরিবেশে কথোপকথন চালানো যায়, সেজন্য সবকিছু পুনরায় ভেবে দেখা হচ্ছে। এর মধ্যে লাইক বাটনের বিষয়টিও রয়েছে।

২০১৫ সালে প্রথম টুইটারে বর্তমান লাইক বাটনটি চালু করা হয়। এর আগে তারকা আকৃতির ‘ফেবারিট’ বোতামের প্রচলন ছিল।

এ বছরের মার্চে বুকমার্ক সুবিধা চালু করেছিল টুইটার। এতে লাইক বোতাম না চেপেই ব্যবহারকারীরা গোপনে টুইট বার্তা সংরক্ষণ করতে পারেন। এ থেকেই লাইক বোতাম নিয়ে টুইটারের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। তা ছাড়া স্বয়ং প্রধান নির্বাহী নিজেই সুবিধাটি পছন্দ করছেন না।

একটি টুইট পছন্দ হলে তার প্রতিক্রিয়া হিসেবে ইউজাররা ‘লাইক’ বোতামটি ব্যবহার করে থাকেন। এই মাইক্রো ব্লগিং সাইটের লাইক বোতামটি ক্লিক করলে একটি লাল হার্টের আকার ফুটে ওঠে। সেভাবেই বুঝিয়ে দেয়া যায় টুইটটি আপনার পছন্দ। কিন্তু এবার সেই বোতামটি আর খুঁজে পাওয়া যাবে না।

লাইক এর পরিবর্তে কী বোতাম আনা হবে কিংবা কীভাবে ইউজাররা নিজেদের প্রতিক্রিয়া দেবেন, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। টুইটারের তরফ থেকে বলা হয়েছে, এ বিষয়ে আরও খানিকটা চিন্তা-ভাবনা করা হবে।

আপনাদের চাহিদা অনুযায়ী বাংলায় ও ইংলিশ ভার্সনে প্রকাশিত হচ্ছে TaxiDrive অ্যাপ।
30/10/2018

আপনাদের চাহিদা অনুযায়ী বাংলায় ও ইংলিশ ভার্সনে প্রকাশিত হচ্ছে TaxiDrive অ্যাপ।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে Taxidrive অ্যাপ আসতেছে আপনার বেস্তহীন জীবনকে  আর ও সহজ করে দিতেTaxidrive অ্যাপ থেকে যে সুবিধা গু...
29/10/2018

প্রযুক্তিকে কাজে লাগিয়ে Taxidrive অ্যাপ আসতেছে আপনার বেস্তহীন জীবনকে আর ও সহজ করে দিতে
Taxidrive অ্যাপ থেকে যে সুবিধা গুলো পাবেন
ট্রান্সপোর্ট সার্ভিস
ফুড সার্ভিস
পার্সেল সার্ভিস
হোটেল বুকিং সার্ভিস
টিকেটিং সার্ভিস ইত্যাদি

ট্যাক্সি ড্রাইবে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা প্রযুক্তি-ভিত্তিক স্টার্ট অ্যাপ। দেশের কাঠামোগত বিভিন্ন সমস্যার ...
29/10/2018

ট্যাক্সি ড্রাইবে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা প্রযুক্তি-ভিত্তিক স্টার্ট অ্যাপ। দেশের কাঠামোগত বিভিন্ন সমস্যার মোকাবেলায় তারা গড়ে তুলছে বাস্তবমূখী ও বাস্তবায়নযোগ্য সমাধান।

29/10/2018
29/10/2018

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Telephone

+8801852021420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Videodrive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies