কালান্তর প্রকাশনী

কালান্তর প্রকাশনী বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ ইতিহাস সিলেট বিক্রয়কেন্দ্র :
কালান্তর প্রকাশনী
বশির কমপ্লেক্স, ২য় তলা, দোকান নং ১৭-১৮, বন্দরবাজার, সিলেট- 3100
মোবাইল : 01711-984821
(177)

অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ....
18/07/2024

অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ....

তোমরা জেনে অবাক হবে যে, নকল করে লেখা আমার বইগুলো এখন আর কেউ বিক্রি করতে চায় না। তাই এই দুঃখে আমি কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে ...
17/07/2024

তোমরা জেনে অবাক হবে যে, নকল করে লেখা আমার বইগুলো এখন আর কেউ বিক্রি করতে চায় না। তাই এই দুঃখে আমি কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে গর্তে ঢুকে পড়লাম।

শহিদ হওয়া শিক্ষার্থীদের কালান্তরের গভীর শ্রদ্ধা।
16/07/2024

শহিদ হওয়া শিক্ষার্থীদের কালান্তরের গভীর শ্রদ্ধা।

হি*ন্দু জলদস্যুরা শ্রীলঙ্কা থেকে পাঠানো উপঢৌকন লুণ্ঠন করে, সাথে মুসলিম নারীদেরাও আক্রান্ত হয়। বন্ধি নারীদের একজন 'হে হাজ...
15/07/2024

হি*ন্দু জলদস্যুরা শ্রীলঙ্কা থেকে পাঠানো উপঢৌকন লুণ্ঠন করে, সাথে মুসলিম নারীদেরাও আক্রান্ত হয়। বন্ধি নারীদের একজন 'হে হাজ্জাজ!' বলে চিৎকার দেন, হাজ্জাজের কানে সেই করুণ আর্তি পৌঁছলে 'লাব্বাইক' বলে তার জবাব দেন।
জবাবে ১৭বছর বয়সি মুহাম্মাদ ইবনু কাসিমের মাধ্যমে কী হয়েছে তা সবারই জানা।
কিছু অংশ আবদুল মালিক ইবনু মারওয়ান বই থেকে...
কালান্তর পাঠক ফোরাম

15/07/2024

আপনি কে?
রাজাকারদের জন্য কী কোনো বইয়ে অফার দেয়া যায়?

যদি ককেশাসে এক ভাষাভাষী ও এক গোত্রের লোকের আবাদ থাকত, তাহলে হয়তো ইমাম (শামিল) সফল হতে পারতেন। কিন্তু এরা এক কালিমার দাবি...
15/07/2024

যদি ককেশাসে এক ভাষাভাষী ও এক গোত্রের লোকের আবাদ থাকত, তাহলে হয়তো ইমাম (শামিল) সফল হতে পারতেন। কিন্তু এরা এক কালিমার দাবিদার হলেও এক দল ছিল আরেক দলের র*ক্তের পিয়াসি।
(ইমাম শামিলের যুগ এবং বর্তমানের পরিবেশ কী এক নয়?)
বই: ইমাম শামিল চেচনিয়া ও ককেশাসের ইতিহাস
লেখক: আবদুর রশীদ তারাপাশী হাফি.
ছবি: চেচনিয়া স্টন টাওয়ার।

শুধু হাসান ও হুসাইন রা. এর কারবালা প্যাকেজ। অফার চলছে। সাথে একটি বই গিফটও.....
15/07/2024

শুধু হাসান ও হুসাইন রা. এর কারবালা প্যাকেজ। অফার চলছে। সাথে একটি বই গিফটও.....

14/07/2024

প্রধান শিক্ষক ও বোনদের ৫টি করে নতুন বই দেয়া হচ্ছে, আপনি কী জানেন?
কমেন্টে দেখুন।

ইস্তাম্বুল, তুরস্ক।
14/07/2024

ইস্তাম্বুল, তুরস্ক।

বৈবাহিক জীবনে পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং যত্নের ব্যাপারে কুরআন-সুন্নাহে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। মনে রাখা প্রয়োজন, প...
14/07/2024

বৈবাহিক জীবনে পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং যত্নের ব্যাপারে কুরআন-সুন্নাহে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। মনে রাখা প্রয়োজন, পুরুষদের স্ত্রীদের প্রতি ভালোবাসা এবং স্নেহ দেখাতে বলা হয়েছে, যেখানে স্ত্রীদের স্বামীদের প্রতি সম্মান এবং আনুগতা- প্রকাশে উৎসাহিত করা হয়েছে; (যতক্ষণ-না আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশের বাইরে কিছু করতে বলা হচ্ছে)। আল্লাহ তাআলা অমুসলিম স্বামীদের নির্দেশ দিয়েছেন, তারা যেন স্ত্রীদের ভুলগুলো উপেক্ষা করে এবং তাদের প্রতি দয়ালু ও ভালোবাসাপূর্ণ হয়।
কুরআন-সুন্নাহে যেখানে পুরুষদের তাদের স্ত্রীর প্রতি ভালোবাসা এবং দয়া দেখাতে

বলা হয়েছে, সেখানে স্ত্রীদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন দিকে জোর দেওয়া হয়েছে। কুরআন- সুন্নাহে নারীদের স্বামীদের প্রতি দয়ালু এবং ভালোবাসাপূর্ণ হওয়ার কথা বলা হয়নি। কারণ, অধিকাংশ নারীদের ভেতর তাদের স্বামীকে শর্তহীনভাবে ভালোবাসার গুণটা স্বভাবতই থাকে। এ কারণেই সাধারণত পুরুষেরা কখনোই আক্ষেপ করে বলে না, তাদের স্ত্রীরা তাদের ভালোবাসে না। তবে অনেক স্বামীই এই অভিযোগ করে, তাদের স্ত্রীরা তাদের সম্মান করে না। তাই কুরআন-সুন্নাহে স্ত্রীদের ক্ষেত্রে এ ব্যাপারেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

বই: বিয়ে ও ডিভোর্স
লেখক: ড. গওহার মুশতাক
কালান্তর প্রকাশনী

কালান্তর প্রকাশিত নতুন বই আদর্শ অভিভাবক সফল শিক্ষার্থী বইটি আমরা পাঁচজন প্রধান শিক্ষককে (হেড মাস্টার, মুহতামিম, পরিচালক)...
14/07/2024

কালান্তর প্রকাশিত নতুন বই আদর্শ অভিভাবক সফল শিক্ষার্থী বইটি আমরা পাঁচজন প্রধান শিক্ষককে (হেড মাস্টার, মুহতামিম, পরিচালক) দিতে চাই। আপনার পছন্দের শিক্ষকের নাম মেনশন করুন।

13/07/2024

'শিশু লালনপালন ও বিকাশ' বইটি পাঁচজন বোনকে ১ কপি করে হাদিয়া দিতে চাই। যাকে দেওয়া দরকার, তার নাম মেনশন করুন।

13/07/2024

নতুন বইয়ের ঘ্রাণ ও জ্ঞান নেন না কত দিন হলো? কালান্তর থেকে প্রকাশিত নতুন বই দেখুন কমেন্টে..

চূড়ান্ত যু*দ্ধ ও শাহা*দাত  #হুসাইন_রা. ৬১ হিজরি। জুমুআবার সকাল। হুসাইন রা. সাথিদের নিয়ে রণাঙ্গনে। সবাইকে কাতারে দাঁড় করা...
13/07/2024

চূড়ান্ত যু*দ্ধ ও শাহা*দাত #হুসাইন_রা.
৬১ হিজরি। জুমুআবার সকাল। হুসাইন রা. সাথিদের নিয়ে রণাঙ্গনে। সবাইকে কাতারে দাঁড় করালেন। ৩২ জন অশ্বারোহী আর ৪০ জন পদাতিক যোদ্ধা। একেবারে ডানে ছিলেন জুহাইর ইবনু কাইয়িন; বামে ছিলেন হাবিব ইবনু মুজাহির; ঝান্ডা ছিল আব্বাস ইবনু আলির হাতে। তাঁদের তাঁবু ছিল পেছনে। হুসাইন রা. কাঠ জমা করে তাঁবুর পেছন দিকে আগুন ধরিয়ে দেন, যাতে শ*ত্রুবাহিনী পেছন থেকে হামলা করতে না পারে। উমর ইবনু সাআদও নিজস্ব বাহিনী নিয়ে বীরদর্পে রণা*ঙ্গনে এগিয়ে আসে। আমর ইবনু হাজ্জাজ আজ জুবায়দিকে ডানে এবং বামে হুর ইবনু ইয়াজিদের পরিবর্তে শিমার ইবনু জিলজাওশিনকে রাখে। কারণ, হুর ইবনু ইয়াজিদ উমর ইবনু সাআদের বাহিনী ছেড়ে হুসাইন রা.-এর দলে চলে আসেন। ঘোড়সওয়ার বাহিনীর প্রধান আজরা ইবনু কায়েস আল আহমাসি, পদাতিক বাহিনীর প্রধান শাবাত ইবনু রিবয়ি আর রিয়াহি এবং ঝান্ডা দেওয়া হয় তার ক্রীতদাস জুওয়াইদের হাতে।

উভয় বাহিনী রণা*ঙ্গনে প্রস্তুত। এখনই যু*দ্ধ শুরু হবে। প্রথমদিকে উভয় বাহিনী থেকে একজন-দুজন করে সামনে আসছিল আর যুদ্ধ হচ্ছিল। উমর ইবনু সাআদের বাহিনী ছিল অস্ত্রেশস্ত্রে সজ্জিত। হুসাইন রা.-এর বাহিনী দক্ষতার সঙ্গে তাদের হামলা প্রতিহত করছিল। কারণ, তাঁদের তখন আর বেঁচে থাকার কোনো আশা ছিল না। এ জন্য তাঁরা প্রাণপণ জিহাদে ঝাঁপিয়ে পড়েন। হুসাইন রা. প্রথমত যুদ্ধে শরিক হননি, তাঁর অনুসারীরাই যুদ্ধ করছিলেন। তাঁর বাহিনীর সবাই শ*হিদ হয়ে গেলেও কেউ হুসাইন রা.-কে হ*ত্যা করার দুঃসাহস করছিল না।
উমর ইবনু সাআদের বাহিনীর সবাই হুসাইন রা.-কে হ*ত্যা করতে অস্বীকৃতি জানায়।

তারা ধারণা করছিল, হুসাইন রা. হয়তো আত্মসমর্পণ করবেন। কিন্তু হুসাইন রা. বিন্দুমাত্র দুর্বলতা প্রকাশ করেননি; বরং তিনি পূর্ণ বাহাদুরির সঙ্গে যুদ্ধ শুরু করেন। শিমার তখন ভয় পেয়ে যায়। পরাজিত হওয়ার ভয়ে সে চিৎকার করে তার বাহিনীকে যু*দ্ধ চালিয়ে যেতে ও হুসাইন রা.-কে হত্যা করার আদেশ দেয়। জুরআ ইবনু শারিক তখন হুসাইন রা.-এর ওপর হামলা করে। তারপর সিনান ইবনু আনাস আন নাখায়ি তির নিক্ষেপ করে। হুসাইন রা. মাথায় প্রচণ্ড আঘাত পান।

বলা হয়, উমর ইবনু বাত্তার আত তাগলিবি ও জায়েদ ইবনু রাকাদাহ আল হিনি হুসাইন রা.-কে হ*ত্যা করে। হুসাইন রা.-কে হ*ত্যার সব প্রস্তুতি সম্পন্ন করে দেয় শিমার ইবনু জিলজাওশিন। খাওলি ইবনু ইয়াজিদ আল আসবাহি হুসাইন রা.-এর ক*র্তিত মাথা ইবনু জিয়াদের কাছে নিয়ে যায়। ৬১ হিজরির ১০ মুহাররম হুসাইন রা.-কে হ*ত্যা করা হয়। হুসাইন রা.-এর সঙ্গে আরও ৭২ জন ব্যক্তিকে সঙ্গে শ*হিদ করা হয়। উমর ইবনু সাআদের বাহিনী থেকে ৮৮ জন নিহত হয়। যু*দ্ধ সমাপ্তির পর উমর ইবনু সাআদ নির্দেশ করে, কেউ যেন হুসাইন রা.-এর সঙ্গে থাকা মহিলা ও শিশুদের কামরায় প্রবেশ না করে এবং কেউ যেন তাঁদের সঙ্গে মন্দ আচরণ না করে।
উমর ইবনু সাআদ হুসাইন রা.-এর ক*র্তিত মাথা, তাঁর সঙ্গে থাকা মহিলা ও শিশুদের ইবনু জিয়াদের কাছে পাঠায়। ১৯০ যারা হুসাইন রা.-এর সঙ্গে শহিদ হয়েছেন, তাঁরা আবু তালিবের বংশধারার লোক। আলি রা.-এর সন্তানদের মধ্যে স্বয়ং হুসাইন রা., জাফর, আব্বাস, আবু বকর, মুহাম্মাদ ও উসমান। হুসাইন রা.-এর পরিবার থেকে আলি আল আকবার ও আবদুল্লাহ। তিনি জায়নুল আবিদিন খ্যাত আলি আকবার নন। হাসান রা.-এর সন্তানদের মধ্যে আবদুল্লাহ, কাসিম, আবু বকর। আকিল রা.-এর সন্তানদের মধ্যে জাফর, আবদুল্লাহ, আবদুর রহমান ও আবদুল্লাহ ইবনু মুসলিম। আর মুসলিম ইবনু আকিল তো আরও আগেই কুফায় শহিদ হয়েছেন। আবদুল্লাহ ইবনু জাফর রা.-এর

সন্তানদের মধ্যে আওন এবং মুহাম্মাদ শহিদ হন।

রাসুল-এর পরিবার থেকে ১৮ জন পুরুষই কেবল সে যু*দ্ধে শহিদ হন। আশ্চর্যের বিষয় হলো, হুসাইন রা.-এর একেবারে সামনে যারা শ*হিদ হয়েছেন তাঁদের নাম হলো, আবু বকর ইবনু আলি, উসমান ইবনু আলি, আবু বকর ইবনু হাসান। শিয়ারা কিন্তু এ সকল মহান ব্যক্তিদের নিয়ে কোনো আলোচনা করে না। এমনকি তাদের লিখিত হুসাইন রা.-এর হত্যাবিষয়ক কোনো গ্রন্থেও তাঁদের আলোচনা নেই। এমন স্বীকৃত একটি পরম সত্য কথাও তারা নির্দ্বিধায় অস্বীকার করে অথবা গোপন রাখে। তারা বলে না আলি রা. তাঁর সন্তানদের নাম আবু বকর, উমর ও উসমানের নামে নামকরণ করেছেন। অথবা হাসান রা.-ও তাঁর সন্তানের নাম রেখেছেন আবু বকর। শিয়াদের এহেন দ্বিচারী আচরণ খুবই বিস্ময়কর বটে।

বই:হুসাইন ইবনু আলি রা.
লেখক ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
প্রকাশনায়: কালান্তর প্রকাশনী

সর্বশেষ কালান্তর থেকে প্রকাশিত দুইটি নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণটা জাস্ট ওয়াও, ঘ্রাণ ও জ্ঞান এক সাথে নিতে ইনবক্সে মেসেজ দি...
13/07/2024

সর্বশেষ কালান্তর থেকে প্রকাশিত দুইটি নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণটা জাস্ট ওয়াও, ঘ্রাণ ও জ্ঞান এক সাথে নিতে ইনবক্সে মেসেজ দিন।

নতুন ২টি এবং রিপ্রিন্ট হয়েছে ২টি।
12/07/2024

নতুন ২টি এবং রিপ্রিন্ট হয়েছে ২টি।

নতুন সাজে (প্রচ্ছদে) পুরোনো বউ। আপনার সেলফে কবে নিচ্ছেন?
12/07/2024

নতুন সাজে (প্রচ্ছদে) পুরোনো বউ। আপনার সেলফে কবে নিচ্ছেন?

উজবেকিস্তানের তাসখন্দের মেট্রো স্টেশন।  দেখেছেন কত সুন্দর গোছালো। নিজেদের ঐতিহ্যকে এত সুন্দর করে প্রকাশ করা যায়!
12/07/2024

উজবেকিস্তানের তাসখন্দের মেট্রো স্টেশন। দেখেছেন কত সুন্দর গোছালো। নিজেদের ঐতিহ্যকে এত সুন্দর করে প্রকাশ করা যায়!

(১) জুমুআর নামাযের উদ্দেশ্যে ভালভাবে গোসল করা।(২) উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা।(৩) আতর লাগানো(৪) ওয়াক্ত হওয়ার সাথে স...
12/07/2024

(১) জুমুআর নামাযের উদ্দেশ্যে ভালভাবে গোসল করা।

(২) উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা।

(৩) আতর লাগানো

(৪) ওয়াক্ত হওয়ার সাথে সাথে (আযানের অপেক্ষা না করে) মসজিদে যাওয়া।

(৫) পায়ে হেঁটে মসজিদে যাওয়া।

(৬) ইমাম সাহেবের নিকটে বসা। অর্থাৎ, যতদূর সম্ভব সামনের কাতারে বসা।

(৭) মনোযোগ সহকারে খুতবা শুনা।

(৮) খুতবার সময় কোন কথা না বলা ও কোন কাজ না করা।

- সহীহ ইবনে খুযাইমাহ হাদীস নং- ১৭৫৮, নাসায়ী, হাদীস নং-

১৩৮৪, তিরমিযী, হাদীস নং- ৪৯৬, আবু দাউদ, হাদীস নং- ৩৪৫

(৯) সূরায়ে কাহফ তিলাওয়াত করা।

(১০) সালাতুত তাসবীহ পড়া।১০) সালাতুত তাসবীহ পড়া।

(১১) দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দুআ করা এবং সূর্যাস্তের কিছুক্ষণ পূর্ব হতে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে যিকির ও দু'আয় লিপ্ত থাকা। এই দুই সময় দোয়া কবুল হয়।

- আবু দাউদ, হাদীস নং- ৩৪৭, আবু দাউদ, হাদীস নং- ১২৯১, মুস্তাদরাক, হাদীস নং- ৩৩৯২, ৮৬৮১

(১২) জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়া বিশেষ করে পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাযের পর নিজ স্থানে বসেই নিচের দরূদ শরীফটি ৮০ বার পাঠ اللهم صل على محمدن النبي الأمي وعلى اله وسلم 1 تسليما

বিস্তারিতঃ

বর্ণিত দরূদ শরীফের ফযীলত এই যে, আমলকারীর আমলনামায় ৮০ বছরের ইবাদাত বন্দেগীর সওয়াব লেখা হয় এবং তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়া হয়। (ইবনু বাশকুয়াল, আল কাওসুল বাদী ফিস সালাতি ওয়াস সালামি আলাল হাবীবিশ শাফী, পৃ. ২৮৪)

কোন সহীহ হাদীসে বর্ণিত আমল ছাড়া অন্য কোন নফল আমলের ব্যাপারে এত বেশি ফযীলতের কথা পাওয়া যায় না।

11/07/2024

আপনি কোন প্রকাশনীর বই বেশি পড়েন এবং তাদের সব চেয়ে ভালো বৈশিষ্ট্য কী?

পাঠক বইটি নেয়, পাঠক বইটি পড়ে, একবার,দুইবার, তারপর আরেকবার!তারপর কী বলে জানেন? বলে কালান্তর ভাই! উম্মাহর এই করুণ পরিণতির ...
11/07/2024

পাঠক বইটি নেয়, পাঠক বইটি পড়ে, একবার,দুইবার, তারপর আরেকবার!
তারপর কী বলে জানেন? বলে কালান্তর ভাই! উম্মাহর এই করুণ পরিণতির ইতিহাস পড়লে খুব কান্না পায়, কান্না করিও।
আচ্ছা পাঠক, আপনিও কী উম্মাহর ক্লান্তিলগ্নের ইতিহাস পড়ে কান্না করেন? আপনিও কী উম্মাহকে পূনর্গঠন করার কথা ভাবেন?

পাগলের মাথা তো খারাপই! জানা কথা। তবে পাঠকের হৃদয় জয় করা রশীদ জামিল এই বইয়ে কী লিখলেন? একটু পড়ে দেখবেন? হয়তো ওই পাড়ের কোন...
11/07/2024

পাগলের মাথা তো খারাপই! জানা কথা। তবে পাঠকের হৃদয় জয় করা রশীদ জামিল এই বইয়ে কী লিখলেন? একটু পড়ে দেখবেন? হয়তো ওই পাড়ের কোনো স্যার টাইপের কাউকে নিয়ে হবে। 🙄

মানুষের এই ছোট্ট জীবনে পদে পদে বিপদ,অনিরাপদ। নিরাপদে থাকতে আমরা অনেক ব্যবস্থা নেই। তবে দুআ ও আমলের মাধ্যমে আমরা কতটুকু ন...
10/07/2024

মানুষের এই ছোট্ট জীবনে পদে পদে বিপদ,অনিরাপদ। নিরাপদে থাকতে আমরা অনেক ব্যবস্থা নেই। তবে দুআ ও আমলের মাধ্যমে আমরা কতটুকু নিরাপদ থাকার চেষ্টা করি?
আপনি আমি কীভাবে নিরাপদ থাকবো দুআ করে ও পড়ে তা নিয়েই বই লিখেছেন বাংলার সিংহ সাবক মুফতি Ali Hasan Osama হাফিজাহুল্লাহ....

10/07/2024

ড. আলি মুহাম্মাদ সাল্লাবি এবং ইসমাইল রেহান হাফি. এই দুইজন ইতিহাসবিদ থেকে কার লেখা আপনার বেশি ভালো লাগে?

যে অপমানের কারণে রেগে যায় এবং দীনের হিফাজতে যু*দ্ধ করে অথবা নারীর সম্মানে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তার চেয়ে ভয়*ঙ্কর যো*দ্ধা ...
10/07/2024

যে অপমানের কারণে রেগে যায় এবং দীনের হিফাজতে যু*দ্ধ করে অথবা নারীর সম্মানে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তার চেয়ে ভয়*ঙ্কর যো*দ্ধা আর হতে পারে না।

—আবু মুসলিম খোরাসানি
বই: সিসাঢালা প্রাচীর
আফ*গান (২০০১-২০২৩ইতিহাস)

Address

ISLAMI TOWER, 1ST FLOOR, 11/1 BANGLABAZAR, DHAKA
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801312103590

Website

https://www.rokomari.com/book/publisher/6071/kalantor-prokashani-sylhet

Alerts

Be the first to know and let us send you an email when কালান্তর প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কালান্তর প্রকাশনী:

Videos

Share

Category

Nearby media companies