AG Ahanas Magical Vlog

AG Ahanas Magical Vlog Digital creator �

03/01/2023
01/01/2023

31/12/2022

a tree & a man story।গাছ ও মানুষের সত্যি ঘটনা।




akti raat stories
stories
horror stories
jinn storiesWelcome
My 1st vlog video

https://newvideo.link/akgoribrakhosargolpo
31/12/2022

https://newvideo.link/akgoribrakhosargolpo

'Bangla cartoon - ভূতের সোনার পাত্র - Golden pot । horseland retrospective bangla ংয়ঙ্কর একটি রাত ...'

26/12/2022

Rat Araite Tokhon - Bhuter Golpo- Bangla Animation

25/12/2022

বাচ্চা ছেলেটির কান্ড 😱😱😱😱 #ভাইরাল

12/12/2022

অহংকারী আপেল গাছ এর পরিনতি🥀✅ #ভালোবাসা

04/12/2022

মধ্য রাতের এক ভয়ংকর ভূতুরে বাসের কাহিনি 😱😱
Love to smile 🙂🙃
Welcome to our page. I create content about video short, horror story, story of ghost, vlog video,bangla ghost story, Animation ghost/horror story, ahatt, bhut ar movie, Night ghost, Digital video content, video Making.
If you are interested in this page,make sure to follow and like this.
So you never miss my Video! 🤗
🙂Love to smile🙂
😀Always 😀
Have a magical day🥰🤗

Follow Me :

Tiktok link :tiktok.com/


kothar golpo bangla
jadur
golpo
kothar golpo
story
story
story stoty

page link :https://www.facebook.com/profile.php?id=100087145069270

Instagram link :https://www.instagram.com/invites/contact/?i=1ilirwjw113ze&utm_content=pt96jdk

🥀🥀🥀🥀🥀

30/11/2022

Funny video 😱😆😂

15/11/2022
14/11/2022

🤧🤧🤧🤧

19/10/2022

আমার সাথে চলে, কখনো কথা বলে 🥰🥰
#লাভ

18/10/2022

Sweet Love😍😍



08/09/2022

ভালোবাসি শুধুই তোমায়❣️🥰
Love story 💌🥰❣️
#ভালোবাসার
#ভালোবাসার_মানুষ
#ভালোবাসা_এমনও_হয়
#ভালোবাসা_সুন্দর
#ভালোবাসে
#ভালোবাসবো
#ভালোবাসতে
#ভালবাসা_অবিরাম
#ভালবাসা
#ভাইরাল #ভাইরাল_করে_দাও
#ভালোবাসা

07/09/2022

পৃথিবীর সবথেকে মধুর সম্পর্ক হলো ভাই -বোনের সম্পর্ক 🥰🥰💌💌
#ভালবাসা #ভাইরাল #ভাইরাল_ভিডিও #ভালোবাসার #ভালোবাসা_সুন্দর #ভাই-বোন #ভিডিও #ভালোবাসি

07/09/2022

Cute couple 💌💌😚😚
Romantic time 🥰🥰

07/09/2022

LOVE YOU FOREVER💌💛💌

06/09/2022

LOVE STORY 💞💞

06/09/2022

CUTE COUPLE LOVE STORY🥰

05/09/2022

এমন ভালোবাসা পাওয়া,,,
সে তো ভাগ্যের ব্যাপার🥰🥰
#লাইভ #লাভ #ভালোবাসার #ভালোবাসা_সুন্দর #ভালোবাসা_এমনও_হয়
#ভালোবাসা_অবিরাম

04/09/2022

যার বুকে মাথা রেখে সকল কষ্টকে ভুলে থাকা যায়, সে ই তো ভালোবাসার মানুষ 🥰🥰🤗🤗
#ভালোবাসা #ভাইরাল

03/09/2022

ভালোবাসা 🥰🥰

03/09/2022

#ভালোবাসার মানুষ টা পারফেক্ট এর থেকে পারমানেন্ট ই ইম্পরট্যান্ট 🥰🥰 loveline #

02/09/2022

Love storyভালোবাসার পূর্ণতা অনেক সুন্দর হয়💌💌🥰❣️

02/09/2022

30/08/2022

Couple romantic kiss 😚😚

28/08/2022

Romantic couple Morning kiss😚😚☺️☺️

 #সহজ তুলতুলে রসগোল্লা রেসিপি........///😍উপকরণ: রসগোল্লার ছানা ১ কাপ (নিচে ছানা তৈরির প্রনালি দেয়া আছে)চিনি দেড় কাপপানি...
24/08/2022

#সহজ তুলতুলে রসগোল্লা রেসিপি........///😍

উপকরণ:

রসগোল্লার ছানা ১ কাপ (নিচে ছানা তৈরির প্রনালি দেয়া আছে)
চিনি দেড় কাপ
পানি ছয় কাপ
ময়দা দুই চা চামচ
চিনি দুই চা চামচ
এলাচ গুঁড়া পৌনে এক চা চামচ
গোলাপজল এক-দুই চা চামচ (ইচ্ছা)

রসগোল্লার ছানা তৈরির

উপকরণ-
টাকটা দুধ ১ লিটার, সিরকা ৪ টেবিল চামচ।

প্রনালি-
১) সিরকার সঙ্গে সমান পরিমাণ পানি মেশান।
২) দুধ চুলায় দিন। ফুটে উঠা মাত্রই সিরকা দিয়ে চুলা থেকে নামিয়ে রাখুন। ঢেকে দিন।
৩) দুধের ছানা ও পানি আলাদা হলে সঙ্গে সঙ্গে দুধ একটি কাপড় বা ছাঁকনিতে ঢেলে নিন। ভালো করে কলের নিচে দিয়ে ধুয়ে নিন। এতে টক ভাব কম হবে ও ছানা ঠাণ্ডা হবে। এবার পানি ঝরতে দিন এক ঘণ্টা।
৪) এক ঘণ্টা পর প্লেটে ছড়িয়ে রাখুন ৫/৬ ঘণ্টার জন্য। তারপর রসগোল্লা তৈরি করুন।

রসগোল্লা তৈরির প্রণালি:

-রসগোল্লার ছানা তৈরি করে বাতাসে ছয়-সাত ঘণ্টা ছড়িয়ে রাখুন।

-চিনির সঙ্গে পানি দিয়ে চুলায় দিন। ফুটে ওঠার পর সিরার ওপর থেকে ময়লা তুলে ফেলুন। চুলার আঁচ কমিয়ে রাখুন।

-ছানা হাতের তালু দিয়ে মথে নিন। ময়দা, দুই চা চামচ চিনি ও এলাচ গুঁড়া দিয়ে ছানা মথুন। ছানা ১৫ থেকে ২০ ভাগ করে গোল করে রাখুন।

-সব ছানার বল একবারে চুলার ওপর সিরায় ছাড়ুন। আঁচ বাড়িয়ে দিন। কিছুক্ষণ পর রসগোল্লা সিরার ওপর ভেসে উঠবে। বড় চামচ বা হাতা দিয়ে রসগোল্লা সিরায় ডুবিয়ে হাঁড়ি ঢেকে দিন।

-২০-২৫ মিনিট পর বাটিতে পানি নিয়ে একটি রসগোল্লা ছাড়ুন। পানিতে রসগোল্লা ডুবে গেলে এবং আকার ঠিক থাকলে চুলা থেকে নামিয়ে এক কাপ পানি ছিটিয়ে দিয়ে খোলা রাখুন।

-ঠান্ডা হলে সিরাসহ রসগোল্লা একটি বড় বাটিতে ঢালুন। এক-দুই চা চামচ গোলাপজল দিন। সাত-আট ঘণ্টা পর রসগোল্লা পরিবেশন করুন।

এক দোকান মালিক তার কর্মচারীকে বলছে---শোন আজ রাতে দোকানে চোর আসতে পারে, তাই তুই দোকান পাহারা দিবি ,আমিও তোর সাথে থা...
23/08/2022

এক দোকান মালিক তার কর্মচারীকে বলছে---

শোন আজ রাতে দোকানে চোর আসতে পারে,
তাই তুই দোকান পাহারা দিবি ,আমিও তোর সাথে থাকব l
আমি দোকানের উপর মাচায় লুকিয়ে থাকব আর তুই আমাকে সংকেত দিবি l

যদি চোর সামনের দিক দিয়ে ঢোকে তখন বলবি পেঁয়াজ পেঁয়াজ।

আর পিছনের দিক দিয়ে ঢুকলে বলবি শশা শশা l

যদি ডান পাশের দরজা দিয়ে ঢোকে তখন বলবি টমেটো টমেটো।
এবং বাম পাশের দরজা দিয়ে ঢুকলে বলবি মরিচ মরিচ l "

ঘটনা ক্রমে ঐদিন চোর না এসে এলো ডাকাত l
৪ জন ডাকাত ৪ দিকের দরজা দিয়ে ঢুকল l

তা দেখে বেচারি কর্মচারী বলছে সালাদ! সালাদ!! সালাদ 🤣🤣

#কালেক্টেড

রেসিপিঃ)( ৩)(ঃসন্দেশ খেতে সবাই কমবেশি পছন্দ করেন। অন্যান্য মিষ্টির চেয়ে সন্দেশে মিষ্টির পরিমাণ কম থাকে। তাই যারা বেশি মি...
23/08/2022

রেসিপিঃ)( ৩)(ঃ
সন্দেশ খেতে সবাই কমবেশি পছন্দ করেন। অন্যান্য মিষ্টির চেয়ে সন্দেশে মিষ্টির পরিমাণ কম থাকে। তাই যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, তাদের বিকল্প পছন্দ হলো সন্দেশ। আর ছানার সন্দেশের নাম শুনলেই নিশ্চয়ই জিভে জল চলে আসে!

সাধারণত সবাই বিভিন্ন মিষ্টির দোকান থেকেই কিনে খেয়ে থাকেন ছানার সন্দেশ। তবে ছুটির দিনে চাইলেই পরিবারের সদস্যদের জন্য দুর্দান্ত ছানার সন্দেশ তৈরি করে চমকে দিতে পারেন সবাইকে।

ছানার সঙ্গে চিনি মিশিয়ে খুব সহজ উপায়েই সন্দেশ তৈরি করা যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র ২টি উপকরণেই আপনি তৈরি করে নিতে পারবেন জিভে জল আনা ছানার সন্দেশ। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ
১. ছানা ২ কাপ এবং
২. চিনির গুঁড়ো ১ কাপ
৩. পেস্তা বাদাম কুচি পরিমানমতো

পদ্ধতি

প্রথমে একটি ব্লেন্ডারে ছানা ও চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। একেবারে সুন্দর পেস্টের মতো হয় যেন মিশ্রণটি। পানি মেশানো যাবে না।

এবার একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে অল্প আঁচে রাখুন। ছানার মিশ্রণটি প্যানে ঢেলে নাড়তে থাকুন। ক্রমাগত নাড়তে হবে, না হলে প্যানের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে।

বারবার নাড়তে হবে। দেখবেন একসময় ঘি এর মতো বের হচ্ছে মিশ্রণ থেকে। তারপর নাড়তে নাড়তে ছানা প্যানের গা ছেড়ে উঠে আসবে। তখন চুলার জ্বাল বন্ধ করে দিতে হবে।

এবার একটি স্টিলের টিফিন বাটি নিন। তার মধ্যে বাটার পেপার বিছিয়ে দিন। এই পেপারের উপর সুন্দর করে ঘি ব্রাশ করে নিন। তারপর ছানার মিশ্রণটি বাটিতে ঢেলে দিন।

একটি স্প্যাটুলা চামচ দিয়ে সুন্দর করে ছানার মিশ্রণটি সমান করে দিন। তার উপরে কিছু ড্রাই ফ্রুট বা পেস্তাবাদাম কুচি ছড়িয়ে দিন। তারপরে আবারও স্প্যাটুলা দিয়ে সমান করে দিন।

১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর দেখবেন ছানা ঠান্ডা হয়ে গেছে। অর্থাৎ সন্দেশ তৈরি হয়ে গেছে। তারপর একটি থালার উপর বাটি উল্টো করে ধরলে ছানার সন্দেশ উঠে আসবে।

তারপর বাটার পেপার সরিয়ে নিয়ে আরও একটি প্লেটে উল্টো করে স্থানান্তরিত করুন। এবার পছন্দের আকৃতিতে কেটে পরিবেশন করুন মজাদার ছানার সন্দেশ।
(AG Ahana's Magical Vlog & Cooking House)

_রেসিপি:)(1)(:চকোলেট কেক জন্মদিন, বিবাহবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে এখন কেকের আয়োজন থাকে। আর কেক যদি ঘরেই তৈরি করা যায় ম...
23/08/2022

_রেসিপি:)(1)(:
চকোলেট কেক
জন্মদিন, বিবাহবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে এখন কেকের আয়োজন থাকে। আর কেক যদি ঘরেই তৈরি করা যায় মন্দ কী। অনেক ধরনের কেকের মধ্যে ছোট-বড় সবারই প্রিয় হচ্ছে চকলেট কেক। চকলেট কেক তৈরি করতে পারেন ঘরেই।

প্রেশার কুকারেই তৈরি করতে পারেন মজাদার চকলেট কেক। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চকলেট কেক-

উপকরণ

বাটার ১/৪ কাপ
চিনি ৩/৪ কাপ
দুধ নরমাল টেম্পারেচারের ১/৪ কাপ
ময়দা ১ কাপ
কোকো পাউডার ১/৪ কাপ
বেকিং পাউডার দেড় চা চামচ
ডিম ২টি,
লবণ স্বাদমতো, ভ্যানিলা
এসেন্স ১ চা চামচ,
ছোট বেকিং মোল্ড বা বাটি।

পদ্ধতি

প্রথমে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বাটার, চিনি, দুধ এবং চকলেট এসেন্স একসঙ্গে ভালো করে মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন। এর সঙ্গে ডিম মিশিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন।

তার পর বেকিং মোল্ড বা ছোট বাটি যেটিতে কেক বেক করবেন তা বাটার দিয়ে ভালো করে গ্রিজ করে নিন। এবং কেকের মিশ্রণটি মোল্ডে ঢেলে রাখুন।

এবার একটি প্রেশার কুকার চুলায় দিন। ঢাকনা দিয়ে ঢেকে দেবেন শুধু প্রেসার লিড বা রিবন খুলে রাখবেন। এভাবে ৩-৪ মিনিট গরম করে নিন। এরপর ছোটো বাটি বা মোল্ডটি খালি প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দিন।

এবার প্রেশার লিড বা রিবন ছাড়াই ঢাকনা লাগিয়ে প্রেশার কুকার অল্প আঁচে চুলায় বসিয়ে রাখুন। পানি দেবেন না একেবারেই এবং চুলার আঁচ অল্প করে রাখবেন। মনে রাখবেন– মাঝারি বা বেশি আঁচ যেন না হয়। সবচেয়ে ভালো হয় কুকারের নিচে একটি লোহার তাওয়া বসিয়ে দিন।

এর পর ৩০ মিনিট বা কেক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কেক হয়েছে কিনা তা দেখার জন্য ৩০ মিনিট পর একটি কাঠি ঢুকিয়ে মোল্ডের কেকটি দেখে নিন। যদি কেকের গায়ে কেকের মিশ্রন লেগে থাকে তা হলে বুঝবেন কেক এখনও হয়নি।

এবার কেক হয়ে গেলে কুকারের ভেতরেই খানিকটা ঠাণ্ডা হতে দিন এবং এর পর নামিয়ে ওপরে লিকুইড চকলেট বা চকলেট কুচি ছিটিয়ে বা নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
(AG Ahana's Magical Vlog& Cooking House)😋😋🎂🎂

Address

Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AG Ahanas Magical Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AG Ahanas Magical Vlog:

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All