19/04/2023
আর ক্ষুধা লাগবে না,তৃষ্ণা লাগবে না।
আর কখনো তোমাদের কাছে খাবার খেতে চাইবো না।
তোমাদের তো আল্লাহ অনেক দিয়েছেন,আমার মতো ছোটো একটা বোবা প্রানী কে একটু খেতে দিলে কী হতো তোমাদের?কম পড়ে যেতো?আমি তো আমার রিজিক নিয়ে দুনিয়া তে এসেছিলাম,তোমাদের খাবার তো খেতে আসিনি।
জানো,না খেয়ে থেকে থেকে আমার শরীর পানিশূন্য হয়ে গিয়েছিলো,রক্তশূণ্য হয়ে গিয়েছিলো।মুখে ঘা হয়ে গিয়েছিলো,হাড্ডিসার হয়ে গিয়েছিলাম আমি,পেটের সাথে পিঠ লেগে গিয়েছিলো।কতদিন আমি না খেয়ে ছিলাম.....
তোমরা নাকি সেরা জীব?কই তোমাদের মনে তো মায়া দয়া নেই,আমাকে ফেলে দিতে একবারও তো মায়া হলো না তোমাদের।
পৃথিবীতে আমরা বোবা প্রাণীরা আসি,কারণ আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে চান আমাদের দিয়ে,তিনি তাঁর বান্দাদের দয়া মায়ার পরীক্ষা নেন।তোমরা যারা আমাদের মতো অসহায় বোবা প্রাণীদের একটু খেতে দাও না,ক্ষুধার জ্বালায় যদি চুরি করি বা খাওয়ার জন্য তোমাদের কাছে যাই,লাঠি দিয়ে আঘাত করো,বড় ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দাও, গায়ে গরম পানি ঢেলে দাও,গায়ে আগুন ধরিয়ে দাও,পানিতে চোবাও,উপর থেকে নিচে ফেলে দাও,নাক শিঁটকাও।কেউ যদি আমাদের একটু ভালোবাসে,একটু খেতে দেয়,তার সাথেও তোমরা খারাপ ব্যবহার করো,তাকে দেখলেও নাক শিঁটকাও,তার নামে শালিস-বিচার বসাও।
আবাত সেই তোমরাই নামাজ পড়ে আল্লাহর দয়া ভিক্ষা চাও।তোমাদের যাদের ভিতর দয়া মায়া নাই,তোমরা কীভাবে আশা করো,যে আল্লাহ তোমাদের দয়া করবেন?আমি,আমার মতো যারা আছে,সবাই কেয়ামতের দিন তোমাদের নামে আল্লাহর কাছে বিচার চাইবো।
মনে রেখো,একটা কুকুরকে পানি পান করিয়ে ব্যভিচারী ক্ষমা পেয়েছিলো,একটা বিড়ালকে না খাইয়ে মারার অপরাধে পরহেজগার আজাব ভোগ করেছিলো।
তোমরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে, সেটা তোমাদের সিদ্ধান্ত।শুধু আমাদের সাথে অন্যায় করো না।আল্লাহ কখনো ক্ষমা করবেন না।
-সংগ্রহিত
Post dekhe chokhe pani ashe pore,,,,🥺