বই কথন বাংলাবাজার

বই কথন বাংলাবাজার বই কেনার এক নতুন দুনিয়া।
যে কোন বই অর্ডার করতে এখনই
ইনবক্স করুন অথবা ফোন করুন
01580324248
(1)

সূলভ মূল্য পেতে এখনই ইনবক্সে নক করুন...!!
26/10/2024

সূলভ মূল্য পেতে
এখনই ইনবক্সে নক করুন...!!

18/02/2024

উম্মে মারইয়াম আলাইহিস সালাম

দুনিয়া এক মায়ার নাম। এ এক ধোঁকার বসত। সেই মায়ায় মাকড়সার মতো আটকা পড়েছি সবাই। ওই ঘোর কাটতে না কাটতেই চলে যাবার ডাক পড়বে। ...
14/02/2024

দুনিয়া এক মায়ার নাম। এ এক ধোঁকার বসত। সেই মায়ায় মাকড়সার মতো আটকা পড়েছি সবাই। ওই ঘোর কাটতে না কাটতেই চলে যাবার ডাক পড়বে। এটাই জগতের নিয়তি।

কাপড়হীন এসেছিলাম দুনিয়ায়-এক টুকরো কাফন পরবার জন্য পথ চলেছি এতটা কাল। জীবন আসলে কী? জীবনের মানে কী? এসেছি কোথা হতে, যাবই-বা কোথায়? আল্লাহ তাআলা কেন আমাদের দুনিয়াতে পাঠালেন তাঁর প্রতিনিধি করে? একাকী নীরবে বসে এ প্রশ্নগুলো নিয়ে একটু ভাবুন। দেখবেন আপনার ভাবনার পর্দা দুলে উঠবে। চিন্তা-জগতে আলোড়ন তৈরি হবে। ঝিমিয়ে পড়া বিবেক জেগে উঠবে। জীবনের মানে আপনিআপনিই এসে ধরা দেবে।

তাই কঠিন সে-দিনে আফসোস করতে না চাইলে জগতটাকে নতুন করে সাজান। যেভাবে সাজিয়েছিল উমর, আবু বকর, উসমান (রদিয়াল্লাহু আনহুম)। তাঁরা কীভাবে তাঁদের জীবন সাজিয়েছিল, তা কি আপনার জানা? আবু বকর (রদিয়াল্লাহু আনহু) বলতেন-

"হায়! আমি যদি মানুষ না হয়ে গাছ হতাম। লোকে আমাকে কেটে ফেলত। অমনি আমি অস্তিত্ব থেকে হারিয়ে যেতাম। আমাকে পরকালে বিচারের মুখোমুখি হতে হতো না।[১]

কখনো এ-ও বলতেন-
"হায়! আমি যদি ঘাস বা তরুলতা হয়ে জন্মাতাম। কোনো গরু বা ভেড়া আমাকে খেয়ে ফেলত। আমার জীবনটা ওখানেই শেষ হয়ে যেত। "[২]
সাহাবিগণ ও কাফিরদের মাঝে তফাত হলো-সাহাবিগণ আফসোস করেছেন এ-দুনিয়ায়। তাই পরকাল তাদের জন্য সুখের হয়েছে। আর কাফিররা আফসোস করবে পরকালে। কিন্তু তখন আফসোস করে আর কোনো ফায়দা হবে না। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি কি এখন আফসোস করবেন নাকি সেটা তোলা রাখবেন পরকালের জন্য?

রেফারেন্স-
[১] সাহাবিদের চোখে দুনিয়া, আহমাদ ইবনু হাম্বল (মাকতাবাতুল বায়ান)।
[২] সাহাবিদের চোখে দুনিয়া, আহমাদ ইবনু হাম্বল (মাকতাবাতুল বায়ান ।

------------ ------- ---------
[একুশে বইমেলায় প্রকাশিতব্য ড.মিজানুর রহমান আজহারির 'জেগে ওঠো আবার' বই থেকে নেওয়া টুকরো অংশ]

অর্ডার করতে ইনবক্স করুন❤️❤️
14/02/2024

অর্ডার করতে ইনবক্স করুন❤️❤️

ভালোবাসা কারে কয়প্রেম শব্দটা বড়ই ধোঁকাবাজিপূর্ণ। কারণ, আল্লাহর বিধান অনুসারে এটা প্রেম নয়। এটাকে ভালোবাসাও কয় না। এর আসল...
14/02/2024

ভালোবাসা কারে কয়
প্রেম শব্দটা বড়ই ধোঁকাবাজিপূর্ণ। কারণ, আল্লাহর বিধান অনুসারে এটা প্রেম নয়। এটাকে ভালোবাসাও কয় না। এর আসল নাম হলো ‘যিনা’। হারাম রিলেশনশিপ আসলে যিনা-ব্যভিচারের অপর নাম। শয়তানের প্ররোচনায় আমরা মনে করে থাকি—শুধু ফিজিক্যাল রিলেশনে জড়ালেই বুঝি যিনা হয়। না, ভুল ধারণা। লজ্জাস্থানের ব্যবহার হলো যিনার সর্বোচ্চ পর্যায়। এর বাইরেও যিনার প্রকার রয়েছে। চোখ, কান, মুখ, হৃদয়—প্রতিটি অঙ্গের জন্যে রয়েছে আলাদা আলাদা বিধান।

নবি ﷺ বলেন, “দু-চোখের ব্যভিচার হলো (হারাম দিকে) তাকানো, দু-কানের ব্যভিচার হলো (অশ্লীল জিনিস) শোনা, জিহ্বার ব্যভিচার হলো (অশ্লীল) কথা বলা, হাতের ব্যভিচার হলো শক্ত করে ধরা, পায়ের ব্যভিচার হলো হেঁটে যাওয়া, হৃদয়ের ব্যভিচার হচ্ছে কামনা-বাসনা। আর লজ্জাস্থান তা সত্যায়িত বা মিথ্যা সাব্যস্ত করে।” [মুসলিম, ২৬৫৭]
বই- ভালোবাসা (যিনা) কারে কয়
লেখক- জাকারিয়া মাসুদ
পৃষ্ঠা- ৩২
মূল্য- ২৫ টাকা (নির্ধারিত)
প্রকাশনী- সন্দীপন প্রকাশন

ওরা নিজেকে ভালোবাসাকে বাইকের পিছনে বসিয়ে দিগ্বিদিক ঘুরে বেড়ানোর মাঝে উৎফুল্লতা খুঁজে পায়। আর আমি তার হাতে হাত রেখে ভোরে...
13/05/2023

ওরা নিজেকে ভালোবাসাকে বাইকের পিছনে বসিয়ে দিগ্বিদিক ঘুরে বেড়ানোর মাঝে উৎফুল্লতা খুঁজে পায়। আর আমি তার হাতে হাত রেখে ভোরের শিশির মাড়িয়ে দীর্ঘ পথ হেঁটে বেড়ানোর মাঝে প্রফুল্লতা খুঁজে পায়।

লাভ ক্যান্ডি
~জাফর বিপি।

কীভাবে বর্তমান এই ধর্ষণের মহামারী বন্ধ করা যায়?এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের নিজেদের সাথে সৎ হতে হবে। আর তা হলো, অন...
09/05/2023

কীভাবে বর্তমান এই ধর্ষণের মহামারী বন্ধ করা যায়?

এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের নিজেদের সাথে সৎ হতে হবে। আর তা হলো, অন্যান্য সমস্যার মতো এ সমস্যার সত্যিকারের সমাধানও আছে মানবজাতির স্রষ্টার নির্ধারিত দ্বীন ইসলামের মাঝে। ইসলামি শারীয়াত বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি, পোশাক কিংবা লিঙ্গের দিকে ফোকাস না করে একটি সম্পূর্ণ ব্যবস্থা দেয় যা শুধু ধর্ষণ না, সব ধরনের যৌন অপরাধকে নিয়ন্ত্রণ করে স্থায়ী সমাধান দেবে। আর এ সমাধান গ্রহণ করতে গেলে কথা বলতে হয় বিপজ্জনক কিছু সত্যের পক্ষে। তাই আমরা সমস্যার সমাধান খুঁজি না। কেবল সমস্যা নিয়ে কথা বলি। খুঁটিয়ে খুঁটিয়ে রেইপের খবর পড়ি। শোকাহত-ক্রুব্ধ-স্তব্ধ-বিপর্যস্ত হই। মূল প্রশ্নের জবাব খোঁজার বদলে আঁটকে থাকি হালকার ওপর ঝাপসা স্লোগানবাজি, কোনো একটা কিছু নিয়ে ত্যানা প্যাঁচানো আর 'আপনার অনুভূতি কী'—এ জাতীয় আলোচনাতে। আমরা সামগ্রিকভাবে সমস্যার কারণ ও প্রতিকার নিয়ে কথা বলাকে এড়িয়ে নিয়মিত সাময়িক ক্রোধ, শোক বুকে আর মুখে নিয়ে ঘুরে ফিরি।

ডা. শামসুল আরেফীন আমাদের সযত্নে-এড়িয়ে-যাওয়া কিন্তু মূল্যবান এ কাজটা করেছেন। ধর্ষণ ও এর সমাধানের প্রশ্নে সমাজবাস্তবতা, মনস্তত্ত্ব ও বিজ্ঞানের আলোকে সমাধানের পথ উপস্থাপন করেছেন ইসলামের অবস্থান থেকে। মানসাঙ্ক বইটি সেই গবেষণারই ফল।

> বইঃ মানসাঙ্ক
> লেখকঃ ডা. শামসুল আরেফীন

নিঃসন্দেহে  যারা বই কালেক্ট করেন তাদের জন্য এগুলো একদম পার্ফেক্ট কালেকশন।প্রজেক্ট ''বিভূতি-ভূষণ গোল্ডেন এডিশন''বিভূতি-ভূ...
07/05/2023

নিঃসন্দেহে যারা বই কালেক্ট করেন তাদের জন্য এগুলো একদম পার্ফেক্ট কালেকশন।

প্রজেক্ট ''বিভূতি-ভূষণ গোল্ডেন এডিশন''

বিভূতি-ভূষণ বন্দোপাধ্যায়ের কালজয়ী বইগুলো নিয়ে আমাদের উদ্যোগে সম্পূর্ণ নতুন মোড়কে চিরসবুজ গোল্ডেন এডিশন ঘোষণা দেয় Bangla Bazar Books. তারই সূত্র ধরে বেশ কিছু বই প্রিমিয়াম কোয়ালিটি তে প্রকাশিত হয়েছে।

বইয়ের লিস্ট:
১.আদর্শ হিন্দু হোটেল-২৫০(১২৫৳)
২.আরন্যক-৩০০(১৫০৳)
৩.পথের পাচালী-৩২০(১৬০৳)
৪.অপরাজিত-৩৬০(১৮০৳)
৫.চাঁদের পাহাড়-২৪০(১২০৳)
৬. আম আটির ভেপু-২৪০(১২০৳)
৭. ভয় সমগ্র-৫০০(২৫০৳)

ফুল সেট একত্রে নিলে ৫১% ডিসকাউন্ট এ ১০০০ টাকা।

এছাড়াও রয়েছে:
৮.ইছামতী-৩৫০(১৭৫৳)
৯.সুন্দরবনে সাত বছর-২৮০(১৪০৳)
১০.তিতাস একটি নদীর নাম-৩২০(১৬০৳)
১১.বনফুলের শ্রেষ্ঠ গল্প-৩২০(১৬০৳)
১৩.পুতুল নাচের ইতিকথা-২৫০(১২৫৳)
১৪.শেষের কবিতা-২৬০(১৩০৳)
১৫.মা- ম্যাক্সিম গোর্কি-২০০৳

সারাদেশে ১-৩ দিনে কুরিয়ার করা হয়। ঢাকায় ক্যাশ অন ডেলিভারি। ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার।

অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।

অধুনা পৃথিবীতে এখন জিনা-ব্যভিচারের অনেক সয়লাব হয়ে গেছে। আর তা তো হবারই কথা। কারণ, ব্যভিচার করবার যত সুযোগ-সুবিধা প্রয়োজন...
07/05/2023

অধুনা পৃথিবীতে এখন জিনা-ব্যভিচারের অনেক সয়লাব হয়ে গেছে। আর তা তো হবারই কথা। কারণ, ব্যভিচার করবার যত সুযোগ-সুবিধা প্রয়োজন—তার সকল উপকরণই এখন মানুষের হাতের নাগালে। ফলে ব্যভিচারে লিপ্ত হওয়া স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়ে গেছে। এ কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—কিয়ামত সংঘটিত হওয়ার অন্যতম নিদর্শন হলো—জিনা-ব্যভিচার সর্বত্র ছড়িয়ে পড়বে। কারণ ব্যভিচারে লিপ্ত হবার সকল মাধ্যম ও উপকরণ মানুষের হাতের নাগালে থাকবে; সঙ্গে থাকবে জিনার প্রতি প্ররোচনা ও প্রলুব্ধকরণ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

‘কিয়ামত সংঘটিত হওয়ার কিছু নিদর্শন হলো : কুরআন-সুন্নাহর জ্ঞান অপ্রতুল হয়ে পড়বে। অজ্ঞতা ছড়িয়ে পড়বে সবখানে। আর জিনা-ব্যভিচারে ভরে যাবে পৃথিবী।’ (সহিহুল বুখারি : ৮০; সহিহুল মুসলিম : ২৬৭১।)

ব্যভিচারে প্রলুব্ধকারী কিছু উপকরণ :
১. নারীর প্রতি পরপুরুষের দৃষ্টিপ্রদান।
২. আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পর্দার বিধান লঙ্ঘন করা।
৩. পরপুরুষের সঙ্গে নারীর কোমল স্বরে কথোপকথন।
৪. নারী-পুরুষ প্রেমালাপে লিপ্ত হওয়া।
৫. নারী-পুরুষের অবাধ মেলামেশা।
৬. নির্জনে পরস্পর সাক্ষাৎ করা।

একটির ধারাবাহিকতায় অন্যটি ঘটে—যেমন, কান টানলে মাথা আসে। এখানে প্রথম পদক্ষেপ হলো দৃষ্টির আদানপ্রদান, যা অশালীন কথাবার্তা বলার পথ সুগম করে দেয়। তারপর অবাধে মেলামেশা ও নির্জনে দেখা-সাক্ষাৎ নারী-পুরুষকে একসময় স্পর্শ ও ব্যভিচারে লিপ্ত করে।.

বই : হিজাব আসমানি সৌন্দর্য
লেখক : শাইখ আব্দুল আ*জিজ আত-তা*রিফি
অনুবাদ : ইরফানউদ্দীন
মুদ্রিত মূল্য : ৩৬০ টাকা

পছন্দের বইটি নিতে চাইলে এখনই ইনবক্স করুন।
07/05/2023

পছন্দের বইটি নিতে চাইলে
এখনই ইনবক্স করুন।

জনপ্রিয় বক্তা,মাওলানা তারিক জামিল এর ৯ টি কিতাবের প্যাকেজ ৫০% ছাড়ে মাত্র - ৮১০ টাকায়!অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন।
01/05/2023

জনপ্রিয় বক্তা,
মাওলানা তারিক জামিল এর ৯ টি কিতাবের প্যাকেজ ৫০% ছাড়ে মাত্র - ৮১০ টাকায়!
অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন।

রমাদানে কুরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ ও আকর্ষণ ধরে রাখতে সংগ্রহ করে ফেলুন ‘সুইট হার্ট কুরআন’
31/03/2023

রমাদানে কুরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ ও আকর্ষণ ধরে রাখতে সংগ্রহ করে ফেলুন ‘সুইট হার্ট কুরআন’

জনপ্রিয় ৯টি বই মাত্র ৭৮০ টাকা।
04/04/2022

জনপ্রিয় ৯টি বই
মাত্র ৭৮০ টাকা।

হিজাবী কন্যা ২বইটি একটি উপন্যাস। এই উপন্যাসের মূল চরিত্রে আছেন দুইজন পর্দানশীল নারী। একজন ডাক্তার এবং একজন রুয়েট শিক্ষার...
02/04/2022

হিজাবী কন্যা ২
বইটি একটি উপন্যাস। এই উপন্যাসের মূল চরিত্রে আছেন দুইজন পর্দানশীল নারী। একজন ডাক্তার এবং একজন রুয়েট শিক্ষার্থী। এই দুই নারীর পারস্পরিক আলাপচারিতা ও যুক্তি উপস্থাপনে ফুটে উঠেছে স্রষ্টা হিসেবে আল্লাহ তা’আলার মহত্ব, শ্রেষ্ঠত্ব ও প্রজ্ঞার কথা। একইসাথে প্রতিকূল পরিবেশে বাধা-বিপত্তির মুখে পর্দানশীল মেয়েদের ইসলামের পথে টিকে থাকার সংগ্রামের কাহিনীও বর্ণিত হয়েছে এই উপন্যাসটিতে। বর্তমান সমাজে চলমান ঘটনার যথার্থ চিত্র ফুটে উঠেছে ‘হিজাবী কন্যা ২’ নামক এই বইটিতে।
বই: হিজাবী কন্যা ২
লেখক: মোঃ মতিউর রহমান
প্রকাশনী: মিফতাহ প্রকাশনী
মূল্য --২০০ টাকা
অফার মূল্য --১৪০ টাকা

আলহামদুলিল্লাহ  চলে আসছে, এখনো যারা অর্ডার করেননি তারা অর্ডার করুন,,,,,যারা অর্ডার করেছেন অতিদ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ...
27/03/2022

আলহামদুলিল্লাহ চলে আসছে, এখনো যারা অর্ডার করেননি তারা অর্ডার করুন,,,,,
যারা অর্ডার করেছেন অতিদ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

আধুনিক জীবন-যাপন প্রযুক্তির কল্যাণে অনেক সহজসাধ্য ‎হলেও মানবিক চরিত্র উন্নয়নের ব্যাপারটি সে তুলনায় ‎আগে বাড়তে পারেনি। ইস...
23/03/2022

আধুনিক জীবন-যাপন প্রযুক্তির কল্যাণে অনেক সহজসাধ্য ‎হলেও মানবিক চরিত্র উন্নয়নের ব্যাপারটি সে তুলনায় ‎আগে বাড়তে পারেনি। ইসলামী মূল্যবোধ ছাড়া এটি ‎অর্জনও সম্ভব নয়। বাস্তবিক অর্থে এখন যারা সমাজে ‎‘আইডল’ হিসেবে আবির্ভূত হয়েছে, তারা পাশ্চাত্যেরই ‎সৃষ্টি যা ইসলামী মূল্যবোধ ও বিশ্বাসকে ধ্বংসের ‎দ্বারপ্রান্তে উপনীত করেছে। মর্ডানিজমের যাতাকলে ‎মুসলিম সমাজও এ ধ্বংসযজ্ঞের ইন্ধন যোগাচ্ছে। এ থেকে ‎উত্তরণের একমাত্র উপায় ইসলামের প্রথম যুগের ‎সাহাবায়ে কেরামকে ‘আইডল’ হিসেবে গ্রহণ করা। এটি ‎পুরুষ ও নারী উভয়েরই জন্যই জরুরী। তবে নারীজাতির ‎বর্তমান দুরবস্থা প্রত্যক্ষ করে এই বই সঙ্কলন করা হয়েছে রাসূল ‎সা.-এর নিকটতম নারী সাহাবীর অনবদ্য জীবনী। ‎এ গ্রন্থটি তারই সাহাবিয়্যাত হাওলার রাসূল-এর অনূদিত ‎রূপ। ‎তথ্যসমৃদ্ধ ও সহজবোধ্য ভাষায় এ কিতাবটি ‎এদেশের মুসলমানদের জন্য ইসলামের পথে আরও ‎অগ্রসর হওয়ার ক্ষেত্রে এক অনবদ্য প্রেরণার উৎস হয়ে ‎‎থাকবে, ইনশাআল্লাহ।

বইঃ জান্নাতী পঁচিশ রমণী তাঁদের আদর্শ নারী জীবন
লেখকঃ শায়খুল হাদীস মাওলানা আজিজুল হক
প্রকাশনীঃ মীনা বুক হাউস
মুদ্রিত মূল্যঃ ৪২০৳
বিক্রিয় মূল্যঃ ২৫০৳

ড_খন্দকার_আব্দুল্লাহ_জাহাঙ্গীর এর ৬টি জ্ঞানগর্ভমূলক বইপ্যাকেজ_মূল্য: ১৪৫০ টাকা,ডেলিভারী চার্জ সম্পূর্ণ ফ্রি
23/03/2022

ড_খন্দকার_আব্দুল্লাহ_জাহাঙ্গীর এর ৬টি জ্ঞানগর্ভমূলক বই
প্যাকেজ_মূল্য: ১৪৫০ টাকা,
ডেলিভারী চার্জ সম্পূর্ণ ফ্রি

রমাদানের প্রস্তুতি নিচ্ছেন কি?! 💗★ রমযান সম্পর্কিত প্রয়োজনীয়  বইয়ের তালিকাঃ ১. রমাদান-আত্মশুদ্ধির বিপ্লব    লেখক : ড. খা...
22/03/2022

রমাদানের প্রস্তুতি নিচ্ছেন কি?! 💗
★ রমযান সম্পর্কিত প্রয়োজনীয় বইয়ের তালিকাঃ

১. রমাদান-আত্মশুদ্ধির বিপ্লব
লেখক : ড. খালিদ আবু শাদি
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
মুদ্রিত মূল্য : ৪০০৳

২. প্রোডাক্টিভ রামাদান
লেখক : মুহাম্মদ ফারিস,আলী হাম্মুদা
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
মুদ্রিত মূল্য : ২৪০৳

৩. রামাদানের সাওগাত
লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ৫০৳

৪. প্রশ্নোত্তরে কিতাবুস সাওম
লেখক : মুফতী জসীমুদ্দিন হাফিজাহুল্লাহ
প্রকাশনী : আর রিহাব পাবলিকেশন
মুদ্রিত মূল্য : ২৫০৳

৫. রামাদান আল্লাহর সাথে সম্পর্ক করুন
লেখক : ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
প্রকাশনী : হুদহুদ প্রকাশন
মুদ্রিত মূল্য : ২০০৳

৬. এটাই হয়তো জীবনের শেষ রমযান
লেখক : ড. রাগিব সারজানী
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
মুদ্রিত মূল্য : ১৬০৳

৭. ধূলিমলিন উপহার রামাদান
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরীল
প্রকাশনী : সীরাত পাবলিকেশন
মুদ্রিত মূল্য : ৩০০৳

৮. ভালোবাসার রামাদান
লেখক : ড. আইদ আল কারণী
প্রকাশনী : সমকালীন প্রকাশন
মুদ্রিত মূল্য : ৩০৮৳

৯. প্রতীক্ষার রমাদান
লেখক: শাইখ খালিদ আর-রাশিদ
অনুবাদ: নাজমুল হক সাকিব
প্রকাশনী: শব্দতরু পাবলিকেশন
মুদ্রিত মূল্য: ৬০৳

১০. সিয়াম বিশ্বকোষ
লেখক : মুফতী মুহাম্মদ ইনআমুল হক কাসেমী
প্রকাশনী : আনোয়ার লাইব্রেরী
মুদ্রিত মূল্য : ৪০০৳

১১. রমাদান তৃষাতুর অপেক্ষা
লেখক : হাফিজ আল মুনাদি
প্রকাশনী : সাবিল প্রকাশন
মুদ্রিত মূল্য : ১৬০৳

১২. সালাফদের সিয়াম
লেখক : শায়খ মুহাম্মদ বিন সাইদ কাহতানি রহ., উম্মে আব্দ মুনীব
প্রকাশনী : আযান প্রকাশনী
মুদ্রিত মূল্য : ১৬৪৳

১৩. মুমিনের জীবনে রামাদান
লেখক : শাইখ মুহাম্মদ ইবনে হাসান আশ-শারিফ
প্রকাশনী : হাসানাহ পাবলিকেশন
মুদ্রিত মূল্য : ২০৭৳

১৪. মাহে রমাযানের ফাজায়িল ও মাসায়িল
লেখক : ফতওয়া বিভাগ, জামিয়াতুল বালাগ আল ইসলামিয়া, ঢাকা
প্রকাশনী : মাকতাবাতুল আযহার
মুদ্রিত মূল্য : ১১০৳

১৫. রমযান মাসের ৩০ আসর
লেখক : শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমীন (রহঃ)
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ২৫০৳

১৬. সেরা হোক এবারের রামাদান
লেখক: রৌদ্রময়ী টিম
প্রকাশনী: সমকালীন
মুদ্রিত মূল্য: ২৬০ ৳

অর্ডার করতে এখনই ইনবক্স করুন।

Address

34, North Brook Hall Road, Madrasha Market, Bangla Bazar
Dhaka
1100

Telephone

+8801580324248

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই কথন বাংলাবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বই কথন বাংলাবাজার:

Share