Avoid•‿•SK

Avoid•‿•SK অহম নয়! চাষাবাদ হোক ভালোবাসা, সংক্রামিত হোক শ্রদ্ধা, সম্মান, সম্প্রীতি মানুষ থেকে মানুষে✨
(3)

30/03/2024

এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না।
—জয়নুল আবেদিন

06/03/2024

যে গল্পের জন্য এতো অর্জন-বিসর্জন, মান-অভিমান, অপমান!
সে গল্পে এখন দমবন্ধ অন্ধকার!
যাহার জন্য এতো ত্যাগ তিতিক্ষা তাহতেই এখন তিক্ততা।

এটাই বোধ হয় পৃথিবীর সবচেয়ে হীনতর অনুভূতি। যদি ছোট বেলার হাতের লেখার ভুলের মতো মুছে ফেলা যেতো, তবে তাই করতাম, মুছে ফেলতাম সব হীনতর অনুভূতি! কিন্তু আফসোস জীবনের ভুলে ইরেজার অক্ষম, প্রায়শ্চিত্তই একমাত্র অবলম্বন।।

#ভুলের_প্রাসাদ

03/03/2024

একবার মায়ায় আটকে গেলে নাকি এক জীবনে ঐ মায়া থেকে বের হওয়া যায় না! মানুষ না থাকলেও মায়া থেকে যায়, ছায়া হয়ে। মায়া আসলেই অদ্ভুত সুন্দর।

#মায়া

27/02/2024

এই জীবন ছাড়া বাকি সব কিছুতেই আমায় বেশ মানাই।

22/02/2024

কেনো কিছুই আগের মতো নেই, না থাকবে!
সবি বদলে গেছে, বদলে যাবে!
এটাই বোধ হয় প্রকৃতির সহজ সমীকরণ।।

20/02/2024

এ শহর দেয়নি আমায় কিছু নিঃসঙ্গতা ছাড়া!

18/02/2024

"মায়া" পৃথিবীর অদ্ভুতুড়ে শব্দ।
মানুষ কেটে যায়, পচে মাটিতে মিলিয়ে যায়!
কিন্তু মায়া কাটে না, পচে মিলিয়ে যায় না, থেকে যায় মানুষের শিরায় উপশিরায়।

#মায়া
•⁠‿⁠•sk

12/02/2024

পৃথিবীর সবচেয়ে বেশী মিথ্যে বলা হয় আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে!
আর সবচেয়ে বেশী সত্য বলা হয় 'পানশালায়'
মদের বোতল হাতে।

লেখা:- মির্জা গালিব

হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে ২০২৪ এর একুশে বই মেলার কর্মকাণ্ড দেখে মৃত্যুবরণ করতেন😅
10/02/2024

হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে ২০২৪ এর একুশে বই মেলার কর্মকাণ্ড দেখে মৃত্যুবরণ করতেন😅

আমি লাটিম ঘুরানোর বয়সে ঘুরিয়েছি আমায়🥺
28/01/2024

আমি লাটিম ঘুরানোর বয়সে ঘুরিয়েছি আমায়🥺

আমাদের দেশে মানবতা/ইসলাম বিরোধী কেনো ঘটনা ঘটলে বয়কট এটা,সেটা, অমুক, তমুক নামে ফেইসবুকে সেয়ার দিয়ে নিজেদের ঈমানী দায়ি...
23/01/2024

আমাদের দেশে মানবতা/ইসলাম বিরোধী কেনো ঘটনা ঘটলে বয়কট এটা,সেটা, অমুক, তমুক নামে ফেইসবুকে সেয়ার দিয়ে নিজেদের ঈমানী দায়িত্ব পালন করি! মূলত এই বয়কটের মিছিলে শামিল হয়ে কখনো কেনো লাভ হয়নি, হবেও না।

দেখুন বিকাশে লেনদেন না করলে আপনার আমার তেমন কেনো সমস্যায় হবে! কারণ বিকাশের মতো আরো বেশ কয়েকটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের চেয়ে কম খরচে আমাদের সার্ভিস দিচ্ছে!

ব্রাকের সব গুলো সংস্থাকে আমরা যদি বয়কট/এরিয়ে চলি, তাহলে কি আমাদের জীবন চলার পথ কঠিন হয়ে পড়বে? যদি না পড়ে তাহলে কেনো আমরা ব্রাকের মতো মানবতা/ইসলাম বিদ্বেষী একটা সংস্থাকে বয়কট করবো না?

আসুন শুধু মাত্র ফেইসবুক সেয়ারে নিজেদের আবদ্ধ না রেখে, নিজ নিজ অবস্থান থেকে মানবতা/ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি!

যেভাবে বয়কট করবেন...?

_বিকাশে টাকা থাকলে ক্যাশ আউট করে একাউন্ট অফ করে দিন!

_ব্রাক ব্যাংকে একাউন্ট থাকলে টাকা উত্তোলন করে অফ করে দিন!

_ব্রাকের প্রোডাক্ট, জুতা, জমা ইত্যাদি ক্রয় বিক্রয় অফ করে দিন!

আগামীকাল না চলুন এখন থেকেই ব্রাকের সব গুলো প্রোডাক্ট/সংস্থাকে না বলি!

প্রতিবাদ-প্রতিরোধ শুধু ফেসবুক পোস্টের মাধ্যমে নয় কাজেও করে দেখাতে হবে।।

#বয়কট_ব্রাক

প্রায় মানুষকে বলতে শুনি প্রেম/ভালোবাসা চোখের না মনের সিদ্ধান্ত!কিন্তু কাউকে কখনো দেখিনি একজন অপারক/কালো মানুষের প্রেমে ...
12/01/2024

প্রায় মানুষকে বলতে শুনি প্রেম/ভালোবাসা চোখের না মনের সিদ্ধান্ত!
কিন্তু কাউকে কখনো দেখিনি একজন অপারক/কালো মানুষের প্রেমে পড়তে!

#মানহুষ
•⁠‿⁠•SK

মানুষ তোমরা মানুষ হবে কবে?🙂
09/01/2024

মানুষ তোমরা মানুষ হবে কবে?🙂

নির্বাচন কেড়ে নিচ্ছে নির্বিচারে প্রাণ🙂 #গোপীবাগে_ট্রেনে_আগুন  #রাজাদেরনীতি😐
05/01/2024

নির্বাচন কেড়ে নিচ্ছে নির্বিচারে প্রাণ🙂

#গোপীবাগে_ট্রেনে_আগুন
#রাজাদেরনীতি😐

হেই পৃথিবীর সভ্য মানব জাতি শুভ সকাল,এবং হ্যাপি নিউ ইয়ার।🙂ছবি- নাহিদ শেখ
01/01/2024

হেই পৃথিবীর সভ্য মানব জাতি শুভ সকাল,
এবং হ্যাপি নিউ ইয়ার।🙂

ছবি- নাহিদ শেখ

01/01/2024

বন্দুক আবিষ্কার হওয়াতে আর পাখি হয়ে জন্মানোর সাহস হলো না।
আমি আসলে পাখি হয়ে জন্মাতে চেয়েছিলাম, ছোট্ট চড়ুই, শহরে মেঘপাই।
Probar Ripon 💙

Choto Pakhi - Shohojia (Moushumi Bhowmik Version)


•⁠‿⁠•
🙂

31/12/2023

নতুন বছরের সাথে নতুনত্ব ফিরুক জীবনে, হিংসা বিদ্বেষ, যুদ্ধ ছেড়ে মানুষ ভালোবাসুক মানুষকে।
অহম নয় সংক্রমিত হোক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা মানুষ থেকে মানুষে।।

#সংক্রমণ

•⁠‿⁠•

25/12/2023

হিসেবে কষতে বসলে, জীবনে ষোল আনার আঠারো আনায় ভুল!
ভুল বাদ দিয়ে তাকালে কূল মিলছে না।
হতাশা, অবসাদ আর বিষাদ বাদ দিলে জীবনই মিলছে না।।

#ছারখার
•‿•

19/12/2023

প্রত্যাশার অপূর্ণতা স্বাভাবিক বিষয়বস্তুকে ও অস্বাভাবিক করে তুলে।।

#ব্যাক্তিত্ব
•⁠‿⁠•SK

19/12/2023

সম্পর্কের বেড়াজালে, নিয়ম, আর নিয়তির দায়ে বুঝার চেষ্টা হয়তো দুই একজন করে!
কিন্তু দিন শেষে আপনাকে আপনার মতো করে কেউই আসলে বুঝে না, বুঝবে না, আপনিও বুঝাতে পারবেন না।

তাই নিজেকে সময় দিন, নিজের ইচ্ছেকে মেরে না পেলে গুরুত্ব দিন, ভাই, বন্ধু, আত্মীয়-স্বজনরা ভালো সময়ের অপেক্ষায় আছে, আপনার খারাপ সময় তাদের হজম হয় না, হবেও না!


•⁠‿⁠•SK

19/12/2023

মানুষ অন্যের দুঃখ দেখতে পায় না, উপলব্ধি ও করতে পারে না।
সুখ দেখতে পেলেও সহ্য করতে পারে না, বদহজম হয়!

#মানহুষ
•⁠‿⁠•SK

Allah knows everything, so do not despair and be patient.Allah will fix everything.✨
11/12/2023

Allah knows everything, so do not despair and be patient.

Allah will fix everything.✨

04/12/2023

ফজরের আজানের স্নিগ্ধ ধ্বনি✨

ঢাকাকে মসজিদের শহর বলা হয়, কেনো বলা হয়! এই প্রশ্নের উত্তর আলিঙ্গন করার কৌতুহল জাগলে আজ ভোরে উঠে পড়ুন ফজরের সময়, ফজরের আজানের স্নিগ্ধ ধ্বনি আপনার কৌতুহল মিটিয়ে শান্তি অনুভবে সহযোগিতা করবে। ক্লান্ত আপনাকে উৎফুল্ল উৎসাহিত করে তুলবে।
#আজান #ফজর

03/12/2023

আহ্ ফেলা আসা প্রাণবন্ত #শৈশব✨🥺✨

ইস আবার যদি ফেরা যেতো প্রাণবন্ত সেই কোলাহলে!
যদি ফেরা যেতো ফেলে আসা সোনালী শৈশব🌼
শৈশবের দুরন্তবেলায় কতো রঙে দেখেছি জীবনকে। রঙধনুর সাত রঙে এঁকেছি জীবনের ছবি। নানা রকমের দিনগুলো। শৈশব মানেই দুরন্তপনা। শৈশব মানেই স্মৃতি ও স্বপ্ন-জাগানিয়া সৃষ্টি সুখের উল্লাসে কাটানো সময়। সেই হারানো ধুলোমাখা দিনগুলো আজো রঙিন হয়ে ভেসে উঠে স্বৃতির ক্যানভাসে। আমি হারিয়ে যায় নস্টালজিক দিনগুলোতে।

থাকতে পারে আমাদের পছন্দের ভিন্ন ভিন্ন প্লেয়ার, দেশের ক্রিকেট কাঠামো নিয়ে ভিন্ন ভিন্ন মতামত, আলোচনা, সমালোচনা! কিন্তু স...
02/12/2023

থাকতে পারে আমাদের পছন্দের ভিন্ন ভিন্ন প্লেয়ার, দেশের ক্রিকেট কাঠামো নিয়ে ভিন্ন ভিন্ন মতামত, আলোচনা, সমালোচনা!
কিন্তু সব কিছু ছাড়িয়ে দেশের বিজয়ের দিনে আমাদের অনুভূতি গুলো সব শ্রেণী পেশায় এক, অসাধারণ, প্রাণবন্ত✨
অভিনন্দন বাংলাদেশ💙

🇧🇩×🇳🇿

29/11/2023

অপ্রিয় হলেও সত্যি যে, পৃথিবীতে বাস্তবতার অবস্থান ভাবনার সম্পূর্ণ বিপরীতে।।

#ব্যাক্তিত্ব
^⁠_⁠^

28/11/2023

“গৃহত্যাগী জোছনা” বইটির প্রথম দিকের কিছু কথাঃ
প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই
গৃহত্যাগী হবার মত জোছনা কি উঠেছে ?
বালিকা ভুলানাে জোছনা নয়।
যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে – ও মাগাে, কি সুন্দর চাঁদ !
নবদম্পতির জোছনাও নয়।
যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন –
দেখাে দেখাে নীতু চাঁদটা তােমার মুখের মতই সুন্দর
কাজলা দিদির সঁাতাতে জোছনা নয়।
যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে
কবির জোছনা নয়। যে জোছনা দেখে কবি বলবেন –
কি আশ্চর্য রূপার থালার মত চাদ।
আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোছনার জন্যে বসে আছি।
যে জোছনা দেখামাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে –
ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর।
প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব –
পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে।
চারদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে – আয় আয় আয় ।

#হুমায়ন_আহমেদ #কবিতা #গল্প #উপন্যাস #হিমু #রুপা

কি আশ্চর্য রূপার থালার মত চাদ🌼 #কবিতা_গৃহত্যাগী_জোসনা #হুমায়ন_আহমেদ
27/11/2023

কি আশ্চর্য রূপার থালার মত চাদ🌼

#কবিতা_গৃহত্যাগী_জোসনা
#হুমায়ন_আহমেদ

30/03/2023

আমাদের না পাওয়ার ক্লান্তিতেই নিহত স্বস্তি।

"রাব্বুল আলামীন" খুব ভালো ভাবেই জানেন কিসে আমাদের অধিক মঙ্গল। তাই আমাদের উচিত সবর করা, পাওয়া না পাওয়ার মিছিলে মহান রবের সন্তুষ্টি জ্ঞাপন করা।।

15/01/2023

বেলা শেষ হওয়ার আগেই আক্ষেপ গুছুক।
অন্ধকারের গহবরে দিনের আলো হারিয়ে যাওয়ার আগেই স্বপ্ন বাড়ি ফিরুক।
দুর্ভিক্ষ, বিষন্ন বিষাদের ন্যায় কঠিন শব্দের ব্যবহার ভুলে শ্রদ্ধা, সম্মান, সম্প্রীতি, বিশ্বাস আর ভালোবাসায় বেঁচে থাকুক মানুষ।।

#অপেক্ষা

Address

Dhaka City
Dhaka
300026

Alerts

Be the first to know and let us send you an email when Avoid•‿•SK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Avoid•‿•SK:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like