বন্দুক আবিষ্কার হওয়াতে আর পাখি হয়ে জন্মানোর সাহস হলো না।
আমি আসলে পাখি হয়ে জন্মাতে চেয়েছিলাম, ছোট্ট চড়ুই, শহরে মেঘপাই।
Probar Ripon 💙
Choto Pakhi - Shohojia (Moushumi Bhowmik Version)
#Aesthete
#AVOIDSK•‿•
#happynewyears2k24🙂
#রাত্রি_বিলাস✨
মাঝে মাঝে তারায় ভরা আকাশ টারে শূন্য শূন্য লাগে,
এতো বড় পূর্ণিমার চাঁদ টারে মনে হয় সুখ তারা।
তখন নদীর স্রোতীয় শব্দ, শহরের ব্যস্ত ট্রাফিক, যান্ত্রিক কোলাহল কানে আসে না, সব যেন শেষ রাত্রির মতো নিস্তেজ নিঃসঙ্গ।
সব যেন বৃষ্টি নামার আগ মুহূর্তের মতো স্তব্ধ।
তবে সেদিন ও বৃষ্টি নামে না, নামে মন খারাপের চিরকুট নিয়ে চিন্তিত জোনাকিরা ।।
#শূন্য
#AvoidSK•‿•
এই ধরনীর সব ভালোবাসাকে সস্তা লাগে মায়ের ভালোবাসার কাছে✨
#মা💙
#motherslove #ma #goliveindia #AVOIDSK #motivational #mother
ফজরের আজানের স্নিগ্ধ ধ্বনি✨
ফজরের আজানের স্নিগ্ধ ধ্বনি✨
ঢাকাকে মসজিদের শহর বলা হয়, কেনো বলা হয়! এই প্রশ্নের উত্তর আলিঙ্গন করার কৌতুহল জাগলে আজ ভোরে উঠে পড়ুন ফজরের সময়, ফজরের আজানের স্নিগ্ধ ধ্বনি আপনার কৌতুহল মিটিয়ে শান্তি অনুভবে সহযোগিতা করবে। ক্লান্ত আপনাকে উৎফুল্ল উৎসাহিত করে তুলবে।
#goliveindia #dhaka #namaj #fijor #আজান #ফজর #AVOIDSK
আহ্ ফেলা আসা প্রাণবন্ত সোনালী শৈশব✨
আহ্ ফেলা আসা প্রাণবন্ত #শৈশব✨🥺✨
ইস আবার যদি ফেরা যেতো প্রাণবন্ত সেই কোলাহলে!
যদি ফেরা যেতো ফেলে আসা সোনালী শৈশব🌼
শৈশবের দুরন্তবেলায় কতো রঙে দেখেছি জীবনকে। রঙধনুর সাত রঙে এঁকেছি জীবনের ছবি। নানা রকমের দিনগুলো। শৈশব মানেই দুরন্তপনা। শৈশব মানেই স্মৃতি ও স্বপ্ন-জাগানিয়া সৃষ্টি সুখের উল্লাসে কাটানো সময়। সেই হারানো ধুলোমাখা দিনগুলো আজো রঙিন হয়ে ভেসে উঠে স্বৃতির ক্যানভাসে। আমি হারিয়ে যায় নস্টালজিক দিনগুলোতে।
#goliveindia #Goldendays #avoidsk
কবিতা: গৃহত্যাগী জোছনা | হুমায়ূন আহমেদের অসাধারণ সৃষ্টি।💙 #হুমায়ূন_আহমেদ
“গৃহত্যাগী জোছনা” বইটির প্রথম দিকের কিছু কথাঃ
প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই
গৃহত্যাগী হবার মত জোছনা কি উঠেছে ?
বালিকা ভুলানাে জোছনা নয়।
যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে – ও মাগাে, কি সুন্দর চাঁদ !
নবদম্পতির জোছনাও নয়।
যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন –
দেখাে দেখাে নীতু চাঁদটা তােমার মুখের মতই সুন্দর
কাজলা দিদির সঁাতাতে জোছনা নয়।
যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে
কবির জোছনা নয়। যে জোছনা দেখে কবি বলবেন –
কি আশ্চর্য রূপার থালার মত চাদ।
আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোছনার জন্যে বসে আছি।
যে জোছনা দেখামাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে –
ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর।
প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব –
পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে।
চারদিক থেকে বিবিধ কণ