আহমদ মাসুম

আহমদ মাসুম ইতিহাস পড়ি, ইতিহাস লেখি, ইতিহাসের কথা ?

কুয়াশাচ্ছন্ন ভোর, নিজের অজান্তেই সম্পূর্ণ চুল আচ্ছাদিত হয়ে আছে কুয়াশায়। ছবি না তুললে বুঝতেই পারতাম না।
03/12/2023

কুয়াশাচ্ছন্ন ভোর, নিজের অজান্তেই সম্পূর্ণ চুল আচ্ছাদিত হয়ে আছে কুয়াশায়।
ছবি না তুললে বুঝতেই পারতাম না।

ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা এখন ৫ হাজার জনের পরিবার। আগামীকাল থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ...
02/12/2023

ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।
আমরা এখন ৫ হাজার জনের পরিবার।
আগামীকাল থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ইনশা আল্লাহ।

08/11/2023

এরে তোরা এত নিমক হারাম কেন?

31/10/2023

শিরোনাম দিলেই ফেসবুক ভিডিও ডিলিট করে দিবে তাই শিরোনাম দিলাম না।
মানুষ হলে দেখে নিবেন। ইয়াহুদী হলে এড়িয়ে যাবেন।

30/10/2023

বিরোধী রাজনৈতিক দলের অবস্থা,সরকারের ক্ষমতা ও বোকা বরিশ জনসন।

25/10/2023

ঈসরায়েল যে সহজ কৌশলে হামাসকে ধ্বংস করতে পারে। মুসা আঃ এর তাওহিদের দাওয়াত বর্তমান আহলে গরুদের যুক্তি।

22/10/2023

বাংলাদেশে সফল মোসাদ! সারা পৃথিবী এমন কি ইয়াহুদীরাও যখন ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছে তখন বাংলাদেশ থেকে ফতোয়া দিচ্ছে ইসালমি পোশাক পরা কট্টরপন্থী কিছু ইয়াহুদী! চিনে রাখুন তাদের।

20/10/2023

ফিলিস্তিন ঈসরাইল ইস্যূর শেষ কোথায়?
কেন বাংলাদেশের কথিত আহলে হাদিস শায়েখরা ও আংশিক আরব বিশ্ব ঈসরাইলকে সমর্থন করছে??

17/01/2023

কেন বিচারকরা নিজদের মত করে রায় দিতে পারেন না? কেন বাংলাদেশের বিচার বিভাগ নেতাদের কথায় চলে??

11/01/2023
30/11/2022

আমার প্রথম ইসলামকি ব্লগ
নামধারী ইসলামিক বক্তাদের উদ্ভব ও ইসলামের বাস্তবতা।

08/10/2022

মিলাদুন্নবী-সিরাতুন্নবীর চেতনা বিভাজন ও বিশ্ব মুসলিমের কান্না।

বছর খানেক আগে ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম ।

তখন আমাদের থাকার যতেষ্ট সমস্যা ছিল কারণ ওখানে মুসলিম পরিবার সংখ্যায় খুব কম। আর যারা আছে তারা একান্ত নিম্নবিত্ত। তাদের ঘর গুলোতে তারাই কোনমতে থাকে। আমাদের জায়গা দেওয়ার সুযোগ নেই৷

এমতাবস্থায় সেখানকার স্থানীয় একটি মাজার সংলগ্ন হাফিজিয়া মাদরাসাকে আমরা টার্গেট করলাম থাকার জন্য, খাবার আমরা নিজেরাই পাক করে খাব সেটা আগেরই সিদ্ধান্ত।


মাদসারা শিক্ষক গাজী সাহেবের সাথে কথা বললে তিনি সাহেব বাড়ির সাথে যোগাযোগ করতে বলেন, এই সাহেব বাড়ি বলতে সিলেটের ফুলতলি সাহেবের এক মুরিদের বাড়ি। যেটা স্থানীয় হিন্দু মুসলিম সবাই শ্রদ্ধার সাথে নেয়।
এই উপজেলার ভাইস চেয়ারম্যান আর স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব বাড়ির লোকই নির্বাচিত হয় বরাবর।আমরা যোগাযোগ করলাম তাদের সাথে।

রবিবার আছরের নামাজের পর মাজারের মাঠের পাশে মধ্য বয়সী এক মোরব্বী বসে সিগারেট টানছেন। তিনিই বর্তমান সাহেব বাড়ির পীর।

স্থানীয় কেউ তার সাথে সাক্ষাৎ করতে শিডিউল লাগে। কিন্তু আমরা সরকারি প্রজেক্টে কাজ করছি, তাই তিনি সমাধরেই নিলেন আমাদেরকে। আর থাকার সু ব্যবস্থা ও করে দিলেন৷

এর আগ পর্যন্ত আমি মাজার ব্যবসা ও মাজার পূজারী হিসাবে তাদেরকে ঘৃনার চুখে দেখতাম। ঐ দিন বাস্তবে অনুধাবন করলাম সবার আমরা ওরা মানুষ তারপরই ওরা আমার মুসলিম ভাই।

এই ভূমিকাটা টানলাম এই জন্য যে, ধর্ম হিসাবে আমাদের প্রথম পরিচয় আমি মুসলিম কিংবা সনাতন সেটা তখনই প্রতিষ্ঠা পায় যখন কোন এলাকায় মুসলিম বা সনাতন জনবসতি কম থাকে।
আমরা তখন সুন্নি, ওহাবী, শিয়া, দেওবন্দী ,বেরলভি কিংবা ব্রাহ্মণ, নমশূদ্র, কৈবর্ত্য কোন কিছু খুজিনা, খুজি শুধু স্ব ধর্মীয় একটা আস্থানা।

একজন মুসলিম হিসাবে অন্য ধর্মের কাছে আমার পরিচয় থাকে কেবল মুসলমান। আমার পক্ষে- বিপক্ষে, স্বপক্ষে, ত্রিপক্ষে আলোচনা, সমালোচনা করার সময় সে আমাকে কেবল মুসলিম হিসাবে বিচার করে গোষ্ঠী হিসাবে নয়,কিংবা আমিও তেমনটাই খুজে বেড়াই এটাই বাস্তবতা।

এই জিনিসটা তখনই প্রথম আমার অনূভুত হয় আমি ভাবতে শুরু করি আফসোস যদি আমরা, শিয়া, সুন্নি, ওহাবী, বেরলভি না হয়ে সবাই মুসলিম হয়ে যেতাম?
যদি মিলাদুন্নবী ও সিরাতুন্নবী একাকার হয়ে যেত।

যদি মিলাদুন্নবী পালনকারীরা সকালে র্যালি করার পর বিকালে সিরাতুন্নবীর আলোচনার আয়োজন করত। আবার সিরাতুন্নবী পালনকারীরা সকালে মিলাদুন্নবীর আনন্দ রেলিতে অংশ নিত,তাহলে কত সুন্দর হত?

আমরা ঐক্যের সূরে মূহর্তেই সারা দুনিয়ায় কিছু একটা করতে পারতাম। পৃথিবীর কোথাও মুসলিম নির্যাতন হতনা, ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আরাকান, দিল্লি, আফগান, কাশ্মীরের মুসলমানরা আবার মনখুলে হাসত৷

04/10/2022

আমাদের মানবতার ফাড়িয়ালা বালিষ্টার সুমন সাহেবের মানবতা এখানে কাজ করে নাই। কারণ নাজমুল তারেকের বড় পদ নাই, সে পুলিশ কনস্টেবল!

31/08/2022

কলুষিত ইডেনের দু'শ বছরের ইতিহাস? মঙ্গলগ্রহের বাসিন্দা মিসেস সুপ্রিয়া ভট্টাচার্য কিছুই জানেন না?

কেন শিক্ষককের গলায়,জুতার মালা পরানো হয়? কেন লাঞ্ছিত হন শিক্ষক? উত্তর গুলো এখানেই রয়েছে।

29/08/2022

স্টেশনেই বাড়ি স্টেশনেই ঘর, স্টেশনেই বিয়ে স্টেশনেই বাসর,
ছিন্নমূলের জীবন ও ডিজিটাল বাংলাদেশ।

27/07/2022

অখণ্ড ভারতের আর মাত্র ১৪ বছর বাকি? তারপরই একাকার হয়ে যাবে পাক,ভারত,বাংলা?

21/07/2022

তারার লগে আখতা দেখা ওইছে হেদিন
পাশা ভাই ও আসলা।

20/07/2022

১৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের চেয়ে প্রভাবশালী কারা? যারা তার কাছ থেকে ঘুষ নিল??

20/07/2022

সবতার দাম বাড়ল খালি মানষের দাম বাড়লনা?

19/07/2022

কারেন্টর টুকরা তুকানিত

19/07/2022

কেন টিভি, ইউটিউব দেখা বন্ধ করে দিলেন সিইসি? পচেগেছে দেশের নির্বাচন ও রাজনৈতিক ব্যবস্থা!

18/07/2022

হে নতুন আইছে সাগররে নদী কয় (জাস্ট ফান)

18/07/2022

হঠাৎ নীরব ৩ সন্তান জন্ম দেওয়া মায়েরা, লোডশেডিংয়ের অপরাধ কি?

17/07/2022

ফেসবুকে লাইক কমেন্টস বিক্রি ও ভয়ানক আগামী

চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন
17/07/2022

চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন

এখন থেকে নিয়মিত সীমান্তে থাকবচ্যানেলেটি সাবস্ক্রাইব করে রাখার আহবান থাকল।
17/07/2022

এখন থেকে নিয়মিত সীমান্তে থাকব
চ্যানেলেটি সাবস্ক্রাইব করে রাখার আহবান থাকল।

16/07/2022

রাজাগঞ্জের নৃশংস সেই হত্যাকাণ্ড! বিচারের আওয়াজ তুল সবে,এমন নির্মমতা দেখেও! আর কতকাল নীরব রবে?

16/07/2022

আইনের চুখে সবাই সমান? ডায়লগটি পূরানো হয়েগেছে, অসম আইন চাই বাংলাদেশে।

15/07/2022

মাত্র ৭৮হাজার টাকায় মালয়েশিয়া! খপ্পরে পড়ে নিঃস্ব হতে পারে জীবন, সরকার, অফার ও বাস্তবা।

13/07/2022

ভারত, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা, এশিয়ায় চলছে পরিবারতন্ত্রের পতনের হিড়িক।

13/07/2022

"৭১'র সেই জায়গা, স্বাক্ষী তারা" প্রোগ্রাম রেকর্ডের অংশ।
(ব্রাহ্মণ বাড়িয়া জেলা ১৮ জুন ২০২২)

রুল ওয়ানে কিছু ন্যাচারাল ইন্টারভিউ দরকার ছিল, কিন্তু ক্যামেরা দেখলেই পালায় সবাই, মানুষ এখন এত ভীত যে, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলতেও ভয় পায়!

11/07/2022

৭১'র লিখিত ইতিহাস ও সরাসরি মুক্তিযুদ্ধাদের বক্তব্যে আছে বহু তফাৎ...

"৭১'র সেই জায়গা, স্বাক্ষী তারা " শীর্ষক অনুষ্ঠান রেকর্ডে গত ১২ দিন ব্রাহ্মণ বাড়িয়া জেলায় ছিলাম।
কাল থেকে সিলেটে কাজ শুরু করব, তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।

ডিসেম্বরে অনুষ্ঠান গুলো ধারাবাহিক প্রচার করব ইনশা আল্লাহ।

10/07/2022

ঈদুল আজহার আধুনিক নামাজ ও আগামীর ভয়ানক ইসলাম,কোন কোম্পানির সদস্য হবেন আপনি??

10/07/2022

শ্রীলঙ্কা! রাষ্ট্রপতি ভবন দখলে নিল জনগণ। ভবন ছেড়ে পালিয়েছেন গোতবায়া রাজপাকসে।
যত সময় পেটে লাতি পড়েনা, তত সময় জনতা জাগেনা।
আর যখন জাগে তখন কোন বাহিনী বাচাতে পারেনা৷

ঈদ মোবারক। জানি মধ্যবিত্তের অধিকাংশ পরিবার জামা কাপড় কিনতে হিমশিম খেয়েছে, কোরবানি দিতে ব্যর্থ হচ্ছে। মধ্যবিত্তের জীবনটাই...
10/07/2022

ঈদ মোবারক।
জানি মধ্যবিত্তের অধিকাংশ পরিবার জামা কাপড় কিনতে হিমশিম খেয়েছে, কোরবানি দিতে ব্যর্থ হচ্ছে। মধ্যবিত্তের জীবনটাই এদেশে দূরুহ হয়ে দাড়িয়েছে।
আর বড় সমস্যা মধ্যবিত্ত জনগোষ্ঠীর নেতৃত্ব বিলীন হয়ে গিয়েছে।
তবুও শত কষ্ট গ্লানি বুকে চাপা দিয়ে সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা।
হে ৯০% মধ্যবিত্তের ঈদ শুভেচ্ছা কেবল সামাজিকতা রক্ষার্থে।

09/07/2022

Protest Against Criminalism and Support Imran Riaz khan From Bangladesh

09/07/2022

কুকুর ইগুইন গেল কই? সব জায়গায় কিছু কুকুর আছে ক্যামেরা দেখলেই দৌড়ায়,যদি ক্যামেরা ৫০০ টাকায় না বিকে।

08/07/2022

বৃটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ! কারণ জানলে অবাক হবেন।গনতন্ত্র ও........

08/07/2022

লোডশেডিং! বক্তব্য বাগাড়ম্বর, পেয়াজ সয়াবিন সিন্ডিকেট ও বাস্তবতা।

Address

Dhaka

Telephone

+8801714755864

Alerts

Be the first to know and let us send you an email when আহমদ মাসুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like