Md Hasibul Islam sakib

Md Hasibul Islam sakib Assalamualaikum
plz like my page.

Design by me♥️✌🏻
08/03/2022

Design by me♥️✌🏻

Design by Adrian Mahmud sakib
08/03/2022

Design by Adrian Mahmud sakib

  🥰🥰😍😍💪💪💪আলহামদুলিল্লাহ 😍😍😍অনলাইনে ক্যারিয়ার কি?অনলাইন ক্যারিয়ার হল ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন মার্কেটপ্লেস, অ...
03/03/2022

🥰🥰😍😍💪💪💪
আলহামদুলিল্লাহ 😍😍😍

অনলাইনে ক্যারিয়ার কি?

অনলাইন ক্যারিয়ার হল ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন মার্কেটপ্লেস, অথবা নিজস্ব ব্যবসা দাঁড় করিয়ে ইন্টারনেট এর মাধ্যমে আয় করাই হল অনলাইন ব্যবসা অনলাইন ক্যারিয়ার। এখানে বেশ কিছু কাজ রয়েছে যেখানে কিছু কিছু ইনভেস্ট করে করতে হয় আবার অনেক কাজ রয়েছে যেখানে কোন ইনভেস্ট এর প্রয়োজন হয় না।এবং এখানে অনেক কাজ রয়েছে যেগুলো করলে ক্লায়েন্টের কাছে জবাবদিহিতা করতে হয়। আবার অনেক কাজ রয়েছে আপনাকে কোনো জবাবদিহিতা ও করতে হবে না। যেহেতু এটি একটি মুক্ত পেশা তাই নির্বাচনের ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে আপনাকে নির্বাচন করতে হবে।

এখানে আপনি যেকোন একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করে অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে টাকা আয় করতে পারেন।

কেন অনলাইনে নিজের ক্যারিয়ার গড়বেন?

অনলাইনে নিজের ক্যারিয়ার গড়ার প্রথম পছন্দ হচ্ছে এটি একটি মুক্ত পেশা। এখানে এমন কিছু পেশা রয়েছে যেগুলোতে একবার কাজ করলে সারাজীবন ইনকাম করা যায়। আবার চাইলে যে কেউ ঘরে বসেই বিভিন্ন কোম্পানি ক্লায়েন্টের কাজ করে দিতে পারে মুহূর্তেই। এর জন্য কোন অফিস বা এসেট এর প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র একটি কম্পিউটার ইন্টারনেট কানেকশন দিয়ে সারা বিশ্বকে হাতের মুঠোয় রাখা যায়।

সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যখন অনলাইনে নিজের ক্যারিয়ার গড়বেন আপনার কাজগুলো আপনার পছন্দের যেকোনো সময় করতে পারবেন। যা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে।

অনলাইন ক্যারিয়ারের সুবিধাঃ
অনলাইনে ব্যবসা অনলাইন ব্যবসা হিসেবে নিজেকে নিয়োজিত করলে যে সকল সুবিধা পাবেন তা হলোঃ

★ঘরে বসে কাজ করা যায়
★এটি একটি মুক্ত পেশা তাই কাউকে জবাবদিহিতা করতে হয় না
★নিজের পছন্দমতো সময়ে কাজ করা যায়
★অপছন্দের কাজ গুলো এড করা যায়
★আপনি যে সকল কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন শুধুমাত্র সে সকল কাজ করেই নিজের ক্যারিয়ার করতে পারেন
★অফিস বা অফিস ম্যাটেরিয়াল এর প্রয়োজন হয় না
★কোন রকম ইনভেস্ট করার প্রয়োজন নেই
★এখান থেকে যত ইচ্ছা তত ইনকাম করা সম্ভব
★এখানে নির্ধারিত কোন সেলারি থাকেনা তাই আপনি যত কাজ করবেন তত ইনকাম করতে পারবেন।
ধন্যবাদ 🥰🥰

শিখুন ও প্রাকটিস করুন।
02/03/2022

শিখুন ও প্রাকটিস করুন।

✍ ফ্রিল্যান্সিং কি?👉ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা হল এমন কোন কাজ যা আপনি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার ইচ্ছামত ...
26/02/2022

✍ ফ্রিল্যান্সিং কি?

👉ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা হল এমন কোন কাজ যা আপনি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার ইচ্ছামত করতে পারবেন। ফ্রিল্যান্সিং বলতে মূলত ঘরে বসে অনলাইনে কাজ করাকে বুঝায়। আপনি অনলাইনের যেসব কাজে দক্ষ, সেসব কাজ অনলাইনে করে দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আপনার অনলাইন কাজের দক্ষতা অনলাইনে বিক্রি করে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলে।

ফ্রিল্যান্সিং কি? (What Is Freelancing?)ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে ব...
22/02/2022

ফ্রিল্যান্সিং কি? (What Is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

21/02/2022
2️⃣1️⃣ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস🥀❣️একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা রইলো।এদের আত্মদানের মধ্য...
20/02/2022

2️⃣1️⃣ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস🥀❣️

একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা রইলো।
এদের আত্মদানের মধ্যদিয়ে আমরা অমরতা পেয়েছি ❣️

ইন্টারনেট থেকে টাকা আয় করতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে এটি নিশ্চিত যে আপনি একবার হলেও ফ্রিল্যান্সিং এর নাম শুনেছ...
17/02/2022

ইন্টারনেট থেকে টাকা আয় করতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে এটি নিশ্চিত যে আপনি একবার হলেও ফ্রিল্যান্সিং এর নাম শুনেছেন। তবে ফ্রিল্যান্সিং কি ও কিভাবে freelancing শুরু করা যায় – এসব ব্যাপার নিয়ে কৌতুহল এর অভাব না থাকলেও রয়েছে সঠিক দিক নির্দেশনা অভাব।

চলুন জেনে নেয়া যাক – ফ্রিল্যান্সিং কি, কিভাবে ফ্রিল্যান্সিং করবেন ও ফ্রিল্যান্সিং করার সেরা ওয়েবসাইট, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।

14/02/2022

ফাগুনে হলুদ হলেন!🌻
ভ্যালেন্টাইনে লাল❤️
সাদার জন্য প্রস্তুত তো কাল?🤍
-- শায়েখ আহমাদুল্লাহ

Have a wonderful time❤️❤️
13/02/2022

Have a wonderful time❤️❤️

প্রযুক্তি খাতে বাংলাদেশের প্রায় সাড়ে ৬ লক্ষ্যর ও বেশি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে প্রতিবছর প্রায় ৮৫...
11/02/2022

প্রযুক্তি খাতে বাংলাদেশের প্রায় সাড়ে ৬ লক্ষ্যর ও বেশি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে প্রতিবছর প্রায় ৮৫০+ কোটি টাকার মতো আনে বিদেশ থেকে বাংলাদেশে। তবে এই ফ্রীলান্সিং খাতে ফ্রীলান্সিং সবাই সফলভাবে করতে পারলেও তাদের সকলেরই একটা সমস্যা হয়ে থাকে সেটা হলো ফ্রিল্যান্সিং এর টাকাগুলো হাতে পেতে দেরি। আর তাই, এই ফ্রিল্যান্সিং এর টাকা আপনার হাতে আসবে মুহূর্তেই। এই কাজটি সহজ করে দিলেন বিকাশ, বাংলাদেশের এক অন্যতম মোবাইল ব্যাংকিং সার্ভিস bKash ।ফ্রিল্যান্সিং এর টাকা প্রিমিয়ার কে কে বিকাশ একাউন্টে আনার সুবিধাগুলো নিম্নে আলোচনা করা হল,
আপনি দিন রাত 24 ঘন্টা যেকোন সময় ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারবেন আপনার টাকা।
পেপার ওয়ার্ক এর কোন ঝামেলা নেই।
মাত্র 1 হাজার টাকা হলেই আপনি আপনার বিকাশ একাউন্টে ট্রান্সফার করতে পারবেন।যখন খুশি তখনই ফ্রিল্যান্সিং এর টাকা পেওনিয়ার থেকে আপনার বিকাশ একাউন্টে আনতে পারবেন।
পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গেই আপনার টাকা আপনার বিকাশ একাউন্টে চলে আসবে।

10/02/2022
বেকারত্ব কমাতে পারে ফ্রিল্যান্সিং 🥰🥰🥰প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করে, যাদের সিংহভাগই স্নাতক ও স্না...
07/02/2022

বেকারত্ব কমাতে পারে ফ্রিল্যান্সিং 🥰🥰🥰

প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করে, যাদের সিংহভাগই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। সম্প্রতি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জরিপে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশ বা ৬৬ শতাংশ বেকার। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও পাশ করার হার কম নয়। আরেক পরিসংখ্যান অনুযায়ী, দেশে স্নাতক বেকার ৪৭ শতাংশ। বিশেষজ্ঞরা এর অন্যতম কারণ হিসাবে চাকরির বাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতার কথা উল্লেখ করেছেন। এভাবে ক্রমশ বেড়েই চলেছে শিক্ষিত বেকারের হার। এই বেকারত্বের হার কিছুটা হলেও কমাতে পারে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে একজন শিক্ষিত বেকার, তার পরিবার ও দেশ।

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ না করে মুক্তভাবে কাজ করে অর্থ উপার্জন করা যায়। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফাইভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি। এ ওয়েবসাইটগুলোতে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করছে, যার মধ্যে রয়েছে ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। সময় ও চাহিদা অনুযায়ী কাজ করতে পারার সুবিধার কারণে সারা বিশ্বে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা বেড়ে চলেছে। তাছাড়া বিশ্বের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন স্থায়ী কর্মকর্তা নিয়োগের চেয়ে ফ্রিল্যান্সারদের দিয়ে তাদের প্রয়োজন মেটানোর দিকে বেশি ঝুঁকছে, যার হার ৪৮ শতাংশেরও বেশি। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের ওয়েবসাইটগুলোতে লক্ষ করা যায়, অনুন্নত দেশের চেয়ে উন্নত দেশের ফ্রিল্যান্সারের সংখ্যা ও আয় বেশি। ফ্রিল্যান্সিংয়ে আয়ের দিক থেকে এবং ক্রমবর্ধমান উপার্জনে সেরা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮ম। ফ্রিল্যান্সিংয়ে কাজ করার ক্ষেত্রে দেশে কিছু অসুবিধা আছে। যেমন, ফ্রিল্যান্সিং কর প্রদান করা এবং এর ধাপগুলো অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। কিছু কিছু সময় ফ্রিল্যান্সিং আয় অনিশ্চিত হতে পারে। নির্দিষ্ট আয় ফ্রিল্যান্সিংয়ে সহজ নয়। দিন দিন ফ্রিল্যান্সিংয়ে প্রতিযোগিতা বেড়েই চলেছে, তাই সেরা কাজের বিকল্প নেই। দক্ষ না হলে ফ্রিল্যান্সিং মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। তথ্যপ্রযুক্তির যুগে কম্পিউটার বিষয়ে ভালো জ্ঞান না থাকলে ভবিষ্যতে টিকে থাকা কঠিন। কম্পিউটার দক্ষতা বৃদ্ধি করে সেটা ফ্রিল্যান্সিংয়ে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়া যায়।

06/02/2022

Digital Marketing কি?

বোঝার সুবিধার্থে Marketing side টিকে ২টি ভাগে ভাগ করে দেখানো হলো:
১. Classic Marketing: যুগ যুগ ধরে বিভিন্ন কোম্পানির পণ্য বাজারজাত করার জন্য Classic Marketing করে আসছে। যেমন- TV, Radio, Telephone,Publicity. এটি বেশ জনপ্রিয় এবং এর জনপ্রিয়তা এখন ও আছে।
২. Digital Marketing : বর্তমানে Google,You tube, Facebook এর কাছে অসহায় হয়ে পড়েছে এই প্রচার মাধ্যম গুলো। বর্তমান বাজারে classic বিজ্ঞাপনের তুলনায় গ্রাহকরা Digital বিজ্ঞাপন দেখে খুবই আগ্রহী হয়ে উঠেছে। যার দরুন Digital Marketing এর চাহিদা ব্যাপকহারে বেড়ে চলেছে। সেই সাথে online ভিত্তিক এই পেশার চাহিদা ও বেড়ে চলেছে। তাই দেরি না করে আপনি হয়ে যান Digital Marketing এ Expart একজন।

Freelanching বিষয়ক ফ্রি ক্লাসে জয়েন করতে চাইলে দ্রুত রেজিষ্টেশন ফর্ম ফিলাপ করতে আমাকে ইনবক্স করুন।

সফল ফ্রিলান্সার হতে হলে যা যা করণীয়ঃ✨ফ্রিলান্সিং করার জন্য আপনি যেকোন একটি বিষয় ঠিক করুন।✨প্রথমে আপনাকে ভালভাবে শিখতে হব...
03/02/2022

সফল ফ্রিলান্সার হতে হলে যা যা করণীয়ঃ

✨ফ্রিলান্সিং করার জন্য আপনি যেকোন একটি বিষয় ঠিক করুন।

✨প্রথমে আপনাকে ভালভাবে শিখতে হবে ও দক্ষ হতে হবে।

✨ইন্টারনেট জগত সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে।

✨ফ্রিলান্সিং বিষয়ক বেসিক ও ইন্টারমিডিয়েট কোর্স সম্পর্কে প্রথমে জানতে হবে।

✨অবশ্যই আপনার নিজস্ব ল্যাপটপ ও ভালো স্মার্ট ফোন এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

✨অনলাইনে আপনার প্রোফাইল থাকতে হবে

✨একজন ফ্রিলান্সারকে সবসময় রিসার্চ করতে হবে

✨সর্বদা নিজেকে আপডেট রাখতে হবে ও প্রয়োজন অনুযায়ী নতুন কাজ শিখতে হবে।

✨যে মার্কেটপ্লেসে কাজ করবেন আগে তার টার্মস এন্ড কন্ডিশন্স ভালভাবে জেনে নিবেন

✨মার্কেটপ্লেসে অন্যান্য ফ্রিলান্সার কিভাবে কাজ করছে বা তাদের কাজের স্ট্যন্ডার্ড ফলো করতে হবে।

➡️এই কাজ গুলো ফলো করলেই আপনি ও হতে পারেন একজন ভালো মনের ফ্রিল্যান্সার। ইনশাআল্লাহ


Are you looking for a skilled canva designe? If you want to design anything canva then inbox.I will Done your job effici...
01/02/2022

Are you looking for a skilled canva designe?
If you want to design anything canva then inbox.
I will Done your job efficiently Inshallah🥰❤️

31/01/2022

Address

Faridpur
Dhaka

Telephone

+8801874894790

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Hasibul Islam sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Hasibul Islam sakib:

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All