বয়স যখন তিরিশ

বয়স যখন তিরিশ "বাংলা ভাষা ও সাহিত্যের বৈচিত্র্যময় জগতে ভ্রমণ করতে পারবেন এই পেজের মাধ্যমে।

জীবনের সব রং এখানে সজীব।এখানে রয়েছে প্রাণের উল্লাস আর আবেগের উচ্ছ্বাস।তুমি আর আমি, আমি আর তুমি- হতে পারি ভুল।অথচ এই শীত...
20/12/2024

জীবনের সব রং এখানে সজীব।
এখানে রয়েছে প্রাণের উল্লাস আর আবেগের উচ্ছ্বাস।
তুমি আর আমি, আমি আর তুমি- হতে পারি ভুল।
অথচ এই শীতের বিকেল, ঘাস-লতা-পাতা,
হরিৎ বিটপী-শ্রেণি আর ঐ আকাশলীনা... কিছুই মিথ্যে নয়।
এরা চির সত্য, সদা নির্ভুল।।

17/12/2024

ভালোবাসার, ভালোবেসে ভালো থাকার, ভালোবেসে ভালো রাখার জন্য যোগ্যতা ও সাহস প্রয়োজন। সবার সে সাহস বা যোগ্যতা থাকে না। যার এসব নাই, তার ভালোবাসতে যাওয়াই উচিত না। তার জন্য বাবা-মার বাধ্যগত সন্তানের মতো কারো গলায় ঝুলে পড়াটাই শ্রেয়।

16/12/2024

জীবন আপনাকে প্রতিদিনই কিছু না কিছু শেখাবে। যদি আপনি বুঝেন তাইলে বুঝ-পাতা, নাইলে তেজপাতা।

15/12/2024

রাগের মুহূর্তে, লোভের বশবর্তী হয়ে এবং অভিজ্ঞতার অভাবে মানুষ সময়ে সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই এ তিন সময়ে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত।

ভ্রমণ করুন, মানসিক সুস্থতায় বাঁচুন।।
13/12/2024

ভ্রমণ করুন, মানসিক সুস্থতায় বাঁচুন।।

10/12/2024

You don’t have to have all the answers. You don’t need to be the strongest or the smartest. You just need to be willing. Start small. Start where you are. And trust that God will work through you in ways you can’t even imagine!

একটি ভ্রমণকাহিনি...
07/12/2024

একটি ভ্রমণকাহিনি...

03/12/2024

শীতের প্রতি আমাদের একটা মোহ আছে। কারণ শীত আমাদের জড়াতে চায় কিন্তু জড়ায় না। তাই অবশেষে আমরাই তার সাথে জড়িয়ে পড়ি।

02/12/2024

রাত হলে ভোর হবে এটা আপনি জানেন।
কিন্তু সেই ভোরটা আপনার হবে কিনা সেটা আপনি জানেন না।

মানুষ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে গমনাগমন করে। আর এটি  আমরণ চলমান একটি প্রক্রিয়া। আপনার উচিত পরিবর্তিত পরিবর্তনকে মেন...
30/11/2024

মানুষ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে গমনাগমন করে। আর এটি আমরণ চলমান একটি প্রক্রিয়া। আপনার উচিত পরিবর্তিত পরিবর্তনকে মেনে নেয়া, তাকে সাথে নিয়েই তার সাথে চলা। এটাই সায়েন্স।

24/11/2024

জীবনে কী কী পান নাই তার হিসাব বাদ দিন,
কী কী পেলেন তার জন্য কৃতজ্ঞ থাকুন।

20/11/2024

ব্যর্থতা এক ঝটকায় আসে, আর সফলতা গুটি গুটি পায়ে। সুতরাং অপেক্ষা অপেক্ষা আরও অপেক্ষা করুন।

17/11/2024

সহযোগী মনোভাব
সমাজবাস্তবতায় ও জীবনব্যবস্থায় অতীব গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। আপনার-আমার সহযোগী মনোভাবসম্পন্ন হওয়া উচিত। সুযোগ পেলে মা-বাবা-ভাই-বোনের কোনো একটা কাজে সহায়তা করুন। ঘরে আপনার স্ত্রী একা সব কাজ করবে কেন? আপনিও তার কিছু কাজ শেয়ার করে নিজের ভাগে নিয়ে নিন। তাকে একটু রিলিফ দেন। এটা সত্য যে, আপনি বাইরে থেকে হয়ত অনেক পরিশ্রমের কাজ করে আসেন। কিন্তু তারপরও সব ক্লান্তি একপাশে রেখে বাসায় ফিরে কিছু কাজে হেল্প করুন। দেখবেন নিজের কাছেও ভালো লাগবে। কারণ যারা আপনার ভালোবাসার মানুষ, পরিবারের আপনজন, তাদের জন্য যখন যতটুকু করবেন, সেটুকুই আপনার জন্য অফুরান আনন্দের কারণ হয়ে যাবে। আপনি মানসিকভাবে ভালো থাকবেন।

14/11/2024

শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন মহল থেকে এত বাজে মন্তব্য আসছে যে, মনে হচ্ছে গত ১৬ বছরে আওয়ামী লীগ যত কুকাজ করছে সব উনিই করছে বা উনি করাইছে। এমনকি ওনার নামে বা ওনার নাম ভাঙিয়ে যত অপরাধ করছে আওয়ামী লীগ, তাও সব ওনার আদেশেই হইছে! উনি কবর-দেশ থেকে অর্ডার দিছে আর সবাই তা পালন করছে।

আমরা এতটা অবিবেচক কেন, হুজুগে কেন ?

13/11/2024

আমাদের দেশের পদ্ধতিগত কিছু পরিবর্তন প্রয়োজন:

১. কোনো ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন না।

২. একই পরিবারের এক জন ব্যক্তির মেয়াদ শেষ হলে, সাথে সাথেই ঐ পরিবারের অন্য কেউ প্রার্থিতার আবেদন করতে পারবেন না।

৩. রাষ্ট্রপতি কোনো রাজনৈতিক গোষ্ঠীর কেউ হবেন না।

৪. কোনো রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না।

এগুলো সময়ের দাবি, দেশ বাঁচানোর মূলমন্ত্র। কিন্তু এসব নিয়ে কারো চিন্তা নাই। কেউ চিন্তা করবেও না হয়ত। দিন শেষে সবাই ক্ষমতাভিলাষী।

26/10/2024

জেরিন আক্তার, জিপিএ-5.00 (বাণিজ্য বিভাগ)
বাংলায়- A
এবারের এইচএসসি-২০২৪ এর বোর্ড পরীক্ষায় আমার বাংলা ব্যাচের বেশ কিছু শিক্ষার্থী সফলতা পেয়েছে।
ওদের আসন্ন অ্যাডমিশন পরীক্ষার সফলতার জন্য সবাই দোয়া করবেন।
ধন্যবাদ।।

22/10/2024

Zayed Ahmed Tanvir_জিপিএ-5.00 (বিজ্ঞান বিভাগ)
বাংলায়- A
এবারের এইচএসসি-২০২৪ এর বোর্ড পরীক্ষায় আমার বাংলা ব্যাচের বেশ কিছু শিক্ষার্থী সফলতা পেয়েছে।
ওদের আসন্ন অ্যাডমিশন পরীক্ষার সফলতার জন্য সবাই দোয়া করবেন।
ধন্যবাদ।।

20/10/2024

Bappy, জিপিএ-5.00 (বিজ্ঞান বিভাগ)
বাংলায়- A
এবারের এইচএসসি-২০২৪ এর বোর্ড পরীক্ষায় আমার বাংলা ব্যাচের বেশ কিছু শিক্ষার্থী সফলতা পেয়েছে।
ওদের আসন্ন অ্যাডমিশন পরীক্ষার সফলতার জন্য সবাই দোয়া করবেন।
ধন্যবাদ।।

Address

Jhiltuli, Faridpur Sadar
Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when বয়স যখন তিরিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share