17/11/2024
সহযোগী মনোভাব
সমাজবাস্তবতায় ও জীবনব্যবস্থায় অতীব গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। আপনার-আমার সহযোগী মনোভাবসম্পন্ন হওয়া উচিত। সুযোগ পেলে মা-বাবা-ভাই-বোনের কোনো একটা কাজে সহায়তা করুন। ঘরে আপনার স্ত্রী একা সব কাজ করবে কেন? আপনিও তার কিছু কাজ শেয়ার করে নিজের ভাগে নিয়ে নিন। তাকে একটু রিলিফ দেন। এটা সত্য যে, আপনি বাইরে থেকে হয়ত অনেক পরিশ্রমের কাজ করে আসেন। কিন্তু তারপরও সব ক্লান্তি একপাশে রেখে বাসায় ফিরে কিছু কাজে হেল্প করুন। দেখবেন নিজের কাছেও ভালো লাগবে। কারণ যারা আপনার ভালোবাসার মানুষ, পরিবারের আপনজন, তাদের জন্য যখন যতটুকু করবেন, সেটুকুই আপনার জন্য অফুরান আনন্দের কারণ হয়ে যাবে। আপনি মানসিকভাবে ভালো থাকবেন।