Moslim hosain

Moslim hosain Life’s too short for excuses — let’s get it!
(2)

"Moslim Hosain" provides Entertainment news, Celebrity news, Short story, Drama and Movie reviews, Trending news and Islamic story also.

মুরুব্বি মুরুব্বি উহু হু হু.. 🫣
26/08/2024

মুরুব্বি মুরুব্বি উহু হু হু.. 🫣

Respect 😆😆
31/07/2024

Respect 😆😆

খাট পথের লড়াকু সৈনিক।
30/07/2024

খাট পথের লড়াকু সৈনিক।

মেট্রোরেল দেখতে এসে কান্নায় ভেঙেপরলেন মেসি ও রোনালদো ইনজুরির জন্য মিস করছেন নেইমার! 😔😓
28/07/2024

মেট্রোরেল দেখতে এসে কান্নায় ভেঙে
পরলেন মেসি ও রোনালদো ইনজুরির
জন্য মিস করছেন নেইমার! 😔😓

28/07/2024

জীবন সঙ্গী হতে হবে সরকারের মতো যত যাই হোক জোর করে থেকে যাবে।

আমাদের পিও ছাত্রলীগ নেত্রী ও সাদ্দামের কলা 🍌
28/07/2024

আমাদের পিও ছাত্রলীগ নেত্রী ও সাদ্দামের কলা 🍌

বাংলাদেশী কিছু সংবাদ উপস্থাপক👌👌৩ নাম্বারটা কেমন উপস্হাপক?😂😂
28/07/2024

বাংলাদেশী কিছু সংবাদ উপস্থাপক👌👌
৩ নাম্বারটা কেমন উপস্হাপক?😂😂

28/07/2024

ক্ষতিপূরণ হিসেবে ৩ দিন মেয়াদি ৫ জিবি ডাটা পাবেন গ্রাহকরা: পলক

সূত্র: ডিবিসি নিউজ

বাংলার দুই মুক্তিযোদ্ধা পিও ভাই শাদ্দাম ও এনাল
16/07/2024

বাংলার দুই মুক্তিযোদ্ধা পিও ভাই শাদ্দাম ও এনাল

ভারতের ট্রেন  প্রতি  (টনে) বাংলাদেশকে ৩৫০ টাকা  ট্যাক্স দিবে!!  এমনিতেই  দেশের স্বাধীনতা, (লাউ ঘুরঘুর লাউ ঘুরঘুর বুড়ী যা...
01/07/2024

ভারতের ট্রেন প্রতি (টনে) বাংলাদেশকে ৩৫০ টাকা ট্যাক্স দিবে!!
এমনিতেই দেশের স্বাধীনতা, (লাউ ঘুরঘুর লাউ ঘুরঘুর বুড়ী যাবে অনেক দুর!) গল্পের বুড়ীর মতো শিয়ালের আক্রমণ থেকে বাচার জন্য লাউয়ের ভিতরে লুকিয়ে নাতনীর বাড়িতে যাওয়ার মতোই
দেশের স্বাধীনতাকে নাতনীর বাড়িতে পাঠানো হচ্ছে!
আর এদিকে প্রতি টনে ৩৫০ টাকা ট্যাক্স দিবে,
বিষয়টি কাটা গায়ে লবন ছিটানোর মতো!
আজকাল লোকাল কোনো বাজারেও বহিরাগত মোলা ব্যাবসায়ী দোকান দিতে হলেও তাকে অর্ধ হাজার টাকা ট্যাক্স দিতে হয়!
আফসোস ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের চোখের সামনেই বিলিন হয়ে গেলো!

22/06/2024

ঢুকি ফেসবুকে নিয়ে যায় এম্যাজন জংগলে, না-হয় ডিসকভারি চ্যানেলে।

22/06/2024

পুরুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের রাসেল ভাইপার।

২৪ বলের মধ্যে ২১ টা ডট বল! বিশ্বকাপে এর আগে এত ডট কেউ দেয় নাই। ৪ ওভারের স্পেলে ৭ রান দিয়ে ৪ উইকেট ও ৩ উইকেট!  যেকোন পরিস...
17/06/2024

২৪ বলের মধ্যে ২১ টা ডট বল! বিশ্বকাপে এর আগে এত ডট কেউ দেয় নাই। ৪ ওভারের স্পেলে ৭ রান দিয়ে ৪ উইকেট ও ৩ উইকেট! যেকোন পরিস্থিতি বিবেচনায় অসাধারণ।ম্যাচ জিতাতে, কোন সন্দেহ ছাড়াই সবচেয়ে বড় কনট্রিবিউটর তানজিম সাকিব এবং ফিজজজ।

মহিলাদের চেয়ে!পুরুষের লজ্জা বেশী!!এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন। সেখানে কথা বলতে য...
11/06/2024

মহিলাদের চেয়ে!
পুরুষের লজ্জা বেশী!!

এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন। সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে, "মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"

কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম- বেলাজ।

প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বললো আপা, আপনি কি করেন? তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি। প্রথম মহিলা বললো, কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে?
তিনি বলেন, আমরা সমান সমান। চার জন পুরুষ চার জন মহিলা। হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।

প্রথম মহিলা বললো, আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন? "ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন। বললেন তার মানে?

প্রথম মহিলা বললো "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করেনা। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পেঠ কিংবা পিঠ তা একটু দেখব। সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে।

আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে?

#পুরুষেরা পেট পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের।
অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই চেষ্টা করে।

#লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে, এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না. (আফসোস) পোস্টটা হয়ত কারো কাছে খারাপ লাগবে। কিন্তু শিক্ষামূলক পোস্ট হিসেবে সবার পড়া এবং শেয়ার করার দরকার আছে।
👍👍👍

09/06/2024

Imran Mohammad Sakil অভিনন্দন মামা 🥱🌚

03/06/2024

যে মেয়েদের হাইট ৫'২" এর কম তারা মেয়ে না, কোলবালিশ! 🫶

চাইলে আমিও এমন ছবি তুলতে পারতাম কিন্তু আমারতো সাদা বস্তা নাই😩
24/05/2024

চাইলে আমিও এমন ছবি তুলতে পারতাম কিন্তু আমারতো সাদা বস্তা নাই😩

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moslim hosain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category