ツ মাঁয়া ツ

ツ মাঁয়া ツ - সমস্ত ব্যর্থতার পর, 😊

- একদিন দেখা পাবো সফলতার ইন"শা"আল্লাহ "💙🌺
(8)

🥰পৃথিবীতে সবচেয়ে দামী হলো দুটো জিনিস           বিশ্বাস আর অপেক্ষা...!🌸༊≈বিশ্বাস  সবাই রাখতে পারে না, আর' অপেক্ষা        ...
02/04/2024

🥰পৃথিবীতে সবচেয়ে দামী হলো দুটো জিনিস
বিশ্বাস আর অপেক্ষা...!🌸
༊≈বিশ্বাস সবাই রাখতে পারে না, আর' অপেক্ষা
সবাই করতে পারে না...🌸🖤

30/03/2024

মানসিক শান্তি ব্যাপারটা অদ্ভুত একটা সমীকরণে কাজ করে! আশেপাশে অনেক মানুষ থাকার পরেও মানসিক শান্তি পাওয়া যায় না, মানসিক শান্তি ঠিক তখনই কিংবা তার কাছেই পাওয়া যায়, যার সাথে অনর্গল কথা বলা যায় নির্দ্বিধায়! যার কাছে নিজেকে পুরোপুরি সুরক্ষিত রাখা যায়, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়!'🖤

30/03/2024

ভালোবাসি কথাটা শুনার চেয়ে বেশি আনন্দ হয়, যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়!🖤

30/03/2024

- প্রতিটা মানুষ বহুরূপী.!
আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে.!❤️‍🩹🌸

30/03/2024

মস্তি'ষ্কে জমাট বেঁধেছে স্মৃ'তির জটলা যতটুকু ভুলে যাওয়ার কথা ছিলো তার বিন্দু মাত্র ভুলে যাওয়া হলো না।

---

30/03/2024

"বিশ্বের সবচেয়ে ছোট হরর স্টোরিগুলা..!

⚠ : দুর্বল হৃদয়ের হলে পোষ্টটি Skip করতে পারেন।

১। জাফর সাহেব তার মেয়ে মিতুকে গুড নাইট জানিয়ে চলে যাওয়ার সময় মিতু বলল,বাবা আমার খুব ভয় করছে, খাটের নিচে ভুত লুকিয়ে আছে। জাফর সাহেব মুচকি হাসলেন,মেয়ের ভয় ভাঙানোর জন্যে খাটের নিচে তাকিয়ে দেখলেন অবিকল তার মেয়ের মত একটি মেয়ে বসে আছে,নিচ থেকে মেয়েটি বলল,বাবা,খাটের উপর কে জানি শুয়ে আছে!

২। আমার বিড়ালটা সব সময় আমার দিকে এক নজরে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো। একদিন আমি ভালো করে লক্ষ্য করলাম, আসলে সে আমার দিকে নয়। আমার মাথার ঠিক পিছনে কারো দিকে তাকিয়ে থাকে।

৩। আমি আমার খাটের নিচে একটি লাশ পেলাম। ব্যাপারটা অদ্ভুত, কারণ আমি দুটো লাশ লুকিয়ে রেখেছিলাম!

৪। আজ ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখলাম আমার ফোনের গ্যালারিতে ঘুমন্ত আমি'র একটা ছবি আছে। অথচ আমি একা থাকি!

৫। শেষ যেটি দেখলাম তা হল, ঘড়িতে ১২.০৭ বাজছে আর ভয়ংকর সেই মেয়েটি তার লম্বা নখগুলো আমার বুকের ভেতর ঢুকিয়ে দিয়েছে, আর অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছে। আমি চিৎকার দিয়ে জেগে উঠে কিছুটা স্বস্তি পেলাম, "স্বপ্ন ছিল"। কিন্তু ঘড়িতে তাকিয়ে দেখলাম ১২.০৬ বাজছে, সঙ্গে সঙ্গে দরজা খোলার আওয়াজ পেলাম!

৬। এখন মাঝরাত। পুরো বাড়িতে আজ একা আমি। হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙ্গে গেলো। কিন্তু আমার বাড়িতে তো কোনো ছোট বাচ্চা নেই!

৭। কাচে নক করার শব্দ শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে। জানালা গুলো ভাল করে চেক করে দেখলাম। ভাল করে শুনতে গিয়ে বুঝলাম আওয়াজটা ড্রেসিং টেবিলের আয়না থেকে আসছে।

৮। তুলির মা ছাদ থেকে ডাক দিলেন, "কাপড়গুলো নিয়ে যা, বৃষ্টি আসছে!" তুলি ছাদের দিকে যেতেই তার মা খপ করে হাত ধরে ফেললেন। ভয়ার্ত গলায় বললেন, "ছাদে যাস না, ডাকটা আমিও শুনেছি!" ও পাশ থেকে একটা খিটখিটে হাসির শব্দ ভেসে আসলো।

৯। পৃথিবীর সর্বশেষ মানুষটি তার রুমে বসে আছে। হঠাৎ দরজায় কে যেন নক করলো!

গল্প গুলো গুগল থেকে পাওয়া। বেশিরভাগই ইংরেজি সাহিত্যিকদের গল্প। আমি সরল অনুবাদ করার চেষ্টা করেছি।

"পড়া শেষে অবশ্যই কমেন্টে জানাও কোনটা সবচেয়ে ভয়ংকর লেগেছে?

30/03/2024

আমাকে আর এভাবে যন্ত্রণা দিও না প্লিজ আমি সত্যি আর পারছি না আমার শুধু মরে যেতে ইচ্ছে করে🙏🙏🙏😭😭😭😭

30/03/2024

একজন সুস্থ মানুষকে পাগল বানিয়ে,
-দেওয়ার নাম হলো ।বর্তমান যুগের ভালোবাসা..!!🖤🥀...💔💔(AB)

29/03/2024

আজকে হঠাৎ করেই আব্বা আমাকে জিজ্ঞেস করতেছে

আব্বাঃ আমাকে বেশি ভালবাসিস, নাকি তোর মাকে?

আমিঃদুজনকেই।

আব্বাঃযদি আমি আমেরিকা যাই এবং তোর মা ফ্রান্সে যায়, কার সাথে যাবি?

আমিঃ ফ্রান্সে!

আব্বাঃ তার মানে মাকে বেশি ভালবাসিস।

আমিঃ নাহ,, আমি ফ্রান্সকে ভালবাসি।

আব্বাঃ যদি আমি ফ্রান্সে যাই এবং তোর মা আমেরিকা যায়,, কার সাথে যাবি?

আমিঃআমেরিকা।

আব্বাঃ কেনো?

আমিঃ কেননা আগে ফ্রান্সে মার সাথে গিয়েছিলাম।

আব্বাঃ (রাগাণ্বিত হয়ে) নির্বোধ,,, এখন যদি আমি আর তোর মা একসাথে ফ্রান্সে যাই,,তুই কোথায় যাবি?

আমিঃ এখানেই থাকবো!🙃

আব্বাঃ এখন কি কারণে এখানে থাকবি?

আমিঃ যেহেতু আমি ক্লান্ত,, কারণ কিছুক্ষণ আগে ফ্রান্স ও আমেরিকা থেকে ফিরলাম!🙂

আব্বাঃ 😡

লে আমিঃ 🏃🏃

28/03/2024

যদি তুমি জানতে তোমার অবহেলা টা আমায় কতটা য'ন্ত্রনা দেয়, তাহলে তুমি কল্পনায়ও আমাকে অবহেলার কথা ভাবতে পারতে না!💖

28/03/2024

❝অতি যত্নে গড়া সম্পর্ক!!❞🌸
❝একদিন দূরত্বের কাছে হেরে যায়!!❞😅💔

28/03/2024

- জীবনে কিছু প্রশ্ন থাকে❓

- যার উত্তর কখনোও মিলে না। কিছু
ভুল থাকে, যা শোধরানো যায় না।
- কিছু কষ্ট থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না।🖤🥀

28/03/2024

ধৈর্যহীন মেয়েটাও একটা সময় ধৈর্যশীল হয়ে যায়,
রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায়। অল্প ব্যাথায় কান্না করা মেয়েটাও একটা সময় কান্না করতে ভুলে যায়, বকবক করা মেয়েটাও একটা সময় নিশ্চুপ হয়ে যায়!

হাস্যজ্বল মেয়েটার মুখের হাসিও একটা সময় মলিন হয়ে যায়, দায়িত্ব নিতে ভয় পাওয়া মেয়েটাও একটা সময় দায়িত্বশীল হয়ে যায়। প্রচন্ড ভালোবাসতে পারা মেয়েটাও একটা সময় প্রচন্ড ঘৃণা করতে পারে।

পার্থক্যটা শুধু সময়ের! সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়! মেয়েরা সবরকম পরিস্থিতিতেও জয়ী হয়! মেয়ে শুধু মেয়ে নয়, কারও বোন, কারও মা, কারও মেয়ে! তাই তাদেরকে সঠিক মর্যাদা দেয়া উচিত!❤️

28/03/2024

┏╮/╱🌺🌿 🌺😥•••⊰❂⊱ ╱/ ╰┛যেখানে আঘাত করো! সেখানে আর কেউ না তুমিই থাকো─༅༎•🌺🌸༅༎•─

Address

Rongpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ツ মাঁয়া ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies