Sad live BD rimu

Sad live BD rimu support my page follow

23/10/2023

☑️🧕কিছু অসাধারণ মেয়েদের নিয়ে সাইকোলজিক্যাল ফ্যাক্টঃ

১.মেয়েরা 'আমি দুঃখিত' এই কথাটি বেশি বলে । কারণ তারা ভাবে , তারা যা করেছে তা হয়তো ভূল করেছে ।

২.সাইকোলজি বলে ,মেয়েরা ছেলেদের থেকে বেশি ব্যাক্তির চেহারা মনে রাখতে পারে ।

৩.সমীক্ষা দেখা গিয়ে যে , মেয়েরা ছেলেদের থেকে একটু দেরি করে কোনো সিদ্ধান্তে উপনীত হয় ।

৪.মেয়েরা বছরে গড়ে ৩০-৬০ মিনিট কান্না করার পিছনে অতিবাহিত করে । যেখানে ছেলেরা মাত্র ৬-৭ মিনিট।

৫.সাইকোলজি বলে, মেয়েরা শিশুর মতো আচরণ করতে পছন্দ করে, তারা প্রায়শই তাদের রোমান্টিক মেজাজে শিশুর মতো কথা বলে ।

পড়া শেষে ভালো লাগলে follow করতে ভুলবেন না 🙂

23/10/2023

৫ টি সাইকোলজিক্যাল হ্যাকস

১. কাউকে কলম ধার দিয়েছেন ফেরত পেতে চাইলে কলমের মাথা ছাড়া দিন। দ্রুত ফেরত দিয়ে দিবে।

২.আড্ডার মাঝে কথা ভালো না লাগলে কোনো
কিছু হাত থেকে জোরে ফেলে দিন যার ফলে ঔটার দিকে সবাই মনোযোগ দিবে এবং কথা- বার্তা কিছুক্ষণের জন্য থেমে যাবে।

৩. কেউ আপনার দিকে তাকাচ্ছে আপনি তার পায়ের দিকে তাকান সে লজ্জা পেয়ে আর আপনার দিকে তাকাবে না।

৪. কাউকে পছন্দ করেন তাকে প্রচুর পরিমান হাসান ফলে আপনার প্রতি সে আকর্ষিত হবে এবং কথা বলার চেষ্টা করবে।

৫. কোনো ছেলে আপনার পিছে ঘুরতেছে আপনি অপরিছন্নতার ভান ধরেন ফলে সে আপনার পিছু ছেড়ে দিবে। অপরিছন্নতা কেউ পছন্দ করে না
☑️valo lagla Page follow kora jaban plz😶😇

23/10/2023

#সাইকোলজি
রেডিও কে আবিষ্কার করেন??

23/10/2023

#সাইকোলজি বলে......
- একজন পুরুষ দিনে' গড়ে ১০ জন ভিন্ন ভিন্ন মেয়ের
দিকে তাকিয়ে প্রায় ৪৩ মিনিট ব্যয় করে!
- আর এক বছরে এই সময় দাড়ায় প্রায় ২৫৯ ঘন্টায়।
এর মানে হলো একজন পুরুষ তার পুরো জীবনের
গড় আয়ু থেকে ১১ মাস ১১ দিন শুধু মেয়েদের
পেছনে ব্যয় করে!😶সময় পেলে আমার আইডি টা ঘুরে আসার দাওয়াত রইলো।

23/10/2023

Did you know?
▬►কুকুরের ঘ্রাণশক্তি
মানুষের চেয়ে ২৮,০০০
গুণ বেশি ।,
:
▬►প্রাণীদের মধ্যে বিড়ালই
সবচেয়ে বেশি
ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা) ।
:
▬►একমাত্র স্ত্রী মশাই
মানুষের রক্ত খায়।
:
▬►মাছি মিনিটে ৮
কিলোমিটার উড়তে
পারে ।
:
▬►পুরুষ ব্যাঙই বর্ষকালে
ডাকে,আর তা শুনে
কাছে আসে স্ত্রী ব্যাঙ ।
:
▬►হামিং বার্ড পাখি
পিছনের দিকে
উড়তে পারে ।
:
▬►গিরগিটি একই সময়ে তার
চোখ দুটি দুই
দিকেই নাড়তে পারে ।
:
▬►টিকটিকি এক সঙ্গে ৩০টি
ডিম পাড়ে ।
:
▬►মাছ চোখ খোলা রেখে
ঘুমায় ।
:
▬►একমাএ পিঁপড়েই কোনদিন
ঘুমায় না
:
▬► সিডকা পোকা একটানা
১৭ বছর মাটির
নিচে ঘুমায় । তারপর মাটি
থেকে বেড়িয়ে
এসে চিতকার করতে করতে ৩
দিনের মাথায়
মারা যায় ।
:
▬►সিংহের গর্জন ৫ মাইল দূর
থেকেও শোনা
যায়।
:
▬►অনেকের ধারণা হাঙ্গর
মানুষকে হাতের
কাছে পেলে মেরে ফেলে।
কিন্তু মানুষের
হাতেই বেশী হাংগর মারা
পড়েছে।
:
▬►কাচ আসলে বালু থেকে
তৈরী।
:
▬►আপনি প্রতিদিন কথা
বলতে গড়ে ৪৮০০টি
শব্দ ব্যবহার করেন। বিশ্বাস
না হলে
পরীক্ষা করে দেখতে
পারেন।
:
▬►আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন
একটানা
চিৎকার করলে যে পরিমান
শক্তি খরচ হবে
তা দিয়ে এক কাপ কফি
অনায়েসে বানানো
যাবে।
:
▬►একটি রক্ত কনিকা
আমাদের পুরো দেহ
ঘুরে আসতে সময় নেয় ২২
সেকেন্ড।
:
▬►আপনার যদি একটা তারকা
গুনতে ১
সেকেন্ড সময় লাগে তাহলে
একটি
গ্যালাক্সির সব তারকা
গুনতে সময় লাগবে
প্রায় ৩ হাজার বছর।
:
▬►অনেকের ধারণা শামুকের
দাঁত নেই। অথচ
শামুকের ২৫ হাজার দাঁত
আছে।
▬►চোখ খুলে হাঁচি দেয়া
সম্ভব না।
:
▬►বিড়াল ১০০ রকম শব্দ করতে
পারে অথচ
কুকুর পারে ১০ রকম।
:
▬►পৃথিবীর প্রাণীদের মধ্যে
৮০ ভাগই
পোকামাকড়।
:
▬►একটি তেলাপোকা তার
মাথা ছাড়া ৯
দিন পর্যন্ত বেঁচে থাকতে
পারে। এরপর
তারা সাধারণত
খাদ্যাভাবে মারা যায়|
ভালো লাগলে শুধু
একটা.....ফলো দিয়ে আসবেন।💜🌸

21/10/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 50 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার হবে।
💯☑️Follow For Follow ☑️💯

🤭🤭বিশ্বাস🙄🙄
18/10/2023

🤭🤭বিশ্বাস🙄🙄

18/10/2023

তারপর বলো
কে কে গিটার মারার
পর আফসোস করো?😒🙄

16/10/2023

প্লিজ follw my page.
Follow back and
Support plz

14/10/2023

👉কখনো ভেবে দেখেছেন
থুথু আমাদের কতো কাজে
লাগে🤤
ডিয়ার বালিকা
তোমার ফ্রিজের ভিতর
আমার ঘি ভর্তি বোতল
টা একটু রাখতে দিবা??😆🤔

08/10/2023

👉Dear Ex
😔 একদিন তোমার পেন্টির ভিতর👀
গুড়া মরিচ🌶️ ঢেলে
জাস্ট চমকে দিবো😂😱

07/10/2023

😆😆♥️আজকে ফার্মেসীতে দেখলাম
এক মেয়ে বেলুন কিনলো
মনে হয় আমার মতো
তার ও আজ birthday🤪🤪

01/10/2023

আত্মায় নয়, রক্তেও নয়,
বেশিরভাগ সম্পর্ক,গুলো টিকে থাকে টাকায়💰💰

🤣🤣 বাস্তব কথা 🤣🤣🤣
27/09/2023

🤣🤣 বাস্তব কথা 🤣🤣🤣

Address

Rongpur
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sad live BD rimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies