Norul Ain Rafi

Norul Ain Rafi Hello there! it's Rafi. I do all kind of Social Marketing. I am new here and I work by giving my best

ফ্রিল্যান্সিং করে ভাই আসলেই কোনো লাভ নাই। লাভ হবে কি করে?যে দেশে কৃষক, চাষি, জেলেদের পেশাকে ছোটোচোখে দেখা হয়, যে দেশে ব...
04/12/2023

ফ্রিল্যান্সিং করে ভাই আসলেই কোনো লাভ নাই।
লাভ হবে কি করে?
যে দেশে কৃষক, চাষি, জেলেদের পেশাকে ছোটোচোখে দেখা হয়, যে দেশে বেকারত্বের হার ১৪.২% হওয়া সত্ত্বেও মানুষ চাকরির পিছন ছুটে, যে দেশে পণ্যের দাম আকাশ ছোয়া,সে দেশে কি আর ফ্রীল্যান্সিং এর দাম আছে?

আমরা সকলেই পড়ালেখার পিছনে অনেক মোটা অঙ্কের অর্থ এবং লম্বা একটা সময় ব্যায় করি। একজন মানুষের দশ বছর কাটে প্রাতিষ্ঠানিক (বিদ্যালয়ের) শিক্ষা অর্জনে, দুই বছর কলেজ এবং চার বছর ভার্সিটি লাইফে। এরপর মাস্টার্স, পিএইচডি তো বাদই দিলাম। একটি নূন্যতম সরকারি/ বেসরকারি চাকরির আবেদনের জন্যে অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয়। তবে গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরও যে চাকরি হবে তার কোনো নিশ্চয়তা নেই। চাকরি খোঁজার চেয়ে মনে হয় যুদ্ধের ময়দানও শ্রেয়। তবে আপনার যদি মামা, চাচা, খালু থাকে তবে সেক্ষেত্রে বিষয়টা একটু আলাদা।

এই বেকারত্বের মেঘে ঢাকা দেশে ফ্রিল্যান্সিং যে একটা আশীর্বাদস্বরূপ তা কে বুঝাবে এই অন্ধ জাতিকে ? বর্তমানে বাংলাদেশে সক্রিয় ফ্রিল্যান্সারদের সংখ্যা প্রায় দেড় থেকে দুই লাখ। করোনা মহামারীতে সর্বোচ্চ রেমিট্যান্স এনে রেকর্ড করেছেন ফ্রিল্যান্সাররা। একটু চোখ ঘুরালেই দেখতে পাবেন এলাকায় এলাকায় গড়ে উঠছে আইটি প্রতিষ্ঠান। ২০২০ সালে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেয় ফ্রিল্যান্সিং কে। ভবিষ্যতে যে ফ্রিল্যান্সিং বাংলাদেশের আয়ের অন্যতম একটি প্রধান খাত হিসেবে রূপ নেবে, তার এখন থেকেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

আমি কোনো পেশাকেই তুচ্ছ করছি না। আপনি চাকরি করেন, ডাক্তার বা শিক্ষক হন এইটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। আমি তাদেরকে বলছি যারা চাকরি বা অন্য পেশার আঙ্গিকে ফ্রিল্যান্সিংকে তুচ্ছ করছেন। আর আমার কথা তাদের গায়েই লাগবে।

যারা বলেন বা ভাবেন ফ্রিল্যান্সারদের কোনো ভবিষ্যৎ নেই তাদের জন্যে আমার প্রশ্ন:বেকারত্বময় চাকরির এই জগতে আপনার কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে?

আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে, আপনি যাই করেন না কেনো । পার্ট-টাইম বা ফুল-টাইম-এর সিকিউর একটি ক্যারিয়ার বা এক্সট্রা লাইফ টাইম আর্নিং সাপোর্ট হিসেবে আইটিতে নিজের দক্ষতা বৃদ্ধি করে ফ্রিল্যান্সিং শিখে নিতে পারেন, সময়ের সদ্ব্যবহার করতে পারেন। কারণ -
"সময় গেলে সাধন হয় না "

আমি পেরেছি, আপনিও পারবেন। 💝

03/12/2023
27/11/2023

Nostalgia 🌸❣️🥀

15/11/2023

মনোযোগ দিয়ে কথা গুলো শুনবেন! আপনার জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ! ✨✨💬

12/11/2023

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

11/11/2023

Sometimes a little patience can save a relationship from falling apart 🤍🫶🏻

10/11/2023

মুসলমানরা এক হলে এই ইহুদি রাষ্ট্রকে দমন করা আমাদের কাছে কোনো কিছুই না..

09/11/2023

_ আল্লাহ কত দয়াবান🥺🌸

একটি মার্কেটে যেখানে ৩ টা কামরাঙ্গার দাম ৩১রিয়াল যার বাংলাদেশি টাকায় মুল্য ৯০০+ টাকার মত।অথচ কত কামরাঙ্গা গাছের নিছে পড়ে...
05/11/2023

একটি মার্কেটে যেখানে ৩ টা কামরাঙ্গার দাম ৩১রিয়াল যার বাংলাদেশি টাকায় মুল্য ৯০০+ টাকার মত।
অথচ কত কামরাঙ্গা গাছের নিছে পড়ে থাকে
ধরে নিতে পারেন আমাদের জিবনটাও এই কামরাঙ্গার মতই।
যদি নিজেকে গাছের নিছে পড়ে থাকা ফলের মত ভাবেন!
তাহলে আপনাকে কেউ কখনো দাম দিবেনা।
তাই নিজেদেরকে এমন জায়গায় উপস্থাপন করতে হবে। যেখানে আমাদেরকে সবাই সঠিক ভাবে মূল্যায়ন করবে।
তাই জায়গা বদলান, কোথায় আপনার মূল্য আছে সেখানে যান।

কি দরকার বিনা লাভে অন্যের ইনকাম বাড়ানোর❓❓✅বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ...
22/09/2023

কি দরকার বিনা লাভে অন্যের ইনকাম বাড়ানোর❓❓

✅বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন
তাই বলছি যে শুয়ে বসে মার্ক জাকারবার্গের ইনকাম না বাড়িয়ে নিজে কিছু করুন, নিজেকে প্রমাণ করুন, বেকারত্ব দূর করুন, আত্মনির্ভরশীল হউন। নিজেকে বদলান, নিজের ইচ্ছাশক্তিকে সংশোধন করুন।

I'm here for you. Need any kinds of work, information, freelancing tips then you can inbox me unhesitatingly.
14/09/2023

I'm here for you. Need any kinds of work, information, freelancing tips then you can inbox me unhesitatingly.


Achievement small though ✨✨😌ধিরে ধিরে আগাচ্ছি গন্তব্যের দিকে......PFM Conference ✨🤝💬💪PFM Celebration🎖️🎖️🎖️
05/09/2023

Achievement small though ✨✨😌

ধিরে ধিরে আগাচ্ছি গন্তব্যের দিকে......

PFM Conference ✨🤝💬💪

PFM Celebration🎖️🎖️🎖️

হালাল ভাবে পরিশ্রম করে টাকা ইনকাম করতে শিখেন, MTFE/Treding এ জুয়া খেলে সেইটার পোস্ট না দিয়ে কষ্ট করে ইনকাম করেন। হারাম ট...
21/08/2023

হালাল ভাবে পরিশ্রম করে টাকা ইনকাম করতে শিখেন, MTFE/Treding এ জুয়া খেলে সেইটার পোস্ট না দিয়ে কষ্ট করে ইনকাম করেন। হারাম টাকা কখনো টেকে না আর পরিশ্রম কখনো বিফলে যায় না।💪

If you need any kind of information about freelancing or about digital marketing, you can freely inbox me.I will help yo...
11/08/2023

If you need any kind of information about freelancing or about digital marketing, you can freely inbox me.I will help you.

Dreams Don’t Work, Unless You Do ❤️

🙌আসসালামু আলাইকুম 🙌🟦 আপনি কি আপনার ব্যবসা বা অন্যান্য বিষয়ের জন্য একটি প্রফেশনাল এবং সুন্দর লোগো ডিজাইন চান???আমার কাছ ...
01/08/2023

🙌আসসালামু আলাইকুম 🙌

🟦 আপনি কি আপনার ব্যবসা বা অন্যান্য বিষয়ের জন্য একটি প্রফেশনাল এবং সুন্দর লোগো ডিজাইন চান???

আমার কাছ থেকে যেকোনো ধরনের প্রফেশনাল ডিজাইনিং কাজ পেতে পারেন
🛑 My Designing Services:
👉 ক্রিয়েটিভ লোগো
👉 ব্যানার
👉 বিসনেস কার্ড ডিজাইন
👉 পোস্টার ডিজাইন
👉 ফ্লায়ার ডিজাইন
👉 ব্যানার ডিজাইন
👉 ভিজিটিং কার্ড ডিজাইন
👉 সোশ্যাল মিডিয়া কভার ফটো ডিজাইন
👉 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন
👉 YouTube থাম্বনেইল ডিজাইন
👉 YouTube লোগো ডিজাইন

🔶 আপনি আমার ফেসবুক পেজ বা মেসেঞ্জারের মাধ্যমে ম্যাসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্ন গুলো সত্যি করার পেছনে ছুটে না চলো , একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্ন...
30/07/2023

তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্ন গুলো সত্যি করার পেছনে ছুটে না চলো , একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্ন গুলো সত্যি করার জন্য ।

Try to build your career from now, from this moment.
Any kind of suggestion inbox me!!

28/07/2023

হতাশ হবেন না, কারণ ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে। ইনশা আল্লাহ্।

👉🏽 "আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়!"
সূরা: আদ দুহা (আয়াত - ৪)

18/07/2023

Dreams Don't Work, Unless You Do. ❤️

সত্যি বলতে কি, যাঁরা আউটসোর্সিংয়ে জড়িত, তাঁদের কোনো বিচারেই ঘড়ি ধরে কাজ করা চাকরিজীবীর সঙ্গে তুলনা করা যায় না। কারণ, ফ্র...
17/07/2023

সত্যি বলতে কি, যাঁরা আউটসোর্সিংয়ে জড়িত, তাঁদের কোনো বিচারেই ঘড়ি ধরে কাজ করা চাকরিজীবীর সঙ্গে তুলনা করা যায় না। কারণ, ফ্রিল্যান্সারের কাজ যখন-তখন। অনেকে তো রাত জেগে কাজ করেন। তবে তাঁদের মুক্ত এ স্বাধীন পেশায় করপোরেট জগতের কর্তৃপক্ষের চাপ নেই।

কিন্তু কাজের চাপ একেবারে কম থাকে না। দেশে বা বিদেশে কাজের ক্ষেত্রে ‘আপওয়ার্ক’, ‘ফাইবার’ বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজের ক্ষেত্রে মান নিশ্চিত করতে হয়। প্রতিযোগিতা করতে হয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের ক্ষেত্রে। কাজের দক্ষতা প্রমাণ করতে পারলে তবে ভালো পারিশ্রমিক মেলে।

ফ্রিল্যান্সিং এমন এক পেশা, যেখানে প্রথাগত চাকরির আর দশটা নিয়মকানুন নেই। কিন্তু কাজের ক্ষেত্রে নিয়ম মেনে না করলে শর্টকাট সফলতার কোনো সুযোগ নেই।

বাংলাদেশে এখন ঘরে বসে ইন্টারনেটে আয় বা অনলাইনে কাজ জনপ্রিয় হয়ে উঠেছে। চাকরির চেয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিয়ে অনেকেই এখন ঝুঁকছেন ফ্রিল্যান্সিংয়ে। বর্তমানে বিশ্বে আউটসোর্সিং তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে।

এখানে প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ লাখ কাজ করেন মাসিক আয়ের ভিত্তিতে। বিশাল এ জনগোষ্ঠীর অধিকাংশ তরুণ। তাঁরা চাকরির বদলে ফ্রিল্যান্সিংকেই পেশা হিসেবে নিয়েছেন।

অনলাইনে ফ্রিলান্সিং কাজ করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই।কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে ফ্রিলান্সিং করে আয় করতে পারবেন।নতুনদের জন্য ফ্রিলান্সিং ফাইভার মার্কেটে কাজ করা টাই ভাল। আপনি আরও ভালভাবে জানতে আমাকে ইনবক্সে নক করতে পারবেন কিংবা যুক্ত হতে পারেন আমাদের ক্যারিয়ার বিষয়ক অনলাইন ফ্রী ক্লাসে।

13/07/2023

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিতেই তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, "যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল। তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল।"

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

আলহামদুলিল্লাহ্। 🥰 ফ্রিল্যান্সিং এ বিশ্ব Ranking  এ দ্বিতীয় স্থানে আছে  বাংলাদেশ। বতর্মানে ৩০০ মিলিয়ন ডলার আয় করছে বাংলা...
06/07/2023

আলহামদুলিল্লাহ্। 🥰

ফ্রিল্যান্সিং এ বিশ্ব Ranking এ দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। বতর্মানে ৩০০ মিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা, সেটা বাংলাদেশের সরকার ২০২৫ সালের মধ্যেই ১০০০ মিলিয়ন ডলার হবে বলে মনে করেন! তাই আমারও চাইলে আজ ই বেকারত্বকে বিদায় জানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি।
সফলতা আসবেই ইনশাআল্লাহ। ❤️

“Today is difficult, tomorrow is much more difficult, but the day after tomorrow is beautiful.Most people die tomorrow e...
03/07/2023

“Today is difficult, tomorrow is much more difficult, but the day after tomorrow is beautiful.

Most people die tomorrow evening” - Jack Ma

01/07/2023

ঈদ তো শেষ এবার ক্যারিয়ারে ফোকাস করা যাক?💫💫

নিজের ক্যারিয়ার গড়ার দায়িত্ব সম্পূর্ণই নিজের। একটা সুন্দর ভবিষ্যত একটা সুন্দর জীবনে গড়ার জন্য এখন থেকেই পরিকল্পনা করুন। পরিকল্পনা বাস্তবায়নে আজ থেকেই লেগে যান। সুনিশ্চিত ও সুন্দর ক্যারিয়ার আপনার দরজায় কড়া নাড়বেই।
শুভ কামনা রইল আপনার জন্য।😊😊
💐💐💐💐💐

29/06/2023

ঈদ মোবারাক! ঈদ মোবারাক!
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ♥️

ঈদ মোবারক 🌙
সকলকে মহা পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🥰🥰

দুনিয়াটা সবলদের জন্য 💫দূর্বলদের জন্য না 🙌আপনি নিজেকে যেমন ভাববেন, ঠিক তেমনি ফিডব্যাক পাবেন। 😊😊নিজেকে পরিবর্তন করুন নিজেক...
23/06/2023

দুনিয়াটা সবলদের জন্য 💫
দূর্বলদের জন্য না 🙌
আপনি নিজেকে যেমন ভাববেন, ঠিক তেমনি ফিডব্যাক পাবেন। 😊😊
নিজেকে পরিবর্তন করুন নিজেকে দক্ষ করে গড়ে তুলুন দুনিয়া আপনার পিছে ছুটবে। জ্ঞানের ঝুলি খালি থাকলে কোথাও কোনো মুল্য পাওয়া খুব কঠিন বর্তমানে।

"নিজ উদ্দোক্তারা কখনো পিছলে পড়েন না।"শুরুটা ছিল নিতান্তই বাধা বিপত্তির মধ্য দিয়ে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলেছিল...
16/06/2023

"নিজ উদ্দোক্তারা কখনো পিছলে পড়েন না।"

শুরুটা ছিল নিতান্তই বাধা বিপত্তির মধ্য দিয়ে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলেছিলো। সেগুলো উপেক্ষা করে ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করি। কোর্স চলাকালীন সময়েও বিভিন্ন মানুষ অনোনুপ্রাণিত করে ছিলেন। সেগুলো কানে নিলে হয়তো আজ এই পর্যন্ত পৌঁছানো হতো না।

আল্লাহর অশেষ রহমতে ও অনেক মানুষের নেক দোয়ায় এবং যার কথা না বললেই নয় আমার প্রিয় মেন্টর Tanvir Sarkar Tonmoy স্যার এর দেখানো পথে চলে আমার ফেসবুক পেজ থেকে আমার প্রথম ইনকাম অর্জন করে নিলাম।

সকলের নিকট দোয়া প্রার্থী আমি যেন সফলতার উচ্চ শেখরে পৌঁছাতে পারি।

Follow my page

12/06/2023

তুমি সফল হওয়ার আগ পর্যন্ত মানুষ তোমাকে সফল হতে দিবে না,
তুমি সফল হওয়ার পর মানুষ তোমায় সফল থাকতে দিবে না!
চমৎকার উপস্থাপনা ❤️

SSC তো শেষ এখন কি করবো?ছোট ভাই বোনের তোমরা যারা এবার SSC কম্পলিট করেছো তাদের হাতে অনেক বড় একটা সময় আছে। এই সময় টা কে ঘুর...
07/06/2023

SSC তো শেষ এখন কি করবো?
ছোট ভাই বোনের তোমরা যারা এবার SSC কম্পলিট করেছো তাদের হাতে অনেক বড় একটা সময় আছে। এই সময় টা কে ঘুরে ফিরে কাটিয়ে না দিয়ে কাজে লাগাতে পারো নিজের Freelancing ক্যারিয়ার গড়ার মাধ্যমে।
২-৩ মাসের এই অবসর সময় টি তে বসে না থেকে নিজে থেকে কিছু করার চেস্টা করে নিজেকে সাবলম্বী করে তুলো। Freelancing থেকে যেমন ইনকাম করা যায় ঠিক তেমন ই নিজের আলাদা একটি পরিচয় তৈরি করা যায়।

অনেকেই এই বিষয়ক গাইডলাইন না থাকায় এই সেক্টর টি তে আসতে পারছো না, তাদের জন্য ইনশাআল্লাহ চেস্টা করবো সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার। বিস্তারিত জানতে হলে ইনবক্স এ মেসেজ করে জেনে নিতে পারো ফ্রিলান্সিং বিষয়ক বিস্তারিত।

আসসালামু আলাইকুমফ্রিল্যান্সিং সেক্টর থেকে ঝড়ে পড়ার অন্যতম কারন হচ্ছে অন্যদের কটু কথায় কান দেওয়া । একটা মানুষ ফ্রিল্যান্স...
29/05/2023

আসসালামু আলাইকুম

ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ঝড়ে পড়ার অন্যতম কারন হচ্ছে অন্যদের কটু কথায় কান দেওয়া । একটা মানুষ ফ্রিল্যান্সিং এর শুরুতেই টাকা ইনকাম করে না । এর ফলে সে হতাশ হয়ে পরে এবং মানুষের কথায় কান দিয়ে ফ্রিল্যান্সিং করা ছেড়ে দেয় । আপনি যদি তাদের কথায় কান না দিয়ে লেগে থাকেন , তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন অবশ্যই অবশ্যই । যখন আপনি সফল হবেন , তখন সেই ব্যক্তিগুলোই আপনাকে বাহবা দিবে । নিজেকে ডেভেলপ করার বিকল্প নেই বর্তমান এই সমাজে। নিজের স্কিল গুলোকে কাজে লাগান। সবার আগে নিজেকে চিনুন, আপনার শুধু একটা ডিসিশনই পারে আপনাকে পরিবর্তন করতে।

আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে বা করতে চান , তাহলে ইনবক্স করুন । কোর্স শেষে নিজস্ব প্রজেক্টে কাজ করার সুযোগ আছে ।

ধন্যবাদ

23/05/2023

সমালোচনা 😊😊

এটা আমাদের জাতিগত দোষ! আমরা বাঙালীরা কারো সুখ দেখতে পারি না। কথাটি অনেকের কাছে তিতে মনে হলেও চরম সত্য। আমরা অন্যের সুখ দেখতে পারি না।

আরে সমালোচনা তো তাকেই মানায় যে কিনা যোগ্য। সমালোচনা করতেও যোগ্যতা প্রয়োজন। আপনি যার সমালোচনা করছেন সে নিঃসন্দেহে আপনার থেকে কোনো না কোনো ভাবে অনেকটা উপরে অবস্থান করছে, সেটা হোক ধন-সম্পদে অথবা মানুষিকতায়।
মানুষকে অর্থ উপার্জন করতে দেখলেও মানুষ তার পিছনে কটু কথা বলে। একজন পর্যাপ্ত সফল কোনো মানুষ কে নিয়েও আমাদের সমাজ বাজে কথা বলে তাদের পিছনে। এমনকি কোনো সদ্য হেদায়েত প্রাপ্ত মানুষকেও ছাড়ে না। গিবতের পরিনাম অনেক ভয়াবহ। আর সমালোচনা কে গিবতের শামিলই বলা যায়।

সমালোচনায় আসতে ভাই যোগ্যতা লাগে, সমালোচনা করতে যোগ্যতা লাগে না। সমালোচনা তো যে সেই করতে পারে, চাইলে রাস্তার পাগল ও পারে তবে, সমালোচনায় আসতে - সমালোচনার পাত্র হতে যোগ্যতা দরকার যা সব মানুষ এর মধ্যে নেই।

-- রাফি

Freelancing পেশাকে এমন ভাবে  উপস্থাপন করা হচ্ছে মনে হয় খুব সহজ,হ্যা। সহজ তখনই, যখন নির্দিষ্ট কোন বিষয়ের উপর নিজের skil...
21/05/2023

Freelancing পেশাকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে মনে হয় খুব সহজ,

হ্যা। সহজ তখনই, যখন নির্দিষ্ট কোন বিষয়ের উপর নিজের skill develope করে নিজে কে প্রমান করবেন।
হ্যা, অল্প সময়ের মধ্যেই ৩/৪ বছরের মধ্যে ৭০,০০০-৮০,০০০ বা ১,০০,০০০ টাকাও ইনকাম করা যায় বা চাইলে তার বেশিও সম্ভব।

আবার zero income ও হবে। যেমন skill তেমন income হবে।

অন্যান্য sector থেকে যেখানে ১৪/১৫ বছর পড়াশোনা করার পরেও চাকরির পিছনে ছুটতে হয় , চাকরির হয়ে গেলেও বেতন মাত্র ১৫,০০০-১৬,০০০ টাকা। তার উপর থাকবে না নিজের কোনো স্বাধীনতা।
সেখানে online sector এ যেকোনো বিষয়ে উপর develop করে ৩-৪ মাসের নিজেকে ফ্রিল্যান্সিং শিখার মাধ্যমে income করুন পড়াশোনার পাশাপাশি।

চাইলে আপনার_পক্ষেও_সম্ভব💐💐💐।

প্রফেসরের তত্ত্ব অনুসারে ফলিত বিজ্ঞানগুলির একটি দ্বারা অনুপ্রাণিত, যা নিম্নরূপ: যদি বর্ণানুক্রমিক ক্রম নিম্নরূপ হয়: A B...
20/05/2023

প্রফেসরের তত্ত্ব অনুসারে ফলিত বিজ্ঞানগুলির একটি দ্বারা অনুপ্রাণিত, যা নিম্নরূপ: যদি বর্ণানুক্রমিক ক্রম নিম্নরূপ হয়: A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Z

তাদের সংখ্যাসূচক ক্রম নিম্নরূপ: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

যদি একটি ভাষার প্রতিটি অক্ষরকে তার বর্ণানুক্রমিক ক্রম অনুসারে একটি ওজন দেওয়া হয়, যেমন প্রথম অক্ষর A 1 এর সমান, এবং শেষ অক্ষর Z 26 এর সমান,

তারপর: কঠোর পরিশ্রম ( H+A+R+D+W+O+R+K) = 8+1+18+4+23+15+18+11 = 98%

জ্ঞান ( K+N+O+W+L+E+D+G+E) = 11+14+15+23+12+5+4+7+5 = 96%

ভালবাসা ( L+O+V+E) = 12+15+22+5 = 54%

ভাগ্য ( L+U+C+K) = 12+21+3+11 = 47%
এর মানে হল যে উপরের কিছুই আপনাকে 100% ফলাফল দেবে না
. তাই কি, টাকা??? ( M+O+N+E+Y) = 13+15+14+5+25 = 72% অবশ্যই না !

- সম্ভবত এটা ড্রাইভ? ( L+E+A+D+E+R+S+H+I+P) = 12+5+1+4+5+18+19+8+9+16 = 97% এছাড়াও না!!

প্রতিটি সমস্যার একটি সমাধান আছে, হয়তো আমরা যদি কেবল আমাদের আচরণ এবং এটি মোকাবেলার উপায় পরিবর্তন করি! মনোভাব

"ATTITUDE" ( A+T+T+I+T+U+D+E) = 1+20+20+9+20+21+4+5 = 100% তাই এটা আচরণ, যদি আমরা জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, আমরা আমাদের জীবনে একটি বাস্তব পরিবর্তন হবে.

- মানি হেইস্ট

18/05/2023

>>ফ্রিল্যান্সিং কি?
>>কিভাবে করে ফ্রিল্যান্সিং?
>>ফ্রিল্যান্সিং করেও কি সফলতার মুখ দেখা যায়?
>>কিভাবে শিখবো এই ফ্রিল্যান্সিং?
>>কত টাকাই বা আসবে এই ফ্রিল্যান্সিং থেকে?

এমনি শত শত প্রশ্নের বাসা বেধে আছে আপনার আমার মতো বহু মানুষের মনে। অনেকে হয়তো নিজেও জানে না যে তার মধ্যে পর্যাপ্ত প্রতিভা আছে একজন সফল মানুষ হওয়ার, একজন ফ্রিল্যান্সার হয়ে নিজের সফল ক্যারিয়ার গড়ার।

এমনই হাজারো প্রশ্নের উত্তর সহজেই জানতে হলে যুক্ত হন আমাদের ফ্রিল্যান্সিং বেসড ফ্রী লাইভ ক্লাস-এ।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

17/05/2023

মেয়েদের জন্য নিরাপদ একটি কর্মসংস্থান হলো ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা হওয়ায় পরিবারের সকল কাজ শেষ করে ফ্রিল্যান্সিং করা যায়।

ইসলাম কে সামনে রেখে পর্দার মধ্যে থেকেও ফ্রিল্যান্সিং করা যায়। আপনি যদি ঘরের বাহিরে কাজ করা নিয়ে চিন্তায় থাকেন তবে আপনি চাইলেই কিছু সময় নিয়ে ফ্রিল্যান্সিং শিখে একটি সুনিশ্চিত ক্যারিয়ার এর মালিক হতে সফলতার দ্বারে কড়া নাড়তে হলে নিজেকে পারদর্শী, নিজে কে দক্ষ করে তোলার বিকল্প নেই।আর দক্ষতা অর্জনের জন্য শিখার কোনো বিকল্প নেই।
ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করা যায় মোবাইল ফোন দিয়েও। আপনি চাইলেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইনকাম সোর্স তৈরি করে নিতে পারেন।

😊😊😊

নতুনরা যেভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেনঃফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে শিখতে হবে কিন্তু সমস্যা হল, আমরা না শিখে ইনকাম ...
16/05/2023

নতুনরা যেভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেনঃ

ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে শিখতে হবে কিন্তু সমস্যা হল, আমরা না শিখে ইনকাম করতে চাই , আপনি কাজ না শিখলে কিভাবে কাজ করে ইনকাম করবেন ? এই কারনে অনেকে ফ্রিল্যান্সিং সেক্টেরে এসে ২-৩ মাস পর ছেড়ে দেয় ।

বর্তমানে বাংলাদেশে মানুষ ১৫-২০ বছর পড়ালেখা করে বেকার বসে আছে । একটা সামন্য চাকরির জন্য ১৫-২০ বছর পড়ালেখা করে লাখ লাখ স্টুডেন্ট চাকরি পাচ্ছে না । কিন্তু আপনি ফ্রিল্যান্সিং ৩-৪ মাস শিখার মাধ্যমে একটা সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে পারবেন ইনশাআল্লাহ ।

💐

15/05/2023

#মোবাইল_দিয়ে_ফ্রিল্যান্সিং!!!

আমরা অনেকেই মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করার কথা শুনলে হাসি ঠাট্টা করি, কিন্তু চাইলে মোবাইল দিয়ে ও ফ্রিলান্সিং করা সম্ভব।

আপনারা যারা গেম,ফেসবুক,মেসেন্জার ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক ইউটিউব কে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে, এটাই মূলত ফ্রিল্যান্সিং।

আর আমাদের অযুহাতের অভাব নাই, আমার কি কম্পিউটার আছে, আমি কি ইংলিশ পারি, আমার নেট ভালো পায় না, আমি তো গ্রামে থাকি, আমি কি পারবো? নানান ধরনের অযুহাত, চেষ্টা করলে সব কাজেই সহজ হয়। হ্যা ভাই আপনিও পারবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আজ থেকেই শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন।

Interested রা আমাকে ইনবক্স করুন



Address

Rupnagar
Dhaka
1216

Telephone

+8801914910296

Website

Alerts

Be the first to know and let us send you an email when Norul Ain Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Norul Ain Rafi:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like