Rupa & Raja

Rupa & Raja Assalamu Alaikum �

আমার ২৬ বছর বয়সে আজকের দিনে মতো কষ্ট কোনদিন লাগে নাই আমার সব আনন্দ সুখ সবকিছু তোমাকে ঘিরে তোমার সাথে আজকে অনেক কথা বলতে ...
01/01/2026

আমার ২৬ বছর বয়সে আজকের দিনে মতো কষ্ট কোনদিন লাগে নাই আমার সব আনন্দ সুখ সবকিছু তোমাকে ঘিরে তোমার সাথে আজকে অনেক কথা বলতে ইচ্ছা করছে বছরে ১ম দিনটা আমার অনেক খারাপ কাটছে এমন দিন যাতে আমার জীবনে আর কোনদিন না আসে। সব মিলিয়ে ধৈর্য ধরা ছাড়া আমার কাছে আর কিছুই করার নাই💔😭
শুভ জন্মদিন রাজা 🎁🎈

চাইলেও সবসময় আগের মতোআদরের বাচ্চাটাকে কাছে টানা যায় না… 🥲যাদের দুইটা সন্তান আছে,তারাই বোঝে এই নীরব কষ্টটা।একজন মায়ের সবচ...
30/12/2025

চাইলেও সবসময় আগের মতো
আদরের বাচ্চাটাকে কাছে টানা যায় না… 🥲

যাদের দুইটা সন্তান আছে,
তারাই বোঝে এই নীরব কষ্টটা।
একজন মায়ের সবচেয়ে বড় ব্যথা-
চেয়েও আগের মতো করে
প্রথম সন্তানটাকে যত্ন দিতে না পারা। 😔

12/12/2025

আমাকে রিক্স শিখাও,
আমি বেঈমান চেনার
পরেও বেঈমানের সাথে সম্পর্ক রাখি😊💔

22/11/2025

📢 ঢাকায় ভূমিকম্প হলে—আপনার এক সেকেন্ডের ভুলই হতে পারে শেষ ভুল!

➡️ মনে রাখুন:
দৌড়াবেন না!
সিঁড়িতে যাবেন না!
বারান্দায় যাবেন না!

যেখানে আছেন, সেখানেই আশ্রয় নিন:

✔ বিছানায় থাকলে → খাটের নিচে
✔ ড্রয়িং/ডাইনিং → মজবুত টেবিলের নিচে
✔ আশ্রয় না পেলে → দেয়ালের কোণে বসে মাথা ঢেকে রাখুন
✔ বারান্দা এড়িয়ে চলুন
✔ বাথরুম নিরাপদ হতে পারে — বালতি দিয়ে মাথা ঢেকে বসুন
✔ হেলমেট/বালতি/ব্যাগ → মাথায় রাখুন

🏃‍♂️ ১ম–২য় তলায় থাকলে কম্পন শুরু হলেই—
1️⃣ দরজা খুলে রাখুন
2️⃣ ১৫–২০ সেকেন্ডের মধ্যে নিচে নেমে রাস্তায় যান
3️⃣ বিল্ডিংয়ের পাশে দাঁড়াবেন না → ১০০ ফুট দূরে যান
4️⃣ সম্ভব হলে খোলা মাঠে যান।

🏠 ৩ তলায় যারা থাকেন—
৩ তলা মাঝামাঝি তলা হওয়ায় কম্পন চলাকালীন সিঁড়িতে দৌড়ানো খুবই ঝুঁকিপূর্ণ। তাই:

✔ কম্পন শুরু হলে যেখানে আছেন সেখানেই আশ্রয় নিন
✔ টেবিল/ডেস্কের নিচে মাথা ঢেকে থাকুন
✔ আশ্রয় না পেলে দেয়ালের ভেতরের কোণে বসে মাথা ঢেকে রাখুন
✔ বারান্দা, জানালা, ভারী আলমারি–ফ্রিজ থেকে দূরে থাকুন
✔ দরজা খুলে রাখুন → আটকে যাওয়ার ঝুঁকি কমবে
✔ কম্পন থামার পর পরিস্থিতি দেখে নিরাপদ হলে শান্তভাবে সিঁড়ি দিয়ে নেমে যান
✔ নিচে নামার সময় দৌড়াদৌড়ি নয়—ধীরে, সাবধানে

(নোট: ভূমিকম্প চলাকালীন ৩ তলা থেকে নেমে যাওয়া নিষেধ, কম্পন থামার পরই সিদ্ধান্ত নিন।)

🏢 উপরের তলা (৪র্থ–৭ম) যারা থাকেন—
অনেকেই ভয় পেয়ে সিঁড়ির দিকে দৌড়ান।
কিন্তু ভূমিকম্পে সবচেয়ে বেশি মৃত্যু হয় সিঁড়িতেই!
ভিড়, ধাক্কাধাক্কি, অন্ধকার…
নিচের তলা ভেঙে উপরের তলা পড়ে যেতে পারে।

তাই তারা সিঁড়িতে যাবেন না—যেখানে আছেন, সেখানেই আশ্রয় নিন।

⛑ ধ্বংসস্তূপে আটকে গেলে:
❌ চিৎকার করবেন না
✔ হুইসেল বাজান
✔ না থাকলে ৩ বার টোকা দিন (রেসকিউ সিগন্যাল)
✔ মোবাইল টর্চ অন রাখুন
✔ কথা কম বলুন—ব্যাটারি বাঁচান
✔ মুখে কাপড় দিন—ধুলো কম ঢুকবে

💼 আজ থেকেই প্রস্তুতি নিন:
• বিছানার পাশে জুতা, হেলমেট, হুইসেল
• ভারী আলমারি/ফ্রিজ এমনভাবে রাখুন যাতে পড়ে আঘাত না লাগে
• গ্যাস সিলিন্ডার বেঁধে রাখুন
• দরজা যেন অটো-লক না হয়, চাবি কাছে রাখুন

📌 মনে রাখুন (ঢাকার জন্য গোল্ডেন রুল):
৪র্থ তলার উপর → দৌড়াবো না, শুধু আশ্রয় নেবো।
৩ তলা → কম্পন থামলে পরিস্থিতি দেখে নামবো।
১ম–২য় তলা → প্রথম ২০ সেকেন্ডেই বের হবো।

🌍 শেষ কথা
প্রাকৃতিক দুর্যোগ মানুষকে শেখায়—
সচেতনতা আর প্রস্তুতিই আমাদের শক্তি।

ভূমিকম্পে রেলিং ধ্বসে পড়ে ঢাকার বংশালে তিনজন স্পটেই নিহত। বিভিন্ন জায়গা থেকে হতাহতের খবর আসছে। আল্লাহ তায়ালা আমাদের হে...
21/11/2025

ভূমিকম্পে রেলিং ধ্বসে পড়ে ঢাকার বংশালে তিনজন স্পটেই নিহত। বিভিন্ন জায়গা থেকে হতাহতের খবর আসছে। আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করুক।আনুমানিক ১০ টা ৪০ এ ভূমিকম্প 21/11/2025,,শুক্রবার

Miss u 😭তোমাকে ছাড়া আমি অনেক অসহায় আমি আর পারছি না আমার এখন প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসে 😭😭
20/11/2025

Miss u 😭তোমাকে ছাড়া আমি অনেক অসহায় আমি আর পারছি না আমার এখন প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসে 😭😭

👋নতুনরা যারা মনিটাইজেশন পাননি তারা এই পোস্টে সাড়া দিয়ে এনগেজমেন্ট বাড়িয়ে নিন 💰কারন এনগেজমেন্ট বেশি হলেই মনিটাইজেশন দিচ্ছ...
17/11/2025

👋নতুনরা যারা মনিটাইজেশন পাননি তারা এই পোস্টে সাড়া দিয়ে এনগেজমেন্ট বাড়িয়ে নিন 💰কারন এনগেজমেন্ট বেশি হলেই মনিটাইজেশন দিচ্ছে ✅❤️

17/11/2025

হিংসা নয়.. সবাই সবার পাশের থেকে এনগেজমেন্ট বাড়িয়ে নিজের পেজকে গ্রো করান ✅🌷

Good night  Bangladesh 🇧🇩
16/11/2025

Good night
Bangladesh 🇧🇩

16/11/2025

মনিটাইজেশন ডলার ইন-কাম করেননি কারা সাড়া দিন। দেখি একটু আপনাদের উপকার করা যায় কিনা🌼
মনিটাইজেশন পাওয়া এখন অনেক সহজ ✅🌸

15/11/2025

Back to back 10 second 💯👍✅🥰
ফলো দিয়ে কমেন্টের ডান লিখবেন সাথে সাথেই ফলো ব্যাক পাবেন ✅💯

15/11/2025

যাদের ভিউ হয় না তারা এই পোস্টে সাড়া দিয়ে এনগেজমেন্ট বাড়িয়ে নিন আপনাদেরও ভিউ হবে ❤️

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupa & Raja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupa & Raja:

Share

Category