Boi.com.bd

Boi.com.bd বই মানুষের প্রকৃত বন্ধু,
সকল প্রকার বই নিয়ে আপনাদের পাশে আছি আমরা বই ডটকম
(4)

বই ডটকম.বিডি নামে আমরা এই ই-কমার্স ও অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করেছি - ২০১৮ সালের শেষের দিকে, আমাদের উদ্দেশ্য মুল উদ্দেশ্য বই বিক্রি নয় বরং আমাদের দের উদ্দেশ্য হলো - মানুষকে বই পড়াতে উৎসাহিত করা এবং পড়াশুনা থেকে প্রাপ্ত জ্ঞানকে বস্তব জীবনে প্রয়োগ করা।

যেহেতু আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজাতে সাজাতে , আর টোনা-টুনির গল্প থেকে অন্যের সাথে মিথ্য বলে কিভাবে মজা নেওয়া য

ায় সেগুলি দিয়ে। আবার যখন কিছুটা বুঝতে শিখেছি তখন আবার দেখি, “ আমরা এমন কিছু পড়ে যাচ্ছি , যার কোন বাস্তব প্রয়োজন নাই । এভাবে অবচেতন মনেই আমরা একসময় বিদ্যা ও পড়া বিমুখী হয়ে গেছি। মুখস্থ’র চাম্পিয়নরা এগিয়ে গেলেও অনেকেই মেধাবী হোয়া সত্বেও এগুতে পারিনি।

কিন্তু আমরা জানিই না যে , এমন অনেক বই আছে যা আমাদের আবেগ , পছন্দ ও পেশার সাথে মানানসই, নিয়মিত বই পড়ে আমাদের সামাজিক ও পেশাগত জীবনে অনেক গতি আনতে পারি।

আবার বিজ্ঞানিদের মতে, বই পড়া হলো মস্তিস্কের জন্য খুবই উপকারী একটি ব্যায়াম, যা আপনাকে বহু ধরনের মস্তিস্কের জটিলতা থেকে রক্ষা করবে।
যাইহোক, অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করলেও আমরা অফলাইনে কিছু কাজ করার উদ্দ্যোগ নিয়েছি,

১) বাংলাদেশের সকল জেলা, উপজেলা , ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে অনত পক্ষে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করা।
২) বই পড়াকে অনেক আকর্ষনীয় করতে বিভিন্ন ধরনের সময়োপযোগী পদক্ষেপ নেওয়া।
৩) নিয়মিত প্রশিক্ষনের ব্যবস্থা করা।
৪) মেধা ও পছন্দের ভিত্তিতে তরুণ- তরুণীদের ক্যরিয়ার কাউন্সিলিং, সহ আরো কিছু পরিকল্পনা আছে আমাদের যা, ছোট মুখে বড় কথার মতো শুনাবে।

অর্থের উৎসঃ
তেমন কিছুই নাই, আমরা কয়েকজন মিলে ধীরে ধীরে আগাচ্ছি, একটি সামাজিক কর্ম হিসাবে যেহেতু করছি, তাই নিজেদের সুবিধা মতো সহযোগীতাই সাবাই করেন। যদি কেউ পারেন আমাদের সাথে যুক্ত হতে পারেন।
… চলবে …

09/03/2021

ধরুন, আপনি রান্নায় এক্সপার্ট একজন শেফ , আপনার অফিসের মালিক রান্নার এই বিদ্য মোটেও জানেন না, তিনি আপনাকে রান্নার দায়িত্ব দিলেন, যথাযথ ভাবে আপনি রান্না শুরু করে দিলেন,
কিন্তু কিছুক্ষন পরে উনি এসে আপনাকে বললেন , এইভাবে লবন দিন , এইভাবে মরিচ দিন, এইভাবে মশলা দিন ---- ইত্যাদি ।

আবার, যখনই আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে, এই ভাবে রান্না টা করা ঠিক হবেনা , তখন ই তিনি আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে , তিনি যেহেতু মালিক সেহেতু আপনি তার কথায় শুনতে বাধ্য, তাই আপনি তার কথা মতোই রান্না টা করলেন , যা একদমই খাওয়ার অযোগ্য।

আপনার বস তথা সেই মালিক ঠিকই এই অখ্যাদ্য বানানোর জন্য আপনাকে দোষ দিচ্ছেন, কিন্তু বস্তবতা হলো তিনি আপনার মতো করে রান্না টা করতেই দেননি, বাধা দিয়েছেন এবং নিজের মতো করে একটা অখাদ্য বানিয়েছেন আপনার হাত দিয়ে।

আবার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বশতঃ যদি খাবার টা ভালো হয়ে যেতো, তারপর ও উনি আপনাকে দোষ দিবেন এই বলে যে , আপনি ত রান্নাই জানেন না , রান্না আমিই করেছি "

👉 তিনি আসলে আপনাকে দায়িত্ব দিয়েছেন কিন্তু কাজের স্বাধীনতা দেননি,

আবার ধরুন আপনি এমন একজন বসের সাথে জব করছেন,
👉যিনি কখনো আপনার সাফল্যে আপনাকে ধন্যবাদ দিতে পারেন না , কিন্তু সামান্য দোষ পেলে ধমকাধমকিতে তিনি সিদ্ধ হস্ত ,

👉 আবার অফিসের কোন সমস্যা হলে সিদ্ধান্ত দিতে মিটিং এর নামে আড্ডা জমিয়ে বসেন,

👉 আপনাকে কোন কাজের দায়িত্ব দিয়েও মুহুর্তে মুহুর্তে আপডেট আর ইন্সট্রাকসন দিয়ে আপনার কান পাকিয়ে ফেলেন।

👉 উৎসাহের চেয়ে ভয় দেখানো বেশী পছন্দ তার।

এই ধরনের বসের সাথে কাজ করে ক্যারিয়ার নস্ট না করে বরং তাকে একটা ছবক শিখিয়ে দিতে পারেন,
না না , আপনাকে সরাসরি কিছু করতে হবেনা ,
"দ্যা ওয়ান মিনিট ম্যানেজার" বইটি তাকে গিফট করুন এবং তিনি যাতে পড়েন সেটার উৎসাহ দিন।
আর হ্যাঁ আপনি নিজেও যদি বোরিং ম্যানেজার হয়ে থাকেন কিংবা নিজের ম্যানেজেরিয়াল স্কিলের লেভেল কোন স্তরে আছে সেটা জানতে চান তাহলে আজই বইটি কিনে পড়ুন। আমি নিশ্চিত যে আপনি অনেক উপকৃত হবেন। ধন্যবাদ

বই এর নামঃ দ্যা ওয়ান মিনিট ম্যানেজার
বই এর লেখকের নামঃ কেন ব্ল্যাঞ্চার্ড ও স্পিনার জনসন
মূল ভাষাঃ ইংরেজী , বাংলায় অনুবাদ করেছেনঃ আসিফ আযাহার

হার্ড কাভার, পৃষ্টা- ৭৯ টি ,

02/03/2021
আপনার চিন্তাই আপনাকে ধনী করে তুলবে ... এটি প্রমাণিত

আপনার চিন্তাই আপনাকে ধনী করে তুলবে ... এটি প্রমাণিত

আপনার চিন্তাই আপনাকে ধনী করে তুলবে ... এটি প্রমাণিত।নেপোলিয়ান হিলের লেখা কালজয়ী গবেষনা ধর্মী " থিংক এন্ড গ্রো রিচ" ব...

11/02/2021

krishok.com.bd

ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম সম্রাট দের মধ্যে অন্যতম হলো ক্যালিগুলা-
পাগলাটে এক রোমান সম্রাট। অদ্ভুতভাবে পাগলামি এবং হিংস্রতার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। পাগলামির কিছু উদাহরণ নিম্নে দিলাম:

👉 ঘোড়ার দৌড়ে তিনি একবার বাজি ধরেছিলেন। তার দল হেরে যায়। বিপক্ষ বিজয়ী দলের যারা আনন্দ করেছিল তাদের সবাইকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন।

👉অনেক ইতিহাসবিদ ধারণা করেন, কিশোর বয়সে তিনি তার বোন দ্রুসিলার সাথে ব্যভিচারে লিপ্ত হন।

👉 বন্দিদের অত্যাচারের দৃশ্য দেখে আনন্দ লাভ করতেন। নিরীহ জনতাকে ধরে ক্ষুধার্ত সিংহের খাঁচায় ভরে দিতেন।

👉 ক্যালিগুলা নতুন ফরমান জারি করে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সকলের মৃত্যুদণ্ডাদেশ দেন। এদের মধ্যে কিশোর গেমেলাসও ছিলেন।

👉 পাগলামির চূড়ান্ত করে তিনি তাদের পিতামাতার চোখের সামনে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার হুকুম দেন। জল্লাদখানা অসহায় পিতামাতার কান্নায় ভারী হয়ে উঠলো।

👉 রোমের সেই ভারী বাতাসকে আরো ভারী করতে ক্যালিগুলা ঘোষণা করলেন, তিনি আর মানুষ নন, একজন দেবতায় রুপান্তরিত হয়েছেন।
তার জন্মদিন ভুলে যাওয়ার অপরাধে দুই উপদেষ্টাকে কতল করেছিলেন তিনি।

👉 রাজস্ব ঘাটতি মোকাবেলায় সিদ্ধান্ত নেন তিনি রাজপতিতালয় খোলার। সেখানে ১৪ বছর বয়সী তরুণী থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধা পর্যন্ত সব রাজকীয় নারীদের বাধ্যতামূলক পতিতাবৃত্তি গ্রহণ করতে হবে দুই সপ্তাহের জন্য।

👉 যৌন বিকারগ্রস্ত জনতা লুফে নিলো সম্রাটের এই প্রস্তাব। অনেক নারী সম্মান বাঁচাতে আত্মহত্যার পথ বেছে নিলেন। কিন্তু এখানেও লাভ হলো সম্রাটের। তিনি আত্মহত্যার অপরাধে সেই পরিবারের পুরো সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করে দেন। শূন্য রাজকোষাগার আবার ভরে উঠে অর্থের ঝনঝনানিতে।

👉 ক্যালিগুলা ছিলেন ভয়ানক যৌন বিকারগ্রস্থ।অবাধ যৌন সংসর্গের ফলে তিনি নিউরোসিফিলিস নামে এক জটিল রোগে আক্রান্ত হন যা তার মৃত্যু পর্যন্ত টিকে ছিলো।এই রোগে আক্রান্তদের মধ্যে ভয়াবহ রকমের যৌন বিকৃতি দেখা দেয়। যা ক্যালিগুলার ক্ষেত্রেও ঘটেছিল। অসংখ্য অভিজাত শ্রেণীর সম্ভ্রান্ত ভদ্রলোকের স্ত্রী কন্যাদের সাথে তাঁদের স্বামীদের সম্মুখেই যৌন সম্পর্ক স্থাপন করতেন তিনি।

👉 ঘোড়াকে তিনি এতটাই ভালোবাসতেন যে, একবার সিদ্ধান্ত নিয়েছিলেন একে রোমের সিনেটরের মর্যাদায় উত্তীর্ণ করবেন। কেউ কেউ ধারণা করেন তিনি ঘোড়ার সঙ্গে সঙ্গম করতেন।

👉 ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার জন্য তিনি জার্মান ও ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন। তবে তিনি কিন্তু যুদ্ধ আর করলেন না। তিনি সেনাবাহিনীকে আদেশ দিলেন যেন সাগরের নুড়িপাথর ঝিনুক নলখাগড়া সংগ্রহ করে নিয়ে আসা হয়। তিনি দেশে ফিরলেন সেই পাথর, ঝিনুকের সংগ্রহ নিয়ে। সেই ঝিনুক বোঝাই পেটরা দেখে জনতা ভাবলো সোনা-রূপা বোঝাই করে সম্রাট রোমে ফিরেছেন। তারা জয়ধ্বনি দিয়ে সম্রাটকে বরণ করে নিলো।

👉 ৪১ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি একটি খেলার অনুষ্ঠানে একজন দেহরক্ষী প্রথম ক্যালিগুলাকে ছুরিকাঘাত করে বসে। এরপর মুহূর্তের মধ্যে কয়েকজন প্রিটোরিয়ান রক্ষী ক্যালিগুলাকে ঘিরে ছুরিকাঘাত করতে থাকে। ইতিহাসবিদদের মতে, মোট ৩০ বার তাকে ছুরিকাঘাত করার মাধ্যমে হত্যা করা হয়। ক্যালিগুলার নাম এবং বংশ চিরতরে রোমের মাটি থেকে মিশিয়ে দিতে তার স্ত্রী এবং সন্তানদেরও হত্যা করা হয়।

collected ...

06/02/2021

দূরবীন-শীর্ষেন্দু মুখোপাধ্যয়

১৯২৯ সালের শীতকালের এক ভোরবেলা হেমকান্ত চৌধুরির হাত থেকে দড়িসহ বালতি কুয়োর জলে পড়ে যায়। ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী বাংলাদেশের এক জমিদারের জীবনের এই তুচ্ছ ঘটনা দিয়েই দূরবীন উপন্যাসের কাহিনী শুরু। ঘটনা তুচ্ছ হলেও জমিদার হেমকান্তের কাছে তা এক দার্শনিক চিন্তার জগৎ খুলে দেয়। পয়তাল্লিশ বছর বয়স্ক হেমকান্তের ধারণা জন্মে তিনি এবার বুড়ো হয়েছেন, কেননা দড়িসহ বালতি পড়ে যাওয়ার মত ঘটনা তার জীবনে এর পূর্বে ঘটেছে বলে তিনি মনে করতে পারেন না।

ছয় সন্তানের জনক বিপত্মিক এই জমিদারের মধ্যে জমিদার সুলভ কোন বদ অভ্যাস নেই বরং তিনি কিছুটা দূর্বল চিত্তের এবং সাংসারিক বিষয়ে উদাসীন। তিনি চিন্তা করতে ভালোবাসেন। প্রতিনিয়ত জন্ম, মৃত্যু, বেঁচে থাকার অর্থ খুঁজে ফেরেন তিনি। যেকোন বিষয়ে হেমকান্ত আপত সম্পর্কহীন এক নারীর উপর নির্ভরশীল। রঙ্গময়ী নামের এই অসাধারণ নারী চরিত্রটি সমগ্র উপন্যাস জুড়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। রঙ্গময়ী জমিদার বাড়ির পুরোহিত কন্যা। তার বয়স ত্রিশ দেখতে অসাধারণ সুন্দরী না হলেও চোখদুটি বড় এবং মাদকতাময়। কিশোরী বয়স থেকেই রঙ্গময়ী হেমকান্তকে মনে মনে স্বামী হিসেবে বরণ করে বসে আছে এমনি কি সুনয়নী’র সাথে হেমকান্তের বিয়ের পরেও তার অদ্ভুত প্রেমে সামান্যতম ভাটা পড়েনি।

কিছুদূর পড়ার পর আমার মনে হয়েছে রঙ্গময়ীর মধ্যে রাজলক্ষ্মী চরিত্রের অনেক সাদৃশ্যতা আছে। সেই বাল্যপ্রেম, যেকোন কঠিন সমস্যায় হেমকান্ত’র একমাত্র অবলম্বন হয়ে ওঠা এবং পারিপাশ্বিক সমালোচনাকে উপেক্ষা করে হেমকান্তকেই ধান-জ্ঞান মনে করা যেন সেই ধারণাকেই নির্দেশ করে।

ছোট মেয়ে বিশাখাকে বিয়ে দিতে গিয়ে অদ্ভুতভাবে হেমকান্ত শেষ পর্যন্ত রঙ্গময়ীকে বিয়ে করতে বাধ্য হয় এবং কাশীতে গিয়ে তার মৃতু হয়।

দূরবীন উপন্যাসটি দুইটি সময় থেকে বর্ণিত হয়েছে। ১, ৩, ৫ . . . অর্থাৎ বেজোড় অধ্যায়গুলোকে বলা হয়েছে হেমকান্ত, রঙ্গময়ী এবং হেমকান্ত’র কনিষ্ঠ পুত্র কৃষ্ণকান্তককে ঘীরে আবর্তিত কাহিনী। ২, ৪, ৬ . . . অর্থাৎ জোড় অধ্যায়গুলোতে বলা হয়েছে কৃষ্ণকান্ত, পুত্র ধ্রুব এবং ধ্রুবর স্ত্রী রেমিকে ঘীরে ঘটনাবলী। উভয় সময়েই কৃষ্ণকান্তকে একজন প্রবল ব্যক্তিত্বসম্পন্ন, দেশপ্রেমী এবং সংগ্রামী মানুষ হিসেবে দেখানো হয়েছে। বিশেষ করে প্রথম ভাগে অর্থাৎ কৃষ্ণকান্ত’র বাল্যকালকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, পাঠক নিঃসন্দেহে কৃষ্ণকান্তকে নায়ক হিসেবে কল্পনা করতে বাধ্য হবেন।

উপন্যাসের প্রথম অংশ অর্থাৎ হেমকান্ত, রঙ্গময়ী এবং কৃষ্ণকান্তের কাহিনীই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। জীবন সম্পর্কে হেমকান্ত’র গভীর দার্শনিক চিন্তা পাঠকের মনোজগতে সামান্যতম হলেও প্রভাব ফেলবে বলেই আমার বিশ্বাস।

কাহিনীর অন্য অংশে অর্থাৎ সাম্প্রতিক সময়ের প্রধান চরিত্র কৃষ্ণকান্ত’র কনিষ্ঠ পুত্র ধ্রুব এবং পুত্রবধূ রেমি। কৃষ্ণকান্ত অধিকাংশ সময় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন, স্ত্রী-পুত্রকে যথেষ্ঠ সময় দিয়ে পারেন না। এই অভিমানে মায়ের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার ঘটনা শিশু ধ্রুবর মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। তার আচরণ হয়ে পড়ে অস্বাভাবিক। কৃষ্ণকান্তকে সে ঘৃণা করে, প্রতি মুহূর্তে চায় পিতার প্রতিপত্তি ও সামাজিক মর্যাদাকে ধূলোয় মিশিয়ে দিতে। এই চাওয়া থেকেই স্ত্রী রেমির ভীব্র ভালোবাসাকে সে বার বার প্রত্যাখান করে কেননা রেমিকে কৃষ্ণকান্তই পছন্দ করে তার সাথে বিয়ে দিয়েছিলেন। রেমির প্রতি ধ্রুবর এই উদাসীনতা এবং চরম উপেক্ষা যেকোন পাঠকের হৃদয়কে আহত করতে বাধ্য।

রেমি যেকোন সময়ের পুরুষ পাঠকের কাছেই প্রিয় চরিত্র হতে বাধ্য। জন্মের সাথে সাথে মা’কে হারানো কৃষ্ণকান্ত পুত্রবধূ রেমি’র মধ্যে খুজে পেয়েছেন মাতৃত্বের স্বাদ। রেমিও কৃষ্ণকান্তকে বসিয়েছেন আপন পিতা’র চেয়েও সম্মানের আসনে। ধ্রুবর সাথে সম্পর্কের অনেক সংকটময় মুহূর্তে যখন রেমি ধ্রুবকে ত্যাগ করার কথা ভেবেছ তখনই কৃষ্ণকান্তর স্নেহ তাকে ভুল করা থেকে বিরত রেখেছে।

তবে শুধুমাত্র ধ্রুবকে আঘাত করতে যখন রেমি রাজার ফ্লাটে পর্যন্ত চলে যায় সেই মুহূর্তে কেন জানি মনে হয় রেমির মধ্যে এক ধরনের আত্মঘাতি অস্থিরতা রয়েছে যদিও পরিস্থিতি তাকে রক্ষা করে। এখানে ধ্রুব একটি উক্তি উল্লেখযোগ্য, “শোন রেমি, শরীরের কোন দোষ হয় না। শরীর তো একটা নিরপেক্ষ জিনিস। মন যেভাবে চালায় সে সেইভাবে চলে। তোমার শরীরটা কী করেনি সেটা বড় কথা নয়। তোমার মন তো টলেছে। সেটাই আসল কথা।”

ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে লেখক ধ্রুব চরিত্রকে প্রকাশ করতে গিয়ে কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছেন। কারণ যে মেয়েটি তার বিবাহিত স্ত্রী, মনপ্রাণ দিয়ে তাকে ভালোবাসে তাকেই বার বার প্রত্যাখানই শুধু করেনি বরং অন্য পুরুষে আসক্ত হতে প্ররোচিত করেছে। এটা সহ্য করা যেকোন স্বাভাবিক চিন্তা-চেতনার মানুষের পক্ষে অসম্ভব। এ কারণেই হয়তো গুডরিডার্সেও অধিকাংশ রিভিউতে ধ্রুব চরিত্রের প্রতি বিরক্তি প্রকাশ করা হয়েছে। নোটনের সাথে শারিরীক সম্পর্ক হওয়ার পর ধ্রুব আবিষ্কার করে বাইরে সে যতই আধুনিক মানসিকতার হিসেবে দেখানোর চেষ্টা করুক না কেন আসলে সেও শারিরীক পবিত্রতায় বিশ্বাসী। এবার সে রেমির কাছে আত্মসমর্পন করে এবং বেঁচে থাকার আশ্রয় খোজে।

দূরবীন শেষ হয়েছে কৃষ্ণকান্ত’র আত্মহত্যার মধ্য দিয়ে। নোটনের সাথে ধ্রুব’র ঘনিষ্ঠতার কথা যখন কৃষ্ণকান্ত’র কাছে পৌছায় তখন তিনি প্রচন্ড আঘাত পান, ধ্রুব’র এতটা অধঃপতন হতে পারে তা তার কল্পনায় ছিল না। যেহেতু ধ্রুব’র সকল অস্বাভাবিক আচরণের একমাত্র কারণ ছিলেন কৃষ্ণকান্ত, মৃত্যুর মধ্য দিয়ে তাই তিনি ধ্রুবকে মুক্তি দিয়ে গেলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে ধ্রুবকে লেখা চিঠিতে তিনি হৃদয়ের সকল ব্যাথা উজাড় করে দেন। চিঠি পড়া শেষে ধ্রুব ফিরে তার সঠিক কক্ষপথে, তার- “বুকের ভিরতটা মথিত হয়ে একটা ডাক উঠে আসতে চাইছিল-বাবা!”

তিন প্রজন্মকে নিয়ে লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যয়ের এই বইটি পড়া শুরু করার পর থেকে শেষ না হওয়া অবধি মনে হয়েছে আমি বোধ হয় নিজের পৃথিবী ছেড়ে অন্য কোথাও হারিয়ে গেছি। চোখ বন্ধ করলেই মনে হয়েছে হেমকান্তর জমিদার বাড়ির প্রতিটি ইঞ্চি যেন দেখতে পাচ্ছি, প্রতিটি চরিত্র যেন আমার আশেপাশে আছে এখনি কারো সাথে দেখা হয়ে যাবে। অনেকদিন পর এমন একটি উপন্যাস পড়লাম যার রেশ সহজে কাটাতে পারব না।

-সংগৃহীত-

28/01/2021

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
আমি শুধু ভাবি আমি যখন অল্প বয়স্ক ছিলাম, তহন যদি বইটা পড়তাম তাহলে আরো ভালো হতো। যদি আমার বাবা মা এই বইতা পড়াতেন... সেই ধনের বই যা আপনি কিনে আপনার সন্তানকে দেন। অথবা নাতি-নাতনি দেখার সুযগ হলে অতিরিক্ত কপি কিনে ফেলেন ! এবং তারা আট থেকে নয় বছর বয়সে পৌছালে এটি আপনার দিক থেকে একটা আবশ্য-উপহার হয়।"
- স্যু ব্রন
প্রেসিডেন্ট
টেন্যান্ট অফ আমেরিকা।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
আমার মনে হয় যদি এই বইটা আমি কুড়ি বছর আগে পড়তাম !
ল্যারিসন ক্লার্ক
ডায়মন্ড কী হোমস, আমেরিকা
রবার্ট টি কিয়োসাকি'র লেখা দ্যা রিচ ড্যাড পুয়র ড্যাড বইটি প্রসঙ্গে সারা দুনিয়ার বহু বিখ্যাত ব্যক্তিগন এমনই মন্তব্য করেছেন... নিজে পড়ার জন্য কিংবা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য আজই অর্ডার কতে পারেন ।
ক্রেডিট- Gifty

#বই #গিফট #গিফটি

26/01/2021

👉মাত্র ২০ বছর বয়সে মাতাল এড ড্রাইভারের গাড়ীর সাথে এক্সিডেন্ট করে মস্তিস্কে আঘাত পেয়ে মৃত প্রায় অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি।
👉সুস্থ হওয়া তো দুরের কথা , বেঁচে থাকার আশা ও ছেড়ে দিয়েছিলেন খোদ ডাক্তার।
👉স্থায়ী ব্রেইন ডেমেজ হয়ার কারনে বেঁচে থাকলেও সারা জীবন পঙ্গু হয়ে কাটাতে হবে বলে জানিয়ে দেন বিশেষজ্ঞ ডাক্তার।
👉 শারিরীক অসামর্থের কারনে চাকুরী হারান।
👉 ব্যংক লোন শোধ দিতে না পারায় আশ্রয় হারান।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
👉 সেই ব্যক্তি-ই মাত্র ১ বছরের মাথায় - হয়ে গেলেন,
👉 সেই কোম্পানির সর্বকালের রেকর্ড ব্রেক করা সেলস
রিপ্রেসেনটিটিভ।
👉 ব্যবসায়ে পেলেন "হল অফ ফেইম" উপাধি
👉 আলট্রা ম্যারাথন রানার
👉 বেস্ট সেলিং লেখক,
👉 কি নোট স্পিকার
👉সারা দুনিয়ার মিলিয়ন মিলিয়ন মানুষ তাকে ফলো করে,

উনার নাম- "হল এলরড"
কি এমন ঘটে গেল এই সময়ের মধ্যে, যে তিনি একদম মৃত্যুর মুখ থেকে তো ফিরলেন -ই আবার, আবার এমন সফলতা অর্জন করে দেখালেন , যা সবারই জন্যই রীতিমতো উদাহরন ??? 🤔🤔🤔
জ্বি , তার ভাষ্য অনুযায়ী শুধু আপনার সকাল কে নিয়ন্ত্রন করে জীবনের যেকোন কাংখিত সফলতা অর্জন করা সম্ভব, তাঁর বাস্তব অভিজ্ঞতা নিয়েই তিনি লিখেছেন " দ্যা মিরাকল মর্নিং" বইটি।
সুযোগ থাকলে অবশ্যই নিজে পড়ুন ও প্রিয়জন কে উপহার দিন।
#বই #গিফট #গিফটি
ক্রেডিট- Gifty

26/01/2021
Dhvanit

যারা বুঝবেন শুধু তাদেরই ভালো লাগবে ...

A must watch!
Never judge people by their appearance.

26/01/2021
boi.com.bd on Google

boi.com.bd on Google

Find out more about boi.com.bd by following them on Google

25/01/2021

নগ্নতা দু-প্রকার,
এক হলো যে পোশাক পরেনা , আরেকটা হলো যে বই পড়েনা।

- শতাব্দী ভব

25/01/2021

আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন সেটা ভালো কিংবা মন্দ যাই হোক না কেন সেটা এক সময় জীবনে বড় প্রভাব ফেলে। আর সেটাকে কেন্দ্র করে জীবন পাল্টানোর দশটি উপদেশ শেয়ার করছি।

👉 ১) তাড়াতাড়ি ঘুমোতে যান, সকাল সকাল ঘুম থেকে উঠুন। সকালে প্রথম প্রতিযোগিতা শুরু করুন সূর্যের সাথে যে কে আগে ওঠে।

👉 ২) প্রচুর ব‌ই পড়ুন। এটি আপনাকে সর্বক্ষেত্রে কাজে দেবে। এর আগে সকালে ওঠার যে উপদেশ দিলাম এমন সস্তা উপদেশ আপনি অনেক শুনেছেন কিন্তু সেটা তেমন কাজে দেয়নি। এর একটা কারণ হলো সহজেই আমরা যেটা পেয়ে যায় সেটাকে তেমন মূল্যায়ন করি না। তাই ব‌ই পড়ে পরিশ্রম করে যে উপদেশটা শিখবেন সেটা অধিক ফলপ্রসূ হবে। সকালে ওঠা এটা এক বাক্যের উপদেশ এটা আয়ত্ত করতে যখন দ্য মিরাকল মর্নিং ব‌ইটা পড়বেন এ সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করবেন যেটা ঐ এক বাক্যের উপদেশের চেয়ে অধিক কার্যকরী।

👉 ৩) সকল প্রকার সোস্যাল মিডিয়া সীমীত ব্যবহার করুন। ভাবছেন ভাই ফেসবুক আসক্ত হয়ে পড়েছি বের হতে পারছি না। ভাই আপনি এই না শব্দটা মনে গেঁথে নিয়েছেন বলে বের হতে পারছেন না। সব কিছু ঝেড়ে হাত মুষ্টিবদ্ধ করে বলুন আমি পারবো।

👉 ৪) আমাদের মস্তিষ্ক বাবাজি দৈনিক ৫০ হাজার বার চিন্তা করে আর তার ৯৫-৯৭% ই নেতিবাচক। ভাবুন এবার আমাদের মস্তিষ্কের একটা বড় অংশ কি অকাজেই না ব্যয় করছি। তাই নেতিবাচক চিন্তা পরিহার করুন।

👉 ৫) প্রতিদিন ডায়েরি লিখুন সেটা এক লাইন হলেও।

👉৬ ) শরীর চর্চা করুন এতে শরীর সুস্থ থাকবে আর মস্তিষ্কে অক্সিজেনের চলাচল বেড়ে যাওয়ায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

👉 ৭) ছোট খাটো সমাজসেবা মূলক কাজে জড়িত থাকুন মনের খোরাক যোগাবে।

👉 ৮) অ্যান্ডয়েডের যুগেও কাছের মানুষ কিংবা বন্ধু বান্ধবদের চিঠি লিখুন। আর সেটা নিজে হাতে দিয়ে আসুন।

👉 ৯) গাছগাছালি লাগান, গৃহপালিত কোন পশু পাখি থাকলে তাদের আদর করুন তাদের সাথে আপন মনে কথা বলুন। কুকুর , বিড়াল, গরু কিনবা ছাগলও পুষতে পারেন।

👉 ১০) নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলুন, এতে বাকি উপদেশ গুলো পালন সহজ হয়ে যাবে।

হল এলরডের লেখা জীবন বদলে দেওয়া - দ্যা মিরাকল মর্নিং থেকে কিছু বিশেষ কথা বাছাই করে লেখা, বিস্তারিত জানতে বইটি পড়ে দেখতে পারেন , আমাদের কালেকশনে আছে। অর্ডার করতে ইনবক্স করুন, আমাদের সাইটের কাজ চলছে। ধন্যবাদ।

24/01/2021

নারী নয়, নাড়ি...

24/01/2021

প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় - আসুন কিছু জেনে নিই-

👉১) ঘোড়া যেখান থেকে জল পান করে, সেখানে জল পান করুন। ঘোড়া কখনও খারাপ জল পান করে না।

👉২) বিড়াল যেখানে ঘুমায, সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনও অপবিত্র, নোংরা জায়গায় ঘুমায় না।

👉৩) যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান। পোকা কখনও বিষাক্ত ফল খায় না।

👉৪) পোকাপ্রাণী মাটিতে যেখানে খনন করে বাস করে, সেখানে গাছ লাগান। ভাল গাছ পাবেন।

👉৫) পাখির সাথে একই সময়ে ঘুমোতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বর্ণের শস‍্যে কাটবে।

👉৬) মাছের মতো পানিতে প্রায়শই সাঁতার কাটুন। মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফুরে, সজীব অনুভব করবেন।

👉৭) যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে।

👉৮) অনেক শান্ত থাকার চেষ্টা করুন আর অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার আত্মা ও মন শান্ত ও শান্তিতে পূর্ণ হবে।

collected

18/01/2021

krishok.com.bd

আমাদের ভদ্র সমাজে সুদ নিয়ে কোন আলাপ হতে দেখি না।
আলাপ না হওয়ার মূল কারণ হচ্ছে, আমাদের ভদ্র সমাজে যাদের হালকা পাতলা দ্বীনদারি আছে, মুরুব্বিরা হজ্বে গেছেন, বাসায় নামাযের চল আছে, ৫ ওয়াক্ত না হলেও ৪ ওয়াক্ত টাইপ চল আছে, রোযার চল আছে, তারা প্রায় প্রত্যেকেই ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট এ টাকা রাখেন। নাহলে পোস্ট অফিসে রাখেন। এফডিআর করেন।

উনারা অনেকে জানেন (অনেকে জানেন না), এটাকে লভ্যাংশ ডাকা হোক আর মুদারাবাই ডাকা হোক, এটা কম্পলিট সুদ...
বাট খুব আশ্চর্য হচ্ছে, দে টার্ন এ ব্লাইন্ড আই টু ইট। অ্যাজ ইফ, এটা নিয়ে কথা বলা যাবে না। আহলে হাদীস - হানাফী টাইপ ক্যাচাল করে এরা ঘামতে ঘামতে মসজিদ থেকে বাসায় আসেন তারপর রাতের বেলা ফিক্সড ডিপোজিটের জমা বইয়ে নামধাম - টাকার পরিমাণ লেখেন। হিসাব করেন, ৫০০০ করে ১০ বছরে কত পাব? আবার আফসোস ও করেন। "ইশ, লাভটা কমায় দিসে"।
যারা এই কায়দায় ফিক্সড ডিপোজিট এর নামে সুদ খাচ্ছেন, জেনে বা না জেনে হোক, তাদের জন্য বলছি,
সুদ ব্যাপারটা নিয়ে আল্লাহ ভয়ংকর সাবধান বাণী উচ্চারণ করেছেন। সুদ হচ্ছে আল্লাহ তা'লার সাথে যুদ্ধ ঘোষণা। মেটাফরিক ভাবে না। আক্ষরিক ভাবেই।
আপনি যেদিন হাশরের পুনরুত্থান এ কবর ছেড়ে উঠে আসবেন, তখন একজন ফেরেশতা এসে আপনার হাতে অস্ত্র ধরিয়ে দেবে। এবং বলবে, " তুমি তো সুদ খেতে, তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছ। এই নাও অস্ত্র। যাও, এবার আল্লাহর সাথে যুদ্ধ কর"।

একটু নিজেকে সেই জায়গায় কল্পনা করুন তো!

সুদ খেলে আপনাকে কেউ বাধা দিতে পারবেনা , কিন্তু সুদ কে লভ্যাংশ কিংবা সার্ভিস চার্জ ভেবে নিজের নিজের ইহলৌকিক ও পরলৌকিক সর্বনাশ করবেন না।
ইসলামকে যারা নিজের বাপের কপিরাইট করা সম্পত্তি ভাবে , তারা কেউ কিন্তু আপনাকে বিচারের দিনে রক্ষা করতে পারবেনা , যদিও তাদের শিক্ষা , হিসাব জ্ঞান ও তর্কবিদ্যায় প্রামান করে দিবে যে আপনি সুদ নয় বরং অতি হালাল কিছু খাচ্ছেন ।

আল্লাহ আমাদের সঠিক জিনিস বোঝার ও আমল করার তৌফিক দান করুক।

11/01/2021

একবার যুক্তরাষ্ট্রের শিকাগো তে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডের পর সেই সকাল বেলা রাস্তায় দাঁড়িয়ে সব ব্যবসায়ী্রা তাদের দোকানের ওবশিষ্ট মালামালগুলো ভষ্মিভূত হয়ে যেত দেখছিল । এরপর তারা এক সভায় মিলিত হয় এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তারা কি নতুন করে দোকানগুলো নির্মাণ করবে, নাকি শিকাগো ছেড়ে চলে গিয়ে অন্য কোন অধিক সম্ভাবনাময় স্থানে ব্যবসা শুরু করবে।

সবাই শিকাগো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন,
শুধু একজন ব্যক্তি জানান (মার্শাল ফিল্ড) ছাড়া সকলে সিদ্ধান্ত নিলেন, তারা শিকাগো ছেড়ে চলে যাবে। কিন্তু মার্শাল ফিল্ড নামক সেই ব্যবসায়ী পুড়ে যাওয়া স্থানে থেকে পুনরায় দোকান নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এবং তার দোকানের খুলে দেওয়া অবশিষ্ট অংশের দিকে তাকিয়ে বলেছিলেন ভদ্রমহোদয়গণ এই জায়গাতেই আমি বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক স্থাপনা তৈরী করবো, যতবার ই পুড়ে যাকনা কেন, কোন ব্যাপার না
এটা প্রায় ১00 বছর আগের ঘটনা সেই জায়গায়, সেই জায়গাতে আজও দাঁড়িয়ে আছে মার্শাল ফিল্ডের হাতে গড়া বিশ্ববিখ্যাত ব্যবসা প্রতিষ্টান - মার্শাল ফিল্ড এন্ড কোং , অধ্যবসায় ও মানসিক শক্তির এক জলন্ত সাক্ষী হয়ে, তাই লেগে থাকুন ...।

11/01/2021

বই- থিংক এন্ড গ্রো রিচ

লেখকঃ নেপোলিয়ন হিল

তিনি মূলত ও ব্যক্তিগত উন্নয়নের দর্শন নিয়ে লিখিত তার থিংক অ্যান্ড গ্রো রিচ বইটির জন্য বিশ্বব্যাপী পরিচিতি ১৯৩১ সাল থেকে ১৯৩৬ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উপদেষ্টা ছিলেন। ১৯৩০ মার্কিন অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে নেপোলিয়ন অ্যান্ড গ্রো রিচ বইটি লিখেছিলেন। ১৯৩৭ সালে প্রকাশিত এই বইটি 2015 সাল পর্যন্ত বিক্রি হয়েছে ১৫০ মিলিয়নের বেশী, এখন পর্যন্ত বিক্রি বন্ধ হয়নি , সর্বকালের সেরা দশটি বইয়ের মধ্যে উন্নত হিসেবে ধরে নেয়া হয় এই বইটিকে -

ধনীরা কি করে করে ধন সম্পদ অর্জন করে তা জানার জন্য গ্রন্থকার 25 বছর ধরে গবেষণা করেন। এই সময় 25 হাজার মানুষের জীবন বিশ্লেষণ করে গবেষণালব্ধ জ্ঞান ব্যবহার করেই তিনি “থিংক অ্যান্ড গ্রো রিচ” বইটি লিখেছেন এবং সম্পদ উপার্জনের সেইসব গোপন সূত্র গুলি বর্ণনা করা হয়েছে যেগুলো ব্যবহার করে লক্ষ নারী পুরুষ ব্যক্তিগত ভাবে লাভবান হতে পারে।

এ বর্ণিত পদ্ধতির একবার আয়ত্ত করে এবং প্রয়োগ করেন তারা খুব সহজেই চেষ্টাতেই সহজেই ক্রমাগতভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকেন ।
শিরোনাম দেখে পাঠক বইটি কে শুধুমাত্র ধনী হওয়ার পদ্ধতি ফর্মুলা হিসেবে চিন্তা করলে ও লেখকের ভাষ্যমতে এ পদ্ধতি ব্যবহার করে যে কোন মানুষ যে কোন কাজ সাফল্য পেতে পারেন, নেপোলিয়ান মনে করেন ব্যক্তিগত সাফল্য অর্জন পুরোপুরি নির্ভর করে ব্যক্তিরা আকাঙ্ক্ষা দৃঢ় বিশ্বাস ও প্রস্তুতির উপর । এর সপক্ষে বহু প্রমাণ ও তিনি এই বই তে পেশ করেছেন ।

মানুষ যাতে নিজেকে চিনতে পারে সেজন্য নেপোলিয়ান হিল বর্তমান বইয়ের আত্মবিশ্লেষণ ও পরীক্ষার জন্য কিছু প্রশ্ন তুলে ধরেছেন। মানুষ সচরাচর যেসব অজুহাত তুলে ধরে তার একটি তালিকা হতে তুলে ধরেছেন। গ্রন্থকার মনে করেন এই বইটি পড়ার মাধ্যমে আপনি এমন একটি চাবিকাঠি অধিকারী হবেন আপনার জীবনে সব ধরনের সম্পদ অর্জনের দরজা খুলে দেবে তবে প্রথম বইটির মর্মার্থ গ্রহণ করতে সক্ষম না হলে এই বইটি একাধিক বার পড়া যেতে পারে।

একবার যুক্তরাষ্ট্রের শিকাগো তে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডের পর সেই সকাল বেলা রাস্তায় দাঁড়িয়ে সব ব্যবসায়ী্রা তাদের দোকানের ওবশিষ্ট মালামালগুলো ভষ্মিভূত হয়ে যেত দেখছিল । এরপর তারা এক সভায় মিলিত হয় এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তারা কি নতুন করে দোকানগুলো নির্মাণ করবে, নাকি শিকাগো ছেড়ে চলে গিয়ে অন্য কোন অধিক সম্ভাবনাময় স্থানে ব্যবসা শুরু করবে।

সবাই শিকাগো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন,

শুধু একজন ব্যক্তি জানান (মার্শাল ফিল্ড) ছাড়া সকলে সিদ্ধান্ত নিলেন, তারা শিকাগো ছেড়ে চলে যাবে। কিন্তু মার্শাল ফিল্ড নামক সেই ব্যবসায়ী পুড়ে যাওয়া স্থানে থেকে পুনরায় দোকান নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এবং তার দোকানের খুলে দেওয়া অবশিষ্ট অংশের দিকে তাকিয়ে বলেছিলেন ভদ্রমহোদয়গণ এই জায়গাতেই আমি বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক স্থাপনা তৈরী করবো, যতবার ই পুড়ে যাকনা কেন, কোন ব্যাপার না

এটা প্রায় ১৫০ বছর আগের ঘটনা সেই জায়গায়, সেই জায়গাতে আজও দাঁড়িয়ে আছে মার্শাল ফিল্ডের হাতে গড়া বিশ্ববিখ্যাত ব্যবসা প্রতিষ্টান - মার্শাল ফিল্ড এন্ড কোং , অধ্যবসায় ও মানসিক শক্তির এক জলন্ত সাক্ষী হয়ে, তাই লেগে থাকুন ...।

বইটি পেতে boi.com.bd অর্ডার করতে পারেন

07/06/2020

krishok.com.bd

is the

আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাইনা,
কিন্তু, সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই।

- আলেকজান্ডার দি গ্রেট

05/06/2020
10 books NOT about marketing that every marketer should read

10 books NOT about marketing that every marketer should read

We’ll never run out of things to read about marketing – but if we’re not careful, we’ll run out of time to read about anything else. Here are 10 reasons to make that time…

24/05/2020

DMI Outsourcing

Eid Mubarak to all .... Wish you all the best

19/05/2020

সম্পদ তোমাকে পাহারা দিতে হয়
কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে ।

02/05/2020

DMI Outsourcing

12 fu***ng rules for success 🤔🤔🤔😄😄😄

30/04/2020

DMI Outsourcing

Three things in life –
your health, your mission,
and the people you love.
That’s it.
Naval Ravikant

26/04/2020
World Food Programme

World Food Programme

As Coronavirus spreads, please don’t forget children who are going hungry. You can help provide food.

25/04/2020

Feeding Global

The Global movement against Hunger and Food Waste is gaining momentum!

We are now operational in Kampala, Uganda🇺🇬
Our Hunger Heroes conducted their first Donation Drive and is already set to conduct their second donation Drive this weekend😄

To volunteer, visit www.feedingglobal.org/volunteer and join our team.

17/04/2020
Found this on Pinterest

Found this on Pinterest

This Pin was discovered by Krishok Food. Discover (and save!) your own Pins on Pinterest.

31/03/2020
ইন্ডাস্ট্রি চালু থাকবে : প্রধানমন্ত্রী

ইন্ডাস্ট্রি চালু থাকবে : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চলমান ছুটি বাড়ানো হলেও ৪ এপ্রিলের পর থেকে শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিসহ গুরুত্ব...

27/03/2020
krishok.com.bd

krishok.com.bd

কালোজিরা ও মধুর মিশ্রন সকালে ও রাতে জাস্ট হাফ চা চামুচ করে নিয়মিত খান, বাকী কথা আপনিই বলবেন ইনশাল্লাহ ।

দামঃ
৫০০ গ্রাম মিশ্রন- 400 টাকা

09/01/2020

krishok.com.bd

সকলের অবগতির জন্য জানাচ্ছি #আগামীকাল #শুক্রবার - ১০ জানুয়ারী, ২০২০ ইং রাত ১১.০৭ মিনিটে #চন্দ্রগ্রহন হবে।

06/01/2020

krishok.com.bd

সুস্থ থাকুন , ভালো থাকুন ... শুভকামনায় https://krishok.com.bd
আমাদের সাথে আপনার মতামত বিনিময় করুন , আমাদের অফিসিয়াল GROUP এ যোগ দিন https://www.facebook.com/groups/krishok/

31/12/2019

28/12/2019

krishok.com.bd

ই-কমার্স সাইটের পেমেন্ট গেটওয়ে হিসাবে #বিকাশ, #নগদ, #রকেট সহ অন্যান্য #মোবাইল #ব্যাংকিং এড করতে চাচ্ছি , সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত কেউ অথবা এই ব্যাপারে দক্ষ কেউ কি হেলপ করতে পারবেন ??
থাকলে, দয়াকরে একটু ইনবক্সে আসুন অথবা- ০১৩০৮-৬৬৩৪২৬ এই নাম্বারে কল করুন... প্লিজ

25/12/2019
যে ১০ টি কারনে আপনার প্রতিদিন ই ত্বীন/ ডুমুর ফল খাওয়া উচিত - Krishok-কৃষক

যে ১০ টি কারনে আপনার প্রতিদিন ই ত্বীন/ ডুমুর ফল খাওয়া উচিত - Krishok-কৃষক

ডুমুরের উচ্চ পটাসিয়াম উপাদান দেহে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে,ফাইবার সমৃদ্ধ খাবার শরীরে .....

19/12/2019
krishok.com.bd

krishok.com.bd

All types of Natural, Agri,dairy and other herbal and organic food. One and only motto is to ensure safe food for all .

18/12/2019

krishok.com.bd

দয়া করে একটু সময় হাতে থাকলে পুরুটা পড়ুন ....🙏🙏🙏🙏
🤔🤔🤔🤔🤔🤔🤔
একদা হজরত মূসা (আঃ) সয়ং সৃস্টিকর্তা আল্লাহ কে জিজ্ঞাসা করলেন, “ হে আল্লাহ আমি যদি খোদা হতাম আর আপনি যদি মূসা হতেন, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন?”
আল্লাহ বলেছিলেন যদি এমন হত আমি অবশ্যই তোমার কাছে চাইতাম “সুস্থ শরীর”
😢😢😢😢😢😢😢
কিন্তু অতিদুঃখের বিষয় এই যে , আধুনিকতার গতিতে আমরা নিজের শরীর নিয়ে ভাবার সময় ই পাইনা, আবার সময় টা ঠিকই পাই আর তা অসুস্থ হবার পর।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
আপনি জানেন কি ??? সব দোষ কিন্তু আমাদের !!!
🤔🤔🤔🤔🤔🤔🤔
ধ্রুন আপনার সন্তান খাবার খেতে গিয়ে খাবার টি এমন ভাবে শ্বাসনালীতে ঢুকে গেল যে সে আর নিশ্বাস নিতে পারছেনা, আপনার বাসা থেকে হসপিটাল কিংবা ডাক্তার অনেক দূরে, তখন কি আপনি তাকে নিয়ে তার দম বন্ধ অবস্থায় ডাক্তারের কাছে ছুটবেন নাকি নিজে সন্তান কে বাঁচানোর চেস্টা করবেন ?
তো আপনার কি একবার ও মনে হয়না যে , জরুরী কিছু স্বাস্থ্য ও খাবারের জ্ঞান আমাদের সবার ই থাকা উচিত ???
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
সব দোষ কিন্তু আমাদের চিন্তার !!!
বিখ্যাত গায়ক ও ড্যান্সার মাইকেল জ্যাকসন ১৫০ বছর বাচতে চেয়েছিলেন, নিয়োগ দিয়েছিলেন ১৫ জন নামকরা ডাক্তার যারা ২৪ ঘন্টা তার স্বাস্থের খোঁজ রাখতেন, কিন্তু বেচারা ৫০ বছর বয়সেই এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন, আবার এযাবৎ কালের সবচেয়ে বেশীদিন বাচা মানুষ যিনি ২০১৭ সালে -১৬৫ বছর বয়সে মারা গেছেন, তার জীবনের উপর গবেষনা করে দেখা গেছে তিনি ব্যক্তিগত ভাবেই অনেক স্বাস্থ্য জ্ঞানের অধিকারী ছিলেন, শেষ উনি কবে ডাক্তার দেখিয়েছিলেন স্মরন করতে পারেন নি ।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
সব দোষ আমাদের !!! ... চলবে ...

17/12/2019

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Boi.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boi.com.bd:

Share

boi.com.bd

বই ডটকম.বিডি নামে আমরা এই ই-কমার্স ও অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করেছি - ২০১৮ সালের শেষের দিকে, আমাদের উদ্দেশ্য মুল উদ্দেশ্য বই বিক্রি নয় বরং আমাদের দের উদ্দেশ্য হলো - মানুষকে বই পড়াতে উৎসাহিত করা এবং পড়াশুনা থেকে প্রাপ্ত জ্ঞানকে বস্তব জীবনে প্রয়োগ করা।

যেহেতু আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজাতে সাজাতে , আর টোনা-টুনির গল্প থেকে অন্যের সাথে মিথ্য বলে কিভাবে মজা নেওয়া যায় সেগুলা দিয়ে। আবার যখন কিছুটা বুঝতে শিখেছি তখন আবার দেখি, “ আমরা এমন কিছু পড়ে যাচ্ছি , যার কোন বাস্তব প্রয়োজন নাই । এভাবে অবচেতন মনেই আমরা একসময় বিদ্যা ও পড়া বিমুখী হয়ে গেছি। মুখস্ত’র চাম্পিয়নরা এগিয়ে গেলেও অনেকেই মেধাবী হোয়া সত্বেও এগুতে পারিনি।

কিন্তু আমরা জানিই না যে , এমন অনেক বই আছে যা আমাদের আবেগ , পছন্দ ও পেশার সাথে মানানসই, নিয়মিত বই পড়ে আমাদের সামাজিক ও পেশাগত জীবনে অনেক গতি আনতে পারি।

আবার বিজ্ঞানিদের মতে, বই পড়া হলো মস্তিস্কের জন্য খুবই উপকারী একটি ব্যায়াম, যা আপনাকে বহু ধরনের মস্তিস্কের জটিলতা থেকে রক্ষা করবে।