09/03/2021
ধরুন, আপনি রান্নায় এক্সপার্ট একজন শেফ , আপনার অফিসের মালিক রান্নার এই বিদ্য মোটেও জানেন না, তিনি আপনাকে রান্নার দায়িত্ব দিলেন, যথাযথ ভাবে আপনি রান্না শুরু করে দিলেন,
কিন্তু কিছুক্ষন পরে উনি এসে আপনাকে বললেন , এইভাবে লবন দিন , এইভাবে মরিচ দিন, এইভাবে মশলা দিন ---- ইত্যাদি ।
আবার, যখনই আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে, এই ভাবে রান্না টা করা ঠিক হবেনা , তখন ই তিনি আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে , তিনি যেহেতু মালিক সেহেতু আপনি তার কথায় শুনতে বাধ্য, তাই আপনি তার কথা মতোই রান্না টা করলেন , যা একদমই খাওয়ার অযোগ্য।
আপনার বস তথা সেই মালিক ঠিকই এই অখ্যাদ্য বানানোর জন্য আপনাকে দোষ দিচ্ছেন, কিন্তু বস্তবতা হলো তিনি আপনার মতো করে রান্না টা করতেই দেননি, বাধা দিয়েছেন এবং নিজের মতো করে একটা অখাদ্য বানিয়েছেন আপনার হাত দিয়ে।
আবার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বশতঃ যদি খাবার টা ভালো হয়ে যেতো, তারপর ও উনি আপনাকে দোষ দিবেন এই বলে যে , আপনি ত রান্নাই জানেন না , রান্না আমিই করেছি "
👉 তিনি আসলে আপনাকে দায়িত্ব দিয়েছেন কিন্তু কাজের স্বাধীনতা দেননি,
আবার ধরুন আপনি এমন একজন বসের সাথে জব করছেন,
👉যিনি কখনো আপনার সাফল্যে আপনাকে ধন্যবাদ দিতে পারেন না , কিন্তু সামান্য দোষ পেলে ধমকাধমকিতে তিনি সিদ্ধ হস্ত ,
👉 আবার অফিসের কোন সমস্যা হলে সিদ্ধান্ত দিতে মিটিং এর নামে আড্ডা জমিয়ে বসেন,
👉 আপনাকে কোন কাজের দায়িত্ব দিয়েও মুহুর্তে মুহুর্তে আপডেট আর ইন্সট্রাকসন দিয়ে আপনার কান পাকিয়ে ফেলেন।
👉 উৎসাহের চেয়ে ভয় দেখানো বেশী পছন্দ তার।
এই ধরনের বসের সাথে কাজ করে ক্যারিয়ার নস্ট না করে বরং তাকে একটা ছবক শিখিয়ে দিতে পারেন,
না না , আপনাকে সরাসরি কিছু করতে হবেনা ,
"দ্যা ওয়ান মিনিট ম্যানেজার" বইটি তাকে গিফট করুন এবং তিনি যাতে পড়েন সেটার উৎসাহ দিন।
আর হ্যাঁ আপনি নিজেও যদি বোরিং ম্যানেজার হয়ে থাকেন কিংবা নিজের ম্যানেজেরিয়াল স্কিলের লেভেল কোন স্তরে আছে সেটা জানতে চান তাহলে আজই বইটি কিনে পড়ুন। আমি নিশ্চিত যে আপনি অনেক উপকৃত হবেন। ধন্যবাদ
বই এর নামঃ দ্যা ওয়ান মিনিট ম্যানেজার
বই এর লেখকের নামঃ কেন ব্ল্যাঞ্চার্ড ও স্পিনার জনসন
মূল ভাষাঃ ইংরেজী , বাংলায় অনুবাদ করেছেনঃ আসিফ আযাহার
হার্ড কাভার, পৃষ্টা- ৭৯ টি ,