Sanjid Hossain

Sanjid Hossain Allways News

প্রতিদিন একই স্বাদের চা খেতে আর ভালো লাগে?তাইতো আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে এলাম ভিন্ন স্বাদের সুন্দর ঘ্রাণের  #ননী চা...
26/08/2023

প্রতিদিন একই স্বাদের চা খেতে আর ভালো লাগে?
তাইতো আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে এলাম ভিন্ন স্বাদের সুন্দর ঘ্রাণের #ননী চা ।এটি একটি বিশেষ উপাদানে তৈরী।যার প্রধান দুটি উপাদান হলো করোসল ও ননী।
চা যদি খেতেয় হয় তাহলে স্বাদে ও ঘ্রাণে অতুলনীয় ননী চা খান আর মুক্তি পান শরীরের ক্যানসার,টিউমার,সর্দি ,কাশি,জ্বর,ক্লান্তি,পুরাতন ব্যাথা,এলার্জি ,ডায়াবেটিস ও গ্যাস্টিকের সমস্যা সহ বিভিন্ন রোগ থেকে।বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে এই ননী চা।
ননী চায়ের উপকারীতাঃ
১. রক্ত পরিষ্কার ও নানা রকম দূষিত পদার্থকে শরীর থেকে বের করতে সহায়তা করে।
২.ডায়াবেটিস ও এলার্জি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩.হাড়ের সমস্যায় হাড়ের সমস্যার ক্ষেত্রে খুব উপকারী।যারা হাড়ের সমস্যায় ভুগছেন,গাঁটে গাঁটে ব্যথা,তাদের ক্ষেত্রে খুব উপকারী।তারা যদি রোজ খেতে পারেন,তাহলে খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন।ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবেন।তীব্র হাঁটুর যন্ত্রনায় যারা ভুগছেন।আর্থ্রারাইটিসের সমস্যায় ভোগা রুগীদের ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ স্বরূপ।

৪. ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকের শরীরেই ইউরিক অ্যাসিড বেশী থাকে।অর্থাৎ ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যেটার কারণে নানান সমস্যা হয়।হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকে।এছাড়াও আরও নানান সমস্যায় পড়তে হয়।এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়া যে কতটা কঠিন যারা এই সমস্যায় ভুগছেন তারাই জানেন। সবসময় ওষুধ খেয়ে যেতে হয়।কিন্তু এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে যেটা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে।
৫. বিভিন্ন রোগের উপশমের পাশাপাশি শরীরে টি কোষের উৎপাদন বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেহেতু এটাতে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রকার ভিটামিন রয়েছ তাই শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে ননী চায়ের জুড়ি মেলা ভার। এটি এনার্জি লেভেল বাড়ায় ও বিভিন্ন শারীরবৃত্তিও ক্রিয়া উন্নত করে।

৬. পেটের সমস্যা, চর্মরোগ ও চুলের সমস্যার জন্যও বিশেষ উপকারী। এটি অ্যান্টি ফাঙ্গল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি স্ক্যাল্পের বিভিন্ন অসস্তি যেমন চুলকানি, ফুসকু়ড়ি ও খুশকির মত সমস্যা কমাতে সক্ষম। পাশাপাশি এটি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হওয়ায় ত্বককে টানটান রেখে ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে। বিশেষত যাদের শুষ্ক ত্বক তাদের এটি খুবই ভালো ফল দেয়।

৭.দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ গুলিতে এটি সর্দি কাশি, লিভারের সমস্যা ও ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয়। মূলত এর অ্যান্টি ভাইরাল গুণ সর্দি কাশি ও জ্বরের থেকে আমাদেরকে অনেক টাই দূরে রাখতে সক্ষম।
৮.এনার্জি বাড়াবে ননী চা এনার্জি কমে যাচ্ছে?যখন তখন ক্লান্তি অনুভব করছেন?তাহলে খান ননী চা শরবত বা রস।ব্যাস,দেখবেন ক্লান্তি যেন কোথায় উধাউ।কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিনস।এক চুটকিতে শরীরের ক্লান্তি দূর করতে ননী চা কিন্তু দুর্দান্ত যেটা শারীরিক ও মানসিক দুই ধরণের ক্লান্তিই কমায়।এনার্জি লেবেল বাড়ায় ও শারীরিক বিভিন্ন ক্রিয়াগুলিকে উন্নত করতে সাহায্য করে,বলছেন বৈদ্যনাথের ক্লিনিক্যাল অপারেশন ম্যানেজার ডক্টর আশুতোষ গৌতম।
৯.স্ক্যাল্প ইরিটেশন ? আছেই তো ননী চা স্ক্যাল্প ইরিটেশন মাথায় হোক চুলকানি বা অন্যান্য সমস্যা,সমস্ত সমস্যার ক্ষেত্রেই ননী ফল খুব ভালো।স্ক্যাল্পের যেকোনো ইরিটেশন যেমন চুলকানি,ফুসকুড়ি,এমনকি খুশকির মত সমস্যাও কমাতে সক্ষম এই ননী চা।কারণ এতে আছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ যা স্ক্যাল্পের এই ধরণের সমস্যার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে।তাই স্ক্যাল্পকে ভালো রাখতে খেতেই পারেন ননী চা।
১০.ক্যান্সারের ওষুধ ননী বর্তমান বিভিন্ন স্টাডি বলছে,ক্যান্সারের মত ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মত কাজ করে ননী চা।কারণ এতে আছে ক্যান্সার ফাইটিং নিউট্রিইয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান।বিশেষত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা বেশ ভালো ফল দেখিয়েছে।
১১. বডি ইমিউনিটি বাড়াবে বডির ইমিউন সিস্টেমকে উন্নত করতে খান ননী চা ।প্রতিদিন যদি ননী চা খাওয়া যায়,তাহলে বিভিন্ন রোগ থেকে থাকবেন অনেক দূরে।কারণ এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল,অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।পেরেছেন,সারাবছর সুস্থ থাকতে ননী কতটা উপকারী।
১২. খুব স্ট্রেস ? তাহলে ননী সুন্দরী উপযুক্তমেয়েটি চিন্তিত আছে শরীরের অন্যান্য সমস্যা প্রতিরোধ করার সাথে সাথে,স্ট্রেস কমাতেও ননী কিন্তু জাস্ট অসাধারণ কাজ করে।বিভিন্ন রিসার্চ থেকে এটা দেখা গেছে,ননী ফল মানসিক স্ট্রেস কমাতে বেশ সাহায্য করে।সঙ্গে মানসিক ভারসাম্যকে উন্নত করে।মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে।অর্থাৎ শরীরের সাথে সাথে মনকেও ভালো রাখতে ননী খেতেই হবে।
১৩. সর্দি কাশিতে খুব ঠাণ্ডা লাগার ধাত?তাহলে খান ননী ফল।আস্তে আস্তে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।কারণ এতে আছে অ্যান্টি-ভাইরাল উপাদান।তাই সর্দি,কাশি,জ্বর এসব সমস্যা থেকে অনেকটাই দূরে রাখতে সক্ষম ননী।
১৪. হেলদি স্কিন পেতে ননী চা গুরুত্বপূর্ণ।
১৫. স্কিনের বয়সকে ধরে রাখবে ননী স্কিনকে ময়েশ্চারাইজড রাখার সাথে সাথে,ননী চা আরেকটা খুব ভালো গুণ হল অ্যান্টি-এজিং হিসাবে কাজ করে।স্কিনকে রাখে টানটান,সতেজ।কারণ এতে আছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট।তাই ত্বকের বয়সকে ধরে রাখতে ননী চা খাওয়া শুরু করুন।
যোগাযোগঃ০১৭১০৭৯৮০৯৮

23/08/2023
https://youtu.be/dVwvO957sQ8
14/07/2023

https://youtu.be/dVwvO957sQ8

#ক্যান্সার প্রতিরোধী করসল এর ঔষধি গুণাগুণ করোসলের পুষ্টি ও ক্যান্সার প্রতিরোধী গুণকরোসল ফলের ক্যান্সার প্রতিরো...

 #ফুলঝাড়ুর পাইকারি বাজার-01710798098-ঝাড়ুর ব্যাবসা করে খুব সহজে অনেক টাকা ইনকাম করা যায়/ #ঝাড়ু বিক্রির মার্কেট পলিসি নিয়...
07/04/2023

#ফুলঝাড়ুর পাইকারি বাজার-01710798098-ঝাড়ুর ব্যাবসা করে খুব সহজে অনেক টাকা ইনকাম করা যায়/
#ঝাড়ু বিক্রির মার্কেট পলিসি নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বলব/
karkhana address chakpara medical mor maona-01710798098
nite call korun.
kuriar servicers mardhome sara deshe conditioner mardhome ful jharu o solar jharu nite parben

ঝাড়ু বিক্রির মার্কেট পলিসি নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বলব/ful jharu karkhana address chakpara medical mor maona-01710798098jharu nite call korun.kuriar ...

11/10/2022

যেকোন কঠিন ব্যাথানাশক ও ক্যান্সারের প্রতিরোধক #ননী_ফল নিতে কল করুন 01710798098
👉ননী ফলের উপকারীতা নিচে দেওয়া হলো।
১.বিজ্ঞানীদের মতে এই আশ্চর্য ফলটি ক্যান্সার সহ বিভিন্ন প্রকার সংক্রমণ জনিত রোগ, আর্থ্রাইটিস, মধুমেহ, হাঁপানি, উচ্চ রক্তচাপ ও শারীরিক ব্যাথা উপশমে ব্যবহৃত ঔষধের গুরুত্বপূর্ণ উপাদান সমৃদ্ধ। বর্তমানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই ফলে ক্যান্সার ফাইটিং নিউট্রিয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান রয়েছে। বিশেষত এটি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে খুবই আশা জনক ফল দেখাচ্ছে।

২.এই ফলের রস রক্ত পরিষ্কার ও নানা রকম দূষিত পদার্থকে শরীর থেকে বের করতে সহায়তা করে।

৩.হারের সমস্যার ক্ষেত্রেও ননী খুব উপকারী। যাদের হাটুর ব্যাথা, গাটে গাটে ব্যাথা বা অন্য কোনো আর্থ্রাইটিস জনিত রোগে ভুগছেন তাদের জন্যে এই ফলের রস আশির্বাদ স্বরূপ।

৪.যাদের অতিরিক্ত ইউরিক অ্যাসিড জনিত সমস্যা রয়েছ তারাও মুক্তির জন্যে এই রসের উপর ভরসা করতে পারেন।

৫.বিভিন্ন রোগের উপশমের পাশাপাশি শরীরে টি কোষের উৎপাদন বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেহেতু এই ফলের রসে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রকার ভিটামিন রয়েছ তাই শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে ননীর জুড়ি মেলা ভার। এটি এনার্জি লেভেল বাড়ায় ও বিভিন্ন শারীরবৃত্তিও ক্রিয়া উন্নত করে।

৬.এই রস পেটের সমস্যা, চর্মরোগ ও চুলের সমস্যার জন্যও বিশেষ উপকারী। এই রসে অ্যান্টি ফাঙ্গল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি স্ক্যাল্পের বিভিন্ন অসস্তি যেমন চুলকানি, ফুসকু়ড়ি ও খুশকির মত সমস্যা কমাতে সক্ষম। পাশাপাশি এটি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হওয়ায় ত্বককে টানটান রেখে ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে। বিশেষত যাদের শুষ্ক ত্বক তাদের খেতে এটি খুবই ভালো ফল দেয়।

৭.দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ গুলিতে এটি সর্দি কাশি, লিভারের সমস্যা ও ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয়। মূলত এর অ্যান্টি ভাইরাল গুণ সর্দি কাশি ও জ্বরের থেকে আমাদেরকে অনেক টাই দূরে রাখতে সক্ষম।

👉ননী ফল ও চারা অর্ডার করতে ম্যাসেজ করুন /ফোন করুন এই নাম্বারে 01710798098
👉সমগ্র বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফল ও চারা সরবারাহ করে থাকি।

19/12/2021
 #ইনসুলিনপ্লান্টডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি মহাঔষধ। ইনসুলিন  প্লান্ট   রক্তে শর্করার মাত্রায় ইতিবাচক প্রভাব ফেলতে ...
16/08/2021

#ইনসুলিনপ্লান্ট
ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি মহাঔষধ।
ইনসুলিন প্লান্ট রক্তে শর্করার মাত্রায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি কোরাসিক অ্যাসিডের প্রাকৃতিক ঘনত্ব রয়েছে। কোরোসোলিক অ্যাসিড গ্লুকোজ প্রক্রিয়া বিপাকের কাজ করে এবং ইনসুলিনের মতো কাজ করে কোষগুলিতে এবং রক্ত প্রবাহের বাইরে গ্লুকোজ পরিবহণ করে রক্তে শর্করার মাত্রা হ্রাস করে অর্থাৎ রোগীর ইনসুলিন নেয়ার প্রয়োজনীয়তা কমিয়ে দেয় ।
চারা নিতে যোগাযোগ করুন-ইন্জিনিয়ার সানজিদ হোসেন-০১৭১০৭৯৮০৯৮
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2924971/

🔥🔥এসে গেছে ক্যান্সারের প্রতিরোধক ননী ফলের চারা👉👉ননী ফলের চারার উপকারীতা নিচে দেওয়া হলো।ননী ফল ও চারা নিতে যোগাযোগ করুন০১...
21/05/2021

🔥🔥এসে গেছে ক্যান্সারের প্রতিরোধক ননী ফলের চারা
👉👉ননী ফলের চারার উপকারীতা নিচে দেওয়া হলো।
ননী ফল ও চারা নিতে যোগাযোগ করুন
০১৭১০৭৯৮০৯৮

১.বিজ্ঞানীদের মতে এই আশ্চর্য ফলটি ক্যান্সার সহ বিভিন্ন প্রকার সংক্রমণ জনিত রোগ, আর্থ্রাইটিস, মধুমেহ, হাঁপানি, উচ্চ রক্তচাপ ও শারীরিক ব্যাথা উপশমে ব্যবহৃত ঔষধের গুরুত্বপূর্ণ উপাদান সমৃদ্ধ। বর্তমানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই ফলে ক্যান্সার ফাইটিং নিউট্রিয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান রয়েছে। বিশেষত এটি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে খুবই আশা জনক ফল দেখাচ্ছে।

২.এই ফলের রস রক্ত পরিষ্কার ও নানা রকম দূষিত পদার্থকে শরীর থেকে বের করতে সহায়তা করে।

৩.হারের সমস্যার ক্ষেত্রেও ননী খুব উপকারী। যাদের হাটুর ব্যাথা, গাটে গাটে ব্যাথা বা অন্য কোনো আর্থ্রাইটিস জনিত রোগে ভুগছেন তাদের জন্যে এই ফলের রস আশির্বাদ স্বরূপ।

৪.যাদের অতিরিক্ত ইউরিক অ্যাসিড জনিত সমস্যা রয়েছ তারাও মুক্তির জন্যে এই রসের উপর ভরসা করতে পারেন।

৫.বিভিন্ন রোগের উপশমের পাশাপাশি শরীরে টি কোষের উৎপাদন বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেহেতু এই ফলের রসে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রকার ভিটামিন রয়েছ তাই শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে ননীর জুড়ি মেলা ভার। এটি এনার্জি লেভেল বাড়ায় ও বিভিন্ন শারীরবৃত্তিও ক্রিয়া উন্নত করে।

৬.এই রস পেটের সমস্যা, চর্মরোগ ও চুলের সমস্যার জন্যও বিশেষ উপকারী। এই রসে অ্যান্টি ফাঙ্গল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি স্ক্যাল্পের বিভিন্ন অসস্তি যেমন চুলকানি, ফুসকু়ড়ি ও খুশকির মত সমস্যা কমাতে সক্ষম। পাশাপাশি এটি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হওয়ায় ত্বককে টানটান রেখে ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে। বিশেষত যাদের শুষ্ক ত্বক তাদের খেতে এটি খুবই ভালো ফল দেয়।

৭.দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ গুলিতে এটি সর্দি কাশি, লিভারের সমস্যা ও ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয়। মূলত এর অ্যান্টি ভাইরাল গুণ সর্দি কাশি ও জ্বরের থেকে আমাদেরকে অনেক টাই দূরে রাখতে সক্ষম।

👉👉এই ফলের চারা অর্ডার করতে ম্যাসেজ করুন /ফোন করুন এই নাম্বারে 01710798098
👉👉সমগ্র বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে চারা সরবারাহ করে থাকি।

27/04/2021

গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার
দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের এমডির সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল। তিনি মুনিয়াকে এক লাখ টাকা মাসিক ভাড়ায় ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দেন। ওই ফ্ল্যাটে তার নিয়মিত যাতায়াত ছিল

গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণী রাজধানীর একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ জানায়, নিহত তরুণী বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বান্ধবী। ওই শিল্প প্রতিষ্ঠানটি বাংলাদেশে আবাসন ব্যবসার জন্য স্বনামধন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় তাদের একটি আবাসিক এলাকাও রয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।
তিনি বলেন, মেয়েটিকে প্রথমে তার বোন ফ্যানে ঝুলে থাকতে দেখে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করছি।
নাম গোপন রাখার শর্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মুনিয়ার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি ঢাকায় গুলশানের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ফ্ল্যাটটির ভাড়া প্রায় এক লাখ তাকা। মুনিয়া রোববার (২৫ এপ্রিল) তার বড় বোনকে ফোন করে বলেন, তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি ফোন বন্ধ পান। সন্ধ্যার দিকে ফ্ল্যাট না খুললে বাইরে থেকে ‘লক’ খুলে ঘরে ঢুকে বোন। তখন মুনিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই মেয়েকে এক লাখ টাকা মাসিক ভাড়ায় ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দেন। তিনি নিয়মিত ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন।
গুলশানের ডিসি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আলহাবীব এবং সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দীনকে আটক করেছে...
17/04/2021

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আলহাবীব এবং সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দীনকে আটক করেছে !
লকডাউনটাকে এভাবে প্রহসনে পরিণত করে জনগণকে খুব বাজে একটা বার্তা দেয়া হল ।

দাম জানতে ইনবক্স করুন ফ্রিজের ঠান্ডা পানি কত টা ক্ষতিকর তা আপনি নিশ্চয় জানেন যদি আপনার ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে।আবার ...
17/04/2021

দাম জানতে ইনবক্স করুন
ফ্রিজের ঠান্ডা পানি কত টা ক্ষতিকর তা আপনি নিশ্চয় জানেন যদি আপনার ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে।

আবার গরমের দিনে গরম পানি খেতেও ভালো লাগে না।
আবার যারা পানি ফুটিয়ে খান তারা তো জানেন পানির স্বাদ বলতে কিছুই থাকে না।
তাহলে উপায়??
এর উপায় খুজতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে আপনাকে চিন্তা করতে হবে গ্রামের মাটির কলসের কথা যেখানে পানি প্রাকৃতিক ভাবে ঠান্ডা থাকে।
আপনি পানি রাখলে ঠান্ডা থাকবে এবং সেটি নিরাপদ।

17/04/2021

আল্লামা মাৃুমুনুল হক সাহেব তার ভেরিফাইড পেজে আবারো যা বললেন
হেফাজত নেতা মাওলানা যুবায়ের আহমেদ সহ সকল নেতা কর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানালেন হেফাজত মহাসচিব
—————————————————-
হয়রানী ও মিথ্যা মামলায়
গ্রেফতার বন্ধ না হলে
কঠোর পদক্ষেপের ঘোষণা

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ও লালবাগ মাদরাসার মুহাদ্দীস মাওলানা যুবায়ের আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

শুক্রবার (১৬ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

আল্লামা নুরুল ইসলাম বলেন, আজ শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ও লালবাগ মাদরাসার মুহাদ্দীস মাওলানা যুবায়ের আহমদকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। পবিত্র রমজান মাসে এভাবে নিরাপরাধ আলেমদের গ্রেফতার করা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি মাওলানা যুবায়ের আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অতিসত্ত্বর তাকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে ওলামায়ে কেরামকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। কেনো এ ধরণের হয়রানী করছে প্রশাসন তা আমাদের বোধগম্য নয়। আলেম-উলামারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ। তাদের সাথে এধরণের আচরণ দেশ ও জাতীর জন্য কল্যাণকর নয়। সরকারকে এসব হটকারি সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আলেম-উলামাদের মুক্তি দিতে হবে।

আল্লামা নুরুল ইসলাম বলেন, হেফাজতে ইসলাম একটি সুশৃঙ্খল দল। হেফাজতের সকল আন্দোলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। হেফাজতে ইসলামের কোন নেতাকর্মী হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ইত্যাদি কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। রাতের বেলায় বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের নেতাকর্মীদের উপর এভাবে হয়রানি ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে আমরা নিশ্চুপ বসে থাকবো না। এভাবে চলতে থাকলে পরামর্শক্রমে হেফাজতে ইসলাম কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

রোযা রাখার নিয়ত
13/04/2021

রোযা রাখার নিয়ত

রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করেছে র‍্যাব
07/04/2021

রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করেছে র‍্যাব

02/04/2021

#হেফাজতের_আন্দোলনবায়াতুল_মোকারমের_সামনে_লাইভ

 #ছাদ কৃষি
29/03/2021

#ছাদ কৃষি

29/03/2021

#নিপন_রায়ের_অডিও_ফাস

বাস্তব ঘটনা অবলম্বনেপাঁচ বছর আগে আমার একটা পরকীয়া ঘটনা ধরে আমি আর রিয়া আলাদা হয়ে যাই। শেষবার যখন রিয়ার সাথে কথা হয়েছিলো ...
29/03/2021

বাস্তব ঘটনা অবলম্বনে

পাঁচ বছর আগে আমার একটা পরকীয়া ঘটনা ধরে আমি আর রিয়া আলাদা হয়ে যাই। শেষবার যখন রিয়ার সাথে কথা হয়েছিলো তখন সে বলেছিলো, "তোমার এমন চরিত্র নিয়ে তুমি কখনো সুখী হতে পারবেনা, ভালো থেকো!"
রিয়া একটু শ্যামলা বর্ণের ছিলো। আমাদের বিয়েটা বাবা, মা পছন্দ করে করিয়েছিলো। মেয়েটা শ্যামলা বর্ণের হওয়ায় আমি অনেক না করেছিলাম তারপরেও আমাদের বিয়েটা হয়েছিলো। বিয়ের কিছুদিন পর আমি অন্য একটা মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ি। সেটা নিয়ে পরিবারে অনেক অশান্তি। সে জন্য রিয়া গোপনে অনেক কান্না করতো। দুজনে দু পাশ হয়ে শুইলে তার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করার শব্দ আমার কানে আসে। কখনো জানতেও চাইনি তার কান্নার কারণ। এত কিছুর পরেও তার কোন অভিযোগ নেই। সকালে ঘুম থেকে উঠে রিয়া ঠিকই চা এনে দিবে। কতবার তার হাত থেকে চায়ের কাপ নিয়ে ফ্লোরে ছুড়ে মেরেছি সেটার কোন হিসাব নেই। বিয়ের পর কখনো আমার নিজের হাতে কাপড় নিতে হয়নি, আমি গোসল করতে ঢুকলেই সে কাপড় গুলো ওয়াশরুমের বাইরে সাজিয়ে রাখে। রিয়া আমাদের বাড়িতে আসার পর মা'কে কখনো রান্না ঘরে যেতে হয়নি। রিয়া যে এক বছর আমাদের বাসায় ছিলো তার মাঝে এক সপ্তাহও মনে হয় তার বাপের বাসায় যায়নি। পুরো বছরটা সে আমাকে ইম্প্রেস করার চেষ্টা করে। একটা সময় সে মানসিক অত্যচার সহ্য করতে না পেরে আমার কাছ থেকে আলাদা হতে চায়। আমি সেদিন হাসতে-হাসতে, নাচতে-নাচতে তাঁকে আলাদা করে দিই।
আজ পাঁচ বছর পূর্ন হলো রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। আসলে চলে গেছে বললে ভুল হবে তাড়িয়ে দিয়েছিলাম। রিয়া চলে যাওয়ার দু বছর পর বাবা মারা যায়। রিয়া চলে যাওয়ার পর থেকে বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে একটা কথাও বলেনি। মারা যাওয়ার সময় আমি অফিসে ছিলাম এসে শুনলাম মারা যাওয়ার সময় বাবা তার একমাত্র ছেলেকে না খুঁজে ছেলের বউকে একবার দেখতে চেয়েছিলো। জীবনের প্রথম ধাক্কাটা খেয়েছিলাম সেদিন।
আজ আমার মা মারা গেলো!! রিয়া যাওয়ার পর থেকে মা প্রয়োজনের বেশী আমার সাথে একটা কথাও বলতো না। "ভাত দিছি খেতে আই।" এই কথাটা ছাড়া আর বেশী কিছু বলতো বলে আমার মনে পড়েনা। খুব বেশী কান্না পাচ্ছে যখন মায়ের আলমারিটা খুলে দেখলাম রিয়া চলে যাওয়ার পর থেকে আমার দেওয়া একটা শাড়ীও মা পড়েনি। কখনো বলতো না আমার জন্য কিছু লাগবে বা লাগবেনা। তবুও আমি অনেক কিছুই এনে দিয়েছিলাম যেগুলো যেভাবে এনেছি সেভাবেই এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার উপর এতটা অভিমান নিয়ে মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মা আমার হাতের উপর মারা গেছে মারা যাওয়ার সময় শুধু একটা কথা ই বলেছে, "বাবা, তুই ছিলি আমাদের একমাত্র সন্তান তোর ভালোবাসায় কমতি হবে ভেবে আমরা দুইটা সন্তান নেইনি তারপরেও আমাদের মুখের দিকে তাকিয়ে রিয়াকে মেনে নিতে পারিস নি! তোর বাবা মারা যাওয়ার আগে প্রতি রাতে শুধু এই কথাটা বলে বলেই কান্না করতো, মেয়েটা অনেক ভালো ছিল রে।"
আমার পরকীয়ার সম্পর্ক ছিলো দুই থেকে তিন মাসের মতো এই দুই তিন মাস আমার কাছ থেকে মা, বাবা,রিয়া এবং পাঁচ পাঁচটা বছর কেড়ে নিলো। আজ বুঝতেছি ভালো থাকার মানেটা কি। কতো সুখি হতাম যদি বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে আগের মতো সব কথা বলতো! কতো সুখি হতাম মা যদি আগের মত আমার বন্ধুর মতো থাকতো!
কিন্তু বুঝতে পারতেছিনা আজ কেনো এসব ভাবতেছি সেই পাঁচ বছর আগে যদি ভাবতাম তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। এখন পুরো একটা বাড়িতে আমি একা কাউকে জড়িয়ে ধরে কাঁদবো সে উপায় ও নেই। নিজে নিজে কান্না করতেছি, নিজে নিজে চিল্লাতে চিল্লাতে আকাশ বাতাস ভারি করে ফেলতেছি কিন্তু সব কিছুই যেনো আমার থেকে বিমুখ হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে কিছু বললেই আকাশ যেনো উল্টো আমাকে বলতেছে সব কিছুর জন্য তুই দায়ী। আজ নিজেকে খুব বেশী অপরাধী মনে হচ্ছে। রিয়ার চলে যাওয়ার সময় কথাটা যেনো আজ অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেলো।
আজ পাঁচ বছর পর রিয়ার নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই কলটা রিসিভ করে ওপাশ থেকে একটা বাচ্চা বললো, "পাপ্পা-পাপ্পা তুমি কখন আতবে?"
বাচ্চাটার কথা শোনে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেলো! মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছেনা।
দূর থেকে কেউ একজন বললো, "কে ফোন করেছে মা?"
কণ্ঠ শোনে বুঝতে পারলাম এটা রিয়া, মেয়েটা কতো সুখি হয়ে গেলো, বিয়ে করে বাচ্চা হলো। এখন খুব জেলাস ফিল হচ্ছে তার স্বামীর কথা ভেবে!!
ইচ্ছে করতেছে দৌড়ে গিয়ে রিয়াকে আমার কাছে নিয়ে আসি, জড়িয়ে ধরে অনেক কান্না করি। রাত দিন কান ধরে ক্ষমা চাই। কিন্তু সেটা তো আর সম্ভব নই। সে এখন আরেকজনের বউ। তাছাড়া আমার মত খারাপ একটা মানুষকে কেনো সে জড়িয়ে ধরবে!
ওপাশ থেকে রিয়া বলতেছে, "দাও মা ফোনটা দাও, দেখি কে ফোন করেছে।"
এর পর আর কোন কথা শুনতে পেলাম না। হয়তো আমার নাম্বার সে চিনতে পারছে তাই কোন কথা বলতে চাচ্ছেনা। আমিও কেমন বোকা তার কাছ থেকে কথা আশা করতেছি। তার কণ্ঠ শুনতে পেয়েছি সেটাই তো অনেক। ফোনটা যদি তার কাছে থাকতো হয়তো তার কণ্ঠটাও শোনা হতো না। আমার মতো জঘণ্য একজন মানুষের সাথে তার কথা বলা উচিৎ নই। এসব ভাবতে ভাবতে ফোনটা কেটে দিলাম।

মায়ের সাথে সাথে আমার চোখ থেকে ঘুমও বিদায় নিলো। বালিশে মাথা রাখলেই চোখের দু কোণা দিয়ে অজস্র পানি বেরিয়ে যাচ্ছে। মুছতে মুছতে ভাবতেছি,"শুধু কান্না নই এখন যদি মরেও যাই একটা লোকও নাই যে আমার জন্য দু ফোটা চোখের পানি ফেলবে।" আজ আমি এতই একা। একটা মূহুর্তের জন্যও ঐ পরকীয়ার সম্পর্ক টার ব্যাপারে ঘৃণা ছাড়া কিছু মাথায় আসতেছেনা। অথচ একটা সময় ছিলো রিয়ার প্রতি ঘৃণা আর পরকীয়ার প্রতি মায়া। আজ পরকীয়ার প্রতি ঘৃণা আর রিয়ার প্রতি মায়া। সময় কতো বড় শিক্ষক আজ তা শিখিয়ে গেল। আমাকে কেউ মারেনি কিন্তু সময়ের কাছে কী মার টাই না খেয়ে গেলাম!
খুব সকালে বাড়ির কলিং বেলটা বেজে উঠলো, চমকে উঠলাম কারণ মা মারা যাওয়ার তিন দিন পর কেউ একজন বাড়ির কলিং বেল টা বাজালো!
দরজা খুলতেই আরো বেশী অবাক হলাম, দেখলাম রিয়া একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারতেছিনা এমন সময় আমি কি করবো? আমার কি করা উচিৎ... চলবে?

ফিরে আসার গল্প
লেখা:

(বিঃদ্রঃ ভালো সাড়া পেলে আগামী পর্বে সমাপ্তি করব ইনশাল্লাহ এবং nxt পর্ব মিস করতে না চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিন অথবা follow করুন ধন্যবাদ)

23/02/2021

Address

Uttara
Dhaka

Telephone

+8801710798098

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjid Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Dhaka

Show All

You may also like