Mohana Mony

Mohana Mony মোহনা মনি তার কন্ঠে, আপনার হৃদয়ে জমে থাকা না বলা কথাগুলোকে তুলে ধরতে চায়। 🙂

😕
11/01/2026

😕

The End 🖤
31/12/2025

The End 🖤

এক মহাকালের সমাপ্তি।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! 🖤 Begum Khaleda Zia
30/12/2025

এক মহাকালের সমাপ্তি।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! 🖤 Begum Khaleda Zia

শেষমেশ মানুষ শিখে যায়—সব কথা বলার নয়, সব অনুভূতি দেখানোর নয়, আর সব দুঃখ ভাগ করারও কেউ থাকে না। 🖤
28/12/2025

শেষমেশ মানুষ শিখে যায়—
সব কথা বলার নয়, সব অনুভূতি দেখানোর নয়, আর সব দুঃখ ভাগ করারও কেউ থাকে না। 🖤

🤩
22/12/2025

🤩

শরীফ ওসমান বিন হাদির আত্মার শান্তি কামনা করছি।
20/12/2025

শরীফ ওসমান বিন হাদির আত্মার শান্তি কামনা করছি।

⚠️ Content Warning: Violenceকিছু ঘটনা থাকে, যেগুলো চোখে দেখা যায় ঠিকই, কিন্তু মস্তিষ্ক মানতে চায় না। আজকাল তেমনি এক অনুভ...
19/12/2025

⚠️ Content Warning: Violence

কিছু ঘটনা থাকে, যেগুলো চোখে দেখা যায় ঠিকই, কিন্তু মস্তিষ্ক মানতে চায় না। আজকাল তেমনি এক অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে! আহারে!

আমি কখনোই ধর্ম নিয়ে তর্কে জড়াইনি। ধর্মীয় বিষয়ে কাউকে আঘাত করে কথা বলাও আমার স্বভাব নয়। নিজের বিশ্বাস নিজের মধ্যেই রেখেছি সবসময়। কিন্তু আজ অদ্ভুত এক ভয় কাজ করছে আমার ভেতরে! ভুল বোঝাবুঝি, মিথ্যা অভিযোগ আর মব। আর সবশেষে, একটাই পরিণতি - জীবন শেষ!

ভালুকার ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি যে জায়গায় কাঁপিয়েছে, সেটা হলো - আইন আছে, কিন্তু আইন নেই। অভিযোগ সত্য হলে বিচার হওয়ার কথা আদালতে। মিথ্যা হলে তদন্ত হওয়ার কথা। কিন্তু সবকিছু পাশ কাটিয়ে যদি মানুষের জীবন এভাবে শেষ হয়ে যায়, তাহলে আমরা কোন দেশে বসবাস করছি?

এর আগেও দেখেছি, “ধর্ম অবমাননা” শব্দটা কত সহজে কাউকে ফাঁসানোর হাতিয়ার হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয়, এই ভয়ংকর দৃশ্য দেখে কিছু মানুষ আনন্দ প্রকাশ করেছে। এই ঘটনাটা শুধু একজন মানুষের মৃত্যু নয়; এটা আমাদের বিবেক, আমাদের আইন আর আমাদের মানবিকতার ওপর এক ভয়ংকর প্রশ্ন রেখে যায়।
ভাষা হারিয়ে ফেলেছি। সত্যিই আর কিছু বলার নেই… 😪

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাস নামের একজন পোশাক শ্রমিককে ধর্মীয় কটুক্তির অভিযোগে গণপিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে।

✍️ মোহনা মনি

Disclaimer: This post reflects personal concern over a tragic incident and is not intended to offend any religion or community. It strongly condemns mob violence, hatred, and any form of extrajudicial killing.

সেই আমি, এই আমি…. 🖤
17/12/2025

সেই আমি, এই আমি…. 🖤

আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি! 🇧🇩
16/12/2025

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি! 🇧🇩

11/12/2025

শিশু সাজিদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃ*ত ঘোষণা করে!
বাবাটা চ*লে*ই গেলো......

রাজশাহীর তানোরে ছোট্ট একটা শিশু, নাম তার সাজিদ।বয়স মাত্র দুই বছর।এতটুকুন একটা বাচ্চা ৪০ ফুট গভীর নলকূপের পাইপে পড়ে আটকে...
11/12/2025

রাজশাহীর তানোরে ছোট্ট একটা শিশু, নাম তার সাজিদ।
বয়স মাত্র দুই বছর।
এতটুকুন একটা বাচ্চা ৪০ ফুট গভীর নলকূপের পাইপে পড়ে আটকে আছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে।

গ্রামের বাতাস যেন থমকে আছে।
মানুষ দাঁড়িয়ে আছে, চেয়ে আছে।
শুধুই অপেক্ষা...
আর পরিবারের অবস্থাটা কল্পনা করলেও বুক কেঁপে উঠছে।

সৃষ্টিকর্তা,,
আপনি তো হারানো পথ দেখিয়ে দেন। অন্ধকারে আলো দেন।
এই নিষ্পাপ বাচ্চাটাকে আপনার রহমতের চাদরে আগলে রেখেন।
তার শরীরে শক্তি দিন… তাকে নিরাপদে মায়ের কোলে ফিরিয়ে দিন। 🤲

এই ঘটনাটা দেখে একটা কথা বারবার মনে হচ্ছে-
আমরা কি সত্যিই আমাদের আশপাশের সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে দেখি?!
এত গভীর একটা কূপ কীভাবে দিনের পর দিন খোলা পড়ে থাকে!
বাচ্চারা তো বুঝে না কোথায় বিপদ, কোথায় কি!

কর্তৃপক্ষের তো দায়িত্ব ছিলো এগুলো আগেই দেখে সমাধান করা।
একটা খোলা গভীর পাইপ এটা কখনোই “চোখ এড়িয়ে যাওয়ার” মতো বিষয় না।
কিছুদিন আগেও টঙ্গীতে ম্যান হলের ভিতরে একজন নারী পড়ে গিয়ে জীবন হারালো। এভাবে কাঠের চশমা পড়ে কর্তৃপক্ষ আর কত দিন থাকবে?!

দয়া করে—
রাস্তা বা বাড়ির আশেপাশে কোনো খোলা গর্ত, পাইপ, নলকূপ থাকলে অবিলম্বে বন্ধ করে দিন।
বিষয়টা নিজের দায়িত্ব মনে করে হলেও ব্যবস্থা নিন।
আর কর্তৃপক্ষের কাছে দাবি তুলুন, এমন খোলা ঝুঁকিপূর্ণ স্থান যেন আর কোথাও না থাকে

সাজিদের জন্য শুধু দোয়া প্রয়োজন এই মুহূর্তে। 💚🤲

-মোহনা মনি

Disclaimer: This message is shared to stress public safety and accountability, not to target any individual.

মোহাম্মদপুরে মা আর মেয়েকে খুন করার যে ভয়ংকর ঘটনাটা দু'দিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আজ অবশেষে সেই গৃহকর্মী আয়েশাকে বরি...
10/12/2025

মোহাম্মদপুরে মা আর মেয়েকে খুন করার যে ভয়ংকর ঘটনাটা দু'দিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আজ অবশেষে সেই গৃহকর্মী আয়েশাকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে।

খুব অবাক লাগলো,, মেয়েটাকে দেখতে কি শান্ত, সাধাসিধা আর সহজ সরল।
অথচ এই “সরল মুখের” আড়ালে এতটা ভয়ানক একটা মানুষ লুকিয়ে ছিল তা কে জানত!
বোরকা পরে বাসায় এসে, মা–মেয়েকে খুন করে স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে গেলো। কি পরিকল্পিত খুন!
ভাবলে গা শিউরে ওঠে। এ যেন ঠান্ডা মাথার খুনি!

মুহুর্তের মধ্যেই একটা পরিবার ধ্বংস হয়ে গেলো। ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো সব স্বপ্ন!

এটা আমাদের জন্যও একটা বড় সতর্কতা কিন্তু -
যাকে আমরা ঘরে আনি, তাকে আসলে কতটুকু চিনি? শুধু মুখ দেখে কাউকে ভালো মানুষ ভাবা, যে কত বড় ভুল সেটা আবারও প্রমাণ হলো।

আয়েশা ধরা পড়েছে ঠিক আছে।
কিন্তু যে পরিবারটা সব হারালো, তাদের কষ্ট কী দিয়ে পূরণ হবে?
আল্লাহ সেই মা আর মেয়েকে জান্নাত দান করুন।

আর আমরা যারা আছি, প্লিজ আমরা সচেতন হই। বিশ্বাস করার আগে একটু যাচাই করি।
নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে!

-মোহনা মনি

Disclaimer: This post is for awareness only. It does not promote or support any form of violence.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohana Mony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category