19/12/2025
⚠️ Content Warning: Violence
কিছু ঘটনা থাকে, যেগুলো চোখে দেখা যায় ঠিকই, কিন্তু মস্তিষ্ক মানতে চায় না। আজকাল তেমনি এক অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে! আহারে!
আমি কখনোই ধর্ম নিয়ে তর্কে জড়াইনি। ধর্মীয় বিষয়ে কাউকে আঘাত করে কথা বলাও আমার স্বভাব নয়। নিজের বিশ্বাস নিজের মধ্যেই রেখেছি সবসময়। কিন্তু আজ অদ্ভুত এক ভয় কাজ করছে আমার ভেতরে! ভুল বোঝাবুঝি, মিথ্যা অভিযোগ আর মব। আর সবশেষে, একটাই পরিণতি - জীবন শেষ!
ভালুকার ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি যে জায়গায় কাঁপিয়েছে, সেটা হলো - আইন আছে, কিন্তু আইন নেই। অভিযোগ সত্য হলে বিচার হওয়ার কথা আদালতে। মিথ্যা হলে তদন্ত হওয়ার কথা। কিন্তু সবকিছু পাশ কাটিয়ে যদি মানুষের জীবন এভাবে শেষ হয়ে যায়, তাহলে আমরা কোন দেশে বসবাস করছি?
এর আগেও দেখেছি, “ধর্ম অবমাননা” শব্দটা কত সহজে কাউকে ফাঁসানোর হাতিয়ার হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয়, এই ভয়ংকর দৃশ্য দেখে কিছু মানুষ আনন্দ প্রকাশ করেছে। এই ঘটনাটা শুধু একজন মানুষের মৃত্যু নয়; এটা আমাদের বিবেক, আমাদের আইন আর আমাদের মানবিকতার ওপর এক ভয়ংকর প্রশ্ন রেখে যায়।
ভাষা হারিয়ে ফেলেছি। সত্যিই আর কিছু বলার নেই… 😪
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাস নামের একজন পোশাক শ্রমিককে ধর্মীয় কটুক্তির অভিযোগে গণপিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে।
✍️ মোহনা মনি
Disclaimer: This post reflects personal concern over a tragic incident and is not intended to offend any religion or community. It strongly condemns mob violence, hatred, and any form of extrajudicial killing.