Mohammad Tahmid Hossain

Mohammad Tahmid Hossain Hey guys I am Tahmid my page is all about learning new skills for bright future inbox me for details
(1)

সম্পুর্নটা পড়ার অনুরোধ রইলো....""আমার কাছে টাকা নাই আমি শিক্ষিত পরিবারের সন্তান কিন্তু আমার মা বাবা চায় না আমি ফ্রিল্যান...
07/08/2023

সম্পুর্নটা পড়ার অনুরোধ রইলো....
""আমার কাছে টাকা নাই আমি শিক্ষিত পরিবারের সন্তান কিন্তু আমার মা বাবা চায় না আমি ফ্রিল্যান্সিং করি।""-অনেকে এটা বলে।
এই কথাটা মিথ্যা নয়, পরিবারতো ফ্রিল্যান্সিং কি সেটাই বোঝে না। অনেক বাবা মা তো ইন্টারনেটই চেনে না তাহলে ইন্টারনেট থেকে যে ইনকাম করা যায় সেটা কিভাবে বুঝবে?এটা তো আমাদের দায়িত্ব তাদের বুঝানো তাই না।এখন তারা চায় না তার জন্য আমিও তাদের বুঝাবো না এরকম করলে তো চলবে না। বাবার টাকায় আর কতোদিন চলবেন। এবার নিজে কিছু করার চেষ্টা করুন।নিজের টাকায় নিজের সপ্নগুলো পূরণ করার মতো তৃপ্তি আর কোথাও নেই। গ্রাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন কম্পানিতে চাকরির জন্য না দৌড়িয়ে এখন থেকেই ফ্রিল্যান্সিং করে দক্ষ হয়ে নিজের ক্যারিয়ার কে সিকিওর করুন ।সাফল্যের জন্য বাঁধা আসবে। তাই বলে চেষ্টা না করে থাকতে পারিনা।
যার টাকা আছে তার ফ্রিল্যান্সিং করার প্রোয়োজন নেই, যার টাকা দরকার নিজের স্বাধীনতা নিয়ে কাজ করতে চাই কেবল তারাই ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করেন। নিজে বেকার মুক্ত হোন দেশ বেকার মুক্ত করেন ।
চাইলে আমকে ইনবক্স করতে পারেন।

আসুন জেনে নেই একজন ফ্রিল্যান্সার আর আপনার মাঝে পার্থক্যঃআপনার কাছে একটি স্মার্ট ডিভাইস আছে, তেমনি ফ্রিল্যান্সার এর কাছেও...
07/08/2023

আসুন জেনে নেই একজন ফ্রিল্যান্সার আর আপনার মাঝে পার্থক্যঃ
আপনার কাছে একটি স্মার্ট ডিভাইস আছে, তেমনি ফ্রিল্যান্সার এর কাছেও আছে।
আপনি অনলাইনে সময় ব্যয় করেন, একজন ফ্রিল্যান্সার ও একই কাজ করে।
আপনি অনলাইন ব্যবহার করতে টাকা খরচ করেন, তা ফ্রিল্যান্সার ও করে।
আপনি বলেন আমি ফেইসবুক ব্যবহার করি তেমনি এটা একজন ফ্রিল্যান্সার ও করে।

তাহলে পার্থক্য কোথায়...?
পার্থক্য হলো শুধু দক্ষতায়...
আপনি অনলাইনে সময় অপচয় করছেন, যা জীবন থেকে কেড়ে নিচ্ছে মূল্যবান অনেক সময়। আমি বলবো অনলাইন আপনি ব্যবহার করছেন না বরং অনলাইন আপনাকে ব্যবহার করছে..!
একজন ফ্রিল্যান্সার, অনলাইনে একই সময় ব্যয় করছে ইনকাম করার জন্য।
তাই সময় থাকতে দক্ষ হোন।
দক্ষ মেন্টর এবং সফল ফ্রিল্যান্সারদের কাছ থেকে স্কিল ডেভেলপ করতে আমাদের sate join করুন।
চাইলে আমকে ইনবক্স করতে পারেন।

🟦ফ্রিল্যান্সিংয়ে যে সেক্টরগুলো রয়েছে! বর্তমানে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো- ডিজিটাল মার্কেটিং✅🟪আমাদের ইনস্টিটিউটের বিশে...
07/08/2023

🟦ফ্রিল্যান্সিংয়ে যে সেক্টরগুলো রয়েছে! বর্তমানে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো- ডিজিটাল মার্কেটিং✅
🟪আমাদের ইনস্টিটিউটের বিশেষত্ব হলোঃ
➖ অভিজ্ঞ শিক্ষক ✅
➖ সঠিক গাইডলাইন ✅
➖ লাইফটাইম সাপোর্ট ✅
➖ কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট ✅
🟥আপনি চাইলে ফেইসবুক বা ইউটিউব টিউটোরিয়াল দেখেও ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। কিন্তু! কিভাবে সফল ফ্রিল্যান্সার হওয়া যায় কিংবা কিভাবে বায়ার কমিউনিকেশনের মাধ্যমে অর্ডার নিতে হয়, কিভাবে চুক্তি করতে হয়, কোনো সমস্যার সম্মুখীন হলে কিভাবে সমাধান করে অর্ডার কমপ্লিট করতে হয়❗এসব বিষয়ে সঠিক তথ্য এবং নলেজ না থাকলে আপনি নিজেকে ভালো পর্যায়ে নিয়ে যেতে ব্যর্থ হবেন।
🟦আমাদের ইনস্টিটিউট আপনাকে শতভাগ সাফল্যের জন্য সঠিক গাইডলাইন, লাইফটাইম সাপোর্ট দিয়ে যাবে। যাতে! আপনি কোর্স চলাকালীন সময় থেকেই টাকা ইনকাম করতে পারেন💸💸💸
💝💝আগ্রহী প্রার্থীরা দ্রুত ইনবক্সে মেসেজ করুন।সময় সীমিত।💝💝💝 ধন্যবাদ 🌺🌺🌺

পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিকঃ১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ! আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।২. কখনও তর্কে...
07/08/2023

পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিকঃ

১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ! আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়।

৩. আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে!

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন! কি দরকার বলে বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না! আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

১১. বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।

পার্সনাল স্কিল যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভাবে কর্ম জীবন এর জন্য স্কিল ডেভেলপ করাও অনেক গুরুত্বপূর্ণ।
তাই বসে না থেকে , পড়াশোনা বা যেকোনো কাজের পাশাপাশি শুরু করুন ফ্রিল্যান্সিং।
keo করতে চাইলে ইনবক্সে মেসেজ দিন,

আমাদের দেশের চাকরির বাজারের যে বেহাল দশা তাতে একমাত্র দক্ষ ফ্রিল্যান্সারদের আছে উজ্জল ক্যারিয়ার। (ইতোমধ্যে আপনারা প্রমাণ...
06/08/2023

আমাদের দেশের চাকরির বাজারের যে বেহাল দশা তাতে একমাত্র দক্ষ ফ্রিল্যান্সারদের আছে উজ্জল ক্যারিয়ার। (ইতোমধ্যে আপনারা প্রমাণিত) এতগুলা সিভি/বায়োডাটা পরে আছে ডাস্টবিনে, সবাই ভাবছে তার চাকরিটা হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো তার সিভি হয়তো কর্তৃপক্ষের নজরেই পড়েনি।
কিছুদিন আগের কথা, প্রাথমিক শিক্ষক/শিক্ষিকা নিয়োগে ১২টি পোস্টের বিপরিতে ১২ লক্ষ প্রার্থী আবেদন করেছে। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন এই চাকরির বাজারে আপনার সামান্যতম চান্স আছে।
তথাপি চাকরির বাজারে রয়েছে কোটা, মুক্তিযোদ্ধা, স্বজনপ্রীতি, দূর্নীতি। অন্যদিকে ফ্রিল্যান্সিং জগতে নেই কোনো দূর্নীতি, নেই কোনো কোটা। একমাত্র দক্ষরাই কাজ করছে বহাল তবিয়তে। (এখন যদি আপনি দক্ষতা অর্জন করতে না পারেন তবে মনে রাখবেন আপনার জন্য পৃথিবীর কোথাও জায়গা নেই)
১০ হাজার টাকার জন্য সারা মাস প্রতিদিন ১০ঘন্টা করে কাজ করতে প্রস্তুত সবাই। কিন্তু তারা ফ্রিল্যান্সিংয়ে ৮ ঘন্টাও কাজ করতে রাজি নয় যেখানে লক্ষ টাকা ইনকামের সুযোগ রয়েছে।
সবাই এটা মনে রেখে কাজ করবেন যে, দক্ষ ফ্রিল্যান্সাররা শুধু নিজেই কাজ করে না বরং আরোও অনেকের কাজের সুযোগ সৃষ্টি করে দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, আমাদের সফলতা দান করুন।
messenger users can talk to me if you want to know the details as a beginner


ফ্রিল্যান্সিং কিভাবে শিখব?যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে সবাই পড়বেন।ফ্রিল্যান্সিং শেখার প্রথমেই আমাদ...
06/08/2023

ফ্রিল্যান্সিং কিভাবে শিখব?
যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে সবাই পড়বেন।
ফ্রিল্যান্সিং শেখার প্রথমেই আমাদের ভাবতে হয় কোর্স টি কি ফ্রি তে শিখব নাকি টাকা দিয়ে শিখব।
এই প্রশ্নর উওর নির্ভর করে আপনি কোর্স শিখে কি করতে চান।
যেমন আপনি যদি চান শুধুমাএ ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি ধারনা নিতে, যদি আপনার এই সেক্টর হতে ইনকাম,ক্যারিয়ার তৈরি করার ইচ্ছে যদি না থাকে তাহলে আপনি ফ্রি কোর্স শিখতে পারেন।সেই ক্ষেএে ইউটিউভ টিউটোরিয়াল অথবা যারা ফ্রি শেখান তাদের থেকে শিখতে পারেন।
এখন যদি আপনার ইচ্ছে থাকে ইনকাম করা ক্যারিয়ার তৈরি করা তাহলে ১০০% টাকা খরচ করে আপনাকে শিখতে হবে।
তার কারন হচ্ছে শেখার পরবর্তিতে যখন আপনি কাজ করতে যাবেন তখন ঐ কাজে অনেক ধরনের সমস্যার সম্মুখিন হতে পারেন।এখন যদি আপনি এই সমস্যার সমাধান না করতে পারেন তাহলে ইনকাম সম্ভব না।
সুতরাং ইনকাম করার জন্য দরকার গাইডলাইন।গাইডলাইন হচ্ছে সমস্যা সমাধান করার জন্য কোন ইন্সটিটিউড বা কোন অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন।যারা আপনার সমস্যা সমাধানের জন্য সাপোর্ট দিবে।
এখন আপনারাই বলেন যারা ফ্রি শিখতে চায় কোর্স শিখতে সময় লাগে ৩-৪ মাস কিন্তু কাজ তো করতে হবে সবসময়।।সেই ক্ষেএে সমস্যা সবসময় দেখা দিবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার সমস্যা সমাধানের জন্য কখনও সবসময় আপনাকে সহযোগিতা করবে না ফ্রি তে।
তাই ফ্রি কোর্স শিখে ইনকামের জন্য সাপোর্ট পাওয়া যায় না।
টাকা খরচ করে শিখলে আপনার দায়িত্ব নিতে প্রতিষ্ঠান বাধ্য।তবে প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে ভালো মানের।
আশা করি বুঝতে পেরেছেন।
never feel shy to communicate with me if your using messenger

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায়! কিন্তু, যখনই শোনে যে ৭থেকে ৮হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়, প্রিয় ভাই ও বোন হ...
06/08/2023

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায়! কিন্তু, যখনই শোনে যে ৭থেকে ৮হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়, প্রিয় ভাই ও বোন হতাশ হওয়ার কিছুই নেই।
কিন্তু এটাও সত্য যে আবার এই টাকাটাই অনেকের কাছেই বিরাট কিছু। কিন্তু,এই টাকার বিনিময়ে যদি আপনি যোগ্যতা সম্পন্ন হতে পারেন, এবং লক্ষ টাকা ইনকাম করতে পারেন সমস্যাটা কোথায় ?
আমরা অহেতুক কত টাকা নষ্ট করে ফেলি যেটা আমাদের কাজে আসে না !
আর এই টাকাটা ভালো কাজে ব্যয় করলে আমাদের কাজে আসবে, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। -আমরা ১৫/১৭ বছর পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ও চাকরির জন্য ছুটে ও চাকরি পাইনা।
আর ফ্রিলান্সং এমন একটি মুক্ত পেশা যেখানে ৪/৫ মাস কাজ শিখে ভালো একটি ক্যরিয়ার গড়া যায় যদি সত্যিই কেউ মন থেকে ফ্রিল্যান্সিং নিয়ে উঠে পড়ে লাগে তো,
পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রিলান্সিং এর বিভিন্ন বিষয় শিখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমনকি চাকরীর বাজারেও দক্ষতা প্রদর্শন করলে চাকরী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
🎓ভাই এরকম ২৫০ + সেক্টর রেডি করেছে সরকার,, কিন্তু দেয়ার প্রসেস হচ্ছে না,,২০২৪ সালের পর বাধ্যতামূলক আইটি স্কিল থাকতেই হবে।।
always feel free to inbox me

♦️বর্তমানে ৮০% মানুষই ফ্রিল্যান্সিং এর সঠিক মানে জানে না। কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা হলো ফ্রিল্যান্সিং।🥰কারন শু...
06/08/2023

♦️বর্তমানে ৮০% মানুষই ফ্রিল্যান্সিং এর সঠিক মানে জানে না।
কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা হলো ফ্রিল্যান্সিং।🥰
কারন শুধু মাত্র এই সেক্টরেই আপনি নিজের স্বাধীনমত কাজ করতে পারবেন আর নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন।😇
তবে অনেকেরই জানা নেই কিভাবে এই সেক্টর এ কাজ শুরু করবে এবং ফ্রিল্যান্সিংটা আসলে কি, তাদের জন্যই আমাদের এই ফ্রী ক্লাস এর আয়োজন, যেখানে-
★ ফ্রিল্যান্সিং কি?
★ কিভাবে শুরু করবেন?
★ কিভাবে ইনকাম হয়?
★ কিভাবে শিখবেন?
কোন বিষয় এ ফ্রিল্যান্সিং করলে সহজে ও কম সময়ে ভালো কাজ পাওয়া যাবে?
প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের একটা চমৎকার ফ্রিল্যান্সিং বিষয়ক অনলাইন ফ্রী ক্লাস এর আয়োজন করা হয়েছে😊
অনলাইন ক্লাসে অংশ গ্রহণ করতে শুধু zoom apps থাকতে হবে।
🎆 বিস্তারিত জানতে ইনবক্স এ যোগাযোগ করতে পারেন।

❤️Happy Freelancing❤️ 🌼ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা যেখানে কোনো কম্পানি বা প্রতিষ্ঠানের অধিনে না থেকে ঘরে বসেই স্বাধীনভা...
06/08/2023

❤️Happy Freelancing❤️
🌼ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা
যেখানে কোনো কম্পানি বা প্রতিষ্ঠানের অধিনে না থেকে ঘরে বসেই স্বাধীনভাবে ইনকাম ডেভেলপমেন্ট করা যাই।
তরুণদের মাঝে বতর্মানে ফ্রিল্যান্সিং কেনো জনপ্রিয়?
লেখা পড়ার পাশাপাশি তরুণরা তাদের স্কিল কে ডেভলভ করে। এই সেক্টর থেকে ভালো একটা ইনকাম ডেভলভ করছে। এবং তাদের পড়াশোনার খরচ বহন করে পরিবার কে ও সাহায্য করতে পারছে। এতে তাদের পড়ালেখা সুন্দর ভাবে চলছে অবসর সময় কাজে লাগিয়ে ইনকাম ডেভেলপমেন্ট করতে পারছে। এবং স্বাধীনচেতা হয়ে উঠছে।
বাংলাদেশে চাকরির অবস্থা খুবই শোচনীয়। লাখলাখ যুবক লেখা পড়া শেষ করে চাকরির পিছে দৌড়াইতে দৌড়াইতে তাদের জিবন শেষ করে ফেলছে। কিন্তু ফ্রিল্যান্সাররা তাদের স্কিলকে ঢাল হিসাবে ব‍্যবহার করে প্রতিমাসে লাখ লাখ টাকা ইনকাম করছে।

তাই তরুণ দের জন্য ফ্রিল্যান্সিং জনপ্রিয়।
যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করে Freelancing শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন!
you can talk to me in messenger for details
ধন্যবাদ!
Happy freelancing family

💐❤️Happy Freelancing💐❤️        আমরা মানুষ বড়ই অদ্ভুত🤔👉১৫/২০ হাজার টাকার চাকরির জন্য  ১৫/১৬ বছর লেখাপড়া করে লক্ষ লক্ষ টাক...
06/08/2023

💐❤️Happy Freelancing💐❤️
আমরা মানুষ বড়ই অদ্ভুত🤔
👉১৫/২০ হাজার টাকার চাকরির জন্য ১৫/১৬ বছর লেখাপড়া করে লক্ষ লক্ষ টাকা খরচ করেও চাকরি অনিশ্চিত✅
🥀যেখানে অল্প কিছু টাকা খরচ করে নিজের skill develop করে ঘরে বসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ টা আমরা নিতে পারি না🥀
তখন আমরা নানা ধরনের অযুহাত দেখাই।
👉আমি কি পারবো?
👉আমাকে দিয়ে হবে না
👉আমি কিছু বুঝতে পারি না
👉কোর্স ফি এতো বেশি কেনো?
✨ভাইয়া,এই দুনিয়ায় আপনাকে কেউ ফ্রি তে কিছু দিলে আপনি কখনোই সেটার মূল্য বুঝতে পারবেন না।
👉আপনি ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করবেন আর সেটা শিখবেন টাকা ছাড়া। এটা কিভাবে সম্ভব হবে ভাবুন তো🤔
👉আপনি কয়বার চেষ্টা করেছেন যে আপনার মনের মধ্যে এসব প্রশ্ন জাগে🤔
✍️সময় থাকতে নিজেকে তৈরি করুন💪
interested bhai bon ra inbox e aste paren


You sent

লাইফে বিগ ইনভেসমেন্ট হচ্ছে স্কিল ডেভলপমেন্টের পেছনে খরচ করা। যা আমরা করতে চাইনা। ভাবুনতো আপনি সফল হতেচান কি এমন কাজ কোরে...
06/08/2023

লাইফে বিগ ইনভেসমেন্ট হচ্ছে স্কিল ডেভলপমেন্টের পেছনে খরচ করা। যা আমরা করতে চাইনা। ভাবুনতো আপনি সফল হতেচান কি এমন কাজ কোরেছেন যে আপনি সফল হবেন কি এমন স্কিল ডেভলপ কোরেছেন যা আপনাকে সফল বানাবে। এখোনি সময় , সময় নষ্ট না করে স্কিল ডেভলপ করা। এমন অনেকে আছে যারা সঠিক গাইডলাইনের অভাবে অনলাইনে সফল হতে পারে না। মনে রাখবেন সঠিক সময়ে যারা সঠিক সিদ্বান্তটি নেয় তারাই সফল হয়।
প্রিমিয়াম বলতেই আমরা বুঝি খুব ভালো কিছু। তাই আপনাদের কে সব থেকে ভালো টা উপহার দিতে নিয়ে এসেছি একটি প্রিমিয়াম মডিউল।
যেখানে আপনি পাচ্ছেন একটা সম্পূর্ণ বাস্তবসম্মত ক্যারিয়ার গাইডলাইন।
তাই নিজের ক্যারিয়ার কে আরো সুন্দর ভাবে গড়ে তুলতে জয়েন করুন আমাদের সাথে। যাদের আসলেই শেখার ইচ্ছা আছে তারা আমাকে দ্রুত ইনবক্সে নক দিন। for only those who honestly wants to learn or will not waste my valuable time

🌊👔 আমাকে দিয়ে কি ফ্রিল্যান্সিং হবে?বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটি মুখে মুখে প্রচলিত।অনেকেই এই সেক্টরে কাজ করতে চায় কিন্ত...
06/08/2023

🌊👔 আমাকে দিয়ে কি ফ্রিল্যান্সিং হবে?
বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটি মুখে মুখে প্রচলিত।অনেকেই এই সেক্টরে কাজ করতে চায় কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কারণে আর করা হয়ে উঠে না।ফ্রিল্যান্সিং করার জন্য প্রয়োজন ধৈর্য এবং কাজে লেগে থাকার মন মানসিকতা।
কেননা, যেখানে প্রতিবন্ধী হয়ে ফাহিম উল করিম ফ্রিল্যান্সিং করতে পারে সেখানে আপনি-আমি কেন পারব না।বর্তমানে করোনা মহামারীতে বাসায় বসে সময়টাকে কাজে লাগানোর ক্ষেত্রে ফ্রিল্যান্সিং একটা পারফেক্ট সেক্টর💖💖💖
যদি এমন হয় যে নিজেই ঘরে বসে প্রতিদিন ২-৩ ঘন্টা কাজ করে টাকা ইনকাম করতে পারি। যেখানে ফাহিম পারল আপনি -আমি কেন নয়।
স্কিল ডেভেলপ সবচেয়ে বেশি জরুরি।কারণ স্কিল থাকলে আপনি যে কোন ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন।তাই আমাদের উচিত নিজের স্কিল ডেভেলপ করার জন্য ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হওয়া।😇😇😇

01/12/2022

I am a Digital Marketer

Address

Adabor
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Tahmid Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Tahmid Hossain:

Share

Nearby media companies