07/08/2023
সম্পুর্নটা পড়ার অনুরোধ রইলো....
""আমার কাছে টাকা নাই আমি শিক্ষিত পরিবারের সন্তান কিন্তু আমার মা বাবা চায় না আমি ফ্রিল্যান্সিং করি।""-অনেকে এটা বলে।
এই কথাটা মিথ্যা নয়, পরিবারতো ফ্রিল্যান্সিং কি সেটাই বোঝে না। অনেক বাবা মা তো ইন্টারনেটই চেনে না তাহলে ইন্টারনেট থেকে যে ইনকাম করা যায় সেটা কিভাবে বুঝবে?এটা তো আমাদের দায়িত্ব তাদের বুঝানো তাই না।এখন তারা চায় না তার জন্য আমিও তাদের বুঝাবো না এরকম করলে তো চলবে না। বাবার টাকায় আর কতোদিন চলবেন। এবার নিজে কিছু করার চেষ্টা করুন।নিজের টাকায় নিজের সপ্নগুলো পূরণ করার মতো তৃপ্তি আর কোথাও নেই। গ্রাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন কম্পানিতে চাকরির জন্য না দৌড়িয়ে এখন থেকেই ফ্রিল্যান্সিং করে দক্ষ হয়ে নিজের ক্যারিয়ার কে সিকিওর করুন ।সাফল্যের জন্য বাঁধা আসবে। তাই বলে চেষ্টা না করে থাকতে পারিনা।
যার টাকা আছে তার ফ্রিল্যান্সিং করার প্রোয়োজন নেই, যার টাকা দরকার নিজের স্বাধীনতা নিয়ে কাজ করতে চাই কেবল তারাই ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করেন। নিজে বেকার মুক্ত হোন দেশ বেকার মুক্ত করেন ।
চাইলে আমকে ইনবক্স করতে পারেন।