22/04/2023
কিছুদিন আগে আন্ধাধুন খ্যাত ডিরেক্টর শ্রীরাম রাঘবান এর নেক্সট সিনেমা সাউথের বিজয় সেথুপথি এবং ক্যাটরিনা কাইফ কে নিয়ে এটাতো মোটামুটি সবার জানা৷ তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই সিনেমার জন্য শ্রীরাম এর ফার্স্ট চয়েস ছিলো সালমান খান। সালমানের জন্যই এই স্ক্রিপ্ট লিখেছিলো সে৷ ইনফ্যাক্ট বাজরাঙি ভাইজান দেখার পর থেকেই সালমান কে নিয়ে একটা থ্রিলার বানানোর জন্য আটঘাট বেধে মাঠে নামেন শ্রীরাম রাঘবান। ২০১৬ এর পর থেকে সালমান কে ৩ টা ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট শুনিয়েছেন কিন্তু সালমান বিনয়ের সাথে সবগুলো রিজেক্ট করে দেন। রিসেন্ট বিজয় এর চরিত্র টা সালমান কে অফার করা হলে চরিত্রে হিরোইজম নেই বলে সালমান সেটা করতে রাজি হন নি।
মাঝেমধ্যে সালমান এর কিছু সিদ্ধান্ত দেখলে অবাক হয়ে যাই। সে বানসালীর সাথে সিনেমা ক্যানসেল করে প্রভুদেবার সাথে ব্যাক টু ব্যাক কাজ করে। তার বোন জামাই এর সিনেমায় সাইড রুল করে অথচ ফারহান আক্তার এর মতো ডিরেক্টর দুই বছর ধরে তাকে একটা সিনেমায় রাজি করাতে পারে না৷ সাউথের এ আর মুরগাদোস কমপক্ষে ১০ টা স্ক্রিপ্ট সালমান কে শুনিয়েছে, কিন্তু সালমান সবগুলো রিজেক্ট করে ফরহাদ সামজি, রেমো ডি সুজার মতো ডিরেক্টরদের সিনেমা হ্যা করে দেয়। সালমানের পতনের মুল কারন হবে তার এই সিদ্ধান্তগুলো৷ শ্রীরাম রাঘবান ৫ টা বছর ধরে পিছনে ঘুরছে একটা থ্রিলার বানাবে সালমানের সাথে, কিন্তু না তিনি তো বানাবেন দাবাং ৩, রেস ৩। সে কর্মাশিয়াল এর বাইরে কোনো কাজ ই করতে চায় না৷ ওয়ার্ল্ড সিনেমা কোথায় গেছে তার ওইদিকে খেয়াল ই নেই, সে এখনো টিপিকাল কমার্শিয়াল মুভি, ফ্যামিলি মেলোড্রামা, হিরোইজম, ৪ টা গান, ক্লাইমেক্সে শার্ট খুলে ফাইট এগুলোতে বিলিভ করে। সালমানের ভেতরকার পটেনশিয়াল ডিরেক্টররা বুঝে, এজন্য দেখবেন ভালো ভালো সব প্রজেক্টের অফার তার কাছে নিয়মিতই আসে কিন্তু আফসোস সে নিজেই তার ভেতরকার পটেনশিয়াল বুঝে না৷ স্টারডম এর এই শেষ পিরিয়ডে এসে নিজের কফিনে শেষ পেরেক টা নিজেই মারছে।
সালমান খান কে নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হারে নেগেটিভিটি হয় সেই রকম নেগেটিভিটি মনে হয় অন্য কোন স্টারকে নিয়ে হয় না। এসব নেগেটিভিটির জন্য সালমান খান নিজেও দায়ী আবার দায়ী না। দায়ী কিভাবে? যে সালমান খান Tere Naam, Kyon Ki, Bajrangi Bhaijan, Sultan এর মত মুভিতে অভিনয় করে। সেই সালমান কিভাবে এই সময়ে এসে Race 3, Dabangg 3, Radhe এর মত সিনেমা সাইন করে। আবার দায়ী না কিভাবে? Tere Naam, Kyon Ki এর মত মুভিতে এত ভালো অভিনয় করেও হিট হয় না, সে যদি Kick, Ready এর মত মুভিতে ব্লকবাস্টার হয় তাহলে সে তো এই টাইপ মাসালা মুভিই করবে তাই না?? সালমান খান এখনকার সময়ে দাবাং থ্রি, রেস থ্রি, রাধের মতো মুভিতে অভিনয় করতেছে কেন জানি না। যদি সালমান এভাবে করতে থাকে তাহলে সকলের কাছে আরও বেশি ট্রলে পরিনত হবেন। সালমানের সাথে কাজ করার জন্য অনেক বড় বড় ডিরেক্টররা এবং প্রোডাকশন হাউজ গুলো আগ্রহী কিন্তু ওনি প্রভুদেবা, রেমো ডি সুজা'র মত ডিরেক্টরের সাথে কাজ করবে। আর হ্যা নিজের প্রোডাকশন হাউজ অবশ্যই অবশ্যই বের হতে হবে। SKF প্রোডাকশন হাউজ থেকে যতসব গার্বেজ মুভিগুলো বের হয় কারণ সেখানে মুভির মান দেখে না, দেখে বক্সঅফিস কালেকশন। ঐখানে যারা নিয়োজিত আছে সবাই সালমান খান কে লুটেপুটে খাচ্ছে। ভালো বুদ্ধি দেওয়ার লোকের খুবই অভাব skf প্রোডাকশন হাউজে।
প্রিয় ভাইজান আপনি নিঃসন্দেহে বলিউডের বিগেস্ট একজন সুপারস্টার। দীর্ঘ ৩৩ বছর ধরে বলিউডে দাপটের সঙ্গে বড় পর্দা কাঁপাচ্ছেন। আশাকরি সামনে আরও ১০/১৫/২০ বছর বলিউডে রাজত্ব করবেন। আপনার অসংখ্য ফ্যান ফলোয়ার আছে। আপনার স্টারডম হিউজ সেটা বিগত ১০ বছরের পারফরম্যান্স দেখলে এবং এত এত নেগেটিভ রিভিউ দেওয়ার পরেও Race 3, Dabangg 3 এর মত মুভির বক্স অফিস আয় এবং সর্বশেষ মুক্তি পাওয়া Radhe মুভির ওটিটিতে ভিউজ দেখলে বুঝা যায়। আপনিই বর্তমানে ইন্ডিয়ার একমাত্র সুপারস্টার যার মুভি যতই খারাপ হোক কখনো লোকসানের মুখ দেখবে না অন্তত বাজেটের টাকা উঠে আসবেই। প্রিয় ভাইজান সেই হিসাবে সালমানের আরও বেশি রিস্ক নেয়া, এক্সপেরিমেন্ট, ভিন্ন ভিন্ন গল্পের মুভি করা উচিত। আপনার ছোট্ট একজন ফ্যান, শুভাকাঙ্ক্ষী হিসেবে চাওয়া পাওয়া একটাই আপনি সালমান খান আমাদের মাঝে পবন চত্রবেদী ওরফে বাজরাঙ্গী ভাইজান রুপে কামব্যাক করুন! আপনি সালমান খান আমাদের মাঝে সুলতান আলি খান ওরফে সুলতান রুপে কামব্যাক করুন! আপনি সালমান খান আমাদের মাঝে তেরে নামের রাধে মোহন রুপে কামব্যাক করুন! এই প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করব যতদিন আপনি বলিউডে থাকবেন।