Genxt - Generation Next Multimedia International

Genxt - Generation Next Multimedia International Your Dream of Being an Actor/Actress is Our Command

05/09/2023

সবকিছুর মুলত সঠিক শিক্ষার দরকার। কয়লা কালো শিক্ষা নিয়ে জাতী করে ভিক্ষা। সুন্দর শব্দ চয়নের মধ্য দিয়ে কঠিন বাস্তবতা তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি রইলো শুভকামনা ও অনেক অনেক শ্রদ্ধা।

01/08/2023

Dream Girl ki duniya mein get ready for a rib-tickling kahaani of your sapnon ki rani! 🤩😆
Out Now!

Dream Girl 2 is a rib-tickling and hilariously entertaining story with a compelling ensemble including Annu Kapoor, Paresh Rawal, Vijay Raaz, Rajpal Yadav, Asrani Saab, Manoj Joshi, Abhishek Banerjee, Seema Pahwa, Manjot Singh, Ranjan Raj among many others.

Produced by Shobha Kapoor, Ektaa R Kapoor’s Balaji Telefilms, Dream Girl 2 releases on August 25, 2023.

কিছুদিন আগে আন্ধাধুন খ্যাত ডিরেক্টর শ্রীরাম রাঘবান এর নেক্সট সিনেমা সাউথের বিজয় সেথুপথি এবং ক্যাটরিনা কাইফ কে নিয়ে এটাতো...
22/04/2023

কিছুদিন আগে আন্ধাধুন খ্যাত ডিরেক্টর শ্রীরাম রাঘবান এর নেক্সট সিনেমা সাউথের বিজয় সেথুপথি এবং ক্যাটরিনা কাইফ কে নিয়ে এটাতো মোটামুটি সবার জানা৷ তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই সিনেমার জন্য শ্রীরাম এর ফার্স্ট চয়েস ছিলো সালমান খান। সালমানের জন্যই এই স্ক্রিপ্ট লিখেছিলো সে৷ ইনফ্যাক্ট বাজরাঙি ভাইজান দেখার পর থেকেই সালমান কে নিয়ে একটা থ্রিলার বানানোর জন্য আটঘাট বেধে মাঠে নামেন শ্রীরাম রাঘবান। ২০১৬ এর পর থেকে সালমান কে ৩ টা ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট শুনিয়েছেন কিন্তু সালমান বিনয়ের সাথে সবগুলো রিজেক্ট করে দেন। রিসেন্ট বিজয় এর চরিত্র টা সালমান কে অফার করা হলে চরিত্রে হিরোইজম নেই বলে সালমান সেটা করতে রাজি হন নি।
মাঝেমধ্যে সালমান এর কিছু সিদ্ধান্ত দেখলে অবাক হয়ে যাই। সে বানসালীর সাথে সিনেমা ক্যানসেল করে প্রভুদেবার সাথে ব্যাক টু ব্যাক কাজ করে। তার বোন জামাই এর সিনেমায় সাইড রুল করে অথচ ফারহান আক্তার এর মতো ডিরেক্টর দুই বছর ধরে তাকে একটা সিনেমায় রাজি করাতে পারে না৷ সাউথের এ আর মুরগাদোস কমপক্ষে ১০ টা স্ক্রিপ্ট সালমান কে শুনিয়েছে, কিন্তু সালমান সবগুলো রিজেক্ট করে ফরহাদ সামজি, রেমো ডি সুজার মতো ডিরেক্টরদের সিনেমা হ্যা করে দেয়। সালমানের পতনের মুল কারন হবে তার এই সিদ্ধান্তগুলো৷ শ্রীরাম রাঘবান ৫ টা বছর ধরে পিছনে ঘুরছে একটা থ্রিলার বানাবে সালমানের সাথে, কিন্তু না তিনি তো বানাবেন দাবাং ৩, রেস ৩। সে কর্মাশিয়াল এর বাইরে কোনো কাজ ই করতে চায় না৷ ওয়ার্ল্ড সিনেমা কোথায় গেছে তার ওইদিকে খেয়াল ই নেই, সে এখনো টিপিকাল কমার্শিয়াল মুভি, ফ্যামিলি মেলোড্রামা, হিরোইজম, ৪ টা গান, ক্লাইমেক্সে শার্ট খুলে ফাইট এগুলোতে বিলিভ করে। সালমানের ভেতরকার পটেনশিয়াল ডিরেক্টররা বুঝে, এজন্য দেখবেন ভালো ভালো সব প্রজেক্টের অফার তার কাছে নিয়মিতই আসে কিন্তু আফসোস সে নিজেই তার ভেতরকার পটেনশিয়াল বুঝে না৷ স্টারডম এর এই শেষ পিরিয়ডে এসে নিজের কফিনে শেষ পেরেক টা নিজেই মারছে।
সালমান খান কে নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হারে নেগেটিভিটি হয় সেই রকম নেগেটিভিটি মনে হয় অন্য কোন স্টারকে নিয়ে হয় না। এসব নেগেটিভিটির জন্য সালমান খান নিজেও দায়ী আবার দায়ী না। দায়ী কিভাবে? যে সালমান খান Tere Naam, Kyon Ki, Bajrangi Bhaijan, Sultan এর মত মুভিতে অভিনয় করে। সেই সালমান কিভাবে এই সময়ে এসে Race 3, Dabangg 3, Radhe এর মত সিনেমা সাইন করে। আবার দায়ী না কিভাবে? Tere Naam, Kyon Ki এর মত মুভিতে এত ভালো অভিনয় করেও হিট হয় না, সে যদি Kick, Ready এর মত মুভিতে ব্লকবাস্টার হয় তাহলে সে তো এই টাইপ মাসালা মুভিই করবে তাই না?? সালমান খান এখনকার সময়ে দাবাং থ্রি, রেস থ্রি, রাধের মতো মুভিতে অভিনয় করতেছে কেন জানি না। যদি সালমান এভাবে করতে থাকে তাহলে সকলের কাছে আরও বেশি ট্রলে পরিনত হবেন। সালমানের সাথে কাজ করার জন্য অনেক বড় বড় ডিরেক্টররা এবং প্রোডাকশন হাউজ গুলো আগ্রহী কিন্তু ওনি প্রভুদেবা, রেমো ডি সুজা'র মত ডিরেক্টরের সাথে কাজ করবে। আর হ্যা নিজের প্রোডাকশন হাউজ অবশ্যই অবশ্যই বের হতে হবে। SKF প্রোডাকশন হাউজ থেকে যতসব গার্বেজ মুভিগুলো বের হয় কারণ সেখানে মুভির মান দেখে না, দেখে বক্সঅফিস কালেকশন। ঐখানে যারা নিয়োজিত আছে সবাই সালমান খান কে লুটেপুটে খাচ্ছে। ভালো বুদ্ধি দেওয়ার লোকের খুবই অভাব skf প্রোডাকশন হাউজে।
প্রিয় ভাইজান আপনি নিঃসন্দেহে বলিউডের বিগেস্ট একজন সুপারস্টার। দীর্ঘ ৩৩ বছর ধরে বলিউডে দাপটের সঙ্গে বড় পর্দা কাঁপাচ্ছেন। আশাকরি সামনে আরও ১০/১৫/২০ বছর বলিউডে রাজত্ব করবেন। আপনার অসংখ্য ফ্যান ফলোয়ার আছে। আপনার স্টারডম হিউজ সেটা বিগত ১০ বছরের পারফরম্যান্স দেখলে এবং এত এত নেগেটিভ রিভিউ দেওয়ার পরেও Race 3, Dabangg 3 এর মত মুভির বক্স অফিস আয় এবং সর্বশেষ মুক্তি পাওয়া Radhe মুভির ওটিটিতে ভিউজ দেখলে বুঝা যায়। আপনিই বর্তমানে ইন্ডিয়ার একমাত্র সুপারস্টার যার মুভি যতই খারাপ হোক কখনো লোকসানের মুখ দেখবে না অন্তত বাজেটের টাকা উঠে আসবেই। প্রিয় ভাইজান সেই হিসাবে সালমানের আরও বেশি রিস্ক নেয়া, এক্সপেরিমেন্ট, ভিন্ন ভিন্ন গল্পের মুভি করা উচিত। আপনার ছোট্ট একজন ফ্যান, শুভাকাঙ্ক্ষী হিসেবে চাওয়া পাওয়া একটাই আপনি সালমান খান আমাদের মাঝে পবন চত্রবেদী ওরফে বাজরাঙ্গী ভাইজান রুপে কামব্যাক করুন! আপনি সালমান খান আমাদের মাঝে সুলতান আলি খান ওরফে সুলতান রুপে কামব্যাক করুন! আপনি সালমান খান আমাদের মাঝে তেরে নামের রাধে মোহন রুপে কামব্যাক করুন! এই প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করব যতদিন আপনি বলিউডে থাকবেন।

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলা...
12/04/2023

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. জাফরুল্লাহ চৌধুরী জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর। তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্যসেন। পিতামাতার দশজন সন্তানের মধ্যে তিনি সবার বড় । ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর তিনি ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। ১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস-এ এফআরসিএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না-করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে ডা. এম এ মবিনের সাথে মিলে সেখানেই ৪৮০ শয্যাবিশিষ্ট “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভূতপূর্ব সেবাপদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার “ল্যানসেট”-এ প্রকাশিত হয়।

Congratulations Amazon Prime Video Bangladesh
08/03/2023

Congratulations Amazon Prime Video Bangladesh

আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’। খুব শিগগিরই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে য...

“লক্ষ শহীদের রক্তের বিনিমেয়ে পেয়েছি যে বিজয় নিশান ।প্রয়োজনে আবার রক্ত দিবো ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান ।মোদের দেহে থাকত...
20/02/2023

“লক্ষ শহীদের রক্তের বিনিমেয়ে পেয়েছি যে বিজয় নিশান ।
প্রয়োজনে আবার রক্ত দিবো ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান ।
মোদের দেহে থাকতে রক্ত, বিথা যাবেনা শহীদের দান ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা”

অত্যান্ত বিনয়ের সাথে আজকের এই মহান দিনটিতে সকল ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা জ্ঞ্যাপন করছি।

“সারা বিশ্বে ভাষা রক্ষার এমন ইতিহাস নাই
জাতির মানুষ পথে নামলো বাংলা ভাষাকে চাই”

Congratulations Sidharth Malhotra & Kiara Advani Wishing both of you Happy married Life 💝💝💝
07/02/2023

Congratulations Sidharth Malhotra & Kiara Advani
Wishing both of you Happy married Life 💝💝💝

RANBIR - ALIA ARE NOW MARRIED... Congratulations to   and  .
14/04/2022

RANBIR - ALIA ARE NOW MARRIED...
Congratulations to and .

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,   অগ্নিস্নানে শুচি হোক ধরা...             শুভ নববর্ষ
14/04/2022

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা...
শুভ নববর্ষ

শুভ জন্মদিন শামসুন্নাহার স্মৃতি১৯৯২ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন পরীমনি। তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃত...
24/10/2021

শুভ জন্মদিন শামসুন্নাহার স্মৃতি
১৯৯২ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন পরীমনি। তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি। মডেলিং থেকে ছোট পর্দার পর ঢাকাই সিনেমায় নাম লেখান তিনি।
প্রথম সিনেমা মুক্তির আগেই ২৩ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত আলোচনার জন্ম দিয়েছিলেন হালের আলোচিত এই চিত্রনায়িকা।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘রক্ত’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল ’, ‘বিশ্বসুন্দরী’ সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন।
সম্প্রতি নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’- এ শুটিং করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। হাতে আছে ‘প্রীতিলতা’সহ আরও কিছু সিনেমার কাজ।
এবার পরীমনির সাদা-লালের জন্মদিন। অর্থাৎ পরীমনির জন্মদিন উদযাপনে যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের মধ্যে যারা পুরুষ তাদের সাদা রঙের পোশাক এবং নারীদের লাল রঙের পোশাক পরে আসতে বলেছেন পরী।
আজ সন্ধ্যায় রাজধানীর এক পাঁচতারকা হোটেলে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শুভ জন্মদিন শেখ রেহানা 🇧🇩জয় বাংলা 🇧🇩✌️🇧🇩
13/09/2021

শুভ জন্মদিন শেখ রেহানা 🇧🇩
জয় বাংলা 🇧🇩✌️🇧🇩

Address

Andheri West, Lokhanwala, Mumbai
Navi Mumbai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Genxt - Generation Next Multimedia International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Broadcasting & media production in Navi Mumbai

Show All