সিজদাহ পাবলিকেশন

সিজদাহ পাবলিকেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সিজদাহ পাবলিকেশন, Publisher, BanglaBazar, Dhaka.
(2)

ইতিহাস ও আত্মপরিচয়আত্মপরিচয় নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ইতিহাস। এই অধ্যায়ে আমরা আত্মপরিচয়ের সাথে ইতিহাসে...
13/09/2024

ইতিহাস ও আত্মপরিচয়

আত্মপরিচয় নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ইতিহাস। এই অধ্যায়ে আমরা আত্মপরিচয়ের সাথে ইতিহাসের সম্পর্ক নিয়ে আলোচনা করব।
মানুষের যেকোনো আত্মপরিচয়কে সঠিকভাবে এবং শক্তিশালীভাবে আবিষ্কারের জন্য সে আত্মপরিচয়ের ইতিহাস সম্পর্কে জানা জরুরি। আমরা লক্ষ করলেই দেখব, বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের আকৃতিবিশিষ্ট বা ভাস্কর্য নির্মাণ করে। এসব ব্যক্তির সাথে ওই রাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক থাকে। কখনো কোনো রাষ্ট্রপ্রধান, আবার কখনো কোনো সৈনিক, আবার কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতীকি আকৃতি বিভিন্ন দেশই নির্মাণ করে থাকে। আর দেখা যাবে তারা সকলেই ওই রাষ্ট্রের ইতিহাসের অংশ। আবার দেশে দেশে বিচিত্র ধরনের স্মৃতিসৌধও তৈরি করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন সেগুলো নিয়ে আলোচনা করে, তখন এর ইতিহাস টেনে নিয়ে আসে। কারণ ইতিহাস জাতির আত্মপরিচয় নির্মাণ করে। এজন্য প্রত্যেক জাতিই তাদের ইতিহাসের স্বীকৃতি দেয়, গুরুত্ব দেয় এবং এর সম্পর্কে জ্ঞান লাভ করে।

কিন্তু পরিতাপের বিষয় হলো, জাতি হিসেবে বর্তমান মুসলিম জাতি এই জায়গায় খুবই দুর্বল ও উদাসীন। আমাদের পূর্বসূরি মনীষীদের হাতে নির্মিত ইতিহাসশাস্ত্রের সমৃদ্ধ এক ভান্ডার আছে আমাদের। আছে আমাদের বিজয়, শাসন, সভ্যতা, সংস্কৃতি নির্মাণকারী গৌরবময় সুদীর্ঘ ইতিহাসের ধারা। কিন্তু আমরা সে ইতিহাস থেকে পরিপূর্ণ বিমুখ হয়ে পড়েছি।

আমরা যদি ইউরোপের দিকে লক্ষ করি তাহলে দেখব যে, তারা কেবল তাদের ইতিহাসই নয়, বরং মুসলিমদের জ্ঞানশাস্ত্র ও ইতিহাস নিয়ে বিভিন্ন শাস্ত্র গড়ে তুলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাচ্যবাদ। আর ইসলামি ইতিহাস ও শাস্ত্র সম্পর্কে জানার জন্য আধুনিক সময় মুসলিম তরুণদের কাছে সেগুলোই উৎস হয়ে দাঁড়িয়েছে। এজন্য তারা ইসলামি ইতিহাস ও ইসলামের বিভিন্ন শাস্ত্র নিয়ে ইউরোপীয় বা সেকুলার প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। উদ্দেশ্যমূলক কিংবা বিভ্রান্তিমূলক এই ইতিহাস পাঠ করে তারা হয়তো নিজেদের ইতিহাস সম্পর্কে নেতিবাচক ধারণা পাচ্ছে অথবা নিজেদের ইতিহাসের শিক্ষাকে পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির পেটে দাফন করে দিচ্ছে। অথচ ইউরোপীয়রা নিজেদের ইতিহাস নিয়ে গর্ব করে। আর আমরা আমাদের ইতিহাস নিয়ে হীনম্মন্যতায় ভুগি! আরও পরিতাপের বিষয় হলো, পশ্চিমাদের নিক্ষেপিত ইতিহাসকে মানদণ্ড বানিয়ে অনেক মুসলিম নিজেদের ঐতিহাসিক বিভিন্ন ব্যক্তিত্বকে সন্দেহের দৃষ্টিতে দেখছে। এজন্য আমরা দেখি, কোনো কোনো মুসলমান এ কথাও বলছে যে, আমাদের ইতিহাস গৌরবোজ্জ্বল নয়; মূলত ইসলামি বিজয়গুলো ছিল একধরনের উপনিবেশ, নাউজুবিল্লাহ। এগুলো মূলত পশ্চিমা প্রাচ্যবিদ কিংবা সেকুলারদের নিক্ষেপিত ইতিহাসের প্রভাব।

ভূখণ্ড হিসেবে আমাদের বাংলাদেশের মুসলিমদের আরেকটি সংকট হলো—এই অঞ্চলে ইসলাম ও মুসলিমদের ইতিহাস সম্পর্কে তাদের অজ্ঞতা। এখানে আমাদের ইতিহাসকে বিগত ৫০ বছরের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। অথচ এই ভূখণ্ডে ইসলাম ও মুসলিমদের বসবাস ১২শ বছরেরও বেশি সময় যাবৎ। বাঙালি ইতিহাসের হিন্দুত্ববাদী ও সেকুলারীয় যে বয়ান এখানে আরোপিতভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, এটি এই অঞ্চলের মুসলিমদের জন্য হুমকিস্বরূপ। যাই হোক, এখানে আমরা সে ইতিহাস নিয়ে আলোচনা করব না। সামনের কোনো মলাটে আমরা এ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
আমরা এখানে এটাই বোঝাতে চাচ্ছি যে, মানুষের আত্মপরিচয় গঠনে ইতিহাসের ভূমিকা স্বীকৃত ও বাস্তব বিষয়। কিন্তু মুসলিমরা আজ তাদের ইতিহাস ও ঐতিহ্য থেকে উদাসীন। যতটুকু ইতিহাসের বয়ান তারা গ্রহণ করছে সেটাও নিজেদের ভান্ডার থেকে নয়; বরং শত্রু ও অন্যদের রচিত ঐতিহাসিক বয়ান তারা গিলছে, যা তাদের আত্মপরিচয়কে ক্ষতিগ্রস্ত করছে।

আমরা এখন একটা অবস্থা কল্পনা করি। ধরুন, রাসুলের সিরাত, নবিদের বিভিন্ন ঘটনা, আবু বকর, উমর, উসমান, আলি, খালিদ বিন ওয়ালিদ, সালাহুদ্দিন আইয়ুবি, খাদিজা, আয়েশাসহ ইতিহাসের সকল ঘটনাপ্রবাহ ও ব্যক্তিত্বকে চিন্তা থেকে ফেলে দিতে চাইলাম। এ সকল ঘটনা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিতে চাইলাম। এখন ভাবুন তো, যারা এ সকল ব্যক্তিত্ব ও ঘটনা সম্পর্কে জানে, তারা কি কখনো নিজেদের এগুলো থেকে বিচ্ছিন্ন করতে পারবে। তারা যতই চেষ্টা করে যাক, সে কল্পনা তারা করতে পারবে না। কারণ এগুলো তাদের আত্মপরিচয়ের মৌলিক উপাদান, যেখান থেকে তারা কখনোই বিচ্ছিন্ন হতে পারবে না। হ্যাঁ, একজন তখনই এগুলো থেকে বিচ্ছিন্ন হতে পারবে, যখন সে এগুলো সম্পর্কে অজ্ঞ হবে, এগুলোর কোনো জ্ঞানই তার থাকবে না।
এজন্য আমাদের মুসলিমদের অতীত ইতিহাস জানতে হবে। ভ্রমণ করতে হবে ইতিহাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বীরদের জীবনচরিতে। কদম ফেলতে হবে ইতিহাসের পাতার বিশাল অংশ জুড়ে থাকা আমাদের শাসনব্যবস্থা, সভ্যতা, সংস্কৃতি আর বিজয়নগরে। তখন আমরা নিজেদের চিনতে পারব, আবিষ্কার করতে পারব আমাদের আত্মপরিচয়। কারণ ইতিহাস মানুষকে নির্মাণ করে।

বই : আত্মপরিচয়ের সংকট -১
লেখক : ইফতেখার সিফাত
মুদ্রিত মূল্য : ২৫০৳

নিজের দেহ, পোশাক, সাজ, চলাফেরা ও কথাবার্তায় আকর্ষণ ও অ্যাটেনশন লাভের মনোবাসনা কিংবা ছাপ থাকা। এটি তাবাররুজের (বেপর্দা) ভ...
02/09/2024

নিজের দেহ, পোশাক, সাজ, চলাফেরা ও কথাবার্তায় আকর্ষণ ও অ্যাটেনশন লাভের মনোবাসনা কিংবা ছাপ থাকা। এটি তাবাররুজের (বেপর্দা) ভয়াবহ একটি বৈশিষ্ট্য, যেখানে অনেক বাহ্যত বোরকা, হিজাব ও নিকাব পরিধানকারী নারীও আটকে যায়। এই বৈশিষ্ট্যটিও কুরআন-সুন্নাহর একাধিক বাণী দ্বারা প্রমাণিত।

যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন,
وَ لَا یَضۡرِبۡنَ بِاَرۡجُلِهِنَّ لِیُعۡلَمَ مَا یُخۡفِیۡنَ مِنۡ زِیۡنَتِهِنَّ
‘আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে।’ [সুরা নুর, আয়াত ৩১]

এই আয়াতে পায়ে নূপুর ইত্যাদি পরিহিত নারীকে সজোরে পদচারণা করতে নিষেধ করা হয়েছে। কারণ সজোরে পদচারণা করলে এর শব্দ পুরুষের মনোযোগ আকর্ষণ করবে। এই আয়াতের মূল ফলাফল হলো মনোযোগ আকর্ষণ বা অ্যাটেনশনের সুযোগ তৈরি হওয়া। অনুরূপ হাদিসে এসেছে, ‘সুগন্ধি মেখে ঘর থেকে বের হওয়া মহিলার জন্য বৈধ নয়। যে এ রকম করে, সে ব্যভিচারিণী।’

এই হাদিসের মর্মের দিকেও যদি আমরা গভীর দৃষ্টিপাত করি, তাহলে দেখা যাবে এর মূল বিষয় হলো আকর্ষণ লাভ। সুগন্ধির রেশ নাকে আসা মাত্রই পুরুষের ভেতর একটা মনোযোগ বা অ্যাটেনশন তৈরি হয়।

প্রসিদ্ধ আরেক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণির জাহান্নামিদের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে এক শ্রেণির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ‘যারা (পরপুরুষকে) আকর্ষণকারী ও (পরপুরুষের প্রতি) আকৃষ্ট।’

এই হাদিস থেকে আকর্ষণের মনোবাসনা থাকার বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। এজন্য নারীর চলাফেরা, কথাবার্তা, পোশাকআশাক ও কাজকর্মে যদি আকর্ষণ ও মনোযোগ লাভের মনোবাসনা কিংবা সুযোগ বা ছাপ থাকে, তবে সেটাও তাবাররুজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন রাস্তাঘাটে অট্টহাসি দেয়া, পরস্পর জোরে জোরে কথা বলা, ধাকাধাক্কি-হাসিঠাট্টা করা এসব কাজ অন্যদের এটেনশন সৃষ্টি করে। ফলে এই ধরণের কর্ম তাবাররুজের একটি বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হবে।

শাইখ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমিনব রহিমাহুলাহ বলেন, " তুমি তাদেরকে দেখতে পাবে বাজারে ও রাস্তা-ঘাটে তারা পুরুষের মতে দৌড়ে ও বেধড়ক হাঁটতে থাকে। এমনকি অনেক সময় দেখতে পাবে, অনেক পুরুষও তাদের মতো এ ধরনের হাঁটা হাঁটতে পারবে না। কঠিনভাবে হাঁটা, যমীনে কঠিন আঘাত করা এবং কাউকে পরোয়া না করার কারণে তাকে মনে হবে একজন সৈনিক। অনুরূপভাবে তার সাথী সঙ্গীদের সাথে এমন বড় আওয়াজে হাঁসি ঠাট্টা ও কথা-বার্তা বলে যা কেবল ফিতনাকেই উসকিয়ে দেয়। এ ছাড়াও তারা দোকানে গিয়ে দোকানদারদের সাথে দ্বিধাহীন কেনা-বেচা করা, তাদের সাথে হাসাহাসি করা এবং নানা ধরনের অন্যায়-অনাচারে জড়িয়ে পড়ে। এ ধরনের মহিলারা নিঃসন্দেহে সত্য বিমুখ। আমরা আল্লাহর কাছে সুরক্ষা চাচ্ছি।

সৌন্দর্য প্রদর্শন বই থেকে

অনেক পাঠক প্যাকেজ পছন্দ করেন, তাদের জন্য আমাদের এই আয়োজনছবিতে ক্লিক করলে প্রতিটি প্যাকেজের বিস্তারিত পাবেন
31/08/2024

অনেক পাঠক প্যাকেজ পছন্দ করেন, তাদের জন্য আমাদের এই আয়োজন

ছবিতে ক্লিক করলে প্রতিটি প্যাকেজের বিস্তারিত পাবেন

একই সুতোয় গাঁথা দুটি সংকট। এক সংকট থেকে মুক্তি পেলেই অন্যটি দূর হয়ে যাবে। সংকট দুটি হলো : ১. আত্মপরিচয়ের সংকট২. শেকড় না ...
28/08/2024

একই সুতোয় গাঁথা দুটি সংকট। এক সংকট থেকে মুক্তি পেলেই অন্যটি দূর হয়ে যাবে। সংকট দুটি হলো :

১. আত্মপরিচয়ের সংকট
২. শেকড় না চেনার সংকট

দ্বিতীয়টিই হচ্ছে মূল। কেউ যদি নিজের শেকড় না চেনে, নিজের ইতিহাস না জানে, নিজের কর্মপদ্ধতি শেকড়ে থাকা মানুষদের থেকে গ্রহণ না করে, সে অবধারিতভাবেই আত্মপরিচয় ভুলে যাবে। নিজেকে ভুলে যাবে যে, সে কে, কীইবা তার পরিচয়, কোন পথেই-বা তার চলতে হবে।

বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি মুসলিমদের শেকড় থেকে বিচ্ছিন্ন রাখার জন্য শতাব্দী যাবৎ বুদ্ধিবৃত্তিক আগ্রাসন চালিয়ে আসছে। ফলে মুসলিম প্রজন্মের সামনে তাদের আত্মপরিচয়, জীবন অনুসরণ পদ্ধতি ও অনুসরণীয় ব্যক্তিত্ব সবই হয়ে গেছে প্রচ্ছন্ন ও বিস্মৃত।

তাই, মুসলিম হিসেবে আমরা কাকে অনুসরণ করব, কার থেকে জ্ঞান গ্রহণ করব, কার কর্মপদ্ধতি মেনে চলব, এটি খুব জরুরি বিষয়। এ জরুরি বিষয়টিকেই খুলে খুলে সহজবোধ্য ভাষায় তুলে ধরা হয়েছে সিজদাহ পাবলিকেশন-এর ফাহমুস সালাফ বইটিতে। একই লেখকের আত্মপরিচয়ের সংকট বইতে আরেকটু স্পষ্ট করে ঠিক কী কী সংকট আমাদের ঘিরে রেখেছে, তার বর্ণনা উঠে এসেছে। দুটি বই একসাথে অধ্যয়ন করলেই বিষয়টি খুব দারুণভাবে বুঝে আসবে ইনশাআল্লাহ।

লেখক : ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ

সংকট প্যাকেজের খুচরা মূল্য : ৩৮৫৳

বর্তমান সময়ে এই বইটিও অবশ্যপাঠ্য একটি বই। কারণ খিলাফাত-সিয়াসাত ইত্যাদি নিয়ে যেসব অপব্যাখ্যা ও ভ্রান্তি সামনে আসছে, এর মূ...
28/08/2024

বর্তমান সময়ে এই বইটিও অবশ্যপাঠ্য একটি বই। কারণ খিলাফাত-সিয়াসাত ইত্যাদি নিয়ে যেসব অপব্যাখ্যা ও ভ্রান্তি সামনে আসছে, এর মূল সূত্র সালাফদের বুঝ থেকে দূরে গিয়ে আধুনিক ব্যাখ্যা ও বুঝ গ্রহণ করা।

ফাহমুস সালাফ : দীন বোঝার কষ্টিপাথর
লেখক : ইফতেখার সিফাত
মুদ্রিত মূল্য : ২৫০৳
হার্ডকাভার বাঁধাই

Generation Z বা জেন-জি। সম্প্রতি অতি আলোচিত একটি শব্দবন্ধ। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়, বিশেষত ১৯৯৭ থেকে নিয়ে ২০১২ পর্যন...
27/08/2024

Generation Z বা জেন-জি। সম্প্রতি অতি আলোচিত একটি শব্দবন্ধ। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়, বিশেষত ১৯৯৭ থেকে নিয়ে ২০১২ পর্যন্ত জন্ম নেওয়া মানুষদের বোঝায়।

এদের ভেতর উদ্যম ও উদ্দীপনা প্রচুর। এদের ভেতর সম্ভাবনাও রয়েছে বেশ। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো, এরা তারুণ্যের সময়কালেই ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসের সংস্পর্শ নিয়ে বেড়ে ওঠে। ফলে সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু আশঙ্কাও ঘিরে রেখেছে এ প্রজন্মকে।

সিজদাহ থেকে প্রকাশিত এ বইগুলোতে এ প্রজন্মের ভেতরে ঢুকে যাওয়া সংকট ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোকপাত করা হয়েছে। বিশেষত হতাশা, বিষণ্ণতা, ডিপ্রেশন, আত্মবিস্মৃতি, দীন পালনে বিভিন্ন অজুহাত, লক্ষ্য নির্ধারণে জটিলতা, যেকোনো ইস্যুতে ভারসাম্য বজায় না রাখা... সর্বোপরি একজন মুসলিম হিসেবে নিজের আত্মপরিচয় ভুলে বসা ইত্যাদি বিভিন্ন সংকট থেকে মুক্তির উপায় ও গাইডলাইন তুলে ধরা হয়েছে।

তিনটি বইই জেন-জির উদ্দেশ্যে লেখা। বইগুলোর প্রতিটি লাইন আপনাকে সম্বোধন করবে। প্রতিটি প্যারাগ্রাফ আপনার চিন্তা-জগতকে নাড়া দেবে। প্রতিটি পৃষ্ঠা আপনাকে ভাবতে শেখাবে। এ প্রজন্মের মুসলিমদের জন্য বই তিনটি অতি আদর্শ উপহার।

প্যাকেজটির খুচরা মূল্য : ৫৭৫৳

আপনি যদি ডিপ্রেশন বিষয়ে কেবল একটি বই পড়তে চান, তবে এটিই সেই বই। এ বইটি আপনাকে শেখাবে ডিপ্রেশন প্রতিরোধের অনন্য উপায়। ইসল...
24/08/2024

আপনি যদি ডিপ্রেশন বিষয়ে কেবল একটি বই পড়তে চান, তবে এটিই সেই বই। এ বইটি আপনাকে শেখাবে ডিপ্রেশন প্রতিরোধের অনন্য উপায়। ইসলামি শরিয়াহ থেকে খুঁজে খুঁজে সুস্থ জীবনের গাইডলাইন তুলে ধরা হয়েছে এ গ্রন্থে। এটি বাজারে প্রচলিত অন্যসব বইয়ের মতো গতানুগতিক কোনো গ্রন্থ নয়। এটি আপনাকে হাত ধরে নিয়ে যাবে ডিপ্রেশন নামক রোগটির একেবারে গভীরে। আপনি নিজেই ডিপ্রেশনের ভেতরটা দেখে অবাক হয় যাবেন। যে কথা আপনাকে মোটিভেশনাল স্পিকার, রিলেশনশিপ এক্সপার্ট ও ইনফ্লুয়েন্সাররা বলছে না, এ গ্রন্থটি আপনাকে সেসব কথাই খুলে খুলে বলবে।

এ বইটিই হতে পারে আপনার বিশ্বস্ত বন্ধু। আপনার ডিপ্রেশনকে আজ থেকেই ছুটি দিন। সফলতা ও উচ্চাশাকে স্বাগত জানান আপনার জীবনে।

খুচরা মূল্য : ২২৫৳
পৃষ্ঠা সংখ্যা : ২০০

মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তিনটি—এক. থাকার ঘর, সারা দিনের ধকল পেরিয়ে যেখানে সে একটু আশ্রয় নিয়ে থাকে। ভাবুন তো,...
20/08/2024

মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তিনটি—এক. থাকার ঘর, সারা দিনের ধকল পেরিয়ে যেখানে সে একটু আশ্রয় নিয়ে থাকে। ভাবুন তো, যে মানুষটির আশ্রয় নেওয়ার মতো একটুকরো আবাস নেই, তার জীবন কীভাবে কাটে?
দুই. বাহন, যেটায় চড়ে সে নিজের কাজ সামলায়, আয়-উপার্জন করে। যেমন ধরুন ঘোড়া। নবিজির যুগে ঘোড়া না হলে আয়-উপার্জনের কোনো পথ ছিল না। একটি বাহন কতটা গুরুত্বপূর্ণ তা একটু লক্ষ করলেই বোঝা যায়। যে লোকটি গাড়ি চালিয়ে খায়, তার গাড়িটি যদি এক্সিডেন্ট করে বা হারিয়ে যায়, তার কোমরটা ভেঙে যায়। কেঁদেকেটেও কোনো কূল হয় না।
তিন. স্ত্রী, যে মানুষটি ঘরের মূল। পুরুষের সুখের আবাস। বংশধারা টিকিয়ে রাখার অন্যতম কারিগর। আমরা আগেই দেখে এসেছি, জগতে নারীর স্পর্শ ছাড়া পুরুষের জীবন কতটা অর্থহীন।
সুতরাং এই তিনটি জিনিস যেমন সৌভাগ্যের উপকরণ হতে পারে, আবার টেনে আনতে পারে দুঃখ ও দুর্দশার কালো মেঘ। সুখ-সৌভাগ্য বা দুঃখ-দুর্দশার উপকরণ তো আরও আছে, ঠিক। তবে এই তিনটি জিনিসের ভালো-মন্দ, সুখ-দুঃখ একটু আলাদা গুরুত্ব বহন করে। কারণ যে জিনিসের মূল্য বা গুরুত্ব বেশি, তার ভালো-মন্দের প্রভাবও বেশি। গুরুত্বপূর্ণ জিনিস ভালো হলে লাভটা যেমন বেশি হয়, খারাপ হলে ক্ষতির পরিমাণটাও হয় বেশ বড়সড়। আর অগুরুত্বপূর্ণ বিষয়ে ভালো-মন্দ, লাভ-ক্ষতির হিসাব তেমন মুখ্য থাকে না।
ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেন, ‘লাভের অর্থ হলো বরকত বা সমৃদ্ধি। যে জিনিস যত বরকতময় সে জিনিস তত লাভজনক। বরকতময় বা সমৃদ্ধ মানুষ তাকে বলা হয়, যার কাছে শুধু উপকারই পাওয়া যায়। যেখানেই যাক, যে পরিবেশেই থাক, মানুষ তার থেকে শুধু উপকার পায়।’

বই : সালিহাত ইসলাম ও ইতিহাসের আলোকে নারীর আত্মপরিচয়

এক নজরে ‘সালিহাত : ইসলাম ও ইতিহাসের আলোকে নারীর আত্মপরিচয়’ বইয়ের সূচিপত্র দেখে নিন
19/08/2024

এক নজরে ‘সালিহাত : ইসলাম ও ইতিহাসের আলোকে নারীর আত্মপরিচয়’ বইয়ের সূচিপত্র দেখে নিন

যদি একজন নারীকে জিজ্ঞেস করা হয়, ‘তোমার পরিচয় কী?’ তাহলে কী উত্তর আসবে বলুন তো?কেউ বলবে, আমি অমুক কোম্পানীর অনার।কেউ বলবে...
16/08/2024

যদি একজন নারীকে জিজ্ঞেস করা হয়, ‘তোমার পরিচয় কী?’ তাহলে কী উত্তর আসবে বলুন তো?

কেউ বলবে, আমি অমুক কোম্পানীর অনার।
কেউ বলবে, আমি টিচার।
কেউ বলবে, আমি হাউসওয়াইফ...

এই ধরনের আরও বিভিন্ন উত্তর আসবে উক্ত প্রশ্নের জবাবে। লক্ষ করে দেখুন, একটি উত্তরেও আপনি নারী হিসেবে তার পরিচয় কী, তা খুঁজে পাবেন না। সবগুলোই ব্যক্তিগত পরিচয়। তাহলে একজন নারীর পরিচয় কী?
আত্মপরিচয়। হ্যাঁ, এই পরিচয়ই মানুষের সবচেয়ে বড় পরিচয়। পুরুষের যেমন আত্মপরিচয় আছে, নারীরও তেমন আত্মপরিচয় আছে।

এই পরিচয় যতক্ষণ পর্যন্ত না জানা যাবে, ততক্ষণ পর্যন্ত নারী নিজেকে চিনতে পারবে না। কারণ, ইসলাম নারী ও পুরুষ, উভয়ের জন্য এক সুনিপুণ জীবনব্যবস্থা প্রণয়ন করেছে। তাই নারীকে জানতেই হবে, ইসলামের দৃষ্টিতে তার অবস্থান ও মর্যাদা কী? নচেৎ ফেমিনিজমের বিষাক্ত চিন্তা বিষের মতো এসে বিঁধে যাবে নারীর মস্তিষ্কে।

সালিহাতে শুধুই ইসলামের দৃষ্টিকোণ তুলে আনা হয়নি। বরং ইতিহাসের পাতা ঘেঁটে বিভিন্ন সমাজ ও পরিবেশের দৃষ্টিভঙ্গিও তুলে আনা হয়েছে। আর সেগুলোকে দাঁড় করানো হয়েছে বর্তমানের বিষাক্ত সেকুলারিজম চিন্তা ও ফেমিনিজম চিন্তার মুখোমুখি। আপনি, হ্যাঁ আপনি নিজেই খুঁজে ও মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন, নারী মূলত কী?

সহজ কথায়, ইসলাম নারীকে নিয়ে কী বলে, ইতিহাসের আয়নায় কেমন দেখায় নারীর রূপ-চরিত্র, এ নিয়েই সিজদাহ পাবলিকেশন-এর আয়োজন ‘সালিহাত’।

আপনার সালিহাতযাত্রা শুভ হোক।..
বই : সালিহাত : ইসলাম ও ইতিহাসের আলোকে নারীর আত্মপরিচয়
খুচরা মূল্য : ২৩০৳
পৃষ্ঠা সংখ্যা : ২১৬
হার্ডকভার বাঁধাই

আমরা জানতে চেয়েছিলাম আমাদের প্রকাশিত ওয়াফিলাইফে ইসলামি গবেষণা ক্যাটাগরিতে প্রথম যে বেস্টসেলার বই সেটি কোন বই। বেশিরভাগই ...
15/08/2024

আমরা জানতে চেয়েছিলাম আমাদের প্রকাশিত ওয়াফিলাইফে ইসলামি গবেষণা ক্যাটাগরিতে প্রথম যে বেস্টসেলার বই সেটি কোন বই। বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছিলেন—ফাহমুস সালাফ। লটারির মাধ্যমে তিনজনকে সিলেক্ট করা হয়েছে। দ্রুতই তাদের ঠিকানায় ফাহমুস সালাফ পৌঁছে যাবে।

ভাগ্যবান তিনজন হচ্ছেন :

Muhammad Trikul Islam
Zonaged Siddek
উবায়দুল হক খান

অভিনন্দন বিজয়ীদের। সবাইকে জাযাকুমুল্লাহ।

কমেন্টে পাওয়া ডিপ্রেশন বই সম্পর্কে দশ পাঠকের মন্তব্য১.Alhamdulillah onk valo ekta boi.  -Md Fahim Hossain২.বইটি আমিও নিয়...
14/08/2024

কমেন্টে পাওয়া ডিপ্রেশন বই সম্পর্কে দশ পাঠকের মন্তব্য

১.
Alhamdulillah onk valo ekta boi.
-Md Fahim Hossain
২.
বইটি আমিও নিয়েছি, খুব ভালো বইটা।
-Moksedul Mondhol
৩.
অসাধারণ একটা বই পড়ছি আমি।
-Rajib Ahmed
৪.
অনেক সুন্দর লেখনী।
-Md Hasiful Hasan
৫.
আলহামদুলিল্লাহ, বইটি সঠিক সময় হাতে পেলাম। আর বইটির লেখনি অসাধারণ, উপকারীও বটে। শুকরিয়া সিজদাহ্ পাবলিকেশন।
-Ahmed Tufayel
৬.
Khub sondor boi.
-Maidul Islam Monir
৭.
ভাল বই।
-Muhammad Elius
৮.
sotti osadharon ekti boi, bortoman prekkhapot ke tule dhora hoyece.
-MD Yeasin Rasel
৯.
খুব সুন্দর একটা বই,,আমি নিয়েছি।
-H M Sakib
১০.
আলহামদুলিল্লাহ, বইটি সঠিক সময় হাতে পেলাম।
আর বইটি অসাধারণ। প্রত্যেকটি লেখা মন ছুঁয়ে গেছে। ধন্যবাদ যিনি এই অসাধারণ বইটি লিখেছেন। আর এমন বই আরো যেন পাবলিশ হয় এটাই আশাবাদী।
-Md Mahadi Hasan Miraj

এখন থেকে রকমারি থেকেও আত্মপরিচয়ের সংকট বইটি সংগ্রহ করতে পারবেন। যারা এই বইটি পড়েছেন, রকমারির রিভিউঘরে আপনার মন্তব্য জানা...
13/08/2024

এখন থেকে রকমারি থেকেও আত্মপরিচয়ের সংকট বইটি সংগ্রহ করতে পারবেন। যারা এই বইটি পড়েছেন, রকমারির রিভিউঘরে আপনার মন্তব্য জানাতে পারেন।

লিংক কমেন্টে

* নারীর অলংকার ও সাজসজ্জা নারীর কানের দুল, গহনা, হাতের চুরি, মেকাপ, কাজল, লিপস্টিক এ সবকিছু সৌন্দর্যের অন্তর্ভুক্ত। এগুল...
13/08/2024

* নারীর অলংকার ও সাজসজ্জা

নারীর কানের দুল, গহনা, হাতের চুরি, মেকাপ, কাজল, লিপস্টিক এ সবকিছু সৌন্দর্যের অন্তর্ভুক্ত। এগুলো নারীর জন্য আলাদা সাজসজ্জা। সাজসজ্জার স্থান এবং সাজসজ্জার স্থানে ব্যবহৃত বস্তু উভয় প্রকার সৌন্দর্যই উল্লেখিত আয়াতের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।
অভিধানে زينة (যিনাত) এমন বস্তুকে বলা হয়, যার দ্বারা মানুষ নিজেকে সুসজ্জিত ও সুদৃশ্য করে। এটা উৎকৃষ্ট বস্তুও হতে পারে আবার অলংকারও হতে পারে। এসব বস্তু যদি কোনো নারীর দেহে না থেকে পৃথকভাবে থাকে, তবে সর্বসম্মতিক্রমে এগুলো দেখা পুরুষদের জন্য হালাল। যেমন বাজারে বিক্রির জন্য মেয়েলি পোশাক ও অলংকার ইত্যাদি দেখায় কোনো দোষ নেই। তাই অধিকাংশ তাফসিরবিদ আলোচ্য আয়াতে زينة এর অর্থ নিয়েছেন সাজসজ্জার স্থান, অর্থাৎ যেসব অঙ্গে সাজসজ্জার অলংকার ইত্যাদি পরিধান করা হয়। আয়াতের অর্থ এই যে, সাজসজ্জার স্থানসমূহ প্রকাশ না করা মহিলাদের ওপর ওয়াজিব।
ইমাম জাহাবি রহিমাহুল্লাহ বলেন, ‘যেসব কর্ম নারীর ওপর লানত করে তা হলো, অলংকার ও আকর্ষণীয় পোশাকের সৌন্দর্য প্রকাশ করা। আর ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার...।’

তাফসিরে তাওজিহুল কুরআনে আল্লামা তাকি উসমানি হাফিজাহুল্লাহ বলেন, ‘সৌন্দর্য বলতে গহনা যেমন : কঙ্কণ, চুরি, পায়ের অলংকার, বাজুবন্দ, বেড়ি, ঝুমুর, পট্টি, বালি ইত্যাদি আর সৌন্দর্যের স্থান বলতে হাত, পায়ের গোছা, বাহু, গ্রীবা, মাথা, বক্ষ, কান বোঝানো হয়েছে। অর্থাৎ এসব স্থান সবার কাছ থেকে গোপন রাখবে।’
সুতরাং মেকাপ, অলংকার ও সাজসজ্জা যত ধরনের প্রোডাক্ট আছে, সেগুলো ব্যবহার করা অবস্থায় মুসলিম নারী গাইরে মাহরাম পুরুষের সামনে প্রকাশ করতে পারবে না। এগুলো যিনাত তথা অতিরিক্ত সৌন্দর্যের অন্তর্ভুক্ত।

সৌন্দর্য প্রদর্শন বই থেকে

08/08/2024

আপনার চিন্তা-চেতনায় পরিবর্তন আনতে সহায়তা করেছে এমন একটি বইয়ের নাম বলুন

আত্মপরিচয়ের সংকট বই থেকেলেখক : ইফতেখার সিফাত
07/08/2024

আত্মপরিচয়ের সংকট বই থেকে

লেখক : ইফতেখার সিফাত

05/08/2024

স্বাধীন বাংলাদেশে আপনাকে অভিনন্দন।

অসহযোগ আন্দোলনের সঙ্গে একমত পোষণ করে আমরা আমাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করছি। ইনশাআল্লাহ এক নতুন সূর্যোদয় হবে, তখন আমরা নত...
03/08/2024

অসহযোগ আন্দোলনের সঙ্গে একমত পোষণ করে আমরা আমাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করছি। ইনশাআল্লাহ এক নতুন সূর্যোদয় হবে, তখন আমরা নতুন করে কাজ শুরু করতে পারব।

ইনকিলাব জিন্দাবাদ

পুরো দেশ থমথমে হয়ে ছিল। ভাবনা ও চিন্তার শক্তিরা হারিয়ে গিয়েছিল রক্তের লালে, চোখের জলে। আর্তনাদ ও চিৎকার করে মনের বোঝা কম...
01/08/2024

পুরো দেশ থমথমে হয়ে ছিল। ভাবনা ও চিন্তার শক্তিরা হারিয়ে গিয়েছিল রক্তের লালে, চোখের জলে। আর্তনাদ ও চিৎকার করে মনের বোঝা কমাব, সে সুযোগও দেওয়া হয়নি আমাদের। বন্ধ ছিল সব মানুষের কাজ। বন্ধ ছিল পুরো দেশ।

দুই হাজার চব্বিশের জুলাই মাস লাল হরফে লেখা থাকবে দেশের ইতিহাসে। শিক্ষার্থী, নিরীহ মানুষ ও ফুলের মতো যে শিশুদের শহিদ (ইনশাআল্লাহ) করা হয়েছে, তাদের জন্য জান্নাতের দোয়া করছি। তাদের পরিবারের সদস্যদের হৃদয়ে আল্লাহ সবরে জামিল ঢেলে দিন। আর যেসব জালেমরা এই অপশক্তির পক্ষে কাজ করেছে, লাল রক্তে নিজেদের হাত ডুবিয়েছে, তাদের জীবনও আল্লাহ বিষের লালে রক্তাক্ত করে দিন! তাদের জীবনের সুখ-শান্তি এক এক করে কেড়ে নিন। আখিরাতেও তাদের জন্য বরাদ্দ রাখুন কঠিন আজাব। হে আল্লাহ, সন্তানহারা মায়েদের আর্তনাদ কবুল করুন। আমিন।

সিজদাহ পাবলিকেশন-এর পক্ষ থেকে আমরা দেশের এই মরহুমদের জন্য শোক প্রকাশ করছি।

সিজদাহ প্যাকেজ। যশোর থেকে এক পাঠকের অর্ডার। মাঝেমধ্যেই এমন শুভাকাঙ্ক্ষী পাঠকের অর্ডার আসে। ❤️
17/07/2024

সিজদাহ প্যাকেজ। যশোর থেকে এক পাঠকের অর্ডার। মাঝেমধ্যেই এমন শুভাকাঙ্ক্ষী পাঠকের অর্ডার আসে। ❤️

14/07/2024

ফ্রিতে বই পাওয়ার সুযোগ

ওয়াফিলাইফে ইসলামি গবেষণা ক্যাটাগরিতে প্রথম যে বেস্টসেলার বই, সেটি আমাদের প্রকাশনীর। বলুন তো কোন বইটি হতে পারে। যাদের অনুমান সঠিক হবে তাদের মধ্য থেকে দুজনকে দুটি বই দেওয়া হবে ইনশাআল্লাহ।

তারুণ্য। চঞ্চলতা ও বৈচিত্র নিয়ে বেড়ে ওঠার শ্রেষ্ঠ সময়।তারুণ্য। সৌন্দর্য ও সৌকর্য বিকাশের শ্রেষ্ঠ সময়।তারুণ্য। দক্ষতা ও প...
14/07/2024

তারুণ্য। চঞ্চলতা ও বৈচিত্র নিয়ে বেড়ে ওঠার শ্রেষ্ঠ সময়।
তারুণ্য। সৌন্দর্য ও সৌকর্য বিকাশের শ্রেষ্ঠ সময়।
তারুণ্য। দক্ষতা ও পরিপক্বতা অর্জনের শ্রেষ্ঠ সময়।

এই সময়টুকু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এটি জীবনের প্রকৃতি গড়ে ওঠার মূল অংশ। এ সময়েই একটা মানুষ জীবনের লক্ষ্য গড়ে নেয়। এ সময়েই একটা মানুষ চেতনার নায়ে চড়ে ওঠে। তাই এ সময়টি নিয়ে আমাদের ভাবতে হবে। লম্বা সময় নিয়ে খুউব বেশি ভাবতে হবে। অথচ এ সময়টি নিয়েই আমাদের বড্ড অবহেলা। বিধর্মী জীবনযাত্রার ছোঁয়ায় আমাদের মুসলিম তারুণ্য পাড়ি জমিয়েছে ভিন্নদিকে।

তাই একজন তরুণ দীন নিয়ে কী কী ভাববে, দীনের কোনো বিষয় শিক্ষা করতে কী কী লক্ষ করবে, দীন ও দুনিয়ার বিষয় একই সাথে কীভাবে সমন্বয় করবে , চিন্তা কীভাবে করবে, নিজেকে কীভাবে চিনবে, ঠিক কোন আদর্শকে রোল মডেল মেনে পথ চলবে, এক কথায় তারুণ্যের পুরো সময়টাকে কিভাবে কাজে লাগাবে..... ইত্যাদি সকল প্রশ্নের সরল উত্তর নিয়ে যে বইটি আপনার অপেক্ষা করছে, সেটিই হলো সিজদাহ পাবলিকেশন এর ‘তরুণ প্রজন্মের দীনি ভাবনা’।

আপনি হয়তো তারুণ্য পেরিয়ে এসেছেন, তবু দেখবেন, বইটি আপনাকে সম্বোধন করে অনেক কথা বলছে। আপনার ভাই, সন্তান, বাবা কিংবা আপনার পরিচিত দোকানদার — বইটি সম্বোধন করতে কার্পণ্য করেনি কাউকেই। বিসমিল্লাহ বলে হাতে তুলে নিন বইটি। আপনার জীবন আলোকিত হোক। আলোকিত হোক আপনার তারুণ্য। শুদ্ধ তারুণ্যের ছোঁয়ায় বদলে যাক পৃথিবী। বদলে যাক সমাজ- সংস্কৃতি।

সৌন্দর্য তো এমন বিষয় যা অন্যে দেখবে। তাহলে কোন সৌন্দর্যকে আবার লুকিয়ে রাখা লাগে? কেনই বা লুকিয়ে রাখা লাগে? যে সৌন্দর্য ল...
13/07/2024

সৌন্দর্য তো এমন বিষয় যা অন্যে দেখবে। তাহলে কোন সৌন্দর্যকে আবার লুকিয়ে রাখা লাগে? কেনই বা লুকিয়ে রাখা লাগে? যে সৌন্দর্য লুকিয়ে রাখবো, তাহলে কে তাকে সুন্দর বলবে?
এমন অনেক প্রশ্নই তো মাথায় ঘুরপাক খায়, যখন সৌন্দর্য লুকানোর বিষয় আসে। এই প্রশ্নের উত্তরগুলো চাইলে এক কথায় দেওয়া যায়, আবার চাইলে বিবৃতিমূলকও দেওয়া যায়। এক কথায় উত্তর সবার বোধগম্য হবে না তাই বিবৃতির প্রয়োজন।
সৌন্দর্য প্রদর্শন বইটি আমাদের লুকানো প্রশ্নের বিবৃতিমূলক উত্তর। নিজের উপর পর্দার বিধান সাব্যস্ত করে নেওয়ার জন্য অনেক আদেশ-উপদেশ পেয়েও আমরা সন্তুষ্ট হতে পারিনা। হেরে যাই নফসের কাছে, আত্মতুষ্টির নামক প্রবঞ্চনার কাছে। আশা করছি এই বইটি আমাদের লুকানো সংশয় এবং প্রবঞ্চনা ঘুচিয়ে দিবে ইনশাআল্লাহ্‌।
ওয়াফিলাইফের রিভিউঘর থেকে
লিখেছেন : Mahbub

বর্তমান যুগে ডিপ্রেশন নামটি আতঙ্কের এক মহা কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ হাহাকার করছে একটুখানি মানসিক শান্তির জন্য। আধুনিক স...
12/07/2024

বর্তমান যুগে ডিপ্রেশন নামটি আতঙ্কের এক মহা কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ হাহাকার করছে একটুখানি মানসিক শান্তির জন্য। আধুনিক সভ্যতার নামে যুবসমাজের হৃদয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিপ্রেশনের অঢেল উপকরণ। মানুষ আজকাল প্রেমে ব্যর্থ হলে, পরীক্ষায় ফেল করলে কিংবা বাবা-চাচাদের বকা খেয়েও ডিপ্রেশনে পড়ে যাচ্ছে! আবার এদের জন্য একদল পকেটখেকো লোকেরও আবির্ভাব হয়েছে! এরা জীবনের যেকোনো স্বাভাবিক দুঃখের বিষয়টিকেও ডিপ্রেশন আখ্যা দেয়; এমনকি অষুধ পর্যন্ত লিখে দেয়! বিষয়টা হাস্যকর, ভয়ংকরও! কী মনে হয়, আসলেই কি এত মানুষ ডিপ্রেসড?
আপনি যদি এ বিষয়ে আগ্রহী হন, কিংবা আপনার পরিচিত কেউ এ ধরণের হতাশায় ডুবে জীবনে খোয়ানোর কাজে ব্যস্ত থাকে, তবে সিজদাহ পাবলিকেশন-এর ডিপ্রেশন বইটি আপনার জন্য। এ বইটি আপনাকে শেখাবে ডিপ্রেশন প্রতিরোধের অনন্য উপায়। ইসলামি শরিয়াহ থেকে খুঁজে খুঁজে সুস্থ জীবনের গাইডলাইন তুলে ধরা হয়েছে এ গ্রন্থে। এটি বাজারে প্রচলিত অন্যসব বইয়ের মতো গতানুগতিক কোনো গ্রন্থ নয়। এটি আপনাকে হাত ধরে নিয়ে যাবে ডিপ্রেশন নামক রোগটির একেবারে গভীরে। আপনি নিজেই ডিপ্রেশনের ভেতরটা দেখে অবাক হয় যাবেন। যে কথা আপনাকে মোটিভেশনাল স্পিকার, রিলেশনশিপ এক্সপার্ট ও ইনফ্লুয়েন্সাররা বলছে না, এ গ্রন্থটি আপনাকে সে সব কথাই খুলে খুলে বলবে। এ বইটিই হতে পারে আপনার বিশ্বস্ত বন্ধু। আপনার ডিপ্রেশনকে আজ থেকেই ছুটি দিন। সফলতা ও উচ্চাশাকে স্বাগত জানান আপনার জীবনে।

২৫% ছাড়ে বইটির দাম : ২২৫৳
পৃষ্ঠা সংখ্যা : ২০০

ইখতেখার সিফাত হাফিজাহুল্লাহর গুরুত্বপূর্ণ তিনটি বই নিয়ে MuwahhidaH এর বিশেষ প্যাকেজ। প্যাকেজ নিলেই পাবেন সুন্দরবন কুরিয়া...
11/07/2024

ইখতেখার সিফাত হাফিজাহুল্লাহর গুরুত্বপূর্ণ তিনটি বই নিয়ে MuwahhidaH এর বিশেষ প্যাকেজ। প্যাকেজ নিলেই পাবেন সুন্দরবন কুরিয়ার চার্জ ফ্রি। অর্ডার করতে তাদের পেইজে মেসেজ করুন

অল্প কথায় সালাফ ও ফাহমুস সালাফকুরআন ও হাদিস প্রথম যাদের ওপর অবতীর্ণ হয়েছে, তাঁরা এবং তাদের পরবর্তী তিন যুগের আলেমদের একস...
11/07/2024

অল্প কথায় সালাফ ও ফাহমুস সালাফ

কুরআন ও হাদিস প্রথম যাদের ওপর অবতীর্ণ হয়েছে, তাঁরা এবং তাদের পরবর্তী তিন যুগের আলেমদের একসাথে বলা হয় ‘সালাফ’। আর কুরআন ও হাদিসের নুসুস বা টেক্সটের ক্ষেত্রে তাদের বুঝকে বলা হয় ‘ফাহমুস সালাফ’।

মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তিনটি—এক. থাকার ঘর, সারা দিনের ধকল পেরিয়ে যেখানে সে একটু আশ্রয় নিয়ে থাকে। ভাবুন তো,...
10/07/2024

মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তিনটি—এক. থাকার ঘর, সারা দিনের ধকল পেরিয়ে যেখানে সে একটু আশ্রয় নিয়ে থাকে। ভাবুন তো, যে মানুষটির আশ্রয় নেওয়ার মতো একটুকরো আবাস নেই, তার জীবন কীভাবে কাটে?

দুই. বাহন, যেটায় চড়ে সে নিজের কাজ সামলায়, আয়-উপার্জন করে। যেমন ধরুন ঘোড়া। নবিজির যুগে ঘোড়া না হলে আয়-উপার্জনের কোনো পথ ছিল না। একটি বাহন কতটা গুরুত্বপূর্ণ তা একটু লক্ষ করলেই বোঝা যায়। যে লোকটি গাড়ি চালিয়ে খায়, তার গাড়িটি যদি এক্সিডেন্ট করে বা হারিয়ে যায়, তার কোমরটা ভেঙে যায়। কেঁদেকেটেও কোনো কূল হয় না।

তিন. স্ত্রী, যে মানুষটি ঘরের মূল। পুরুষের সুখের আবাস। বংশধারা টিকিয়ে রাখার অন্যতম কারিগর। আমরা আগেই দেখে এসেছি, জগতে নারীর স্পর্শ ছাড়া পুরুষের জীবন কতটা অর্থহীন।

সুতরাং এই তিনটি জিনিস যেমন সৌভাগ্যের উপকরণ হতে পারে, আবার টেনে আনতে পারে দুঃখ ও দুর্দশার কালো মেঘ। সুখ-সৌভাগ্য বা দুঃখ-দুর্দশার উপকরণ তো আরও আছে, ঠিক। তবে এই তিনটি জিনিসের ভালো-মন্দ, সুখ-দুঃখ একটু আলাদা গুরুত্ব বহন করে। কারণ যে জিনিসের মূল্য বা গুরুত্ব বেশি, তার ভালো-মন্দের প্রভাবও বেশি। গুরুত্বপূর্ণ জিনিস ভালো হলে লাভটা যেমন বেশি হয়, খারাপ হলে ক্ষতির পরিমাণটাও হয় বেশ বড়সড়। আর অগুরুত্বপূর্ণ বিষয়ে ভালো-মন্দ, লাভ-ক্ষতির হিসাব তেমন মুখ্য থাকে না।

ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেন, ‘লাভের অর্থ হলো বরকত বা সমৃদ্ধি। যে জিনিস যত বরকতময় সে জিনিস তত লাভজনক। বরকতময় বা সমৃদ্ধ মানুষ তাকে বলা হয়, যার কাছে শুধু উপকারই পাওয়া যায়। যেখানেই যাক, যে পরিবেশেই থাক, মানুষ তার থেকে শুধু উপকার পায়।’

বই : সালিহাত ইসলাম ও ইতিহাসের আলোকে নারীর আত্মপরিচয়
মূল : ড. সারা হিশাম নুরি, মুনিরা আদিল জাকির
অনুবাদ : জমির মাসরূর
মলাট মূল্য : ৩০০ ৳

নারীবাদের আসল চেহারা জানতে পড়ুন আমাদের এ বইটি
09/07/2024

নারীবাদের আসল চেহারা জানতে পড়ুন আমাদের এ বইটি

আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম নারীসমাজ বই থেকে
09/07/2024

আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম নারীসমাজ বই থেকে

পৃথিবীর প্রতিটি সৃষ্টির পরিচয় রয়েছে। পরিচয় ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটি আল্লাহর সৃষ্টির অন্যতম বৈ...
08/07/2024

পৃথিবীর প্রতিটি সৃষ্টির পরিচয় রয়েছে। পরিচয় ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটি আল্লাহর সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। জীব কিংবা জড়, সবারই রয়েছে নিজস্ব পরিচয়। এর নাম আত্মপরিচয়।

একজন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয়, আপনার পরিচয় কী? কী উত্তর আসবে বলুন তো?
• কেউ বলবে, আমি মানুষ!
• কেউ বলবে, আমি অমুক কোম্পানীর অনার।
• কেউ বলবে, আমি একজন মুসলমান।

…এসব উত্তরের পেছনে কোন বিষয়টি কাজ করে বলুন তো? নিজের আত্মপরিচয় জানা ও না জানার বিষয়টি।যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায়, খোদ সে-ও জানে না, মুসলমানের আত্মপরিচয় কী! বিষয়টি চিন্তার কারণ, ভয়েরও কারণ।

কেননা, আত্মপরিচয় আমাদের জীবনের মৌলিক উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখে। যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পরিচয়ও সৃষ্টি করেছেন। তাই আমরা যদি নিজেরা নিজেদের পরিচয় নির্ধারণের চেষ্টা করি, তা সঠিক হবে না। আমরা আমাদের পরিচয়টা নেব ইসলামি শরিয়াহ থেকে, যা আল্লাহ শুধু আমাদের জন্যই উপহার দিয়েছেন!

এবার বলুন তো, একজন মুসলমানের আত্মপরিচয় কী?… এই প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়েই প্রকাশিত হচ্ছে মাওলানা ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহর চতুর্থ মৌলিক বই, ‘আত্মপরিচয়ের সংকট’!

আত্মপরিচয় কী, আমাদের আত্মপরিচয় কী, আত্মপরিচয় ভুলে গেলে কী হবে, এই সংকট কাটিয়ে ওঠার পদ্ধতিই-বা কী—সব উত্তর এই দুই মলাটের মধ্যেই মিলবে ইনশাআল্লাহ। আর ‘আত্মপরিচয় ছাড়া জীবনের এতটুকু সময় কাটিয়ে দিলাম, এখন না জানলেও সমস্যা নেই’—এ কথা যারা বলবেন, তাদের ভুলও ভেঙে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ‘জানার কোনো শেষ নেই, শোধরানোরও কোনো বয়স নেই।

Address

BanglaBazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801812622442

Alerts

Be the first to know and let us send you an email when সিজদাহ পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিজদাহ পাবলিকেশন:

Videos

Share

Category

Nearby media companies