Islamic Waz 24

Islamic Waz 24 Welcome to'Islamic Waz 24' The Islamic Educational Content Creators. Here Yoill Get All Kinds Of

নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং ফলো করে সাথেই থাকুন দিনের কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ইসলামিক পেজ যাদের আছে তাদের সবাইকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। নোটিফিকেশন টা সিফাস্ট করে রাখুন ইসলামিক ভিডিওগুলো কে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করুন হতে পারে এটাই আপনার নাজাতের উসিলা আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয়।ইনশাআল্লাহ আশা রাখি আপনারা সবাই ইসলামিক পেজগুলোকে সাপোর্ট করবেন ধন্যবাদ

22/11/2024
12/10/2024

আমার নবীকে কে কে ভালোবাসেন

27/09/2024

হে আল্লাহ এ শুক্রবারে উছিল আমাদের প্রত্যেকের বাবা মায়ের কবরের আজাব মাফ করে দেন নেক হায়াত দান করেন আমিন

27/05/2024

আলহামদুলিল্লাহ অনেকদিন পরে বৃষ্টি পেলাম এবং খুব ভালো লাগলো
কিন্তু সাথে দুঃখ বয়ে আনলো বরিশাল বিভাগের

25/05/2024

পরামর্শ
সতর্ক হোন, সাবধানে থাকুন।
হিটস্ট্রোক থেকে বাঁচুন।
NASA জানিয়েছেন যে,
আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ।
এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে,
সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে।
আগামী ২৫ মে ভোর ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী
নক্ষত্রে প্রবেশ করবে।
১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা
নক্ষত্রে গোচর করবে সূর্য।
রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন
সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়।
সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে
প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেবে।
এই ৯ দিনকে নওতাপ বলা হয়।
এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।
সাবধানে থাকবেন সবাই

আল্লাহ সবাইকে হেফাজত করুক 🤲

05/05/2024

হযরত মুহাম্মদ (সাঃ) ও আবু হুরায়রা (রাঃ) অলৌকিক বরকতময় ঘটনা

23/04/2024

আল্লাহ চাইলে এক সেকেন্ডে ভাগ্য পরিবর্তন করতে পারেন

20/04/2024

"Heat Wave" আসিতেছে?
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩)ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।

07/04/2024

ফিতরা দেওয়ার সঠিক নিয়ম

05/04/2024

কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ ❤️❤️

30/03/2024

এ গুরুত্বপূর্ণ মেসেজটা আশা করি সবাই শেয়ার দিয়ে আরেকজনকে উপকৃত হওয়ার জন্য সহযোগিতা করবেন 21+23+25+27+29/?
এই কয়টা রজনী সবার কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ🙏 থাকবে আর না পারি অন্ততপক্ষে এশার এবং ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করব এবং এই কয়টা রজনীতে কমপক্ষে ১০০ টাকা ২০ টাকা করে আল্লাহর রাস্তায় দান করব ইনশাল্লাহ
21 23 25 27 29/ This number of rajnis is a special request to everyone. If I can't, I will at least perform the Isha and Fajr prayers with congregation and donate at least 100 taka 20 taka in this number of rajnis in the way of Allah.

24/03/2024

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।
🌄শুভ সকাল!
🟧আজ সোমবার।
🟩২৫ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ।
🟦১১ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।
🟪১৪ রমজান ১৪৪৫ হিজরী।
🟩মাগফিরাতের ৪য় দিন।
🌅ঋতু- বসন্তকাল।
🌄সেহরির শেষ সময়- ০৪:৩৭ মিনিট
⬛ফজর- ০৪:৪৪ মিনিট
🟨যোহর- ১২:০৮ মিনিট
🟫আসর- ০৪:২৯ মিনিট
⏺ইফতারের সময়- ০৬:১৫ মিনিট
🔲মাগরিব- ০৬:১৫ মিনিট
⬜ইশা- ০৭:২৭ মিনিট।
🌄সূর্যোদয়- ০৫:৫৮ মিনিট এবং
⏺সূর্যাস্ত- ০৬:১৪ মিনিট (ঢাকা)।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়-

বিঃদ্রঃ পাঁচ ওয়াক্ত নামাজ শুরুর সময় এবং আরবি মাসের তারিখ সন্ধ্যার পর পরিবতর্ন হয়, চন্দ্র হিসাব মতে।

23/03/2024

আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পেজটি আনপাবলিস্ট ছিল আপনাদের সাপোর্ট এবং ফেসবুক সহযোগিতায় পেজটি আবার ফিরে পেলাম

14/09/2023

শুকরিয়া আদায় করতেছি আল্লাহ আগের চেয়ে অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ 🥰

Address

Gazipur Dhaka
Dhaka
1215

Telephone

+8801721583784

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Waz 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Waz 24:

Videos

Share

Nearby media companies