নীরব চাঁদাবাজ যে আছে জানতাম না!
লেবাননে ইসরাইলিদের সিরিজ বোমা হামলা। না জানে কত মানুষ মারছে।
হৃদয়ে রক্তক্ষরণ আজ ও হচ্ছে ঐ পোষাকের জন্য,যার জন্য যৌবন দিয়েছি শুধু শেষবারের মত নিজেকে ওই পোষাকে দেখতে চাই।
শুধু সময়ের অপেক্ষা মাত্র। এই সম্পদগুলোর দুর্ব্যবহার এর দায় এই জাতির প্রত্যকটা নাগরিকের এমনকি আমিও।
যাদের যৌবনের বিমিময়ে আজও আমরা সুরক্ষায় আছি,তাদেরকে যথা্যথ মর্যাদায় ফিরিয়ে দেবার দাবি জানাচ্ছি।
চেতনা ব্যবসায়ীদের সংজ্ঞা।
টাকা নাকি সুখ না!অথচ আমার এই টাকা কাহারো সহ্য হয় না।
লেন উদীচি আর বাঙ্গু শাহবাগীদের দেশপ্রেম---- ওরা সারা বছর hybernation এ থাকে।
কতটা নির্দয় হলে পারা যায় এইসব।এদেরকেতো হত্যার বদলে হত্যার শাস্তি দেওয়া ফরজ হইয়া গেছে।
সাবেক বিচারপতি মানিক কে আদালতে তোলার সময় জনগনের গনধোলাই।
সম-সাময়িক উত্তেজনার জনক ও পিতা আটক।
বন্ধু তুমি,শত্রু তুমি.
সাপের মাথায় ব্যঙ! কখনো কি ? দেখেছেন?৷ নিশ্চয়ই না।
আমরা খুব ভয়ানক অবস্থায় আছি,তার মজা লুটছে আমাদের বন্ধু রাষ্ট্র।স্বাধীন হয়ে ও যেনো পরাধীনতার মতো আছি।
মানবতার বলাৎকার!
ইসরাইলী জঙ্গীদের আক্রমনে বাবা হারা সন্তানের শেষ আকুতি!
নিয়তি
যে যা পাচ্ছে,তা নিয়ে যাচ্ছে।
location: gonobhovon.