Uni Codder

Uni Codder Uni Codder
(2)

শুক্রবারের আমল ‘জুমা’ শব্দটি ‘জমা’ শব্দ থেকে এসেছে। এর অর্থ একত্র হওয়া বা একত্র করা।1) জুমার দিন আগেভাগে মসজিদে যাওয়া গু...
04/07/2024

শুক্রবারের আমল

‘জুমা’ শব্দটি ‘জমা’ শব্দ থেকে এসেছে। এর অর্থ একত্র হওয়া বা একত্র করা।
1) জুমার দিন আগেভাগে মসজিদে যাওয়া গুরুত্বপূর্ণ
2) সুরা কাহফ তিলওয়াত করা জুমার দিনের বিশেষ একটি আমল।
3) নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনের ফজিলতপূর্ণ ।
4) জুমার দিনের বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে দোয়া করা।

যে কারণে জুমার দিন শ্রেষ্ঠইসলামি ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। হজরত আবু লুবাবা বিন আবদুল মুনজির রা. থেকে বর্ণিত...
04/07/2024

যে কারণে জুমার দিন শ্রেষ্ঠ

ইসলামি ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। হজরত আবু লুবাবা বিন আবদুল মুনজির রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করেছেন। ১. আল্লাহ তাআলা এই দিনে প্রথম মানব হজরত আদম আ.-কে সৃষ্টি করেছেন। ২. জুমার দিনে আদম আ.-কে জমিনে অবতরণ করিয়েছেন। ৩. জুমাবারে হজরত আদম আ.-কে মৃত্যু দিয়েছেন। ৪. এ দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কুবল করবেন। যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না। ৫. সবচেয়ে বড় বিষয় হলো এ দিনে কিয়ামত সংঘটিত হবে। (ইবনে মাজাহ, হাদিস ৮৯৫)

🧡🧡❤️❤️
03/07/2024

🧡🧡❤️❤️

বুদ্ধিজীবিরা এখনো মরে নাই। 🤣🤣🤣🤣🤣
26/06/2024

বুদ্ধিজীবিরা এখনো মরে নাই। 🤣🤣🤣🤣🤣

এখন ট্রেন আসবে, কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে।তখন ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে।বুঝলা, ভাতিজারা?প্রতিবাদ হোক সব...
24/06/2024

এখন ট্রেন আসবে,
কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে।
তখন ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে।
বুঝলা, ভাতিজারা?
প্রতিবাদ হোক সব দিক থেকে👊
ইন্ডিয়াকে এদেশের ভূখণ্ড ভোগ করতে দেওয়া হবে না.

©

16/06/2024

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ এর নামাজ পড়ার নিয়ম-===============================================আমরা অনেকেই ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম জানিনা। সাম...
16/06/2024

ঈদ এর নামাজ পড়ার নিয়ম-
===============================================
আমরা অনেকেই ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম জানিনা। সামনে সবাই যা করে আমরাও দেখে দেখে তাই করি। এতে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে তাও জানিনা। আপনাদের সুবিদার্ধে ঈদের নামাজের নিয়ম- কানুনগুলো তুলে ধরলাম ।যাতে আপনারা ঈদের আগেই নিয়ম গুলো আয়ত্ত করে নিতে পারেন। আর আমার এ লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন। ঈদের নামাজ এর নিয়ম নিচে দেয়া হলো-
নিয়তঃ শুরুতে নিয়ত করুন যে-

আমি আল্লাহর ওয়াস্তে ৬ তাকবিরের সাথে ঈদুল ফিতর এর ওয়াজিব নাময আদায়ের জন্ন ঈমামের পিছনে কিব্লামূখি হইয়া নিয়ত করিলাম, আল্লাহু আকবর।
নিয়ত আরবিতে করতে হবে এমন কোন নিয়ম নাই।যদি করতে চান তাহলে তা অনেক ভালো-
নাওয়াইতুয়ান ঊছোয়াল্লিয়া লিল্লাহি তা'আলা রাকাতাই ছলাতিল ঈদুল ফিত্রি মা'আ সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবিল্লাহি তা'আলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওজ্জিহানিলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

যে যেই ভাষার লোক সেই ভাষাতে নিয়ত করলেই হবে।

উল্লেখ্য ঈদ এর নামাজ ২ রাকাত পড়তে হয় এবং প্রথম রাকাতে অতিরিক্ত ৩ তাকবির (ছানা পড়ার পর) আল্লাহুয়াকবার বলে হাত বেঁধে নামাযে দাঁড়ালেন এখন আপনাকে শুধু ছানা (সুবহানাকা) পড়তে হবে। তখন থেকে আপনাকে আর কিছু পড়তে হবেনা। ইমাম সাহেব ৩ টি তাকবীরব বলবেন আপনি ও ইমাম এর সাথে তাকবীর বলবেন (হাত তুলে তাকবীর বলবেন কিন্তু হাত বাধবেন না) ইমাম সুরা
পড়বেন, রুকু করবেন সিজদা করবেন আপনি শুধু রুকু সিজদার তাসবিহ পড়বেন দ্বিতীয় রাকাতে অতিরিক্ত ৩ তাকবির (সূরা ফাতিহা + অন্য সূরা পড়ার পর)। এখানেও প্রতি তাকবীরের পর হাত ছেড়ে দিবেন অর্থাৎ হাত বাঁধতে হবেনা। এবার ও ইমাম কে অনুসরণ করুন
এইবার ৩য় তাকবীর শেষ হলে চতুর্থবার ‘আল্লাহু আকবার’ বলে হাত না বেঁধে রুকুতে চলে যান রুকুর তাসবিহ পড়ুন সিজদাতে গেলে সিজদার তাসবিহ পড়ুন । সিজদা থেকে উঠার পর আত্তাহিয়াতু/ সাল্লি আলা /বারিক আলা/ দুয়া মাসুরা(আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি পড়ুন এবং অপেক্ষা করুন ইমাম
সাহেব সালাম ফিরালে আপনিও সালাম ফিরান।

জুম্য়ার খুতবার ন্যায় দু'ঈদের খুতবা শোনাও ওয়াজিব। চুপ করে খুতবা শুনতে হয়।
আরও কিছু বিষয় - ঈদের দিনের সুন্নত পর্যায়ের করণীয় হলো
১) শরীয়তের সীমার মধ্যে থেকে যথাসাধ্য সুসজ্জিত হওয়া (এবং খুশী প্রকাশ করা)
(২) গোসল করা,
(৩) মিসওয়াক করা,
(৪) যথাসম্ভব উত্তম কাপড় পরা,
(৫) খুশবু লাগানো
(৬) সকাল সকাল ঘুম থেকে উঠা,
(৭) ফজরের পর সকাল সকাল ঈদগাহে যাওয়া,
(৮) ঈদগাহে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা,
(৯) পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া
(১০) যাবার সময় উচ্চস্বরে ঈদুল আযহার তাকবীর বলতে বলতে যাওয়া।
তাকবীর টি হল: আল্লাহু আকবার, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

ঈদুল আযহার নামাযের নিয়ম ঠিক ঈদুল ফিতরের নামাযেরই অনুরূপ এবং যেসব কাজ ওখানে সুন্নত সেসব এখানেও সুন্নত। পার্থক্য শুধু এই যে,
(১) নিয়তের মধ্যে ঈদুল ফিতরের পরিবর্তে ঈদুল আযহা বলবে।
(২) ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত কিন্তু ঈদুল আযহার দিনে খেয়ে যাওয়া সুন্নত নয় (বরং ঈদুল আযহার নামাযের পূর্বে কিছু না খেয়ে যাওয়াই মুস্তাহাব)।
(৩) ঈদুল আযহার দিনে ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর পড়া সুন্নত। ঈদুল ফিতরে আস্তে পড়া সুন্নত।
(৪) ঈদুল আযহার নামায ঈদুল ফিতর অপেক্ষা অধিক সকালে পড়া সুন্নত।
(৫) ঈদুল ফিতরে নামাযের পূর্বে সদকায়ে ফিতরা দেয়ার হুকুম, ঈদুল আযহার নামাযের পর সক্ষম ব্যক্তির জন্য কুরবানী করার হুকুম। অনেকের ধারণা নামাজের নিয়ত আরবিতে করা জরুরি। এমনটি ঠিক নয়।যে কোনো ভাষাতেই
নামাজের নিয়ত করা যায়। নিয়ত মনে মনে করাই যথেষ্ট।
ঈদের দিন ইমামের পেছনে কিবলামুখী দাঁড়িয়ে মনে এই নিয়ত করে নেবে—

আমি আল্লাহর ওয়াস্তে ৬ তাকবিরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নাময আদায়ের জন্ন ঈমামের পিছনে কিব্লামূখি হইয়া নিয়ত করিলাম, আল্লাহু আকবর।

এরপর উভয় হাতকান বরাবর ওঠিয়ে ‘আল্লাহু আকবার’ বলে হাত বেেঁধ নেবে। হাত বাঁধার পর ছানা অর্থাত্‘সুবহানাকা আল্লাহুম্মা’ শেষ পর্যন্ত পড়ে
নেবে। এরপর আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত ওঠিয়ে ছেড়ে দেবে।দ্বিতীয়বারও একই নিয়মে তাকবির বলে হাত ছেড়ে দিতে হবে। ইমাম
সাহেব তৃতীয়বার তাকবির বলে হাত বেঁধে আউজুবিল্লাহ ওবিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা তিলাওয়াত করবেন। এ সময় মুক্তাদিরা নীরবে দাঁড়িয়ে থাকবেন। এরপর ইমাম সাহেব নিয়মমত রুকু-সিজদা সেরে দ্বিতীয়
রাকাতের জন্য দাঁড়াবেন। মুক্তাদিরা ইমাম সাহেবের অনুসরণ করবেন।দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা পড়বেন।এরপর আগের মতো তিন তাকবির বলতে হবে।প্রতি তাকবিরের সময়ই উভয়
হাত কান পর্যন্ত ওঠিয়ে ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবির বলে হাত না ওঠিয়েই রুকুতে চলে যেতে হবে।
এরপর অন্যান্য নামাজের নিয়মেই নামাজ শেষ করে সালাম ফেরাতে হবে।
ঈদের নামাজ শেষে ইমাম সাহেব খুতবা পাঠ করবেন।
জুমার খুতবার মতো এই খুতবা শোনা মুসল্লিদের জন্য ওয়াজিব। খুতবার সময় কথাবার্তা বলা,চলাফেলা করা, নামাজপড়া সম্পূর্ণরূপে হারাম। কারও ঈদের নামাজ ছুটে গেলে কিংবা যে কোনো কারণে নামাজ নষ্ট হয়ে গেলে পুনরায় একাকী তা আদায় বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে চারবা তার অধিক লোকের ঈদের নামাজ ছুটে গেলে তাদের জন্য ঈদের নামাজ পড়ে নেয়া ওয়াজিব ।
#ঈদেরনামাজ

কোকাকোলা সহ ইসরাইলি সমস্ত প্রোডাক্ট বয়কট করুন!
15/06/2024

কোকাকোলা সহ ইসরাইলি সমস্ত প্রোডাক্ট বয়কট করুন!


Today's best photo 🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌            Actres   with   and  also known as   in   movie📽📺👈
04/06/2024

Today's best photo
🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌










Actres with and also known as in movie📽📺👈

আলহামদুলিল্লাহToday's best photo 🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌            Actres   with   and  also known as   in   movie📽📺👈
03/06/2024

আলহামদুলিল্লাহ

Today's best photo
🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌










Actres with and also known as in movie📽📺👈

Today's best photo 🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌            Actres   with   and  also known as   in   movie📽📺👈
31/05/2024

Today's best photo
🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌










Actres with and also known as in movie📽📺👈

23/05/2024

মুসলিম মেয়েরা সাবধান হোন।

মেয়ের বাবাকে জিজ্ঞাসা করলাম মোহর কত চান? তিনি বলেন ছেলের সামর্থ্য অনুযায়ী। ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার সামর্থ্য কতটুক...
21/05/2024

মেয়ের বাবাকে জিজ্ঞাসা করলাম মোহর কত চান? তিনি বলেন ছেলের সামর্থ্য অনুযায়ী। ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার সামর্থ্য কতটুকু? সে বলল, সাত হাজার। মেয়ের বাবা বললেন, আলহামদুলিল্লাহ আমি রাজি। আমি সুপারিশ করে বললাম, দশ সংখ্যাটা পূর্ণ। আমরা তোমাকে কিছু হাদিয়া দিই। তুমি দশ পূর্ণ করে দিও।
ছেলে বলল, তাহলে আমি নিজেই দশ হাজার দিব ইনশাআল্লাহ। আমি বললাম, প্লিজ আমাদের একটু শরিক হতে দাও তোমার সাথে। আমি তোমাকে পাঁচশ টাকা দেব। একথা শুনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে অনেকেই বাকি টাকা দেয়ার জন্য হাত তুললেন।
কিন্তু মেয়ের বাপ সবাইকে আশ্চর্য করে ঘোষণা দিল, বাকি আড়াই হাজার টাকা ছেলেকে আমিই দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কত উদার মনের মানুষ! নিজের মেয়ের বিবাহের মোহর বরের পক্ষ থেকে নিজেই আদায় করলেন। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ আজ আমি একজন প্রকৃত রাজা খুঁজে পেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যথার্থই বলেছেন, আত্মিক ধনীই প্রকৃত ধনী।
- সংগ্রহীত

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন মুসলিম বিশ্বের অন্যতম অভিভাবক এর বিদায়আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
20/05/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন
মুসলিম বিশ্বের অন্যতম অভিভাবক এর বিদায়
আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

19/05/2024

মায়েরা এমনই হয়!🥺❤️

18/05/2024

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা |

18/05/2024

ফ্রি কনসার্ট :

আজকে বসুন্ধরায় গিয়েছিলাম, দেখি বসুন্ধরা কনভেনশন সেন্টারে কনসার্ট চলছে। ঢুকার মুখে সিকিউরিটি দাঁড়ানো। জিজ্ঞেস করলাম টিকিটের দাম কত। বললো ফ্রি।।

আনন্দে চোখে পানি চলে আসলো।। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মন থেকে দোয়া করলাম।।

ভিতরে ঢুকে দেখি তখনো সাউন্ড রেডি করছে।।। কিছুক্ষণ পরে কনসার্ট শুরু হল। হায়রে এতো দেখি ATN বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের কনসার্ট। মাহফুজুর রহমান বিকট শব্দে গান গাইছে।।

দৌড়ে পালাতে যাবো দেখি দরজা লক।। সিকিউরিটি ম্যানকে বললাম ভাই দরজা খুলেন। সেই ব্যাটা হাসি দিয়া বলে - স্যার ঢুকা ফ্রি কিন্তু বের হতে ৩০০০ টাকা লাগবে*।। 🤣🤣🤣

16/05/2024

নরসিংদীতে অধ্যক্ষ আরিফ পাঠানের ভাইরাল বক্তব্য

13/05/2024
█▓▒F░O░L░L░O░W▒▓Follow me please 🥰┊┊┊▕▔╲▂▂▂╱▔▏╭━━╮╭┈╮⠀╭┈╮╭━━╮╰╰╰┃▏╭╮⠀╭╮▕┃╯╯╯┈┃⠀┃▏┈┈▅┈┈▕┃⠀┃┈┃⠀┃▏┈╰┻╯┈▕┃⠀┃┈┃⠀╰█▓▒░M░E░▒▓█
11/05/2024

█▓▒F░O░L░L░O░W▒▓
Follow me please 🥰
┊┊┊▕▔╲▂▂▂╱▔▏
╭━━╮╭┈╮⠀╭┈╮╭━━╮
╰╰╰┃▏╭╮⠀╭╮▕┃╯╯╯
┈┃⠀┃▏┈┈▅┈┈▕┃⠀┃
┈┃⠀┃▏┈╰┻╯┈▕┃⠀┃
┈┃⠀╰█▓▒░M░E░▒▓█

6-7 হাজারের চার্জার ফ্যানের থেকে নিচের এই সেটাপটা বেশি দীর্ঘমেয়াদি সাপোর্ট দিবে। চার্জার ফ্যান দুই বছর পরেই সমস্যা শুরু ...
01/05/2024

6-7 হাজারের চার্জার ফ্যানের থেকে নিচের এই সেটাপটা বেশি দীর্ঘমেয়াদি সাপোর্ট দিবে। চার্জার ফ্যান দুই বছর পরেই সমস্যা শুরু করে।
গরমের দিনে বিদ্যুৎ না থাকাকালীন সাপোর্ট নিতে চাইলে আপনারা কম খরচে এই টাইপের সেটআপ নিতে পারেন। শুরুতে একটু ঝামেলা করে সব কালেক্ট করতে পারলে এরপর রেডিমেড এসি-ডিসি ফ্যানের চেয়ে ভালো সার্ভিস দিবে ইনশাআল্লাহ।

------
কি কি নেয়া যেতে পারে একটা প্রাথমিক আইডিয়া দেই (কেনার আগে কয়েক দোকান ঘুরেফিরে দেখে প্রয়োজনে অভিজ্ঞ কারো সাথে কথা বলে আরেকটু নিশ্চিত হয়ে কিনবেন) --
১। বাতাস খাওয়ার জন্য ১২ অথবা ১৬ ইঞ্চি ডিসি ফ্যান। (একাধিক মানুষের জন্য ১৬ইঞ্চি নিলে বেটার) - ১৩শ-১৫শ টাকা।
২। ব্যাটারি - এক্ষেত্রেও দুইটা অপশন বলি -
ক. পুরাতন ভ্যানের ব্যাটারি ৪০এম্প (লেখা থাকে ৯৫-১২০এম্প) নিতে পারেন, (প্রতি কেজিতে এভারেজ ৩ এম্পিয়ার ধরা হয়) - ৩০০০-৪৫০০৳ এর আশেপাশে। পারফরম্যান্স কমে গেলে অল্প কিছু টাকা দিয়ে আবার পাল্টিয়ে নিতে পারবেন। (৭-১০ঘন্টা চলার কথা)
খ. ছবির মত ৯এম্প কালো ব্যাটারি। এগুলো নতুনই সম্ভবত হাজার-বারোশো টাকার মত নিবে দাম। (৪-৬ঘন্টা চলার কথা)
৩। চার্জ দেয়ার জন্যও দুইটা অপশন। টাকা ও যায়গা থাকলে দুইটাই নিতে পারেন।
ক. চার্জার - ১এম্প থেকে ৫এম্প পর্যন্ত নিতে পারেন। - দাম আনুমানিক ৩৫০-৮০০৳ (যদি ৯এম্প ব্যাটারি নেন, তাইলে ১এম্প চার্জারই নিয়েন, নইলে দ্রুত চার্জ করতে গিয়ে ব্যাটারি দ্রুত যাবে।)
খ. সোলার ৪০ থেকে ৬০ ওয়াটের। সাথে সোলার কন্ট্রোলার লাগবে। সাইজ অনুযায়ী খরচ পড়বে ২ থেকে ৩ হাজার।
৪। কিছু তার-টেপ-সকেট হ্যানত্যানের জন্য আর ৩০০৳ ধরে রাখেন। (সোলার নিলে তারের খরচ বেশি হয়।)
৫। (অপশনাল) চাইলে আর এক-দেড়শ টাকা যোগ করে একটা ২০-৩০ওয়াটের ডিসি লাইটও নিতে পারেন। দরকার হলে ব্যাটারির সাথে লাইন দিয়ে ইউজ করবেন আরকি।

20/04/2024

যৌতুক নেয়া উচিত না,
তবে এই সময়ে এসি দিলে ভিন্ন কথা।

পহেলা বৈশাখ উদযাপনের জন্য যে সকল কর্মসূচি থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে মঙ্গল প্রদীপ জ্বালনো, মঙ্গল শোভাযাত্রা বের করা, ঢা...
13/04/2024

পহেলা বৈশাখ উদযাপনের জন্য যে সকল কর্মসূচি থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে মঙ্গল প্রদীপ জ্বালনো, মঙ্গল শোভাযাত্রা বের করা, ঢাক বাজানো, উলু ধ্বনি দেওয়া, বট গাছের তলায় জমায়েত। আবার এ শোভাযাত্রার গুরুত্বপূর্ণ আকর্ষণ থাকে বিভিন্ন পশু-পাখির মূর্তি ও মুখোশ। উল্লিখিত প্রতিটি কাজ একটি অন্য ধর্ম বিশ্বাস ও ধর্ম চর্চার অবিচ্ছেদ্য অংশ।
তাদের ধর্ম মতে দেব-দেবীদের বিভিন্ন বাহন রয়েছে। যেমন: লক্ষীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন রাজহাঁস, গণেশের বাহন ইঁদুর, দুর্গার বাহন সিংহ, মনসার বাহন সাপ, কার্ত্তিকের বাহন ময়ূর, মহাদেবের বাহন ষাড়, যমরাজের বাহন কুকুর, ইন্দ্রের বাহন হাতি, ব্রক্ষ্মার বাহন পাতিহাঁস, বিশ্বকর্মার বাহন ঢেকি, শীতলার গাধা ইত্যাদি। আর যেহেতু যানবাহন ছাড়া দেব-দেবীদের আগমন-প্রস্থান সম্ভব নয়, অতএব, তাদের পুজাতে, তাদের শোভাযাত্রাতে দেব-দেবীদের যান-বাহনের পুজাও করতে হয়।
নিজেকে বাঙ্গালি প্রমাণ করতে তাদের কল্যাণ প্রার্থনার পদ্ধতিতে আমরা মুসলমানরাও কী কল্যাণ প্রার্থনা করব?
আল্লাহ তায়ালা বলেনঃ “আর আল্লাহ ছাড়া এমন কিছুকে আহ্বান করো না, যা তোমার উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বস্তুতঃ তুমি যদি এমন কাজ কর, তাহলে তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে”। -[সূরা ইউনুস, আয়াত ১০৬]
মুফতি দিলাওয়ার হোসাইন দাঃবাঃ

11/04/2024

"ঈদ মোবারক"🌙
দেশে এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ- উল-ফিতরের শুভেচ্ছা।
"ঈদ মোবারক"

09/04/2024

রাতে বিদায় নিলো তারাবি,
ভোরে বিদায় নিবে সাহরি,
আগামীকাল বিদায় নিবে রমাদান।
আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দিও।

এখন থেকে  ক্রেতারাই  করবে সিন্ডিকেট।গরিব মানুষের বয়লার মুরগি ১২০-১৩০ টাকায় না আসা পর্যন্ত আসুন আমরা সবাই বয়লার মুরগি ...
09/04/2024

এখন থেকে ক্রেতারাই করবে সিন্ডিকেট।গরিব মানুষের বয়লার মুরগি ১২০-১৩০ টাকায় না আসা পর্যন্ত আসুন আমরা সবাই বয়লার মুরগি বয়কট করি। পোস্টা সবাই যে যেখান থেকে দেখেন সেয়ার করে দিবেন,,,
#বয়কটব্রয়লার
#বয়কটফার্মমুরগি

আজকের সেরা ছবি❤💞💞💞💞💞💞💞💞💚💚💚💚💚💞💞💞💞💞💞 #𝐓𝗼𝐝𝐚𝐲𝐢𝗺𝐩𝗼𝐫𝐭𝐚𝐧𝐭𝐩𝗼𝐬𝐭
29/03/2024

আজকের সেরা ছবি❤
💞💞💞💞💞💞💞💞
💚💚💚💚💚💞💞💞💞💞💞
#𝐓𝗼𝐝𝐚𝐲𝐢𝗺𝐩𝗼𝐫𝐭𝐚𝐧𝐭𝐩𝗼𝐬𝐭







- মসজিদ থাকতে ক্যাম্পাসে কুরআন তিলাওয়াত কেন?- মন্দির থাকতে ক্যাম্পাসে পূজা কেন? -কলা অনুষদ থাকতে ক্যাম্পাসে আবৃত্তি, পথন...
23/03/2024

- মসজিদ থাকতে ক্যাম্পাসে কুরআন তিলাওয়াত কেন?
- মন্দির থাকতে ক্যাম্পাসে পূজা কেন?
-কলা অনুষদ থাকতে ক্যাম্পাসে আবৃত্তি, পথনাট্য কেন? -অডিটোরিয়াম থাকতে ক্যাম্পাসে কন্সার্ট কেন?
-চারুকলার ছাঁদ থাকতে ক্যাম্পাসে গঞ্জিকা সেবন কেন? -লিটনের ফ্ল্যাট থাকতে ক্যাম্পাসে লীলাখেলা কেন?
-দলীয় কার্যালয় থাকতে ক্যাম্পাসে জনসভা কেন?
©ফাহাদ ইবনে ইলিয়াস

21/03/2024

মাশাআল্লাহ..💝🥀
একটু বেশি সুন্দর..। 💝

৯ম রমজান🔸পবিত্র মাহে রমজানের সেহেরী এবং ইফতারের সময় সূচি ( ১৪৪৫ হিজরী, ২০২৪ খ্রিষ্টাব্দ)🔹সকলকে পবিত্র মাহে রমজানের শুভে...
18/03/2024

৯ম রমজান
🔸পবিত্র মাহে রমজানের সেহেরী এবং ইফতারের সময় সূচি ( ১৪৪৫ হিজরী, ২০২৪ খ্রিষ্টাব্দ)
🔹সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 💖
❤️ রামাদান মোবারক ❤️

Address

Mohammadpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Uni Codder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies