Trip for Beauty

Trip for  Beauty I have a connection with travel. I enjoy taking trips a lot. I discovered mysterious stuff while traveling. I also enjoy meeting new people across the nation.

গ্রামের পিচঢালা সরু রাস্তা। এই রাস্তা ধরে যতই গ্রামের ভেতরে এগোনো যায় দেখা মেলে দুই পাশে শুধু সবজি আর সবজি।  গ্রামের বাজ...
04/06/2024

গ্রামের পিচঢালা সরু রাস্তা। এই রাস্তা ধরে যতই গ্রামের ভেতরে এগোনো যায় দেখা মেলে দুই পাশে শুধু সবজি আর সবজি। গ্রামের বাজার থেকে তাজা ফরমালিনমুক্ত সবজি কিনে কিনে নিয়ে আসছি।

শুভ সকাল
সিংগাইর, মানিকগঞ্জ


এমভি আব্দুল্লাহ’র ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ।যাদের জন্য দেশের ১৭ কোটি মানুষ দোয়া করেছেন।
17/05/2024

এমভি আব্দুল্লাহ’র ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ।যাদের জন্য দেশের ১৭ কোটি মানুষ দোয়া করেছেন।

গ্রাম মানেই সবুজ-শ্যামল, শান্ত, ছায়াঘেরা, মনোরম এক জনপদ। দিগন্তজোড়া ফসলের মাঠ, টইটুম্বুর খাল-বিলে নয়নাভিরাম শাপলা পদ্ম! ...
15/05/2024

গ্রাম মানেই সবুজ-শ্যামল, শান্ত, ছায়াঘেরা, মনোরম এক জনপদ। দিগন্তজোড়া ফসলের মাঠ, টইটুম্বুর খাল-বিলে নয়নাভিরাম শাপলা পদ্ম! গ্রাম মানেই পাখিদের কোলাহল, ঝিঁঝির ডাক আর জোনাকির স্বপ্নীল ওড়াউড়ি।

22/04/2024

সম্রাট আকবর থেকে যেভাবে ১লা বৈশাখী উৎসব আমাদের হলো।

#পহেলাবৈশাখেরউৎসব #বর্ষবরণউৎসব #পহেলাবৈশাখঅনুচ্ছেদ #বাংলানববর্ষ #পহেলাবৈশাখেরইতিহাস #পহেলাবৈশাখেরপ্রবর্তককে #বৈশাখীমেলারবর্ণনা #বৈশাখীমেলারখাবার

সম্রাট আকবর ১৫৫৬ খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করে উনত্রিশ বছর শাসনকার্য পরিচালনার পর বর্ষপঞ্জি সংস্কারের কাজে হাত দেন। তিনি বাংলা সন সম্পর্কিত এক নির্দেশনাও জারি করেন ১০ মার্চ ১৫৮৫ খ্রিষ্টাব্দে। তবে তিনি তা কাগজে-কলমে কার্যকর করেছিলেন পেছন থেকে তথা তার সিংহাসনে বসার সাল থেকেই। তিনি বাংলা সনকে বাঙালি জাতীয় চেতনায়ও উদ্বুদ্ধ করেন।

তথ্যসূত্র : উইকিপিডিয়া ও ইন্টারনেট
অনুগ্রাহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও’র জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

All Copy Right @ Trip for Beauty.

অসহনীয় ও যন্ত্রণাদায়ক ঢাকার ব্যস্ত রাস্তা আর তীব্র গরমকে পেছনে ফেলে যখন রমনার অস্তাচল ফটকের ভেতরে পা রাখলাম পুরো দৃশ্যপট...
21/04/2024

অসহনীয় ও যন্ত্রণাদায়ক ঢাকার ব্যস্ত রাস্তা আর তীব্র গরমকে পেছনে ফেলে যখন রমনার অস্তাচল ফটকের ভেতরে পা রাখলাম পুরো দৃশ্যপট যেন পাল্টে গেল। এক পশলা ঠাণ্ডা হাওয়া এসে শরীরটাকে কোনো এক জাদুর বলে সতেজ করে দিয়ে গেল। থেকে থেকে শোনা যাচ্ছিল নাম না জানা কোনো পাখির একটানা চিৎকার।

ছবি: রমনা পার্ক
১লা বৈশাখ-১৪৩১
১৪ এপ্রিল -২০২৪

06/04/2024

সৌন্দর্যের ষোলোকলায় পরিপূর্ণ বহুরূপী মেঘনা নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।

#মেঘনানদী #মেঘনানদীতেলঞ্চ #মেঘনানদীভ্রমণ #চাঁদপুর #লঞ্চভ্রমণ #ঢাকাটুচাঁদপুর #নদীভ্রমণ #বোগদাদীয়া_৭ #চাঁদপুরভ্রমণ

নদীর বুকে খেলা করে জোয়ার-ভাটার স্রোত। ঠিক ওই মুহূর্তে জোয়ার থাকুক আর ভাটা থাকুক,নদীর বিশালতা সবাইকে মুগ্ধ করে। এজন্য আমি নদী পথে ভ্রমণ করতে ও অপরূপ দৃশ্য দেখতে বারে বারে নদীর কাছে আসি। অবশ্য এই অপূর্ব সৌন্দর্য দেখতে হলে এখনি ভালো সময়।
যেখানে রয়েছে মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি। মনে হয় কিছুদূরেই নদীতে মিশে আছে বিশাল আকাশ। ইচ্ছে হয় ছুটে গিয়ে আকাশ স্পর্শ করতে।

18/03/2024

ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভ্রমণ। যেখানে রয়েছে মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি। স্রোতস্বিনী নদী আপন গতিতে এগিয়ে চলেছে, দু’পাড়ে মানবজীবন চোখে ধরা দিচ্ছে অদ্ভুত সব রূপে।

#ঢাকাটুচাঁদপুর #চাঁদপুরভ্রমণ #নদীভ্রমণ #অপরূপনদী #লঞ্চভ্রমণ #চাঁদপুরজেলা #মেঘনানদীভ্রমণ #ঢাকা
#মেঘনানদীতেলঞ্চ

সৌন্দর্যের ষোলোকলায় পরিপূর্ণ নদীটি ভ্রমণ পিপাসুদের আনন্দ দেয়। অপরূপ সৌন্দর্যে রূপ নিয়েছে নদী। বর্ষার পানিতে নদীর আসল চেহারা ফিরে পেয়েছে নদীটি। গ্রামীণ জনপদে প্রকৃতি যেন বিলিয়ে দিয়েছে অফুরন্ত সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। নদীতে পাওয়া বিভিন্ন ধরনের মাছ আর বোরো মৌসুমে নদীতে থাকা পানি কৃষিকাজে কৃষকদের চাহিদা পূরণ করে।

03/03/2024

বহুরূপী মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি। যে নদীতে স্বপ্নের বসবাস।

#মেঘনানদীভ্রমণ #নদীরকিছুদৃশ্য #অপরূপনদী #নদীভ্রমণ #চাঁদপুরভ্রমণ #লঞ্চভ্রমণ #মেঘনানদীতেলঞ্চ #লঞ্চভ্রমণ #ঢাকাটুচাঁদপুর #চাঁদপুরজেলা

চাঁদপুরের নামকরণ
বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর।
অন্যমতে, চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তার নামানুসারে নাম হয়েছে চাঁদপুর।

প্রতিষ্ঠাকাল
১৮৭৮ সালে ত্রিপুরা জেলা (পরবর্তীতে যা কুমিল্লা নামে পরিচিত) যে তিনটি মহকুমা নিয়ে গঠিত হয়, তার মধ্যে চাঁদপুর অন্যতম। ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় উন্নীত হয়।

তীব্র শীত আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছিলো পাবনার জনজীবন। স্থবিরতা দেখা দিয়েছিলো সাধারণ মানুষের স্বাভাবিক ক...
14/02/2024

তীব্র শীত আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছিলো পাবনার জনজীবন। স্থবিরতা দেখা দিয়েছিলো সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মে। ঘন কুয়াশায় ভরে থেকেছে চারদিক। যানবাহনগুলোকে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখেছি
পাবনায় তাপমাত্রা অব্যাহতভাবে কমছে। রোববার (২৮ জানুয়ারি ২০২৪) মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার সারা দিন আকাশ পরিষ্কার থাকলেও হাড়কাঁপানো শীতে জনজীবনে সীমাহীন কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়।

21/01/2024

বিএনপির রাজনীতি কোন পথে? বিএনপি কি পারবে ঘুরে দাঁড়াতে ?



বিএনপি জনগণের ওপর আস্থা রেখেছিল; জনগণ সেই আস্থা ফিরিয়ে দিয়েছে।

উত্তরাঞ্চলসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি হিমেল হাওয়া বয়ে চলায় উত্তরের জেলাগুলোতে বইছে ...
19/01/2024

উত্তরাঞ্চলসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি হিমেল হাওয়া বয়ে চলায় উত্তরের জেলাগুলোতে বইছে শৈত্যপ্রবাহ। ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। শীতার্ত মানুষ খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আয়-রোজগার কমে যাওয়ায় নিদারুণ কষ্টে আছেন দিনমজুরসহ নিম্নআয়ের লোকজন। তারা শীতবস্ত্র ও সরকারি-বেসরকারি সাহায্যসামগ্রীর দাবি জানিয়েছেন।

17/10/2023

১৯২৬ সালে মসজিদটি প্রথমবারের মতো সংস্কার করে গম্বুজগুলোতে অসংখ্য তারা ফুটিয়ে তোলা হয়। সেই থেকে লোকে বলতে থাকে ‘তারা মসজিদ’

#তারামসজিদ #তারায়খচিততারামসজিদ #দৃষ্টিনন্দনতারামসজিদ
#তারামসজিদেরইতিহাস #মসজিদ

তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ-তারিখ খোদাই করা ছিল না। জানা যায়, আঠারো শতকে ঢাকার 'মহল্লা আলে আবু সাঈয়ীদ'-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)। ঢাকার ধণাঢ্য ব্যক্তি মীর আবু সাঈয়ীদের নাতি ছিলেন তিনি। মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়। ১৮৬০ সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে, ১৯২৬ সালে, ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।
মোঘল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে এ মসজিদে। উল্লেখ্য, দিল্লি, আগ্রা ও লাহোরের সতের শতকে নির্মিত স্থাপত্যকর্মের ছাপ পড়ে মোঘল স্থাপত্য শৈলীতে।

13/10/2023







07/10/2023

পরিসমাপ্তি ঘটল প্রায় একশো বছরের ইতিহাসের, বন্ধ হলো রকেট স্টীমার সার্ভিস

#রকেটস্টিমার #প্যাডেলস্টিমার #ইতিহাসের #রকেটসার্ভিস #শতবছরেররকেটস্টীমার #পিএসমাহ্সুদ #পিএসগাজী #পিএসআস্ট্রিচ #পিএসলেপচা #পিএসটার্ন #ঢাকাকলকাতানৌপথে #ব্রিটিশআমল #এমভিবাঙালি #এমভিমধুমতি

ব্রিটিশ আমল থেকে ঢাকা-কলকাতা নৌপথে চলাচল করত প্যাডেল স্টিমার। এ ধরনের নৌযানের দুপাশে বিশালাকৃতির দুটি হুইল দিয়ে চালানোর জন্য এগুলোকে বলা হতো প্যাডেল স্টিমার। ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ শিপইয়ার্ডে নির্মিত হয় পি এস মাহ্সুদ। এর পরের বছর পি এস গাজী ও পি এস আস্ট্রিচ নির্মাণ করা হয়। এরপর ১৯৩৮ সালে পিএস লেপচা এবং পাকিস্তান আমলে ১৯৫০ সালে পিএস টার্ন নির্মাণ করা হয়। এসব স্টিমার প্রথম দিকে কয়লা থেকে উৎপন্ন বাষ্পে চলত। ১৯৮৩ সালে ডিজেল ইঞ্জিন প্রতিস্থাপন করা হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসিতে প্যাডল স্টিমারের সঙ্গে ২০১৪ সালে এমভি বাঙালি ও ২০১৫ সালে এমভি মধুমতি নামে দুটি মোটর নৌযান স্টিমার সার্ভিসে যুক্ত করা হয়। নব্বই দশকে গাজী স্টিমার আগুনে পুড়ে যায়। কয়েক বছর আগে টার্ন ও লেপচা সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এসব স্টিমার এক সময় ঢাকা থেকে খুলনা পর্যন্ত যেত।
সূত্র - বিআইডব্লিউটিসি

হাতিরঝিলের দুপাশের রাস্তায় ছুটে চলেছে গাড়ি। মাঝখানে হাতিরঝিল, মেঘলা আকাশ, দুই ধারের ঘন সবুজ—সব মিলিয়ে এই ২০ মিনিটের যাত্...
31/07/2023

হাতিরঝিলের দুপাশের রাস্তায় ছুটে চলেছে গাড়ি। মাঝখানে হাতিরঝিল, মেঘলা আকাশ, দুই ধারের ঘন সবুজ—সব মিলিয়ে এই ২০ মিনিটের যাত্রাপথে দেখতে পাবেন প্রকৃতির এক মোহনীয় রূপ।
মাঝে মাঝে কাজের ব্যস্ততায় একটু স্বস্তির নিশ্বাস নিতে কার না মন চায়। হাতে যদি লম্বা সময় না থাকে, তবে দূরে যাওয়ার কী দরকার? হাতের কাছেই তো হাতিরঝিল। একবার ঢুঁ মেরে আসা যায় এখান থেকে। ঝলমলে রোদ বা মেঘলা আকাশ—যেকোনো দিনেই হাতিরঝিলের প্রাকৃতিক সৌন্দর্য ছুঁয়ে যাবে মন। আর রাতের বেলায় চারদিকে আলোর ঝলকানি ও মানুষের হুল্লোড়ে সে এক অন্য হাতিরঝিল।

25/07/2023

হিরো আলমকে নিয়ে আন্তর্জাতিক চাপে সরকার? হিরো আলমের ওপর হা ম লা র নিন্দা ১২ দূতাবাসের, পূর্ণ তদন্তের দাবি

#হিরোআলম

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হা ম লা র তী ব্র নি ন্দা জানিয়েছে ঢাকায় অবস্থিত ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস।
তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় স হিং স তার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দো ষী ব্যক্তিদের জ বা ব দি হি র দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’
বিবৃতিদাতা দূতাবাস ও হাইকমিশনগুলো হলো—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

17/07/2023

মূলত কৃষি ভিত্তিক অর্থনীতি সাঁথিয়া উপজেলার মূল চালিকা শক্তি। সাঁথিয়ার নামের নানা জনশ্রুতি আছে। প্রাচীনকালে বৌদ্ধযুগে সাঁথিয়া পৌন্ডবর্ধণের অধীনে ছিল।

#সাঁথিয়াউপজেলা #পাবনাজেলা #সাঁথিয়াথানাসদর #ইছামতিনদী #বেড়াচতুরহাট #গ্রামেরহাট #বেড়াসিএন্ডবি #নগরবাড়ীঘাট

সাঁথিয়া উপজেলার ইতিহাস পর্যালোচনায় জানা যায় ব্রিটিশ শাসনামলে লর্ড ওয়ারেন হেষ্টিংসের সময় ১৯১৯ সালে সাঁথিয়া থানার জন্ম। ১৯৬০ সালে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খাঁনের শাসনামলে সাঁথিয়া উন্নয়ন সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৮৩ সালে ১৪ সেপ্টেম্বর সাঁথিয়াকে উপজেলায় উন্নীত করা হয়।

মূলত কৃষি ভিত্তিক অর্থনীতি এ উপজেলার মূল চালিকা শক্তি। এ উপজেলার চার পাশের বড়াল ও যমুনা নদীতে বাঁধ দিয়ে সুরক্ষিত থাকায় কখনও বন্যা হয় না। অপর দিকে শুষ্ক মৌসুমে ক্যানেলে পাম্পের সাহায্যে যমুনা নদী হতে পানি এনে ধরে রেখে এ উপজেলার চাহিদা সহজে পূরণ করা হয়। যার ফলে বন্যা অথবা অনাবৃষ্টি এ এলাকার কৃষিকে খুব বেশি প্রভাবিত করতে পারে না। স্বাধীনতা পরবর্তী সময় হতে এ উপজেলায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকায় এখানকার জনগণ রাজনৈতিক ভাবে সচেতন।

14/07/2023

বান্দরবানের রুমা ও থানচি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

সেই চিরচেনা গ্রামের দৃশ্য, দেখলেই মনে শান্তি লাগে। who ever loves beautiful BangladeshJoin my page and see Beautiful Ban...
09/07/2023

সেই চিরচেনা গ্রামের দৃশ্য, দেখলেই মনে শান্তি লাগে।
who ever loves beautiful Bangladesh
Join my page and see Beautiful Bangladesh.

28/06/2023

গ্রামে জন্ম ও শৈশব। ভ্রমণ কখনো শখ, কখনো নেশা, কখনো জীবন। সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি কে না চায়। নিজে হোক বা নিজের চারপাশ হোক খুব পরিষ্কার সুন্দর ও পরিচ্ছন্ন হলে এমনিতেই সবই সুন্দর মনে হয়।

#বেড়াপোর্ট #বেড়াউপজেলা #গ্রামেরহাট #নদীরপাড়েছোট্টশহর #গ্রামবাংলারদৃশ্য #বেড়াপাবনা #বেড়াচতুরহাট #দর্শনীয়স্থান #ইছামতিনদী #নগরবাড়ীঘাট

বেড়া বন্দর বা পোর্ট।একমাত্র মুক্ত বিনোদন কেন্দ্র।যে কোন সময় এই পোর্ট’র গুরুত্ব অনেক বেশী বেড়াবাসীর কাছে।অত্যন্ত গরমের সময় সাধারণ মানুষ আসে খোলা বাতাসে শরীর জুড়িয়ে নেয়। আবার বর্াষ কালে নদীর ভরা যৌবন দেখতে অসংখ্য মানুষ আসে। সারা বছর চরোখ, নাগরদোলা এবং সবার প্রিয় খাবার চটপটি, ফুসকা তো আছেই সাথে আরো অনেক মজার মজার স্ট্রিট ফুডও পাওয়া যায়।

নদীর ওপারে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও চৌহালি উপজেলা। আর নদীর এপারে বেড়া উপজেলা।
বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনে নদ-নদীর প্রভাব অপরিসীম। বাংলাদেশের গ্রামীণ জনপদের অসংখ্য মানুষ জীবিকার জন্য নদীর ওপর নির্ভরশীল। জেলে আর মাঝিদের জীবিকার প্রধান উৎস নদ-নদী। নদী থেকে নানা প্রজাতির মাছ আহরণ করে এদেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করা হয়। সহজে ও সস্তায় পণ্য পরিবহনের জন্য নৌপথের ব্যবহার এদেশে প্রাচীনকাল থেকেই চলে আসছে।
ব্যবসায়-বাণিজ্যের প্রসারসহ যোগাযোগ ও পরিবহনে নদীর গুরুত্ব এই আধুনিক যুগেও একটুও কমেনি। আগে যেমন বর্তমানেও তেমনি
নদীকে কেন্দ্র করে। বিদ্যুৎ কেন্দ্র ও সিমেন্ট কারখানা স্থাপনের জন্য নদীই এখনও সবচেয়ে বড় সহায়ক।
বাংলাদেশের কৃষিক্ষেত্রে নদীগুলার রয়েছে বিশেষ অবদান। বর্ষাকালে নদীবাহিত পলি এদেশের জমিগুলো উর্বর করে তোলে ।
বাংলাদেশে শিল্পায়ন ও কৃষি-উৎপাদনে নদীর অপরিসীম গুরুত্ব রয়েছে। এদেশের কৃষিনির্ভর অর্থনীতি নদ-নদীরই দান । নদীর অবদানেই বাংলাদেশ চিরসবুজের দেশ।

25/06/2023

রিটার্ন দাখিলে ন্যূনতম ২০০০ টাকা কর দিতে হবে না, প্রস্তাব প্রত্যাহার

প্রতিদিন অফিসে যেতে এমন একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে হয়। রাস্তার পাশে অনেকগুলো এমনই সুন্দর ছোট ছোট আম গাছ আছে। মন জুড়...
18/06/2023

প্রতিদিন অফিসে যেতে এমন একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে হয়। রাস্তার পাশে অনেকগুলো এমনই সুন্দর ছোট ছোট আম গাছ আছে। মন জুড়ানো আমগাছ। প্রতিটি গাছেই দেখা মিলেছে আমের। কিছুদিন আগেও আমের মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা ছিল প্রকৃতি। এখন সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আম ।
Like the page : Trip for Beauty

14/06/2023

সিটি নির্বাচনে ঘটছে অপ্রীতিকর ঘটনা। আওয়ামী লীগের নতুন প্রার্থী মনোনয়ন, দলের সিদ্ধান্তের বাইরে এসে বিএনপির প্রার্থী এবং ইসলামী আন্দোলনের প্রভাবশালী একজন নেতাকে ঘিরে জমে উঠেছে সিটি নির্বাচন।

#বরিশালসিটিনির্বাচন #বরিশালআওয়ামীলীগ #আবুলখায়েরআব্দুল্লাহ #বরিশালবিএনপি #ইসলামীআন্দোলন #ফয়জুলকরীম #মেয়রসাদিক #চরমোনাইপীর #সিইসি #হাতপাখার #নৌকারপ্রার্থী

বরিশালে আওয়ামী লীগ ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীর বাইরে আলোচনায় আছে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মো: ফয়জুল করীম। মি. করীম দলের একজন প্রভাবশালী নেতা। এছাড়া ঐতিহাসিকভাবে বরিশাল অঞ্চলে ফয়জুল করীমের পারিবারিক একটা অবস্থান রয়েছে। বরিশালে বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা ও গণসংযোগে অনেকেই তার সঙ্গে থাকছেন।
যদিও অতীতের ভোটের ফলাফল থেকে বোঝা যায় বরিশাল মহানগর এলাকায় ইসলামী আন্দোলনের বড় কোনো ভোটব্যাংক নেই। তারপরেও ভোটের মাঠে বিএনপির দলীয় প্রার্থী না থাকা আর আওয়ামী লীগের দলীয় কোন্দলকে কাজে লাগাতে চাইছেন ইসলামী আন্দোলনের প্রার্থী।
“নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে এখন পর্যন্ত। আমি চাই ইসি যেন একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়।” বলেন হাতপাখা মার্কার প্রার্থী সৈয়দ মো: ফয়জুল করীম।
ভোটের রাজনীতির সমীকরণে এবার বরিশালে একটা ত্রিমুখী লড়াই হতে পারে বলেই অনেকের ধারণা করছেন।

05/06/2023

অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব অনুযায়ী, রিটার্ন দাখিলে দিতে হবে ২০০০ টাকা ? আমদানি করা সফটঅয়্যার, মোবাইল হ্যান্ডসেট, প্লাস্টিক পণ্য, টিস্যু, কলম, অ্যালুমিনিয়াম পণ্য, লিফট, সিগারেটের দাম বাড়তে পারবে। ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব আসায় বাড়তে পারে বিদেশে যাওয়া খরচ।

#বাজেট #বাজেট২০২৩_২৪ #শেখহাসিনাসরকারের #শেষবাজেট #রিটার্নদিলেই২০০০টাকা #এনবিআর #আয়কররিটার্নকত #ট্যাক্সরিটার্নজমা #আয়কর #আয়নাথাকলেও২০০০টাকাকর #টিনথাকলেই২০০০টাকা #আয়কর #২০০০টাকাআয়কর

প্রতি বছরই বাজেটে শুল্ক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবার দামের হেরফের ঘটে। এবারও বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক পুনর্বিন্যাস করা হয়েছে, ফলে বাজেট পাস হলে এসব জিনিসের দামেও পরিবর্তন ঘটবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। আলোচনা শেষে আগামী ২৬ জুন এই বাজেট পাস হবে।
জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে বলে যেসব ক্ষেত্রে শুল্ক হার পুনর্বিন্যাস হচ্ছে, সেসব ক্ষেত্রে নতুন দরে কেনাকাটা করতে হবে।
অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব অনুযায়ী, আমদানি করা সফটঅয়্যার, মোবাইল হ্যান্ডসেট, প্লাস্টিক পণ্য, টিস্যু, কলম, অ্যালুমিনিয়াম পণ্য, লিফট, সিগারেটের দাম বাড়তে পারবে। ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব আসায় বাড়তে পারে বিদেশে যাওয়া খরচ।
কমতে পারে মিষ্টি জাতীয় পণ্য, ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধ, হাতে তৈরি বিস্কুট, কৃষি যন্ত্রপাতির দাম।
‘স্মার্ট’ হওয়ার অভিযাত্রায় বাজেটে ব্যয় বাড়ল ১৫%

29/05/2023

খাতাপত্রে জায়েদা বিজয়ী হলেও এই ভোট ছিল মূলত জাহাঙ্গীর ও আজমতের দ্বৈরথ। এর শুরুটা হয়েছিল ২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচন থেকে।

#গাজীপুর #সিটিনির্বাচন #গাজীপুরসিটিনির্বাচন #আজমতউল্লা #জায়েদাখাতুন #জাহাঙ্গীরআলম #নীরবভোটে #জাহাঙ্গীরওআজমতেরদ্বৈরথ #টঙ্গীপৌরসভা #প্রথমমেয়র #গাজীপুরেররাজনৈতিকমহলে

জাহাঙ্গীর ও আজমতের দ্বৈরথ
খাতাপত্রে জায়েদা বিজয়ী হলেও এই ভোট ছিল মূলত জাহাঙ্গীর ও আজমতের দ্বৈরথ। এর শুরুটা হয়েছিল ২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচন থেকে।
সিটি করপোরেশন হওয়ার পর আজমত এর প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হয়েছিলেন। নির্দলীয় প্রতীকের সেই নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র প্রার্থী হয়েছিলেন জাহাঙ্গীরও।
কিন্তু ভোটের আগে নাটকীয়ভাবে 'নিখোঁজ' হওয়ার পর ফিরে এসে জাহাঙ্গীর কাঁদতে কাঁদতে আজমতকে সমর্থনের ঘোষণা দেন। তবে সেই নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল মান্নানের কাছে হেরে যান আজমত।
পরে ২০১৮ সালের নির্বাচনে আজমতকে হটিয়ে দলের মনোনয়ন ছিনিয়ে নেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর। নৌকা প্রতীকে নির্বাচন করে বিএনপির ধানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকারকে হারিয়ে মেয়র হন তিনি।
এদিকে ২০২১ সালের সেপ্টেম্বরে একটি ঘরোয়া আলোচনায় জাহাঙ্গীরের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে 'আপত্তিকর' মন্তব্য করার অভিযোগ ওঠার পর আওয়ামী লীগের একটি অংশের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে দলীয় সদস্যপদ হারান তিনি। তিনি বরখাস্ত হন মেয়র পদ থেকেও।
এর ১ বছরের বেশি সময় পর ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গত ১ জানুয়ারি তাকে ক্ষমা করার কথা জানিয়ে চিঠি দেয় আওয়ামী লীগ।

14/05/2023

শুধুমাত্র গ্রামেই দেখা যায় এমন দৃশ্য চারপাশে সবুজ, পাখির ডাক, গাছের সবুজ পাতার ঘ্রাণ এখনো কিছু কিছু জায়গায় শিশির পড়তে দেখেছি। মায়ার হাতছানিতে বারবার ডাকে।'তারপরও চেনা গ্রাম, চেনা বাড়ি, চেনা জায়গা, সবকিছু মিলিয়ে ভালো লাগা কাজ করে নিজের ভেতরে। তবুও গ্রামটাতো আমার। নিজের গ্রামের জন্য আলাদা টান আছে। মায়া ও ভালোবাসা আছে। আর এই জায়গা তো চির শান্তির শেষ ঠিকানা।

03/05/2023

নারায়ণগঞ্জে অনেক পাটকলের উপস্থিতির কারণে এটিকে প্রাচ্যের ড্যান্ডি নামে ডাকা হয়। স্বচ্ছ সলিলা এই স্রোতস্বিনীর পানি অতি নির্মল ও সুস্বাদু হওয়ায় শীতলক্ষ্যা নামে অভিহিত বলেও মনে করেন লেখক যতীন্দ্রমোহন রায়।

#শীতলক্ষ্যানদী #নারায়ণগঞ্জ #শীতলক্ষ্যানদীরইতিহাস #শীতলক্ষ্যানামে #ব্রহ্মপুত্রনদ #নারায়ণগঞ্জশীতলক্ষ্যানদী #শীতলক্ষ্যানদীতেলঞ্চডুবি #নারায়ণগঞ্জবন্দর #আদমজীজুটমিল #নদীরতীরেঅবস্থিত

১৮৬৬ সালে নারায়ণগঞ্জে ডাকঘর প্রতিষ্ঠিত হয়। ১৮৭৭ সালে ঢাকা- নারায়ণগঞ্জ টেলিগ্রাম পরিসেবা চালু হয়েছিল। ১৮৮২ সালে ব্যাংক অব বেঙ্গল নারায়ণগঞ্জে প্রথম টেলিফোন চালু করেন। ১৮৭৬ সালের ৮ সেপ্টম্বর নারায়ণগঞ্জ পৌরসভা গঠিত হয়।
নারায়ণগঞ্জে অনেক পাটকলের উপস্থিতির কারণে এটিকে প্রাচ্যের ড্যান্ডি নামে ডাকা হয় (ড্যান্ডি ছিল বিশ্বের প্রথম শিল্পোন্নত জুটপোলিস)।
শীতলক্ষ্যা তার পানির স্বচ্ছতা এবং শীতলতার জন্য একদা বিখ্যাত ছিল।
পুরাণ ও ইতিহাসে
স্বচ্ছ সলিলা এই স্রোতস্বিনীর পানি অতি নির্মল ও সুস্বাদু হওয়ায় শীতলক্ষ্যা নামে অভিহিত বলেও মনে করেন যতীন্দ্রমোহন রায়। আর স্থানীয় জনশ্রুতিতে, যে নদীর পানি শীতল ও লক্ষ্মী, তারই নাম শীতলক্ষ্যা। এই লক্ষ্মী নদীর বিশুদ্ধ পানির খ্যাতি একদা ছড়িয়ে পড়েছিল জগৎজুড়ে। জাহাজে জাহাজে যেত ‘পিওর শীতলক্ষ্যা ওয়াটার’–এর চালান। একসময় ইংল্যান্ডের কোম্পানিগুলো ওষুধ তৈরির কাজে এই নদীর স্বচ্ছ সুশীতল পানি ব্যবহার করত বলে বলা আছে জাতীয় তথ্য বাতায়নে।
কিংবদন্তির সেই স্বচ্ছ সলিলা সুন্দরী নদীর পানি এদিকে শিল্পবর্জ্যে কালো। কার্যত ডেমরার উজান থেকেই পচতে থাকা পানির দুর্গন্ধ এদিকে আরও প্রকট। দূষিত ওই পানিতেই তবু বেজে চলেছে জীবনের গান। নোংরা পানিতেই চলছে কাপড় ধোয়া। ওই পানিতেই স্নান সেরে নিচ্ছে নারী-শিশুর দল। দুই পারে সারি সারি বহুতল, শিল্পকারখানা। আর গোটা নদীটাই যেন ওই কারখানাগুলোর খোলা নর্দমা।
শীতলক্ষ্যা নদী পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন। গাজীপুর জেলার টোক নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র দুটি ধারায় বিভক্ত হয়ে একটি ধারা বানার নামে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লাকপুর নামক স্থানে শীতলক্ষ্যা নাম ধারণ করে বৃহত্তর ঢাকা জেলার পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। শীতলক্ষ্যা কলাগাছিয়ার কাছে ধলেশ্বরী নদীতে পড়েছে। নদীটির মোট দৈর্ঘ্য ১১০ কিমি, প্রস্থ নারায়ণগঞ্জের কাছে ৩০০ মিটার, কিন্তু উপরের দিকে আস্তে আস্তে কমে গিয়ে হয়েছে প্রায় ১০০ মিটার।

Address

57, Sohrawardy Avenue, Baridhara
Dhaka
1212

Telephone

+8801911729471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trip for Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trip for Beauty:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like