এক মিনিটে ফিলি স্তিন সম্পর্কে সাধারণ কিছু তথ্য।💡🏈⛱ #followers #highlights #follow #fbreelsvideo #fbreels #reelsfb #everyone #beautiful
সম্রাট আকবর থেকে যেভাবে ১লা বৈশাখী উৎসব আমাদের হলো।
সম্রাট আকবর থেকে যেভাবে ১লা বৈশাখী উৎসব আমাদের হলো।
#পহেলাবৈশাখেরউৎসব #বর্ষবরণউৎসব #পহেলাবৈশাখঅনুচ্ছেদ #বাংলানববর্ষ #পহেলাবৈশাখেরইতিহাস #পহেলাবৈশাখেরপ্রবর্তককে #বৈশাখীমেলারবর্ণনা #বৈশাখীমেলারখাবার #followers #highlights
সম্রাট আকবর ১৫৫৬ খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করে উনত্রিশ বছর শাসনকার্য পরিচালনার পর বর্ষপঞ্জি সংস্কারের কাজে হাত দেন। তিনি বাংলা সন সম্পর্কিত এক নির্দেশনাও জারি করেন ১০ মার্চ ১৫৮৫ খ্রিষ্টাব্দে। তবে তিনি তা কাগজে-কলমে কার্যকর করেছিলেন পেছন থেকে তথা তার সিংহাসনে বসার সাল থেকেই। তিনি বাংলা সনকে বাঙালি জাতীয় চেতনায়ও উদ্বুদ্ধ করেন।
তথ্যসূত্র : উইকিপিডিয়া ও ইন্টারনেট
অনুগ্রাহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও’র জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
All Copy Right @ Trip for Beauty.
সৌন্দর্যের ষোলোকলায় পরিপূর্ণ বহুরূপী মেঘনা নদীর গুরুত্বপূর্ণ তথ্য।
সৌন্দর্যের ষোলোকলায় পরিপূর্ণ বহুরূপী মেঘনা নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।
#মেঘনানদী #মেঘনানদীতেলঞ্চ #মেঘনানদীভ্রমণ #চাঁদপুর #লঞ্চভ্রমণ #ঢাকাটুচাঁদপুর #নদীভ্রমণ #বোগদাদীয়া_৭ #চাঁদপুরভ্রমণ #followers #highlights #everyone #fbreels #reelsfb
নদীর বুকে খেলা করে জোয়ার-ভাটার স্রোত। ঠিক ওই মুহূর্তে জোয়ার থাকুক আর ভাটা থাকুক,নদীর বিশালতা সবাইকে মুগ্ধ করে। এজন্য আমি নদী পথে ভ্রমণ করতে ও অপরূপ দৃশ্য দেখতে বারে বারে নদীর কাছে আসি। অবশ্য এই অপূর্ব সৌন্দর্য দেখতে হলে এখনি ভালো সময়।
যেখানে রয়েছে মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি। মনে হয় কিছুদূরেই নদীতে মিশে আছে বিশাল আকাশ। ইচ্ছে হয় ছুটে গিয়ে আকাশ স্পর্শ করতে।
ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভ্রমণ। যেখানে রয়েছে মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি।
ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভ্রমণ। যেখানে রয়েছে মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি। স্রোতস্বিনী নদী আপন গতিতে এগিয়ে চলেছে, দু’পাড়ে মানবজীবন চোখে ধরা দিচ্ছে অদ্ভুত সব রূপে।
#ঢাকাটুচাঁদপুর #চাঁদপুরভ্রমণ #নদীভ্রমণ #অপরূপনদী #লঞ্চভ্রমণ #চাঁদপুরজেলা #মেঘনানদীভ্রমণ #ঢাকা
#মেঘনানদীতেলঞ্চ #followers #highlights #everyone #fbreels #reelsfb #travelblogger
সৌন্দর্যের ষোলোকলায় পরিপূর্ণ নদীটি ভ্রমণ পিপাসুদের আনন্দ দেয়। অপরূপ সৌন্দর্যে রূপ নিয়েছে নদী। বর্ষার পানিতে নদীর আসল চেহারা ফিরে পেয়েছে নদীটি। গ্রামীণ জনপদে প্রকৃতি যেন বিলিয়ে দিয়েছে অফুরন্ত সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। নদীতে পাওয়া বিভিন্ন ধরনের মাছ আর বোরো মৌসুমে নদীতে থাকা পানি কৃষিকাজে কৃষকদের চাহিদা পূরণ করে।
যে নদীতে স্বপ্নের বসবাস। উত্তাল নদীর বুক চিড়ে ছুটে চলে লঞ্চ।
বহুরূপী মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি। যে নদীতে স্বপ্নের বসবাস।
#মেঘনানদীভ্রমণ #নদীরকিছুদৃশ্য #অপরূপনদী #নদীভ্রমণ #চাঁদপুরভ্রমণ #লঞ্চভ্রমণ #মেঘনানদীতেলঞ্চ #লঞ্চভ্রমণ #ঢাকাটুচাঁদপুর #followers #highlights #everyone #চাঁদপুরজেলা
চাঁদপুরের নামকরণ
বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর।
অন্যমতে, চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তার নামানুসারে নাম হয়েছে চাঁদপুর।
প্রতিষ্ঠাকাল
১৮৭৮ সালে ত্রিপুরা জেলা (পরবর্তীতে যা কুমিল্লা নামে পরিচ
ফের শুরু থেকে শুরু করতে চায় বিএনপি
বিএনপির রাজনীতি কোন পথে? বিএনপি কি পারবে ঘুরে দাঁড়াতে ?
#BNP #BNPNEWS
বিএনপি জনগণের ওপর আস্থা রেখেছিল; জনগণ সেই আস্থা ফিরিয়ে দিয়েছে।
জেঁকে বসেছে শীত বিপর্যস্ত উত্তরের জনপদ। তীব্র শীতে ক্ষতিগ্রস্ত উত্তরের চাষাবাদ। #wintertime #reelsfb #reelsvideo
উত্তরাঞ্চলসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। জবুথবু উত্তরের জনপদ #wintertime #reelsfb #reelsvideo
কনকনে ঠান্ডায় কহিল উত্তরের মানুষ। সরকারী-বেসরকারী সাহায্যের আবদেন। #winterwonderland #reelsfb #reelsvideo
তারা মসজিদের ভেতর দেখতে আরো সুন্দর। আপনি দেখেছেন কখনো?
১৯২৬ সালে মসজিদটি প্রথমবারের মতো সংস্কার করে গম্বুজগুলোতে অসংখ্য তারা ফুটিয়ে তোলা হয়। সেই থেকে লোকে বলতে থাকে ‘তারা মসজিদ’
#তারামসজিদ #TaraMasjid #তারায়খচিততারামসজিদ #starmosque #দৃষ্টিনন্দনতারামসজিদ
#ChanTaraMasjid #তারামসজিদেরইতিহাস #মসজিদ #masjid #ChanTaraMasjid
তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ-তারিখ খোদাই করা ছিল না। জানা যায়, আঠারো শতকে ঢাকার 'মহল্লা আলে আবু সাঈয়ীদ'-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)। ঢাকার ধণাঢ্য ব্যক্তি মীর আবু সাঈয়ীদের নাতি ছিলেন তিনি। মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়। ১৮৬০ সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে, ১৯২৬ সালে, ঢাকার
রকেট স্টিমার যুগের অবসান। ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার যাত্রী সংকটে বন্ধ।
পরিসমাপ্তি ঘটল প্রায় একশো বছরের ইতিহাসের, বন্ধ হলো রকেট স্টীমার সার্ভিস
#রকেটস্টিমার #প্যাডেলস্টিমার #ইতিহাসের #রকেটসার্ভিস #শতবছরেররকেটস্টীমার #পিএসমাহ্সুদ #পিএসগাজী #পিএসআস্ট্রিচ #পিএসলেপচা #পিএসটার্ন #ঢাকাকলকাতানৌপথে #ব্রিটিশআমল #এমভিবাঙালি #এমভিমধুমতি
ব্রিটিশ আমল থেকে ঢাকা-কলকাতা নৌপথে চলাচল করত প্যাডেল স্টিমার। এ ধরনের নৌযানের দুপাশে বিশালাকৃতির দুটি হুইল দিয়ে চালানোর জন্য এগুলোকে বলা হতো প্যাডেল স্টিমার। ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ শিপইয়ার্ডে নির্মিত হয় পি এস মাহ্সুদ। এর পরের বছর পি এস গাজী ও পি এস আস্ট্রিচ নির্মাণ করা হয়। এরপর ১৯৩৮ সালে পিএস লেপচা এবং পাকিস্তান আমলে ১৯৫০ সালে পিএস টার্ন নির্মাণ করা হয়। এসব স্টিমার প্রথম দিকে কয়লা থেকে উৎপন্ন বাষ্পে চলত। ১৯৮৩ সালে ডিজেল ইঞ্জিন প্রতিস্থাপন করা হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআইডব্লি
তারা মসজিদ নান্দনিক স্থাপত্যে ঝলমলে 💜💙❤ #reals #reelsviral #Taramosjid
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর 🧐🥸 #reelsviral #reels2023 #NoSmokeing #NoSmokingDay #nosmokingplease
ভারতের আগে বাংলাদেশ চাঁদে গিয়েছে সাঈদীকে নিয়ে #reelsviral #india #Bangladesh #Sayeedi
হিরো আলম এবার সত্যিই হিরো হলেন। হিরো আলম কেন আন্তর্জাতিক মনোযোগে?
হিরো আলমকে নিয়ে আন্তর্জাতিক চাপে সরকার? হিরো আলমের ওপর হা ম লা র নিন্দা ১২ দূতাবাসের, পূর্ণ তদন্তের দাবি
#হিরোআলম #heroalom #heroalomsong #heroalomnews #heroalomnewsong #heroalombogra #heroalommovie #heroalomvideo #heroalomofficial #heroalomelection #heroalomelectioncampaign
ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হা ম লা র তী ব্র নি ন্দা জানিয়েছে ঢাকায় অবস্থিত ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস।
তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় স হিং স তার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দো ষী ব্যক্তিদের জ বা ব দি হি র দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’
বিবৃতিদাতা দূতাবাস ও হাইকমিশনগুলো হলো—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
সাঁথিয়া উপজেলার নামকরণ হলো যেভাবে।সাঁথিয়া নামের নানা জনশ্রুতি আছে_1080p
মূলত কৃষি ভিত্তিক অর্থনীতি সাঁথিয়া উপজেলার মূল চালিকা শক্তি। সাঁথিয়ার নামের নানা জনশ্রুতি আছে। প্রাচীনকালে বৌদ্ধযুগে সাঁথিয়া পৌন্ডবর্ধণের অধীনে ছিল।
#সাঁথিয়াউপজেলা #পাবনাজেলা #সাঁথিয়াথানাসদর #ইছামতিনদী #বেড়াচতুরহাট #Santhia #গ্রামেরহাট #বেড়াসিএন্ডবি #নগরবাড়ীঘাট #beraupazila #everyone
সাঁথিয়া উপজেলার ইতিহাস পর্যালোচনায় জানা যায় ব্রিটিশ শাসনামলে লর্ড ওয়ারেন হেষ্টিংসের সময় ১৯১৯ সালে সাঁথিয়া থানার জন্ম। ১৯৬০ সালে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খাঁনের শাসনামলে সাঁথিয়া উন্নয়ন সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৮৩ সালে ১৪ সেপ্টেম্বর সাঁথিয়াকে উপজেলায় উন্নীত করা হয়।
মূলত কৃষি ভিত্তিক অর্থনীতি এ উপজেলার মূল চালিকা শক্তি। এ উপজেলার চার পাশের বড়াল ও যমুনা নদীতে বাঁধ দিয়ে সুরক্ষিত থাকায় কখনও বন্যা হয় না। অপর দিকে শুষ্ক মৌসুমে ক্যানেলে
বেড়া বন্দর বা পোর্ট। একমাত্র মুক্ত বিনোদন কেন্দ্র।
গ্রামে জন্ম ও শৈশব। ভ্রমণ কখনো শখ, কখনো নেশা, কখনো জীবন। সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি কে না চায়। নিজে হোক বা নিজের চারপাশ হোক খুব পরিষ্কার সুন্দর ও পরিচ্ছন্ন হলে এমনিতেই সবই সুন্দর মনে হয়।
#বেড়াপোর্ট #বেড়াউপজেলা #গ্রামেরহাট #নদীরপাড়েছোট্টশহর #গ্রামবাংলারদৃশ্য #villagemarket #বেড়াপাবনা #BeraPabna #বেড়াচতুরহাট #দর্শনীয়স্থান #ইছামতিনদী #নগরবাড়ীঘাট #beraupazila
বেড়া বন্দর বা পোর্ট।একমাত্র মুক্ত বিনোদন কেন্দ্র।যে কোন সময় এই পোর্ট’র গুরুত্ব অনেক বেশী বেড়াবাসীর কাছে।অত্যন্ত গরমের সময় সাধারণ মানুষ আসে খোলা বাতাসে শরীর জুড়িয়ে নেয়। আবার বর্াষ কালে নদীর ভরা যৌবন দেখতে অসংখ্য মানুষ আসে। সারা বছর চরোখ, নাগরদোলা এবং সবার প্রিয় খাবার চটপটি, ফুসকা তো আছেই সাথে আরো অনেক মজার মজার স্ট্রিট ফুডও পাওয়া যায়।
নদীর ওপারে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও চৌহালি উপজেলা। আর নদীর এপারে বেড়া উ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। মুফতি সৈয়দ ফয়জুল করীম ও আলোচিত ঘটনা।
সিটি নির্বাচনে ঘটছে অপ্রীতিকর ঘটনা। আওয়ামী লীগের নতুন প্রার্থী মনোনয়ন, দলের সিদ্ধান্তের বাইরে এসে বিএনপির প্রার্থী এবং ইসলামী আন্দোলনের প্রভাবশালী একজন নেতাকে ঘিরে জমে উঠেছে সিটি নির্বাচন।
#বরিশালসিটিনির্বাচন #বরিশালআওয়ামীলীগ #আবুলখায়েরআব্দুল্লাহ #বরিশালবিএনপি #ইসলামীআন্দোলন #ফয়জুলকরীম #মেয়রসাদিক #চরমোনাইপীর #সিইসি #হাতপাখার #নৌকারপ্রার্থী
বরিশালে আওয়ামী লীগ ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীর বাইরে আলোচনায় আছে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মো: ফয়জুল করীম। মি. করীম দলের একজন প্রভাবশালী নেতা। এছাড়া ঐতিহাসিকভাবে বরিশাল অঞ্চলে ফয়জুল করীমের পারিবারিক একটা অবস্থান রয়েছে। বরিশালে বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা ও গণসংযোগে অনেকেই তার সঙ্গে থাকছেন।
যদিও অতীতের ভোটের ফলাফল থেকে বোঝা যায় বরিশাল মহানগর এলাকায় ইসলামী আন্দোলনের বড় কোনো ভোটব
এই সরকারের শেষ বাজেট। রিটার্নের প্রমাণপত্র পেতে ২০০০ টাকা কর দিতেই হবে ?
অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব অনুযায়ী, রিটার্ন দাখিলে দিতে হবে ২০০০ টাকা ? আমদানি করা সফটঅয়্যার, মোবাইল হ্যান্ডসেট, প্লাস্টিক পণ্য, টিস্যু, কলম, অ্যালুমিনিয়াম পণ্য, লিফট, সিগারেটের দাম বাড়তে পারবে। ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব আসায় বাড়তে পারে বিদেশে যাওয়া খরচ।
#বাজেট #বাজেট২০২৩_২৪ #শেখহাসিনাসরকারের #শেষবাজেট #রিটার্নদিলেই২০০০টাকা #এনবিআর #আয়কররিটার্নকত #ট্যাক্সরিটার্নজমা #আয়কর #আয়নাথাকলেও২০০০টাকাকর #টিনথাকলেই২০০০টাকা #আয়কর #২০০০টাকাআয়কর
প্রতি বছরই বাজেটে শুল্ক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবার দামের হেরফের ঘটে। এবারও বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক পুনর্বিন্যাস করা হয়েছে, ফলে বাজেট পাস হলে এসব জিনিসের দামেও পরিবর্তন ঘটবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন
গাজীপুরে নৌকার আজমত উল্লার এমন ফলের কারণ কী ? -1080p
খাতাপত্রে জায়েদা বিজয়ী হলেও এই ভোট ছিল মূলত জাহাঙ্গীর ও আজমতের দ্বৈরথ। এর শুরুটা হয়েছিল ২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচন থেকে।
#গাজীপুর #সিটিনির্বাচন #গাজীপুরসিটিনির্বাচন #আজমতউল্লা #জায়েদাখাতুন #জাহাঙ্গীরআলম #নীরবভোটে #জাহাঙ্গীরওআজমতেরদ্বৈরথ #টঙ্গীপৌরসভা #প্রথমমেয়র #গাজীপুরেররাজনৈতিকমহলে
জাহাঙ্গীর ও আজমতের দ্বৈরথ
খাতাপত্রে জায়েদা বিজয়ী হলেও এই ভোট ছিল মূলত জাহাঙ্গীর ও আজমতের দ্বৈরথ। এর শুরুটা হয়েছিল ২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচন থেকে।
সিটি করপোরেশন হওয়ার পর আজমত এর প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হয়েছিলেন। নির্দলীয় প্রতীকের সেই নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র প্রার্থী হয়েছিলেন জাহাঙ্গীরও।
কিন্তু ভোটের আগে নাটকীয়ভাবে 'নিখোঁজ' হওয়ার পর ফিরে এসে জাহাঙ্গীর কাঁদতে কাঁদতে আজমতকে সমর্থনের ঘোষণা দ