Ishan Metaverse

Ishan Metaverse আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের সফলতা দিবে।
🙂🙂🙂 We love to think about the present. How many think about the future?

Metaverse which is coming to change all our things. I, Ishan, will take you to that future world. I will explain and teach you as much as I have learned in my small talent.

This Journey Started In 2021......🙂
06/09/2024

This Journey Started In 2021......🙂

আমাদের কুষ্টিয়াতে বাসায় এসে জোর করে দিয়ে যাচ্ছে।
22/08/2024

আমাদের কুষ্টিয়াতে বাসায় এসে জোর করে দিয়ে যাচ্ছে।

আমি চিৎকার করে বলতে চাই, বাবা টাকা নয় বাবা থাকাটাই জরুরি 😪😪
15/08/2024

আমি চিৎকার করে বলতে চাই, বাবা টাকা নয় বাবা থাকাটাই জরুরি 😪😪

This Man 🫡🫡এমন দৃশ্য কে কবে দেখেছেন বলতে পারেন? ড. ইউনুস এর ভারতীয় গনমাধ্যম এনডি টিভিতে দেয়া ইন্টারভিউ এর মধ্যে চোখ জুড়...
08/08/2024

This Man 🫡🫡
এমন দৃশ্য কে কবে দেখেছেন বলতে পারেন?

ড. ইউনুস এর ভারতীয় গনমাধ্যম এনডি টিভিতে দেয়া ইন্টারভিউ এর মধ্যে চোখ জুড়ানো পার্ট ছিলো কোনটা, জানেন?

প্রফেসর ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে। যেইটা আমার জন্মে আর কোন ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই।

সঞ্চালক জিগাইলো, মানুষ ঢাকাতে নৈরাজ্য করছে।

উনি উত্তর দিলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। তারা এঞ্জয় করছে। আমরাও এই স্বাধীনতা এঞ্জয় করতেছি।

সঞ্চালক বললো, তাই বলে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার কারণ কী?

স্যার বললেন, এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করছে। এর ফলে এই ভাঙচুর হচ্ছে।

সঞ্চালক এবার জানতে চাইলো, এই লুটতরাজের কারণ কী? এইটা কীভাবে দেখেন?

ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না।

বললেন, এইটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহুবছর। এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ।

এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোন চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেনসিস্টারও অক্ষত থাকবে না।

খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক, বুঝতেসেন তো?

সারাজীবন যে কোন আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি।

আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি।

বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি।

আমাদের কখনও কেউ ডিফেন্ড করে নাই, ওউন করে নাই, এতো মায়া দিয়ে কথা বলে নাই আমার জন্য।

অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ভিলিফাই করেন নাই। আমাদের রাগটা বুঝেছেন। আমাদের ওউন করেছেন। আমাদের থ্রেটকে মোকাবিলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।

এরপরে ডক্টর ইউনূসকে আমাদের ওউন করতে আর কোন বাঁধা নাই। আজ থেকেই আমি উনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলাম।

বিদেশের সাংবাদিকের কাছে যে মানুষ দেশের জনগণকে এভাবে প্রটেক্ট করে, তার হাতে বাংলাদেশ তুলে দিতে আমাদের আর কোন দ্বিধা নাই।❤

- সংগৃহীত

07/08/2024

যারা শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা নিয়ে এত মাতা মাতি করছেন তাদের এই ভিডিও গুলা দেখা উচিত।।
তিনটা ভিডিও আছে ইলিয়াস ভায়ের চ্যানেলে দেখতে পারেন। ✊

ভালোবাসা নীও প্রিয় নানী 😍
03/08/2024

ভালোবাসা নীও প্রিয় নানী 😍

18/07/2024

নিউজ ফিডে শুধু র*ক্ত আর র*ক্ত
😪😪😪

16/07/2024

আজকে পুরা দেশ র*ক্তে লাল হয়েছে 😭😭

কোন এক মাহফিলে শুনেছিলাম আপনি চলতে ফিরতে,রাস্তাঘাটে সামান্য কারনে অচেনা একজনকে মেরে বসলেন । সেই ব্যাক্তি কষ্ট পেলো এবং চ...
15/07/2024

কোন এক মাহফিলে শুনেছিলাম আপনি চলতে ফিরতে,রাস্তাঘাটে সামান্য কারনে অচেনা একজনকে মেরে বসলেন । সেই ব্যাক্তি কষ্ট পেলো এবং চলে গেলো । এইবার আপনি ঐ ব্যাক্তির কাছ থেকে মাফ নেন তো ? ওনাকে কোথায় খুজবেন ? কিভাবে মাপ নিবেন ? আল্লাহর সাথে করা অপরাধ আল্লাহ মাফ করে দিলেন কিন্তু ঐ বান্দার সাথে করা অপরাধ কে মাফ করবে ? আল্লাহ নিজের উপরে অবিচার হারাম করেছেন । আপনাকে ঐ ব্যাক্তি মাফ করলে কেবল মাত্র জান্নাতে যেতে পারবেন । কথাটা আজকে কেনো বললাম । এই যে ভাইয়ের নির্দেশে অচেনা/অজানা কিছু ছাত্রকে ধরে পিটাইলেন । অচেনা মেয়ের ওড়না ধরে টানলেন । মেরে দাত ফেলে দিলেন । এইবার মাফ নেন তো ? জিবনের একটা সময় অবশ্যই সব ভুল বুঝতে পেরে আল্লাহর পথে আসবেন কিন্তু এই যাদের মারলেন তাদের কাউকে কি খুজে পাবেন মাফ চাওয়ার জন্য ?? কতটা বোকা আমরা.. আহারে


Our Boy 😍✊🇦🇷🇦🇷Win😍😍😍Congratulations
15/07/2024

Our Boy 😍✊🇦🇷🇦🇷
Win😍😍😍

Congratulations

ফাইনাল জিতবে কারা?কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন 🙂আর্জেন্টিনা VS কলম্বিয়া Ishan Metaverse
14/07/2024

ফাইনাল জিতবে কারা?
কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন 🙂

আর্জেন্টিনা VS কলম্বিয়া

Ishan Metaverse

Now Full Video 👇👇👇
14/07/2024

Now Full Video 👇👇👇

100K না হতেই কিভাবে প্লে-বাটন পেলাম ? This video tutorial is all about YouTube silver play button. If you wanna apply for YouTube silver play button after 10...

We are Jump to Final 🇦🇷🇦🇷❤️❤️❤️
10/07/2024

We are Jump to Final 🇦🇷🇦🇷❤️❤️❤️

ব্রাজিলের বাড়ী ফেরার ছবিতে হাহা দিলে আপনি আমার আত্মীয় হলেও আপনি আমার মন থেকে চিরতরে উঠে যাবেন। মুখে কিছু বলবো না, আনফ্র...
09/07/2024

ব্রাজিলের বাড়ী ফেরার ছবিতে হাহা দিলে আপনি আমার আত্মীয় হলেও আপনি আমার মন থেকে চিরতরে উঠে যাবেন। মুখে কিছু বলবো না, আনফ্রেন্ডও/ব্লকও করবো না।
শুধু মনে গেঁথে রাখবো আর সময় আসলে দেখাবো আমরা কি 🙃

05/07/2024

Yes Semi-Final
🥰🇦🇷🇦🇷🥰

05/07/2024

Gooolllll
L. Martinez 🇦🇷🇦🇷😉

03/07/2024

শান্তি 🙂

এই ব্রাজিল আবার ড্র করছে...😃এরা খেলা শিখবে কবে 🤧🤣🤣
03/07/2024

এই ব্রাজিল আবার ড্র করছে...😃
এরা খেলা শিখবে কবে 🤧🤣🤣

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ishan Metaverse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category