Tahjiba's Tiny World

Tahjiba's Tiny World Love to cooking,daily vlogs,health tips & beauty tips.

26/05/2024
16/05/2024

Random vlog....

15/05/2024

স্বামী স্ত্রীর মহব্বত এমনি হওয়া উচিত ❤️❤️❤️

24/04/2024

৩৮ আর ৪০ ডিগ্রি তাপমাত্রায় যে আমাকে ছাড়ে নি🫣🤣🫤🥵🥵🥵🥵🥰

05/11/2023

মন খারাপের সন্ধ্যা

04/11/2023

আজকের ফাকিবাজি সকাল🫣❤️

Wow collection
23/10/2023

Wow collection

17/09/2023

প্রেশারকুকারের রান্নার ডিটেইলস এক পোস্টে দিয়ে দিলাম,শেয়ার করে রেখে দিন।

🍛ভাত-

পানির পরিমান:- যেই পট দিয়ে চাল মাপবেন, সেই পট দিয়ে চালের ডাবল পরিমান পানি দিবেন।

সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥔 আলু-

পানির পরিমান:- আলু ডুবিয়ে বা অর্ধেক ডুবিয়ে পানি দিবেন। (আলু তে বেশি পানি দিলে পানসে হয়)

সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🐄 গরুর মাংস-

পানির পরিমান:- প্রথমে সিদ্ধ করে নিলে পানি ছাড়াই আগে সিটি দিয়ে নিবেন। তারপর সময় নিয়ে কষাবেন। আর আগে কষিয়ে নিলে পরে সামান্য একটু পানি দিয়ে সিটি দিবেন।

সিটি:- লো আচে ৩-৪ টা সিটি এবং হাই আচে ৬-৭ টা সিটি।

🫕ছোলা-

পানির পরিমান:- ছোলা ডুবিয়ে পানি দিবেন। আগে অবশ্যই ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখবেন।

সিটি:- লো আচে ২-৩ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🥘খিচুড়ি-

পানির পরিমান:- যেই পট দিয়ে চাল এবং ডাল মাপবেন, সেই পট দিয়ে চাল ডালের ডাবল পরিমান পানি দিবেন। নরম খিচুড়ি করতে চাইলে আরো একটু বেশি পানি দিবেন।

সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🍛পোলাও-

পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে

সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🍗দেশি মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।

সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🍗কক মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।

সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🧆সবজি -
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।

সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🍲 নেহেরি-
পানির পরিমান:- নেহেরির ৩ গুন পানি দিবেন

সিটি:- মিডিয়াম টু লো আচে ৪০ মিনিট রান্না করবেন। যত ইচ্ছা সিটি পড়ুক।

🍐 লাউ ডাল-
পানির পরিমান:- পানি না দিলেও হবে। চাইলে সামান্য দিতে পারেন।

সিটি:- ২ সিটি

🍜 পাতলা ডাল-
পানির পরিমান:- ডালের ডাবল পানি। প্রথমে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়।

সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🦆 হাঁস-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।

সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।

🐬 মাছ-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।

সিটি:- ১ সিটিই যথেষ্ট।

🥗 শাক-
পানির পরিমান:- পানির প্রয়োজন নেই।

সিটি:- ১ সিটিই যথেষ্ট।

🥣 মুগ ডাল ঘাটি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।

সিটি:- ১ সিটিই যথেষ্ট।

🍗চিকেন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে

সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।

🍜চটপটি-
পানির পরিমান:- ডাবল পানি। আগে থেকে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

সিটি:- নরম চাইলে ৩-৪ টা সিটি। আস্ত চাইলে ২ টা সিটি

🥩 মাটন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে

সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি

14/08/2023

জীবনে যখন ঝুটঝামেলায় ভরপুর
তখন সবার ই উচিত একটু আনন্দ এর সময় গুলো উপভোগ করা। লোকে পিছে কি বলে সেসব বাদ দিয়ে।

সিম্পল ভাবে, গর্জিয়াছ আম্মু, আব্বুর জন্য স্পেশাল দিন ❤️❤️❤️

13/08/2023

এসেছি বাবার বাড়ি
তাই মেয়ের পছন্দের রান্না চলছে 😍

11/08/2023

বাবার বাড়ি
শান্তি,মধুর হাড়ি💙❤️💙

28/07/2023

কি সমস্যায় পড়তে হলো কিছু লোকের ভুল তথ্য কে সাথে নিয়ে 😊

26/07/2023

অনেক দিন পর আবারো ফিরে আসলাম।

নারায়াণা হসপিটালে ট্রিটমেন্ট এর জন্য যেতে কিভাবে কি করতে হয়েছে সব কিছু একে একে ভিডিওতে পাবেন।
স্টে টিউন্ড

25/05/2023

কি হলো ছুটির দিনে 🙄

24/05/2023

বাসমতির বিরিয়ানি
❤️❤️❤️

14/04/2023

ভালোবাসা সুন্দর
এত্ত মনের মিল কেমনে 🥰
আলহামদুলিল্লাহ

12/04/2023

এই রমজানে বাহিরে যাওয়া মানে বড় একটা যুদ্ধে যাওয়া 😒
আমি এবার রেকর্ড করেছি ২ দিন শুধুমাত্র বের হয়েছি বাসা থেকে❤️
My first vlog at Dhaka city



11/04/2023

সহজ এবং মজার ডিম চপ

06/03/2023

হুদ্দাই টাইম পাস🤪


চ' তে চাপ
#10

05/03/2023

Arabian khabsa❤️

03/03/2023
01/03/2023

গ্রামের বাড়ি 🥰
#09

27/02/2023

কেউ কি খেয়েছেন
এই ভর্তা!❤️

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahjiba's Tiny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahjiba's Tiny World:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All