Selim MEP

Selim MEP Here, I talk about various types of Business, Economic & Political Strategy. I survive and breathe with the Social Networking policy.

19/09/2024

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান আর কিছু দিন থাকলে মানে 2041 পর্যন্ত, ইংল্যান্ড আমাদের উপনিবেশে পরিণত হয়, 😆😂😂

Once apon a time in Office ....
13/09/2024

Once apon a time in Office ....

10/09/2024

**What is Geopolitics?**
**Geopolitics হল ভৌগলিক পরিবর্তনের মাধ্যমে আন্তর্জা ইলতিক, রাজনৈতিক আচরণ বোঝা, ব্যাখ্যা এবং ভবিষ্যদ্বাণী করার একটা বৈদেশিক নীতি ।**
চ্যানেল টা সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলতে পারবেন এখানেঃ https://www.youtube.com/channel/UCr_oON20X4qwWIvm_HtQrlA?sub_confirmation=1

09/09/2024

আজ রোববার থেকে থাকছে না ব্যাংক থেকে টাকা তোলার সীমা।গ্রাহকরা যে কোনো অংকের অর্থ উত্তোলন করতে পারবেন।বাংলাদেশ ব্যাংক

Send a message to learn more

বর্তমানে বাংলাদেশের তরুণদের মাঝে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় এবং আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচিত। অনেকেই ফ্রিল্যান্সিংকে স...
09/09/2024

বর্তমানে বাংলাদেশের তরুণদের মাঝে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় এবং আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচিত। অনেকেই ফ্রিল্যান্সিংকে সহজে অনলাইনে অর্থ উপার্জনের মাধ্যম মনে করে আগ্রহী হচ্ছেন। তবে, সঠিক ধারণার অভাবে অনেকেই ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন।
ফ্রিল্যান্সিং কী?

ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের ধরণ যেখানে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে স্থায়ীভাবে যুক্ত হয়ে কিংবা না হয়েও কেউ স্বাধীনভাবে কাজ করে আয় করতে পারেন। এখানে কর্মী নিজেই কাজের ধরন, সময় এবং ক্লায়েন্ট নির্বাচন করতে পারেন। জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং এবং ভিডিও এডিটিং।

ফ্রিল্যান্সিংয়ের কাজ কীভাবে পাওয়া যায়?
ফ্রিল্যান্সারদের জন্য বেশ কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম রয়েছে, যেমন Upwork, Freelancer, Fiverr এবং Toptal। এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে আবেদন করে কাজ পাওয়া যায়। এছাড়া, সোশ্যাল মিডিয়া বা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করেও কাজ করা সম্ভব।

ভুয়া বিজ্ঞাপনের ফাঁদ থেকে সাবধান
ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান তরুণদের চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভ্রান্ত করছে। যেমন: "ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করুন" বা "কোনো অভিজ্ঞতা ছাড়াই হাজার ডলার আয় করুন।" বাস্তবতা হলো, ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে ধৈর্য, দক্ষতা এবং সঠিক নির্দেশনা প্রয়োজন। ফ্রিল্যান্সিং রাতারাতি আয়ের পথ নয়।

ভুয়া প্রশিক্ষণ কেন্দ্রের ফাঁদ
অনেক প্রশিক্ষণ কেন্দ্র কম খরচে অনেক কিছু শেখানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রকৃতপক্ষে সেসব কোর্স তেমন সুফল দেয় না। এতে শিক্ষার্থীরা সঠিকভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারেন না এবং হতাশ হন। সঠিক প্রশিক্ষণ নিতে হলে প্রতিষ্ঠানটির ট্রেনিং মডিউল, প্রশিক্ষকদের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া যাচাই করা জরুরি।

যেভাবে প্রতারণা থেকে বাঁচবেন
• বিজ্ঞাপনে প্রভাবিত হবেন না: প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই না করে কোনো বিজ্ঞাপনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না।

• বিশ্বস্ত উৎস থেকে শিখুন: যেসব প্রতিষ্ঠান সফল প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা শেয়ার করেছে, তাদের কাছে শিখুন।

• ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা অর্জন করুন: ইউটিউব ভিডিও, ব্লগ এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে প্রাথমিক ধারণা নিন।

• সহজ আয়ের প্রলোভনে পা দেবেন না: ফ্রিল্যান্সিং দক্ষতাভিত্তিক কাজ। সফল হতে সময়, পরিশ্রম এবং অভিজ্ঞতা প্রয়োজন।

সঠিক দিকনির্দেশনার গুরুত্ব
বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তবে সঠিক দিকনির্দেশনা ছাড়া সফলতা অর্জন কঠিন। ফ্রিল্যান্সিং শেখার জন্য যথাযথ গবেষণা করুন এবং দক্ষতা উন্নয়নের ওপর জোর দিন। ধৈর্য, সতর্কতা এবং পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ে আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব।

ভবিষ্যৎ আপনার হাতে, সতর্ক থাকুন এবং সঠিক পথে এগিয়ে যান।

08/09/2024

Engineering Field এ ভালো করতে হলে, অবশ্যই আপনাকে Root থেকে কাজ শিখতে হবে।

হোয়াইটওয়াশ পাকিস্তান, বাংলাদেশের ইতিহাস,ভালো সরকার ভালো খবর, এইভাবে সব সেক্টর ভালো পারফর্ম আমরা আশা করি
03/09/2024

হোয়াইটওয়াশ পাকিস্তান, বাংলাদেশের ইতিহাস,
ভালো সরকার ভালো খবর, এইভাবে সব সেক্টর ভালো পারফর্ম আমরা আশা করি

02/09/2024

Don’t Count the Days, Make the Days Count

Don’t worry so much about how long you’ve been doing it. Make today count. Focus on what you can do right now.

Send a message to learn more

তারমানে আগে আপনারা পরাধীন ছিলেন, এখন স্বাধীন হয়েছেন।
02/09/2024

তারমানে আগে আপনারা পরাধীন ছিলেন, এখন স্বাধীন হয়েছেন।

02/09/2024

Change is the only constant that keeps the pendulum of life moving

31/08/2024

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। চলতি বছরের জুন শেষে শ্রমশক্তির ২৬ লাখ ৪০ হাজার মানুষ বেকার ছিলেন। কাজে নেই এমন তরুণদের সংখ্যাও এ সময় বেড়েছে।

31/08/2024

বর্তমানে ভূ-রাজনীতি ( Geopolitics ) জানা প্রতিটি বাংলাদেশী তরুণ-তরুণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ

31/08/2024

ছাত্রলীগের সাবেক নেতা পান্নার মরদেহ হস্তান্তরের অপেক্ষায় বিএসএফ.
এই ক্ষমতা আর টাকা দিয়ে কি হবে, যদি লাশ পড়ে থাকে ঝড়ে জঙ্গলে !

Send a message to learn more

31/08/2024

মূল্যস্ফীতি মোকাবিলায় বড় সফলতা অর্জন করেছে শ্রীলঙ্কা।
আগস্ট মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫ শতাংশ।
বিস্তারিত কমেন্টসে

25/08/2024

এইসব আনসার ফানসার এতদিন কই ছিল, এদেরকে বিলুপ্ত ঘোষণা করা হোক এখনি

বাঁধের সামনে বাঁধ নির্মাণ কি উপর্যুক্ত সমাধান?ভৌগলিকভাবে বাংলাদেশ সমুদ্র তীরে অবস্থিত এবং ভাটির দেশ। সুতরাং প্বার্শবর্তী...
24/08/2024

বাঁধের সামনে বাঁধ নির্মাণ কি উপর্যুক্ত সমাধান?
ভৌগলিকভাবে বাংলাদেশ সমুদ্র তীরে অবস্থিত এবং ভাটির দেশ। সুতরাং প্বার্শবর্তী অঞ্চল গুলোতে উৎপন্ন অধিকাংশ নদী উক্ত অঞ্চলে প্রবেশ করবে এবং সমুদ্রপৃষ্ঠে পতিত হবে। সমগ্র ঘটনাকে একটা ঢালুতল হিসেবে কল্পনা করা যেতে পারে যেখানে পানি গড়িয়ে পরছে। বাংলাদেশ মূলত অন্যান্য অঞ্চলের তুলনায় এই ঢালু পথ হিসেবে ভূমিকা পালন করে।
মূলত এই কারনেই ইন্ডিয়ার বাঁধের সামনে আরেকটি বাঁধ নির্মান উপযুক্ত সিদ্ধান্ত নয়। কেননা ভাটি অঞ্চলের হওয়ায় ইন্ডিয়ার বাধ খুলে দিলে আমাদের বাঁধ তা প্রতিরোধ করতে পারবে কিন্তু সে পানি বিপরীতে তাদের অঞ্চলে পাঠানো যাবে না। অর্থাৎ পালটা বাঁধ নির্মানের মাধ্যমে ভারতকে থ্রেটে রাখা যাবে না।
আর একটি বাঁধ মানে বিস্তীর্ণ পরিমান অঞ্চলকে স্রেফ ধ্বংস করে দেওয়া। বাঁধ নির্মাণ মানে প্রকৃতির গতিপথ বাধাগ্রস্থ করা। আর এই বাধা দূর করতে পানি ছড়িয়ে যাবে বাঁধের আশেপাশের অঞ্চলে। ফলাফল বন্যা এবং প্রক্রিয়া চলমান থাকলে হ্রদ কিংবা হাওর। বাংলাদেশের কাপ্তাই বাঁধের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। পানি প্রবাহে বাধা প্রদানের কারনে তৈরি হয়েছে বিস্তীর্ণ এক জলাভূমি।
বাঁধের সামনে বাঁধ তৈরি হলেও তা তৈরি হবে আমাদের মাটিতে। কাজেই পানি ছড়িয়ে পরার কারনে পরিবেশ বিপর্যস্ত হলে তা আমাদের মাটিতেই হবে। আর ভাটির দেশ হওয়ায় পানিকে উলটো গতিপথে পাঠানো সম্ভব না। তাছাড়া বাংলাদেশ এত বিশাল পরিমান অঞ্চল নেই যা হ্রদ হতে দিয়ে বাধ নির্মান করা যাবে।
তাহলে সমাধান কি? সমাধান খুব সম্ভবত অনেকের পছন্দ হবে না। কিন্তু শেষ এবং আদি সমাধান এটাই যে, ২০১৪ সালে ইউক্রেন, ক্রিমিয়া অঞ্চলে প্রবাহিত একটি নদীর উপর বাঁধ নির্মান করে। ভৌগলিকভাবে নদীটি ক্রিমিয়ার জন্য গুরুত্বপূর্ন পানির উৎস বিবেচিত হওয়ায় বাঁধ নির্মান করে পানি আটকে দেওয়া একপ্রকার দমন-পীড়ন নীতি ছিলো। পরবর্তীতে রাশিয়া উক্ত বাঁধ ভেঙে দেয় ।
মূলত বাঁধ ভেঙে ফেলাই এবসোলুট সমাধান। আর আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশে প্রবাহিত নদীপথকে বন্ধ করা বেআইনী । কাজেই এখানে আপনাকে জবাবদিহিতার চিন্তা করতে হবে না। আর গান্ধীবাদী কিংবা বুদ্ধের শান্তির বাণী পালন করে এক গালে চড় খেয়ে আরেক গাল এগিয়ে দেওয়া কোনো সমাধান নয় । বরং এটা শত্রুর কাছে নিজেকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। মূলত পৃথিবীতে লড়াই ছাড়া কোনো জাতী-ই টিকতে পারে না। এই কারনেই দেখা যায় এক গালে চড় খেলে আরেক গাল এগিয়ে দেওয়ায় বিশ্বাসী শান্তিবাদী জাতিগুলো যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি অত্যাচারী। চীন, ভারত কিংবা ক্রুসেডারদের দিকে খেয়াল করুন, এর উপযুক্ত উদাহরণ পাবেন। একইভাবে পরপর দুইটি লম্বা সময়ের যুদ্ধের পরও আফগানীরা টিকে আছে তাদের লড়াকু মনোভাবের কারনে। বিপরীতে “বই হাতে উঠলে অস্ত্র নিচে নামতে বাধ্য” টাইপের শিশুসুলভ কথা আওড়ানো দলগুলোর ক্রেডিট প্রায় শূন্য। কারন মুক্তিযুদ্ধের সময় যোদ্ধারা বন্দুক না নিয়ে বই হাতে নিলে আজ তারা এইসব শিশুসুলভ কথাবার্তা আওড়ানোর জন্য বেঁচেও থাকতো না।
মূলত যুদ্ধ মানবজাতির জন্য এক অনিবার্য সত্য। আপনি জুলুম করতে চাইলেও যুদ্ধ করতে হবে এবং জুলুম রোধ করতে চাইলেও যুদ্ধ করতে হবে। তাহলে কি আমি সরাসরি যুদ্ধের কথা বলছি? মোটেও না। যোদ্ধা জাতিগুলো যতটা না যুদ্ধ করে তার থেকে বেশি পরিচিত থাকে তাদের মিস্টিকের জন্য। তারা একটি মিস্টিক তৈরি করে যা অন্য জাতি কে তাদের উপর আক্রমণ করার পূর্বে চিন্তিত করে তোলে। ষষ্ঠ শতাব্দীর আরব, ভাইকিংস, সেক্সন, জারের রাশিয়ান ওয়ার মেশিন, জানিসারি ইত্যাদি সকল যোদ্ধারা শত্রুর চক্রান্ত থেকে অধিকাংশ সময় মুক্ত ছিলো নিজেদের মিস্টিকের জন্য। শত্রু চক্রান্ত করার আগে ভাবতো আমরা যদি দশটা ইটও ছুড়ে মারি তাহলে তারা এর বিপরীতে আটটা ইট হলেও ছুড়বে। সুতরাং তাকে আক্রমণ করা কিংবা ক্ষেপিয়ে তোলা সঠিক সিদ্ধান্ত নয়।
আপনি মূলত রাশিয়া এবং আমেরিকার ক্ষেত্রে মিস্টিকের সূত্র মিলাতে পারেন। আমেরিকা পৃথিবীর এতো দেশে আক্রমণ করলেও রাশিয়ায় আক্রমণ করেনা। এমনকি সে চীনেও আক্রমণ করেনা যদিও এগুলো তার জন্য হুমকিস্বরূপ। কারন তাদের উপর আক্রমণ করা মানে সাক্ষাত নিজের উপর বিপদ ডেকে আনা। যদিও এমন হতে পারে যে তাদের সামরিক শক্তি কম এবং তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে তাদের সামরিক শক্তি সত্যিই কম। কিন্তু এরপরও আক্রমণ করা মানে তাদের পক্ষ থেকে কোনো না কোনো পালটা আক্রমনের শিকার হওয়া।
বিপরীতে আমাদের এই অঞ্চলের মানুষ এই মিস্টিক তৈরি করতে পারেনি। ১৯৭১ এর পর থেকে সেনাবাহিনীকে দুর্বল করার প্রচেষ্টা এবং সেনাবাহিনীকে সম্পূর্ন হটিয়ে দেওয়ার চক্রান্তের পর প্রতিবেশি দেশগুলোর নিকট তারা পরিচিত হয়েছে শুট করা কিংবা টার্গেট প্রেকটিসের উপকরন হিসেবে। আর এর পরবর্তীতে বর্ডারে গুলি করে মেরে ফেললেও প্রতিবেশীর কাছে কোনোরূপ জবাবদিহিতা কিংবা পালটা আক্রমণ না করা তাদের এই বিশ্বাস তৈরি করেছে যে এদের মেরে ফেললেও সমস্যা নেই। এভাবেই আমাদের মিস্টিক তৈরি হয়নি আর যতটুকু হয়েছে ভেঙে দেওয়া হয়েছে তাও।
সত্যি বলতে ইন্ডিয়া যদি চীন, নর্থ কোরিয়া কিংবা আফগানেও বাঁধ খুলে বন্যা তৈরি করার সুযোগ পায় তাহলেও সে করবে না। কারন তার বিশ্বাস এতে সে চরম বাধা এবং পালটা আক্রমণের শিকার হবে। আমাদেরও এই মিস্টিক অর্জন করতে হবে। আমাদেরও নিজেদের এমনভাবে তৈরি করতে হবে যেন শত্রু আমাদের কথা কল্পনা করেই ভয় পায়। সে যেন মনে করে বাঁধ ছাড়লে বর্ডারে জওয়ানদের তাজা রাখা হবেনা, সেভেন সিস্টার্সকে শান্ত থাকতে দেওয়া হবে না, গুপ্তহামলার বাহিনীগুলোকে ভদ্রভাবে সাজিয়ে রাখা হবেনা।
এরকমটা করা গেলে মিস্টিক পূনরুদ্ধার করা সম্ভব, শত্রুর বুকে ভীতি তৈরি করা সম্ভব। তাছাড়া বাকি সব সমাধান মেকি। যুদ্ধে ভায়োলেন্স বলতে কিছু থাকেনা কিন্তু যদি থাকে তাহলে “ভায়োলেন্স ইজ দা আল্টিমেট ওয়েপন”

শীঘ্রই দেশে আসবে জাতিসংঘের তদন্ত দল: ভলকার তুর্ক. বিস্তারিত কমেন্টসে
14/08/2024

শীঘ্রই দেশে আসবে জাতিসংঘের তদন্ত দল: ভলকার তুর্ক.
বিস্তারিত কমেন্টসে

গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার.বিস্তারিত কমেন্টসে
13/08/2024

গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার.
বিস্তারিত কমেন্টসে

বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘অত্যাচার’- যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে।🤣😊😊😊😊শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থ...
12/08/2024

বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘অত্যাচার’- যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে।🤣😊😊😊😊

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে যে সহিংসতা চলেছিল সেদেশে, তার মধ্যেই এমন বহু ভুয়া পোস্ট ভারতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে বাংলাদেশে হিন্দুদের ওপরে ব্যাপক অত্যাচার শুরু হয়েছে।

বিবিসির তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের অনেকগুলো যাচাই করে দেখেছে, যাতে দেখা গেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা যেমন ঘটেছে, তেমনি অনেক হামলার গুজবও ছড়ানো হয়েছে।

এর মধ্যে, শনিবার বাংলাদেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নামে দুইটি সংগঠন দাবি করেছে, শেখ হাসিনার পতনের পর দেশের ৫২টি জেলায় সংখ্যালঘু মানুষের ওপর ২০৫টি হামলার ঘটনা ঘটেছে।

তবে এই সব কয়টি ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের কারণে হামলা হয়েছে, নাকি সরকার ঘনিষ্টদের ওপর ক্ষোভের অংশ হিসেবে হামলা হয়েছে, তা নিরপেক্ষভাবে যাচাই সম্ভব হয়নি।

এদিকে, বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গড়েছে ভারত সরকার।

আর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ওঠার পর দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় রবিবার থেকে হটলাইন চালু করতে চাইছে সেদেশের সরকার।

সামাজিক মাধ্যমে গুজব যেভাবেঃ 🤣🤣
বাংলাদেশের হিন্দুদের ওপরে ‘ব্যাপক অত্যাচার’ হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে ফ্যাক্ট-চেকাররা নিশ্চিত করেছেন।

কিন্তু বাংলাদেশের অভ্যন্তর থেকেও এধরনের গুজব ছড়ানো হয়েছিল সামাজিক মাধ্যমে, এমনটাও ফ্যাক্ট-চেকাররা বলছেন।

তারা এটাও বলছেন যে নিশ্চিতভাবেই বাংলাদেশের হিন্দুদের ওপরে কিছু আক্রমণ হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে মুসলমানদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে, জ্বালানো হয়েছে।

এক্ষেত্রে আক্রমণকারীদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘর, সম্পত্তি। ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল, তাদের রাজনৈতিক পরিচয়ের জন্যই তারা আক্রান্ত হয়েছেন।

11/08/2024

হঠাৎ প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছিলেন কেন ? অন্তর্বর্তীকালীন সরকারকে কী অবৈধ ঘোষণা করা হতো ?

চ্যানেল টা সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলতে পারবেন এখানেঃ https://www.youtube.com/channel/UCr_oON20X4qwWIvm_HtQrlA?sub_confirmation=1

আকষ্মিকভাবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (হাইকোর্ট বিভাগ ও আপীলাত বিভাগ) বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছিলেন সদ্য পদত্যাগকারী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দেশের ক্রান্তিকালীন এই পরিস্থিতিতে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে প্রাথমিক কোনো আলোচনা করেননি। তার এই উদ্যোগকে ঘিরে এখন নানা প্রশ্ন। বলা হয়েছিল, ওই সভার উদ্দেশ্য- বন্ধ থাকা বিচারবিভাগের কার্যক্রম চালু করার বিষয়ে আলোচনা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সমর্থকসহ দেশের সাধারণ মানুষও বিষয়টিকে এত সরল মনে করছেন না। অনেকেই এর পেছনে দেশীয় অথবা আন্তঃরাষ্ট্রীয় কোনো ষড়যন্ত্রের যোগসাজস থাকতে পারে বলে মনে করছেন।
আজ শনিবার সকাল ১০টায় এই সভা অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদের মুখে পরে তা বাতিল করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে বিদায় নিতে হয়েছে। প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি।

আমার ফেসবুক পেজ:
আমার ফেসবুক প্রোফাইল:
Keywords: Bangla explainer video, Bangla case study, Bangla video, America USD, Dollar BDT, Khalid Farhan, Enayet Chowdhury, Nafees Salim, Business, Marketing

08/08/2024

এই কয়টা লাইন সেনাবাহিনীর প্রতি সম্মান বেড়ে গেলঃ

রোববার সন্ধ্যায় যখন সেনাবাহিনীর অনলাইন বৈঠক চলছিল, সে সময় কারফিউ জারি ছিল দেশজুড়ে। বৈঠকে জ্যেষ্ঠ সেনাকর্মকর্তারা জানান যে সেনারা সাধারণ জনসাধরণের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছেন। পরের দিন গনভবনের বৈঠকে সামরিক বাহিনীর এই বার্তাটিই শেখ হাসিনাকে দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

06/08/2024

আমি ভাষা হারিয়ে ফেলেছি, ক্ষমতা মানুষকে এত নিচুতে নামাতে পারে? আমি নির্বাক! পা হারিয়েছেন একাধিক তরুণ। Collected from BBC

06/08/2024

১। গণভোটের মাধ্যমে তত্বাবধায়ক বিল এবং একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারার বিল পাশ করতে হবে।
২। সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ ও নির্বাচন কমিশন গঠন করতে হবে।
৩। Worldclass শিক্ষা ব্যবস্থা থাকবে

06/08/2024

সরকারে কারা থাকবে, সেসব নাম ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Address

Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Selim MEP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Selim MEP:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All