Alvi Digital creator

Alvi Digital creator I am working on this platform with digital marketing. Your work is entrusted to me so you can trust

এটাই তো প্রকৃত ভালোবাসা!!! ❤️কতজন বা পায় এমন ভালোবাসা? জীবনে এমন একজন মানুষ অর্জন করতে পারলেতো জীবন সার্থক!!!
30/09/2024

এটাই তো প্রকৃত ভালোবাসা!!! ❤️

কতজন বা পায় এমন ভালোবাসা? জীবনে এমন একজন মানুষ অর্জন করতে পারলেতো জীবন সার্থক!!!

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.!!😭😭আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰😰যিনি কখনো পশ্চিমা অপশক্ত...
20/05/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.!!😭😭

আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰😰যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেননি। আজকের দিনটা মুসলমানদের জন্য একটা মর্মান্তিক দিন মুসলিম বিশ্ব আরেক বীরযোদ্ধাকে হারিয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমীন। 🤲

আল্লাহ তুমি বিশ্বের মুসলমানদের কে ইমানের শক্তি বাড়াইয়া দাও🤲
Everyone

তীব্র রাগে সব হারাইয়া বসে আছি😥🥀লেখা -সংগৃহীত
19/05/2024

তীব্র রাগে সব হারাইয়া বসে আছি😥🥀
লেখা -সংগৃহীত

15/05/2024

Our business page❣️

❣️❣️
04/05/2024

❣️❣️

22/04/2024
দোকানে গিয়ে দেখালাম,,  ৮০ টাকার Mojo  ১০০ টাকা হয়ে গেল কিভাবে ?? ফিলিস্তিনে যায় তো মাত্র ১ টাকা বোতল প্রতি৷ প্রোডাকশন বা...
18/04/2024

দোকানে গিয়ে দেখালাম,,

৮০ টাকার Mojo ১০০ টাকা হয়ে গেল কিভাবে ??
ফিলিস্তিনে যায় তো মাত্র ১ টাকা বোতল প্রতি৷
প্রোডাকশন বাড়লে তো দাম কমার কথা কিন্তু প্রোডাকশন বাড়ার সাথে সাথে দাম বাড়ার কারণ কি??
যে বাংলাদেশী Coca-Cola বয়কট করেছে সে বাংলাদেশী কিন্তু Mojo ও বয়কট করতে পারবে সুতরাং
আবেগকে হাতিয়ার বানিয়ে ব্যবসা না করে, বিনয়ের সাথে ব্যবসা করুন না হলে কিভাবে সোজা করতে হয় তা পাবলিকের জানা আছে,,
পাবলিক চাইলে সব পারে,,,

Everyone

১০০ থেকে ৭০৳এখন ৬০৳২০৳ লিটার দিলেও ত বর্জন করেছি,আজীবন করবো।
27/03/2024

১০০ থেকে ৭০৳
এখন ৬০৳
২০৳ লিটার দিলেও ত বর্জন করেছি,আজীবন করবো।

আমরা সে****ক্স ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনাএক সাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না! দুজন মানুষ ১০...
18/03/2024

আমরা সে****ক্স ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনা
এক সাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না! দুজন মানুষ ১০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারেনা!
আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি, যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি!

সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয়, একই বালিশে ঘুমানো! একই টেবিলে খাওয়া!

একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহন করাটাই সংসার! ব্যপারটা কি আসলে তাই?

তাহলে, কিছু সংসার কখনো কখনো টিকে না কেন? তারাও তো একই বিছানায় ঘুমায়! একই টেবিলে খাবার খায়! একজন অন্যজনকে সঙ্গমে কো-অপারেট করে! তবুও, সংসারগুলো ভাঙে কেন?

তুমি একটা মানুষের সাথে আছো! পাশে আছো! চোখের সামনে আছো! তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে! এই দূরত্বটা অন্যরকম! বলা যায় না! বুঝানো যায় না! সহ্যও করা যায় না!
কারো বুকের উপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে!

দাম্পত্য জীবনে আমি আসলে কি চাই? সবই চাই, যা যা সবাই করে! আমি সেটাও চাই, যেটা অনেকেই করে না!

সংসার মানে আসলে অভ্যাস! এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না! অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন কিছুই কি থাকে না?

আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখি না! কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না!

আমরা কখনো জিজ্ঞেস করিনা " তুমি কেমন আছো? তোমার মন খারাপ কেন?" আমরা হাত ধরে বসে থাকি না! আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না!
আমরা বুঝি না, আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন!
আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ! অথচ,আমাদের মনের দূরত্ব বেড়ে চলে!

রান্না করার জন্য বুয়া রাখলেও হয়! সঙ্গমের জন্য পতিতাই এনাফ! তবুও সংসার কেন করা লাগে?
সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আদ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না!
এর বাইরেও অনেক কিছু থাকে!

আমি একা! তুমি একা! আমরা একা! প্রচন্ড রকমের একা! একই বিছানায় নগ্ন শরীরের উপরও একা! সঙ্গম শেষেও আমরা একা!

অথচ, দিনশেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়! একজন মানুষ প্রয়োজন হয়! একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয়! সমঝোতা প্রয়োজন হয়! কারো কন্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসা প্রয়োজন হয়!

একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়!
এই স্পর্শটা কামনার স্পর্শ নয়! এটা একটা ভালোবাসার স্পর্শ! কাম ছাড়া ভালোবাসা পূর্নতা পায়না এটা ঠিক! তবে কাম ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও ঠিক!

সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়! যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয়!
এরকম অনেক দম্পতিই আছে, যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়!

দাম্পত্য জীবনে কলহ থাকবেই! এটাকে ইন্সটেন্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না! ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে, মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়! মানুষ কি এতটাই নিষ্ঠুর, যে ভালোবাসাকে অবহেলা করতে পারে!

সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে! সংসার একটা স্বর্গ! এখানে শুধু যোনী, লিঙ্গ, দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, এডজাস্টমেন্ট সব প্রয়োজন হয়! সব মানে সব!

দাম্পত্য জীবন সুন্দর তখনি হয়, যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি!
মানুষটা একটা অস্তিত্ব হোক! অধিকার হোক! বেঁচে থাকার ডেফিনেশন হোক!
একটা এডিকশন হোক! আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্থ থাকার অ্যালকোহল!

আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী, ভীষন জরুরী!

♥️♥️♥️♥️ chadpur er meya bole khota
05/03/2024

♥️♥️♥️♥️ chadpur er meya bole khota

ইনি হলেন সাবিত্রী চ্যাটার্জি !ভালোবাসা কাকে বলে  ?এনাকে দেখুন _রুপালি পর্দায় পা দিয়ে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে মহানা...
02/03/2024

ইনি হলেন সাবিত্রী চ্যাটার্জি !
ভালোবাসা কাকে বলে ?
এনাকে দেখুন _
রুপালি পর্দায় পা দিয়ে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে মহানায়ক উত্তম কুমারকে ।
উত্তম কুমার বিবাহিত ছিলেন, এমনকি সন্তানও ছিলো তাঁর ।
সাবিত্রী চ্যাটার্জি আজও বিয়ে করেন নি, সংসারে আসেন নি ! সারা জীবন একা কাটিয়ে দিয়েছেন উত্তম কুমারের স্মৃতি নিয়ে, একতরফা ভালোবাসা নিয়ে !
কে বলে ভাই একতরফা ভালোবাসা যায় না ?
একতরফা ভালোবাসা নিয়েও যে বাঁচা যায় তার জ্বলন্ত উদাহরণ পঞ্চাশ দশকের টলিউড অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী

New new married to ektu janale khusi hotam😎Everyone
25/02/2024

New new married to ektu janale khusi hotam😎

Everyone

18/02/2024

আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন।
অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন। তাদের রিযিক শেষ হলে আপনিই অভাবে পড়ে যাবেন।

তুমি আমার এইখানটায় থাহো। এই যে এইখানে, পিরিতে, মায়ায়, আদরে,দরদে,। তুমি আমার এইডা টের পাইলেই ফাগুন, না পাইলেই আগুন।। তুমি...
07/02/2024

তুমি আমার এইখানটায় থাহো। এই যে এইখানে, পিরিতে, মায়ায়, আদরে,দরদে,। তুমি আমার এইডা টের পাইলেই ফাগুন, না পাইলেই আগুন।।

তুমি এইখানে থাহো,বুকের ভেতর আড়াই ইঞ্চি ছাতিম গাছের তলায়। টুনটুনি পাখি হইয়া চইষা বেড়াও এডাল ওডাল। চোক্ষু দুইডা বন্ধ কইরা যহন তোমারে দেহি, মনে অয় তুমি আমারে তালে বেতালে নাচাও ভালবাসি গানে।

তুমি শুধু আমার এই হাওয়াডা গায়ে লাগলেই। তপ্ত দুপুর রোদের ভেতরও শীতল হইয়া যায় বুকের জমিন।নদী হইয়া কলকলাইয়া বইয়া যাও আড়াই ইঞ্চি বুকের বা,পাশের গহীনটায়।পুবালি বাতাস আইয়া আমারে উড়াইয়া নিয়া যায় সুখের কাছে।

তুমি কথা কইলেই ভুল কইরা আমারে ছুইয়া দেওয়া দুঃখ গুলান ভয় পাইয়া যায়। তোমার কথার বাতাসে দুঃখ গুলান হাওয়াই মিঠাই হইয়া নিমিশেই নাই হইয়া যায়।
পাকা ধানের ছরায় বারি দিলে,যেমন কইরা পইড়া যায় শিশ ছাইড়া ধান,তেমনই তুমি হাইসা দিলেই ছুইটা যায় আমার দুশ্চিন্তার পোকা।

তুমি আমার এ-ই হানে থাহো, যেইখানে তোমারে পাইলেই বেবাক খানি সুখ, না পাইলেই মহামারি আকারে ছড়াইয়া পড়ে অসুখ বিসুখ।

অনেক অনেক ক"ষ্টের মুহুর্ত😢😢😢যার যা"য় সেই বুঝে🥺🥺
03/02/2024

অনেক অনেক ক"ষ্টের মুহুর্ত😢😢😢
যার যা"য় সেই বুঝে🥺🥺

My heart ❤️
27/01/2024

My heart ❤️

🤪🤪🤪
23/01/2024

🤪🤪🤪

Address

Khilgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alvi Digital creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alvi Digital creator:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Khilgaon

Show All