বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে র্যাব
অনলাইন ডেস্ক::
ফেনী জেলার চলমান ভয়াবহ বন্যায় বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম। মঙ্গলবার এক বার্তায় বিষয়টি জানান
র্যাব ফেনী কোম্পানি কমান্ডার সাদিকুল ইসলাম।
জানানো হয়, প্রাকৃতিক বন্যায় বিপর্যস্ত এ অঞ্চলের পানিবন্দি লাখ লাখ মানুষ। ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঁঞা ও সোনাগাজী—এ ছয় উপজেলা পুরোপুরি বন্যাকবলিত। স্থানীয় স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের ভবনে আশ্রয় নিয়েছেন অনেকে। সেখানে সুপেয় পানি ও খাবারের সংকট প্রকট হয়ে উঠেছে। বানভাসী মানুষ অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে আজ দিশেহারা। কৃষক, শ্রমিক, দিনমজুর সহ বন্যা কবলিত এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
যেভাবে ভেঙে তলিয়ে গেল মুছাপুর ক্লোজার স্লুইসগেট
লালসবুজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর ক্লোজার স্লুইসগেট। স্লুইসগেট ভাঙার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভারতের উজানের ফলে ফেনী মুহুরী নদীর পানি ও ভারী বর্ষণে কোম্পানীগঞ্জের পানি মুছাপুর স্লুইসগেটের রেগুলেটরের ২৩টি গেট দিয়ে বঙ্গোপসাগরে যায়। সোমবার সকালে পানির তীব্র চাপে ভেঙে যায় রেগুলেটর। এতে ব্রিজের উপর থাকা একটি সিএনজি অটোরিক্সা ৎসহ ব্রিজটি তলিয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও বিষয়টি জেনেছি। আসলে রেগুলেটরের ২৩টি গেট দিয়ে প্রচুর পানি নেমেছে। যদি গেটগুলো আগে খোলা না হতো তাহলে আগেই ভেঙে যেত
Dhaka-Chattogram Highway.
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে মিরসরাই অংশে ঘন্টার পর ঘন্টা এভাবে যানজটে আটকা পড়ে থাকে মালবাহী, যাত্রীবাহী, প্রাইভেট কারসহ হাজার হাজার গাড়ী। এক্ষেত্রে আটকা পড়েছিল বন্যাকবলিত মানুষকে উদ্ধার করতে আসা যানগুলোও, এনিয়ে সেচ্ছাসেবকদের উদ্ধারকাজ বিঘ্নিত হয়। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত এভাবে যানবাহনগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সড়কে পানির স্রোত কমে গেলে শনিবার (২৪ আগস্ট) পূনরায় যানচলাচল আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে।
#ভিডিও2024 @followers
#সংবাদ_শিরোনাম #বাংলাদেশ #chittagong_Bangladesh
#flood2024 #Dhaka #feni
#mirsarai #nature #worldhealthorganization
#calcutta #flood #Bangladesh #news #journal
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে মিরসরাই অংশে ঘন্টার পর ঘন্টা এভাবে যানজটে আটকা পড়ে থাকে মালবাহী, যাত্রীবাহী, প্রাইভেট কারসহ হাজার হাজার গাড়ী। এক্ষেত্রে আটকা পড়েছিল বন্যাকবলিত মানুষকে উদ্ধার করতে আসা যানগুলোও, এনিয়ে সেচ্ছাসেবকদের উদ্ধারকাজ বিঘ্নিত হয়। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত এভাবে যানবাহনগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সড়কে পানির স্রোত কমে গেলে শনিবার (২৪ আগস্ট) পূনরায় যানচলাচল আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে।
#ভিডিও2024 @followers
#সংবাদ_শিরোনাম #বাংলাদেশ #chittagong_Bangladesh
#flood2024 #Dhaka #feni
#mirsarai #nature #worldhealthorganization
#calcutta #flood #Bangladesh #news #journal
কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের স্ব-কন্ঠের একটি সংগীত। #শুনুন।। ♥♥♪♪♥♥
মানবিক ডাক্তার ফেরদৌসঃ স্যালুট...
"বাংলাদেশ সেনাবাহিনী, গর্ব মোদের"
সাবধানঃ যেভাবে ছড়ায় করোনা ভাইরাস?
বাংলাদেশ পুলিশের "লকডাউনে" জনগনকে আনন্দ দিয়ে ঘরে রাখার চেষ্টা।