CCF TV

CCF TV Ccftv is a Bangladesh based online TV channel.

23/11/2023
25/10/2023
01/09/2023
29/08/2023
27/08/2023
18/08/2023

কালুরঘাট সেতু নিয়ে নাগরিক ফোরামের আগামীকালের সমাবেশ "বিশেষ গুরুত্বপূর্ণ "

16/08/2023
https://youtu.be/8enPXW9WLfk
06/08/2023

https://youtu.be/8enPXW9WLfk

কালুরঘাট সেতু নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের গণঅনশনThis content is only published for news and entertainment purpose. T...

05/08/2023
দেশের একটি গুরুত্বপূর্ণ সেতু  চট্টগ্রামে কর্ণফুলীর কালুরঘাটে নতুন সেতু নিয়ে এত টালবাহানার কারণ কি? এখন জনগণের ভোগান্তির ...
04/08/2023

দেশের একটি গুরুত্বপূর্ণ সেতু চট্টগ্রামে কর্ণফুলীর কালুরঘাটে নতুন সেতু নিয়ে এত টালবাহানার কারণ কি? এখন জনগণের ভোগান্তির জন্য দায়ী কারা? কারা সেই ষড়যন্ত্রকারী? তদন্ত হোক। পুরাতন সেতুর সংস্কার দ্রুত হোক, ফেরীসহ পর্যাপ্ত বিকল্প ব্যবস্হা নেয়া হোক এটা এখন আপামর চট্টগ্রামবাসীর দাবী।
তবে অনতিবিলম্বে নতুন সেতু ছাড়া আসল ভোগান্তি যাবে না আর চট্টগ্রাম- কক্সবাজার লাইনে আধুনিক রেল সংযোগ হবে না ।
কালুরঘাট সেতুর বিষয়টি নির্বাচনের সময় দল নির্বিশেষে প্রার্থীদের প্রচারণা ও প্রতিশ্রুতিতে গুরুত্ব পেয়ে আসছে। কিন্তু গত ৩৩ বছরেও এ প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ২০০১ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর ২০০৪ ও ২০১২ সালে দুই দফা সেতু বন্ধ রেখে সংস্কার করেছিল রেল কর্তৃপক্ষ। সে সময়ও অন্যান্য যানবাহন পারাপারের জন্য ফেরি চালু করা হয়েছিল। ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের প্রথম বর্ষপূতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে কর্ণফুলী নদীর উপর আরেকটি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নতুন রেল ও সড়ক সেতুর জন্য একাধিক সম্ভাব্যতা যাচাই এবং সেতুটির নকশা তৈরি ও বদল করতে করতে কেটে গেছে ১৩ বছর। পুরাতন সেতুর সংস্কারের জন্য, ফেরীসহ পর্যাপ্ত বিকল্প ব্যবস্হা আগে থেকেই না নেয়াতে জনগণ অনেক ভোগান্তির মধ্যে পড়েছেন।কালুরঘাট নতুন সেতু নির্মাণ শুরু না হওয়া এবং এখনকার ভোগান্তির
পেছনে আছে গাফিলতি, অদূরদর্শীতা, বোয়ালখালীর সাথে বিমাতাসুভ আচরণ, ওয়াদার বরখেলাপ, আপোষহীন নেতৃত্বের অভাব ।
মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে জরুরী নজর দেবেন, এটা জনগণের দাবী ।

-ব্যারিস্টার মনোয়ার হোসেন,
চেয়ারম্যান, চট্রগ্রাম নাগরিক ফোরাম

16/07/2023

ATN BANGLA এর বিশেষ সাপ্তাহিক টকশো ATN Bangla-Chattala Express এর এবারের পর্বে থাকছেন-

ব্যারিস্টার মনোয়ার হোসেন
চেয়ারম্যান, চট্টগ্রাম নাগরিক ফোরাম।

=============================
উপস্থাপনা ও পরিচালনায়
M Shamun Hossain

চোখ রাখুন ১৭ই জুলাই,সোমবার দুপুর ১২.২৫ মিনিটে,শুধুমাত্র এটিএন বাংলায়।

10/06/2023
03/06/2023
17/03/2023
20/02/2023

Enjoy and stay connected with us!!SUBSCRIBE উপস্থিত ছিলেন আল্লামা হারুনুর রশিদ কদেরী ও শফিকুল ইসলাম শাহ্ আল-কাদেরীLike us on Facebookhttps://www.facebook.com...

কেন এই অনশন??????চট্টগ্রামের কর্ণফুলীতে প্রস্তাবিত কালুরঘাট নতুন সেতু নির্মাণ নিয়ে গড়িমসি ও দীর্ঘসূত্রিতা চলছে প্রায় দ...
05/11/2022

কেন এই অনশন??????
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রস্তাবিত কালুরঘাট নতুন সেতু নির্মাণ নিয়ে গড়িমসি ও দীর্ঘসূত্রিতা চলছে প্রায় দশ বছর যাবত। এই দাবীতে আমাদের নাগরিক ফোরাম, সেতু বাস্তবায়ন পরিষদ ও অন্যান্য সংগঠনগুলো করেছি মানববন্ধন ইত্যাদি । আমরা করেছি সংবাদ সম্মেলন ও মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি। বোয়ালখালী- পাঁচলাইশ-চান্দগাঁওয়ের সাবেক ও বর্তমান সাংসদ আপ্রাণ চেষ্টা করেছেন নি:সন্দেহে । সাংবাদিকরাও অনেক ভূমিকা পালন করেছেন।
অথচ বিশাল এক পগ্মা সেতু, মধুমতি সেতু, শীতলক্ষ্যার তৃতীয় সেতু আরো শত শত প্রকল্প বর্তমান
সরকারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দৃঢ় নেতৃত্বে স্বল্প সময়ে হয়ে গেলো, কিন্তু এটি এখনও ডিজাইন- রিডিজাইন নিয়েই ঘুরপাক খাচ্ছে আর প্রকল্পের আনুমানিক ব্যয় কয়েকগুণ বেড়ে যাচ্ছে সময় যতই পার হচ্ছে ।এটি নিয়ে মনে হচ্ছে যেন জনগণের সাথে তামাশা চলছে।এ ব্যর্থতা রেল সেতু মন্ত্রনালয়ের । কালুরঘাট নতুন সেতু ছাড়া এতদিন চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন লাইন কতটুকু উপকার বয়ে আনবে ? এসব মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন উন্নত বাংলাদেশ গড়ার সাথে সাংঘর্ষিক বলা চলে ।
জনগণ চুপচাপ সব মেনে নিতে পারেন না। এখন এটি হবে একটি জাতীয় দাবী, কারণ জাতীয় অর্থনীতির প্রাণ কেন্দ্র চট্টগ্রামের এই দাবীটি বাস্তবায়ন না হওয়া মানেই আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়া ।
এসব প্রেক্ষাপটে, সব দীর্ঘসূত্রিতা
পরিহার করে এটি দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ৯ নভেম্বর বুধবার দুপুর ২ টা হতে ৫ টা পর্যন্ত চট্টগ্রাম নাগরিক ফোরাম এক গণ-অনশন এর আয়োজন করেছে নগরীর আন্দরকিল্লা চত্বরে। এই গণ-অনশনে দলমত নির্বিশেষে সকল সামাজিক, পেশাজীবী, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশ নিন এবং একাত্মতা প্রকাশ করুন । আর কালুরঘাট নতুন সেতু নির্মাণ এখন থেকে হোক একটা জাতীয় দাবী

19/08/2022

Enjoy and stay connected with us!!SUBSCRIBE আজকের অতিথি: মউদুদুল আলম, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও সংগঠক, শোয়েব ফারুকী, আন্তর্জাতিক খ্যাতিমান .....

Address

Bangabandhu Bhaban (3rd Floor), 8 Momin Road, Cheragi Pahar
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when CCF TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies