Real Event 24

Real Event 24 সত্যে প্রকাশে আপোষহীন, সত্যের পক্ষে সবসময়

14/04/2024

জুন-১ তারিখ
Real event 24 এর উদ্ভাবন অনুষ্ঠান চট্টগ্রামের
পুলিশ প্লাজায়

13/04/2024

এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে

01/04/2024

২১শে রমজান
মহানবী (সা:) এর ঘোষিত প্রথম খলিফা আলী (আ:) এর শাহাদাত দিবস

31/03/2024

২১শে রমজান ইসলামের প্রথম খলিফা আলী (আঃ) এর শাহাদাত উপলক্ষে গভীর শোক প্রকাশ
😭

28/03/2024

২১শে রমজান ইসলামের প্রথম খলিফা আলী(আ:) এর শাহাদাতের স্বরণে এবি টিভি বাংলার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ

28/03/2024

এজিদের বাবা কুখ্যাত মুয়াবিয়ার গুপ্তঘাতক ১৯শে রমজান আলী(আ:) কে তলোয়ারের আঘাত করে এবং ২১শে রমজান শাহাদাত

27/03/2024

১৭ ই রমজান
ঐতিহাসিক বদর দিবস।
আলহামদুলিল্লাহ বদর যুদ্ধে ইসলামের বিজয়।

25/03/2024

পবিত্র কোরআনের স্পষ্ট ঘোষণা মক্কা বিজয়ের পর যারা ইসলাম গ্রহণ করেছে তারা মুসলমান নয়। সুতারাং মুয়াবিয়া মক্কা বিজয়ের পর কালেমা পড়েছে সকলে কি ভুলে গেছে?

25/03/2024

ইমাম হাসান(আ:) কে নানার পাশে কবর দিতে দেয়নি এজিদের বাবা মুয়াবিয়া(লা:). অবশেষে জান্নাতুল বাকীতে রওজা হয়

25/03/2024

আজ প্রকৃত ইসলামের দ্বিতীয় খলিফা ইমাম হাসান (আ:) এর জন্মদিন। বেহেশতের সর্দার এবং মহানবী (সা:) এর প্রথম নাতির জন্মদিনে শুভেচ্ছা 🎂

25/03/2024

১৫ই রমজান ইমাম হোসাইনের বড় ভাই ইমাম হাসান মুজতবা (আঃ) এর জন্মদিন উপলক্ষে ঈদে মুজতবার শুভেচ্ছা

22/03/2024

১৫ই রমজান বেহেশতের সর্দার ইসলামের দ্বিতীয় খলিফা ইমাম হাসান (আঃ) এর জন্মদিন

20/03/2024

১০ ই রমজান মহানবী (সা:) এর মহান চাচা আবু তালিব (আ:) এর শাহাদাত দিবস উপলক্ষে গভীর শোক প্রকাশ করছি

20/03/2024

১০ ই রমজান মহানবী (সা:) এর মহান সহধর্মিণী খাদিজাতুল কোবরা (আ:) এর শাহাদাত দিবস উপলক্ষে গভীর শোক প্রকাশ করছি

20/03/2024

ইমাম জয়নুল আবেদীন (আ:) বলেছেন, "যখন কেউ বলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আব্দিল্লাহ আল হোসাইন " তখন সরাসরি আমার পিতা তার উত্তর দেন"

19/03/2024

১৯রমজান ইসলামের প্রথম খলিফা আলী(আ:) এর শাহাদাত। কুফার মসজিদে মুয়াবিয়ার দালাল ইবনে মুজলিম কর্তৃক তলোয়ারের আঘাতে শাহাদাত বরন করে

19/03/2024

উত্তম আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করা :
اللهم صل على محمد وال محمد وعجل فرجهم

18/03/2024

فَبِأَيِّ آلاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
এই আয়াতের পর ইমাম হোসাইন বলতেন: হে আল্লাহ! তোমার কোনো অবদান অস্বীকার করিনা

17/03/2024

ইয়া হোসাইন আলাইহিসসালাম

16/03/2024

হায়রে ক্ষমতা

যিয়ারতে ওয়ারিসা। আদম থেকে মোহাম্মদ (সা:) এর পরিবার পর্যন্ত সালাম
15/03/2024

যিয়ারতে ওয়ারিসা।
আদম থেকে মোহাম্মদ (সা:) এর পরিবার পর্যন্ত সালাম

14/03/2024

কারবালার শোকগীতি আশা করি চোখে অশ্রু আসবেই

এতই ইসলামের কথা বলে কিন্তু রোজা রাখে নাই
13/03/2024

এতই ইসলামের কথা বলে কিন্তু রোজা রাখে নাই

13/03/2024

মহানবী (সা:) যেদিন আলীকে খেলাফত দিয়েছিলো:
সুরা মায়েদা ৬৭নম্বর আয়াতের অনুযায়ী। অথচ পরবর্তীতে সাহাবিরা আলীকে বাদ দিয়ে আবু বক্করকে খলিফা বানাইছে

12/03/2024

মানুষ ইচ্ছে করেই তার বিপদ টেনে নেয়:

মাওলা আলী(আ:)

12/03/2024

সাহাবিরা সত্যের মাপকাঠি নয়, ফ্রেশ দলীল নিন:

১) সাহাবিরা উহুদের যুদ্ধ থেকে পালিয়ে গেছে এমনকি নবীজি(সা:) তাদেরকে ডেকেছে তারা তবু পালিয়ে গেছে ।(বুখারী ৪২০৫)....

পটিয়ার আব্দুস সালাম জিরির মতে উহুদের যুদ্ধে ৭০০জন সাহাবি অংশ গ্রহণ করে। বুখারীর হাদীস ৪২০৫ এ রয়েছে মাত্র ১২জন ছাড়া বাকি সবাই পালিয়ে গেছে। যারা পালিয়ে গেছে তারা ইসলাম থেকে পালিয়ে গেছে। সুতারং তাদের অনুসরণ করলে কিভাবে সত্য পাওয়া যাবে? যেখানে পালিয়ে যাওয়ায় তাদের শিক্ষা।

২)সাহাবিরা নবীর আদেশ মানেনি। কারন নবীজি(সা:) বলেছেন, একজন মানুষ মারা গেলে দ্রুত দাফন করো।
দলীল: মিশাকাত ১/১৪৯.
★ অথচ নবীর দাফন তিনদিন দেরি করলো শুধুমাত্র ক্ষমতার জন্য। কাকে গদীতে বসাইবে সেজন্য। আর সে সুযোগে বনু সকিফায় আনসার গোত্র থেকে আবু বক্কর অবৈধ ভাবে খলিফা হয়ে যায়।এমনকি ক্ষমতার জন্য আবু বক্কর এবং ওমর নবীর দাফন কাফনেও আসেনাই। মুসান্নাফ ১২/৫৭৯/৩৮২০১,:

۳۸۲۰۱ - حدثنا ابن نمير ، عن هشام بن عروة ، عن أبيه :
أن أبا بكر وعمر لم يشهدا دفن النبي صلى الله عليه وسلم ، كانا في الأنصار ، فبويعا قبل أن يرجعا

৩৮২০১: ইবনে নুমাইর কর্তৃক(সত্যবাদী ছেকা), হিসাম ইবনে উরুয়া(সত্যবাদী ছেকা), ইবনে নুমাইরের পিতা একজন সাহাবি(সত্যবাদী ছেকা) এর সুত্রে, " আবু বক্কর এবং ওমর প্রিয়নবীর দাফনে আসেনি, তারা আনসার গোত্রে ছিল। খলিফা হওয়ার জন্য।

আসুন: উক্ত হাদীস যাচাই করি
১)ইবনে নুমাইরকে শামসুদ্দিন যাহাবি তার سير أعلام النبلاء সিয়ার আলামুন নুবালা কিতাবের ৯ম খন্ড ২৪৪ পৃষ্ঠায় এভাবে বলেছে:

[ ص: 244 ] عبد الله بن نمير ( ع )

الحافظ الثقة الإمام أبو هشام الهمداني الخارفي مولاهم الكوفي .

২)হিসাম ইবনে আরুয়াকে শামসুদ্দিন যাহাবি তার সিয়ার আলামিন নুবালা سير أعلام النبلاءকিতাবের ৬ষষ্ঠ খন্ড ৩৫ পৃষ্ঠায় এভাবে বলেছে:
هشام بن عروة ( ع )
بن الزبير بن العوام بن خويلد بن أسد بن عبد العزى بن قصي بن كلاب الإمام الثقة ، شيخ الإسلام أبو المنذر القرشي ، الأسدي ، الزبيري ، المدني .

৩) ৩নম্বর রাবী সরাসরি জুবাইর ইবনে আউম যিনি দশ জনের একজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলো। তাই যুবাইরকে অস্বীকার করলে আশারা মোবাশশারা জাল হাদীস হয়ে যাবে।

আরো....মুসনাদে আহমেদ ৬/৬২ পরবর্তীতে আবু বক্করকে স্বীকার না করায় আলীর ঘরে আগুন ধরিয়ে দেয়. মুসান্নাফ ১২/৫৭৯/ ৩৮২০০, তাবারি ২/১৮৭, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলোভীর তারিখুল খোলাফা ৪/৯৭, কানযুল উম্মাল ১৪১৩৮, সুয়ুতি ফি মুসনাদ ৩৩-৩৪,আল্লামা বালাজূরী আন্সাবুল আশরাফ ৫০৫, ইকদুল ফরিদ ৫/১৩

সুতারং সাহাবিরা আকাশের নক্ষত্র হতে পারেনা।

তবু যদি এতই সাহাবি প্রেমিক হয়ে থাকেন তাহলে কোরআনের এই আয়াত দেখেন:
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ ۖ وَمَنْ أَسَاءَ فَعَلَيْهَا ۗ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ
কেউ মন্দকর্ম করলে তার প্রতিফল সেই ভোগ করে। তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না।’ -সুরা হামিম সেজদা : ৪৬

সুতারং সাহাবিরা যা মন্দ কাজ করেছে তার শাস্তি মহান আল্লাহ দিবে। আর যদি না দেয় আল্লাহ তার ওয়াদা ভজ্ঞ করল (নাউজুবিল্লাহ).... সুতরাং তবু কি বলবেন সাহাবিরা সত্যের মাপকাঠি।।।?

★(রা:) উপাধিটা সেসব সাহাবিদের জন্য প্রযোজ্য যারা উহুদের যুদ্ধ থেকে পালিয়ে যায়নি। আপনি তো জানেন উহুদের যুদ্ধে সাহাবি ৭০০জন অংশগ্রহণ করেছে। সাহাবিদের এতই ঈমানের পাওয়ার থাকলে উহুদের যুদ্ধ থেকে ১২জন ছাড়া সবাই পালিয়ে গেছে কেন??? এমন কি নবীজি তাদেরকে ডেকেছে তবু মৃত্যুর ভয়ে তারা যায়নি।(বুখারী৪২০৫)৷ সুতারং যারা নবীর ডাক সাড়া দেয়নি তাদেরকে কিভাবে ঈমানদার সাহাবি বলবেন? সাহাবি দু"প্রকার। মুমিন সাহাবি মুনাফেক সাহাবি। মুমিন সাহাবি ঐ ১২জন যারা মৃত্যু পর্যন্ত উহুদের যুদ্ধ শেষ করেছে। আর মুনাফেক ঐসব সাহাবি ৭০০-১২= ৬৮৮জন। সুতারং অধিকাংশ সাহাবিই ঈমানের সমস্যা ছিলো। যা সত্য তাই বলতে হবে কারন প্রত্যেকের তার কৃতকর্মের ফল ভোগ করবে সে যত বড় সাহাবি হোক না কেন (সুরা হামিম সেজদা : ৪৬)।।

ইতিহাসে প্রমান আছে যে আবু বক্কর সিদ্দিক উহুদের যুদ্ধ থেকে সর্বপ্রথম পালিয়ে গেছে। প্রায় ৩০টি উজ্জ্বল আহলে সুন্নত ওয়াল জামাতের কিতাবে আবু বক্কর পালানোর স্পষ্ট দলিল রয়েছে। প্রথমে আসুন সাহাবিরা যে উহুদের যুদ্ধ থেকে পালিয়েছে এটা কনফার্ম হই বুখারীর ৪২০৫ নম্বর হাদিসে। এবার কে সর্বপ্রথম পালালো তা জানতে দেখবেন আহমেদ বিন হানবলের লিখিত ফাজায়েলে সাহাবা ২৫৯নম্বর হাদীস + ইবনে হাজার আসকালানীর লিখিত গ্রন্থ:
إبن حجر العسقلاني – المطالب العالية – كتاب السيرة والمغازي

4389 – وقال الطيالسي : ، ثنا : إبن المبارك ، عن إسحاق بن يحيى بن طلحة بن عبيد الله ، قال : أخبرني : عيسى بن طلحة ، عن أم المؤمنين ، عائشة قالت : كان أبوبكر إذا ذكر يوم أحد قال ذلك يوم كان كله يوم طلحة ، ثم أنشأ يحدث ، قال : كنت أول من فاء إلى رسول الله (ص) يوم أحد

৪৩৮৯ নম্বর হাদিসে বলা হয়েছে উহুদের যুদ্ধ থেকে সর্বপ্রথম পালিয়ে গেছে আবু বক্কর +তালহা।

এখন দেখুন, যারা যুদ্ধ থেকে পালিয়ে যায় তাদের সম্পর্কে পবিত্র কোরআন কি বলে:
যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার শাস্তি জাহান্নাম। মহান আল্লাহ বলেছেন, সুরা আনফাল ১৬নম্বর আয়াত:

يٰۤاَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا زَحْفًا فَلَا تُوَلُّوهُمُ الْأَدْبَارَ - وَمَنْ يُوَلِّهِمْ يَوْمَئِذٍ دُبُرَه إِلَّا مُتَحَرِّفًا لِقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إِلٰى فِئَةٍ فَقَدْ بَاءَ بِغَضَبٍ مِنَ اللهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ

‘‘হে মু’মিনগণ! তোমরা যখন কাফিরদের মুখোমুখি হবে বিশাল বাহিনী নিয়ে, তখন তাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না। আর যে ব্যক্তি সেদিন তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে তাহলে সে আল্লাহর গযব নিয়ে ফিরে আসবে। তবে যুদ্ধের জন্য (কৌশলগত) দিক পরিবর্তন অথবা নিজ দলে আশ্রয় গ্রহণের জন্য হলে ভিন্ন কথা এবং তার আবাস জাহান্নাম। আর সেটি কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।’’[1]

এ কাজটি হাদীসে বর্ণিত সাতটি ধ্বংসাত্মক কাজের অন্যতম। নাবী (সা.) বলেছেন :

اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِىْ حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّىْ يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ

‘‘তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ হতে দূরে থাক।’’ সকলে বলল, হে আল্লাহর রাসূল! তা কী কী? তিনি বললেন, ‘‘আল্লাহর সাথে শির্ক করা, যাদু করা, ন্যায় সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতীমের মাল খাওয়া/জবরদখল করা, (যুদ্ধক্ষেত্র হতে) যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী সরলা মু’মিনা নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেয়া।’’[2]

সুতারং আবু বক্কর সিদ্দিক উহুদের যুদ্ধ থেকে পালিয়েছে দলীল মুসনাদে আহমেদ ২৫৯নম্বর হাদীস+ ৩০টি কিতাবের রেকর্ড আছে। এবার বলুন আবু বক্কর কি জাহান্নামী নয়???

বি.দ্র: লেখাটি কপি বর্জনীয়, শেয়ার উম্মুক্ত
লেখক: মো: জোনাইদুল হক
তরুন লেখক ও গবেষক
বাঁশখালি, চট্রগ্রাম

12/03/2024

তারাবি ২০রাকাত কে আবিষ্কার করল তা DBC News এই বলে দিয়েছে। ভিডিওটা দেখুন

12/03/2024

ইলাহি আমিন

Address

AB Coaching Centre/Godarpar, Mp Mostafiz Road Banskhali Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Real Event 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Real Event 24:

Videos

Share

Category



You may also like