জে.এস টিভি বিডি

জে.এস টিভি বিডি ২৪ ঘন্টায় খবর
আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল তথ্য দিয়ে সহযোগিতা করুন।
📲 01743-608760

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সংঘাতে নিহত প্রায় ৭৮ শতাংশ মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। বেশির ...
02/08/2024

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সংঘাতে নিহত প্রায় ৭৮ শতাংশ মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। বেশির ভাগের গুলি লেগেছে মাথা, বুক, পিঠ ও পেটে। বিক্ষোভে যেমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, তেমনি নিহত ব্যক্তিদের কেউ কেউ নিজের বাসার ভেতরে, বারান্দায় ও ছাদে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। প্রথম আলোর পর্যালোচনায় আসা ১৭৫ জন নিহতের মধ্যে ২২ জন শিশু ও কিশোর। ১৮ থেকে ২৯ বছরের মধ্যে ১০৩ জন।

আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সৈকতবগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্...
30/03/2024

আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সৈকত

বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার একমাত্র সামাজিক ও স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের ২০২৪ -২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান শাহ সুলতান বলখী (রহঃ) ফাজিল মাদ্রাসার হল রুমে আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম সৈকত ও আহবায়ক সদস্য ইউসুফ হোসাইনের সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টা সাংবাদিক সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহীর সদস্য মাহফুজ মন্ডল। তিনি আলোচনা শেষে যাচাই-বাছাই পূর্বক সংগঠনটির পরিচালনা পরিষদ ও অতিথিদের সিদ্ধান্ত অনুযায়ী আব্দুর রহিম সরকার কে সভাপতি ও জহুরুল ইসলাম সৈকত কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও ইউসুফ হোসাইন সিনিয়র সহ সভাপতি, নুর ইমলাম জনি সহ সভাপতি, আব্দুল্লাহ আল মামুন ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, শাকিল আহমেদ ২নং যুগ্ম সাধারণ সম্পাদক, সাংঠানিক সম্পাদক টিপু সুলতান, হোসেন সাখিদার দপ্তর সম্পাদক, রবিউল ইসলাম কোষাধ্যক্ষ, রানা মিয়া আইন বিষয়ক সম্পাদক, মিথুন ইসলাম প্রচার সম্পাদক,জাকারিয়া ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক, হাবিবুর রহমান রাশেদ শিক্ষা বিষয়ক সম্পাদক, রিয়াজুল ইসলাম রিপন প্রকাশনা সম্পাদক, শাহ সুলতান মিডিয়া সম্পাদক, আকিব হাসান পাঠাগার সম্পাদক, আল আমিন ক্রীড়া সম্পাদক, আব্দুল্লাহ আল তামিম ধর্মীয় সম্পাদক, আতিকুর রহমান প্রশিক্ষণ সম্পাদক, বদিউজ্জামান সৌরভ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক,সুমন মিয়া সমাজ কল্যাণ সম্পাদক কে নির্বাচিত করা হয়।

তাছাড়াও নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য রাজু ইসলাম,সোহাগ মিয়া, ওমর ফারুক, রাশেদুল ইসলাম মানিক,জাহিদ হাসান,জান্নাতুল নাইম, মোজাহিদুল ইসলাম সাকিব,টুটুল রহমান,লিটন মিয়া, জাকরিয়া ইসলাম, মোমিন ইসলাম,স্বপন মিয়া,সাদেক আলী,গোলাম রব্বানী, আশরাফুল ইসলাম, সোহেল রানা, আহসানুল হক বাপ্পি, মোস্তফা মোহন,হাসান আলী, বিপুল ইসলাম কে নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি গঠন ও আলোচনা সভার প্রধান অতিথি মাহফুজ মন্ডল নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদ একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও নব নির্বাচিত সাঃ সম্পাদক, তরুন সাংবাদিক জহুরুল ইসলাম সৈকতের প্রচেষ্টায় প্রতিষ্টালগ্ন থেকে মানবকল্যানে কাজ করে যাচ্ছে।

তারা প্রতিনিয়ত মানবকল্যানে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত কমিটিও সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কর্মপরিধিকে আরো বাড়াবে বলে আশা রাখি। আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের পর্যায়ক্রমে আরো বিস্তৃত পর্যায়ে নিয়ে দেশব্যাপি মানবকল্যাণে নানামুখী কাজ করার প্রত্যাশা রাখবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী রবিউল ইসলাম,উপদেষ্টা সাংবাদিক আবু বক্কর সিদ্দিক বাদশা,
ইউপি সদস্য ফারুক হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট খায়রুল ইসলাম জীবন, ইন্না মিয়া, সাব্বির আহমেদ, ডাঃ আবু মোহসিন,শহিদুল ইসলাম সহিদ,আঃ কুদ্দুস প্রমুখ।

আলোচনা ও কমিটি ঘোষনা শেষে নবনির্বাচিত কমিটি ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

26/03/2024

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগ করে কোনো প্রতিকার না পেয়ে গতকাল সোমবার দুপুর থেকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেশকয়েক জন নারীকে সঙ্গে নিয়ে অনশন শুরু করেছে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার।

বগুড়ায় রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে মিলল পচা মুরগির মাংসবগুড়া প্রতিনিধিঃবগুড়ার নবাববাড়ি সড়কে রুচিতা হোটেল এন্ড রেস্টুর...
15/03/2024

বগুড়ায় রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে মিলল পচা মুরগির মাংস

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার নবাববাড়ি সড়কে রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্ট পচা মুরগি মাংস উদ্ধার।

বগুড়ার নবাববাড়ি সড়কে রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্ট পচা মুরগি মাংস বিক্রয়ের উদ্দেশ্য প্রক্রিয়াজাত করার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো রাসেল যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টর একজন কর্মচারী পার্শ্ববর্তী ফতেহআলি বাজারে মুরগির মাংম কাটাতে নিয়ে গেলে স্থানিয় লোকজন পঁচা গন্ধযুক্ত মাংস দেখে আটক করে। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং সদর থানা পুলিশের সহযোগীতায় ঘটনাস্থল পরিদর্শনে ঘটনার সত্যতা পাওয়া যায়। ৩০ কেজি পচা ও গন্ধযুক্ত মুরগির মাংস হোটেল কর্তৃপক্ষের ফ্রিজে সংরক্ষিত ছিল।

তিনি আরও জানান, রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক চয়ন কুমার পাল অপরাধ স্বীকার করায় এবং পঁচা, গন্ধযুক্ত মাংস বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ লাখ জরিমানা আদায় করা হয়েছে। এবং হোটেলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে সদর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

বগুড়ায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাবগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অ...
15/03/2024

বগুড়ায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে সংগঠন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী ও আস্থার সংগঠন। কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাংগঠনিক দক্ষতা দ্বারা এ সংগঠনটি অন্যতম সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। মানুষের সেবার প্রত্যয়ে এ সংগঠনটি হোক আলোকবর্তিকা। এজন্য সকলের সহযোগিতা দরকার। সেই সাথে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল লফিত, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম প্রমুখ।

বগুড়ায় মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যাবগুড়া সদরে মোবাইলফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক অটোরিকশাচালককে ...
15/03/2024

বগুড়ায় মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়া সদরে মোবাইলফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক অটোরিকশাচালককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়েসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সাওয়াল উপজেলাত শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহত সাওয়ালের বাবা আজিজুল হক পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। গ্রেফতাররা হলেন নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন।

তিনি জানান, সাওয়ালের প্রতিবেশী রেজাউলের বাসা থেকে কয়েকদিন আগে একটি স্মার্টফোন চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনি সাওয়ালকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেন। পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তার স্ত্রী ও মেয়ে সাওয়ালকে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার পর রাতেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

14/03/2024
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত!বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বে...
14/03/2024

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত!

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার চন্ডিহারা অমরাপুরি এলাকাস্থ বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাশেম (৬৫) ও মৃত ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম (৫৬)।

স্থানীয়রা জানায়, ভটভটিতে করে বগুড়ার একটি গরুর হাটে যাচ্ছিলেন ব্যবসায়ী আবুল কাশেম ও জাহিদুল ইসলাম। পথিমধ্যে চন্ডিহারার অমরাপুরি নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম ও জাহিদুল ইসলাম।

এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, ভটভটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত জানাতে পারবো। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।।

কারামুক্ত হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীরকারামুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির...
15/02/2024

কারামুক্ত হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারামুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তারা। কারাগারে তাদের জামিননামা ও প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের আবেদন পৌঁছলে তা যাচাই-বাছাই করে তাদের কারাগার থেকে ছেড়ে দেয় কারা কর্তৃপক্ষ।

এর আগে সব মামলায় প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) আদালত এ ওয়ারেন্ট প্রত্যাহার করেন।

এদিন দুপুরে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, সব মামলায় মির্জা ফখরুল ও আমির খসরুর প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছে। দুপুরের মধ্যে এ আদেশ কারাগারে পৌঁছে যাবে।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় গতকাল বুধবার তাদের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তারা গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ঘটনায় করা সব মামলায় জামিন পান। তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলেও জানান আইনজীবী।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিকেল তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। এছাড়া কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হন।

ঘটনার পর ২৯ অক্টোবর মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২ নভেম্বর দিনগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। সমাবেশ চলাকালীন সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৩ নভেম্বর গ্রেফতার দেখানো হয় তাকে। মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের পর মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১ মামলা ও আমীর খসরুর বিরুদ্ধে দশ মামলা দায়ের করা হয়। তারা সব মামলায় এখন জামিনে রয়েছেন।

বগুড়ায় অসুস্থ অবস্থায় রোহিঙ্গা যুবক উদ্ধারবগুড়ার শাজাহানপুরে অসুস্থ অবস্থায় রুবেল মোহাম্মদ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে ...
15/02/2024

বগুড়ায় অসুস্থ অবস্থায় রোহিঙ্গা যুবক উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে অসুস্থ অবস্থায় রুবেল মোহাম্মদ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গণ্ডগ্রাম থেকে জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এ খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে শাজাহানপুর থানা পুলিশের হেফাজতে আছেন৷

রুবেল মিয়ানমারের রাখাইন অঞ্চলের মুন্ডু এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী ক্যাম্পে বসবাস করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিকেলে গণ্ডগ্রামের বাসিন্দারা রুবেলকে অসুস্থ অবস্থায় সড়কে শুয়ে থাকতে দেখেন। এ সময় এক ব্যক্তি জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এ কল দিয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়৷ ওই সময় হাসপাতালের দায়িত্বে থাকা এক স্টাফ পুলিশকে জানান ওই যুবক দুইদিন আগে (১২ ফেব্রুয়ারি) অজ্ঞাত পরিচয়ে চিকিৎসা নিতে এসেছিলেন৷ এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তিনি নিজের নাম পরিচয় প্রকাশ করেন ও পুলিশকে জানান, দুইদিন আগে তিনি হাসপাতালটির মেডিসিন বিভাগে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হন৷ তবে ছাড়পত্র না নিয়েই আজ সকালে সেখান থেকে পালিয়ে গণ্ডগ্রামে যান৷ পরে চিকিৎসকের পরামর্শে ছাড়পত্র নিয়ে রুবেলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷ তবে ক্যাম্প থেকে কতদিন আগে ও কীভাবে পালিয়ে এসেছেন এ নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

ওসি শহিদুল ইসলাম আরও বলেন, রুবেল এর আগেও ক্যাম্প থেকে পালিয়েছিলেন৷ গত বছরের ৭ মার্চ গাজীপুরের বরমী ইউনিয়নের গোলাঘাট বাজার থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল৷ এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার আকর্ষণ পাখি মাছপহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসের দিনই অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী প...
15/02/2024

বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার আকর্ষণ পাখি মাছ

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসের দিনই অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা। প্রথা অনুযায়ী মাঘ মাসের শেষ বুধবার ইছামতী নদীর পাড়ে আয়োজিত উত্তরবঙ্গের বৃহত্তম এ মেলা ‘সন্ন্যাস মেলা’ বা ‘জামাই মেলা’ নামেও সুপরিচিত। মেলায় এবারের আকর্ষণ ‘পাখি মাছ’।

বগুড়া জেলা শহর থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে গাবতলী উপজেলার মহিষাবান গ্রামে ইছামতির তীরে পোড়াদহ এলাকায় এ মেলা বসে। ফলে মেলাটি সবার কাছে ‘পোড়াদহ’ মেলা নামেই সর্বাধিক পরিচিত।

জনশ্রুতি আছে, প্রায় ৪০০ বছর আগে মেলাস্থলে একটি বিশাল বটবৃক্ষ ছিল। সেখানে একদিন হঠাৎ এক সন্ন্যাসী আসেন। পরে সেখানে আশ্রম তৈরি করেন সন্ন্যাসীরা। একপর্যায়ে স্থানটি পুণ্যস্থানে পরিণত হয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে। এরপর থেকে প্রতিবছর মাঘের শেষ বুধবার ওই স্থানে সন্ন্যাসী পূজার আয়োজন করেন তারা। কালের আবর্তনে স্থানটিতে লোকজনের উপস্থিতি বাড়তেই থাকে। এতো লোকের সমাগম হওয়ায় বসতে থাকে নানা রকম শৌখিন ও প্রয়োজনীয় পণ্যের পসরা। এভাবে শুরু হয় পোড়াদহ মেলা।

দিন দিন ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধর্মের মানুষের মেলবন্ধনে পরিণত হয় এ মেলা। মেলাটি একদিনের। তবে উৎসবের আমেজ থাকে সপ্তাহব্যাপী। নতুন জামাই-বউ ও স্বজনরা মিলে এ উৎসব করেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেলায় গিয়ে দেখা যায়, রীতি অনুযায়ী শ্বশুরবাড়িতে সবচেয়ে বড় মাছ কিনে নিয়ে যেতে চলছে জামাইদের নীরব প্রতিযোগিতা। এলাকার জামাই ছাড়াও আশপাশের ২৭ গ্রামের আত্মীয়-স্বজনে ভরে উঠেছে বাড়িগুলো। কেবল এলাকার মানুষ নয়, দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরাও আসেন ঐতিহ্যবাহী মেলাটির অভিজ্ঞতা নিতে। মাছের পাশাপাশি বিশাল আকার মিষ্টি আর নাগরদোলার ঘূর্ণিতে সময়টা উপভোগ করছেন সবাই।

একহাতে মিষ্টি ও আরেক হাতে মাছসহ মেলা চত্বরে দেখা হয় কাহালু উপজেলার বাসিন্দা আজাহার আলীর সঙ্গে। পাঁচ কেজি ওজনের সিলভার কার্প মাছ কিনেছেন দুই হাজার টাকায়। তিনি বলেন, ‘গ্রামের বন্ধুরা মিলে মেলায় ঘুরতে এসেছিলাম। মেলার মূল আকর্ষণ মাছ আর মিষ্টি নিয়ে বাড়ি ফিরছি।’

এবারের পোড়াদহ মেলায় পুকুর-নদী-বিলের তাজা রুই, কাতলা, বিগহেড কার্প, ব্লাডকার্প, বোয়াল, আইড়, পাঙাশ ছাড়াও উঠেছে বিভিন্ন সামুদ্রিক হিমায়িত মাছ। স্বাভাবিকের চেয়ে বড় আকারের এ মাছগুলো সচরাচর বাজারে দেখা যায় না। মেলা উপলক্ষে এসব মাছ বছরের পর বছর যত্ন সহকারে বড় করেন মাছচাষিরা। আয়োজক কমিটি বলছে, মেলায় প্রায় পাঁচ কোটি টাকার মাছ বেচাকেনা হবে।

তবে বাঘাইড় বিলুপ্তপ্রায় মাছ হিসেবে সরকারি নিষেধাজ্ঞায় থাকায় মেলায় বেচাকেনা হয়নি। এতে মেলার মূল আকর্ষণ কিছুটা ব্যাহত হয়েছে। মেলায় এবার সবচেয়ে বড় মাছ ৪০ কেজি ওজনের গোলপাতা বা পাখি মাছ। টাঙ্গাইল জেলার বাসিন্দা ও সামুদ্রিক মাছের ব্যবসায়ী শরিফ তালুকদার মাছটি বিক্রির জন্য কক্সবাজার থেকে এনেছেন। প্রতিকেজি ১৫০০ টাকা দরে মাছটির দাম ৬০ হাজার টাকা দাবি করছেন এ ব্যবসায়ী। সামুদ্রিক এ মাছকে ঘিরে আশপাশে বেশ জটলা পাকিয়েছেন দর্শনার্থীরা। তাদের একজন রাজিব সেলিম বলেন, বহুবার নাম শুনলেও নিজ চোখে সামনে থেকে কখনো এ মাছ দেখিনি। এজন্য খুবই ভালো লাগছে।

মাছের পরেই পোড়াদহ মেলায় মূল আকর্ষণ মাছ আকৃতির মিষ্টি। প্রতিবছরের মতো এবারও মিষ্টান্নের দোকানগুলোতে মাছ আকৃতির মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, জিলাপি, নিমকি, তিলের নাড়ু, খই, শুকনা মিষ্টি বিক্রি হচ্ছে।

সবচেয়ে বড় ১২ কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টি বানিয়েছেন আল-আমিন নামের এক যুবক। প্রতি কেজি ৫০০ টাকা দরে ছয় হাজার টাকায় তিনি এ মিষ্টি বিক্রি করবেন বলে জানান।

মেলায় বাহারি কসমেটিকস, খেলনা, উপহারসামগ্রী ও নারীদের নানারকম প্রসাধনী সামগ্রীর দোকান ছিল চোখে পড়ার মতো। তবে মেলা প্রাঙ্গণে বিনোদনের নামে পুতুল নাচের প্যান্ডেলে অশালীন কার্যক্রম আর জুয়ার আসর বসায় পরিবারসহ আসা দর্শনার্থীরা পড়ছেন বিব্রত পরিস্থিতিতে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মেলা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। গ্রামীণ এই ঐতিহ্য টিকিয়ে রাখতে আগামীতেও প্রশাসন সহযোগিতা দিয়ে যাবে।।

শিবগঞ্জে এসএসসি পরিক্ষার্থী শিহাব হাসান সৈকতের মৃত্যুবগুড়ার শিবগঞ্জে উপজেলার রায়নগর ইউনিয়নের কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের ...
12/02/2024

শিবগঞ্জে এসএসসি পরিক্ষার্থী শিহাব হাসান সৈকতের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে উপজেলার রায়নগর ইউনিয়নের কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের সেলিম এর পুত্র শিহাব হাসান সৈকত (১৬)নামের এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু।

জানা যায়,গত (শনিবার ১০ ফেব্রুয়ারী) স্কুলের বিদায় অনুষ্ঠান শেষ করে বাসা ফিরে। পরের দিন রবিবার সকালে বমন করায় শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে। প্রাথমিক চিকিৎসার জন্য মহাস্থান মোগল ডাক্তার কাছে নেওয়া হয়। অতিরিক্ত বমন করায় বেশি অসুস্থ হলে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ সকাল ১১টায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান যায়।

শবে বরাত ২৫ ফেব্রুয়ারিরোববার সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণন...
11/02/2024

শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

রোববার সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ২৬ ফেব্রুয়ারি (সোমবার)। শবে বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। শাবান মাস শেষেই মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. রুহুল আমিন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মোহাম্মদ আবুল কাসেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতারবগুড়া প্রতিনিধিঃবগুড়ায় র‌্যাবের অভিযানে ৯ম শ্রেণীতে পড়ুয়া স...
08/02/2024

বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় র‌্যাবের অভিযানে ৯ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মোঃ রায়হান আলী (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার শাজাহানপুর উপজেলার নাড়িয়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ রায়হান আলী (৪০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।

র‌্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয় র‌্যাব। অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি রায়হান আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৪ ডিসেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলার নারচী এলাকায় ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী স্কুলে যাচ্ছিল। পথে জোরপূর্বক ওই স্কুল ছাত্রীকে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় রায়হান। এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে চলতি বছরের ২১ জানুয়ারি বগুড়ার শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে রায়হানকে গ্রেফতার করে র‌্যাব।

প্রতিটি শিক্ষার্থীকে নির্মোহ মানুষ হয়ে গড়ে উঠতে হবে : এসপি সুদীপবৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্...
08/02/2024

প্রতিটি শিক্ষার্থীকে নির্মোহ মানুষ হয়ে গড়ে উঠতে হবে : এসপি সুদীপ

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অত্র প্রতিষ্ঠান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নির্মোহ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। নির্মোহ মানুষের সমাজের ও দেশের জন্য নিজেকে আত্মনিয়োগ করে কল্যাণ বয়ে আনে। স্মার্ট বাংলাদেশে তোমাদের সুনাগরিক হয়ে উঠতে হবে। আমরা সবাই সুখ্যাতির জন্য সময়ের পিছনে ছুটি। কিন্তু তোমরা সময়কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে সমাজে তোমাদের ভালো কর্মগুলো চলমান রাখবে। শুধুমাত্র নিজেকে গড্ডলিকা প্রবাহে মিলিত করব না, আমরা নিজেদের সঠিক শিক্ষা নিয়ে জীবনের লক্ষ্য ঠিক করবো। নিজের জীবনের লক্ষ্য স্থির করতে পারলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। ভালো রেজাল্ট একটি অর্জন, কিন্তু জীবনে যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, আর তা হলো দেশপ্রেম। সকলের মাঝে দেশপ্রেম থাকতে হবে। যে জাতি নিজের জাতিস্বত্তাকে সম্মান করে না, সে জাতি কখনও উন্নতি করতে পারে না। তাই নিজেদের জাতিকে সামনে এগিয়ে নিতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে আজ যারা বিদায় নিবে। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র, সে জাতির চালিকা শক্তির ভূমিকায় থাকবে তোমরা। আর সেজন্য আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্র্য-মুক্ত সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশক উন্নত দেশে রুপান্তর করবেন তোমাদের মাধ্যমে। কারণ আগামী দিনে স্মার্ট বাংলাদেশে তোমরা হবে সোনার কারিগর।

বিদায় অনুষ্ঠানে এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের অতিরিক্ত পাঠদানে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা) আব্দুর রহমান, কলেজ শাখার ইনচার্জ জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল হামিদ, প্রাথমিক শাখার ইনচার্জ ওয়ায়েস কুরুনি মুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আনঞ্জুয়ারা খাতুন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আল আমিন। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মাহিয়া আক্তার নিহা।

বগুড়ায় অপহৃত পাঁচজন নৃত্যশিল্পীকে উদ্ধার করেছে পুলিশ(৭ ফেব্রুয়ারি)  বুধবার ভোর ৫ টার দিকে বগুড়া  গাবতলী উপজেলার রামেশ্ব...
08/02/2024

বগুড়ায় অপহৃত পাঁচজন নৃত্যশিল্পীকে উদ্ধার করেছে পুলিশ

(৭ ফেব্রুয়ারি) বুধবার ভোর ৫ টার দিকে বগুড়া গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী বুড়িতলায় একটি পরিত্যক্ত গোডাউন থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার পাঁচকাতুলীর (পশ্চিমপাড়া) সাফিন মিয়া, আব্দুস ছালাম, মামুনুর রশিদ ওরফে নীরব হোসেন এবং মোন্তাসির।

যে পাঁচজন নৃত্যশিল্পীকে উদ্ধার করা হয়েছে তারা হলেন- মোস্তাকিম, তাহাজ্জত, অর্কো, সামিয়া ও জয় শেখ।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৃত্যশিল্পীদের অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়েছে। বাকি চারজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আটক ওই চারজনের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড নিতে আবেদন করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া সদরের বুজর্গধামা এলাকার মোন্তসির পেশায় একজন ফটোগ্রাফার। গত মঙ্গলবার এক বন্ধু তাকে ফোন দিয়ে গাবতলীর রামেশ্বরপুরের পাঁচকাতুলী পশ্চিমপাড়া গ্রামে একটি অনুষ্ঠানের কথা জানায়। সেইসঙ্গে একজন নারী নৃত্যশিল্পীকে অনুষ্ঠানে নেওয়ার কথা বলে। তখন মোন্তসির তার আরেক বন্ধু অর্কের সাহায্যে ঠনঠনিয়া কলোনি এলাকার নৃত্যশিল্পী সামিয়া ওরফে পপিকে অনুষ্ঠানের কথা জানালে তিনি রাজি হন।
ওইদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোস্তাকিম, তাহাজ্জত, অর্কো, সামিয়া ও জয় শেখ উপজেলার পাঁচকাতুলী পশ্চিমপাড়া গ্রামে প্রোগ্রাম করেন। তবে অনুষ্ঠানে সুষ্ঠু পরিবেশ না থাকায় তারা রাতেই বগুড়ায় ফেরার উদ্দেশে বের হন। কিন্তু পথেই তাদের সিএনজি অটোরিকশা নষ্ট হয়ে যায়। সবাই তখন পায়ে হেঁটে রওনা দেয়। রাত সাড়ে ১০টার দিকে পাঁচকাতুলী বুড়িতলা গ্রামের পাঁচকাতুলী জামে মসজিদের সামনে পৌঁছালে অস্ত্রসহ ৮-১০ জন যুবক তাদের পথরোধ করে। এরপর তাদেরকে রশি দিয়ে বেঁধে ৩টি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে ওই পরিত্যাক্ত গোডাউনে আটকে রাখা হয়। এ সময় অপহরণকারীরা ওই পাঁচ নৃত্যশিল্পীর কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তা না হলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে নির্যাতন করে।
এক পর্যায়ে অপহৃতরা তাদের আত্মীয়দের মুক্তিপণের বিষয়টি জানান। তখন মামুন শেখ নামে পপির এক আত্মীয় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানায়।

অপহৃতদের উদ্ধার করতে পুলিশ ওই রাতেই অভিযানে নামে। একপর্যায়ে ভোর ৫টার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী বুড়িতলায় একটি পরিত্যক্ত গোডাউনের বাইরে কিছু যুবকদের অবস্থান টের পেয়ে পুলিশ সেখানে গাড়ি থামায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জন পালিয়ে গেলেও বাকি ৪ অপহরণকারীকে আটক করা হয়। এ ছাড়া গোডাউনের ভেতর থেকে অপহৃত ওই পাঁচ নৃত্যশিল্পীকে উদ্ধার করে পুলিশ।

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, ওই অভিযোগ পরে মামলা হিসেবে নেওয়া হয়েছে। মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী ওই চার যুবক অন্যদের নাম জানিয়েছে। তারা হলো ওই এলাকার আরিফুল ইসলাম রাঙ্গা, হৃদয়, শাহেদ ও আপেল। তাদের মধ্যে আরিফুল ও রাঙ্গা সব টাকা নিয়ে পালিয়ে যায়।

বগুড়ায় সম্পত্তির লোভ দেখিয়ে ধর্ষণ; অভিযুক্ত আলমগীর গ্রেফতারর‌্যাবের অভিযানে বগুড়ায় সম্পত্তির লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে ...
08/02/2024

বগুড়ায় সম্পত্তির লোভ দেখিয়ে ধর্ষণ; অভিযুক্ত আলমগীর গ্রেফতার

র‌্যাবের অভিযানে বগুড়ায় সম্পত্তির লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার গাবতলী উপজেলার তরফসরতাজ মধ্যপাড়া এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে আলমগীর হোসেন (৪৫)।

এসকল তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) র‌্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৪ মানিকগঞ্জ একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকা আলমগীরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার গাবতলী মডেল থানায় পাঠানো হয়েছে।

এর আগে, গ্রেফতারকৃত আলমগীর হোসেন ভুক্তভোগীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার একপর্যায়ে তাকে ৪ শতক জমি লিখে দিয়ে বিয়ে করার আশ্বাস দেন। এরপর কৌশলে গত বছরের ১৩ সেপ্টেম্বর গাবতলী পৌরসভার তরফতরতাজ মধ্যপাড়ার একটি বাঁশঝাড়ে নিয়ে ভুত্তভোগীকে জোড়পূর্বক ধর্ষণ করেন। পরে ৭ অক্টোবর আলমগীর হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বগুড়ার গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আলমগীর হোসেন পলাতক ছিলেন।

পবিত্র শবে মেরাজ আজপবিত্র শবে মেরাজ আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে...
08/02/2024

পবিত্র শবে মেরাজ আজ

পবিত্র শবে মেরাজ আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগি করবেন।

লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনিকেই সচরাচর ‘শবে মেরাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়। ফার্সি শব্দ ‘শব’ অর্থ রাত। আর আরবি ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। আর তাই ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। ইসলাম ধর্মমতে, এ মহিমান্বিত রাতে মহানবি হযরত মুহাম্মদ (সা.) মহান আলাহ তা’আলার ইচ্ছায় ঊর্ধ্বাকাশে আরোহণ করে তাঁর সাক্ষাৎ লাভ করেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হযরত মুহাম্মদ (সা.) এর নবুয়তপ্রাপ্তির একাদশ বছর ৬২০ খ্রিষ্টাব্দের রজব মাসের ২৬ তারিখের দিনগত রাতে হযরত জিব্রাঈল (আ.) এর সঙ্গে পবিত্র কাবা হতে ভূমধ্যসাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের ওপর সিদরাতুল মুনতাহা হয়ে ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের সমস্ত কিছুর অপার রহস্য।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হচ্ছে ‘মেরাজ’। মেরাজ ইসলামের ইতিহাসে এমনকি পুরো নবুয়তের ইতিহাসেও এক অবিস্মরণীয় ঘটনা। কারণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী এ পরম সৌভাগ্য লাভ করতে পারেননি।

ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব হচ্ছে, এ মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মে নামাজ মুসলমানদের জন্য ফরজ হিসেবে নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।

মেরাজ রাসূলুল্লাহ (সা.) এর জীবনের অত্যতম ঘটনা। কুরআনে একাধিক স্থানে এ ঘটনার উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তা’আয়ালা বলেন–

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آَيَاتِنَا

‘‘পবিত্র তিনি যিনি তাঁর বান্দাকে রজনীযোগে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখাবার জন্য।’’ (সুরা : বনী ইসরাইল : ০১)

এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ

স্কুল থেকে শিশুকে নিয়ে পালালেন বোরকা পরা নারীলক্ষ্মীপুরের কমলনগরে একটি কিন্ডারগার্টেন থেকে মালিহা ইসলাম ওহি নামের ৯ মাস ...
08/02/2024

স্কুল থেকে শিশুকে নিয়ে পালালেন বোরকা পরা নারী

লক্ষ্মীপুরের কমলনগরে একটি কিন্ডারগার্টেন থেকে মালিহা ইসলাম ওহি নামের ৯ মাস বয়সী শিশুকে নিয়ে পালিয়ে গেছেন এক নারী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার তোবারগঞ্জ ইউনিয়নের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শিশু ওহি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামের আবুধাবী প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) ওই প্রতিষ্ঠানের প্লে গ্রুপের ছাত্রী।

পুলিশসহ সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। ওহি ও মিহিকে নিয়ে তাদের মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। মিহি যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এসময় ওহিকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখতে দেন। এরমধ্যেই অপরিচিত এক নারী এসে তাকে কোলে নেন। এদিকে মিহিকে সাজানো শেষে ওহিকে খুঁজে পাচ্ছিলেন না মরিয়ম। আশপাশে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা যায়, লাল স্কার্ফ ও কালো বোরকা পরিহিত এক নারী শিশু ওহিকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে তাকে চেনা যাচ্ছে না। কেউ তাকে চেনেন না।

ওহিকে চুরির ঘটনা নিশ্চিত করে তার নানা মো. ওসমান বলেন, ‘আমার নাতনিকে চুরি করে নিয়ে গেছে এক নারী। আমরা পুলিশকে জানিয়েছে। আমি আমার নাতনিকে ফিরে পেতে চাই।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিবিজি'র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত।।বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারী) বিকালে বগুড়া বিজনেস গ্রুপ (বিব...
02/02/2024

বিবিজি'র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত।।

বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারী) বিকালে বগুড়া বিজনেস গ্রুপ (বিবিজি)'র উদ্যোগে শিবগঞ্জ উপজেলার অর্ধশতাধিক গরীব,অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘর এলাকায় অনলাইন ভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া বিজনেস গ্রুপ (বিবিজি) ক্রীড়া সম্পাদক ও সাংবাদিক জহুরুল ইসলাম সৈকতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিজনেস গ্রুপ বিবিজি'র সভাপতি আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এমদাদ মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহ সুলতান,সামিউল ইসলাম,বাপ্পি প্রমুখ।

30/01/2024

বগুড়ার শিবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।।

27/01/2024

শনিবার (২৭ জানুয়ারী) বিকালে বগুড়ায় যুবদল নেতা কারাবন্দি মাহমুদুল হাসান পাপ্পুর খোঁজখবর নিতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

25/01/2024

বগুড়ার শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পিরব ইউনিয়নের বানিহারা গ্রামে।

বগুড়ার শিবগঞ্জে আনারুল নামের এক কৃষকে পিটিয়ে হত্যা   বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জের গুজিয়া ইউনিয়নের হুদাবালা গ্রামে বস...
24/01/2024

বগুড়ার শিবগঞ্জে আনারুল নামের এক কৃষকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের গুজিয়া ইউনিয়নের হুদাবালা গ্রামে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক আনারুল ইসলাম (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন ওই কৃষকের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। নিহত কৃষক হুদাবালা গ্রামের মৃত্যু তুফানু’র ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন চৌকিদার আবু বক্কর সিদ্দিক এর স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মাসুম এর স্ত্রী রুমা বেগম (২৪)।

নিহত কৃষকের ভাতিজি মুক্তা বেগম বলেন, আমার চাচাদের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী আখের কাজী ছেলে চৌকিদার আবু বক্কর সিদ্দিক, তার ছেলে রহিম, করিম ও মোশারফ হোসেনের ছেলে মাসুম ও আবু তালেব এবং রেজাউলগংদের সাথে বসত বাড়ির খুলিয়ানের জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত ২২ জানুয়ারি সকালে প্রতিপক্ষরা হঠাৎ করে লাঠি-শোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি বেদল করার চেষ্টা করে। উক্ত সময়ে আমার চাচাসহ চাচাতো ভাইয়েরা প্রতিপক্ষদের বাঁধা দিলে প্রতিপক্ষরা হামলা চালায়। এসময় আমার চাচা আনারুল ইসলামসহ ৩ জন আহত হয়। আহরা হলেন সাহাবুল ইসলাম, ইউসুফ আলী। পরে আমার চাচাকে মুর্মুর্ষূ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার পরামর্শ প্রদান করলে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। তিনি কান্ন জড়িত কন্ঠে জানান, তার চাচাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, নিহতর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতর লাশ মর্মে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

Address

Bogura
5810

Alerts

Be the first to know and let us send you an email when জে.এস টিভি বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জে.এস টিভি বিডি:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Bogura

Show All