BBC BOGRA

BBC BOGRA Like This Page & Join With Me,,,Thank You

10/08/2020

কি ভাবে মারা হয়েছিলো মেজর সিনহা কে,ঘটনার সময় উপস্থিত দুই জনের মুখে শুনুন,এটা কি পূর্ব পরিকল্পিত হত্যা?

সাহাবাসপুর ব্রিজ ভেঙে সিমেন্টের ট্রাক খাদে, বগুড়া থেকে সারিয়াকান্দি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।বগুড়ার গাবতলী উপজেলা বগুড়া...
18/07/2020

সাহাবাসপুর ব্রিজ ভেঙে সিমেন্টের ট্রাক খাদে, বগুড়া থেকে সারিয়াকান্দি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।

বগুড়ার গাবতলী উপজেলা বগুড়া থেকে সারিয়াকান্দি প্রধান সড়কের সাহাবাসপুর বেইলিব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। আজ শনিবার সকাল ৮ টার দিকে ৮'শ বস্তা সিমেন্ট নিয়ে বেইলি ব্রিজে পার হওয়ার সময় বিভিন্ন সিলপার্ট ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বগুড়া-সারিয়াকান্দি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এ সড়কটি ব্যবহৃত হয়ে আসছে।

30/06/2020

29/06/2020 বগুড়ার বন্যা পরিস্থিতি

বাংলাদেশে কোভিড-১৯ মহামারির কারণে একসঙ্গে তিন মাসের বিল দেয়ার ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে প্রচুর অভিযোগের প্...
30/06/2020

বাংলাদেশে কোভিড-১৯ মহামারির কারণে একসঙ্গে তিন মাসের বিল দেয়ার ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে প্রচুর অভিযোগের প্রেক্ষাপটে বিল সংশোধনে ছয়টি পদক্ষেপের কথা জানিয়েছে সরকার।

গত ২৯/০৬/২০২০ রোজ সোমবার সংসদে বকেয়া ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পদক্ষেপগুলো বিস্তারিত জানিয়েছেন।

তিনি বিবিসি বাংলাকে বলেছেন ত্রুটিপূর্ণ বিল সংশোধনের জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে। তার মানে গ্রাহকরা বিল পরিশোধে আরও অন্তত দশদিন বাড়তি সময় পাচ্ছেন।

সংশোধনে ছয়টি পদক্ষেপের মধ্যে যা থাকছে?

*কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা।

* বকেয়া মাসগুলোর আলাদা বিদ্যুৎ বিল তৈরি করা। (দরকারে আগের মাসের বিল থেকে ধারণা নেয়া যাবে)

* একসঙ্গে অধিক ইউনিটের বিল করে উচ্চ ট্যারিফ চার্জ না করা।

* ত্রুটিপূর্ণ বা অতিরিক্ত বিল দ্রুত সংশোধনের ব্যবস্থা করা।

* মে ২০২০ মাসের বিদ্যুৎ বিল মিটার দেখে প্রস্তুত করা।

* মোবাইল ফোন ভিত্তিক অর্থ লেনদেনের মাধ্যম ও অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ দেয়া।

এখনকার নিয়ম অনুযায়ী বিদ্যুতের ক্ষেত্রে যত বেশি ইউনিট ব্যবহৃত হবে, ইউনিট প্রতি মূল্যও বাড়তে থাকবে।

যেমন সর্বনিম্ন ৫০ ইউনিট ব্যবহার করলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩ টাকা ৫০ পয়সা।

৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করলে ইউনিট প্রতি দাম হবে ৯ টাকা ৩০ পয়সা। যদি ৬০০ ইউনিটের বেশি ব্যবহৃত হয় তাহলে ১০ টাকা ৭০ পয়সা।

করোনা পরীক্ষা হাসপাতালে ও বুথে ফি ২০০ টাকা, বাড়িতে ৫০০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় ফি ৩৫০০ ও ৪৫০০ টাকা। মহামারি পরিস্থিত...
30/06/2020

করোনা পরীক্ষা হাসপাতালে ও বুথে ফি ২০০ টাকা, বাড়িতে ৫০০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় ফি ৩৫০০ ও ৪৫০০ টাকা। মহামারি পরিস্থিতিতে ২০০ বা ৫০০ টাকা নিম্নমধ্যবিত্ত বা দরিদ্র মানুষের কাছে অনেক বেশি টাকা। করোনার উপসর্গ থাকলেও অনেকে এই টাকা খরচ করে পরীক্ষা করাবেন না। পরীক্ষা না করিয়ে, চিকিৎসা না নিয়ে এরা সংক্রমণের ঝুঁকি বাড়াবেন।’

করোনা শনাক্তকরণ হয় আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে। সরকার শুরু থেকে এই পরীক্ষা বিনা মূল্যে করে আসছে। বর্তমানে ঢাকা শহরে সরকারি ৫টি হাসপাতালে ও ৩০টি বুথে বিনা মূল্যে এই পরীক্ষার নমুনা সংগ্রহ হয়। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যকর্মীরা ঢাকা শহরের বাড়িতে গিয়েও নমুনা সংগ্রহ করছেন। জেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করেন। এপ্রিল মাসে সরকার চারটি বড় বেসরকারি হাসপাতালকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমতি দিয়েছিল। ফি নির্ধারণ করে সাড়ে তিন হাজার টাকা। সেই সুযোগ দরিদ্র মানুষের জন্য ছিল না। এখন ঢাকা শহরে ১৮টি, চট্টগ্রামে দুটি, ব্রাহ্মণবাড়িয়ায় একটি ও বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান নমুনা সংগ্রহ করে। এই ২২টি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে নমুনা দিলে ফি সাড়ে তিন হাজার টাকা, আর এরা বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে সাড়ে চার হাজার টাকা ফি দিতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেছেন, ‘হাসপাতালের ফি আদায়ের নিজস্ব রসিদ আছে। কিন্তু বুথ বা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহকারীদের কোনো রসিদ নেই। রসিদ ছাপার কাজ শেষ হলেই খুব শিগগির ফি আদায় শুরু হয়ে যাবে।

৩০/০৬/২০২০ ইং তারিখে বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৯০০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে জেলার সরকারি-...
30/06/2020

৩০/০৬/২০২০ ইং তারিখে বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৯০০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে জেলার সরকারি-বেসরকারি দুটি মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরি এবং ঢাকার একটি ল্যাবরেটরিতে আরও ১৩৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। জেলায় সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা এখন ৫২ জন। নতুন করে শেরপুর উপজেলায় ১৬ জন, গাবতলী উপজেলায় ১৫, সোনাতলায় ১৩, শাজাহানপুর উপজেলায় ৭, ধুনট উপজেলায় ৪, শিবগঞ্জ উপজেলায় ৩, দুপচাঁচিয়ায় ২ এবং কাহালু, সারিয়াকান্দি ও আদমদীঘি উপজেলায় ১ জন করে রয়েছেন।

28/06/2020

করোনা পরিস্থিতি ও আমাদের শিক্ষা ব্যবস্থা

আমার স্পষ্ট মনে আছে- আমাদের দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। সেই থেকেই আমরা অভিভাবকগণ উদ্বিগ্ন ছিলাম- আমাদের সন্তানদের স্কুলে যাওয়া আসা নিয়ে। আমরা অব্যাহতভাবে স্কুল কর্তৃপক্ষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে থাকি। কিন্তু উল্লেখিত উভয় কর্তৃপক্ষের "ড্যাম কেয়ার" ভাব আমাদের ভীষণভাবে ভাবনায় ফেলে দিল। আমরা বুঝতে পারছিলাম স্কুল ছুটি ঘোষণা করলে এক শ্রেণির শিক্ষকের প্রাইভেট কিংবা কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তাই সরকারের প্রতি আমাদের চাপ প্রয়োগের মাত্রা আরো জোরদার করা হলো। আমাদের এই উদ্বিগ্ন প্রশমনে ফেইসবুক তথা সোস্যাল মিডিয়া এক অনবদ্য ভুমিকা রেখেছিল।

পরিস্থিতি দিন দিন এতো জটিলতর হতে লাগলো যে, আমরা কতিপয় অভিভাবক ১৪ মার্চ থেকে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিলাম। এখানে বলে রাখা ভালো যে, আমার দুটি মেয়ে ঢাকার মোটামুটি উল্লেখযোগ্য একটি পাবলিক স্কুলে পড়ে। যে স্কুলের মর্নিং লিফটে একটি ক্যাম্পাসে প্রায় দশ হাজার ছাত্রী অধ্যয়নরত। সেখানে আমার বড় মেয়ে দশম শ্রেণী এবং ছোট মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। সুতরাং আমার উদ্বেগের কারণ নিশ্চয়ই সকলের কাছে বোধগম্য হওয়ার কথা।

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার ১৭ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন। আমরা অভিভাবকগণ হাফ ছেড়ে যেনো বেচে গেলাম। এর সপ্তাহ খানেক পর সাড়া দেশের সরকারি- বেসরকারি অফিস আদালতও সাধারণ ছুটি ঘোষণা করেন।

এইভাবে কিছু দিন কাটতে না কাটতেই স্কুলের কিছু কিছু শিক্ষক ফোনে নক করা শুরু করলেন এবং অভিনব এক প্রস্তাব দিতে শুরু করলেন। প্রস্তাবটি হলো - অনলাইনের মাধ্যমে তারা ক্লাস নিতে চান। কারণ তারা চান না যে, স্কুল বন্ধ থাকার কারণে তাদের ছাত্রছাত্রীদের ক্ষতি হয়ে যাক। তাদের এই প্রস্তাব আমার কাছে হাস্যকর বলে মনে হলো। আমি কিছুতেই পাত্তা দিতে চাইছিলাম না। এরপর তারা আমাদের কাউন্সিলিং এর কৌশল হিসাবে বললেন - "বোর্ডের পরীক্ষাসমুহ সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।"

এই কথা শোনার পরে আবেগের বশবর্তী হয়ে তাদের "পাতা ফাদে" পা দিতেই হলো!! কিছুদিন পড়ানোর শুরু হলো- এস.এম.এস-এর মাধ্যমে বিকাশ নম্বর পাঠানো। এই প্যানডেমিক সিচুয়েশনে কিছুটা বিরক্তবোধ করতে লাগলাম। একে একে যোগাযোগ করতে লাগলাম- অনলাইন টিউশন ফি বাবদ কি পুরো টিউশন দিতে হবে, নাকি কিছু কম দেয়া যাবে। এর প্রতি উত্তরে প্রত্যেকের একই জবাব- সবাই পুরো পেমেন্ট ই দিচ্ছে!! এর উপর তো আর কোনো বার্গেনিং চলতে পারে না। এখানে বলে রাখা ভালো যে, এইসব দেন দরবার বাচ্চাদের অগোচরে করতে হয়েছে। যাতে করে তারা তাদের শিক্ষকের কাছে হীনমন্যতায় না ভোগে!!

এখন এভাবেই বেশ চলে যাচ্ছে। অনলাইনের ক্লাস আর পেমেন্টও প্রদান করছি - অনলাইনে, বিকাশের মাধ্যমে।

কিন্তু ইদানীং বিভিন্ন গণমাধ্যমের বদৌলতে জানতে পারছি যে, সরকার চলতি শিক্ষাবর্ষ আগামী বছরের মার্চ পর্যন্ত পিছিয়ে দিতে পারেন!!! হায় হায়, তাহলে আমাদেরকে যে বলা হয়েছিল যে, সঠিক সময়ে শিক্ষা বোর্ডের পরীক্ষাসমুহ অনুষ্ঠিত হবে!!! সেটা কি তাহলে শুধুমাত্র বানিজ্য হাসিলের উদ্দেশ্যেই বলা হয়েছিল???

এখন তো মনে হয়- আগামী মার্চের আগে আমরা অভিভাবকরা এই প্রাইভেট আর কোচিং বাণিজ্য থেকে রেহাই পাচ্ছি না!!

বর্তমান সৃজনশীল শিক্ষা ব্যবস্থা আমাদের অভিভাবকদের চুষে খাওয়ার একটা কুট-কৌশল ছাড়া আর কিছুই নয়। এই শিক্ষা ব্যবস্থা আমাদের কখনোই কাম্য ছিল না। এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র শিক্ষা সংশ্লিষ্ট হোমড়াচোমরাদের টু-পাইস এক্সট্রা ইনকামের একটা নিরাপদ রাস্তা ছাড়া আর কিছুই নয়!!

আমি আগামী প্রজন্মের স্বার্থে এই সৃজনশীল পদ্ধতির বিলুপ্তি চাই এবং অনতি বিলম্বে নাহিদ পূর্ববর্তী শিক্ষা ব্যবস্থা পূর্নবহাল করার জোর দাবি জানাচ্ছি।

ফয়সল খালিদ আশরাফী
উত্তরা, ঢাকা
২৮.০৬.২০২০

গত ১৫ বছরে বগুড়া সারিয়াকান্দি পাইকপাড়া গ্রামের যে উন্নয়ন হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে আগামীতে স্পিড বোড মার্কায় ভোট দিন।
27/06/2020

গত ১৫ বছরে বগুড়া সারিয়াকান্দি পাইকপাড়া গ্রামের যে উন্নয়ন হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে আগামীতে স্পিড বোড মার্কায় ভোট দিন।

26/06/2020

বগুড়া সদর উপজেলার পরেই ২য় স্থান দখল করে নিলো সারিয়াকান্দি উপজেলা।

মোটিভ--করোনা

পৃথিবীর কয়েকটা দেশের ধর্ষনের শাস্তি.!!১! আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড!২! রাশিয়া...
19/06/2020

পৃথিবীর কয়েকটা দেশের ধর্ষনের শাস্তি.!!

১! আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড!
২! রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড!
৩! চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড!
৪! পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড!
৫! মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া!
৬! সৌদি আরব: শুক্রবার জুম্মা শেষে জনসম্মক্ষে শিরচ্ছেদ!
৭! দক্ষিন আফ্রিকা: ২০ বছরের কারাদন্ড!
৮! মঙ্গোলিয়া: ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদন্ড দিয়ে প্রতিশোধ পুরণ!
৯! নেদারল্যান্ড: ভিন্ন ভিন্ন সাজা ।
১০! আফগানিস্তান: ৪ দিনের ভিতর গুলি করে হত্যা!
১১! মালয়শিয়া: মৃত্যুদন্ড!
-ঃবাংলাদেশে:
-: প্রতিবাদ-
-: ধর্না-
-: তদন্ত-
-: কয়েকসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
-: সমঝোতার চেষ্টা-
-: ঘুষ দেওয়া-
-: প্রভাবশালীদের লোক-
-: ধমক-চমক-
-: মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা-
-: বোরকা পরে ছিলো কি না-
-: সংবাদমাধ্যমে আলোচনার আসর-
-: রাজনীতি করন-
-: জাতি নির্ধারণ-
-: জামিন-
-ফের ধর্ষন-
-:মেয়েটির আত্মহত্যা-

-:বাংলাদেশে ৪/৫ টাকে প্রকাশ্যে মৃত্যুডন্ড
দিলে ধর্ষণ তো দুরের কথা, কোন মেয়ের দিকে
বাঁকা চোখে তাকানোর সাহসও থাকবেনা,
কেন নরপিচাশ ধর্ষণকারীর..!!

13/06/2020

তাং-১৩/০৬/২০২০
বগুড়ায় আজ ৫১ জন করোনা রোগী শনাক্ত।

তাং- ১২/০৬/২০২০বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩,৪৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত...
12/06/2020

তাং- ১২/০৬/২০২০
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩,৪৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ সময়ের মধ্যে বাংলাদেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন।

সারিয়াকান্দির ২ এস আই সহ চার পুলিশ প্রত্যাহারপুলিশ জনগণের বন্ধু' কথাটি বাস্তবে প্রমাণ করতে, পুলিশের সুনাম অক্ষুন্ন রাখতে...
12/06/2020

সারিয়াকান্দির ২ এস আই সহ চার পুলিশ প্রত্যাহার

পুলিশ জনগণের বন্ধু' কথাটি বাস্তবে প্রমাণ করতে, পুলিশের সুনাম অক্ষুন্ন রাখতে নিরলসভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা।
বাংলাদেশ পুলিশের অতীতের যে বদনাম আছে তা মুছে ফেলার জন্য বর্তমান কিছু অফিসার ডিপার্টমেন্টকে সুন্দর ভাবে সাজানোর জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অন্য সবাইকে আহ্বান জানাচ্ছে, সবাই যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে। বগুড়ার সারিয়াকান্দিতে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটিয়েছেন।
বগুড়ায় চাকুসহ একজনকে ধরে টাকা নিয়ে ছেড়ে দেয়ার ঘটনায় সারিয়াকান্দি থানার দুই এস আই সহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও কনস্টেবল জাহিদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর ৩ টায় সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার সীমানা সংলগ্ন জোড়গাছা ইউনিয়নের গনসার পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাাচ্ছিল মোস্তাফিজুর রহমানের ছেলে চৈতা মিয়া (২৫)। এ সময় পুলিশ চৈতার গতিরোধ করে। এর পর দেহ তল্লাশী করে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে এ ঘটনায় তাদের পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে সারিয়াাকান্দি সার্কেলের এ.এসপি সাবিনা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে গতকাল রাত পৌনে ৯ টার দিকে তিনি তাদের বগুড়া পুলিশ লাইন্সে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকুসহ এক যুবককে ধরে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সূত্রঃ করতোয়া

Address

Bogura
5830

Website

Alerts

Be the first to know and let us send you an email when BBC BOGRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like