10MS EDU

10MS EDU 10 MS edu will Help you about education and skill development.

It's the higher education and skill development services of the Bangladesh. 10MS EDU will give you support students through a range of high-quality services across the entire student lifecycle, including learning design communication and development capability, learning analytics and award-winning virtual reality simulations.

11/05/2023

একাডেমিক বছরের শুরু থেকেই পরিমিত পড়াশুনার মাধ্যমে ১০০ তে ১০০ প্রস্তুতি নিতে চাও? তাহলে আজই ভর্তি হয়ে যাও ‘৮ম শ্রেণি - অনলাইন ব্যাচ ২০২৩’ কোর্সে!
- দেশসেরা মেন্টররা নিবেন প্রতি সপ্তাহে 6 টি লাইভ ক্লাস
- সব কনফিউশনের ক্লিয়ার করে ক্লাসের পড়া বুঝে নেওয়া যাবে ক্লাসেই
- থাকবে সাপ্তাহিক পরীক্ষা ও রিপোর্ট কার্ড
পূর্ণাঙ্গ প্রস্তুতির শুরু হোক ‘৮ম শ্রেণি - অনলাইন ব্যাচ ২০২৩’ কোর্সের সাথে!
- কোর্সটি এখন কিনলে পূর্বে যা ক্লাস হয়েছে তা আপনি রেকর্ডেড পেয়ে যাবেন।
-যেদিন থেকে করছি কিনবেন সেদিন থেকেই আপনি ক্লাস শুরু করতে পারবেন।
_প্রতিদিন নির্দিষ্ট সময়ে ক্লাস হবে এবং ক্লাস রুটিন দিয়ে দেওয়া হবে।
_ক্লাস চলাকালীন আপনি যা পাবেন
সরাসরি লাইভ ক্লাস, পল কুইজ, শিক্ষকের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং কোন প্রশ্ন থাকলে তা সলভ করে নিতে পারবেন।
- ক্লাসের পরে যা থাকছে:-
প্রতিদিনের বাড়ির কাজ, লিডার বোর্ড, সাপ্তাহিক পরীক্ষা এবং রিপোর্ট কার্ড অভিভাবকের ফোনে চলে যাবে।
ক্লাস শেষে অতিরিক্ত ৩০ মিনিট থাকবে প্রবলেম সলভ করার জন্য।
এরকম আরো দারুন ফিচার নিয়ে আমাদের অনলাইন ব্যাচ সাজানো হয়েছে।
তাই আর দেরি কিসের আজই ভর্তি হয়ে যান অনলাইন ব্যাচে।

ভর্তি হওয়ার লিংক:-
https://10ms.io/3y1frO

ঈদের দিনের কিছু সুন্নতঈদের দিনের কিছু সুন্নতঈদ মুসলিম উম্মাহর জাতীয় উৎসব দিবস এবং ইসলামের একটি ধর্মীয় দিবস। ধর্মীয় দৃষ্ট...
21/04/2023

ঈদের দিনের কিছু সুন্নত

ঈদের দিনের কিছু সুন্নত
ঈদ মুসলিম উম্মাহর জাতীয় উৎসব দিবস এবং ইসলামের একটি ধর্মীয় দিবস। ধর্মীয় দৃষ্টিতে রয়েছে এর বিশেষ মর্যাদা ও গুরুত্ব।

ধর্মীয় গাম্ভীর্যতায় ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য রয়েছে এ দিবসের বিশেষ কিছু সুন্নত।
অন্যদিনের চেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা এ দিনের বিশেষ সুন্নত।

দেহের অবাঞ্চিত পশম পরিষ্কার করে, দাঁত মেসওয়াক করে, ভালোভাবে গোসল করা এ দিনের প্রস্তুতির বিশেষ অংশ।
সাধ্যের মধ্যে উত্তম পোশাক পরিধান এ দিনের অন্যতম সুন্নত।

তবে পোশাক নতুন হওয়ার ব্যাপারে শরিয়তের কোনো বাধ্যবাধকতা নেই। নতুন-পুরাতন যেকোনো ধরণের পোশাক হলেই চলবে। তবে উত্তম হওয়াটা কাম্য। উত্তম পোশাক বলতে প্রথমেই বুঝাবে এমন ধরণের পোশাক যা মহানবী (সা.)-এর পোশাকের মতো হবে। যে পোশাকের ডিজাইন মহানবী (সা.)-এর পোশাকের ডিজাইন থেকে যত দূরে হবে সে পোশাক ততো বেশি অনুত্তম পোশাক বলে বিবেচিত হবে।
হজরত রাসূলুল্লাহ (সা.)-এর পোশাক কেমন ছিল, সে বর্ণনা হাদিস গ্রন্থসমূহের পোশাক অধ্যায়ে বর্ণিত হয়েছে। বিশেষভাবে মনে রাখতে হবে, টুপি ও পাগড়ি দিয়ে মাথা ঢেকে রাখা নবী করিম (সা.) ও তার প্রিয় সাহাবিদের পোশাকের অবিচ্ছেদ্য সুন্নত। বিনা ওজরে ঈদের দিন টুপির প্রতি অবহেলা ও শিথিলতা প্রদর্শন করে খালি মাথায় ঈদগাহে যাওয়ার দ্বারা নিছক সুন্নতের প্রতি অনাগ্রহই প্রকাশ পায় না, বরং সেই সঙ্গে সমাজ, সময় ও পরিবেশের ব্যাপারে অসচেতনতাও বিকটভাবে প্রকাশ পায়।

পোশাকের সুন্নতি ডিজাইন সঠিক থাকা সাপেক্ষে পোশাকের গুণগত মান উত্তম হওয়াটাও পোশাক উত্তম হওয়ার অংশ। তাই আল্লাহতায়ালা যাদের সামর্থ্য দিয়েছেন তারা তাদের সামর্থ্য অনুপাতে ভালো মানের পোশাক পরে ঈদগাহে যাবেন এটাই স্বাভাবিক। এর দ্বারা আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ পাবে।
সুবাস ব্যবহার করাও ঈদের সুন্নত।

ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া নবীজীর (সা.) সুন্নত। সংগ্রহে খেজুর না থাকলে যেকোনো মিষ্টান্ন দ্রব্যই খাওয়া যেতে পারে। তাও সংগ্রহে না থাকলে যেকোনো ধরণের খাবার গ্রহণ করা যেতে পারে।
তবে যাদের খেজুর খরিদ করার সামর্থ্য আছে, তাদের উচিৎ নবী করিম (সা.)-এর সুন্নত পালনের প্রস্তুতি হিসেবে ঈদের দিনের জন্য আগেই খেজুর খরিদ করে রাখা। যেন এ সুন্নতের ওপর আমল করা সম্ভব হয়।

ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, এক পথ দিয়ে ঈদগাহে যেয়ে অন্য পথে বাড়িতে ফিরে আসা এগুলোও ঈদের সুন্নত। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় নিম্নস্বরে এ তাকবির বলতে থাকা সুন্নত।

তাকবিরটি হলো-

اَلله اَكْبَر اَلله اكْبَر لَا اِلهَ اِلَّا الله اَلله اَكْبَر اَلله اَكْبَر وَلِلهِ الْحَمْد

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
সকাল সকাল ঈদগাহে যেয়ে নামাজান্তে ইমামের খুৎবা মনোযোগের সঙ্গে শোনাও সুন্নত। ফেতরা আদায় না করে থাকলে ঈদের নামাজের আগেই ফেতরা দিয়ে শেষ করতে হয়।

মনে রাখতে হবে, এ দিনটি আসমানের মালিকের পক্ষ থেকে ঘোষিত বিশেষ উৎসবের দিন। তাই এ দিনে মুখ গোমরা করে না রেখে, হাসিমুখে থাকতে হয়।

শরিয়ত অনুমোদিত উৎসবমুখর যেকোনো অনুষ্ঠানের আয়োজন করে উৎসবের আমেজ সবার ভেতর ছড়িয়ে দেওয়ারও সুযোগ শরিয়তে রয়েছে। উৎসব উপভোগ করার জন্য নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের দাওয়াত করা এগুলোও মুসলমানদের আবহমান কালের ঈদ সংস্কৃতির অংশ ও মুসলিম ঐতিহ্য।

https://10ms.io/ByWhvaঘরে বসে Spoken English Course এ ভর্তি হওয়ার লিংক👉ইংরেজির ভয়, এবার জয় হবে খুব সহজেই। এখন ঘরে বসেই স...
05/04/2023

https://10ms.io/ByWhva
ঘরে বসে Spoken English Course এ ভর্তি হওয়ার লিংক👉

ইংরেজির ভয়, এবার জয় হবে খুব সহজেই। এখন ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে স্পোকেন ইংলিশ শিখুন টেন মিনিট স্কুলের 'ঘরে বসে Spoken English' কোর্সের সাহায্যে। 🔥

কোর্সটি কিনতে এখনই চলে যান উপরে 👆 দেওয়া লিংকে আর ঘরে বসেই হয়ে উঠুন স্পোকেন ইংলিশে প্রো। 💯

05/04/2023

আপনি কি চান সহজ এবং সাবলীল ভাবে কোরআন তেলাওয়াত করতে?
আপনি কি চান আপনার কল তিলাওয়াত অতীব সুন্দর এবং মধুময় হোক?
আপনি কি চান আপনার কোন তিলওয়াত সহীহ এবং শুদ্ধ হোক?
আল্লাহ তা'আলা কুরআনকে কতটা সহজ করে দিয়েছেন বুঝার জন্য সে আপনার আল্লাহতালা কুরআনে বলেছেন:-

"আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব কোন চিন্তাশীল আছে কি?" (সূরা আল ক্বামার, আয়াত - ১৭)। মহান আল্লাহ তাআলার যে পবিত্র গ্রন্থ বা সংবিধান আমাদের কাছে আছে তা বোঝার, মনে রাখার এবং শিক্ষা গ্রহণের জন্য তিনি তা সহজ করে দিয়েছেন এবং তিনি মানবজাতির প্রতি প্রশ্ন রেখেছেন কোরআন থেকে উপদেশ গ্রহণ এবং তা হৃদয়ে ধারণের জন্য কে কে প্রস্তুত?

ছোট কিংবা বড় - আমরা যে বয়সেরই হয়ে থাকি না কেন সহীহভাবে কোরআন শেখা টা একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্য কর্তব্য। আর তাই আপনার কোরআন শিক্ষাকে আরও সহজ এবং সাবলীল করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্স।
কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে পোস্টটি কিনে ফেলুন অথবা whatsapp করুন।

27/03/2023

আমরা অনেকেই মনে করে থাকি কোরআন শেখা অনেক কঠিন এবং সময়সাপেক্ষ; যার ফলে আমাদের ভেতরে কাজ করে খানিকটা ভয় এবং সংশয়। কিন্তু আমরা কি জানি, বাংলা ভাষার মাধ্যমে সহজে কোরআন শেখার অনেকগুলো পদ্ধতি রয়েছে?

ঘরে বসে অনলাইনেই মাত্র ৩০ টি ক্লাসের মাধ্যমে আপনিও অনেক সহজে কোরআন শিখতে পারবেন টেন মিনিট স্কুলের '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্স থেকে।

কোর্সটিতে আপনার জন্য থাকছে:
-ভিডিও লেকচার, কুইজ, নোট
-জটিল নিয়মের পরিবর্তে সহজে কোরআন শিক্ষা
-বাংলা ভাষা ব্যবহার করে সহজে আরবি শেখা
-কোরআনের সহজ ও সাবলীল ভাষায় বিবরণ
ঘরে বসেই সহীহ্ ও শুদ্ধভাবে আল-কোরআন শিখুন '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্সে 👉https://10ms.io/wyzO4T
কোর্সটি বিশেষ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
কোর্সটি সম্পর্কে জানতে whatsapp করুন
হোয়াটসঅ্যাপ:-01575-373284

21/03/2023

"আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব কোন চিন্তাশীল আছে কি?" (সূরা আল ক্বামার, আয়াত - ১৭)। মহান আল্লাহ তাআলার যে পবিত্র গ্রন্থ বা সংবিধান আমাদের কাছে আছে তা বোঝার, মনে রাখার এবং শিক্ষা গ্রহণের জন্য তিনি তা সহজ করে দিয়েছেন এবং তিনি মানবজাতির প্রতি প্রশ্ন রেখেছেন কোরআন থেকে উপদেশ গ্রহণ এবং তা হৃদয়ে ধারণের জন্য কে কে প্রস্তুত?

ছোট কিংবা বড় - আমরা যে বয়সেরই হয়ে থাকি না কেন সহীহভাবে কোরআন শেখা টা একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্য কর্তব্য। আর তাই আপনার কোরআন শিক্ষাকে আরও সহজ এবং সাবলীল করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে '২৪ ঘন্টায় কোরআন শিখি' কোর্স।

👉আপনি কি এখনো কোরআন শিখে উঠতে পারেননি?
👉 বয়স হয়ে গিয়েছে কিন্তু কুরআন শিখতে সংকোচবোধ করছেন অথবা কাউকে বলতে লজ্জা পাচ্ছেন?
👉কুরআন শিখতে আপনি অনেক আগ্রহী কিন্তু কিভাবে শিখবেন কোথায় থেকে শিখবেন তা বুঝতে পারছেন না?
👉 সময় চলে গেছে জীবনের বয়স পেরিয়ে গিয়েছে এখনো কুরআন শিখতে পারেননি?
এইরকম প্রশ্ন যদি আপনার মনে হয়ে থাকে, তাহলে লজ্জাবোধকে দূর করে আজই টেন মিনিট স্কুলের চব্বিশ ঘন্টায় কুরআন শিক্ষা কোর্সটি কিনে ফেলুন।
কোর্সটি আপনাকে যেভাবে সহায়তা করবে:
-দ্রুত সময়ে সহজভাবে কোরআন শিখতে সাহায্য করবে
-আরবি হরফ মুখস্থ না করে বৈশিষ্ট্যের মাধ্যমে শেখাবে
-সহজ ও সাবলীল ভাষায় কোরআনের ব্যাখ্যা শেখাবে
-কোরআন শিক্ষাজনিত ভয় দূর করবে

কমেন্ট বক্সে লিংকটিতে ক্লিক করে আজই কোর্সটি কিনে ফেলুন।

20/03/2023

প্রতি বছর প্রায় ৫ লক্ষ বাংলাদেশী কাজের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। আর এই সংখ্যাটা ক্রমেই বাড়ছে।

👉শুধুমাত্র আরবি ভাষা না জানার কারনে আপনি আপনার কাঙ্ক্ষিত সুযোগটি হাতছাড়া করছেন না তো?

👉খুবই সহজে শিখুন আরবি ভাষা দেশ সেরা মেন্টরে কাছ থেকে, আর আপনার কর্মক্ষেত্রে এক ধাপ এগিয়ে যান।

👉আরবি ভাষা শিখে নিজেকে আরও দক্ষ করে তুলুন

এই কোর্সটি পরিপূর্ণভাবে দেখতে এবং শিখতে নিচের দেওয়া কমেন্ট বক্সে লিংকটিতে ক্লিক করে আজই কোর্সটি কিনে ফেলুন। ‌
কোর্সটি বর্তমানে বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে।

17/03/2023

শব্দে শব্দে আরবি শিখি।
অন্য ভাষা শেখার পাশাপাশি আপনি কেন আরবি ভাষা শিখবেন?
👉 আরবি সর্ব উত্তম ভাষা।
👉 আরবি কোরআনের ভাষা।
👉 আরবি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা।
👉 কুরআনকে ভালোভাবে বুঝে পড়তে গেলে আরবি ভাষার প্রয়োজন।
👉 হজে গেলে আরবি ভাষা জানা থাকলে হজের নিয়ম কানুন পালন করতে
সুবিধা হয়।
👉 ইসলামিক গবেষণায় আরবি ভাষা শিখা ছাড়া অসম্ভব।
👉 পরিপূর্ণভাবে ইসলামকে বুঝতে আরবি ভাষা জানা খুব জরুরী।

আরবি ভাষা শিখে নিজেকে দক্ষ করে তুলুন এবং কুরআনকে সঠিকভাবে বুঝে পড়ার চেষ্টা করুন তদ্রূপভাবে আমল করার চেষ্টা করুন।
তাই আরবি ভাষা পরিপূর্ণভাবে এবং স্বল্প দিনের শিখতে নিচের দেওয়ার লিংকটিতে ক্লিক করে আজই কোর্সটি কিনে ফেলুন এবং আরবি ভাষায় নিজেকে দক্ষ করে
তুলুন

কোর্সটি অতীব স্বল্প মূল্যে এবং মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে। তাই আর দেরি না করে আজ এই কোর্সটি কিনে ফেলুন।

আর এইরকম ভিডিও পেতে এই পেজে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন।
https://www.facebook.com/10Minute.edu

11/03/2023

👉আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারে কতটুকু সতর্ক?
👉 আমরা কি জেনে বুঝে পাবলিক পোস্টে কমেন্ট করি?
👉 যে কোন বিষয়ে দেখামাত্রই না জেনে অযথাই কেন জাজ করে ফেলি?
এরকম আরো অনেক বিষয় আছে যা আমরা হর হামেশাই করে ফেলি। যা অন্যের কষ্ট এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যার পরিণতি অনেক ভয়াবহ। তাই সোশ্যাল মিডিয়া সঠিক ব্যবহার জানতে হবে। কিভাবে ব্যবহার করলে এবং কমিউনিকেশন করলে কারো কোন ক্ষতি হবে না এই বিষয় নিয়েই টেন মিনিট স্কুলে নতুন কোর্স।

👉 বর্তমান সময়ে আমাদের এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত। তাই সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার সম্পর্কে জানতে তাহসান খানের কমিউনিকেশন মাস্টারের ক্লাস কোর্সটিতে আজই ইনরোল করুন এবং শিখিয়ে নিন সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার।
https://10ms.io/5yytmM

08/12/2022

৯ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা! কখনো কী ভেবেছো দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশ সেরা শিক্ষকদের সাথে যদি নেওয়া যেত ৯ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের সর্বোচ্চ দক্ষতা? আর সাথে যদি থাকতো প্রয়োজনীয় এক্সাম হ্যাকস এবং প্রশ্ন এনালাইসিস টেকনিক শিখে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ? টেন মিনিট স্কুল নিয়ে এসেছে সেই সুযোগ- ‘৯ম শ্রেণি [SSC 2024] অনলাইন ব্যাচ - বিজ্ঞান বিভাগ’ কোর্সের সাথে!
কী স্পেশাল আছে এই কোর্সে?
-ক্লাসের পূর্ব প্রস্তুতির জন্য স্টাডি ম্যাটেরিয়াল
-প্রতি সপ্তাহে 6 টি লাইভ ক্লাস
-প্রতি ক্লাসে লেকচার শিট ও হোমওয়ার্ক
সেরা রেজাল্টের জন্য সেরা এই কোর্সে আজই এনরোল করো!
ইনরোল করতেলিংকে ক্লিক কর
https://10ms.io/rrZKFj

👉 নামাজ এমন একটি বিষয় যার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ।👉 নামাজ এমন একটি বিষয় যার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন...
30/11/2022

👉 নামাজ এমন একটি বিষয় যার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ।
👉 নামাজ এমন একটি বিষয় যার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায়।
👉 মহান আল্লাহ তা'আলা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে সর্বপ্রকার খারাপ এবং অশ্লীল কাজ হতে বিরত রাখে।
👉 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেস্তের চাবি। তিনি আরো বলেছেন তোমরা ঠিক সেভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো।
👉 যার নামাজ যত সুন্দর সে তত ভাল মুমিন।

তাই আপনার নামাজকে সুন্দর এবং সহি শুদ্ধভাবে পড়তে আজই নিচের দেওয়া লিংকটিতে ক্লিক করে অর্থসহ নামাজ শিক্ষা কোর্সটিতে যোগদান করুন।
https://10ms.io/orHR0i

বিস্তারিত জানতে নিচের দেওয়া পেজ লিংকটিতে ক্লিক করে পেজের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন।

আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ইংরেজি গ্রামার আমরা কেন শিখি? তাহলে হয়তোবা এরকম অনেকগুলো উত্তর আসবে - 'পরীক্ষায় পাসের জন্য...
28/11/2022

আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ইংরেজি গ্রামার আমরা কেন শিখি? তাহলে হয়তোবা এরকম অনেকগুলো উত্তর আসবে - 'পরীক্ষায় পাসের জন্য' কিংবা 'ভালো নম্বর পাবার জন্য' অথবা 'শিক্ষকের বকুনির হাত হাত থেকে বাঁচার জন্য'। কিন্তু অনেক সময় আমরা ভুলেই যাই, ইংরেজি একটি ভাষা এবং প্রধানত আমাদের উচিত এর ব্যবহার শেখা।
আর তাই শুধু নিয়ম মুখস্ত না করে, ইংরেজিকে বুঝে বুঝে আনন্দের সাথে শিখতে রবি টেন মিনিট স্কুল নিয়ে এলো ‘English Grammar Crash Course’। 💥

English Grammar কোর্সটি আপনাকে যেভাবে সাহায্য করবে:
⚡ Rule মুখস্থের প্রতি নির্ভরতা কমিয়ে বুঝে বুঝে Grammar শেখাবে
⚡ Real Life উদাহরণের মাধ্যমে Grammar শেখা হবে আরও মজার
⚡ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার English এর জন্য প্রস্তুত করবে।
⚡ চাকরির পরীক্ষার English Grammar এর সমস্যা সমাধান করবে।
⚡ যেসব টপিকে ভুল বেশি হয় সেগুলোতে করে তুলবে দক্ষ

তাই আর দেরি না করে আজই English Grammar করছি কিনে ফেলুন।
কোর্সটি কিনতে নিচে দেওয়ার লিংকটিতে ক্লিক করুন।
https://10ms.io/KrG9G4

25/11/2022

Address

Fulbari, Bogra
Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when 10MS EDU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share