alomgir MD TUC

alomgir MD TUC these me only

24/11/2023

Join to enjoy Friendly Cricket Match with us.

সিঙাপুর Kranji Recreation Centre (RC) তে আগামী ৩রা ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় সিঙ্গাপুর প্রবাসী -SGP Vs In This Together - একসাথে একপথে পেইজ এবং গ্রুপ এডমিনদের মধ্যে একটি জাঁকজমকপূর্ণ Friendly Cricket Match অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রবাসীদের প্রিয় ব্যক্তিত্ব Muntasir Mannan Choudhury ।

উক্ত ক্রিকেট ম্যাচটি উপভোগ করতে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।

বি:দ্র: Kranji MRT থেকে RC পর্যন্ত Free Shuttle বাসের ব্যবস্থা আছে।

13/11/2023
12/11/2023
30/10/2023
30/10/2023
18/10/2023
08/10/2023
30/09/2023

আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাই ও বন্ধুরা।

আগামী ৮ই অক্টোবর রোজ রবিবার বাংলাদেশী ক্রিকেট টুর্নামেন্ট (SG) ২০২৩ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা পেঞ্জুরু রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সেমিফাইনাল সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। এবং আমাদের মূল আকর্ষণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়।

ফাইনাল উপলক্ষ্যে দর্শকদের জন্য থাকছে লাকি ড্র। যেখানে পুরস্কার হিসেবে থাকছে:-
১ম পুরস্কার:- বিমান টিকেট (রাউন্ড ট্রিপ)
২য় পুরস্কার:- এন্ড্রয়েড ফোন।
৩য় পুরস্কার:- ব্লেন্ডার
৪র্থ পুরস্কার:- পাওয়ার ব্যাংক
৫ম পুরস্কার:- পাওয়ার ব্যাংক।

উক্ত খেলায় সকল সিঙ্গাপুর প্রবাসী ভাইদের বিশেষ নিমন্ত্রণ। আশা করি আপনি আপনার বন্ধু-সহকর্মীকে নিয়ে উক্ত খেলা উপভোগ করতে মাঠে আসবেন।
~ ধন্যবাদ

17/09/2023
14/09/2023

do you love music ? do you love singing ?
Record yourself singing any song (without instruments), inbox us your song and your recording may be published on our page!

WhatsApp +65 9094 3510/+65 9085 2660/+ 65 9172 7524

গান ভালোবাসেন?গান গাইতে ভালবাসেন? খালি কন্ঠে আপনার গাওয়া গান রেকর্ড করে আমাদের ইনবক্স করুন।
বাছাইকৃত আপনার গাওয়া গান আমাদের পেজ থেকে প্রকাশ করা হবে।

Migrants Band Singapore

09/09/2023

আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ক্রিকেটপ্রেমী বন্ধুরা। প্রবাসে আমরা যখন সারাদিন কাজ করতে করতে শারিরীক এবং মানষিকভাবে ক্লান্ত হয়ে পরি তখন আমাদের প্রয়োজন চিত্ত বিনোদনের মাধ্যমে মানষিক প্রশান্তি। আর তারই জন্য আমরা আয়োজন করেছি "" Bangladeshi Cricket Tournament in Singapore 2023 "

সার্বিক সহযোগিতায় উক্ত টুর্নামেন্টের সাথে যারা রয়েছেন,
◾Shahid Group
◾HomeTown (হোমটাউন)
◾Wondering Dervishes (ভবঘুরে দরবেশ ডাক্তার টিম)
◾Agrani Exchange House Private Limited
◾NBL Money Transfer
◾Red Bull
◾Khana Bashmoti restaurant

আমাদের নক-আউট পর্ব ও সেমিফাইনাল পর্বের খেলা আগামীকাল ১০ই সেপ্টেম্বর, রোজ রবিবার, সকাল ৯ ঘটিকায় সিঙ্গাপুর Kallang/ Levender MRT এর পার্শ্ববর্তী Kallang Riverside মাঠে শুরু করতে যাচ্ছি। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আশা করি আপনারা মাঠে এসে আমাদের আয়োজিত Friendship টুর্নামেন্টটিকে উপভোগ করবেন।

ধন্যবাদান্তে
আয়োজক কমিটি

22/07/2023

আমার জানা নেই মাছটির নাম কি, আপনারা কেউ যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।

18/07/2023

প্রজাপতি আর পাখি কেঁচামেচি শব্দ যখন বেলা ফুরিয়ে যায়।

#প্রজাপতি #পাখি #কেঁচামেচি #শব্দ #বেলা #ফুরিয়ে #যায়

17/07/2023
17/07/2023
16/07/2023

আজ আইসক্রিম দিব সমন খারাপ থাকুক আর অনেক ভালো আইসক্রিম হতে পারে সবসময়ের সঙ্গী। শিশু থেকে বুড়ো, আইসক্রিম খেতে কে না ভালোবাসে। বিশ্বের অন্যতম লোভনীয় এই খাবারটি ছেলে-বুড়ো সবারই পছন্দ।আর এমন একটি চমৎকার খাবারের জন্য রয়েছে দিবসও। প্রতি বছরের জুলাই মাসের ১৬ তারিখ উদযাপন করা হয় আইসক্রিম দিবস। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এ দিবসটি চালু করা হয়েছিল।যুক্তরাষ্ট্রের ইতিহাসে আইসক্রিমের কথা শোনা যায় ১৭৪৪ সালে গভর্নর উইলিয়াম ব্লাডেনের অতিথির মেরিল্যান্ডে লেখা একটি চিঠি থেকে। ১৭৭৭ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গেজেট পত্রিকায় আইসক্রিমের জন্য প্রথম বিজ্ঞাপন ছাপা হয়। প্রথম মার্কিন বিপ্লবের পর দেশটিতে আইসক্রিম ব্যাপক জনপ্রিয়তা পায়। তখন থেকেই বাড়িতে আইসক্রিম বানানোর মেশিন, আইসক্রিম ভ্যান, “আইসক্রিম ফ্লোটস”, “সানডেস”, “বেন অ্যান্ড জেরিস” ও “হাগেন”-এর মতো জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ডের আবির্ভাব।১৯৮৪ সালে দেশটির প্রেসিডেন্ট রোন্যাল্ড রিগান নিজের দেশের প্রায় ৯০% নাগরিকের পছন্দের এই খাবারটির জন্য একটি দিন বাছাই করেন। এরপর থেকেই এই দিনে পালন করা হয় আইসক্রিম দিবস। বলা হয়, প্রেসিডেন্টের নিজেরও আইসক্রিমের প্রতি ছিল বিশেষ আকর্ষণ।ইতিহাস বলছে, ৬১৮-৯৭ খ্রিস্টাব্দের মধ্যে চীনে প্রথম আইসক্রিম জাতীয় খাবারে প্রচলন হয়। ওই সময় মহিষের দুধ ও কর্পূর জাতীয় জিনিস দিয়ে আইসক্রিম তৈরি করা হয়েছিল। আবার আলেকজান্ডার দ্যা গ্রেট বরফ ও মধু মিশ্রিত একটি খাবার খেতে ভালোবাসতেন। সেটিকেও এই আইসক্রিমের পূর্ব পুরুষ বলে থাকেন অনেকে। তবে এরও প্রায়যুক্তরাষ্ট্রের ইতিহাসে আইসক্রিমের কথা শোনা যায় ১৭৪৪ সালে গভর্নর উইলিয়াম ব্লাডেনের অতিথির মেরিল্যান্ডে লেখা একটি চিঠি থেকে। ১৭৭৭ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গেজেট পত্রিকায় আইসক্রিমের জন্য প্রথম বিজ্ঞাপন ছাপা হয়। প্রথম মার্কিন বিপ্লবের পর দেশটিতে আইসক্রিম ব্যাপক জনপ্রিয়তা পায়। তখন থেকেই বাড়িতে আইসক্রিম বানানোর মেশিন, আইসক্রিম ভ্যান, “আইসক্রিম ফ্লোটস”, “সানডেস”, “বেন অ্যান্ড জেরিস” ও “হাগেন”-এর মতো জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ডের আবির্ভাব। ১ হাজার বছর পর ইতালিতে মার্কো পোলো একটি রেসিপি এনেছিলেন, যা এখন শরবত নামে পরিচিত।১৯৮৪ সালে দেশটির প্রেসিডেন্ট রোন্যাল্ড রিগান নিজের দেশের প্রায় ৯০% নাগরিকের পছন্দের এই খাবারটির জন্য একটি দিন বাছাই করেন। এরপর থেকেই এই দিনে পালন করা হয় আইসক্রিম দিবস। বলা হয়, প্রেসিডেন্টের নিজেরও আইসক্রিমের প্রতি ছিল বিশেষ আকর্ষণ।

Address

Singapore

Telephone

+6597165292

Website

Alerts

Be the first to know and let us send you an email when alomgir MD TUC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Singapore

Show All