Qari Tanzil Hussain

Qari Tanzil Hussain السلام عليكم ورحمه الله
💐পেজে প্রবেশ করার জন্য স্বাগতম 🌹
আমার সকল হিতাকাঙ্ক্ষীরা ফলো করে পাশে থাকুন
(4)

রাতের আধারে রঙিন বাতি 🎊🎊
01/09/2023

রাতের আধারে রঙিন বাতি 🎊🎊

31/08/2023

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ )
আলা বিজিক রিল্লাহি তাতমায়িন্নুল কুলুব।
অর্থ : জেনে রাখ, আল্লাহর স্মরণেই
মনে প্রশান্তি আসে।
(সূরা আর-রাদ ২৮ )

29/08/2023

যারা বিদেশ আসার প্রসেসিং এ আছেন কিংবা ভবিষ্যতে আসবেন,
পড়াশোনা কম করেছেন অথবা পর্যাপ্ত পরিমাণ করেছেন।
- যদি বিদেশে এসে দুঃখ কষ্ট, কান্নাকাটি করতে না চান তাহলে হাতের কাজ শিখে আসবেন।
কি শিখবেন?
যে, যেই দেশে আসবেন ওই দেশ এর জব সেক্টর নিয়ে একটু google করুন, পরিচিত বন্ধুবান্ধব অথবা আত্মীয়-স্বজনের কাছ থেকে খোঁজখবর নিন।
দক্ষ জনশক্তির দাম পৃথিবীর সব জায়গাতেই আছে । খোঁজ নিয়ে দেখুন অদক্ষ লোকজন প্রথমে বিদেশে এসে রুটিন করে কান্নাকাটি করে, দুঃখ করে, সীমাহীন কষ্ট ভোগ করে, দেশ থেকে টাকা পয়সা এনে বিদেশের মাটিতে খরচ করে। যে ভাইয়েরা ১২ থেকে ১৬ বছর কষ্ট করে লেখাপড়া করেছেন তারা চাইলে ৬ মাস কিংবা ১/২ বছর সময় দিয়ে যে কোন একটা কাজে দক্ষ হতে পারেন। সিদ্ধান্ত আপনার বিদেশ আসার আগে কষ্ট করবেন না বিদেশে এসে কষ্ট করবেন । .

🕋জুমার দিনের সুন্নাহভিত্তিক আমল ও ফজিলত।জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদি...
24/08/2023

🕋জুমার দিনের সুন্নাহভিত্তিক আমল ও ফজিলত।

জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। সৃষ্টিজগতের শুরু থেকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। মানব ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে জুমার দিন। জুম্মা নামে পবিত্র কুরআনে একটি স্বতন্ত্র সুরা আছে। সপ্তাহের বাকি ছয় দিনের তুলনায় অধিক মর্যাদাসম্পন্ন দিনটির আমলও অনেক ফজিলতপূর্ণ।

জুমার ১২টি মাসনুন আমল

হাদিসের বিশাল ভাণ্ডার থেকে পয়েন্টআকারে ১২টি মাসনুন আমল তুলে ধরা হলো।

১) গোসল করা

২) ফজরের ফরজ নামাজে সূরা সাজদা ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা।

৩) উত্তম পোশাক পরা

৪) সুগন্ধি ব্যবহার করা

৫) আগেভাগে মসজিদে যাওয়া

৬) সুরা কাহফ তেলাওয়াত করা। (বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময়ে)

৭) মসজিদে প্রবেশ করে কমপক্ষে দুই রাকাত দুখুলুল মসজিদ আদায় করা (তবে এটি শুধু জুমআর জন্য নির্দিষ্ট নয়)

৮) ইমামের কাছাকাছি গিয়ে বসা

৯) মনযোগ দিয়ে খুতবা শোনা এবং খুতবা চলাকালে কোনো কথা না বলা

১০) দুই খুতবার মাঝখানে বেশি বেশি দোয়া করা

১১) অন্য সময়েও দোয়া করা (কারণ এদিন দোয়া কবুল হয়)

১২) রাসুলুল্লাহ (স.)-এর ওপর সারাদিন যত বেশি সম্ভব দরূদ পড়া

ফজিলত

আওস ইবনে আওস আস-সাক্বাফী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি—

যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে, আগে-আগে (মসজিদে যাওয়ার জন্য) প্রস্তুত হবে, বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের কাছাকাছি বসে খুতবা শুনবে, তার (মাসজিদে যাওয়ার) প্রতিটি পদক্ষেপ সুন্নত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবৎ সিয়াম পালন ও রাতভর সলাত আদায়ের (সমান) সাওয়াব পাবে। (আবু দাউদ: ৩৪৫, মান-সহিহ)
উল্লেখিত হাদিস অনুযায়ী, কারো বাসা থেকে মসজিদের দূরত্ব যদি ১০০ কদম হয়, তাহলে এই পাঁচটা কাজ করলে সে ব্যক্তি ১০০ বছর নফল রোজা ও ১০০ বছর নফল সালাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ!

জুমআর দিন সুরা কাহফ তিলাওয়াত করলে কেয়ামতের দিন তা আলো দিবে এবং দুই জুমার মাঝের সকল গুনাহ মাফ হয়ে যাবে। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন—

“যে ব্যক্তি শুক্রবার সুরা কাহফ পাঠ করবে, তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নুর (আলো) হয়ে যাবে, যা কেয়ামতের দিন আলো দিবে এবং বিগত জুমা থেকে এ জুমা পর্যন্ত তার সকল গুনাহ মাফ হয়ে যাবে।”(আত তারগীব ওয়া তারহীব: ১/২৯৮)
অন্য হাদিসে এসেছে, “যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে, তার জন্যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলোকোজ্জ্বল হবে“(মুসতাদারেক হাকেম: ২/৩৯৯, বায়হাকী: ৩/২৪৯, ফয়জুল ক্বাদীর: ৬/১৯৮)। আবু দারদা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন—

“যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দিক থেকে দশটি আয়াত মুখস্থ করবে, সে দজ্জালের (ফিতনা) থেকে পরিত্রাণ পাবে”(সহীহ মুসলিম)। তবে, আলেমদের মতে, এটি যে কোনো সময়ের জন্য প্রযোজ্য। শুধু জুমার দিনের জন্যে নির্দিষ্ট নয়।

অন্য হাদিসের বর্ণনায়— “যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন, তা শরীরে লাগায়, এরপর জুমার সলাতে এসে অনর্থক আচরণ না করে এবং দুজনের মাঝে ফাঁক করে অগ্রসর না হয়, তার এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহমসূহ ক্ষমা করা হয়। (ইবনে মাজাহ: ১০৯৭)

নবী (স.) আরও বলেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতাগণ অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে, সে ওই ব্যক্তির মতো, যে একটি মোটাতাজা উট কুরবানি করে। এরপরে যে আসে, সে ওই ব্যক্তির মতো, যে একটি গাভী কুরবানি করে। এরপরে আগমনকারী ব্যক্তি মুরগী দানকারীর মতো। তারপরের আগমনকারী একটি ডিম দানকারীর মতো। অতঃপর ইমাম যখন বের হন, তখন ফেরেশতাগণ তাঁদের খাতা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে খুত্‌বা শ্রবণ করতে থাকেন। (বুখারি: ৯২৯)
দোয়া কবুলের বিশেষ সময়

জুমার দিন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যখন বান্দার সকল চাওয়া আল্লাহ পূরণ করেন। সময়টি নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোনো আলেমের মতে, সময়টি হচ্ছে দুই খুতবার মাঝের সময়। আর কোনো আলেম বলেন, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। আমাদের উচিত এই দুই সময়ে দোয়া করা। একইসঙ্গে দিনের যখনই সুযোগ পাওয়া যায়, তখনই দোয়া করা।

হজরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) জুমার দিনের উল্লেখ করে বলেন—

‘এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম বান্দা যদি সেই মুহূর্তে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চায়, তাহলে তিনি তাকে অবশ্যই তা দান করেন। আর তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত।’(বুখারি: ৯৩৫, মুসলিম: ৮৫২)
জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো।’ (আবু দাউদ: ১০৪৮)

যে অনর্থক কাজগুলো জুমার সওয়াবকে বরবাদ করে

👉খুতবার সময় সকল প্রকার কাজ অহেতুক কাজের অন্তর্ভুক্ত। আর অহেতুক বা অনর্থক কাজ জুমার সওয়াবকে নষ্ট করে দেয়। নিচে কয়েকটি অহেতুক কাজের উদাহরণ তুলে ধরা হলো।

👉খুতবার সময় কথা বলা
পাশের কেউ কথা বলতে থাকলে তাকে কথা বলতে নিষেধ করা
মোবাইল ফোনে কোনো কাজ করা
মসজিদের দানবাক্স চালানো
মসজিদের জন্য দান উঠানো
উপস্থিত মুসল্লিগণকে ডিঙ্গিয়ে বা দুই জনের মাঝে ফাঁকা করে সামনে অগ্রসর হওয়া
পরে থাকা একটা পাথর স্পর্শ করাও অনর্থক কাজ।
👉হজরত আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, ‘‘যে ব্যক্তি (খুতবা চলাকালীন সময়ে) কাঁকর স্পর্শ করল (অর্থাৎ বেখেয়ালে একটা পরে থাকা পাথর স্পর্শ করল), সে অনর্থক কর্ম করল।”(অর্থাৎ সে জুমআর সওয়াব বরবাদ করে দিল।) (মুসলিম)

👉পাশের সাথীকে চুপ করতে বললেও তা একটি অনর্থক কাজ। হজরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসুল (স.) বলেছেন—

👉জুমার দিন যখন তোমার পাশের মুসল্লীকে চুপ থাকো বলবে, অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তুমি একটি অনর্থক কথা বললে। (বুখারি: ৯৩৪)
উপস্থিত মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া অনর্থক কাজ। জাবির বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত—

👉জুমার দিন রাসুলুল্লাহ (স.)-এর খুতবারত অবস্থায় এক ব্যক্তি মাসজিদে প্রবেশ করলো। লোকের ঘাড় ডিঙ্গিয়ে সে সামনের দিকে যাচ্ছিল। রাসুলুল্লাহ (স.) বললেন— তুমি বসো, তুমি (অন্যকে) কষ্ট দিয়েছ এবং অনর্থক কাজ করেছ। (ইবনে মাজাহ: ১১১৫)
জুমআর দিনে মহিলাদের আমল

👉যে আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলো মূলত পুরুষদের জন্য। বাকি যে আমলগুলো রয়েছে (যেমনঃ সুরা কাহফ পড়া, দরূদ পড়া, দোয়া করা ইত্যাদি) এগুলো নারী পুরুষ সকলেই করতে পারেন। এক্ষেত্রে অনেক নারীরাই মসজিদে যাওয়ার সঙ্গে সম্পর্কিত আমলগুলোর সওয়াব না পাওয়ার ক্ষেত্রে আক্ষেপ করে থাকেন। তাদের জন্য আলেমগণের বক্তব্য হচ্ছে, আপনারা উক্ত আমলগুলোর ব্যাপারে বাড়ির মাহরাম পুরুষদেরকে সহযোগিতা করতে পারেন। তাদেরকে উক্ত আমলগুলোর ব্যাপারে উৎসাহ প্রদান করতে পারেন। এক্ষেত্রে আপনিও ইনশাআল্লাহ ওই আমলের সওয়াব পেয়ে যাবেন। কারণ কেউ কোনো ভালো কাজের দিকে অপরকে আহ্বান করলে, সেই আহ্বানকারীও উক্ত ভাল কাজের সওয়াব পেয়ে থাকেন। একই ভাবে কেউ কাউকে কোনো খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করলে, সেই খারাপ কাজের গুনাহের ভাগীদারও তাকে হতে হবে। এভাবে নারীরাও উপরের আমলগুলোর পূর্ণ সওয়াব হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মাসনুন আমলগুলোর মাধ্যমে জুমার ফজিলত হাসিল করার তাওফিক দান করুন। আমিন।🤲🤲

23/08/2023

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার
যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

23/08/2023

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
ওুদ য়ুনি আসতাজিব লাকুম।
তোমরা আমাকে ডাক,
আমি সাড়া দেব🤲

21/08/2023

মহান আল্লাহ বলেন,
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ..
(আলা বিজিক রিল্লাহি তাত্তমা ইন্নুল কুলুব)
👉জেনে রাখ,
আল্লাহর স্মরণেই মনে প্রশান্তি আসে।

(সূরা আর-রাদ ২৮)

ছবি কথা বলে।
20/08/2023

ছবি কথা বলে।

19/08/2023

বাংলাদেশি এক ভায়ের দোকান।

18/08/2023

قَالَ لَا تَخَافَ إِنَّنِيْ مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى,,
👉তোমরা ভয় করো না?
আমি তো তোমাদের সাথেই আছি।
আমি সবকিছু শুনি ও দেখি।

সূরা ত্ব-হা, আয়াত ৪৬

18/08/2023

🕋জুম্মা মোবারক 🕋
সূরা : মুল্ক
পাড়া নং : ২৯
QaQari Tanzil HussainaQari Tanzil HussainuQari Tanzil Hussain

17/08/2023

ছোট একটি দরূদ ৮০ বছরের গুনাহ ও ৮০ বছরের সওয়াব।
হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা:) বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে ৮০ বার নিম্নোক্ত দরূদটি পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং তার আমলনামায় ৮০ বছরের ইবাদত-বন্দেগীর সওয়াব লেখা হবে। দরূদটি হলঃ
اللهُمْ صَلِّ عَلى مَحْمْدِنِ النَّبِيِّ الأَمْن وَعَلَى الِهِ وَسَلَّمَ تَسْلِيمًا
“আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিইয়্যি, ওয়ালা আলি ওয়া সাল্লিম তাসলিমা”
অর্থ: হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মী নবী মুহাম্মদ (সা:) এর ওপর ও তার পরিবার পরিবর্গের ওপর।

17/08/2023

فباي الاء ربكما تكذبان.

তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

15/08/2023

وقال ربكم دعوني استجيب لكم, ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين.
আল্লাহ তাআলা বলেন :
তোমরা আমাকে ডাকো,
আমি তোমাদের ডাকে সাড়া দিবো।

যারা অহংকারে আমার ইবাদত থেকে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামায় প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে।

,,,,,,,,انا لله وانا اليه راجعون.,,,,আহ চলে গেলেন😰বন্দী জীবন পরিসমাপ্তির পর, আপনি এখন স্বাধীন 🤲🤲
14/08/2023

,,,,,,,,انا لله وانا اليه راجعون.,,,,
আহ চলে গেলেন😰
বন্দী জীবন পরিসমাপ্তির পর,
আপনি এখন স্বাধীন 🤲🤲

14/08/2023
আসসালামু আলাইকুম।
08/08/2023

আসসালামু আলাইকুম।

19/07/2023

সবি আপনার কৃপা।🤲

07/07/2023

😯😯

06/07/2023

নাতে রাসূল 😯😯

06/07/2023

সবাই ফেসবুক পেজ খুলতেছে।
আমি আর না খুলে পারলাম না। 😄😄

Address

Al Kamil

Alerts

Be the first to know and let us send you an email when Qari Tanzil Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qari Tanzil Hussain:

Videos

Share

Category

Nearby media companies


Other Al Kamil media companies

Show All