17/10/2023
কে দুর্নীতিতে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়? হাসিনা না বেগম খালেদা জিয়া।
বাংলাদেশ দুর্নীতিতে প্রথম হয় ২০০১ সালে এরপর টানা ২০০৫ সাল পর্যন্ত প্রথম হয়। এইজন্য transparency international আগের বছরের দুর্নীতির সূচক বা ফলাফল পরের বছর প্রকাশ করে।এখন দেখার বিষয় আওয়ামীলীগ ক্ষমতা ছেড়েছিল ২০০১ সালের আগস্ট মাসে আর নির্বাচন হয়েছিল ২০০১ সালের ১ অক্টোবর।এখন যদি আমরা দেখি তাহলে আওয়ামীলীগের শাসনে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।যেমন ২০০০ সালের দুর্নীতির ফলাফল প্রকাশ করা হয় ২০০১ সালে আর ২০০১ সালের ফলাফল প্রকাশ পায় ২০০২ সালে। এইজন্য কোনো দ্বিধা ছাড়াই ২০০১ এবং ২০০২ সালের দুর্নীতির দায় দুর্নীতিবাজ হাসিনা এবং তার প্রশাসনের উপর বত্যয়।
এই চিত্রে দেখবেন ২০০১ সালে স্কোর ছিল ০.৪ আর এইটা transparency international এর মতে ভয়াবহ দুর্নীতির চিত্র।এবং ২০০১ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণ করে বি এন পি দুর্নীতির সূচক কমিয়ে আনে।
আর হাসিনা যখন ক্ষমতা ছাড়ে তখন তার রেখে যাওয়া চোর ডাকাত গুলো প্রশাসনের বিভিন্ন স্তরে ছিল যেগুলোকে মোকাবেলা করে দুর্নীতিরোধ করতে হয়েছিল।
বাংলাদেশের দুর্নীতির চিত্র ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত।