Murshidabad Viral Group.

Murshidabad Viral Group. Murshidabad Official Viral Group Page ✅

01/12/2024

তৃণমূল নেতা পিটিয়ে মারলো আতাউরকে রঘুনাথগঞ্জে !!!! 😰😰😰
মুর্শিদাবাদের জঙ্গীপুরে রঘুনাথগঞ্জের মিঠিপুরের আতাবুল রহমানের( কালু সেখ) কাছ থেকে গত প্রায় ৩ বছর আগে স্থানীয় তৃণমূলের এক কর্মী( আব্দুল লতিফ) আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে ৭ ( সাত) হাজার টাকা নিয়েছিলো ; কিন্তু টাকা দেওয়ার পরও সেই আতাবুল রহমানের নাম আবাস যোজনার তালিকায় না থাকায় উক্ত আতাবুল তার ৭ হাজার টাকা উক্ত তৃণমূল কর্মীর কাছে ফিরত চাইতে গেলে আতাবুল কে পিটিয়ে মারা হয় বলেই মৃত আতাবুলের পরিবারের সদস্যদের অভিযোগ। এদিন মৃত আতাবুলের মরদেহকে কোলকাতার এন আর এস হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হলে সেখানে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এই প্রতিনিধিদল মৃতের পরিবারকে সমস্ত ধরনের আইনি এবং আনুষঙ্গিক সহযোগিতার আশ্বাস দেন।

28/11/2024

কৃষক মান্ডিতে কৃষকদের ধান চুরির রহস্য ফাঁস করলেন!!!😲😲😲

মান্ডিতে 5 কেজি করে কৃষকদের থেকে ধান কেটে নেওয়ার ব্যাপারে রহস্য ফাঁস করলেন সাগরদিঘীর বিধায়ক 'বাইরন বায়রন বিশ্বাস'!!!!

20/11/2024

ভারতের বেলডাঙ্গা দাঙ্গার মূল কারণ এই পূজো মন্ডপ !!! 😡😡😡 দেখুন সেই ভিডিও।

বেলডাঙ্গায় “গণেশতলা পূজোকমিটির” জঘন্য কাজের জন্য সামপ্রদায়িক দাঙ্গা শুরু হয় হিন্দু -মুসলিমদের মধ্যে।

এই দাঙ্গার বলি হয়ছে ৪ জন নিরীহ ব্যক্তি, উভয় গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারাত্মক ঝামেলা। ক্ষতিগ্রস্থ হয়েছে হিন্দু - মুসলিম উভয় সমপ্রদায় ! রবিবার থেকেই বেলডাঙা এলাকায় ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করা হয়েছে। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে যা আগামী ২৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে!!!

13/11/2024

সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত O.C.
" বিজন রায়ের " মানবিক রূপ সত্যি প্রশংসনীয়।
পুলিশের নাম শুনতেই সাধারণ মানুষের মনে আলাদা একটা আতঙ্ক সৃষ্টি হয়!!! এরূপ আচরণ পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও ভরসা যোগাবে।

স্যালুট জানাই আপনাকে 🫡 ❤️❤আবাস যোজনার বাড়ি তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানালেন বেলডাঙ্গার বেনাদহ গ্রামের "স...
06/11/2024

স্যালুট জানাই আপনাকে 🫡 ❤️❤

আবাস যোজনার বাড়ি তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানালেন বেলডাঙ্গার বেনাদহ গ্রামের "সাবির আহমেদ"
সরকারি টাকা নিতে যেখানে সবাই গরীব সাজতে ব্যস্ত সেখানে সাবির ভাইয়ের মানবিকতা সত্যিই প্রশংসনীয় 🌹🌹🌹
এইভাবেই শুরু হোক এবং যাদের প্রাপ্য তারা পাক✅

23/10/2024

আবারও সাগরদিঘীর রতনপুর মোড়ে ভয়াবহ এক্সিডেন্ট প্রাণ গেল এক যুবকের!!!
*** কয়েকমাস আগে এখানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল এক পথযাত্রী!! প্রশ্ন উঠছে এখানে ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশের উপর। বিগত কয়েকবছরে অনেকের মৃত্যু হয়েছে!!!

04/08/2024

ঘটনাটি সাগরদিঘী এস. এন.উচ্চবিদ্যালয়ের, একজন সামান্য গার্ড হয়ে একজন অসহায় গরীব, বাবা হারানো ছাত্রের উপর চরম নির্যাতন করে তার একটা চোখ মেরে নষ্ট করে দেওয়ার সাহস কোথায় পায়!!!! স্কুলের প্রধান শিক্ষককে ও এই মূর্খ চন্ডাল গার্ডকে থানায় নিয়ে গিয়ে জেরা করা হোক!!! আইনের আওতায় এনে পুলিশ তদন্ত করুক। কোনো বিচার না করে কোনো সামান্য ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

রাজ্য সরকারের "বকেয়া বিদ্যুৎ বিল মুকুবের " ঘোষনা। এরকম সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।
31/08/2023

রাজ্য সরকারের "বকেয়া বিদ্যুৎ বিল মুকুবের " ঘোষনা।
এরকম সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।

মুর্শিদাবাদে তৈরি হচ্ছে "Murshidabad International River Port" :-   ৫২ কোটি টাকা বিনিয়োগে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে পদ্মা...
29/08/2023

মুর্শিদাবাদে তৈরি হচ্ছে "Murshidabad International River Port" :-
৫২ কোটি টাকা বিনিয়োগে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে পদ্মা জাহাজ বন্দর, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়বে বাংলার।
চাঁদ সওদাগর-এর দেখানো পথে এবার পদ্মানদীর মাঝি!

নদীপথে বাংলার সুখ প্রাচীন বাণিজ্যিক সাফল্যের ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে এবারে মুর্শিদাবাদের লালগোলায় গড়ে উঠতে চলেছে নতুন নদী বন্দর।
বেসরকারি সংস্থার বিনিয়োগে সরকারি উদ্যোগে প্রায় ৫২ কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠবে আন্তর্জাতিক পণ্য পরিবহন বন্দর।
মুর্শিদাবাদের লালগোলা সংলগ্ন বাংলাদেশের পদ্মা নদীর ওপরেই তৈরি হবে প্রস্তাবিত এই আন্তর্জাতিক নদী বন্দর।
বর্তমানে বাংলাদেশের সঙ্গে বর্ণনা পরিবহনের জন্য সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করে স্থলপথে পেট্রাপোল সীমান্ত। এরপরেই আছে ত্রিপুরা সীমান্তে আখাউড়া।
তবে সোহাগের আগে যে এমন দুই বাংলার মধ্যে নদীপথে জাহাজে পণ্য পরিবহন ব্যবস্থা চালু ছিল, তা ফিরিয়ে আনার জন্য অনেক দিন ধরেই আলোচনা চলছে।
২০১৫ সালে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয় শেখ হাসিনার সঙ্গে।
২০১৮ সালের মার্চে দুদেশের পক্ষ থেকে জমি ও নদী প্রদর্শন করা হয়। এই বন্দরের সম্ভাবনা কতটা তা খতিয়ে দেখা হয়।তারপরে পদ্মা ও গঙ্গায় বহু জোয়ার ভাটা খেলেছে। ধীরে ধীরে এগিয়েছে বন্দর তৈরির পরিকল্পনা।

সম্প্রতি লালগোলার ময়াগ্রামে পদ্মানদীর পারে তৈরি হচ্ছে এই বন্দর। ইতিমধ্যে এই বন্দর তৈরির কাজ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় জাহাজ পরিবহন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি।

জিয়াগঞ্জে ২০১৯ সালের শিক্ষক হত্যাকান্ডের " ফাঁসির সাজা উৎপল বেহরার " ।  ২০১৯ সালের ৮ অক্টোবর, দশমীর  দুপুরে জিয়াগঞ্জে ঘট...
24/08/2023

জিয়াগঞ্জে ২০১৯ সালের শিক্ষক হত্যাকান্ডের " ফাঁসির সাজা উৎপল বেহরার " ।

২০১৯ সালের ৮ অক্টোবর, দশমীর দুপুরে জিয়াগঞ্জে ঘটেছিল ভয়ঙ্কর সেই ঘটনা।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বন্ধুপ্রকাশ হত্যাকান্ডে ধৃত উৎপল বেহরার ফাঁসির সাজা ঘোষোণা করল আদালত । বৃহস্পতিবার বহরমপুরে ফাস্টট্রাক কোর্টে হয় শুনানি। ধৃত উৎপল বেহরার ফাঁসির রায় দিয়েছেন বহরমপুর ফাস্টট্র্যাক কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক । মঙ্গলবার দোষী সাব্যস্ত হয়ছিল ধৃত উৎপল বেহরা। ২০১৯ সালের ৮ অক্টোবর, দশমীর দুপুরে জিয়াগঞ্জের লেবুবাগান এলাকায় নিজের বাড়িতে খুন হন ৪১ বছরের বন্ধু প্রকাশ পাল, শিক্ষকের স্ত্রী ৩১ বছরের বিউটি পাল মণ্ডল ও তাদের ৭ বছরের সন্তান বন্ধু অঙ্গন পাল । সেই সময় অন্তস্বত্বা ছিলেন শিক্ষকের স্ত্রী। ঘটনায় আগেই উৎপল বেহরাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ তদন্তের পর আগেই আইপিসি’র ৩০২ ও ২০১ ধারায় দায়ের হয়েছে চার্জশিট। এদিন হল রায় ঘোষণা। ফাঁসির রায়ে স্বস্তিতে শিক্ষকের পরিবার।

এদিন সরকারি আইনজীবি বিভাস চ্যাটার্জি জানান, ২০২০ সালে মামলার দায়িত্ব নেন তিনি। যে কোর্টে মামলা ছিল সেই কোর্টেও দীর্ঘদিন কোন বিচারপতি ছিলেন না । তাই দেরী হল রায়দানে। এই রকম জঘন্য অপরাধের জন্য আপরাধীর ফাঁসির হুকুম দিয়েছে আদালত।

আইনজীবি জানান, এই অপরাধ জঘন্যতম। শিক্ষক, তার স্ত্রীকে খুনই নয়। হত্যাকান্ডের ফলে বিউটি পাল মণ্ডলের গর্ভস্থ শিশুও দিনের আলো দেখতে পায় নি। খুন করা হয়েছে সাত বছরের শিশুকেও। এই খুন ছিল পুর্বপরিকল্পিত। এই অপরাধ নজিরবিহীন।

08/08/2023

সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাত নার্সের ইচ্ছাকৃত ভুলের কারনে প্রাণ চলে গেল এক প্রসুতি মায়ের!!! যেখানে On Duty Doctor কে কোনো পরামর্শ ছাড়া ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয়েছে।

Murshidabad Viral Group. এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই মুর্শিদাবাদের পলসান্ডার সিজান আলিকে।
04/08/2023

Murshidabad Viral Group. এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই মুর্শিদাবাদের পলসান্ডার সিজান আলিকে।

পলসন্ডায় ভয়াবহ দূর্ঘটনাআহত কয়েকজন, স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হচ্ছে। ছবি- সুমন
21/06/2023

পলসন্ডায় ভয়াবহ দূর্ঘটনা
আহত কয়েকজন, স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হচ্ছে।
ছবি- সুমন

01/05/2023

Raghunathganj এ নিজের সন্তান'কে ব্রিজ থেকে জলে ফে'লে দিল "মা" !

WBCS পরীক্ষায় উত্তীর্ণসাগরদিঘীর গর্ব মিজানুর রহমান।
03/02/2023

WBCS পরীক্ষায় উত্তীর্ণ
সাগরদিঘীর গর্ব মিজানুর রহমান।

" মানুষের সেরা বন্ধু। "
05/12/2022

" মানুষের সেরা বন্ধু। "

Address

Murshidabad
Murshidabad
742226

Opening Hours

9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad Viral Group. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murshidabad Viral Group.:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Murshidabad

Show All