*ভোটের মুখে ভাঙন ধরলো তৃণমূল কংগ্রেস*
*ফের বিজেপি ও কগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বিজেপি 1জন ও কংগ্রেসের 2জন, নির্দল 1 পঞ্চায়েত মেম্বার 4জন জোড়াফুলের পতাকা ধরলেন দফরপুর অঞ্চলের বহু বিজেপি কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। আজ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তার রঘুনাথগঞ্জ জনতা দরবারে বিজেপি মেম্বার ও কংগ্রেস মেম্বার সহ 600পরিবার হাতে দলীয় পতাকা হাতে ধরে যোগদান করেন।
ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ। নিখোঁজ ও সন্ধান চাই এমনই পোস্টার ঘিরে শোরগোল মালদায়। আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় মালদা হসপিটাল গেট সহ একাধিক জায়গায় শ্রীরুপা মিত্র চৌধুরী নিখোঁজ এই পোস্টার সামনে আসে।
কংগ্রেসের ব্যানার আগুনে পোড়ানো কে কেন্দ্র করে ঘটনায় চাঞ্চল্য।
জাতীয় কংগ্রেসের প্রার্থী ইসাক খান চৌধুরী ব্যানার আগুনে পোড়ানো কে কেন্দ্র করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের বি এল এ আর ও অফিসের সামনে।
বুধবার হজবিবি ডাঙ্গা রসুলপুর ও পাঁচগ্রাম অঞ্চলের নেতা কর্মীদের নিয়ে আজকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় নবগ্রামের পাঁচগ্রামে।
এই কর্মী সভা করার মুল কারন হিসাবে জানা যায় ৯নম্বর জঙ্গীপুর লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচন হবে এতে মমতা ব্যানার্জীর মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান এর সমর্থনে পাঁচগ্রাম, হজবিবিডাঙ্গা ও রসুলপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদেরকে নিয়ে কর্মী সভার আয়োজন করা হয় পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে, বিকেল ৪ টে থেকে।
মুর্শিদাবাদ জেলার সামশেরঞ্জ ব্লকে দক্ষিণ মালদা লোকসভার ভোটের প্রচার করলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী।
সামশেরগঞ্জের বেশ কয়েকটা পঞ্চায়েত পায়ে হেঁটে ডোর টু ডোর গিয়ে ভোট প্রচারে ঝড় তুললেন দক্ষিণ মালদার লোকসভার প্রার্থী ঈসা খান চৌধুরী।
এই প্রচারে হাজার হাজার কর্মী সমর্থক তার সাথে পায়ে পা মিলিয়ে ভোট প্রচার করতে দেখা যায় ।
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে জঙ্গীপুর লোকসভার ভোটের প্রচার করলেন ঘাস ফুলের প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান।
শুকির মোড় হয়ে গুড়া ও পাশলা গ্রামের ভিতর দিয়ে বিলোল নতুন গ্রাম হয়ে রামচন্দ্রপুর গ্রামে গিয়ে এই প্রচার শেষ করা হয়।
আবারো কুমিরের আতঙ্ক মালদায়।মালদার মানিকচক ঘাটে, গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক। গতকাল বিকালে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একটি সাত থেকে আট ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপরে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গতকাল রাত থেকেই মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে।
স্টেশন একটাই কিন্তু তার নাম দুটি। কি ভাবছেন! গল্প বা মজা করছি! না, মোটেও না। এমনটাই লেখা রয়েছে রেলস্টেশনে। এক স্টেশনের নাম দুটি হওয়ায় ট্রোল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক, যার মাধ্যমে প্রায় ৪ কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সরকারি চাকরি প্রদানকারী সরকারি সংস্থা।
গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মিভূত একটি বাড়ি । সকাল সকাল ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চাপাপাড়া গ্রামে*
অধীর চৌধুরী বলেছেন মহ: সেলিম জিতবে, এই প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন, উনি কি নিজে জিতবেন। পরে মোঃ সেলিমের উকালতি করবেন। আগে নিজের বহরমপুর জিতুক। নিজের জিতলে অনেক হবে। না হলে কংগ্রেস শূন্য হয়ে যাবে, প্রত্যেকদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আগে খেলেছিলেন ক্রিকেট, এবার সকাল সকাল খেললেন ফুটবল।
সাগরদীঘী ব্লকের বাড়ালা অঞ্চলের বিলকি গ্রামে সোমবারে রাত্রিবেলা এক কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নং জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমান ।
বাড়িতে স্নান করতে গিয়ে ইলেকট্রিক শখ খেয়ে মৃত্যু।
বাড়িতে স্নান করতে গিয়ে ইলেকট্রিক শখ খেয়ে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক যুবকের। মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মান্দা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা চন্ডিপুরা ভাটল এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে যুবকের নাম উজ্জ্বল মন্ডল বয়স(২৯)বছর।
বিশ্বভারতী ছাত্রছাত্রীদের বিক্ষোভ ।
শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ও তিন ছাত্রীদের অশ্লীল ম্যাসেজ করার অভিযোগ তুলে বিশ্বভারতীর এক প্রফেসরের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ পড়ুয়াদের। পাশাপাশি প্রফেসরকে তার কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করলো পড়ুয়ারা।
যাবেন নাকি গজলডোবা রকমারি মাছের চপ খেতে!
কাছে পিঠে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা গজলডোবা, গজলডোবার ভোরের আলো ইতিমধ্যেই পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। সপ্তাহের শেষে শনি ,রবিবার, এছাড়া ছুটির দিনগুলিতে গজল ডোবায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের কালিতলা বাজার এলাকায়। বাড়ি থেকে ৩০০ মিটার দূরত্বে দেহ উদ্ধার যুবকের। হার হিম করা ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। জানা গেছে মৃত ওই যুবকের নাম তাপস দাস বয়স ৩০ বাড়ি সংশ্লিষ্ট এলাকার মন্ডল পাড়া এলাকায়।বাড়িতে রয়েছে মা বাবা তার স্ত্রী এবং দুই সন্তান।
রবিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ের তান্ডব, কুর্শামারী, মাথাভাঙ্গা।
দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী ইশাখান চৌধুরী আজ অর্থাৎ রবিবার মানিকচক বিধানসভা গোপালপুর,শান্তিমোড় ,কালিন্দ্রী ,সহিদপুর ,মনিকচক ,মথুরাপুর বাজার ,এনায়েতপুর সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন।
আসন্ন লোকসভা ভোটের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে আজ মালদহের কালিয়াচক নজরুল ভবনে কর্মীসভা করলো আই এস এফ
আজকের কর্মীসভায় রাজ্য নেতা ও বিধায়ক নউসাদ সিদ্দিকে কাছে পেয়ে উজ্জীবিত আই এস এফ কর্মীরা ।নজরুল ভবনের কর্মীসভায় প্রচুর আই এস এফ এর কর্মী সমর্থক উপস্থিন হন ।আসন্ন লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যু নিয়ে কর্মীসভায় আলোচনা হয় ।
লোকসভা ভোটের আগে শাসকদলের শক্তি বৃদ্ধি, উত্তর মালদায়।
মালদা, ৩১
মালদা জেলার গাজোল ব্লকের শালাইডাঙ্গা অঞ্চলের রাতুল গ্রামে পবিত্র রামজাম মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি । শালাইডাঙ্গা গ্রামে থেকে সিপিএম, কংগ্রেস,বি জে পি থেকে আনুমানিক প্রায় ছয়শো সাধারণ ভোটার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরে যোগদান করেন। গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে ।
এবার কাটমানি চাওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে।
ভাঙ্গন রোধের কাজে দালাল চক্রের অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলো মাঝিরা। কাটমানি দিতে না পারায় স্থানীয় মাঝিদের সরিয়ে ঝাড়খণ্ডের মাঝিদের নিয়ে করা হচ্ছে কাজ বলে অভিযোগ মাঝিদের।এমন পরিস্থিতিতে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হল মাঝিরা।