আমাদের মুর্শিদাবাদ

আমাদের মুর্শিদাবাদ আমাদের লক্ষ্য সঠিক তথ্য সবার কাছে পৌছ?

29/09/2023

বর্ধমান ওভার ব্রিজের সুন্দর দৃশ্য

11/09/2023

IPL Opening Function

30/07/2023

মুর্শিদাবাদের ভরতপুর-2 ব্লকের সালারে মহরমে লাঠি খেলা হচ্ছে,আজও সমাজ এই অবস্থায়।

29/07/2023

মুর্শিদাবাদের ভরতপুরে ব্লকের সিজগ্ৰাম মহরমে মানুষ,বাচ্চা সকলে আগুনের উপর দিয়ে হাঁটছে,আজও সমাজ এই অবস্থায়।

28/07/2023

মুর্শিদাবাদের ভরতপুরে ব্লকের সিজগ্ৰাম মহরমে কিছু মুহূর্ত

আজ ১৫ জানুয়ারি ৭৩ তম জাতীয় সেনা দিবস পূর্ণ নিষ্ঠায় দেশজুড়ে জাতীয় সেনা দিবস পালন করাছে আজকের দিনেই ভারতীয় সেনা ঐতিহাসিক...
15/01/2022

আজ ১৫ জানুয়ারি ৭৩ তম জাতীয় সেনা দিবস পূর্ণ নিষ্ঠায় দেশজুড়ে জাতীয় সেনা দিবস পালন করাছে আজকের দিনেই ভারতীয় সেনা ঐতিহাসিক ঘটনার স্মৃতিতেই প্রতি বছর এই দিনটি পালন করা হয় উচিত ।আজকে সকলেই ভারতীয় সেনা ও তাঁদের পরিবার প্রতি শ্রদ্ধা ও স্যালুট জানাই । 🇮🇳🇮🇳🇮🇳

মুর্শিদাবাদের লালবাগ এর কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনি ঘুরতে পারেন খুবই ভালো লাগবে 1. হাজারদুয়ারি প্যালেস,2. ক্লক টাওয়ার,3...
04/01/2022

মুর্শিদাবাদের লালবাগ এর কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনি ঘুরতে পারেন খুবই ভালো লাগবে
1. হাজারদুয়ারি প্যালেস,2. ক্লক টাওয়ার,3. ইমামবাড়া 4. নশিপুর রাজবাড়ি,5.কাটরা মসজিদ,6.মোতিঝিল,7. খোশবাগ,সিরাজ-উদ-দৌলার সমাধি,8.জগৎ শেঠের বাড়ি,9.কাঠগোলা,10. Maktab-E-Imamia ( মীরজাফরের তৈরি মসজিদ),11. নিমক হারাম দেউড়ি,12. জফরগঞ্জ, মীরজাফর ও তার পরিবারের লোকেদের সমাধি ,13. আজিমুন্নিসা বেগমের সমাধি,14. ফুটি মসজিদ,15. ত্রিপোলিয়া গেট,16. নশিপুর আখড়া,17. ভট্ট বাটি,18. রোশনি বাগ, সুজাউদ্দিন শাহের সমাধি,19. কিরিটেশ্বর মন্দির,20. জাহানকোষা কামান

বাচ্ছাদের শিক্ষার মূল্যবান কিছু কথা।
20/11/2021

বাচ্ছাদের শিক্ষার মূল্যবান কিছু কথা।

আজকে মুর্শিদাবাদের খুবই কাছে কাটোয়া শহরের কার্তিক পুজোর কিছু সুন্দর মহুর্তে ছবি
18/11/2021

আজকে মুর্শিদাবাদের খুবই কাছে কাটোয়া শহরের কার্তিক পুজোর কিছু সুন্দর মহুর্তে ছবি

মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া ইতিহাস সম্রাট শশাঙ্কের কর্ণসুবর্ণ/কানসোনা-ধারণা করা হয়— মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর থেকে ...
06/08/2021

মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া ইতিহাস সম্রাট শশাঙ্কের কর্ণসুবর্ণ/কানসোনা-

ধারণা করা হয়— মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর থেকে ৯.৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভাগীরথী নদীর তীরে এই নগরীটি ছিল। বর্তমানে স্থানটি রাঙামাটি গ্রাম হিসেবে পরিচিত। ১৯৬২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ রাঙামাটির রাজবাড়ি ডাঙ্গার উঁচু ঢিবি খনন কার্য চালিয়ে কিছু নিদর্শন পায়। এগুলোর ভিতরে ছিল- দুটি ব্রোঞ্জ নির্মিত বৌদ্ধ মূর্তি। একটিতে বুদ্ধদেব পদ্মের উপর দাঁডিয়ে, অন্যটিতে ভূমি স্পর্শ মুদ্রায় বসে আছেন। স্থাপত্য নিদর্শন হিসেবে পাওয়া যায়, পঞ্চায়তন ইঁট এবং পাথরের গাঁথা ভিত্তি। এছাড়া কিছু পোড়ামটির সিলমোহর পাওয়া যায়। এসকল সিলমোহরে রয়েছে বৌদ্ধ ধর্মচক্রের ছাপ, জোড়া হরিণ, গাছ ও পাখির চিত্র।

খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীর দিকে রচিত বরাহমিহিরের বৃহৎসংহিতায় বঙ্গদেশের যে সব রাজ্যের নাম পাওয়া যায়, তা হলো- পৌণ্ড্র, সমতট, বর্ধমান, সুহ্ম, তাম্রলিপ্ত, বঙ্গ ও উপবঙ্গ। এই তালিকায় কর্ণসুবর্ণের নাম পাওয়া যায় না। হয়তো কর্ণসুর্বণ তখন প্রতিষ্ঠা পেলেই ততটা উল্লেখযোগ্য ছিল না। খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীতে চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং-এর ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায়- তাঁর সময়ে বঙ্গের ভাগগুলো ছিল- পুণ্ড্রবর্ধন, কর্ণসুবর্ণ, সমতট ও তাম্রলিপ্ত।

খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং-এর ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায়- তাম্রলিপ্ত থেকে যাত্রা করে ৭০০ লি (প্রায় ১০০ মাইল) দূরে অবস্থিত 'কিয়েলোনাসুফালানো' জনপদে উপস্থিত হয়েছিলেন। ধারণা করা হয়, এই জনপদের কেন্দ্র ছিল কর্ণসুবর্ণ। অনেকে মনে করেন মুর্শিদাবাদের ৯ মাইল দূরে 'করুসোন-কা-গড়' হলো কর্ণসুবর্ণের ধ্বংসাবশেষ।

প্রত্নতত্ত্ববিদ ফার্গুসনের ধারণা বর্ধমানের উত্তরাংশ, সমগ্র বীরভূম জেলা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং প্রাচীন যশোহর জুড়ে ছিল কর্ণসুবর্ণের শাসনের অন্তর্গত ছিল। হিউয়েন-সাং-এর মতে কর্ণসুবর্ণের পরিধি ছিল ৭০০ লি (১০০ মাইল) আর রাজধানীর পরিধি ছিল ২০ লি। হিউয়েন-সাং-এর ভ্রমণকালে এই স্থান জনাকীর্ণ ছিল। বহুজাতের মানুষ এখানে বাস করতো। এখানকার ভূমি উর্বর ছিল। স্থানীয় মানুষ ছিল সরল এবং ধার্মিক। কর্ণসুবর্ণে ১০-১১টি বৌদ্ধ সঙ্ঘারাম ছিল। এসকল সঙ্ঘারামে প্রায় দুই হাজার বৌদ্ধ ভিক্ষু ছিলেন। এছাড়া ছিল প্রায় পঞ্চাশটি হিন্দু দেবদেবীর মন্দির ছিল।

মুর্শিদাবাদের রাঙামাটি গ্রামের রাজবাড়িডাঙায় খননকার্য চালিয়ে এক প্রাচীন বৌদ্ধ মঠের ধ্বংসস্তূপ পাওয়া গেছে। গবেষকরা বলেন, এটাই ছিল রক্তমৃত্তিকা মহাবিহার। তার কাছেই প্রতাপপুর গ্রামের রাক্ষসীডাঙা ঢিবিতে খননকার্য চালিয়েও পাওয়া গেছে প্রাচীন ইটের ভাঙাচোরা স্থাপত্য। স্থানীয় মানুষেরা একে রাজা কর্ণের প্রাসাদ বলে ডেকে থাকেন। লোকমুখে প্রচারিত, দুর্যোধন মহাভারতের যুগে কর্ণকে অঙ্গরাজ্য দান করেছিলেন, তখন থেকে কর্ণসুবর্ণ ছিল অঙ্গের রাজধানী।

গুপ্তযুগের পর এবং পাল যুগের আগে কর্ণসুবর্ণ হয়ে উঠেছিল পূর্বভারতের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। শশাঙ্কের রাজধানীকে দখল করতে চেয়েছিলেন থানেশ্বরের সম্রাট হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্করবর্মন এবং আরও বেশ কিছু শাসক। শশাঙ্কের মৃত্যুর পর তাঁর ছেলে মানবদেব কয়েক মাস গৌড় শাসন করেছিলেন। তারপর এক সময়ে হর্ষবর্ধন আর ভাস্করবর্মন গৌড় দখল করে নিয়েছিলেন। ভাস্করবর্মন কর্ণসুবর্ণকে নিজের অধীনে নিয়ে এসেছিলেন। একের পর এক রাজা কর্ণসুবর্ণ দখল করে নিচ্ছেন, এভাবেই বাংলায় শুরু হয় অরাজকতা, যাকে মাৎসন্যায় বলা হয়।

Date 18/6/21Post 1😍😍SUPER QUALITY MULTI FUNCTIONAL                 HIGH SPEED WATER SPRAY GUN😍😍                         ...
18/06/2021

Date 18/6/21
Post 1
😍😍SUPER QUALITY MULTI FUNCTIONAL HIGH SPEED WATER SPRAY GUN😍😍
😍 সেল স্পেশাল অফার 😍

💥💥লুট লুট লুট💥💥

🤩🤩বাড়ি তে ডেলিভারি পেয়ে যাবেন...........💯💯💯Best Quality

😲শুধু আজকের জন্য এই অবিশ্বাস্য দামে😳
LIMITED STOCK😍
💥💥একদম জলের দামে💥💥😱😱😱

💥💥BUMPER OFFER💥💥
💯% GUARANTEED😍😍

😲CASH ON DELIVERY AVAILABLE 😳
😍LIMITED STOCK😍

💄📞📞💄CALL OR WHATSAPP- 7001224797💄📞📞💄

💥💥BUMPER OFFER💥💥
💯% GUARANTEED😍😍

উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের এর মূল্যায়ন পদ্ধতি - ২০২১
18/06/2021

উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের এর মূল্যায়ন পদ্ধতি - ২০২১

🙏🙏🙏দয়া করে পোস্টে কেউ কু মন্তব্য করবেন না! ভালো না লাগলে ইগনোর করবেন🙏🙏🙏🔥🔥বাম্পার অফার🎁বাম্পার অফার🔥🔥📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢🎒বর্...
28/05/2021

🙏🙏🙏দয়া করে পোস্টে কেউ কু মন্তব্য করবেন না! ভালো না লাগলে ইগনোর করবেন🙏🙏🙏
🔥🔥বাম্পার অফার🎁বাম্পার অফার🔥🔥
📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢
🎒বর্তমান সময়ে সবার ঘরেই রাখা খুবই প্রয়োজনীয় এই দুটি জিনিস 👝
🔥🔥একটি অক্সিমিটার কিনলে একটি🖕🖕 ভ্যাপোরাইজার সম্পূর্ণ বিনামূল্যে🔥🔥🔥
🎁🎁দেরী না করে চটপট বুক করুন 👇👇👇👇
APP ☎️7063768201☎️

সকল মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক ভাই ও বোনেরা তোমরা সকলেই ভালো করে পড়াশুনা করো, কারণ তোমাদের পরীক্ষা হবে এবং মাধ্যমিক হচ্...
27/05/2021

সকল মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক ভাই ও বোনেরা তোমরা সকলেই ভালো করে পড়াশুনা করো, কারণ তোমাদের পরীক্ষা হবে এবং মাধ্যমিক হচ্ছে জীবনের সবথেকে বড় পরীক্ষা তাই ভালো রেজাল্ট করতে হবে, স আশা করি সকলেই ভালো রেজাল্ট করবে।

 #করোনা  #পজিটিভ হলে হাতের কাছে যদি  #ডাক্তার না পান,এই  #ওষুধগুলো আপনাকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে।অবশ্যই চেষ্টা করবে...
06/05/2021

#করোনা #পজিটিভ হলে হাতের কাছে যদি #ডাক্তার না পান,এই #ওষুধগুলো আপনাকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে।
অবশ্যই চেষ্টা করবেন #ডাক্তারের #পরামর্শ নিতে।

সঙ্গে ওয়াটার ভেপার। প্রোটিন রিচড খাবার। পর্যাপ্ত পরিমাণে জল। এবং বিশ্রাম।🙏

Address

Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের মুর্শিদাবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share