Murshidabad Is The Best District

Murshidabad Is The Best District Murshidabad District News Channel

 #মনিপুর
22/07/2023

#মনিপুর

ছবি নশিপুর ব্রিজ মুর্শিদাবাদ।Murshidabad Is The Best District
03/07/2023

ছবি নশিপুর ব্রিজ মুর্শিদাবাদ।
Murshidabad Is The Best District

একটি নিখোঁজ সংবাদ এই ছোট্ট বাচ্চাটিকে গত 12/06/2023 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ,, নাম পঞ্চমী সাহা , বাবার নাম রাজ...
15/06/2023

একটি নিখোঁজ সংবাদ এই ছোট্ট বাচ্চাটিকে গত 12/06/2023 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ,, নাম পঞ্চমী সাহা , বাবার নাম রাজু সাহা,দয়া করে কেউ কোথাও যদি দেখে থাকেন কিংবা দেখতে পান,তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন । যোগাযোগের নম্বর 7478826953/8436989835 নয়তো শমসেরগঞ্জ পুলিশ স্টেশনে খবরটি জানাবেন ঠিকানা কাকুরিয়া শামশারগঞ্জ মুর্শিদাবাদ দয়া করে এই পোস্টটি সবাই শেয়ার এবং পোস্ট করবেন আপনাদের একটা শেয়ার একটা পোস্টের কারণে একটা শিশু তার মা-বাবার কোলে ফিরে আসতে পারে শেয়ার করে দিবেন,,,,🙏🙏

ইতিহাসের শিক্ষা।।।1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধের মাধ্যমে সারা বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় । ইংরেজ ও একদল বিশ্...
06/05/2023

ইতিহাসের শিক্ষা।।।
1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধের মাধ্যমে সারা বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় । ইংরেজ ও একদল বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন চেতনা সম্পন্ন নবাব সিরাজ উদ দৌলার পরাজয়ের মাধ্যমে আপামর বাঙালি ইংরেজ দাসত্বের শৃংখলে আবদ্ধ হয় । সেদিন ইংরেজ বাহিনী ও বিশ্বাসঘাতকদের মাত্র "৩০০০" সৈনের কাছে নবাবের "৫০০০০" সৈন্য হার মেনেছিল । ইংরেজদের কথা নয় বাদই দিলাম, কেননা তারাতো নবাবের প্রত্যক্ষ শত্রু ছিল । যারা নবাবের নুন খেয়ে পরের গুন গেয়েছে, যারা নবাবের দুধ-কলা খেয়ে বিনিময়ে কালসাপ এর মত বিষাক্ত দংশন ছাড়া নবাবকে কিছুই দেয়নি।

একদিকে যখন সারা বাংলা বিহার উড়িষ্যার একচ্ছত্র শাসনে মগ্ন নবাব সিরাজ উদ দৌলা, অন্যদিকে নবাবের বিরুদ্ধে সেই মুর্শিদাবাদেই চলছিল নবাবকে সিংহাসনচ্যুত করার নানান ঘৃণ্য ষড়যন্ত্র । সেই ষড়যন্ত্রকারীরা হলেন নবাবের মাসি ঘষেটি বেগম, মীরজাফর, ইয়ার লতিফ, মিরণ, জগৎশেঠ, রায় দুর্লভ, উমিচাঁদ, রাজবল্লভ।

"ইতিহাস কাউকে ক্ষমা করে না" বা "ধর্মের বাতি ধীরে ধীরে জ্বলে" প্রবাদ বাক্য গুলো সত্যি হয়েছে এই বিশ্বাস ঘাতকদের জীবনে । স্বাভাবিক মৃত্যু কারো হয়নি । এবারে চলুন জেনে আসি বিশ্বাসঘাতকদের জীবনের শেষ পরিণতি কী হয়েছিল ??

👉 ঘষেটি বেগম :

আলীবর্দী খা এর এক কন্যা হলেন ঘষেটি বেগম । নিজ সন্তানকে বাদ দিয়ে অন্য বোনের সন্তানকে নবাব করায় তার মনঃক্ষুণ্ণ হয় এবং তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন । যুদ্ধে নবাবের পরাজয়ের পর মীরজাফরের পুত্র মিরন তাকে ঢাকার জিঞ্জিরা দুর্গে বন্দী করে রাখেন । পরে একদিন ভোরে বুড়িগঙ্গা নদীতে এক নৌকায় করে তাকে ডুবিয়ে মারা হয় ।

👉 রবার্ট ক্লাইভ :

ভারতবর্ষে দোর্দণ্ডপ্রতাপ শাসন চালিয়ে বহু অর্থ সহ ক্লাইভ দেশে ফিরলে দেশের আদালত তার ফাঁসির সাজার আদেশ দেয় । পরে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচলেও উন্মাদ হয়ে যান । পরে উন্মদগ্রস্ত অবস্থায় খুর দিয়ে নিজের গলার নলি কটে আত্মহত্যা করেন ।

👉 মোহম্মদি বেগ :

সিরাজের খুব কাছের লোক ছিলেন মোহম্মদি বেগ । কিন্তু ৩রা জুলাই মিরণের নির্দেশে ইনিই সিরাজকে হত্যা করে । হত্যার পূর্বে সিরাজ নামাজের প্রার্থনা জানালেও শোনেনি এই মোহাম্মদি বেগ । পরবর্তী কালে এই বিশ্বাসঘাতক উন্মাদ হয়ে যায় । এবং কুয়োর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ।

👉 ইয়ার লতিফ :

নবাবের একজন সেনাপতি ছিলেন ইয়ার লতিফ । বিশ্বাসঘাতকতা করে তিনি সৈন্যসহ যুদ্ধক্ষেত্রে মূর্তির মতোই দাঁড়িয়ে থাকে । যুদ্ধের পর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি অনেক ইতিহাসবিদ মনে করেন ইংরেজরা তাকে গোপনে হত্যা করেছে ।

👉 রায় দুর্লভ :

নবাবের খানেক সেনাপতি ছিলেন রায়দুর্লভ । তিনিও যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ নির্বিকার ছিলেন । পরে 1765 সালে গলায় পাথরের বস্তা বেধে মুঙ্গেরের দুর্গ থেকে রায় দুর্লভ কে গঙ্গায় নিক্ষেপ করা হয় ।

👉 উমিচাঁদ :

যুদ্ধ শেষে নবাবের সম্পত্তির এক চতুর্থাংশ দাবি ছিল উমিচাঁদের । টা থেকে বঞ্চিত হলে উমিচাঁদ বদ্ধ উন্মাদ হয়ে পথে ঘাটে ঘুরতে থাকে । এভাবেই একদিন তার মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ।

👉 রাজবল্লভ :

ঢাকার নবাব রাজবল্লভ প্রচুর পরিমাণে নবাব সিরাজ উদ দৌলার অর্থ তসরুপ করে । এবং তার পুত্র কৃষ্ণদাসকে কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পাঠিয়ে দেন । 1763 সালে নবাব মীরকাসিম ইংরেজদের সঙ্গে আঁতাতের অভিযোগে রাজবল্লভকে জলে ডুবিয়ে হত্যা করেন ।

👉 মীরণ :

মীর জাফরের পুত্র মীরনই নবাব সিরাজউদ্দৌলা কে হত্যা করার নির্দেশ দেয় । সিরাজের ক্ষতবিক্ষত মৃতদেহ ঘোড়ার পিঠে বেঁধে সারা মুর্শিদাবাদ ঘোড়ায় । পরে সিরাজের মা এবং ভাইকে নিষ্ঠুরভাবে হত্যা করে এই মীরন । পরবর্তীকালে বিহারের পাটনায় বজ্রাঘাতে এই মিরনের মৃত্যু হয় । অনেক ঐতিহাসিক মনে করেন বজ্রাঘাত নয় ইংরেজর মিরণকে আগুনে পুরিয়ে বজ্রাঘাত বলে চালিয়েছে ।

👉 মীরজাফর :

বিশ্বাসঘাতক যার নামের সমার্থক হয়ে গেছে সে হল মীরজাফর । ইংরেজদের সঙ্গে গোপন আঁতাত করে নবাব সিরাজদুল্লাহ কে হারিয়ে তিনি বাংলার নবাব হয়েছিলেন । খুব বেশিদিন তিনি নবাবী করতে পারেননি, তাকে সরিয়ে তার জামাতা মীর কাসেমকে বাংলার সিংহাসনে বসায় ইংরেজরা । তার জীবনের অন্তিম পরিণতি সুখের হয়নি । দুরারোগ্য কুষ্ঠ ব্যধিতে অনেকদিন কষ্ট করার পর 1765 সালে মিরজাফর মৃত্যুর কোলে ঢলে পড়ে ।

👉 জগৎশেঠ :

তৎকালীন বাংলার ধনকুবের ছিলেন জগৎশেঠ শোনা যায় তিনি নবাব এবং ইংরেজদের প্রচুর পরিমাণে টাকা ধার দিতে নেই পলাশী ষড়যন্ত্রের অন্যতম পুরোধা ছিলেন এই জগৎ শেঠ । বক্সার যুদ্ধে যাওয়ার পূর্বে চাহিদামত অর্থ সাহায্য না পাওয়ায় নবাব মীর কাসিম মুঙ্গেরের দুর্গের চূড়া থেকে গলায় বালির বস্তা বেঁধে জগৎশেঠকে গঙ্গায় নিক্ষেপ করে ।

👉 মিরকাশিম :

ভগবানগোলায় ছদ্দবেশী সিরাজ-উদ-দৌলাকে এই মীরকাসিমই ধরিয়ে দেয় পরবর্তীতে তিনি বাংলার নবাব হন । নবাবের সঙ্গে ইংরেজদের মতানৈক্য দেখা দেওয়ায় কয়েকটি যুদ্ধ হয় ইংরেজদের সাথে নবাবের এবং তাতে পরাজিত হয়ে মীরকাসিম পথে-প্রান্তরে পালিয়ে বেড়াতে থাকেন । পরে 1777 সালে 6ই জুন দিল্লির রাজপথে বেওয়ারিশ লাশ হিসেবে পড়ে থাকেন ।

অবশেষে মনে পড়ে আরও একটি প্রবাদ বাক্য "পাপ ছাড়ে না বাপকে" । পাপ করলে তার ফল ভোগ করতেই হবে । তার জন্য নরক বা পরবর্তী জন্মের দরকার নেই এইজন্মেই ভোগ করতে হবে কৃত পাপের ফল।

মুর্শিদাবাদ জেলা বাসীর জন্য সতর্কবার্তা।কিছু দিন থেকে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত অঞ্চলে কয়েকটা ছেলে সোনা, রূপা পরিষ্কা...
12/02/2023

মুর্শিদাবাদ জেলা বাসীর জন্য সতর্কবার্তা।
কিছু দিন থেকে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত অঞ্চলে কয়েকটা ছেলে সোনা, রূপা পরিষ্কার করে দেওয়ার নাম করে সোনা বা রূপা হাতিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার পুলিশ সিসিটিভি এই 2 জন কে সনাক্ত করেছে যদিও ওরা বাংলায় কথা বলছে ও হিন্দির টান থাকছে, এই ঘটনা টা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ঘটেছে। Murshidabad Is The Best District ফেসবুক টিম মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের মাধ্যমে এই ছবি ফেসবুকে প্রকাশ করছি, যদি ধরনের কাউকে যদি সন্দেহ হয় তো সঙ্গে সঙ্গে আপনাদের থানায় খবর দিন কিন্তু কারোর গায়ে হাত দিবেন না তবুও যদি এর সঙ্গে মিল পান তবে থানায় জানাবেন। এই পোস্ট টি শেয়ার করুন। ধন্যবাদ।

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হলেও তখনও দেশে কোনও স্থায়ী সংবিধান ছিল না। তাই স্থায়ী সংবিধান রচনার জন্য সেই বছরেরই ২৮...
26/01/2023

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হলেও তখনও দেশে কোনও স্থায়ী সংবিধান ছিল না। তাই স্থায়ী সংবিধান রচনার জন্য সেই বছরেরই ২৮ অগাস্ট একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয় ভীমরাও রামজি আম্বেদকরকে। এরপর সেই বছরেরই ৪ নভেম্বর কমিটি সংবিধানের একটি খসড়া তৈরি করে গণপরিষদে জমা দেয়। বারংবার আলোচনার পর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহিত হয় ভারতের সংবিধান।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি (26 January Republic Day)। ১৯৫০ সালে এই দিনেই কার্যকর হয়েছিল দেশের সংবিধান। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হলেও তখনও দেশে কোনও স্থায়ী সংবিধান ছিল না। তাই স্থায়ী সংবিধান রচনার জন্য সেই বছরেরই ২৮ অগাস্ট একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয় ভীমরাও রামজি আম্বেদকরকে। এরপর সেই বছরেরই ৪ নভেম্বর কমিটি সংবিধানের একটি খসড়া তৈরি করে গণপরিষদে জমা দেয়। বারংবার আলোচনার পর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহিত হয় ভারতের সংবিধান। পাশাপাশি সিদ্ধান্ত হয়, ১৯৩০ সালের ২৬ জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের দিনটিকে শ্রদ্ধা জানাতে ১৯৫০-এর ২৬ জানুয়ারি-ই (Republic Day 2023) কার্যকর হবে দেশের সংবিধান।

ভারত একটি গণতান্ত্রিক দেশ। আর ২৬ জানুয়ারি হল ভারতের সেই গণতন্ত্রেরই অন্যতম বড় উৎসব। কিন্তু এই দিনটিকে প্রজাতন্ত্র, নাকি সাধারণতন্ত্র বলা হবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, বিশেষজ্ঞদের মতে গণতন্ত্র ও প্রজাতন্ত্র বিষয় দুটি মোটামুটি একই ধরণের হলেও, কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অন্যদিকে আবার প্রজাতন্ত্র ও সাধারণতন্ত্রের মধ্যেও রয়েছে কিছু সামান্য তফাৎ। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন প্রজা এবং জনসাধারণ মূলত একই বিষয় হলেও, প্রজা কথাটি সেখানেই ব্যবহার কথা যথার্থ যেখানে আজও রাজতন্ত্র বা রাজা-রানি রয়েছেন।

এবার এখানে প্রশ্ন উঠতে পারে পৃথিবীতে আজও এমন দেশ বর্তমান যেখানে রাজা কিংবা রানি থাকা সত্ত্বেও গণতন্ত্র রয়েছে। যার প্রকৃষ্ট উদাহরণ ইংল্যান্ড। কারণ সেখানে নির্বাচন হয় এবং দেশ পরিচালনা করেন প্রধানমন্ত্রী। কিন্তু যেহেতু সেখানে আজও রাজা কিংবা রানি রয়েছেন, তাই বিশেষজ্ঞদের মতে ব্রিটেন বা ওই ধরনের দেশকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলা যেতে পারে। কিন্তু ভারতে যেহেতু রাজা বা রানি নেই, এখানে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ মানুষ জনপ্রধিনিধিকে নির্বাচতি করেন এবং প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেন, তাই ভারতকে সাধারণতন্ত্র বলাই বেশি যুক্তিসঙ্গত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই ২৬ জানুয়ারিকে বলা উচিত সাধারণতন্ত্র দিবস।

27/12/2022

মুর্শিদাবাদের লালগোলার বিধায়ক মহম্মদ আলীর ভাইপো ও ভাইঝির চাকুরি গেল আদালতের নির্দেশে। তাদের নাম রকিবুল ইসলাম ও নৌসিন আক্তার। সিরিয়াল ৩৭৭ ও ৩৭৮

09/12/2022

GOVERNMENT OF WEST BENGAL

TET-২০২২-এর সব পরীক্ষার্থীদের জানানো হচ্ছে যে দিনের অনেকটা সময় পঞ্চাননতলা রেল লাইন ব্যস্ত এবং ট্রেন চলাচলের জন্য বদ্ধ থাকার কারণে আপনাদের যাতে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা না হয়, সেজন্যে আপনাদের অনুরোধ করা হচ্ছে যে,
১) যাঁরা ইসলামপুর, ডোমকল, জলঙ্গীর দিক থেকে আসবেন তাঁরা। বহরমপুর এসে ৩৪ নম্বর জাতীয় সড়কে চুয়াপুর মোড়ে এসে সোজাসুজি চূয়াপুর ফ্লাইওভার ধরে শহরে প্রবেশ করবেন।
২) যাঁরা হরিহরপাড়া, ব্লেডাঙা, নওদা, রেজিনগরের দিক থেকে আসবে তারা বহরমপুরে ঢোকার মুখে মানকরা- হরিদাসমাটি রাস্তা ধরে বহরমপুর শহরে প্রবেশ করবেন।
৩) শক্তিপুর, রামনগর বা উত্তরপাড়া মোড় বা পলসন্ডার দিক থেকে যাঁরা আসবেন তাঁরা রামেন্দ্র সুন্দর ব্রিজ পেরিয়ে বহরমপুরে প্রবেশ করবেন।

Notice
Helpline No. for the Tet Examination, 2002
under Murshidabad District.
District Control Room : 8167461653 Sadar Sub Division : 03482251700
Jangipur Sub Division : 03483-266234
Lalbagh Sub Division : 03482-270222
Kandi Sub Division : 03484-255221
Domkal Sub Division : 03481-299944
Sd/-By Order- District Magistrate, Murshidabad

Murshidabad republic TV

05/12/2022

যারা এসএসসি, প্রাথমিক বা অন্যান্য চাকরি ক্ষেত্রে কোর্টে ধরা পড়ে চাকরি হারিয়েছেন, আপনারা একা মরবেন না, আপনার চেনা যে সব ভুষিমালগুলো চাকরি করছে ওনাদের ধরিয়ে দিন।

03/12/2022

নসিপুর রেলওয়ে ব্রীজের কাজ চালু হবার পর এখন নেতাদের নেতা গিরি করার কোনো প্রয়োজন নেই । এর পেছনে নেতাদের কোনো কাজ নেই।

02/12/2022

আগামী ১১ই ডিসেম্বর (রবিবার) তারিখ প্রাইমারী টেটের পরীক্ষা। মুর্শিদাবাদে সেন্টার খুঁজে পাওয়া সংক্রান্ত বিষয়ে কেউ কোনো সমস্যায় পড়লে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন।

ফারাক্কা--
মাহফুজ আলম-90648 02515
আব্দুল বারিক- 6295 523 368

সামসেরগঞ্জ--
সাকিরুদ্দিন- 98518 36109
সানাউল- 76991 28399

সুতি--
আকের-93822 87816
শাফিউর- 97754 27127
আরিফ-96414 29741
ফেরাজুল-96141 15318

জঙ্গীপুর--
রবিউল-86534 60417

রঘুনাথগঞ্জ--
টুটুল-96091 90254

লালগোলা --
পলাশ রবিউল- 90646 92566
শরিফুল- 97321 71620
রেকাতুল-90835 31330
রাহুল- 77184 70658
সুমন-8016670708

ভগবানগোলা---
সাহাবুদ্দিন- 96798 66156
আতিক - 70440 22424

সাগরদীঘি---
নাজিমুল- 96793 36125
আলিম- 86174 31519
রাজা-89720 79947
শুভ-89188 95817

নবগ্রাম--
দীপু -8942999112
সুজয় -74070 10650
উজ্জ্বল - 99336 44840

খড়গ্রাম --
সামিম- 98366 09790
হরীময়- 93828 44513

কান্দি --
নরোত্তম- 8250 469 449
মফাই - 93829 23486
আলমগীর- 62894 28342

বড়ঞা--
আরিফ-76796 73103
সাইফুল-70017 05837
বাপন -90835 57605
আসিফ -91630 69693

ভরতপুর-
বুলবুল - 98327 59032

রেজিনগর-
সাহেব- 90465 90120
মুক্ত - 62977 53415
রবিউল -89672 61663
বিদ্যুৎ-70017 30353

বহরমপুর -
সুমন সাহা- 81455 81787
অর্ণব- 81160 14495
শুভম- 9647051773
তৌসিফ -80018 12709
মেহেরাজ - 89060 28254

লালবাগ-
ইসমাইল -90932 83135
সুজিত- 77192 30857
আজিজুল - 62963 37092

বেলডাঙ্গা-
হজরত-89264 47883
ইব্রাহীম- 70016 83119
সারজুল - 96797 39045
ইউসুফ- +91 94343 69761

রাণীনগর-
জিয়াউল- 86175 02190
মিলন - 87681 53237
রাহুল - 80012 38724

ডোমকল -
হাবিবুর- 97751 59861
সিসাদুল- 95641 33457

হরিহরপাড়া--
রফিকুল - 70019 13181
মফিদুল -6295 001 644
সেকেন্দার - 95934 94157
আজমাইল- 79088 04534

জলঙ্গী --
তৌসিফ - 97328 84699
ইউসুফ- 80015 80806
মেহেবুব-95472 48541

নওদা-
হুমায়ন -90939 96756
বুলবুল-97757 10506

শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ কলকাতা পৌরসভা **ahbar  **ah
02/12/2022

শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ কলকাতা পৌরসভা
**ahbar **ah

02/12/2022

Murshidabad Republic TV

Address

Murshidabad
742304

Telephone

+919144223212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad Is The Best District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Murshidabad

Show All