M TV News

M TV News আপনার এলাকায় ঘটে যাওয়া
ঘটনার ভিডিও তুলে পাঠান আমাদের
WhatsApp - 8927823218
লাইক,ফলো, করে শেয়ার করুন News
(4)

10/06/2024

নিজের মতো করে প্রত্যেক কে ভালবাসতে হবে। সহানুভূতি সহিত মনুষদের সেবা ও দান করতে হবে পতাকা শিল্প গোষ্ঠীর বস্ত্রদান অনুষ্ঠানে exclusive interview শ্রীমত স্বামী অদ্বেষ্ঠা নন্দ জি মহারাজ ....

10/06/2024

ইদ মুসলিম ধর্মের বড় উৎসব, এ যুগের হাজী মহসিন পতাকা শিল্প গোষ্ঠীর কর্নধার মোস্তাক হোসেন বললেন স্বামী অদ্ধেষ্ঠা নন্দজি মহারাজ.

10/06/2024

সাগরদিঘিতে মহিলা ভোটেই জঙ্গিপুরের তৃনমুল প্রার্থী কে রেকর্ড লিড।
বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে সাগরদিঘিতে অভাবনীয় ফল, মহিলাদের নিয়ে বৈঠক বিধায়ক বাইরন বিশ্বাসের।

Breaking...10th জুলাই  রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচন...রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা13 th জুলাই ভোটের ফল...
10/06/2024

Breaking...
10th জুলাই রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচন...

রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা

13 th জুলাই ভোটের ফল ঘোষণা...

10/06/2024

১৭ হাজার ৬০০ জন অসহায় দূস্তদের ইদ উপলক্ষে বস্ত্রদান পতাকা শিল্প গোষ্ঠীর।
পতাকা গোষ্ঠী জিডি চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে ইদের নতুন পোষাক বিতরন অনুষ্ঠান সুতিতে।।

10/06/2024

পতাকা শিল্পো গোষ্ঠী জিডি চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বস্ত্রদান অনুষ্ঠান

09/06/2024

জমি মাফিয়াদের হাতে আক্রান্ত পুলিস, ও জমির মালিক

09/06/2024

তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ গ্রহণ করান

09/06/2024

মালদায় তৃনমুলের ভরাডুবি, জেলা সভাপতির বিরুদ্ধে পোষ্টার।

09/06/2024

দেবতার নামে ভন্ডামি হাতেনাতে ধরল উত্তেজিত জনতা চাঞ্চল্য বর্ধমানে

দেবতার নামে ভন্ডামীর অভিযোগ! বড়সড় প্রতারণাচক্র হাতেনাতে ধরল শনিবার স্থানীয়রা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৫নম্বর ইছলাবাদের কিরণ সংঘ এলাকার। অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণ কালীর সাধক নামে পরিচিতি দিতেন। কৃষ্ণ কালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন। বহুদূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন। তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও। অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোৱা। অভিযুক্ত সাধীকার ভন্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন। ভন্ডামি হাতেনাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্ৰী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, যিনি নিজেকে কৃষ্ণ কালীর সাধিকা বলছেন, তিনি নিজে কোন একটি চিট ফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোৱা দেবতার নামে ভন্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের। স্থানীয়দের আরো অভিযোগ, ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি, তিনি কৃষ্ণ কালীকে পেয়েছেন। চিটিং বাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালি সাধিকা।
অবশেষে ফাস হলো কালী সাধিকার ভন্ড গিরি, অভিযুক্ত মঙ্গলা কোরার চিটিং কীর্তি।অন্যদিকে কৃষ্ণ কালী মা নামে পরিচিত সাধিকা মঙ্গলা কোরার বলেন, আমি কোনদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি। এখানে কোন রকম টাকা পয়সা নেওয়া হয়না আমার কাছে প্রচুর ভক্ত আসেন তারা যা দেন তাতেই আমি খুশি। যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন। মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন।

09/06/2024

ধুন্ধুমার কান্ড শিয়ালদহ স্টেশনে।
যাত্রী বিক্ষোভ, ভাঙচুর কে কেন্দ্র করে আরপিএফের ব্যাপক লাঠিার্জ।উত্তেজনা গোটা স্টেশন চত্বরে।

09/06/2024

ভারত- পাকিস্তানের যুদ্ধ,আমরিকার মাটিতে

09/06/2024

মিডিয়া জগতে ইন্দ্র পতন রামোজি রাও এর। ......
টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু শেষ কৃত্যের সময় মিডিয়া ব্যারন রামোজি রাওয়ের মৃতদেহ বহন করেন তিনি।

09/06/2024

আশ্চর্য বালিকা তাসনিম ইয়াসমিন,.......
বয়স : ২বছর ১০ মাসের বালিকার প্রতিভা....
পিতা: কামাল আব্দুল আলিফ
মাতা: সেবিনা ইয়াসমিন
ঠিকানা : গ্রাম - বাদুলাড়া , পোস্ট - পশ্চিম সানাবাঁধ, জিপি - আঁচুড়ি , থানা- বাঁকুড়া সদর, পিন ৭২২১০২
যোগাযোগ মোবাইল নাম্বার : 6295310151(পিতা)

09/06/2024

জমির জরিপ করতে গিয়ে জমি মাফিয়া দের হাতে আহত জমির মালিক সহ পুলিশ কর্মী।

রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সম্মতিনগরের কেরামত হোসেন নামে এক ব্যক্তির রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুড়ল দাসপাড়া এলাকায় তার বাবার পৈত্রিক জমি রয়েছে সেই জমি জবরদখল করার অভিযোগ ওঠে জমি মাফিয়া দের বিরুদ্ধে। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় রঘুনাথগঞ্জ থানায়। আজ শনিবার সেই জমির জরিপ করতে গিয়েছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জমির মালিক । সেই জমি জরিপ করতে বাধা দেয় , এবং পুলিশের সম্মুখেই তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় তার সঙ্গে পুলিশকর্মীকে মারার অভিযোগ উঠেছে জমি মাফিয়া দের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানা পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়

09/06/2024

মৃত্যু তৃনমুল কর্মীর পরিারের পাসে মানবিক বিধায়ক বাইরন বিশ্বাস

09/06/2024

ভোট পরবর্তী হিংসায় বলি কংগ্রেস কর্মী।

একাধিক পুলিশ অফিসারদের রদবদল জঙ্গিপুর পুলিস জেলায় ..। কাকে কোন থানায় বদলী করা হলো?  তালিকা....
08/06/2024

একাধিক পুলিশ অফিসারদের রদবদল জঙ্গিপুর পুলিস জেলায় ..।
কাকে কোন থানায় বদলী করা হলো? তালিকা....

08/06/2024

অবাক শিশু।
গ্রিনিচ বুক অফ রেকর্ড শিশুর

08/06/2024

নব তৃনমুল ও পুরোনো তৃনমুল বিবাদ মাথা ফাটলো জনের

08/06/2024

রাম নবমীর মিছিলের দিন অবদি আমার জয় নিশ্চিত ছিল। আর কি বললেন.....

08/06/2024

নৃশংসভাবে টুকরো টুকরো করে স্ত্রীকে খুন করল স্বামী

08/06/2024

নব নির্বাচিত তৃনমুল সাংসদদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির কার্যকরি বৈঠক।।
08/06/2024

দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির কার্যকরি বৈঠক।।

ইলেকট্রিক শখ খেয়ে মৃত্যু হল এক বৃদ্ধর , এই ঘটনাকে ঘিরে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।      ঘটনাটি ঘটেছে হবিবপুর থ...
08/06/2024

ইলেকট্রিক শখ খেয়ে মৃত্যু হল এক বৃদ্ধর , এই ঘটনাকে ঘিরে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কানতুর্কা অঞ্চলের মুরালিপুর এলাকায় পরিবার সূত্রে জানা গেছে শনিবার সকালে বাড়িতে ফ্যান চালানোর জন্য তার জয়েন্ট করতে গিয়ে ইলেকট্রিক তারে সংস্পর্শে ইলেকট্রিক শক লাগে, পরিবারের লোক তড়িঘড়ি বৃদ্ধকে উদ্ধার করে বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে, মৃত বৃদ্ধর নাম খগেন বর্মন (৬০)
মৃত দেহটি হবিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Rahul Gandhi : লোকসভায় বিরোধী দলনেতা রাহুল !
08/06/2024

Rahul Gandhi : লোকসভায় বিরোধী দলনেতা রাহুল !

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহামানের জয়ে সাগরদিঘির গোবর্ধন ডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় উ...
08/06/2024

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহামানের জয়ে
সাগরদিঘির গোবর্ধন ডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় উৎসব।
উপস্থিত সাগরদিঘীর বিধায়ক (বাইরন বিশ্বাস)

মানবিক সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস।শোকাহত পরিবার কে সহানুভূতি..... 👇👇দুর্ঘটনায় মৃত্যু শিশু কন্যার, পরিবারের পাশে বিধ...
08/06/2024

মানবিক সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস।
শোকাহত পরিবার কে সহানুভূতি..... 👇👇
দুর্ঘটনায় মৃত্যু শিশু কন্যার, পরিবারের পাশে বিধায়ক বায়রন বিশ্বাস
: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ছয় বছরের এক শিশু কন্যার। শুক্রবার রাতে ঘটনায় শোকের ছায়া নেমে আসে সাগরদিঘি থানার বোখারা-১ অঞ্চলের বোখারা গ্রামে। আজ শনিবার দুপুরে মৃত ওই শিশু কন্যার বাড়ি যান সাগরদিঘি বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাস। সমবেদনা জানানোর পাশাপাশি বিধায়কের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন তিনি।

08/06/2024

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ির সামনে আত্মঘাতীর চেষ্টা প্রেমিকার।
প্রেম কাহিনী হার মানবে লাইলা- মজনু, সিরি ফারহার।।

Address

Murshidabad
742224

Alerts

Be the first to know and let us send you an email when M TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M TV News:

Videos

Share