25/12/2022
( ) উল্লেখ্য আজ অর্থাৎ (১৯ ডিসেম্বর, ২০২২) প্রকাশ করা হল বিবিন সাহিত্য পত্রিকা (১৪২৯, বইমেলা সংখ্যা)র অন্বেষণপত্র অর্থাৎ মনোনীত কবি, সাহিত্যিক ও শিল্পী তালিকা। এবারের সংখ্যায় যাঁরা যাঁরা নিজেদের সৃজন তুলে ধরেছেন। তাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। উল্লেখ্য যাঁদের লেখা মনোনীত হলো না, তাদেরকেও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিবিন মাসিক সাহিত্য পত্রিকার তরফে। মন খারাপ করবেন না প্লিজ, ছোট বড় সবাইকে বলছি। পরবর্তী সংখ্যার জন্যে নিজেদের সৃজনকে হাইলাইটস করুন। একই কথা প্রযোজ্য নির্দিষ্ট সময়ের পরে যাঁদের লেখা এসেছে, তারাও আশা হারাবেন না। সঙ্গে থাকুন পরবর্তী সংখ্যার জন্যে। উল্লেখ্য সংখ্যাগুলোর প্রতিটা পৃষ্ঠা রঙিন ও নতুন নতুন ভাবনার প্রতিফলন। আপনাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য।
আগামীদিন প্রকাশিত হবে পত্রিকার এবারের সংখ্যার প্রচ্ছদ। ২৫ ডিসেম্বর, ২০২২ প্রকাশিত হবে পত্রিকাটি। বিতরণ উপলব্ধ সরাসরি হাতে হাতে বা ডাক মারফত। উক্ত সংখ্যাটি সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন "পাঁচমিশালী কর্ণার এবং উইজমি ডিজিটাল সার্ভিস" ফেসবুক অফিশিয়াল পেজের ইনবক্সে (মেসেজ লিখুন)। স্বাগত সকলকে। .....................................................................
• পত্রিকার নাম : বিবিন সাহিত্য পত্রিকা।
• পত্রিকার ধরণ : রঙিন মাসিক।
• সংখ্যা : বইমেলা ১৪২৯।
• সম্পাদনা : উদিত কুমার বিশ্বাস।
• প্রচ্ছদ : একলব্য।
• ভাষা : বাংলা।
• বাইন্ডিং : পেপারব্যাক।
• প্রকাশকাল : ডিসেম্বর, ২০২২।
• প্রকাশনায় : উইজমি টাইমস্।
• ভারতীয় মুদ্রিত মূল্য : ৯৫/-
*******************************************
এবার আসি মনোনীত কবি, সাহিত্যিক ও শিল্পীর তালিকায়। নিম্নে প্রকাশ করা হলো নামগুলো :
০১. তাপস কুমার বর,
০২. উদিত কুমার বিশ্বাস,
০৩. সাগর শর্মা,
০৪. হরিহর বৈদ্য,
০৫. বৃত্তকলা মিত্র,
০৬. সু,
০৭. দু,
০৮. ডাঃ হর্ষময় মন্ডল,
০৯. অভিজিৎ দত্ত,
১০. নীহার রঞ্জন পাল,
১১. রঞ্জিত মল্লিক (কবিরুল),
১২. গোবিন্দ গোস্বামী,
১৩. রাজীব মন্ডল,
১৪. ডাঃ দিলীপ কুমার ভট্টাচার্য্য,
১৫. ফরমান সেখ,
১৬. রোকেয়া ইসলাম,
১৭. দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ,
১৮. হামিদুল ইসলাম,
১৯. নেভাদ্বীপ,
২০. ,
২১. শান্তনু ঘোষ,
২২. হাসানুজ্জামান হাসান,
২৩. ,
২৪. সুশান্ত কুমার মন্ডল,
২৫. শ্রীপ্রবোধ চক্রবর্তী,
২৬. সুব্রত চক্রবর্ত্তী,
২৭. ,
২৮. জয়শ্রী রায় মৈত্র,
২৯. তপন মাইতি,
৩০. সিরাজুল ইসলাম ঢালী,
৩১. প্রীতম সরকার,
৩২. ,
৩৩. ,
৩৪. সুমিতা চৌধুরী,
৩৫. ,
৩৬. ,
৩৭. দেবপ্রিয় দাশ।
::::::
আন্তরিক শুভেচ্ছাসহ
ধন্যবাদান্তে
সম্পাদক ও প্রকাশকদ্বয়
বিবিন ই-ম্যাগাজিন টিম
উইজমি টাইমস্
_________________________________________
Panchmishali Corner and WIZMI DIGITAL SERVICE Selling by Magazine :
::: Follow & Order Now Please :::
+91 93828 80584 & +91 8759759246 (Call/WhatsApp)
℗ 2022, Publisher by WIZMI TIMES
_______________________________________
WIZMI TIMES Published by Magazine :
::: Follow & Order Now Please :::
Panchmishali Corner & WIZMI Digital Service
🌞 Copyrights © 2022, BIBIN. This Content's Copyright Is Reserved. 🌞
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
__________________________________________