London Bichitra - লন্ডন বিচিত্রা

London Bichitra - লন্ডন বিচিত্রা মাসিক লন্ডন বিচিত্রা - প্রবাসী বাঙালিদের মুখপত্র

মা আমি চলে যাচ্ছি, ভালো থেকো ▪︎ ▪︎ ▪︎ প্রতি বছর দেশে আসার পর অনুষ্ঠান, বন্ধুদের সাথে দেখা-সাক্ষাত সহ ব্যবসায় অনেকটা সময...
17/12/2023

মা আমি চলে যাচ্ছি, ভালো থেকো ▪︎ ▪︎ ▪︎

প্রতি বছর দেশে আসার পর অনুষ্ঠান, বন্ধুদের সাথে দেখা-সাক্ষাত সহ ব্যবসায় অনেকটা সময় চলে যেত। এ বছর ছিল সম্পুর্ণ ব্যতিক্রম। গত ২৩ নভেম্বর দেশে আসার পর হতে আজ পর্যন্ত সবগুলো দিন মায়ের সাথেই কেটেছে। মাকেই সময় দিয়েছি। একটিবারও ঘর হতে বের হতে মন চায়নি।

আজ লন্ডনে ফিরে যাচ্ছি। আমার সকল বন্ধু, শুভাকাক্ষিদের সাথে দেখা হয়নি। প্রতিদিন অনুষ্ঠানের আমন্ত্রণ কড়জোড়ে না করেছিলাম। সকলের কাছে ক্ষমাপ্রার্থী। ইনশাআল্লাহ আগামী ৪/৫ মাস পর আবার দেখা হবে। হাতে অনেক সময় নিয়ে ফিরে আসব।

মা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। মহান আল্লাহ আমার মা, স্বজন, বন্ধু, শুভাকাক্ষিদের সুস্থ রেখো।

আল্লাহ হাফিজ। সকলের জন্য মঙ্গল কামনা করছি।

মাসিক লন্ডন বিচিত্রাডিসেম্বর সংখ্যা, ২০২৩
14/12/2023

মাসিক লন্ডন বিচিত্রা
ডিসেম্বর সংখ্যা, ২০২৩

মাসিক লন্ডন বিচিত্রাডিসেম্বর সংখ্যা।
11/12/2023

মাসিক লন্ডন বিচিত্রা
ডিসেম্বর সংখ্যা।

মাসিক লন্ডন বিচিত্রার গ্রাহক হোন!বার্ষিক গ্রাহক ফি (১২ সংখ্যা): ৫০ পাউন্ড মাত্র গ্রাহকদের জন্য সুবিধাবলি● মাসিক লন্ডন বি...
11/12/2023

মাসিক লন্ডন বিচিত্রার গ্রাহক হোন!
বার্ষিক গ্রাহক ফি (১২ সংখ্যা): ৫০ পাউন্ড মাত্র

গ্রাহকদের জন্য সুবিধাবলি

● মাসিক লন্ডন বিচিত্রা প্রকাশের পরপরই গ্রাহকদের ঠিকানায় পাঠানো হবে।
● সব গ্রাহককে ‘লন্ডন বিচিত্রা পাঠক ফোরাম’-এর সদস্য করা হবে এবং লন্ডন বিচিত্রায় ধারাবাহিকভাবে প্রত্যেকেরই ছবি ছাপানো হবে।
● লন্ডন বিচিত্রা আয়োজিত সব অনুষ্ঠানে গ্রাহকদের আমন্ত্রণ জানানো হবে।
● লন্ডন বিচিত্রায় বিজ্ঞাপনের নির্ধারিত রেট থেকে গ্রাহকদের জন্য ২০ শতাংশ কমে বিজ্ঞাপন ছাপানো হবে।

■ বার্ষিক গ্রাহক ফি (১২ সংখ্যা): ৫০ পাউন্ড মাত্র

নিচের অ্যাকাউন্টে নির্ধারিত পাউন্ড জমা দিয়ে ফরম পূরণ করতে হবে। এরপর ফরমের ছবি তুলে নিচের ই-মেইল অথবা মুঠোফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।

Bank details
Account Name: London Bichitra
Sort Code: 04 00 03
Account Number: 1147 4908
Monzo Bank
Ref. Your Name

মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের ভাবনা, মতামত ও প্রত্যাশারাবেয়া জামান জোৎস্নাকমিউনিটি সম্পাদক১৯৭১ সালের ডিসেম্বরে সূচনা...
11/12/2023

মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের ভাবনা, মতামত ও প্রত্যাশা

রাবেয়া জামান জোৎস্না

কমিউনিটি সম্পাদক

১৯৭১ সালের ডিসেম্বরে সূচনা হয় বাঙালি জাতির নবজীবনের। ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পরাভূত হয় পাকিস্তানি বাহিনী। আমরা পেয়েছি একটি লাল-সবুজের পতাকা, আমাদের কাঙ্ক্ষিত বিজয়। তাই বহু ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর- এই নয় মাসে দেশের অভ্যন্তরে যুদ্ধ করেছেন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা। অন্যদিকে বাইরে থেকে সক্রিয়ভাবে সাহায্য করেছেন সারা বিশ্বের প্রবাসী বাঙালিরাও। ওই সময় যুক্তরাজ্যপ্রবাসী বাঙালিরা পাকিস্তানিদের মর্মান্তিক নিপীড়নের চিত্র বিশ্বব্যাপী প্রচারের পাশাপাশি নানাভাবে মুক্তিযুদ্ধকে সাহায্য ও সহযোগিতা দিয়ে গেছেন।

বহু কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনায় হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে সবাইকে। মুক্তিযুদ্ধে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দের ভাবনা, মতামত ও প্রত্যাশা তুলে ধরা হল।

সম্পুর্ন রঙিন ৮৮ পৃষ্ঠা নিয়ে মাসিক  #লন্ডন_বিচিত্রা ডিসেম্বর সংখ্যা বের হয়েছে। আগামী ২০ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে মোড়ক...
08/12/2023

সম্পুর্ন রঙিন ৮৮ পৃষ্ঠা নিয়ে মাসিক #লন্ডন_বিচিত্রা ডিসেম্বর সংখ্যা বের হয়েছে। আগামী ২০ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হবে।

বিজয় দিবস সংখ্যায় দেশ বিদেশের সর্বশেষ সংবাদ, ফিচার, প্রবন্ধ, সাহিত্য পাতা নিয়ে সাজানো হয়েছে। রয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন।

আপনার কপির জন্য যোগাযোগ করুন।

24/11/2023

আনোয়ার শাহজাহানের সম্পাদনায় নতুন রূপে আবারও প্রকাশিত হলো মাসিক লন্ডন বিচিত্রা

নতুন সাজে নতুন আঙ্গিকে প্রকাশিত হলো মাসিক লন্ডন বিচিত্রা। যুক্তরাজ্যের লন্ডন থেকে ১৯৯৬ সালের জানুয়ারিতে প্রথম প্রকাশিত হয় ম্যাগাজিনটি। এরপর তিন বছরের পথচলায় শুধু যুক্তরাজ্য নয়, বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে প্রবাসী বাংলাদেশিদের কাছে বাংলাদেশ ও প্রবাসের অন্যতম সেতুবন্ধ হয়ে ওঠে এটি। গুণে-মানে ও সাহিত্য সম্ভারে সমৃদ্ধ ম্যাগাজিনটি ১৯৯৯ সালে নানা কারণে বন্ধ হয়ে গেলেও ২০২৩ সালের নভেম্বর মাসে সম্পূর্ণ নতুন রূপে আবারও প্রকাশিত হলো মাসিক লন্ডন বিচিত্রা।

গত ১৯ নভেম্বর রবিবার ম্যাগাজিনটির নভেম্বর সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
লন্ডন বাংলা প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বিচিত্রার সম্পাদক, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। কমিউনিটি সম্পাদক রাবেয়া জামান জোৎস্নার পরিচালনায় লন্ডন বিচিত্রার নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম অহিদ আহমদ, ইউকে-বাংলা প্রেসক্লা‌বের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি, দর্পণ টিভির চেয়ারম্যান রহমত আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ মোস্তাফা, লন্ডন বাংলা প্রেসক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সায়েম চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার এবং দ্য এডিটর নিউজ পোর্টালের সম্পাদক আহাদ চৌধুরী বাবু, ঢাকাদক্ষিণ প্রবাসীকল্যাণ সমিতির সভাপতি দেলওয়ার আহমদ শাহান, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার এবং গ্লোবাল টিভির হেড অব প্রোডাকশন সাংবাদিক নজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, সাংবাদিক মো: বদরুজ্জামান বাবুল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মোস্তফা মিয়া, আইঅনটিভির চিফ রিপোর্টার চৌধুরী মুরাদ, বাংলাভাষী নিউজ পোর্টালের সম্পাদক অলিউর রহমান খান, সাংবাদিক সাইফ রিজভী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন কানাডার সভাপতি এম জয়নাল আবেদিন জামিল, কবি ও কমিউনিটি সংগঠক আমির খসরু, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইউকের উপদেষ্টা ইকবাল চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, এনটিভি ইউরোপ এর চীফ রিপোর্টার কয়েস আহমদ রুহেল, হাওয়া টিভির সিইও কিশোয়ার এনাম লিটন, কবি তাসনুভা সোমা, কমিউনিটি সংগঠক মঞ্জু আরা খাতুন মনি, স্থপতি কামরুল আহবাব টিপু, সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস এর কোষাধ্যক্ষ মুনসাত চৌধুরী, মিসেস বি রিভা, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন লেবু, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস রোমান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সালেহ আহমদ, সংগঠক দেলোয়ার হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা বলেন, “বর্তমানে দেশে ও বিদেশে হাজারো বাংলা ম্যাগাজিনের মধ্যে লন্ডন বিচিত্রা তার গ্রহণযোগ্যতার মাধ্যমে পাঠকপ্রিয় হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। আমি ম্যাগাজিনটির পাশে থাকব সব সময়।”
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম অহিদ আহমদ বলেন, “একসময়ের সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন লন্ডন বিচিত্রা আবারও নতুন আঙ্গিকে ফিরে এসেছে। এটি শুধু লন্ডনপ্রবাসীদের জন্য নয়, সারা বিশ্বের বাংলাভাষীদের জন্য অন্যতম মুখপত্র হয়ে উঠবে বলে আমি মনে করি।”

ইউকে-বাংলা প্রেসক্লা‌বের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী বলেন, “বর্তমানে সঠিক তথ্য পরিবেশন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং শৈল্পিক কারুকার্যমন্ডিত ম্যাগাজিনের যথেষ্ট অভাব রয়েছে। আশা করছি, লন্ডন বিচিত্রা সেই জায়গা পূরণ করতে বলিষ্ঠ ভ‚মিকা রাখবে।”

সম্পাদক আনোয়ার শাহজাহান বলেন, “দীর্ঘ প্রায় দুই যুগ পর লন্ডন বিচিত্রা আবারও পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আগামী দিনে ম্যাগাজিনটির অব্যাহত পথচলায় আপনাদের সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

আনোয়ার শাহজাহানের সম্পাদনায় নতুন রূপে আবারও প্রকাশিত হলো মাসিক লন্ডন বিচিত্রা নতুন সাজে নতুন আঙ্গিকে প্রকাশিত হলো মাসিক ...
22/11/2023

আনোয়ার শাহজাহানের সম্পাদনায় নতুন রূপে আবারও প্রকাশিত হলো মাসিক লন্ডন বিচিত্রা

নতুন সাজে নতুন আঙ্গিকে প্রকাশিত হলো মাসিক লন্ডন বিচিত্রা। যুক্তরাজ্যের লন্ডন থেকে ১৯৯৬ সালের জানুয়ারিতে প্রথম প্রকাশিত হয় ম্যাগাজিনটি। এরপর তিন বছরের পথচলায় শুধু যুক্তরাজ্য নয়, বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে প্রবাসী বাংলাদেশিদের কাছে বাংলাদেশ ও প্রবাসের অন্যতম সেতুবন্ধ হয়ে ওঠে এটি। গুণে-মানে ও সাহিত্য সম্ভারে সমৃদ্ধ ম্যাগাজিনটি ১৯৯৯ সালে নানা কারণে বন্ধ হয়ে গেলেও ২০২৩ সালের নভেম্বর মাসে সম্পূর্ণ নতুন রূপে আবারও প্রকাশিত হলো মাসিক লন্ডন বিচিত্রা।

গত ১৯ নভেম্বর রবিবার ম্যাগাজিনটির নভেম্বর সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
লন্ডন বাংলা প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বিচিত্রার সম্পাদক, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। কমিউনিটি সম্পাদক রাবেয়া জামান জোৎস্নার পরিচালনায় লন্ডন বিচিত্রার নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম অহিদ আহমদ, ইউকে-বাংলা প্রেসক্লা‌বের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি, দর্পণ টিভির চেয়ারম্যান রহমত আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ মোস্তাফা, লন্ডন বাংলা প্রেসক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সায়েম চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার এবং দ্য এডিটর নিউজ পোর্টালের সম্পাদক আহাদ চৌধুরী বাবু, ঢাকাদক্ষিণ প্রবাসীকল্যাণ সমিতির সভাপতি দেলওয়ার আহমদ শাহান, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার এবং গ্লোবাল টিভির হেড অব প্রোডাকশন সাংবাদিক নজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, সাংবাদিক মো: বদরুজ্জামান বাবুল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মোস্তফা মিয়া, আইঅনটিভির চিফ রিপোর্টার চৌধুরী মুরাদ, বাংলাভাষী নিউজ পোর্টালের সম্পাদক অলিউর রহমান খান, সাংবাদিক সাইফ রিজভী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন কানাডার সভাপতি এম জয়নাল আবেদিন জামিল, কবি ও কমিউনিটি সংগঠক আমির খসরু, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইউকের উপদেষ্টা ইকবাল চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, এনটিভি ইউরোপ এর চীফ রিপোর্টার কয়েস আহমদ রুহেল, হাওয়া টিভির সিইও কিশোয়ার এনাম লিটন, কবি তাসনুভা সোমা, কমিউনিটি সংগঠক মঞ্জু আরা খাতুন মনি, স্থপতি কামরুল আহবাব টিপু, সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস এর কোষাধ্যক্ষ মুনসাত চৌধুরী, মিসেস বি রিভা, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন লেবু, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস রোমান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সালেহ আহমদ, সংগঠক দেলোয়ার হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা বলেন, “বর্তমানে দেশে ও বিদেশে হাজারো বাংলা ম্যাগাজিনের মধ্যে লন্ডন বিচিত্রা তার গ্রহণযোগ্যতার মাধ্যমে পাঠকপ্রিয় হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। আমি ম্যাগাজিনটির পাশে থাকব সব সময়।”
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম অহিদ আহমদ বলেন, “একসময়ের সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন লন্ডন বিচিত্রা আবারও নতুন আঙ্গিকে ফিরে এসেছে। এটি শুধু লন্ডনপ্রবাসীদের জন্য নয়, সারা বিশ্বের বাংলাভাষীদের জন্য অন্যতম মুখপত্র হয়ে উঠবে বলে আমি মনে করি।”

ইউকে-বাংলা প্রেসক্লা‌বের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী বলেন, “বর্তমানে সঠিক তথ্য পরিবেশন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং শৈল্পিক কারুকার্যমন্ডিত ম্যাগাজিনের যথেষ্ট অভাব রয়েছে। আশা করছি, লন্ডন বিচিত্রা সেই জায়গা পূরণ করতে বলিষ্ঠ ভ‚মিকা রাখবে।”

সম্পাদক আনোয়ার শাহজাহান বলেন, “দীর্ঘ প্রায় দুই যুগ পর লন্ডন বিচিত্রা আবারও পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আগামী দিনে ম্যাগাজিনটির অব্যাহত পথচলায় আপনাদের সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

মাসিক লন্ডন বিচিত্রা আমার চোখে প্যারিসের সৌন্দর্য মোহাম্মদ সালাহ উদ্দিন
21/11/2023

মাসিক লন্ডন বিচিত্রা

আমার চোখে প্যারিসের সৌন্দর্য
মোহাম্মদ সালাহ উদ্দিন

মাসিক লন্ডন বিচিত্রার গ্রাহক হোন*গ্রাহকদের জন্য সুবিধাবলি*● মাসিক লন্ডন বিচিত্রা প্রকাশের পরপরই গ্রাহকদের ঠিকানায় পাঠানো...
21/11/2023

মাসিক লন্ডন বিচিত্রার গ্রাহক হোন

*গ্রাহকদের জন্য সুবিধাবলি*
● মাসিক লন্ডন বিচিত্রা প্রকাশের পরপরই গ্রাহকদের ঠিকানায় পাঠানো হবে।
● সব গ্রাহককে ‘লন্ডন বিচিত্রা পাঠক ফোরাম’-এর সদস্য করা হবে এবং লন্ডন বিচিত্রায় ধারাবাহিকভাবে প্রত্যেকেরই ছবি ছাপানো হবে।
● লন্ডন বিচিত্রা আয়োজিত সব অনুষ্ঠানে গ্রাহকদের আমন্ত্রণ জানানো হবে।
● লন্ডন বিচিত্রায় বিজ্ঞাপনের নির্ধারিত রেট থেকে গ্রাহকদের জন্য ২০ শতাংশ কমে বিজ্ঞাপন ছাপানো হবে।

*গ্রাহক ফি*:
*এক বছরের জন্য* (১২ সংখ্যা): *৫০ পাউন্ড*।

নিচের অ্যাকাউন্টে নির্ধারিত পাউন্ড জমা দিয়ে আপনার পুরো নাম, যোগাযোগ ঠিকানা এবং ফোন নম্বর আমাদের ইমেইল করুন অথবা মুঠোফোন নম্বরে যোগাযোগ করুন।

*Business Bank details*
Account Name: London Bichitra
Sort Code: 04 00 03
Account Number: 1147 4908
Monzo Bank
Ref. Your Name

Mobile no: 07957 981636
Email: [email protected]

20/11/2023

নতুন রূপে আবারও প্রকাশিত হলো মাসিক লন্ডন বিচিত্রা

মাসিক লন্ডন বিচিত্রানভেম্বর সংখ্যার বিশেষ প্রতিবেদন।
19/11/2023

মাসিক লন্ডন বিচিত্রা
নভেম্বর সংখ্যার বিশেষ প্রতিবেদন।

১৯ নভেম্বর মাসিক  #লন্ডন_বিচিত্রা নভেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন।মাসিক লন্ডন বিচিত্রার গ্রাহক হোনগ্রাহকদের জন্য সুবিধাবলি:...
18/11/2023

১৯ নভেম্বর মাসিক #লন্ডন_বিচিত্রা
নভেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন।

মাসিক লন্ডন বিচিত্রার গ্রাহক হোন

গ্রাহকদের জন্য সুবিধাবলি:
● মাসিক লন্ডন বিচিত্রা প্রকাশের পরপরই গ্রাহকদের ঠিকানায় পাঠানো হবে।
● সব গ্রাহককে ‘লন্ডন বিচিত্রা পাঠক ফোরাম’-এর সদস্য করা হবে এবং লন্ডন বিচিত্রায় ধারাবাহিকভাবে প্রত্যেকেরই ছবি ছাপানো হবে।
● লন্ডন বিচিত্রা আয়োজিত সব অনুষ্ঠানে গ্রাহকদের আমন্ত্রণ জানানো হবে।
● লন্ডন বিচিত্রায় বিজ্ঞাপনের নির্ধারিত রেট থেকে গ্রাহকদের জন্য ২০ শতাংশ কমে বিজ্ঞাপন ছাপানো হবে।

গ্রাহক ফি
● এক বছরের জন্য (১২ সংখ্যা): ৪০ পাউন্ড
● দুই বছরের জন্য (২৪ সংখ্যা): ৭৫ পাউন্ড
● তিন বছরের জন্য (৩৬ সংখ্যা): ১০০ পাউন্ড

নিচের অ্যাকাউন্টে নির্ধারিত পাউন্ড জমা দিয়ে ফরম পূরণ করতে হবে। এরপর ফরমের ছবি তুলে নিচের ই-মেইল অথবা মুঠোফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।

Bank details
Account Name: London Bichitra
Sort Code: 04 00 03
Account Number: 1147 4908
Monzo Bank
Ref. Your Name

Please fill the form

Full Name:
Postal Address:
Email:
Mobile Number:
Payment Date:
Payment Amount:

Please contact

Monthly London Bichitra
Unit - 102 Greatorex Business Centre, 8-10 Greatorex Street, London, E1 5NF

Mobile no: 07957 981636
Email: [email protected]

মাসিক লন্ডন বিচিত্রার সম্পাদক, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শরিফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউক...
17/11/2023

মাসিক লন্ডন বিচিত্রার সম্পাদক, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শরিফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকে।

মাসিক লন্ডন বিচিত্রার সম্পাদক, লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহানের জন্ম দিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কমনওয়েলথ জার্নাল...
17/11/2023

মাসিক লন্ডন বিচিত্রার সম্পাদক, লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহানের জন্ম দিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমদ, বর্তমান ইসি সদস্য আহাদ চৌধুরী বাবু, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির এবং বিশ্ব বাংলা নিউজ ২৪ এর সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান।

১৬ নভেম্বর ২০২৩
ফেইথ প্রিন্টি, লন্ডন।

মাসিক লন্ডন বিচিত্রায় বিজ্ঞাপন দিনআপনার প্রতিষ্ঠান কিংবা পণ্যের প্রসারে আমরা সাহায্য করবো।বিজ্ঞাপনের মূল্য তালিকা।
17/11/2023

মাসিক লন্ডন বিচিত্রায় বিজ্ঞাপন দিন

আপনার প্রতিষ্ঠান কিংবা পণ্যের প্রসারে আমরা সাহায্য করবো।

বিজ্ঞাপনের মূল্য তালিকা।

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল এর ১২৫ বছর পূর্তিএবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত।বিস্তা...
11/11/2023

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল এর ১২৫ বছর পূর্তিএবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত।

বিস্তারিত পড়ুন
মাসিক লন্ডন বিচিত্রা'র নভেম্বর সংখ্যা।

সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ভিপি খসরুজ্জামান খসরু। বিস্তারিত পড়ুন মাসিক লন্ডন বিচি...
10/11/2023

সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ভিপি খসরুজ্জামান খসরু।

বিস্তারিত পড়ুন
মাসিক লন্ডন বিচিত্রা'র নভেম্বর সংখ্যা।

সিলেট ৬ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চান লন্ডন প্রবাসী ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।বিস্তারিত পড়ুন মাসিক লন্ডন বিচিত্রা'র ন...
10/11/2023

সিলেট ৬ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চান লন্ডন প্রবাসী ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।

বিস্তারিত পড়ুন
মাসিক লন্ডন বিচিত্রা'র
নভেম্বর সংখ্যা।

হার্ট ফেইলিউর কেন হয়? কী করবেন?মাসিক লন্ডন বিচিত্রা নভেম্বর সংখ্যা
10/11/2023

হার্ট ফেইলিউর কেন হয়?
কী করবেন?

মাসিক লন্ডন বিচিত্রা
নভেম্বর সংখ্যা

লন্ডনে বাংলাদেশের প্রথম দুতাবাস। গবেষণামূলক এই প্রবন্ধটি লিখেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, লেখক ও গবেষক নবা...
10/11/2023

লন্ডনে বাংলাদেশের প্রথম দুতাবাস।
গবেষণামূলক এই প্রবন্ধটি লিখেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, লেখক ও গবেষক নবাব উদ্দিন।

মাসিক লন্ডন বিচিত্রা
নভেম্বর সংখ্যা।

মাসিক লন্ডন বিচিত্রা'র নভেম্বর সংখ্যা বের হয়েছে। আগামী ১৯ নভেম্বর লন্ডন বাংলা প্রেসক্লাবে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিক ভাবে...
09/11/2023

মাসিক লন্ডন বিচিত্রা'র নভেম্বর সংখ্যা বের হয়েছে। আগামী ১৯ নভেম্বর লন্ডন বাংলা প্রেসক্লাবে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হবে।

সম্পুর্ন রঙিন ৮৪ পৃষ্ঠার ম্যাগাজিনের দাম রাখা হয়েছে ৩পাউন্ড। ব্রিটেনে যারা ডাকযোগে লন্ডন বিচিত্রা নভেম্বর সংখ্যা পেতে চান তাঁরা £5.00 PayPal অথবা Bank একাউন্টে জমা করে আমাদের সাথে যোগাযোগ করুন।

PayPal ID: [email protected]

Bank details:
A/C Name. LONDON BICHITRA
Sort code: 04 00 03
Account Number: 1147 4908

মাসিক লন্ডন বিচিত্রা সাহিত্য পাতা নভেম্বর সংখ্যা।
09/11/2023

মাসিক লন্ডন বিচিত্রা সাহিত্য পাতা
নভেম্বর সংখ্যা।

Address

Unit/102 Greatorex Business Centre, 8-10 Greatorex Street
London
E15NF

Website

Alerts

Be the first to know and let us send you an email when London Bichitra - লন্ডন বিচিত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other London media companies

Show All