15/03/2024
শুভ জন্মদিন কবি হাসান আলীম : ভালোবাসায় বেঁচে থাকুন
সাঈদ চৌধুরী
আশির দশকের কবি ও গল্পকার হাসান আলীমের জন্মদিন আজ। লেখক-জীবনের শুরুতেই সাড়া জাগিয়েছেন তিনি নতুন কাব্যপথ ও পদ্ধতিতে। দৃঢ়পায়ে হেঁটে এসেছেন তার নিজস্বতা দিয়ে, সাহিত্যের যথাযোগ্য মানে ও মর্যাদায়। স্থান করে নিয়েছেন বাংলা সাহিত্যের শীর্ষদের কাতারে।
গণমানুষের ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ হাসান আলিম বৈচিত্র্যময় কাব্য রচনায় নান্দনিকতার পরিচয় দিয়েছেন। মধ্যবিত্ত ও নাগরিক জীবনের সুখ-দু:খ তার সাহিত্যচিন্তায় ব্যাপকভাবে উপস্থিত। যাপিত জীবন ও সমাজ বাস্তবতায় তার কাব্যশরীর পরিপুষ্ট। তার গল্প ও কবিতা দারুণভাবে জীবনঘনিষ্ঠ এবং গান ও নাটকে আধুনিক শিল্পসত্তার পরিচয় সুচিহ্নিত।
হাসান আলীম সাহিত্য আলোচনা ও সমাজ বিশ্লেষণেও সমধিক খ্যাত। আবৃত্তি করেন দারুণ উচ্চারণে। বিটিভি, এনটিভি, আরটিভি, দিগন্ত টিভি, ইসলামিক টিভিতে কবিতা আবৃত্তি ও টক শোতে দর্শক নন্দিত।
হাসান আলীম পাঠকপ্রিয় গ্রন্থকার। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, কবিতা- ১. শ্বাপদ অরণ্যে অগ্নিশিশু (১৯৮৩), ২. নিঃসঙ্গ নিলয় (১৯৮৭), ৩. মৃগনীল জোছনা (১৯৯০), ৪. সবুজ গম্বুজের ঘ্রাণ (১৯৯১), ৫. তোমার উপমা (১৯৯৪), ৬. ডানাঅলা অট্টালিকা (১৯৯৭), ৭. যে নামে জগত আলো (১৯৯৮,১৯৯৯) , ৮. কাব্য মোজেজা (২০০০), ৯. কোথায় রাখি এ অলঙ্কার (২০০৩), ১০. দ্রাবিড় বাংলায় (২০০৫), ১১. হৃদয়ে রেখেছি যারে (২০০৫), ১২. দাও সে সোনারগাঁও (২০০৯), ১৩. বৃষ্টিমুখর চোখ (২০০৯), ১৪. অদৃশ্য অনলে জ্বলে সোনার স্বদেশ (২০১০) , ১৫. কিউব কবিতা ও অন্য চাঁদ (২০১৬), ১৬. একটি চেয়ারের গল্প (২০১৯), ১৭. আমাকে ভিজিয়ে দাও (২০২০), ১৮. আকাশের অজগর (২০২১), ১৯. আমি এক জলময়ূর (২০২২) , ২০. ফানাফিল্লা (২০২৩), ২১. ছু মন্ত্র সরল অংক (২০২৩), ২২. এ কেমন অবাধ্য প্রহর (২০২৩)।
ছড়া ও কিশোর কবিতা- ১. পান্না সোনা মান্না (২০০৪), ২. কচি কাঁচার ছড়া (২০০৭), ৩. কিশোর কলি (২০০৭), ৪. অন্ধঘোড়া (২০১৩), ৫. লাল জোনাকি চাঁদ সোনা কি (২০১৬), ৬. ছোট্টপাখি চন্দনা (২০১৮), ৭. নতুন ছন্দের ছড়া (২০২৩)।
অন্যান্য- ১.কাব্যসমগ্র (২০০৮), ২.নির্বাচিত ছড়া (২০২০), সঙ্গীত- ১.গীতি নির্ঝর (২০২২), গল্পগ্রন্থ- ১. সোনার খাঁচা (১৯৯৭),২. সত্যের গল্প (২০০৭), গবেষণা গ্রন্থ- ১. কাব্যচিন্তা (১৯৯৯), ২.ছন্দবিজ্ঞান ও অলঙ্কার (২০০৭,২০১৮,২০২৩), ৩. ফররুখ আহমদের কাব্য প্রকৃতি ও শিল্পসম্ভার (২০০৯), ৪.কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নন্দনতত্ত্ব (২০২০), 5. Aesthetic Essence of The Rebel by Kazi Nazrul Islam (2021), সমালোচনা গ্রন্থ- ১. নব্বই দশকের কবিতা : প্রত্যাশার নীলাকাশ (২০০২), ২.কুসুমে বসবাস (২০০৩), ৩.আশির দশক জ্যোতি জোছনার কবিকণ্ঠ(২০০৩), ৪.আল মাহমুদের পাশফেরা (২০২৩) বিজ্ঞান কল্পকাহিনী- ১. টাইম জিনের তেলেসমাতি (২০০০), নাটক- ১. জ্বলছে হৃদয় (১৯৯৫)।
সম্পাদনা- আশির দশকের নির্বাচিত কবিতা(২০০৯), সম্পাদনা গ্রন্থ- ১.আশির দশক নির্বাচিত কবিতা (২০০৯), রসুল (সঃ) কে নিবেদিত কবিতা (২০০৫), হামদ নাত কবিতা সন্ধ্যা (২০০৩), সম্পাদিত পত্রিকা- আরাফাত ডাইজেস্ট (১৯৯০), ২.নাট্যমঞ্চ (১৯৯৭), ৩.ফুটলাইট (২০০১-২০০৩), ৪. স্বদেশ ৫.সংস্কৃতি (২০০১-২০০৩), ৬.অনুপম (২০০১-২০০২), সহসম্পাদনাঃ সাহিত্য সংস্কৃতি(১৯৯২-২০১১)।
দেশ-বিদেশে আমার প্রিয় লেখকদের অন্যতম কবি হাসান আলীম, গণমানুষের দোওয়া ও ভালোবাসায় আপনি শতায়ু হোন। আমীন।