Media Mohol Ltd

Media Mohol Ltd media service provider Media Mohol - an independent news network and marketing solutions provider

16/06/2024
03/05/2024
03/05/2024

নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব নিলেন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী

সাঈদ চৌধুরী

লিয়াকত শাহ ফরিদী একজন চিন্তক, সাংবাদিক ও শিক্ষাবিদ। বৃহস্পতিবার (২ মে ২০২৪) তিনি নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইতিপূর্বে বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সেখানে অনেক দক্ষতা ও সাফল্য দেখিয়েছেন।

বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন সাংবাদিক মহিউদ্দিন শীরু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এমএ ডিগ্রিধারী শীরু ভাই ছিলেন একাধারে লেখক, শিক্ষাবিদ ও সংগঠক। তবে সার্বজনীন ভাবে সাংবাদিক হিসেবেই পরিচিতি লাভ করেছিলেন। সিলেট প্রেসক্লাবে আমি ও ফরিদী যখন সদস্য হই, তখন শীরু ভাই ছিলেন সাধারণ সম্পাদক। বর্ণিল জীবন বোধের অধিকারী মহিউদ্দিন শীরু বহুমাত্রিক গুণ সম্পন্ন মানুষ ছিলেন। তিনি আমাদের খুবই স্নেহ করতেন। শিক্ষাক্ষেত্রে সম্পৃক্ত হতে উৎসাহিত করতেন।

তখন একই জানালা দিয়েই আমরা জগৎ দেখেছি। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষাঙ্গনে অবদান রাখতে চেয়েছি। ১৯৯৩ সালে প্রতিষ্ঠা লগ্নে লিয়াকত শাহ ফরিদী বালাগঞ্জ কলেজে যোগ দিলেন। আমি ১৯৯৬ সালে সিলেটে ইংরেজি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে একটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করি।

আমার শিক্ষা কার্যক্রম, পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি অবহিত হয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন শহরের জিন্দাবাজার কাজী ম্যানশনের সত্তাধিকার ও এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট কাজী এনাম উদ্দিন আহমদ। তিনি তার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী কয়সর জাহান-সহ আরো ক‘জনকে সাথে রাখার অনুরোধ করেন। এভাবে আস্তে আস্তে আমাদের আরো বন্ধুরা সম্পৃক্ত হন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বিবিআইএস)। প্রথম বছরেই জিসিএসই পর্যন্ত ক্লাস চালু হয় এবং ব্রিটিশ কাউন্সিলে ৯০+ মার্ক করেছে আমাদের শিক্ষার্থী। প্রতিষ্ঠাতা রেক্টর হিসেবে এটা ছিল আমার জন্য সত্যিই আনন্দের ও সৌভাগ্যের। বিবিআইএস এখন নিজস্ব ক্যাম্পাস সম্বলিত খ্যাতিমান কলেজে রূপ লাভ করেছে।

এদিকে ২০১১ সালে লিয়াকত শাহ ফরিদী ভাইস-প্রিন্সিপাল হয়ে বালাগঞ্জ কলেজের প্রশাসনিক ক্ষেত্রেও নান্দনিক সৌকর্য সৃষ্টি করেছেন। ২০১৩ সালে প্রিন্সিপাল হিসেবে উন্নীত হয়ে শীরু ভাই’র সার্থক উত্তরাধিকারী হলেন। ২০১৮ সালে কলেজটি সরকারি হওয়ার পরও তিনি সেখানে অধ্যক্ষ ছিলেন। সে হিসেব বালাগঞ্জ সরকারি কলেজের তিনি হলেন প্রথম অধ্যক্ষ।

ফরিদী সাংবাদিকতার ক্ষেত্রেও শীরু ভাই’র সাপ্তাহিক গ্রাম সুরমায় যুক্ত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যোগ্যতার সাথে সাংবাদিকতা করেছেন। তিনি দৈনিক যুগভেরী, আজকের সিলেট ও দৈনিক সবুজ সিলেট স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া ২০১৪ থেকে ২০১৭ ডেইলি সিলেট ডটকম’র সম্পাদক, ২০১৭ থেকে ২০১৮ দৈনিক শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক ছিলেন।

বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও ব্যুরো চিফ লিয়াকত শাহ ফরিদী ১৯৯৩-১৯৯৭ সালে দৈনিক বাংলা, ১৯৯৮ সালে দৈনিক মানবজমিন, ১৯৯৯ সালে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ১৯৯৯-২০০৪ সালে দৈনিক যুগান্তর, ২০০৫-২০১০ সালে দৈনিক সমকাল, ২০১১-২০১২ সালে দ্য ইন্ডিপেন্ডেন্ট, ২০১২-২০১৪ সালে দৈনিক বর্তমান সিলেট-সহ অনেক জাতীয় দৈনিকে প্রতিনিধি বা ব্যুরো চিফ হিসেবে কাজ করেছেন। মাঝে মধ্যে দুর্দান্ত রিপোর্ট করে জাতীয়ভাবে খ্যাতি কুড়িয়েছেন। লোকসংস্কৃতি গবেষণা ও কাব্যচর্চায় নিবেদিতপ্রাণ ফরিদী এক সময় সাহিত্যের ছোটকাগজ নির্ব্যাজ সম্পাদনা করেছেন।

একজন ভালো সংগঠক হিসেবে লিয়াকত শাহ ফরিদী সাংবাদিকতার নৈতিকতা ও মানদণ্ড রক্ষায় বিশেষ অবদান রেখেছেন। তিনি সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার 'এথিকস' মানা এবং ক্লাব সদস্যদের নৈতিকতা বিরোধী কাজ থেকে বিরত রাখার ব্যাপারে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন।

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ফকিরাবাদ গ্রামে শাহ ইরফান আলী ও বেগম সালেহা খানের গর্বিত সন্তান লিয়াকত শাহ ফরিদী একজন শান্ত সৌম মানুষ। চলাফেরায় বেশ পরিপাটি। মুখে সদা হাস্যরস লেগেই থাকে। তার কল্যাণীয়া স্ত্রী সুলতানা রাবিয়া জুবেরী সিলেট সদরের শাহ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। তাদের চার সন্তান যথাক্রমে ফারহীন শাহ ফরিদী রিদি, ফাবলিহা শাহ ফরিদী রিচি, রাফি রাকায়েত শাহ ফরিদী ও রাহি রোবায়েত শাহ ফরিদী।

একজন চিন্তক, সাংবাদিক ও শিক্ষাবিদ লিয়াকত শাহ ফরিদী বৃহস্পতিবার নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান কালে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কার্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে এই যোগদান নর্থইস্ট ইউনিভার্সিটির আগামীকে সমৃদ্ধ করবে এবং পরীক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থায় নতুন মাত্রা সৃষ্টি হবে বলেই আমার বিশ্বাস।

https://shomoy24.co.uk/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/

28/04/2024

জীবনের গল্প | ব্রিলিয়ান্ট এঙ্গেলসাঈদ চৌধুরীর সাথে একান্ত আলাপচারিতায় ইকবাল আহমদ ওবিই ফিল্ম: এইচ আল বান্নাপ্রত....

28/04/2024

জীবনের গল্প | ব্রিলিয়ান্ট এঙ্গেলসাঈদ চৌধুরীর সাথে একান্ত আলাপচারিতায় ইকবাল আহমদ ওবিইফিল্ম: এইচ আল বান্নাপ্রত.....

10/04/2024

ঈদ মোবারক আসসালাম ।। সাঈদ চৌধুরী

ঘরে ঘরে আনন্দ আজ, নেইকো চোখে নিদ
ঈদ এসেছে মিষ্টি হেসে, রামাদ্বানের ঈদ।

চাঁদের ভেলায় তারার মেলায় জুড়ায় প্রাণ
আতর-আগর খুশবুতে ঈদ অফুরান।

সিয়াম শেষে আকাশেতে ফুটেছে চাদের হাসি
এসো নবীন-প্রবীণ সবাই ঈদ আনন্দে ভাসি।

সব ভেদাভেদ ভুলে আমরা হব একাকার
প্রানে প্রানে বইবে মোদের খুশির জুয়ার।

ঈদের বাণী সবাই জানি সাম্যের কালাম
ঈদ মোবারক আসসালাম। আসসালাম।

07/04/2024
07/04/2024
07/04/2024
15/03/2024

Song : Allahu Allahu, Singer : Mosiur Rahman, Lyrics : Sayed Chowdhury, Tune : Mosiur RahmanRecord Label : Margin Rhythm Studio, Composer : Masum Billah, Vid...

15/03/2024

শুভ জন্মদিন কবি হাসান আলীম : ভালোবাসায় বেঁচে থাকুন

সাঈদ চৌধুরী

আশির দশকের কবি ও গল্পকার হাসান আলীমের জন্মদিন আজ। লেখক-জীবনের শুরুতেই সাড়া জাগিয়েছেন তিনি নতুন কাব্যপথ ও পদ্ধতিতে। দৃঢ়পায়ে হেঁটে এসেছেন তার নিজস্বতা দিয়ে, সাহিত্যের যথাযোগ্য মানে ও মর্যাদায়। স্থান করে নিয়েছেন বাংলা সাহিত্যের শীর্ষদের কাতারে।

গণমানুষের ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ হাসান আলিম বৈচিত্র্যময় কাব্য রচনায় নান্দনিকতার পরিচয় দিয়েছেন। মধ্যবিত্ত ও নাগরিক জীবনের সুখ-দু:খ তার সাহিত্যচিন্তায় ব্যাপকভাবে উপস্থিত। যাপিত জীবন ও সমাজ বাস্তবতায় তার কাব্যশরীর পরিপুষ্ট। তার গল্প ও কবিতা দারুণভাবে জীবনঘনিষ্ঠ এবং গান ও নাটকে আধুনিক শিল্পসত্তার পরিচয় সুচিহ্নিত।

হাসান আলীম সাহিত্য আলোচনা ও সমাজ বিশ্লেষণেও সমধিক খ্যাত। আবৃত্তি করেন দারুণ উচ্চারণে। বিটিভি, এনটিভি, আরটিভি, দিগন্ত টিভি, ইসলামিক টিভিতে কবিতা আবৃত্তি ও টক শোতে দর্শক নন্দিত।

হাসান আলীম পাঠকপ্রিয় গ্রন্থকার। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, কবিতা- ১. শ্বাপদ অরণ্যে অগ্নিশিশু (১৯৮৩), ২. নিঃসঙ্গ নিলয় (১৯৮৭), ৩. মৃগনীল জোছনা (১৯৯০), ৪. সবুজ গম্বুজের ঘ্রাণ (১৯৯১), ৫. তোমার উপমা (১৯৯৪), ৬. ডানাঅলা অট্টালিকা (১৯৯৭), ৭. যে নামে জগত আলো (১৯৯৮,১৯৯৯) , ৮. কাব্য মোজেজা (২০০০), ৯. কোথায় রাখি এ অলঙ্কার (২০০৩), ১০. দ্রাবিড় বাংলায় (২০০৫), ১১. হৃদয়ে রেখেছি যারে (২০০৫), ১২. দাও সে সোনারগাঁও (২০০৯), ১৩. বৃষ্টিমুখর চোখ (২০০৯), ১৪. অদৃশ্য অনলে জ্বলে সোনার স্বদেশ (২০১০) , ১৫. কিউব কবিতা ও অন্য চাঁদ (২০১৬), ১৬. একটি চেয়ারের গল্প (২০১৯), ১৭. আমাকে ভিজিয়ে দাও (২০২০), ১৮. আকাশের অজগর (২০২১), ১৯. আমি এক জলময়ূর (২০২২) , ২০. ফানাফিল্লা (২০২৩), ২১. ছু মন্ত্র সরল অংক (২০২৩), ২২. এ কেমন অবাধ্য প্রহর (২০২৩)।

ছড়া ও কিশোর কবিতা- ১. পান্না সোনা মান্না (২০০৪), ২. কচি কাঁচার ছড়া (২০০৭), ৩. কিশোর কলি (২০০৭), ৪. অন্ধঘোড়া (২০১৩), ৫. লাল জোনাকি চাঁদ সোনা কি (২০১৬), ৬. ছোট্টপাখি চন্দনা (২০১৮), ৭. নতুন ছন্দের ছড়া (২০২৩)।

অন্যান্য- ১.কাব্যসমগ্র (২০০৮), ২.নির্বাচিত ছড়া (২০২০), সঙ্গীত- ১.গীতি নির্ঝর (২০২২), গল্পগ্রন্থ- ১. সোনার খাঁচা (১৯৯৭),২. সত্যের গল্প (২০০৭), গবেষণা গ্রন্থ- ১. কাব্যচিন্তা (১৯৯৯), ২.ছন্দবিজ্ঞান ও অলঙ্কার (২০০৭,২০১৮,২০২৩), ৩. ফররুখ আহমদের কাব্য প্রকৃতি ও শিল্পসম্ভার (২০০৯), ৪.কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নন্দনতত্ত্ব (২০২০), 5. Aesthetic Essence of The Rebel by Kazi Nazrul Islam (2021), সমালোচনা গ্রন্থ- ১. নব্বই দশকের কবিতা : প্রত্যাশার নীলাকাশ (২০০২), ২.কুসুমে বসবাস (২০০৩), ৩.আশির দশক জ্যোতি জোছনার কবিকণ্ঠ(২০০৩), ৪.আল মাহমুদের পাশফেরা (২০২৩) বিজ্ঞান কল্পকাহিনী- ১. টাইম জিনের তেলেসমাতি (২০০০), নাটক- ১. জ্বলছে হৃদয় (১৯৯৫)।

সম্পাদনা- আশির দশকের নির্বাচিত কবিতা(২০০৯), সম্পাদনা গ্রন্থ- ১.আশির দশক নির্বাচিত কবিতা (২০০৯), রসুল (সঃ) কে নিবেদিত কবিতা (২০০৫), হামদ নাত কবিতা সন্ধ্যা (২০০৩), সম্পাদিত পত্রিকা- আরাফাত ডাইজেস্ট (১৯৯০), ২.নাট্যমঞ্চ (১৯৯৭), ৩.ফুটলাইট (২০০১-২০০৩), ৪. স্বদেশ ৫.সংস্কৃতি (২০০১-২০০৩), ৬.অনুপম (২০০১-২০০২), সহসম্পাদনাঃ সাহিত্য সংস্কৃতি(১৯৯২-২০১১)।

দেশ-বিদেশে আমার প্রিয় লেখকদের অন্যতম কবি হাসান আলীম, গণমানুষের দোওয়া ও ভালোবাসায় আপনি শতায়ু হোন। আমীন।

11/07/2021

বাংলাদেশের প্রধান কবি আল মাহমুদের ৮৫তম জন্মবার্ষিকীতে আলোচনা‘

07/07/2021

শুভ্র কাশফুল, দিগন্ত জোড়া সবুজ আর সুনীল আকাশ। আশ্বিনের সকালে প্রকৃতি যেন অনন্য রূপ লাভ করেছে। বাড়ির কোনে বাঁশের ছ....

https://molakat.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8...
02/07/2021

https://molakat.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf/

কবি জাকির আবু জাফরের ৫০তম জন্মদিন। বাংলা কাব্য ভুবনে কবি জাকির আবু জাফরের আবির্ভাব নব্বই দশকে। সম্পূর্ণ আলাদা মে...

Address

38-44 Whitechapel Road
London
E11JX

Alerts

Be the first to know and let us send you an email when Media Mohol Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other News & Media Websites in London

Show All