লন্ডন বাংলা স্কুল নিয়ে রানার টিভির বিশেষ প্রতিবেদন। অসংখ্য ধন্যবাদ আবু সালেহ মোহাম্মদ মাসুম ভাই।
গাজায় বোমা হামলা বন্ধের দাবিতে লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে লক্ষ লক্ষ মানুষের মিছিল -১১ নভেম্বর ২০২৩
গোলাপগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন। বুধবারীবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং পশ্চিম আমুড়া ইউনিয়ন রানার্সআপ
বিপুল সংখ্যক ফুটবলপ্রেমি দর্শকের উপস্থিতিতে চতুর্থবারের মতো গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টে ইউকে'র উদ্যোগে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
গত ২৪ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রবাসী গোলাপগঞ্জি সহ বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে পশ্চিম আমুড়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বুধবারীবাজার ইউনিয়ন। এ খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল বাছির। তৃতীয়স্থান নির্ধারনী খেলায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নকে হারিয়ে তৃতীয়স্থান অর্জন করে ভাদেশ্বর ইউনিয়ন। এ খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো হা
বাংলাদেশি-অধ্যুষিত পূর্ব লন্ডনে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বিকাশে বাংলা স্কুল প্রতিষ্ঠার করেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে
বাংলাদেশি-অধ্যুষিত পূর্ব লন্ডনে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বিকাশে বাংলা স্কুল প্রতিষ্ঠার করেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে
লন্ডনে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান পালনের উদ্যোগ। প্রবাসীদের মতবিনিময় সভায় সার্বিক সহযোগিতার আহব্বান।
বিস্তারিত দেখুন চৌধুরী মুরাদের রিপোর্টে-
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে'র মতবিনিময় সভা শেষে মিডিয়ার সাথে কথা বলছেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী কমিটির যুগ্ম আহ্বায়ক, লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান।
আরডেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রার্থী আনোয়ার শাহজাহান
যুক্তরাজ্য ও বার্লিনের (জার্মান) খ্যাতনামা আরডেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন আরডেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন বাংলাদেশের আনোয়ার শাহজাহান। আজ ১০ জুলাই থেকে ১২ জুলাই ৩দিন ব্যাপিচূড়ান্ত পর্বের ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
আরডেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে আনোয়ার শাহজাহান গতকাল একটি টুইট করেছেন। তিনি লিখেছেন "স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার পথ দেখায়। এ রকম স্বপ্ন নিয়েই আরডেন ইউনিভার্সিটির স্টুডেন্ট খ। যিনি নির্বাচিত হবেন, তাঁকে এই ৫টি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে।
আনোয়ার শাহজাহান বাংলাদেশ এবং প্রবাসে একজন লেখক, সাংবাদিক এবং সংগঠক হিসেব
#আজ_ভোট, চলবে ১২ জুলাই পর্যন্ত
আরডেন ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর নির্বাচনে লেখক- সাংবাদিক আনোয়ার শাহজাহান প্রেসিডেন্ট প্রার্থী। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস এবং জার্মানির বার্লিন ক্যাম্পাসের ১৭ হাজারেরও বেশি শিক্ষার্থীরা #Unitu ওয়েবসাইটে গিয়ে Arden ইউনিভার্সিটির ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ভোট ১২জুলাই রাত (UK time) ১১.৫৯ পর্যন্ত অনলাইনে দেয়া যাবে।
ভোটের লিংক:
https://arden.unitu.co.uk/elections/index/995
Polls open:
10 July 12.01am to 12 July 11.59pm
বিস্তারিত
https://www.prothomalony.com/news/5552
Vote ANWAR SHAHJAHAN For Arden University Student Association President
A Vote for Anwar is Vote for
● Trusted Leadership and Transparency
● Student's Welfare
● Focus On Post Graduate Employability
● Catering Financial and Mental Needs
Polls Open: 10 -12 July 2023
Make Your Vote Count
https://arden.unitu.co.uk/elections/index/995
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন নিয়ে বিশেষ রিপোর্ট।
লন্ডনের ইস্টহাম সেন্ট্রাল পার্কে IonTv বৈশাখী মেলা ২০২৩
একযুগ পূর্তি উপলক্ষে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ।
গোলাপগঞ্জ টু শ্রীমঙ্গল।
যুক্তরাজ্যে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
শুদ্ধ উচ্চারণ ও শিশু কিশোরদের কুরআন চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ব্রিটেনে প্রথমবারের মত কেরাত প্রতিযোগিতার আয়োজন করে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। গত ১০ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস হলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ফাইনাল মুল পর্বে ৯জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান ও অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপলার অ্যান্ড লাইম হাউজ আসনের এমপি আফসানা বেগম, ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার নাছিম আলী ওবিই, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী। কেরাত প্রতিযোগিতায় বিচ
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার আহবান জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির চৌধুরী শাফি এলিম। তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ করে যাচ্ছে। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষাকে আরো আধুনিক, উন্নত ও বিজ্ঞানসম্মত করতে শুধু সাধারণ শিক্ষা নয়, কারি
সিলেটে আন্তর্জাতিকমানের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও নার্সিং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করতে চাই
বিশিষ্ট ধনাঢ্য ও বরেণ্য ব্যক্তি ডা. কালী প্রদীপ চৌধুরী বলেছেন, বাংলাদেশ আমার মা, সিলেট আমার মা। আমার মাকে সম্মান এবং ভালোবাসার প্রতিদান দেয়ার জন্যই আমি সিলেটে আন্তর্জাতিকমানের মানের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই।
গত ৬মার্চ রবিবার পূর্ব লন্ডনের দ্য রয়েল রিজেন্সি হলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এসোসিয়েশন (বিআইএ)- এর উদ্যোগে সিলেটে আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে আলোচনা এবং সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি ডা. কালী প্রদীপ চৌধুরী আরো বলেন, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুধু স্বপ্ন নয়, এটা আমার জীবনের বিরাট একটা চ্যালেঞ্জ।
সংগঠনের সিনিয়র সভাপতি ড. আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা আন
কিয়েভে ঋষি সুনাক, ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস
লন্ডনে স্টুডেন্ট রিক্রুটমেন্ট,
সিলেট কেন টার্গেট ?
বেশি সময় কাজ করার শর্তে নারাজ কয়েক শ কর্মী, হঠাৎ বন্ধ টুইটার অফিস
হিস্ট্রি অ্যান্ড হেরিটেইজ অব গোলাপগঞ্জ এর মোড়ক উন্মোচন
গত ৫ সেপ্টেম্বর লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান রচিত হিস্ট্রি অ্যান্ড হেরিটেইজ অব গোলাপগঞ্জ এর মোড়ক করা হয়েছে। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য আয়োজিত ১০ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ডা. হাফিজ উদ্দীন আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, হোসনে আরা মতিন, গবেষক ফারুক আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর সভাপতি ময়নূর রহমান বাবুল, সাধারণ সম্পাদক একেএম আব্দুল্লাহ, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, ট্রেজারার বদরুল আলমবাবুল,