Majharul Sohan

Majharul Sohan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Majharul Sohan, Publisher, London.

19/10/2024

Stop Genocide in Palestine ! Stand beside the people of Palestine!

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলিমদের সমর্থনে আমি আছি। আপনারা আছেন তো? স্বশরীরে ফিলিস্তিনে গিয়ে মুসলিম ভাই/...
19/10/2024

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলিমদের সমর্থনে আমি আছি। আপনারা আছেন তো?

স্বশরীরে ফিলিস্তিনে গিয়ে মুসলিম ভাই/বোনদের জন্য কিছু করতে না পারলেও কিয়ামতে অন্তত এতটুকু আল্লাহর কাছে বলতে পারবো তো মুসলিমদের পক্ষে নিজের অবস্থান থেকে মাজলুম মুসলমানদের পক্ষে প্লাগার্ড হাতে নিয়ে দাড়িয়ে ছিলাম।

১৯ অক্টোবর, ২০২৪

15/09/2024

ভিনদেশীরা সাধারণত সৌখিনতার জন্য আনন্দ উপভোগ্য হিসেবে প্রত্যেক বাড়িতেই কম বেশি কুকুরকে লালনপালন করে থাকে।কিন্তু ভিনদেশীর সাথে কবুতরের এমন খুনসুটি দেখার এ এক অন্যরকম দৃশ্য। তাইতো এক ঝাক কবুতরের সমারোহ দেখে আনন্দঘন মুহুর্তটি ক্যামেরা বন্দি না করে পারলাম না।
(১২ সেপ্টেম্বর,২০২৪)

যুক্তরাজ্যের ওয়েলস্ এর কার্ডিফ থেকে
-মাজহারুল সোহান

21/03/2024

আমরা গতানুগতিক ভাবে মানুষের সত্ত্বাগত দিক বিবেচনা না করে যে কাউকে ভালো কিংবা খারাপ হিসেবে অভিহিত করে থাকি। তাই কিছু মানুষের মানবিকতা বাহ্যিক দৃষ্টিতে তেমন ভাবে পরিলক্ষিত হয় না। ভালো এবং খারাপ এর সংমিশ্রণেই
প্রত্যেকটা ক্ষেত্র গঠিত। কিছু সময় অপ্রতিকার ঘটনার কারণে মানুষ পেশার সমালোচনা করে।কিন্তু বিবেক দিয়ে উভয় দিক বিবেচনা করলে মানুষের সত্ত্বাগত মানবিক দিকও পরিস্ফুটিত হয়।

আজ যাচ্ছিলাম কলেজ রোড সংলগ্ন পার্ক বাজার রোডের কাছ দিয়ে।কিছুটা সময় দাড়াতে গিয়ে হঠাৎই লক্ষ্য করে আনুমানিক ৯০ উর্ধ বয়সী এক বৃদ্ধা লাঠি হাতে নিয়ে দাড়িয়ে থাকা অটোরিকশা গুলোর কাছে আসছে।

কৌতূহলবশত বৃদ্ধাকে কি করে সেইটা দেখার জন্য আমিও দাড়িয়ে যাই। কিন্তু পরক্ষণেই দেখি এক পুলিশ ভাই টাঙ্গাইল ট্রাফিক বিভাগের এগিয়ে এসে বলছে মুরব্বি আপনে কোথায় যাবেন? বৃদ্ধা স্পষ্ট ভাবে না কথা বলতে পারলেও বুঝায় সে বেবিস্ট্যান্ড এর দিকে যাবে।

তখন ট্রাফিক নিয়ন্ত্রণে দাড়িয়ে থাকে পুলিশ ভাইটি বৃদ্ধাকে গন্তব্যে পৌঁছে দিয়ে কয়েকটা রিকশাওয়ালাকে বলে। প্রতি উত্তরে রিকশাওয়ালাগুলো কেউ জীর্ণ শীর্ন দেহের বৃদ্ধাকে গন্তব্যে পৌঁছে দিতে রাজি হয় না।তখন পুলিশ ভাইটি বলে উনাকে পৌছে দেন ভাড়া যা হয় আমি দিবো।তবুও কেউ রাজি হয় না।এক পর্যায়ে একটা রিকসাওয়ালা বৃদ্ধাটাকে তার গন্তব্যে পৌঁছে দিতে রাজি হয়।

তখন আমি দাড়িয়ে অবলোকন করতে থাকি পুলিশ ভাইটি বৃদ্ধার হাতে থাকা পোটলা টি নিজে নিয়ে বৃদ্ধাকে রিকশায় উঠতে সহায়তা করে সেই সাথে নিজের মানিব্যাগ থেকে রিকশাওয়ালাকে গন্তব্যে পৌঁছে দিতে ভাড়া বের করে দেয়।
অকপটে আমি আমার মোবাইল বের করে পুলিশ ভাইটির ভিডিও ধারণ করে নেই।

বর্তমান সময়ে আমরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকি।আরেকজনকে সহযোগিতা করার সময় কই আমাদের??
শুধু ভাবতে শুরু করি টাঙ্গাইল ট্রাফিক বিভাগের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আনোয়ার ভাই এর মতো মানবিক মানুষ গুলোর উছিলায় হয়তো আল্লাহ পৃথিবীতে আমাদের মতো পাপী বান্দাদের অস্তিত্ব এ-ই পৃথিবীতে এখনো টিকিয়ে রেখেছেন। প্রত্যেকটা সেক্টরেই যে এক জন করে মানবিক আনোয়ার ভাই দরকার।তবেই আমাদের পৃথিবীটা হয়ে উঠবে সুন্দর। মন থেকে শ্রদ্ধা রইলো প্রিয় আনোয়ার ভাই❤️😊

- মাজহারুল সোহান

বি:দ্র: নাম এবং Rank Badge দেখে নিশ্চিত হই তিনি পুলিশের এএসআই

Address

London

Opening Hours

9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Majharul Sohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Publishers in London

Show All