Stop Genocide in Palestine ! Stand beside the people of Palestine!
ভিনদেশীরা সাধারণত সৌখিনতার জন্য আনন্দ উপভোগ্য হিসেবে প্রত্যেক বাড়িতেই কম বেশি কুকুরকে লালনপালন করে থাকে।কিন্তু ভিনদেশীর সাথে কবুতরের এমন খুনসুটি দেখার এ এক অন্যরকম দৃশ্য। তাইতো এক ঝাক কবুতরের সমারোহ দেখে আনন্দঘন মুহুর্তটি ক্যামেরা বন্দি না করে পারলাম না।
(১২ সেপ্টেম্বর,২০২৪)
যুক্তরাজ্যের ওয়েলস্ এর কার্ডিফ থেকে
-মাজহারুল সোহান
আমরা গতানুগতিক ভাবে মানুষের সত্ত্বাগত দিক বিবেচনা না করে যে কাউকে ভালো কিংবা খারাপ হিসেবে অভিহিত করে থাকি। তাই কিছু মানুষের মানবিকতা বাহ্যিক দৃষ্টিতে তেমন ভাবে পরিলক্ষিত হয় না। ভালো এবং খারাপ এর সংমিশ্রণেই
প্রত্যেকটা ক্ষেত্র গঠিত। কিছু সময় অপ্রতিকার ঘটনার কারণে মানুষ পেশার সমালোচনা করে।কিন্তু বিবেক দিয়ে উভয় দিক বিবেচনা করলে মানুষের সত্ত্বাগত মানবিক দিকও পরিস্ফুটিত হয়।
আজ যাচ্ছিলাম কলেজ রোড সংলগ্ন পার্ক বাজার রোডের কাছ দিয়ে।কিছুটা সময় দাড়াতে গিয়ে হঠাৎই লক্ষ্য করে আনুমানিক ৯০ উর্ধ বয়সী এক বৃদ্ধা লাঠি হাতে নিয়ে দাড়িয়ে থাকা অটোরিকশা গুলোর কাছে আসছে।
কৌতূহলবশত বৃদ্ধাকে কি করে সেইটা দেখার জন্য আমিও দাড়িয়ে যাই। কিন্তু পরক্ষণেই দেখি এক পুলিশ ভাই টাঙ্গাইল ট্রাফিক বিভাগের এগিয়ে এসে বলছে মুরব্বি আপনে কোথায় যাবেন? বৃদ্ধা স্পষ্ট ভাবে না কথা বলতে পারল