মোঃ সানা উল্লাহ আল সাকিব

মোঃ সানা উল্লাহ আল সাকিব সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন?

26/03/2024

প্রতিশোধ নেওয়ার মতো ছোটলোক যেমন আমি নই! তেমনি মাফ করে দেওয়ার মতো বড় মনও আমার নেই! আমি সবটুকুর নালিশ শুধু একজনের কাছেই জানাই! যার কাছে সবকিছুর হিসেব থাকে! যে সবকিছু জানে, তার বিচারে কেউ ছাড় পায় না!❤️

24/03/2024
21/03/2024
20/03/2024
একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক...
18/03/2024

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!
একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!
ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!
বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!
আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, Tawhid Afridi বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

Good night everyone
30/11/2023

Good night everyone

সাকিবের স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সে নিজেও আমেরিকার গ্রিন কার্ড ধারী, এবং তার সন্তানদের জন্মসূত্রে বাংলাদেশী না ব...
27/11/2023

সাকিবের স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সে নিজেও আমেরিকার গ্রিন কার্ড ধারী, এবং তার সন্তানদের জন্মসূত্রে বাংলাদেশী না বানানোর জন্য আমেরিকাতেই জন্ম দিয়েছেন,

এটাতেই স্পষ্টভাবে বোঝা যায় যে নিজ দেশের প্রতি তার আস্থা কতটুক,

এখন তিনি চাচ্ছেন এই দেশের রাজনৈতিক নেতা হতে, তিনি কি আসলেই নেতা হতে চান ,নো নেভার অর্থ উপার্জনের একটা লাইসেন্স ধারী ফ্যাক্টরি খুলতে চান, নিজের দেশটাকে শুধু ব্যবসায়ীক কারখানাই পরিণত করবে এটা জাতির কাছে স্পষ্ট,

এই ধরনের দেশপ্রেমিকের হাতে বার বার দেশটাকে তুলে দেওয়া খুবই দুঃখজনক, এসব ভন্ড দেশ প্রেমিককে দিয়ে কোন মঙ্গল হতে পারেনা অসম্ভব..

মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান দুইটা ভিন্ন জিনিস ব্যক্তিত্বের দিক থেকে আকাশ আর পাতাল ব্যবধান..

ব্যক্তি সাকিবকে আমার কোনদিনও ভালো লাগেনি ...

26/11/2023
- সাকিব আল হাসানের তিন ফরম্যাটের সেঞ্চুরির সংখ্যা ১৪টি- মুশফিকুর রহিমের তিন ফরম্যাটের সেঞ্চুরি ১৫ টি- মাহমুদুল্লাহ রিয়াদ...
09/10/2023

- সাকিব আল হাসানের তিন ফরম্যাটের সেঞ্চুরির সংখ্যা ১৪টি

- মুশফিকুর রহিমের তিন ফরম্যাটের সেঞ্চুরি ১৫ টি

- মাহমুদুল্লাহ রিয়াদের তিন ফরম্যাটের সেঞ্চুরির সংখ্যা ৮টি

- লিটন দাসের তিন ফরম্যাটের সেঞ্চুরির সংখ্যা ৭টি

- সৌম্য সরকারের তিন ফরম্যাটের সেঞ্চুরির সংখ্যা ৩টি

- মোহাম্মদ আশরাফুলের তিন ফরম্যাটের সেঞ্চুরির সংখ্যা ৯টি

- শাহরিয়ার নাফিসের তিন ফরম্যাটের সেঞ্চুরির সংখ্যা ৫টি

এবং তামিম ইকবালের শুধুমাত্র ODI ক্রিকেটের সেঞ্চুরির সংখ্যা ১৪ টি

এবং আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে বাংলাদেশের পক্ষে তামিম ইকবালের সেঞ্চুরির সংখ্যা ২৪টি। তাঁর ধারে কাছে নেই বাংলাদেশের আর কোন ব্যাটসম্যান!
💔😢

Tamim Iqbal 👑🇧🇩🔥

04/10/2023

দেশের জন্য আমরা সবাই এক। মাঠে বা মাঠের বাইরে থেকে, বিজয়ের স্বপ্ন বুকে ধারণ করে আওয়াজ তোলা হোক আরও একবার। আমরা বিশ্বাস করি, স্বপ্ন ও সাহস থাকলে সব সম্ভব!
Tamim Iqbal 🤝 Shakib Al Hasan

কস্টে চোঁখের পানি যিনি বুকে জমিয়ে রেখে বরফ তৈরী করেন , উনি Tamim Iqbal | যার কাছে সততা বড় | মিথ্যার আশ্রয় নেই | লোভ যাকে...
29/09/2023

কস্টে চোঁখের পানি যিনি বুকে জমিয়ে রেখে বরফ তৈরী করেন , উনি Tamim Iqbal | যার কাছে সততা বড় | মিথ্যার আশ্রয় নেই | লোভ যাকে স্পর্শ করে না | যার MP হওয়ার শখ নেই | যার কষ্টে তিনি নিজে হাসেন অথচ দেশ কাঁদে | সালাম আপনাকে | দেশ এবং আল্লাহ আপনাকে সময়মত অনেক উচ্চ সম্মানীত স্থানে বসাবে ইনশাআল্লাহ ❤️

এখনো সময় আছে তামিম ইকবালকে ক্যাপ্টেন্সি দিয়ে,এবং মাহমুদুল্লাহকে দলে ফিরিয়ে, সাথে চন্ডিকা হাতুুরুসিং কে বাদ দিয়ে দেশি ক...
12/09/2023

এখনো সময় আছে তামিম ইকবালকে ক্যাপ্টেন্সি দিয়ে,এবং মাহমুদুল্লাহকে দলে ফিরিয়ে, সাথে চন্ডিকা হাতুুরুসিং কে বাদ দিয়ে দেশি কোচ সালাউদ্দিনকে সাথে নিয়ে বিশ্বকাপে যাওয়া উচিত! ইনশাল্লাহ সাফল্য অবশ্যই আসবে! 🇧🇩✊

Tamim Iqbal #বাংলাদেশ #তামিম #ক্রিকেট

13/08/2023

মা ❤️

মা এখনও অংক বোঝে না,

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,

অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না!?
😥😥😥

28/07/2023

আমি কখনো আমার বাবা মাকে জড়িয়ে ধরি নি। আমি কখনো তাদের বলিনি আমি তোমাদের ভালবাসি। হয়তো এটা আমার কাছে ল!জ্জা'র। কিন্তু আমার রব জানেন আমি তাদের কতটা ভালোবাসি! গো! প'নে তাদের জন্য কতটা দোয়া করি!

মহান আল্লাহর কাছে আমার একটাই চাওয়া আমি যেন তাদের সকল ইচ্ছা ও পাওয়া পূরন করতে পারি!”

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অপহরণের ২৩ ঘণ্টা পর শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাতের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২...
28/07/2023

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অপহরণের ২৩ ঘণ্টা পর শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাতের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া যায়।

নিহত ফারিহা জান্নাত টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার সানা উল্লাহর মেয়ে। সে হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার নুরানী বিভাগের ৩য় শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির সামনে রাস্তা থেকে অপহরণ করা হয়েছিল ফারিহা জান্নাতকে।

ফারিহার বাবা ছানা উল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তা থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে আমার মোবাইল ফোনে ০১৮৪৬৪৫৫৫০৫ নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি আমি দ্রুত চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি’।

মরদেহ উদ্ধারের পর টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘বৃহস্পতিবার রাতে হ্নীলায় মাদ্রাসা পড়ুয়া ফারিহা জান্নাত নামে এক শিশু অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছিলাম। তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছিল। আজ সন্ধ্যায় অপহৃত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে’।

Welcome back captain Tamim Iqbal 🇧🇩🔥❤️
07/07/2023

Welcome back captain Tamim Iqbal 🇧🇩🔥❤️

এইটার জন্য কে দায়ী.....ধিক্কার জানাই ঘৃণা অক্করে তাদের।
06/07/2023

এইটার জন্য কে দায়ী.....
ধিক্কার জানাই ঘৃণা অক্করে তাদের।

29/06/2023

আসসালামু আলাইকুম
দেশ এবং বিদেশ সকল প্রবাসী ভাই-বোনদেরকে জানাই
Eid mubarak 🕌🌃

রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় নাআপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক আর ভালোবাসাIf you have a blood relationship, y...
27/06/2023

রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় না
আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক আর ভালোবাসা

If you have a blood relationship, you can't be yourself.
To be yourself, you need soul relations and love

14/04/2023

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি
একটু পড়েই দেখুন না। সুবহানাল্লাহ

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,

بَينَمَا أنا سَأُحَاسِبُ عَليها

অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,

القَلِيلُ والكَثِيرُ.....النَقِيرُ والقَطمِيرُ......

ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)

وَإن أَوَّلَ ما مَوتِي هو اِسمِي !!!!

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!

لِذَلكَ عِنْذَما يَمُوتُ سَيَقُولُونَ عَنِّي أَينَ "الجُنَّةُت"...؟

কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”?

وَلَن يَنَادُونِي بَاِسمِي....

কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,

وَعِندَما يُرِيدُونَ الصَّلاةَ عَلَيَّ سِيَقُلُونَ اُحْضُرُوا "الجَنَازَةَ" !!!

যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,

وَلَن يُنَادُونِي يِاسْمِي ....!

তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!

وَعِندَما يَشْرَعُونَ بِدَفنِي سَيَقُولُونَ قَرِّبُوا المَوتَ وَلَنْ يَذكُرُوا اِسمِي ....!

আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না…!

لِذَلِكَ لَن يَغُرَّنِي نَسبِي وَلا قَبِيلَتِي وَلَن يَغُرَّنِي مَنْصَبِي وَلا شَهرَتِي ....

এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,

فَمَا أَتْفَهُ هَذِهِ الدُّنْيَا وَمَا أَعْظَمَ مُقَلِّبُونَ عَليهِ .....

এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়…

فَيا أَيُّهَا الحَيُّ الآنَ ..... اِعْلَمْ أَنَّ الحُزْنَ عَليكَ سَيَكُونُ على ثَلَاثَةٍ أَنْواعٍ:

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,

1ــ النَّاسُ الَّذِينَ يَعْرِفُونَكَ سَطْحَيّاً سَيَقُولُونَ مِسْكِينٌ

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,

2ــ أَصْدِقَاؤُكَ سَيَحْزُنُونَ سَاعَات أَو أَيَّامَاً ثُمَّ يَعُودُونَ إِلَى حَدِيثِهِم بَلْ وَضَحِكَهُم.....

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসিঠাট্টাতে মত্ত হয়ে যাবে,

3ــ الحُزْنُ العَمِيقُ فِي البَيْتِ سَيَحْزُنُ أَهْلِكَ أُسْبُوعاً.... أُيسْبُوعَينِ شَهراً ....شَهرَينِ أَو حَتَّى سَنَةً وَبَعْدَهَا سَيَضْعُونَكَ فِي أَرْشِيفِ الذَّكَرِيّاتِ !!!

৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!

اِنْتَهَتْ قِصَّتُكَ بَينَ النَّاسِ وَبَدَأَتْ قِصَّتُكَ الحَقِيْقِيّةِ وَهِيَ الآخِرةُ ....

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,

لَقدْ زَالَ عِندَكَ:

তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):

1ــ الجَمَالُ

১. সৌন্দর্য্য

2ــ والمَالُ

২. ধনসম্পদ

3ــ والصَحَّةُ

৩. সুস্বাস্থ্য

4ــ والوَلَدُ

৪. সন্তান-সন্তদি

5ــ فَارقَت الدَّور

৫. বসতবাড়ি

6ــ القُصُورُ

৬. প্রাসাদসমূহ

7ــ الزَوجُ

৭. জীবনসঙ্গী

وَلَمْ يَبْقِ إِلَّا عَمَلُكَ

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,

وَبَدَأَتِ الحَيَاةُ الحَقِيقَيَّةُ

শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,

وَالسُّؤَالُ هُنا : ماذا أَعْدَدْتَ لِلقُبَرِكَ وَآخِرَةَكَ مِنَ الآنَ ؟؟؟

আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

هَذِهِ حَقِيقَةٌ تَحْتَاجُ إلى تَأمَّلٍ

*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,*

لِذَلِكَ أحرصُ عَلى :

এজন্য ‍তুমি যত্নবান হও,

1ــ الفَرَائِضِ

১. ফরজ ইবাদতগুলোর প্রতি

2ــ النَّوَافِلِ

২. নফল ইবাদতগুলোর প্রতি

3ــ صَدَقَةُ السِّرِّ

৩. গোপন সাদাকাহ’র প্রতি

4ــ عَمَلُ الصَّلِحِ

৪. ভালো কাজের প্রতি

5ــ صَلاةُ اللَّيلِ

৫. রাতের নামাজের প্রতি

لَعَلَّكَ تَنْجُو....

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….

إِنْ سَاعَدْتَ عَلى تَذْكِيرِ النَّاسِ بِهَذِهِ المُقَالَةِ وَأنتَ حَيُّ الآنَ سَتَجِدُ أَثَرَ تَذكِيرِكَ في مِيزَانِكَ يَومَ القِيامَةِ بِإِذْنِ اللهِ .....

এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,

قال الله تَعالى : ((فَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ المُؤمِنِينَ))

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

لِمَاذَا يَخْتَارُ المَيِّتِ "الصَّدَقَةَ لو رَجَعَ للدُّنيا....

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

كَمَا قَالَ تَعَالى: ((رَبِّ لَو لا أَخَّرْتَنِي إلى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ....))

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))

ولَمْ يَقُلْ :

তারা বলবে না,

لِأعتَمَرَ

উমরাহ পালন করতাম,

أو لِأُصَلَّي

অথবা, সালাত আদায় করতাম,

أو لِأصُومُ

অথবা, রোজা রাখতাম,

قالَ العُلَماءُ : ما ذَكَرَ المَيِّتُ الصَّدَقَةَ إلا لِعَظِيمِ مَا رَأى مِن أَثَرِها بَعدَ مَوتِهِ

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,

فَأَكْثِرُوا مِنَ الصَّدَقَةِ وَمِن أَفضَلِ ما تَتَصَدَّقُ بِهِ الآنَ 10 ثَوَان مِنْ وَقْتِكَ لِنشَرِ هذا الكَلامَ بِنِيَّةِ النَّصْحِ فَالكَلمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ.

আর, গুরুত্ববহ এই সাদাকাহ’র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।
-সংগৃহীত।

02/04/2023

আয়ারল্যান্ড ভয়ংকর দল বলেই সাকিব লিটনকে আইপিএলের এনওসি দেওয়া হয়নি, বলেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।

* নির্বাচকের চিন্তায় বিসিবির ভাবনার প্রকাশ থাকবে বা তারাও ক্রিকেট বোর্ডের মত মুখস্ত কথাবার্তা বলবে সেটাই স্বাভাবিক; এই কারণে কেউ যখন মিনহাজুল আবেদিন নান্নুকে গালি দেয় কিংবা তার পরিবর্তন চায়, তখন আমি মনে মনে হাসি কেননা নান্নুর বদলে রাম শ্যাম যদু মধু আলা ভোলা যাকেই আনেন না কেনো, ও সব একই হবে; এটা পরীক্ষিত সত্য। আপনি দেশের বিভিন্ন পর্যায়ে যদি তাকান তাহলেই বুঝে যাবেন, নান্নুকে বাদ দিয়ে যাকেই প্রধান নির্বাচন করা হোক, তিনিও নান্নুর চাইতে খুব একটা ভালো কিছু হবেন না, ওই একই রকম ঘটনাই চলতে থাকবে।

02/04/2023

একটা সুন্দর মোনাজাত!
সবাই একবার হলেও এরকম মোনাজাত করবেন

ইয়া আল্লাহ!!নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করুন, আমার বাবা মা সহ পৃথিবীর সকলের বাবা মা কে সুস্থ ও হেফাজতে রাখুন,কাছের মানুষদের সবসময় হাসিখুশি ও সুস্থ রাখুন, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।সকলের মনের নেক আশা পূরণ করুন।

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।
আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।
আমীন!'

30/03/2023

চলুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ধন্যবাদ দেই, সাথে বিসিবির প্রশংসাও করি, শুনে যান;

যারা এই পোস্ট পড়বেন এবং বাংলাদেশ ক্রিকেটসহ দেশের অন্যান্য খবরও পড়েন বা জানার চেষ্টা করেন; তারা আমার লেখাটা নিজের মতো করে একটু যাচাই করে দেখবেন, সেই অনুরোধ রইলো। যদি মনে করেন অপ্রাসঙ্গিক কিছু লিখেছি, তাহলেও কমেন্ট করতে ভুল করবেন না প্লিজ!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর একজন সাংবাদিক কারাগারে। কি সংবাদ, ঘটনচক্র বা প্রেক্ষাপট কি, কোন পক্ষ কি বলছে বা লিখছে; সবাই জানেন, সেদিকে না যাই।

আমি শুধু বাংলাদেশে মাঠের ক্রিকেট কাজ করা সাধারণ সাংবাদিক বা একজন খেলাধূলা পছন্দ করা মানুষ হিসেবে বলি, পান থেকে চুন খসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে যে ধরণের সমালোচনা গণমাধ্যমে হয় (বলা এবং লেখা), দেশের আর কোনো প্রতিষ্ঠান নিয়ে এতো ঢালাও সমালোচনা অন্যান্য সাংবাদিকরা করেন বলে আমার জানা নাই, আমি অন্ততো দেখি না। করলেও, জ্বালানী – অর্থ – বানিজ্য – অপরাধ - রাজনীতি বা অন্যান্য বিষয় নিয়ে কাজ করা বড় বা নামী সাংবাদিকদের কমবেশি সবাই একটু মেপে, একটু সমঝে, একটু বুঝে, একটু ধরে একটু ছেড়ে; বলেন বা লেখেন।

কিন্তু ক্রিকেট নিয়ে কাজ করা মাঠের সাংবাদিকদের বেশিরভাগ ক্ষেত্রেই ভাবতে হয় না। তারা আক্ষরিক অর্থেই যা খুশি তাই বলতে বা লিখতে পারেন (হাতেগোনা দুই একটা ব্যতিক্রম ছাড়া), দশ বছরের অভিজ্ঞতা থেকেই লিখলাম। নাজমুল হাসান পাপন সম্পর্কে সংবাদ এবং সামাজিক যোগাযোগের ব্যক্তিগত মাধ্যমে সাংবাদিকরা যা বলেন বা লেখেন, তার অর্ধেক যদি অন্য কোন সরকারী প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির বিরুদ্ধে বলা বা লেখা হতো, অনেককেই হয়তো প্রথম আলোর ওই সাংবাদিকের মতো আইনের মুখোমুখি হতে হতো বলে আমার ধারণা।

সেই বিবেচনায় বিসিবি যথেষ্ট সহনশীল এবং সাংবাদিকদের কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময়েই কোনরকম হস্তক্ষেপ করে না, এমনকি কিছু সংবাদ গুরুত্বের সাথে বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থাও নিতে দেখা গেছে ক্রিকেট বোর্ডকে। বেশিরভাগ ক্ষেত্রেই সর্ব্বোচ্চ নেতিবাচক সংবাদ বা মন্তব্য প্রকাশের পরও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ন্যূনতম প্রশ্নের মুখেও সাংবাদিকদের পরতে হয়না। এমনকি রিপোর্ট বা বিশ্লেষণের নামে নানা কুরুচিপূর্ণ, নোংরামিতে ভরা, একশোতে একশো উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচার করেও বিসিবির রোষানলে পরেছেন বলে কেউই হুট করে দাবী করতে পারবেন না।

যখন মাত্রা ছাড়ানো বা সীমাহীন বা সহ্যের অতিরিক্ত হয়ে যায়, তখন বিসিবি একেবারেই ন্যূনতম কিছু পদক্ষেপ নেয় এবং সেটাও যৌক্তিক কারণেই। এর বাইরে ক্রিকেট নিয়ে কাজ করা মাঠের সাংবাদিকরা, বেশিরভাগ সময়েই স্বাধীনভাবে আলোচনা – সমালোচনা – বিশ্লেষন এবং মত প্রকাশ করতে পারি বলে আমি বিশ্বাস করি।

সেই দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিকে, মন থেকেই একটা বড় ধন্যবাদ জানাতেই পারি।

কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে, ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে ! এত সাহস অন্য কোনো পাখির নেই। তবে লক...
30/03/2023

কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে, ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে !
এত সাহস অন্য কোনো পাখির নেই।
তবে লক্ষনীয় ব্যাপার হচ্ছে, ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে নিজের সময় ও শক্তির অপচয় করে না।

ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় থেকে পালিয়ে উল্টো নিজের জীবন বাচায়!

ঠিক তেমনিভাবে, আপনার জীবন চলার পথে কাছের মানুষরূপী অনেক কাক আপনার পিছনে ঠোকর মেরে আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই।
আপনার চুড়ান্ত লক্ষ্য পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। দেখবেন, আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে।

Zunaid Ahmed Palak

Address

Teknaf

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ সানা উল্লাহ আল সাকিব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোঃ সানা উল্লাহ আল সাকিব:

Videos

Share

Nearby media companies